অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা / স্কিল্ড মাইগ্রেশনের স্কিল এসেসমেন্ট. Australia work visa Skill assessment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 312

  • @nurmd1611
    @nurmd1611 2 ปีที่แล้ว +3

    Australia 🇦🇺 আমার সপ্ন ..ভাইয়া আমার আশা ভরসা..ধন্যবাদ বড় ভাই,,,,

  • @RezaiT01
    @RezaiT01 2 ปีที่แล้ว +3

    প্রথমেই বলবো আপনার ভিডিও দেখে অস্ট্রেলিয়া যাবার সপ্ম দেখি। মজার ব্যাপার হলো নিজে নিজে আবেদন করতে পারবো এটা কখনো কল্পনায়ও আনতে পারিনি। এখন আমার আবেদন আমি নিজেই করতে পারবো।
    আই ই এল টি এসের প্রস্তুতি নিচ্ছি। ইমশাআল্লাহ দেখা হবে আপনার সাথে।
    দোয়া রাখবেন।
    ফিআমানিল্লাহ্
    আল্লাহ আপনাকে সুস্থ রাখুন (আমিন)

    • @VinodMalkani-k1y
      @VinodMalkani-k1y ปีที่แล้ว

      @shameem ভাই আপনার whatsapp নাম্বার টা দিবেম, অল্প কথা ছিলো, ইনফরমেশন এর জন্য

  • @amazonstore1042
    @amazonstore1042 2 ปีที่แล้ว +1

    স্যার আমার মতো অনেকেই জানতে চায় যে অস্ট্রেলিয়ায় PR দের জীবনের সুযোগ সুবিদা নিয়ে একটা ভিডিও চায়।।
    আপনার কাছে অনুরুধ এই বিষয়ে একটা ভিডিও করার জন্য❣️❣️

  • @myjob-hi3id
    @myjob-hi3id 2 หลายเดือนก่อน

    একদম জেনুয়িন তথ্য আপনার | ধন্যবাদ ভাই

  • @sohrabhossain9626
    @sohrabhossain9626 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম,, ধন্যবাদ স্যার।

  • @monowarhossain4131
    @monowarhossain4131 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা।

  • @UKSylhet
    @UKSylhet 2 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম
    আপনাকে অনেক ধন্যবাদ প্রয়োজনীয় তথ্য দিয়ে সবাইকে সাহায্য করার জন্য।

  • @sharmitashabnam5545
    @sharmitashabnam5545 ปีที่แล้ว +1

    Very much useful and informative video.thanks......

  • @parveenbegum3600
    @parveenbegum3600 ปีที่แล้ว

    Excellent tutorial to understand the steps of skill assessment

  • @afrozalom9338
    @afrozalom9338 2 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম। কেমন আছেন। আপনার ইনফরমেশন দারুন।

  • @sudipsaha8055
    @sudipsaha8055 2 ปีที่แล้ว +1

    ভাই protection ভিসা(subclass 866) নিয়ে ভিডিও দেন।

  • @ibrahimshaikh9971
    @ibrahimshaikh9971 2 ปีที่แล้ว

    First comment.....very very helpfull this video...?

  • @nazmulzmul8138
    @nazmulzmul8138 2 ปีที่แล้ว

    🌿তুমি আশা ভালো বাসা রয়েছো হৃদয় জুড়ে🌿
    ⚜️⚜️⚜️🌿🌿🌿🌹💲🌹🌿🌿🌿⚜️⚜️ ইনফরমেশন দেয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষে থেকে

  • @mhbd007
    @mhbd007 2 ปีที่แล้ว

    well explained ! appreciating, Waiting for next processing video!

  • @ahnaftajwarkarim8438
    @ahnaftajwarkarim8438 2 ปีที่แล้ว

    Thank you so much for this video ❤️🇧🇩

  • @ihack-cheats6125
    @ihack-cheats6125 2 ปีที่แล้ว +1

    vai jader education high school tara ki jaita parbe naki akta video koiran ata niya

  • @abubokor5849
    @abubokor5849 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি আপনার সব ভিডিও দেখি আমি মূলত একজন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আমার অভিজ্ঞতা আছে প্রায় সাত বছর আমি অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশনের জন্য কি কি শর্ত আছে এরকম একটা ভিডিও করেন আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো আল্লাহাফেজ

  • @nahin1611
    @nahin1611 2 ปีที่แล้ว +1

    Non skill ra Khan bhave ashbe ekta video koren @Bangladeshi migrant in Australia

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว +1

      অস্ট্রেলিয়া নির্দিষ্ট কিছু দক্ষতার ওপর ভিত্তি করে ওয়ার্ক ভিসা দেয়।
      কি কি কাজের দক্ষতা থাকলে আসা যাবে, সেটা পাবেন স্কিলড অকুপেশন লিস্টে। বেশ কিছু ভিডিওতে স্কিলড অকুপেশন লিস্টের লিংক দিয়েছি। এছাড়া কোন ধরনের ভিসা অপশনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কিভাবে এপ্লাই করবেন সেটা বিস্তারিত জানতে আমার চ্যানেলের ভিডিও গুলো দেখুন। চ্যানেল ভিডিও লিস্ট
      th-cam.com/users/MigrantBangladeshiinAustralia

  • @aliahmeddurjoy5445
    @aliahmeddurjoy5445 2 ปีที่แล้ว

    Thanks for this important information 💐

  • @mohammadrakibulislam-ex2nr
    @mohammadrakibulislam-ex2nr ปีที่แล้ว

    Thank you sir. Good inform for us.

  • @channelakshay3251
    @channelakshay3251 10 หลายเดือนก่อน

    আচ্ছালামু আলাইকুম কেমন আছেন। ভাই আমি আপনার সহাযগীতা কামনা করছি

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  10 หลายเดือนก่อน

      কি সহযোগিতা কামনা করছেন?

    • @HasanNirob-p2c
      @HasanNirob-p2c 9 หลายเดือนก่อน

      ​@@Bangladeshi.in.Australia 482 ভিসায় কি ভাবে আসা যাবে যদি ইংরেজি স্কুলে না পড়ি এমনি অন্য স্কুল থেকে পড়া শেষ করা হইছে সেটা তে কি ভিসা পাওয়া যাবে না যদি একটু বলতেন উপকার হতো

  • @Shafiq-Yeasin
    @Shafiq-Yeasin ปีที่แล้ว

    সব ওয়ার্কিং ভিসার জন্য কি এ্যসেসমনেন্ট আবশ্যক? বাংলাদেশ থেকে স্কুল টিচার (প্রাইমারি / সেকেন্ডারি / এলিমেনটারি) পেশায় ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে?

  • @SumonSheak-e6g
    @SumonSheak-e6g หลายเดือนก่อน

    ভাই আপনার সকল ভিডিও গুলো আমি দেখতেছি ছুটি একটা দিকনির্দেশনা দিবেন বিষয় গুলি কি ভাবে চেক করব

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  หลายเดือนก่อน

      ভিডিওতে যে লিংক দেখিয়েছি, সেগুলো একটু স্টাডি করতে হবে, ভিডিও ডেসক্রিপশনে লিখেও দিয়েছি লিংকগুলো

  • @md.mynuddin1605
    @md.mynuddin1605 2 ปีที่แล้ว

    Sub class 482 visa থেকে PR পাওয়ার নিয়ম কি, এটা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়।।

  • @MrMishu000
    @MrMishu000 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাই । আমার আট বছরের বেশি জব অভিজ্ঞতা আছে। একটা বায়িং অফিসে সিপিং ক্লার্ক হিসেবে আছি। আমি কি এপ্লাই করতে পারবো permanent job ভিসাতে।আমার বয়স ৪১ বছর।আপনার কাছ থেকে গাইডলাইন আশা করছি।

  • @hacersifat3339
    @hacersifat3339 2 ปีที่แล้ว

    ভাইয়া আমার একটা কথা ছিল আমাকে জদি কম্পানি ৩ বছরের work permit বানিয়ে দিলে কি আমি যে কোনো কাজ করতে পারবো নাকি। একটু বলেন বা একটি ভিডিও বানিয়ে দিলে ভালো হতো🙂🥺

  • @jakaria4618
    @jakaria4618 2 ปีที่แล้ว +2

    ভাইয়া আমি একজন ইলেকট্রিশিয়ান,গত 5 বছর যাবত আমি মালয়েশিয়াতে এই পেশার সাথে নিযুক্ত,আমি চাচ্ছিলাম ইলেকট্রিশিয়ান হিসেবে নিজেরই স্কিলস অ্যাসেসমেন্ট করানোর জন্য, কিন্তু
    স্কিলড অকুপেশন লিস্ট এ ইলেকট্রিশিয়ান দুইটা অপশন আছে, দুর্ভাগ্যবশত সেখানে দেখতে পেলাম ( This occupation is not available under the South Australian Graduates stream. এটার কারণ সম্পর্কে যদি একটু ব্যাখ্যা দিতেন তাহলে উপকৃত হতাম

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว +2

      সাউথ অস্ট্রেলিয়া গ্রাজুয়েট স্কিম মানে হচ্ছে যারা সাউথ অস্ট্রেলিয়াতে এবিষয়ে পড়াশোনা বা ট্রেইনিং করেছেন। আপনি তো করেছেন মালেশিয়ায়, কাজেই এটা আপনার জন্য প্রযোজ্য নয়। মানে আপনি এটায় এপ্লাই করতে পারবেন, যদি offshore অপশন থাকে

  • @GOLDENLIFE822
    @GOLDENLIFE822 ปีที่แล้ว +1

    ভাই, আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি। অস্ট্রেলিয়ায় কি ড্রাইভিং ভিসায় যাওয়া যায়? প্লিজ জানাবেন।

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  ปีที่แล้ว

      ভাই, অস্ট্রেলিয়াতে আসলে সবাই ড্রাইভিং করে, এটা একটা সাধারণ ব্যাপার এখানে। তাই ড্রাইভিং কে কোন স্কিল হিসাবে ধরা হয় না।
      অস্ট্রেলিয়া নির্দিষ্ট কিছু কাজের দক্ষতা বা স্কিলের ওপর ভিত্তি করে স্কিল্ড ওয়ার্ক ভিসা দেয়।
      কি কি কাজের দক্ষতা থাকলে আসা যাবে, সেটার জন্য অস্ট্রেলিয়া একটা লিস্ট দেয়, যেটাকে বলে স্কিলড অকুপেশন লিস্ট বলে। আমার বেশ কিছু ভিডিওতে স্কিলড অকুপেশন লিস্ট লিংক সহ দেখিয়েছি। এছাড়া কোন ধরনের ভিসা অপশনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কিভাবে এপ্লাই করবেন সেটা বিস্তারিত জানতে আমার চ্যানেলের ভিডিও গুলো দেখুন। চ্যানেল ভিডিও লিস্ট
      th-cam.com/users/MigrantBangladeshiinAustralia

  • @mohammadtawkir9910
    @mohammadtawkir9910 2 ปีที่แล้ว +1

    Give some information about 403 visa. Australia is offering me a 403 visa. Now waiting for your advice.
    It would be good to make a video about 403 visa. Plz.....

  • @dr.shafayet9970
    @dr.shafayet9970 2 ปีที่แล้ว +1

    For Ahpra(aus health practitioner registration authority)there is no assessment system for skilled migration.

  • @abbasvai1038
    @abbasvai1038 2 ปีที่แล้ว

    আমি এইচএসসি পাশ করেছি ।তিন মাসের কম্পিউটার সার্টিফিকেট আছে। একলা অভিজ্ঞতা দিয়ে অস্ট্রেলিয়া গেলে কি চাকরি পাওয়া যাবে ভাই। ভাই প্লিজ এগুলো নিয়ে একটা ভিডিও দিয়েন

  • @akhlaqahmed5464
    @akhlaqahmed5464 ปีที่แล้ว

    Thanks for the information

  • @imrannajirali8560
    @imrannajirali8560 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই।আপনার জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইলো।
    আপনার দেশের কোন জেলায় ভাই??

  • @বিভীষিকা-য৫জ
    @বিভীষিকা-য৫জ 2 ปีที่แล้ว

    via ami ek jon CNC WOOD ROUTER machine er DESIGNER (2D, 3D) ami ki jate parbo plz reply

  • @khaledhasan6964
    @khaledhasan6964 2 ปีที่แล้ว +1

    accounting Professoial, তিনটা প্রতিষ্ঠান দেখলাম বাট একটি ৫০০ ডলার , বাকি দুটো বুঝতেছি না। কাইন্ডলি জানাবেন।
    প্রসেসিং টাইম বেড়ে যাচ্ছে

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      FAQ সেকশন দেখুন ওয়েবসাইটের। আর না হয় প্রতিষ্ঠানের সাথে ইমেইল বা ফোনে যোগাযোগ করতে পারেন

  • @khansumon8507
    @khansumon8507 2 ปีที่แล้ว +3

    ভাই অস্ট্রেলিয়া যাবার জন্য সাহায্য করতে পারবেন,, টাকা দিবো আমি,,আপনি একটু সাহায্য করবেন,,,

  • @eko1105
    @eko1105 2 ปีที่แล้ว

    very nice your video

  • @sajjadvii9374
    @sajjadvii9374 2 ปีที่แล้ว +2

    Skill assessment করতে কী শুধু প্রয়োজনীয় ডোকূমেণ্টস/ কাগজ পত্র গুলোই লাগবে নাকি কোন ভাইবা / কোন পরীক্ষা দিতে হবে ? প্লিজ বলবেন

    • @RezaiT01
      @RezaiT01 2 ปีที่แล้ว +1

      কোন ভাইবা দিতে হবে না।

    • @sajjadvii9374
      @sajjadvii9374 2 ปีที่แล้ว

      @@RezaiT01 Thank You..

  • @asrafhossain6323
    @asrafhossain6323 2 ปีที่แล้ว +1

    আইনজীবীরা কোন কেটাগরির বা প্রোফেশন লিস্টে কি দেয়া আছে?জানাবেন প্লিজ।

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      স্কিল অকুপেশন লিস্ট চেক করুন। লিস্টের লিংক কয়েকটি ভিডিওতে দেখিয়েছি

  • @md.apelmahmud247
    @md.apelmahmud247 2 ปีที่แล้ว

    Jajakallah khairan

  • @mdmustak2310
    @mdmustak2310 2 ปีที่แล้ว +1

    Assalamualaikum kmn asen vi

  • @nstiibangl4539
    @nstiibangl4539 ปีที่แล้ว

    Your life is beautiful

  • @q.m.isteeaqulalam1557
    @q.m.isteeaqulalam1557 2 ปีที่แล้ว +1

    ১.স্কিল এসেস করতে কোন প্রকার হার্ড কপি কি পাঠাতে হয়?
    ২. প্লিজ ভাই ইঞ্জিনিয়ারস অষ্ট্রেলিয়া ( engineersaustralia) এর এসেস্মেন্ট প্রসেস টা একটু জানাবেন।বাংলাদেশ থেকে প্রচুর প্রকৌশলী সিরিয়াসলি চেষ্টা করতে চায় এবং এই ৪৯১ এ ভালো সুযোগ আছে বলে মনে হচ্ছে।

    • @suzonmiah96
      @suzonmiah96 3 หลายเดือนก่อน

      Soft copy

  • @syedmamunurrashid516
    @syedmamunurrashid516 2 ปีที่แล้ว +1

    আসসালামুআলাইকুম, ভাইজান আমি জানতে চাচ্ছি যে, এসেসমেন্ট এ কি অনার্স, মাস্টার্স সার্টিফিকেট পাঠালে হয়, নাকি এসএসসি, এইচএসসি সার্টিফিকেট ও পাঠাতে হবে? আরেকটা বিষয় হলো মার্কশীট দিলে চলে নাকি গ্রেডিং সিস্টেমে ট্রান্সক্রিপ্ট পাঠাতে হবে?

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว +1

      এটা স্কিল টু স্কিল ভ্যারি করতে পারে। এক্স্যাক্টলি কি লাগবে সেটা স্কিল এসেসমেন্ট অথরিটির ওয়েবসাইটে পাবেন।

  • @MohdAli-kg7th
    @MohdAli-kg7th 7 หลายเดือนก่อน

    Nice..sir

  • @rupok9627
    @rupok9627 2 ปีที่แล้ว +1

    মালয়েশিয়াতে ১৬ বছরের ইনকামের প্রায় ৬৫% অর্থ ব্যায় করেছি শুধু এই অস্ট্রেলিয়া যাওয়ার জন্য 😭😭 আমার ১০ বছরের ওয়েল্ডিং কাজের অভিজ্ঞতা এবং সার্টিফিকেট আছে, কিন্তু কোন কাজ হয়নি।

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      সঠিক পথ না জানা থাকায়, দালাল দের উপর অতিরিক্ত নির্ভরতা, অনেক সময় এই দালাল রা শ্রেফ প্রতারক, অনেকেই টাকা পয়সা নষ্ট করেছে, কাজ হয় নাই।

  • @Sanahangout07
    @Sanahangout07 2 ปีที่แล้ว +1

    আমি সমাজ বিজ্ঞান থেকে মাস্টার্স শেষ করেছি, আমার জন্য কোন স্কিল টা ভালো হতে পারে

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      স্কিল লিস্টে দেখুন, ওখানে স্কিলের ডিটেইলস দেখে এটা আপনাকে বুঝে নিতে হবে।

    • @Sanahangout07
      @Sanahangout07 2 ปีที่แล้ว

      Ami apnar sate personal vabe Kota Bolte say ..Jodi Amar sojog hoy?

  • @oliuddin286
    @oliuddin286 10 หลายเดือนก่อน

    Thank my ❤

  • @playwithcadcam6779
    @playwithcadcam6779 ปีที่แล้ว

    Family (Spouse and baby) soho asar jonno kon subclass e skill assessment korabo?

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  ปีที่แล้ว

      যে কোন ওয়ার্ক ভিসায় ফ্যামিলি সহ আসা যায়

  • @anamikaahmed7193
    @anamikaahmed7193 ปีที่แล้ว +1

    Vai ami akto apnr sathy contact korte cai…kivabe korbo???

  • @moenuddin87
    @moenuddin87 ปีที่แล้ว +1

    সব কাগজ থাকলেই কি আমি ভিসা পেয়ে যাব। আর কাজের ভিসা এবং কোন কোম্পানীতে জব হবে আমার

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  ปีที่แล้ว

      ভাই ভিডিওটা দেখেন, আর এটার সাথে আরো কয়েকটা ভিডিও আছে এই ভিসা নিয়ে। কি কি যোগ্যতা লাগবে এই ভিসার জন্য, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে এপ্লাই করবেন এই বিষয়ে স্টেপ বাই স্টেপ সিরিজ আকারে দেখিয়েছি এই ভিডিওগুলো তে। পুরা ব্যাপারটা বুঝতে হলে এই সব কয়টা ভিডিও ভালো ভাবে দেখতে হবে এবং ভিডিওতে অস্ট্রেলিয়ার সরকারের যে অফিসিয়াল লিংক গুলো দেখিয়েছি, সেগুলো স্টাডি করতে হবে। এই ভিডিও লিস্ট থেকে ভিডিও গুলা কাইন্ডলি স্ক্রল করে খুজে দেখে নিবেন
      th-cam.com/users/MigrantBangladeshiinAustralia

  • @Shakib15
    @Shakib15 2 ปีที่แล้ว +1

    ভাইয়া সৌদি আরব থেকে কিভাবে খুব সহজে অস্টেলিয়া যেতে পারবো কি কি প্রসেস যদি e নিয়ে একটা ভিডিও make Korten সহজ ভাষায়

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว +1

      এপ্লাই করতে হয় অনলাইনে, তাই সৌদি আরব থেকেও এপ্লাই করা যায়।
      অস্ট্রেলিয়া নির্দিষ্ট কিছু কাজের দক্ষতার ওপর ভিত্তি করে স্কিল্ড ওয়ার্ক ভিসা দেয়। কি কি কাজের দক্ষতা থাকলে আসা যাবে, সেটার জন্য অস্ট্রেলিয়া একটা লিস্ট দেয়, যেটাকে বলে স্কিলড অকুপেশন লিস্ট বলে। আমার বেশ কিছু ভিডিওতে স্কিলড অকুপেশন লিস্ট লিংক সহ দেখিয়েছি। এছাড়া কোন ধরনের ভিসা অপশনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কিভাবে এপ্লাই করবেন সেটা বিস্তারিত জানতে আমার চ্যানেলের ভিডিও গুলো দেখুন। চ্যানেল ভিডিও লিস্ট
      th-cam.com/users/MigrantBangladeshiinAustralia

  • @mdaliazgar842
    @mdaliazgar842 2 ปีที่แล้ว

    স্যার একটা কথা,,,,,আমার দালাল আমাকে বলে যে আমার নাকি বিসা হইছে সাবক্লাস ৬৫১ ই মাল্টিপল বিসা। স্যার এটা কতটুকু সত্যি জানবেন

  • @raisathasnim9236
    @raisathasnim9236 ปีที่แล้ว

    Vaia Assalamu alikum
    Eduaid consultancy firm agency ta kmn??
    Ora MARA listed

  • @naiemahmed1040
    @naiemahmed1040 2 ปีที่แล้ว +1

    Sir, 4 ta regional area modde best state kunta pr ar jonno. Kindly bolben.

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      সবগুলোই ভালো। যার কাছে যেটা ভালো লাগে

  • @mdjohanahammed5754
    @mdjohanahammed5754 2 ปีที่แล้ว +1

    Ame ielts korla amar hasnand. Ki jata parba

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      যদি সব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন এবং হাসবেন্ড এর IELTS ছাড়াই ৬৫ পয়েন্ট আসে তাহলে পারবেন

  • @md.hasiburrahman5780
    @md.hasiburrahman5780 ปีที่แล้ว

    Thank you

  • @dipokkumargautom
    @dipokkumargautom 2 หลายเดือนก่อน

    Great ❤

  • @b-editpark6387
    @b-editpark6387 ปีที่แล้ว

    ভাই অস্ট্রেলিয়ায় সরকারিভাবে অফডে কয়দিন।।

  • @PRONOYJOYSARKER
    @PRONOYJOYSARKER ปีที่แล้ว

    Assalamualaikum via , ami apnar kache akta bisoy jante chacchilam seta hocche , kuno kajer opor skill korte ki Australia jawa jay? Jodi jay tahole ki ki requirements lage?And ak akta skill course koto diner hoy and skill ses korte totally koto taka lagte pare? At last kun process e kaj gula korle bettter hoy ?
    Asay kori bisoy ta janiye amake upokrito korben .
    Best of luck via❤

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  ปีที่แล้ว

      স্টুডেন্ট ভিসায় এসে পড়াশোনা করে তারপর স্কিল এসেসমেন্ট করানো যায়।

  • @md.arifulislamabir2982
    @md.arifulislamabir2982 2 ปีที่แล้ว

    আমি মার্কেটিং এ জব করি ছয় বছর বাট মার্কেটিং এর কোন ডিগ্রী নেই এখন যদি আমি উন্মুক্ত থেকে MBA কোর্স করি তাহলে তাহলে কি আমি অস্ট্রেলিয়াতে আসতে পারবো?

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      স্কিল এসেসমেন্ট অথরিটির লিংকে দেখুন মার্কেটিং এর জন্য রিকোয়ারমেন্ট কি।

  • @firozmahmood8329
    @firozmahmood8329 2 ปีที่แล้ว +1

    স্কিল এসেসমেন্ট আর ielts কি প্যারালাল করা যেতে পারে ? সে ক্ষেত্রে স্কিল এসেসমেন্ট করার পর তার মেয়াদ কত দিন থাকে ? ধন্যবাদ।

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      ভাই ভিডিওটা আপনাদের জন্যি বানিয়েছি, একটু কষ্ট করে দেখুন। যা ভিডিও তে এক্সপ্লেইন করেছি সেটা যদি প্রশ্ন করেন....

    • @firozmahmood8329
      @firozmahmood8329 2 ปีที่แล้ว

      আবার ভালো করে দেখবো।

  • @mahmudulhassan2687
    @mahmudulhassan2687 ปีที่แล้ว +1

    I HAVE COMPLETED MY EDUCATION ON ECONOMICS. NOW I AM ENGAGING IN TEACHING PROFESSION IN ECONOMICS. FOR SKILL ASSESSMENT WHERE CAN I KNOCK?

  • @poembd4493
    @poembd4493 2 ปีที่แล้ว +1

    ভাই আ‌মি একটা প্রাই‌ভেট কোম্পানীতে শাখা অ‌ফি‌সে সহকারী manager হিসা‌বে 5 year ধ‌রে কাজ কর‌ছি। এখন আ‌মি কি farm manager হিসা‌বে Apply কর‌তে পারব?

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว +1

      যদি ফারম ম্যানেজার এর জন্য যা রিকোয়ারমেন্ট দিয়েছে, সেটা ফুল ফিল করতে পারেন, তাহলে পারবেন

  • @MaddGenome4609
    @MaddGenome4609 2 ปีที่แล้ว +1

    Sho poribare kon category visa te Australia jawa jay

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      বেশিরভাগই ভিসাতেই সপরিবারে আসা যায়। চ্যানেলের ভিডিও গুলো দেখুন, বিস্তারিত জানতে পারবেন।
      অনেক ভাবে অস্ট্রেলিয়া আসা যায়, নানা রকম ভিসায় বিভিন্ন অপশন দেয় অস্ট্রেলিয়া। কোন অপশনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কিভাবে এপ্লাই করবেন সেটা বিস্তারিত জানতে আমার চ্যানেলের ভিডিও গুলো দেখুন। চ্যানেল এর সব ভিডিও লিংক
      th-cam.com/users/MigrantBangladeshiinAustralia

  • @foysalsikdar3658
    @foysalsikdar3658 2 ปีที่แล้ว

    ওয়েবসাইটে ঘাটাঘাটি করে দেখলাম ফি অনেক বেশি।
    ডকুমেন্টস যাচাই, স্কিল যাচাই, ইন্টারভিউ ইত্যাদির ফি দেখে অবাক হলাম। প্রায় ৩-৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার।
    এ ব্যাপারে কিছু যদি বলেন

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว +1

      ডকুমেন্টস যাচাই, ইন্টারভিউ এরকম কিছু নাই। তিন টা স্টেপ এ ফি আছে, স্কিল এসেসমেন্ট, স্টেট নমিনেশন এপ্লিকেশন, আর ফাইনালি ভিসা এপ্লিকেশন।

  • @azimkhan7459
    @azimkhan7459 2 ปีที่แล้ว

    Vai Duolingo দিয়ে কি অস্ট্রেলিয়া spouse visa asa jabe ki ba student visa asa jabe ki please jode janten

  • @softsongs_
    @softsongs_ 2 ปีที่แล้ว +1

    এসি টেকনিশিয়ান হিসেবে আবেদন করা যাবে?যদি ILTES দক্ষতা না থাকে?এই বিষয়ের উপর অনেক দক্ষতা আছে

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      অস্ট্রেলিয়া নির্দিষ্ট কিছু দক্ষতার ওপর ভিত্তি করব স্কিল্ড ওয়ার্ক ভিসা দেয়।
      কি কি কাজের দক্ষতা থাকলে আসা যাবে, সেটা পাবেন স্কিলড অকুপেশন লিস্টে। বেশ কিছু ভিডিওতে স্কিলড অকুপেশন লিস্টের লিংক দিয়েছি। এছাড়া কোন ধরনের ভিসা অপশনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কিভাবে এপ্লাই করবেন সেটা বিস্তারিত জানতে আমার চ্যানেলের ভিডিও গুলো দেখুন। চ্যানেল ভিডিও লিস্ট
      th-cam.com/users/MigrantBangladeshiinAustralia

  • @arafatkhan2108
    @arafatkhan2108 2 ปีที่แล้ว +1

    Ami saudi arabia thaki
    Saudi theke Australia work visa'y
    Jawa jay?
    Ami valo English jani.
    but problem holo amar certificate ar passport ar boyah ak na.

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      ওয়ার্ক ভিসার জন্য যে যোগ্যতা গুলো লাগে, তা যদি থাকে তাহলে যে কোন দেশ থেকেই এপ্লাই করতে পারবেন। পাসপোর্টের তথ্য গড়মিল থাকলে কারেকশন করিয়ে নিতে হবে

  • @jubaerahmmed2125
    @jubaerahmmed2125 2 ปีที่แล้ว +1

    HBS ag positive হলে কি যাওয়া যায়,,,,,,???

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      যতদূর জানি সংক্রামক অসুখ থাকলে মেডিকেল টেস্ট ফেইল। আপনি মেডিকেল টেস্ট সেন্টার এ আলাপ করে দেখতে পারেন

  • @abgoni3012
    @abgoni3012 2 ปีที่แล้ว +1

    নবম শ্রেণিতে পরছে সেকি স্টুডেন্ট ভিসায় জেতে পারবে?

  • @MdSelim-bq6rj
    @MdSelim-bq6rj 2 ปีที่แล้ว

    Vai jenrel levarer kono kaje jaoya jay kina janaben

  • @villagelifebangladesh9670
    @villagelifebangladesh9670 2 ปีที่แล้ว +1

    ভাই কোন এজেন্সির মাধ্যমে যাওয়া যেতে পারে,...?

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      আমার চ্যানেলের ভিসা প্রতারণা বিষয়ে করা ভিডিও টা দেখুন, ওখানে রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট এর লিস্ট লিংক সহ দেখিয়েছি। চ্যানেল ভিডিও লিস্ট
      th-cam.com/users/MigrantBangladeshiinAustralia

  • @gazipuralamin6713
    @gazipuralamin6713 2 ปีที่แล้ว +1

    আচ্ছালামুআলাকুম ভাই কাজে ভিসায় কি মাএলশিয়া থেকে আস্তে পারবো পাথরে মেশিনের অপারটার আমি এইবার বছর কাজ করতেছি মেশিনের সব ধরনের কাজ জানি এবং ওয়াল্ডিন আমি কি কোয়ারি কাজে আসতে পারবো মাএলশিয়া থেকে দয়া করে জানাবেন ভাইয়া

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      কি কি কাজের দক্ষতা থাকলে আসা যাবে, সেটা পাবেন স্কিলড অকুপেশন লিস্টে। এই ভিডিওতে এবং রিসেন্ট কয়েকটা ভিডিওতে স্কিলড অকুপেশন লিস্টের লিংক দিয়েছি, দেখেন

  • @mahirfysal7833
    @mahirfysal7833 2 ปีที่แล้ว +1

    Hello sir. I am following your TH-cam channel. I am an EEE graduate. I am working as Senior Executive in Sales and Marketing department in a company. Our company deals with medical equipment or machines. I also have experience as a Service Engineer in this sector. My question is which SUB-CLASS is suitable for me of Australia migration?

  • @torikulahmed436
    @torikulahmed436 ปีที่แล้ว

    আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার টা দেখিয়েছেন, আমার মার্কেটিং এ ৮ বছরের অভিজ্ঞতা আছে। কী স্কিল অ্যাসিস্ট্যান্ট করতে হবে জানালে ভালো হতো ।🥹🥹🥹🥹🥹🥹

    • @torikulahmed436
      @torikulahmed436 ปีที่แล้ว

      অফিসের ঠিকানা টা জানালে ভালো হতো

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  ปีที่แล้ว +1

      সফটওয়্যার ইঞ্জিনিয়ার উদাহরণ হিসেবে দেখিয়েছি। স্কিল অকুপেশন লিস্টের ওই পেজে যে কোন পেশার দক্ষতার স্কিল এসেসমেন্ট করার তথ্য পাবেন।

  • @shahadathosensohag9893
    @shahadathosensohag9893 2 ปีที่แล้ว +1

    স্যার আপনার কোনো জানা বাহ পরিচিত কোন অফিস আছে ঢাকায় যে আমার সব প্রসেসিং করে দিবে এ টু জেড
    দয়া করে জানাবেন
    আর সাদা পাসপোর্টে কি অস্ট্রেলিয়ায় যাওয়া যাবে

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      পাসপোর্ট এর সাদা কালো ব্যাপার না, বিশেষ করে এই ভিসার ক্ষেত্রে।
      আমার চ্যানেলের ভিসা প্রতারণা নিয়ে করা ভিডিওটা দেখুন, রেজিস্টার্ড এজেন্সির লিস্ট লিংক সহ দেখিয়েছি। ভিডিও লিস্ট
      th-cam.com/users/MigrantBangladeshiinAustralia

  • @biplobtalukder1732
    @biplobtalukder1732 ปีที่แล้ว

    স্যার আসসালামু আলাইকুম, বাংলাদেশ থেকে কোন কার্পেন্টার বা কাঠমিস্ত্রি ভিসা আছে অস্ট্রেলিয়া ।সেজন্য কোন স্কিল করার দরকার আছেন নাকি ঐ বিষয়ে কোন ভিসা নেই।

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  ปีที่แล้ว

      ধন্যবাদ। এই ভিডিওতে যে স্কিল অকুপেশন লিস্ট দেখালাম, সেখানে দেখুন আপনার যেটা দক্ষতা বা স্কিল, সেটা আছে কিনা। যদি থাকে তাহলে স্কিল এসেসমেন্ট করাতে পারেন

  • @boroceleprobashi8838
    @boroceleprobashi8838 2 ปีที่แล้ว +1

    Vaia akta posno korci answer diben Ami austalia gov website apply Kori sob taka diye Jodi visa na Hoi taka gulo kivabe ferot pabo aktu janaben

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      ভিসা ফি ফেরত হয় না। তবে ভিসা এপ্লিকেশনের আগে আপনাকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হবে, যেটা ফ্রি। আর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এর পরে ইনভাইটেশন পেলে ভিসার আবেদন করতে হয়। ইনভাইটেশন পেলে ভিসা পাওয়া মোটামুটি কনফার্ম

    • @boroceleprobashi8838
      @boroceleprobashi8838 2 ปีที่แล้ว

      @@Bangladeshi.in.Australia aita niye akta video koren onk opokar hobe sobar r fee por invite kore la 1.330pound online pay Korte Hobe

    • @boroceleprobashi8838
      @boroceleprobashi8838 2 ปีที่แล้ว

      @@Bangladeshi.in.Australia bujcina ai bepara akta video koren jokon free hon apni

  • @bonnahasan1106
    @bonnahasan1106 2 ปีที่แล้ว

    Business korar jonno ki visa available janaban please

  • @RezaiT01
    @RezaiT01 2 ปีที่แล้ว +1

    ভাইয়া স্টেট নমিনেশনের আগে যদি স্কিল এ্যাসেসমেন্ট করি তাহলে কোন প্রবেলেম আছে কি? আমি আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছি। সে ক্ষেত্রে স্টেট নমিনেশনের জন্য আইএলটিএস সার্টিফিকেট লাগবে। তো আমি যদি নমিনেশনের আগে স্কিল এ্যাসেসমেন্ট করিয়ে রাখতে পারবো কি?
    জানাবেন প্লিজ!

    • @cybertube003
      @cybertube003 2 ปีที่แล้ว

      Yes you can

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      স্টট নমিনেশন এর আগে স্কিল এসেসমেন্ট করতে হবে

    • @RezaiT01
      @RezaiT01 2 ปีที่แล้ว

      @@Bangladeshi.in.Australia
      অনেক ধন্যবাদ ভাইয়া।
      তাহলে আমি স্কিল এ্যাসেসমেন্টের প্রস্তুতি নিচ্ছি।
      তারপর আইইএলটিএসের পর
      নমিনেশন ও ভিশার এ্যাপ্লিকেশন করবো।

  • @healthylife605
    @healthylife605 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম স্যার আমার গ্র্যাফিক্স ডিজাইন এবং প্রোপেশনাল ভিডিও এডিটিং স্কিল আছে।কিন্তু আমার পড়াশোনা এসএসসি পর করতে পারিনি। আমি কি আস্ট্রেলিয়া যেতে পারি???

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      কি কি কাজের দক্ষতা থাকলে আসা যাবে, সেটা পাবেন স্কিলড অকুপেশন লিস্টে। ভিডিওতে স্কিলড অকুপেশন লিস্টের লিংক দিয়েছি, দেখেন

  • @bazlurrashid9008
    @bazlurrashid9008 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাই, স্কিল এসিস্ট্যান্ট শেষ করলে ওইটার রেজাল্ট টা কিভাবে দিবে ?এটা কি পয়েন্ট ভিত্তিক রেজাল্ট দেবে নাকি স্কিন লেভেল ওয়ান অথবা স্কিল লেভেল টু অথবা স্কিল লেভেল ওয়ান এটাতে কত পয়েন্ট ধরা যায় ? প্লিজ জানাবেন ভাই

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว +1

      পয়েন্ট, লেভেল এগুলো অন্য ব্যাপার। স্কিল এসেসমেন্ট এর রেজাল্ট ইমেইল এ জানাবে স্কিল মাইগ্রেশানের জন্য suitable বা উপযুক্ত কিনা। যদি suitable হয়, তাহলে এপ্লাই করা যাবে যদি অন্যান্য রিকোয়ারমেন্ট ফুলফিল করা থাকে।

    • @bazlurrashid9008
      @bazlurrashid9008 2 ปีที่แล้ว

      @@Bangladeshi.in.Australia জাযাকাল্লাহ

  • @mahatabhasan4588
    @mahatabhasan4588 2 ปีที่แล้ว +1

    Without ielts unskilled visa dey naki??

  • @rontyelias8358
    @rontyelias8358 2 ปีที่แล้ว +1

    সালামু আলাইকুম ভাই আমি ঢাকা থেকে বলছি।
    আমি ব্যাচেলর ডিগ্রী পাস করেছি BSS । আমি কি ড্রাইভিং ভিসায় অস্ট্রেলিয়াতে যাওয়ার কোন সুযোগ আছে কি? বা অন্য কোনভাবে সুযোগ আছে কি?

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      অস্ট্রেলিয়াতে সবাই ড্রাইভিং করে, এটা একটা মামুলি ঘটনা হওয়ায় ড্রাইভিং কে কোন স্কিল হিসাবে ধরা হয় না।
      অনেক ভাবে অস্ট্রেলিয়া আসা যায়, নানা রকম ভিসায় বিভিন্ন অপশন দেয় অস্ট্রেলিয়া। কোন অপশনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কিভাবে এপ্লাই করবেন সেটা বিস্তারিত জানতে আমার চ্যানেলের ভিডিও গুলো দেখুন। চ্যানেল এর সব ভিডিও লিংক
      th-cam.com/users/MigrantBangladeshiinAustralia

    • @rontyelias8358
      @rontyelias8358 2 ปีที่แล้ว

      @@Bangladeshi.in.Australia
      thanks

  • @mdtenu5911
    @mdtenu5911 2 ปีที่แล้ว +1

    VAi ielts academic diye ki skill occupation a apply kora jabe

  • @MdArif-p7g1h
    @MdArif-p7g1h ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম আপনার প্রায় সবগুলো ভিডিও দেখি। গত ৭ অক্টোবর আমার অস্ট্রেলিয়া থেকে কাগজপত্র আসে আমি নাকি ৪১৭ ভিসা পেয়েছি এখন আমি অস্ট্রেলিয়ান গভারমেন্ট সাইডে ঢুকে দেখলাম আমার সবকিছু ওই ওয়েবসাইটে দেখাচ্ছে কিন্তু ভেলিডিটি সাইডে গিয়ে দেখলাম বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার অস্ট্রেলিয়াতে যেতেই পারবে না এখন আমার করণীয় কি প্লিজ কমেন্টে রিপ্লাই দিবেন

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  ปีที่แล้ว

      টাকা দিয়েছেন?

    • @MdArif-p7g1h
      @MdArif-p7g1h ปีที่แล้ว

      ​পাসপোর্ট জমা দেওয়ার সময় ২ লক্ষ টাকা দিয়েছি এখন গ্যারান্টেড পেপার আসার পর আমার কাছ থেকে আরও টাকা চাইতেছে..এখন আমার করনীয় কি প্লিজ ভাইয়া আমাকে একটু হেল্প করেন

  • @tanbinsefa1214
    @tanbinsefa1214 2 ปีที่แล้ว +1

    Kindergarten teacher der jonno nki immigration ar chance nay bangladesh theke ata ki sotti .kindly answer diben

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      এই ভিডিওতে এবং আরো কয়েকটি ভিডিওতে যে স্কিলড অকুপেশন লিস্ট দেখিয়েছি, সেখানে দেখুন স্কুল টিচার আছে কিনা। যদি থাকে তাহলে এর রিকোয়ারমেন্ট মিট করতে পারলে এপ্লাই করা যাবে। ভিসা রিকোয়ারমেন্ট, এপ্লিকেশন স্টেপ নিয়েও ভিডিও আছে আমার চ্যানেলে। কাইন্ডলি দেখে নিবেন। চ্যানেল ভিডিও লিস্ট
      youtube.com/@Bangladeshi.in.Australia

  • @JakirHossain-ut3he
    @JakirHossain-ut3he 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি আপনার একজন সাবস্ক্রাইবার ভাইয়া প্লিজ আমার একটা প্রশ্নের উত্তর দেবেন অস্ট্রেলিয়ান মেলবোর্ন থেকে আমার ইন্টারভিউ নিতে চায় অনলাইনে এটা কতটুকু সত্যি আমাকে একটু জানাবেন প্লিজ ভাইয়া

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      কিসের ইন্টারভিউ তা বলেন নাই।

  • @pronabbiswas1711
    @pronabbiswas1711 2 ปีที่แล้ว +1

    ভাইয়া, Sub-Class 491 skilled visa-য় Early Childhood (Pre-Primary) Teacher এবং Primary School teacher এর Skill assessment কোন অর্গানাইজেশনের website থেকে করা যাবে দয়া করে জানাবেন।

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว +1

      ভিডিওতে যে সেকেন্ড স্কিল অকুপেশন লিস্ট দেখিয়েছি, সেখানে দেখুন এসেসমেন্ট অথরিটির লিংক আছে।

  • @internationalproduct3877
    @internationalproduct3877 2 ปีที่แล้ว +1

    Vai IELTS ki Academic korte hobe naki General, skrill migration er jonno

  • @noor426
    @noor426 ปีที่แล้ว +1

    Is there any quota for skilled migration under university lecturer category? For example, my points comes around 70-75. What are my chances?

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  ปีที่แล้ว

      পয়েন্ট থাকলে এপ্লাই করতে পারেন। চান্স আছে

  • @buddhirkhela3
    @buddhirkhela3 2 ปีที่แล้ว +1

    আমি আপনার দেওয়া লিংকে গিয়ে দেখলাম,লিষ্টে আমার পেশা আছে।
    ANZSCO CODE 342111
    List MLTSSL
    Assessing authority TRA
    আমি এইচএসসি পাশ ওয়ালটন হাইটেক লিঃ এ এসি আর এন্ড ডি( Research & Development) এ ছয় বছরের কাজের অভিজ্ঞতা আছে।বর্তমানে আমি একটি ফার্মেসি চালাই। আমার সি গ্রেড ফার্মাসিস্ট সার্টিফিকেট আছে। আমাকে কি কিছু তথ্য দিয়ে সাহায্য করবেন।

  • @imrannajirali8560
    @imrannajirali8560 2 ปีที่แล้ว

    বাংলাদেশ থেকে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবো ভাই??

  • @saifulislam-ne1yp
    @saifulislam-ne1yp 2 ปีที่แล้ว

    nice video

  • @munmunakter7539
    @munmunakter7539 2 ปีที่แล้ว +1

    Brother you shared that 530 AUD need for skills assessment .is it changes for different types of occupations. I'm a chemist in Bangladesh and can you share how much I need for my skills assessment? Thanks.

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      I said in the video that the fee is different for different occupations. Pls check the chemist occupation assessing authority website for cost information. I shown where you will get that in this video

  • @abdullahalnoman9204
    @abdullahalnoman9204 2 ปีที่แล้ว +2

    Assalamualaikum, Brother!
    Thanks for your informative videos.
    I am preparing for move to SA (Adelaide) as an ICT professional. Looking forward for your advise on few issues:
    1. Will it be fine, to start the process without involving migration agents [ as I went through the requirements for documents to be submitted, such as: ACS, Skillselect etc.]?
    2. Does ACS assessment play any role for getting job afterwards [ for obtaining visa , of course], Actually, how to accquire a desired job in australia ? is it based on resume or based on ACS Assessment? [Reason for asking is, in ACS I might be assessed for a particular role while I have worked in other roles during my tenure which has been covered in Resume.
    Sorry, may be it's little long. But hats-off for your support so far.

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      ওয়ালাইকুম সালাম। আপনি অবশ্যই কোন এজেন্ট ছাড়া এপ্লাই করতে পারবেন। স্কিল এসেসমেন্ট শুধু ভিসা এপ্লিকেশনের জন্য লাগে। কাজ পাওয়ার ক্ষেত্রে এটার তেমন কোন ভূমিকা নেই। কাজের ক্ষেত্রে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা জানতে চাইবে।

    • @HasanShariarRasel
      @HasanShariarRasel ปีที่แล้ว

      ​@@Bangladeshi.in.AustraliaBhai kindly 190 niye ekta video diyen

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  ปีที่แล้ว

      @@HasanShariarRasel আমার লেটেস্ট ভিডিওতে 190 নিয়ে কিছু তথ্য পাবেন

    • @koko_virus3878
      @koko_virus3878 ปีที่แล้ว

      @@HasanShariarRasel
      Assalamualaikum ,
      If someone want to convert visit visa to job visa,is it required to do skill assessment.please inform.thanks

  • @GjRajan
    @GjRajan ปีที่แล้ว

    Graphics Designer hissbe apply korte chacchila tai ami jante chai IELTS ta kunta hole apply korte parbo? Academic naki GT

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  ปีที่แล้ว

      ভিডিওতে যে স্কিল অকুপেশন লিস্ট দেখালাম, সেখানে দেখুন আপনার যেটা কাজের দক্ষতা বা স্কিল, সেটা আছে কিনা। এছাড়া অন্যান্য যে যোগ্যতাগুলো লাগবে বললাম ভিডিওতে, সেগুলো যদি আপনার থাকে তাহলে আবেদন করতে পারবেন

  • @md.sujonmia4158
    @md.sujonmia4158 2 ปีที่แล้ว

    ভাইয়া আমি ফার্মিং ভিসায় যেতে চাই,, আমি ইন্টার পাশ,, এখন বাড়িতে কৃষিকাজ করি,, এখন কিভাবে ফার্মার ভিসায় যেতে পারবো,, অনুগ্রহ করে বললে খুবই উপকৃত হব

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      অস্ট্রেলিয়া নির্দিষ্ট কিছু দক্ষতার ওপর ভিত্তি করব স্কিল্ড ওয়ার্ক ভিসা দেয়।
      কি কি কাজের দক্ষতা থাকলে আসা যাবে, সেটা পাবেন স্কিলড অকুপেশন লিস্টে। বেশ কিছু ভিডিওতে স্কিলড অকুপেশন লিস্টের লিংক দিয়েছি। এছাড়া কোন ধরনের ভিসা অপশনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কিভাবে এপ্লাই করবেন সেটা বিস্তারিত জানতে আমার চ্যানেলের ভিডিও গুলো দেখুন। চ্যানেল ভিডিও লিস্ট
      th-cam.com/users/MigrantBangladeshiinAustralia

  • @mdanisur4435
    @mdanisur4435 2 ปีที่แล้ว

    অামি বাংদেশে বিবিএ ৩য় । একাউন্টিং এ পড়ি।এখন অস্টেলিয়াতে পড়াশোনা জন্য অাসতে চাই।অাপনার কাছে পরামর্শ চাই।।।অনেকে বলছে একাউন্টিং অস্ট্রেলিয়ার পি অার পাওয়া যায়না।।অনুগ্রহ করে কিছু বলবেন

    • @Bangladeshi.in.Australia
      @Bangladeshi.in.Australia  2 ปีที่แล้ว

      পাওয়া যায়না ঠিক না, কিন্তু অনেক কম্পিটিশন হওয়ায় বেশ কঠিন