ইমাম মাহদী সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা ┇ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ┇imam mahdi bangla waz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 268

  • @md.jahangirhossain7900
    @md.jahangirhossain7900 4 ปีที่แล้ว +8

    স্যার আপনার প্রতিটি কথাই তথ্যবহুল। স্যার আপনার মতো আলেম বাংলাদেশে আরো প্রয়োজন।

  • @SotterAloTV
    @SotterAloTV 6 ปีที่แล้ว +14

    জাঝাকাল্লাহু খয়রন। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন। আমিন

  • @স্বাধীনতা-24
    @স্বাধীনতা-24 2 ปีที่แล้ว +3

    ভালোবাসা অবিরাম প্রিয় শায়েখ ❤️

  • @okkerbani2917
    @okkerbani2917 3 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ, খুব সুন্দর একটি লেকচার

  • @sofiullah1757
    @sofiullah1757 6 ปีที่แล้ว +15

    খুবই সুন্দর করে অনুবাদ করার জন্য আপনাকে অনেক অনেক মোবারক বাদ।

  • @billalahmmed3003
    @billalahmmed3003 5 ปีที่แล้ว +3

    আল্লাহ আপনাকে হেফাজত করুক আমীন।

  • @shahjahanshabuj4739
    @shahjahanshabuj4739 6 ปีที่แล้ว +71

    আসলে মু্ফতি কাযি ইবরাহিম সঠিক সময় বলে নাই।সে বলেছে লক্ষন বুঝা যাচ্ছে সঠিক জ্ঞান আল্লাহর কাছে। ভুল বুঝার কারন নাই।

    • @mahdihasan5964
      @mahdihasan5964 4 ปีที่แล้ว

      "প্রতিশ্রুত মসীহ্‌ ও ইমাম মাহ্‌দী (আ:) আবির্ভূত হয়েছেন!"
      আহ্‌মদীয়া মুসলিম জামাতের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও সালাম। একটি ঐশী নেয়ামতের সংবাদ সবার কাছে পৌঁছানোর লক্ষ্যে কয়েকটি কথা বিনীতভাবে উপস্থাপন করছি।
      অন্যান্য সব মুসলমানের মত আমরাও হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর উম্মত হিসাবে ইমাম মাহ্‌দী ও প্রতিশ্রুত মসীহ্ (আ.)-এর আগমনের প্রতীক্ষায় ছিলাম। আজ থেকে শতাধিক বছর আগে ১৮৮৯ খৃষ্টাব্দে তথা ১৩০৬ হিজরী সনে ভারতের পাঞ্জাব প্রদেশের এক নিভৃত গ্রামে হযরত মির্যা গোলাম আহ্‌মদ (আ.) সেই প্রতিশ্রুত মহাপুরুষ হবার দাবী করেন। আমরা পবিত্র কুরআন ও হাদীসের আলোকে তাঁকে যাঁচাই করে সত্য মাহ্‌দী ও প্রতিশ্রুত মসীহ্ হিসাবে গ্রহণের তৌফিক লাভ করেছি। কুরআনের ভবিষ্যদ্বাণী ও সহীহ্ হাদীসের আলোকে একথা সুস্পষ্ট, খাতামান্নাবীঈন (সা.)-এর আধ্যাত্মিক কল্যাণে ও তাঁর আনুগত্যে তাঁরই উম্মত হতে ইমাম মাহ্‌দী ও প্রতিশ্রুত মসীহ্‌‘র চতুর্দশ শতাব্দীর শিরোভাগে আগমনের কথা। হযরত মির্যা সাহেব তদনুযায়ী সঠিক সময়ে আগমন করেছেন।
      মহানবী (সা.) বলেছেন:
      ইমাম মাহ্‌দী আবির্ভূত হবার সংবাদ পাওয়া মাত্রই তাঁর হাতে বয়আত করিও, যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও যেতে হয়; কেননা নিশ্চয় তিনি আল্লাহ্‌র খলীফা আল-মাহ্‌দী।
      (সুনানে ইবনে মাজা-বাবু খুরূজুল মাহ্‌দী)
      আহমদিয়া জামাত এর সত্যতা জানতে অথবা ইমাম মাহদি(আ) এর আগমন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিটি করুন
      ahmadiyyabangla.org/Ahmad(as).htm

    • @lands_to_sea
      @lands_to_sea 4 ปีที่แล้ว

      @@mahdihasan5964 আমরা মুসলিমরা ঈসা আঃ - কে নবী হিসাবে স্বীকার করি তাহলে কি আমরা খ্রীষ্টান? যদি নিজেদেরকে খ্রীষ্টান হিসাবে প্রতিষ্ঠা করতে চাই যারা আসলেই খ্রীষ্টান তারা কি মেনে নেবে? তেমনিভাবে যারা গোলাম আহমেদ কাদিয়ানীকে রাসুলুল্লাহ সাঃ এর পর নবী মনে করে, তারা কেন নিজেদেরকে মুসলিম বলে পরগাছার জীবন যাপন করতে চায়? তারা যাকে নবী মনে করে তার নামে চিহ্নিত করতে শেখা উচিত -"আহমাদিয়া"।

    • @mahdihasan5964
      @mahdihasan5964 4 ปีที่แล้ว

      @Nafiz Al Hoque শ্রদ্ধেয় উলামায়ে কেরামের নিকট সবিনয় জিজ্ঞাসা
      আজকাল পত্র-পত্রিকায় প্রচার হচ্ছে, আহমদীয়া সম্প্রদায় নাকি হযরত মুহাম্মদ (সাঃ) কে শেষ নবী বলে স্বীকার করে না। বরং তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকে “উম্মতী নবী” ইমামুল মাহদী বলে মান্য করে। অতএব তারা সরকারীভাবে অমুসলিম বলে গণ্য হওয়া উচিৎ।
      এ অবস্থা দেখে আমি অত্যন্ত ভীত ও চিন্তিত হয়ে পড়েছি । দীর্ঘ কালব্যাপী বিভিন্ন মতাবলম্বী উলামায়ে কেরাম বই-পুস্তক, পত্রপত্রিকা, ওয়াজ-মাহফিলে প্রচার করে এসেছেন, এখনও করছেন যে, হযরত ঈসা (আঃ) আকাশে জীবিত আছেন এবং নাযেল হবেন। কেয়ামতের পূর্বে তার নযুল বা অবতীর্ণ একেবারেই সুনিশ্চিত এবং অবধারিত।
      এখন চিন্তার বিষয় এই যে, হযরত ঈসা (আঃ) যখন নাযেল হবেন তখন সর্বশেষ নবী কে থাকবেন? হযরত মুহাম্মদ (সাঃ) না হযরত ঈসা আঃ)? এই স্লোগানের কি হবে- “নবীর পরে নবী নাই সংসদে আইন চাই”? এমতাবস্থায় আজ আহমদী বা কাদিয়ানীরা যে সমস্যায় পড়েছে, যে দোষে দোষী হচ্ছে, ঐ যুগে হযরত ঈসা (আঃ) এবং তার মান্যকারী সেই সমস্যায় পড়বেন এবং দোষে দোষী হবেন।
      এ বিষয়ে আমি আমার পরিচিত কিছু মৌলানা সাহেবের সাথে আলোচনা করেছি। তারা আমাকে পরামর্শ দিলেন যে, এ বিষয় নিয়ে মাথা ঘামান ঠিক হবে না, তবে চিন্তার কারণ নাই কেননা হযরত ঈসা (আঃ) নবী হয়ে আসবেন না বরং শুধু উম্মতী হয়ে আসবেন। একথা শুনে আমি আরো ভীত ও সন্ত্রস্ত হয়েছি । এতদিন শুনলাম কি আর আজ তার বিপরীত! আমি স্তম্ভিত হয়েছি যে হযরত ঈসা (আঃ) আবির্ভূত হবেন কিন্তু নবী হিসেবে নয়। এটা কি অদ্ভুত কথা! আমার বোধগম্য নয়।
      এখন আমার প্রশ্ন হল এই যে,
      ১। নবী কি কখনও নবুয়ত হারাতে পারেন ?
      ২ । হযরত ঈসা (আঃ) নবুয়ত হারা হয়ে আবির্ভূত হবেন। এ ফয়সালা কে বা
      কারা করেছেন ? আল্লাহ বা তাঁর রাসূল (সাঃ) কি এমন কথা বলেছেন ?
      ৩ । প্রায় চৌদ্দশ বছর ধরে আলেম সমাজ বলে ও লিখে আসলেন যে, হযরত ঈসা (আঃ) উম্মতি নবী হয়ে নাযেল হবেন। কিন্তু আজ শুনছি, নবী হিসেবে নয় শুধু উম্মতী হয়ে আসবেন।
      ৪ । হযরত ঈসা (আঃ) যখন নবী না হয়ে শুধু উম্মতি হয়ে আসবেন তখন উম্মতের উলামায়ে কেরাম তাকে কি পদ মর্যাদা দেবেন ? কি বলে তার হাতে বয়াত গ্রহন বা দীক্ষা দেবেন ? তার হাতে দীক্ষা নেয়া কি সবার জন্য ফরজ নয় ? যদি তিনি শুধু উম্মতী হন তবে উলামায়ে কেরাম এবং এই গয়ের নবী ঈসার মধ্যে তফাৎ কি ?
      ৫ ৷ হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন “উলামাও উম্মতী কাআম্বিয়ায়ে বনী ইসরাইল”
      অর্থাৎ আমার উম্মতের উলামাগণ বনী ইসরাঈলীদের নবীতুল্য। এমন অবস্থায় হযরত ঈসা উম্মতী হয়ে গয়ের নবী হয়ে কি অসাধ্য সাধন করবেন যা আজকের উলামারা করতে পারছেন না ?
      ৬ । যখন হযরত ঈসা (আঃ) নাযেল হবেন এবং নবী না হয়ে শুধু উম্মতী হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তখন কোরআনের ঐ সমস্ত আয়াতের কি অবস্থা হবে যেখানে হযরত ঈসা (আ:) কে নবী বলে উল্লেখ করা হয়েছে?
      ৭। কোরআনের আয়াতসমূহ কি চিরসত্য নয়, চিরস্থায়ী নয়? কোরআনের কোন আয়াত কি কোন মুহূর্তে অসত্য, ভুল এবং সংশোধন যোগ্য হয়ে দাড়াতে পারে?
      হে আমার প্রিয় দেশবাসী উলামায়ে কেরাম! আপনারা এ বিষয়ে সঠিক পথ- নির্দেশনা দিন আল্লাহ ও রসুলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রিয় ধর্ম ইসলামের প্রতি অবিচার করবেন না ।

    • @mahdihasan5964
      @mahdihasan5964 4 ปีที่แล้ว

      @@lands_to_sea শ্রদ্ধেয় উলামায়ে কেরামের নিকট সবিনয় জিজ্ঞাসা
      আজকাল পত্র-পত্রিকায় প্রচার হচ্ছে, আহমদীয়া সম্প্রদায় নাকি হযরত মুহাম্মদ (সাঃ) কে শেষ নবী বলে স্বীকার করে না। বরং তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকে “উম্মতী নবী” ইমামুল মাহদী বলে মান্য করে। অতএব তারা সরকারীভাবে অমুসলিম বলে গণ্য হওয়া উচিৎ।
      এ অবস্থা দেখে আমি অত্যন্ত ভীত ও চিন্তিত হয়ে পড়েছি । দীর্ঘ কালব্যাপী বিভিন্ন মতাবলম্বী উলামায়ে কেরাম বই-পুস্তক, পত্রপত্রিকা, ওয়াজ-মাহফিলে প্রচার করে এসেছেন, এখনও করছেন যে, হযরত ঈসা (আঃ) আকাশে জীবিত আছেন এবং নাযেল হবেন। কেয়ামতের পূর্বে তার নযুল বা অবতীর্ণ একেবারেই সুনিশ্চিত এবং অবধারিত।
      এখন চিন্তার বিষয় এই যে, হযরত ঈসা (আঃ) যখন নাযেল হবেন তখন সর্বশেষ নবী কে থাকবেন? হযরত মুহাম্মদ (সাঃ) না হযরত ঈসা আঃ)? এই স্লোগানের কি হবে- “নবীর পরে নবী নাই সংসদে আইন চাই”? এমতাবস্থায় আজ আহমদী বা কাদিয়ানীরা যে সমস্যায় পড়েছে, যে দোষে দোষী হচ্ছে, ঐ যুগে হযরত ঈসা (আঃ) এবং তার মান্যকারী সেই সমস্যায় পড়বেন এবং দোষে দোষী হবেন।
      এ বিষয়ে আমি আমার পরিচিত কিছু মৌলানা সাহেবের সাথে আলোচনা করেছি। তারা আমাকে পরামর্শ দিলেন যে, এ বিষয় নিয়ে মাথা ঘামান ঠিক হবে না, তবে চিন্তার কারণ নাই কেননা হযরত ঈসা (আঃ) নবী হয়ে আসবেন না বরং শুধু উম্মতী হয়ে আসবেন। একথা শুনে আমি আরো ভীত ও সন্ত্রস্ত হয়েছি । এতদিন শুনলাম কি আর আজ তার বিপরীত! আমি স্তম্ভিত হয়েছি যে হযরত ঈসা (আঃ) আবির্ভূত হবেন কিন্তু নবী হিসেবে নয়। এটা কি অদ্ভুত কথা! আমার বোধগম্য নয়।
      এখন আমার প্রশ্ন হল এই যে,
      ১। নবী কি কখনও নবুয়ত হারাতে পারেন ?
      ২ । হযরত ঈসা (আঃ) নবুয়ত হারা হয়ে আবির্ভূত হবেন। এ ফয়সালা কে বা
      কারা করেছেন ? আল্লাহ বা তাঁর রাসূল (সাঃ) কি এমন কথা বলেছেন ?
      ৩ । প্রায় চৌদ্দশ বছর ধরে আলেম সমাজ বলে ও লিখে আসলেন যে, হযরত ঈসা (আঃ) উম্মতি নবী হয়ে নাযেল হবেন। কিন্তু আজ শুনছি, নবী হিসেবে নয় শুধু উম্মতী হয়ে আসবেন।
      ৪ । হযরত ঈসা (আঃ) যখন নবী না হয়ে শুধু উম্মতি হয়ে আসবেন তখন উম্মতের উলামায়ে কেরাম তাকে কি পদ মর্যাদা দেবেন ? কি বলে তার হাতে বয়াত গ্রহন বা দীক্ষা দেবেন ? তার হাতে দীক্ষা নেয়া কি সবার জন্য ফরজ নয় ? যদি তিনি শুধু উম্মতী হন তবে উলামায়ে কেরাম এবং এই গয়ের নবী ঈসার মধ্যে তফাৎ কি ?
      ৫ ৷ হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন “উলামাও উম্মতী কাআম্বিয়ায়ে বনী ইসরাইল”
      অর্থাৎ আমার উম্মতের উলামাগণ বনী ইসরাঈলীদের নবীতুল্য। এমন অবস্থায় হযরত ঈসা উম্মতী হয়ে গয়ের নবী হয়ে কি অসাধ্য সাধন করবেন যা আজকের উলামারা করতে পারছেন না ?
      ৬ । যখন হযরত ঈসা (আঃ) নাযেল হবেন এবং নবী না হয়ে শুধু উম্মতী হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তখন কোরআনের ঐ সমস্ত আয়াতের কি অবস্থা হবে যেখানে হযরত ঈসা (আ:) কে নবী বলে উল্লেখ করা হয়েছে?
      ৭। কোরআনের আয়াতসমূহ কি চিরসত্য নয়, চিরস্থায়ী নয়? কোরআনের কোন আয়াত কি কোন মুহূর্তে অসত্য, ভুল এবং সংশোধন যোগ্য হয়ে দাড়াতে পারে?
      হে আমার প্রিয় দেশবাসী উলামায়ে কেরাম! আপনারা এ বিষয়ে সঠিক পথ- নির্দেশনা দিন আল্লাহ ও রসুলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রিয় ধর্ম ইসলামের প্রতি অবিচার করবেন না ।

    • @shumelyhhj8431
      @shumelyhhj8431 3 ปีที่แล้ว

      @@mahdihasan5964 কি আজব

  • @abdullahalmahmud5772
    @abdullahalmahmud5772 6 ปีที่แล้ว +13

    যাজাকাল্লাহু খাইর
    আল-হামদুল্লিল্লাহ্।
    অনেক ভ্রান্তি দুর হলো।
    সমাজে কিছু আলেমদের বক্তব্যের কারনে আজ নানা ভ্রান্তি ছড়াচ্ছ্ তাই সবধান!!!
    মনোযোগ দিয়ে স্যারের জুমআর খুৎবা শুনুন।
    আল্লাহ স্যারের হায়াতে তাইয়্যাবা দান করুন।

    • @messageofallahma6316
      @messageofallahma6316 6 ปีที่แล้ว

      Jajakallah hair

    • @rukieasultana3009
      @rukieasultana3009 6 ปีที่แล้ว

      Jajakullah khair

    • @jhumurali9596
      @jhumurali9596 5 ปีที่แล้ว

      ABDULLAH AL MAHMUD তোমার স্যার ৭৩ ফেরকার ৭৩ নাম্বার ফেরকার প্রতিষ্ঠাতা । চ্যালেঞ্চ কোরআন এবং সহি হাদিসের সাথে মিলিয়ে দেখো ।

  • @robirazzak9631
    @robirazzak9631 5 ปีที่แล้ว +2

    Valo vabe sobaike bujhanor jonno apnake onek salam

  • @princemahamudashraf8788
    @princemahamudashraf8788 2 ปีที่แล้ว +1

    আল্লাহ তুমি আমাদের সবাইকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করো।আমিন

  • @monshiIslamicmedia
    @monshiIslamicmedia 6 ปีที่แล้ว +3

    অনেক সুন্দর আলোচনা

  • @12345mohammad
    @12345mohammad 6 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ,🔊
    আল্লাহ আপনাদেরকে প্রতিদান দিন। যারাই এই সৎ কাজে নিজেকে রেখেছেন আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দেবেন অবশ্যই, আমি অনেক অনেক অপেক্ষায় থাকি কখন যে আপনাদের দিয়ে দ্বীনি আলোচনা দলিল ভিত্তিক প্রচার হবে।

    • @saefahmed1339
      @saefahmed1339 6 ปีที่แล้ว

      Innamal a'malu bin niyyah. মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক ।যদি জ্ঞানের অভাবে কেউ ভুল করে থাকে ।তবে আল্লাহ্ যেন মাফ করে দেন। আর কোনও কিছু নিয়ে বাড়াবাড়ি করা বৈধ নয়।

  • @THEDHL184
    @THEDHL184 6 ปีที่แล้ว +3

    My Dear sheik Asadullah al-galib.
    May Allah grant you long live.

  • @shahanshah532
    @shahanshah532 4 ปีที่แล้ว +1

    ধন্যবাদ,,,,ঠিক বলেছেন স্যার।।।

  • @অশ্রুভেজাসপ্ন
    @অশ্রুভেজাসপ্ন 6 ปีที่แล้ว +19

    জাযাকাল্লাহু খায়ের।তবে ইমাম মাহদি আসার মতো সময় প্রায়ই ঘনিয়ে আসছে।

    • @tipusultan1799
      @tipusultan1799 6 ปีที่แล้ว

      GAZI IQBAL .Right

    • @labibabdullha7929
      @labibabdullha7929 6 ปีที่แล้ว

      Tipu Sultan @ বৈজ্ঞানিক বক্তা কাজী ইব্রাহিম সাহেব ওআজের টপিক না পেয়ে ইমাম মাহদির স্বপ্নে তাকে স্বপ্নে দেখছেন

    • @shabirmalik6600
      @shabirmalik6600 5 ปีที่แล้ว

      kiı c

    • @shabirmalik6600
      @shabirmalik6600 5 ปีที่แล้ว

      @@labibabdullha7929 and

    • @shabirmalik6600
      @shabirmalik6600 5 ปีที่แล้ว

      @@labibabdullha7929 p

  • @mdjahangiralam4718
    @mdjahangiralam4718 4 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ

  • @mdeliach5723
    @mdeliach5723 5 ปีที่แล้ว +2

    জাজাকাল্লাহ

  • @Mdmamunislam2.0Yt
    @Mdmamunislam2.0Yt 5 ปีที่แล้ว +2

    আল্লাহুম্মা আমিন

  • @TV-hz6bv
    @TV-hz6bv 6 ปีที่แล้ว +4

    আল্লাহ তুমি ওনার নেক হায়াত বাড়িয়ে দাও

  • @mahdihasan5964
    @mahdihasan5964 4 ปีที่แล้ว +1

    বইঃ সূনান আবু দাউদ (ইফাঃ),
    অধ্যায়ঃ ৩২/ যুদ্ধ-বিগ্রহ,
    হাদিস নম্বরঃ ৪২৭৩
    হুদ্‌বা ইব্‌ন খালিদ (রহঃ) ---- আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার এবং ঈসা (আঃ)-এর মাঝে কোন নবী আসবে না। অবশ্য তিনি অবতরণ করবেন। তোমরা যখন তাঁকে দেখবে, তখন তাঁকে এভাবে চিনবে যে, ‘তিনি হবেন মধ্যম আকৃতির, তাঁর দেহের রং হবে লোহিত-সাদা মিশ্রিত, তাঁর পরিধানের কাপড় হবে হালকা হলুদ রং বিশিষ্ট দু’খানি চাদর এবং তাঁর মাথায় চুল ভিজে না থাকা সত্ত্বেও সেখান থেকে ফোঁটায় ফোঁটায় পানি ঝরতে থাকবে। তিনিই ইসলামের জন্য লোকদের বিরুদ্ধে জিহাদ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর নিধন করবেন এবং জিযিয়া কর রহিত করবেন। আল্লাহ্‌ তা’আলা তাঁর সময়ে ইসলাম ব্যতীত আর সব মতবাদকে ধ্বংস করে দেবেন। তিনি-ই দাজ্জালকে হত্যা করবেন। এরপর তিনি পৃথিবীতে চল্লিশ বছর জীবিত থাকার পর ইন্তিকাল করবেন এবং মুসলমানরা তাঁর জানাযার সালাত আদায় করবেন।
    হাদিসের মানঃ সহিহ (Sahih)
    _______________________________________
    হাদিসের শিক্ষাঃ
    (১) মুহাম্মদ সাঃ এবং শেষযুগে আগমণকারী ঈসার মাঝখানে কোনো নবী আসবেনা।
    (২)আগমণকারী ঈসা নবী হবেন।
    (৩)আগমণকারী ঈসা শ্বেতাঙ্গ হবেন না। তিনি হবেন লোহিত-সাদা বর্ণের।
    (৪)দুইটি হলুদ চাদরের তাৎপর্য হলো তাঁর জন্মগত দুইটি রোগ থাকবে।
    (৫)তার মাথায় চুল ভিজে না থাকা সত্ত্বেও পানি পরার অর্থ হলো তিনি আল্লাহর কাছে অঝোরে অশ্রুসিক্ত হয়ে দোয়া করবেন।
    (৬)তিনি ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ(তর্কযুদ্ধ) করবেন।
    (৭)ক্রুশীয় মতবাদ খন্ডন করবেন।
    (৮)বদযবান লোক যারা তাদেরকে মোবাহালার দ্বারা হত্যা করবেন।
    (৯)তার সময়ে জিযিয়া উঠে যাবে।
    (১০)দাজ্জালকে অর্থাৎ তিনখোদার বিশ্বাস ও পাপের লাইসেন্সকে দূর করবেন।
    (১১)তিনি অনির্দিষ্টকাল পর্যন্ত থাকবেন।
    (১২)তার সময়ে বিশ্বে ইসলামের বিশ্বজয় হবে।

  • @লাশিরকীলাবিদআতী
    @লাশিরকীলাবিদআতী 4 ปีที่แล้ว

    জাযাকাল্লাহু খাইরান।

  • @mithusekh4815
    @mithusekh4815 3 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ্

  • @bablu0601
    @bablu0601 2 ปีที่แล้ว

    الحمد لله الحمد لله الحمد لله اللهم فقهني في دين اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى ربنا آتنا في الدنيا حسنة وفي اخرت حسنة وقنا عذاب النار امين يارب العالمين.

  • @TinySrK
    @TinySrK 4 ปีที่แล้ว +4

    আল্লাহ উনাকে ইসলামী খেদমত করার তৌফিক দান করুন

  • @jahangirinfo24
    @jahangirinfo24 4 ปีที่แล้ว +1

    খুব সুন্দর আলোচনা।

  • @landofabraham
    @landofabraham 5 ปีที่แล้ว +5

    আমি যতদূর জানি নবীদের নামের পরে (আঃ) বলতে হয়। যেমন ইসা (আঃ)।

    • @nobodynobody6717
      @nobodynobody6717 5 ปีที่แล้ว

      vai amra shobai ta jani kintu ai beyadob munafik ta jane na. or mukhe kono borkot nai.

    • @mdshaik2603
      @mdshaik2603 4 ปีที่แล้ว

      @@nobodynobody6717 Tor jibha tene chire felbo ALIM der sathe arokom beyadobi korar jonno

    • @bangladeshbangla4012
      @bangladeshbangla4012 3 ปีที่แล้ว

      Bolod bokktta

  • @shahnewaznabin1968
    @shahnewaznabin1968 5 ปีที่แล้ว +2

    ঠিক বলেছেন স্যার

  • @Nazrulislam-mp3tq
    @Nazrulislam-mp3tq 6 ปีที่แล้ว +7

    কেউ বলে,ইমাম মাহাদি ইমামোতি করবে,কেউ বলে ইমাম মাহাদির নাম আসেনাই,আমরা কার কথা বিশ্বাস করবো।

    • @mehrajahmed4644
      @mehrajahmed4644 4 ปีที่แล้ว

      আপনিই পড়াশোনা করেন । কারো কথা বিশ্বাস করতে হবে না ।

  • @x64cx99
    @x64cx99 4 ปีที่แล้ว

    Amin

  • @alaminpharmacy7121
    @alaminpharmacy7121 6 ปีที่แล้ว +1

    khubii ortho bohon kore apnar kotha gula. Allah apnar nek hyat baria dik.Amin

  • @behindthescene9067
    @behindthescene9067 5 ปีที่แล้ว

    May Allah bless you .
    Sir , your lecture is crystal clear to understand that every normal muslim
    must follow one and only THE HOLY QUR'AN and SUNNAH of last and great Prophet Hazrat Muhammad Mustafa (SA:) of the mankind and jinn kind of the world .
    But who are scholars and university students may follow other reference books for their academic purpose .
    But sometimes lecturers presents their academic analyses and shows examples from their different scholars books. Here we normal muslims are making messed up .
    So it will be better for our understanding to present us simple ,straight , easy Islamic lacture .
    Thank you , Salam .

  • @mainulsagor4999
    @mainulsagor4999 6 ปีที่แล้ว

    Alhamdulillah khub sundor alochana ,

  • @iftekharzahid6068
    @iftekharzahid6068 2 ปีที่แล้ว

    💙💙💙💙

  • @joynalsordar9823
    @joynalsordar9823 4 ปีที่แล้ว

    Zajakallakhairan

  • @azizkhan5508
    @azizkhan5508 3 ปีที่แล้ว

    Allah

  • @mahdihasan5964
    @mahdihasan5964 4 ปีที่แล้ว +1

    * হযরত ইমাম মাহদী ও ঈসা ইবনে মরিয়ম এক ও অভিন্ন ব্যক্তি :
    * মহানবী (সা:) স্পষ্টভাবে বলেছেন : তোমাদের মাঝে যে জীবিত থাকবে সে ঈসা ইবনে মরিয়মকে ইমাম মাহদী রুপে দেখতে পাবে, তিনি ন্যায়-বিচারক মিমাংসাকারী হবেন। - (মুসনদ আহমত বিন হাম্বল)
    * হযরত রসূলে করীম (সা:) বলেছেন : "মাহদী ঈসা ইবনে মরিয়ম ব্যতিরেকে অপর কেউ নন।" - (ইবনে মাজা: বাবু সিদ্দাতুযযামান)।
    * হযরত রসূলে করীম (সা:) বলেছেন : "তোমাদের অবস্থা তখন কেমন হবে, যখন ইবনে মরিয়ম তোমাদের মধ্যে আবির্ভূত হয়ে তোমাদের ইমামতি করবেন।" - (সহীহ মুসলিম, কিতাবুল ঈমান)।
    * লাল মাহদীও ইল্লা ঈসা ইবনে মারয়ামা,
    অর্থঃ ঈসা ইবনে মারিয়ম ছাড়া কোন মাহদী নাই।(আহমদ বিন হাম্বল/ইবনে মাজাহ)
    * ইমাম মাহদী সংক্রান্ত সবচাইতে গুরুত্ব পূর্ণ হাদীস:
    حدثنا يونس بن عبد الأعلى، حدثنا محمد بن إدريس الشافعي، حدثني محمد بن خالد الجندي، عن أبان بن صالح، عن الحسن، عن أنس بن مالك، أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ قال ‏ "‏ لا يزداد الأمر إلا شدة ولا الدنيا إلا إدبارا ولا الناس إلا شحا ولا تقوم الساعة إلا على شرار الناس ولا المهدي إلا عيسى ابن مريم ‏"‏ ‏.‏
    আনাস বিন মালিক(রাঃ) থেকে বর্ণিতঃ:
    রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দিনে দিনে বিপদাপদ বৃদ্ধি পেতেই থাকবে। দুনিয়াতে অভাবঅনটন ও দুর্ভিক্ষ বাড়তেই থাকবে এবং কৃপণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। নিকৃষ্ট লোকেদের উপরই কিয়ামত সংঘটিত হবে। ঈসা বিন মারয়াম (আঃ)-ই মাহদী। [৩৩৭১]
    ফুটনোটঃ
    [৩৩৭১] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। রাওদুন নাদীর ১৪৩,৬৪৭, দঈফাহ ৭৭।
    সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪০৩৯
    উপরোক্ত হাদিসগুলি হতে বুঝা গেল হযরত ইমাম মাহদী (আ:) ও ঈসা ইবনে মরিয়ম এক ও অভিন্ন ব্যক্তি।

  • @alamintechtutorial8824
    @alamintechtutorial8824 4 ปีที่แล้ว

    Alhamdulillah

  • @mdayehim4169
    @mdayehim4169 6 ปีที่แล้ว +4

    আপনাকে ধন্যবাদ সুনদর ভাবে বলার জন্য আসলে ভাই কিচু আলেমের কথা শুনতে শুনতে আমার মাথা খারাফ হয়ে গেচিলো ভাই আর গালি দিবো না পমিস করলাম ভাই

  • @rezaulbarialosmani6927
    @rezaulbarialosmani6927 5 ปีที่แล้ว

    ওহাবীর পরিচয় ঃগাইরে মুক্বাল্লিদদের তৎকালীন মুখমাত্র মৌলভী মুহাম্মদ হুসাইন বাটালভী লাহোরী বৃটিশ সরকারের প্রধান কার্যালয় এবং পাঞ্জাব, সি-পি, ইউ-পি, বোম্বাই, মাদ্রাজ ও বাঙ্গালসহ বিভিন্ন শাখা অফিসে ইংরেজ প্রশাসনের আনুগত্যতা ও বশ্যতা স্বীকার করত: তাদের জন্য “আহলে হাদীস” নাম বরাদ্দ দেয়ার দরখাস্ত পেশ করেন। এ দরখাস্তগুলোর প্রতি উত্তরসহ তারই সম্পাদনায় প্রকাশিত তৎকালীন “এশায়াতুস সুন্নাহ” পত্রিকায় (পৃ:২৪-২৬, সংখ্যা:২, খ:১১) প্রকাশ করা হয় যা পরে সাময়িক নিবন্ধ আকারেও বাজারজাত করা হয়। তাদের মানষিকতা ও লক্ষ্য-উদ্দেশ্য কিছুটা আঁচ করার জন্য আপনাদের সমীপে একটি দরখাস্তের অনুবাদ নিম্নে পেশ করছি।
    “বখেদমতে জনাব গভার্মেন্ট সেক্রেটারী,
    আমি আপনার খেদমতে লাইন কয়েক লেখার অনুমতি এবং এর জন্য ক্ষমা পার্থণা করছি। আমার সম্পাদিত মাসিক “এশায়াতুস সুন্নাহ” পত্রিকায় ১৮৮৬ ওহাবী শব্দটি হিন্দুস্তানের মুসলমানদের ঐ অংশের জন্য ব্যবহার সমীচিন হবে না, যাদেরকে “আহলে হাদীস” বলা হয় এবং সর্বদা ইংরেজ সরকারের নিমক হালালী, আনুগত্যতা ও কল্যাণই প্রত্যাশা করে, যা বার বার প্রমাণও হয়েছে এবং সরকারী চিঠি প্রত্রে এর স্বীকৃতিও রয়েছে।
    অতএব, এ দলের প্রতি ওয়াহাবী শব্দ ব্যবহারের জোর প্রতিবাদ জানানো হচ্ছে এবং সাথে সাথে গভর্ণমেন্টের বরাবর অত্যন্ত আদব ও বিনয়ের সাথে আবেদন করা যাচ্ছে যে, সরকারীভাবে এই ওয়াহাবী শব্দ রহিত করে আমাদের উপর এর ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হোক এবং এ শব্দের পরিবর্তে “আহলে হাদীস” সম্বোধন করা হোক।
    আপনার একান্ত অনুগত খাদেম
    আবু সাঈদ মুহাম্মদ হুসাইন
    সম্পাদক, এশায়াতুস সুন্নাহ
    দরখাস্ত মুতাবেক ইংরেজ সরকার তাদের জন্য “ওয়াহাব” শব্দের পরিবর্তে “আহলে হাদীস” নাম বরাদ্দ করে। এবং সরকারী কাগজ-চিঠিপত্র ও সকল পর্যায়ে তদের “আহলে হাদীস” সম্বোধনের নোটিশ জারি করে নিয়মতান্তিকভাবে দরখাস্তকারীকেও লিখিতভাবে মঞ্জুরী নোটিশে অবহিত করা হয়।
    সর্বপ্রথম পাঞ্জাব গভর্ণমেন্ট সেক্রেটারী মি: ডব্লিউ, এম, এন (W.M.N) বাহাদুর চিঠি নং-১৭৫৮ এর মাধ্যমে ৩রা ডিসেম্বর ১৮৮৬ ইংরেজিতে অনুমোদনপত্র প্রেরণ করেন। অতপর ১৪ই জুলাই ১৮৮৮ইং সি.পি গভার্মেন্ট চিঠি নং-৪০৭ এর মাধ্যমে এবং ২০শে জুলাই ১৮৮৮ইং ইউ.পি গভার্মেন্ট চিঠি নং-৩৮৬ এর মাধমে এবং ১৪ই আগষ্ট ১৮৮৮ইং বোম্বাই গভার্মেন্ট চিঠি নং-৭৩২ এর মাধ্যমে এবং ১৫ই আগষ্ট ১৮৮৮মাদ্রাজ গভার্মেন্ট চিঠি নং ১২৭ এর মাধ্যমে এবং ৪ঠা মার্চ ১৮৯০ইং বাঙ্গাল গভার্মেন্ট চিঠি নং-১৫৫ এর মাধ্যমে দরখাস্তকারী মৌলভী আবু সাইদ মুহাম্মদ বাটালভীকে অবহিত করা হয়। (এশায়াতুস সুন্নাহ, পৃ:৩২-৩৯, সংখ্যা:২, খ:১১)
    কোন মুসলিম নাম অমুসলিম ও মুসলামানদের চিরশত্রু খৃষ্টান নাছারাদের মাধ্যমে বরাদ্ধ করার ঘটনা ইসলামী ইতিহাসের পৃষ্ঠায় বিরল। যা কেবল হিন্দুস্তানী গাইরে মুক্বাল্লিদদেরই গৌরব ও সৌভাগ্যের বিষয় (!!!!!!!!) তাই তারা এ ইতিহাসটা অত্যন্ত গৌরবের সাথে নিজেদের পত্র-পত্রিকায় প্রকাশ করে তৃপ্তি লাভ করে।
    উপরুক্ত অালোচনা থেকে দিবালোকে ন্যায় বিষয়টি স্পষ্ট হয়েছে কথিত অাহলে হাদীস কারা এবং কাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। মুলত ইয়াহুদী খৃষ্টানদের টাকায় পরিচালিত একটি দলের নাম অাহলে হাদীস।

  • @manikkwt8016
    @manikkwt8016 5 ปีที่แล้ว

    1pura prithibi duwar kundoli cheye jabe. 2- boro boro 3 ta bumikompo hobe. 3 - matir nich theke akta jontu beriye asbe. 4 - kaba gor bangbe. 5 - reshmi komol batas probahito hobe. 6 - surjo poschim akashe udito hobe. 7 - pobittro Quraner ayat ote jabe. 8 bishal agune prithibi cheye jabe. 9 - feresta shingay futkar diben. r ai sob gotbe imam mehdi r isha (a) ar agomoner por. sunechi = hadise rasul-(s:) bolechen ai gotona guli gotbe aktar por akta khub droto. Jemon akla putir mala theke suta chire gele jemon aktar por akta puti porte theke temni. ami bisshas kori ata khubei somvob. prithibir gurnon bondho hoye gelei hobe. prithibi gure bolei to surjo purbo dike odito hoy. r prithibi na gurle. sob kichu chitke jabe. tokhon ata o sotti hobe- prithibir pahar guli tular moto orte thakbe. Allah tumi maf koro. Nischoi tumi sobcheye boro r sob kichui paro.

  • @mahdihasan5964
    @mahdihasan5964 4 ปีที่แล้ว

    ইমাম মাহদি আঃ এর সত্যতার একটি উজ্জ্বল প্রমাণ-
    “তারীখুল কবীর” হযরত ইমাম বুখারী (রহ.)-এর বিখ্যাত গ্রন্থ। আলেম মাত্রই এই গ্রন্থ সর্ম্পকে অবগত। হাদীস গ্রন্থ বুখারী শরীফের পরই হযরত ইমাম বুখারী (রহ.)অমর সৃষ্টি হল “তারীখুল কবীর”।
    হযরত ইমাম বুখারী (রহ.) তাঁর এই গ্রন্থে হযরত আনাস বিন মালেক (রা.) থেকে একটি হাদীস বর্ণনা করেছেন যেখানে ইমাম মাহদীর আগমনের স্থান হিন্দুস্তানকে নির্ধারণ করা হয়েছে, হিন্দুস্তানে মাহদী ও তার জামাতের অবস্থান ও জিহাদ করার ভবিষ্যৎবাণী রয়েছে। এমনকি ইমাম মাহদী (আ.)-এর নাম পর্যন্ত উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ !! এ আমি কি দেখলাম।
    “আন আনাসিন রাযিল্লাহু আনহু কালা কালা রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইছাবাতুন তাগযুল হিনদা ওয়াহিয়া তাকুনু মাআল মাহদী ইসমুহু আহমদ”
    অর্থ: হযরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, একটি জামাত হিন্দুস্তানে (ইসলামের বিরুদ্ধবাদীদের) সাথে জিহাদ করবে আর তারা মাহদীর সঙ্গী হবেন। সেই মাহদীর নাম হবে “আহমদ”।
    (রাওয়াহুল বুখারী ফি তারিখীহি)
    হিন্দুস্তানে সৃষ্ট আহমদীয়া মুসলিম জামাতই হচ্ছে সেই প্রতিশ্রুত জামাত আর হযরত মির্যা গোলাম আহমদ (আ.)-ই হচ্ছে সেই প্রতিশ্রুত ইমাম মাহদী। (আলহামদুল্লিাহ--আমরা সত্য মাহদী ও সত্য জামাতের সন্ধান পেয়েছি)

  • @sm__akash
    @sm__akash 3 ปีที่แล้ว

    Dr. Galeb er moto boro maper alem edeshe onk kom asen, tar moto aro kisu alem thakle desher onk upokar hoto. Dr. Galeb er gyaner poriman tar lekha je kono ekta boi porlei apni andaz korte parben.

  • @AzizulHasan-g2t
    @AzizulHasan-g2t 5 หลายเดือนก่อน

    Sir is it in Quran?

  • @mahuuddin5979
    @mahuuddin5979 5 ปีที่แล้ว

    গালিবের পক্ষে মাত্র ২৫ কমেন্ট বিপক্ষে ৭৫ এবং নিরপেক্ষ ৭৫ কমেন্ট

    • @fahadbinmizan8753
      @fahadbinmizan8753 5 ปีที่แล้ว +2

      পবিত্র কুরআনে বলা হয়েছে, সেই দিন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দল কতগুলো বৃহৎ বৃহৎ দলের উপর বিজয় লাভ করবে।
      অতএব কতজন পক্ষে পড়লো এবং কতজন বিপক্ষে বলল সেটি সত্য এবং মিথ্যার মানদন্ড নয়। সত্য মিথ্যার বন্ধন পবিত্র কোরআন এবং সহি হাদিস।
      এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
      বা'দাল ইসলামু গারিবু ওয়া ছায়া'য়ুদুকামা বা'দা।
      ওয়াতুবু লিল গোরাবা।
      অর্থাৎ ইসলাম এসেছিল একদল ক্ষুদ্র মানুষের মধ্য থেকে আবার ইসলাম ফিরে যাবে একদম ক্ষুদ্র মানুষের মধ্যে।
      এখান থেকেও স্পষ্ট প্রতীয়মান হয় যে সংখ্যার আধিক্য সত্য এবংমিথ্যার মানদন্ড নয়।

  • @mirmafujalli8718
    @mirmafujalli8718 3 ปีที่แล้ว

    2020 Saal bahut kharab Gaye Aakhri Jamana Imam Mehdi Alai Salam aaenge FIR Sab Kuchh Achcha hoga

  • @mahdihasan5964
    @mahdihasan5964 4 ปีที่แล้ว

    "প্রতিশ্রুত মসীহ্‌ ও ইমাম মাহ্‌দী (আ:) আবির্ভূত হয়েছেন!"
    আহ্‌মদীয়া মুসলিম জামাতের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও সালাম। একটি ঐশী নেয়ামতের সংবাদ সবার কাছে পৌঁছানোর লক্ষ্যে কয়েকটি কথা বিনীতভাবে উপস্থাপন করছি।
    অন্যান্য সব মুসলমানের মত আমরাও হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর উম্মত হিসাবে ইমাম মাহ্‌দী ও প্রতিশ্রুত মসীহ্ (আ.)-এর আগমনের প্রতীক্ষায় ছিলাম। আজ থেকে শতাধিক বছর আগে ১৮৮৯ খৃষ্টাব্দে তথা ১৩০৬ হিজরী সনে ভারতের পাঞ্জাব প্রদেশের এক নিভৃত গ্রামে হযরত মির্যা গোলাম আহ্‌মদ (আ.) সেই প্রতিশ্রুত মহাপুরুষ হবার দাবী করেন। আমরা পবিত্র কুরআন ও হাদীসের আলোকে তাঁকে যাঁচাই করে সত্য মাহ্‌দী ও প্রতিশ্রুত মসীহ্ হিসাবে গ্রহণের তৌফিক লাভ করেছি। কুরআনের ভবিষ্যদ্বাণী ও সহীহ্ হাদীসের আলোকে একথা সুস্পষ্ট, খাতামান্নাবীঈন (সা.)-এর আধ্যাত্মিক কল্যাণে ও তাঁর আনুগত্যে তাঁরই উম্মত হতে ইমাম মাহ্‌দী ও প্রতিশ্রুত মসীহ্‌‘র চতুর্দশ শতাব্দীর শিরোভাগে আগমনের কথা। হযরত মির্যা সাহেব তদনুযায়ী সঠিক সময়ে আগমন করেছেন।
    মহানবী (সা.) বলেছেন:
    ইমাম মাহ্‌দী আবির্ভূত হবার সংবাদ পাওয়া মাত্রই তাঁর হাতে বয়আত করিও, যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও যেতে হয়; কেননা নিশ্চয় তিনি আল্লাহ্‌র খলীফা আল-মাহ্‌দী।
    (সুনানে ইবনে মাজা-বাবু খুরূজুল মাহ্‌দী)
    আহমদিয়া জামাত এর সত্যতা জানতে অথবা ইমাম মাহদি(আ) এর আগমন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিটি করুন
    ahmadiyyabangla.org/Ahmad(as).htm

  • @djsshhe1819
    @djsshhe1819 5 ปีที่แล้ว +14

    মুহতারাম: আপনি বার বার ইসা আঃ না বলে ইসা ইসা বলেছেন'এটা গোরামী নয় কি?

  • @AzizulHasan-g2t
    @AzizulHasan-g2t 5 หลายเดือนก่อน

    Haditch decided the Muslims in hundreds of several FERKAs such as shia sunni Ahale Haditch Ahale sunnat Al jamat khareji Rafeji Mutajila etc.

  • @babulali2152
    @babulali2152 6 ปีที่แล้ว

    Fajlur Rahman. Aponar Waj bal laglo

  • @ashikiqbal376
    @ashikiqbal376 6 ปีที่แล้ว +1

    What misconception did he refute? He is simply reading out the Hadiths and verses from Quran. The title is misleading. He is talking as if everybody is his student!

  • @md.anwarulhassan6210
    @md.anwarulhassan6210 4 ปีที่แล้ว

    কোরআন যে কথা বলা নেই সেইটা কি বিশ্বাস করা কি সঠিক হবে দয়া করে বলবেন

  • @md.chow.4301
    @md.chow.4301 4 ปีที่แล้ว

    Dirghodin.dhore.nustikera.manoshik.nirjaton.kore.ashitese.emam.noe.kana.dazzal.hishabe.tadere.netritto.monoronjon.korite.thakiber.zonno.dazzaler.proti.nustikder.durber.akorshon,

  • @ipadapple6734
    @ipadapple6734 4 ปีที่แล้ว

    Waz Muslim uddin

  • @robbieshine132
    @robbieshine132 6 ปีที่แล้ว +1

    I don't smoke Gaja, just B. S.

  • @aminrahman2322
    @aminrahman2322 6 ปีที่แล้ว +3

    আপনারা কেও আলেমদের গালি দিবেননা ৷মানূষ ভূল করতে পারে সাবাবিক

  • @wahidulshuvo1673
    @wahidulshuvo1673 6 ปีที่แล้ว

    Assalamualaikum warahmatullahi wabarokatuh...Sir ei kotha thik ze vobishot somporke amra zani na ...But kiyamoter alamot,,imam mahdi asar aghe pritibir obostha kmn hobe ei shomporke manushke jananor karon ki.hadise ei bishoy gula eshese kiyamoter alamot ,imam mahdi asar agher porithibir obostha kmn hobe etc. Ami za bujhi ta holo ei shob alamot dekhe zate amra aro beshi sinciar hoi allahor ibadot korar jonno,nizeke toiri korar jonno,,shob shomoy zate pripeard thaki...Ei alamot gula dekha matroy zate bujte pari zokhon tokhon imam mahdi ashte paren and kiyamot hote pare. Ar jekono bandari tho mrittur jonno shob somoy prostut thaka akanto kortobbo.Allahu alam .Kisu vul likhe thakle khoma chai.vul dhoriye shonshodhon kore diyar abedon roylo.
    Zajhakumullahu khairan

  • @sauravhussain7409
    @sauravhussain7409 5 ปีที่แล้ว +1

    আপনি তো মাহদী আসার ব্যাপারে সময়ের কোন রেফারেণ্স সহ কথা বললেন না। বরং তাদের পরিচয় দিলেন শুধু।

    • @hamidsarkar2700
      @hamidsarkar2700 4 ปีที่แล้ว

      আপনি ভালো করে শুনেন নাই ইমাম মাহদী কখন আসবেন তা তিনি বক্তব্যের শুরুতেই বলেছেন।

  • @Anarulislam-hv3ly
    @Anarulislam-hv3ly 6 ปีที่แล้ว

    good

    • @msmithi6130
      @msmithi6130 6 ปีที่แล้ว

      আপনি ইছা আলাইহিসছালাম কে সম্মান দিয়ে কথা বলছিননাকান ? খালি ইছা বলছিন কান ? একজন নবিকে খালি নাম বলা যাবে কী ?

  • @muhammadrashedmrida9023
    @muhammadrashedmrida9023 6 ปีที่แล้ว +1

    যাজাকাল্লাহ

  • @asadrana327
    @asadrana327 5 ปีที่แล้ว +1

    Deikhao hadith Porte parena.ki choltase bojina.

  • @AkkasAli-lb7td
    @AkkasAli-lb7td 3 หลายเดือนก่อน

    Gennai

  • @selimsk8789
    @selimsk8789 6 ปีที่แล้ว +1

    kazi sir je refarence diyechhen tar bakhya den
    kiyamon ke vule thaken

  • @zakirhossain5202
    @zakirhossain5202 3 ปีที่แล้ว

    জানাব সহজ মুসলমানদের মধ্যে যা বলেছেন আপনারা এতে পাগল হ'য়ে জাবার ছাড়া কােন উপায়ে নাই

  • @Alghuraba313
    @Alghuraba313 3 ปีที่แล้ว

    হাদীসে বর্ণিত যে মুসলমানদের আমির বা ইমামের কথা বলা হয়েছে এটা কি ? মাহদী কে ইঙ্গিত করে?
    আমার মতে তো অন্য কোনো ইমামের কথা তো হতে পারে । যেহেতু কেয়ামতের পূর্বে অনেক নামের আগমনের ইঙ্গিত পাওয়া যায়

  • @hasanfulu3169
    @hasanfulu3169 6 ปีที่แล้ว

    Let us study Ahmadiya literatures. truth is there.

  • @obaidurrahman1501
    @obaidurrahman1501 5 ปีที่แล้ว +1

    Sohih gumra alem..

  • @sksanto8504
    @sksanto8504 5 ปีที่แล้ว

    mone.hocee.2026.asben.imam.mahodi

  • @naiemyoutubecanalferefiar8074
    @naiemyoutubecanalferefiar8074 6 ปีที่แล้ว +1

    but apni reference dilen na keno

  • @msmithi6130
    @msmithi6130 6 ปีที่แล้ว +4

    আপনার কাছে জবাব চায় আপনি ইছা আলাইহিসছালাম কে খালি ইছা বলে সমবধন করছিন কান, এটা কত খানি ব্যাদবী ?

    • @fahadbinmizan8753
      @fahadbinmizan8753 5 ปีที่แล้ว

      প্রথম কথা তিনি আলাইহিস সালামও বলেছেন। অন্য যখন তিনি বলেননি নিশ্চয়ই তিনি ইচ্ছে করে করেনি হয়তো বলতে ভুলে গেছেন। ভুলের উর্ধ্বে নয়।

    • @zamandoctor1279
      @zamandoctor1279 4 ปีที่แล้ว

      আপনি বক্তব্য ভাল করে শোনেন এবং বোঝেন। তাহলেই বঝুবেন।

  • @labibabdullha7929
    @labibabdullha7929 6 ปีที่แล้ว +3

    বৈজ্ঞানিক বক্তা কাজী ইব্রাহিম সাহেব ওআজের টপিক না পেয়ে ইমাম মাহদির স্বপ্নে তাকে স্বপ্নে দেখছেন

    • @takitabib3584
      @takitabib3584 6 ปีที่แล้ว +3

      এসব কথাই ফেতনা ছড়ায়!

  • @makhonshikdar5516
    @makhonshikdar5516 4 ปีที่แล้ว

    ইয়াজুজ মাজুজ থেকে বাঁচার জন্য ঈসা আ তুর পাহাড়ে আশ্রয় নেবেন। আমার প্রশ্ন হলো তুর পাহাড়ে কত কোটি লোক আশ্রয় নিতে পারবে? আমরা ১৫ কোটি বাংলাদেশি কোথায় আশ্রয় নেবো?

    • @mdrazin6101
      @mdrazin6101 3 ปีที่แล้ว

      Iyajuj majuj aste aste ponor kothi bangali kobore ashray nibe

  • @mdiqbal412
    @mdiqbal412 5 ปีที่แล้ว

    Assalamu alaikum. Actually apnara shudhu ohonkar . Giboth , poroninda r bivokti korar kaje besto , apnara guti koyekjon jalem shashok saudi rajader shohojogita nie tagut er help koren . Nijder gani mone korar bepare ebong onno alemder chotto korar bepare Quran r hadiser lesson nite paren . Hok er upore shongram ? Eto shohoj ? Ashen moidan e dekhben koto dhane koto chal . Better to be united those are always trying to follow Quran and sahih hadis instead of grouping and be good Muslim as dayee ilallah instead of so many ameer

  • @md.anowarhossin8438
    @md.anowarhossin8438 6 ปีที่แล้ว +4

    মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব এর বক্তব্য শুনা থেকে বিরত থাকুন কারন উনি সকলকে বিভ্রান্তিকর কথা বলেন।

    • @harun-or-rashid739
      @harun-or-rashid739 6 ปีที่แล้ว

      Asadulla al garlib Quran abong sohi hadish theke bole to ai jonn tar kotha valo lagena.Gajakhuri kotha bolto tahole valo lagto,

    • @searchtrueislam3227
      @searchtrueislam3227 6 ปีที่แล้ว

      তাহলে তুমি ওয়াজ করো তুমারটা সুনবো ?

  • @mdalamgirimammahadikibibah7163
    @mdalamgirimammahadikibibah7163 5 ปีที่แล้ว

    Imam mahadir boios koto hobe

  • @arttv5754
    @arttv5754 5 ปีที่แล้ว

    ভাই ঈসা আ. কি হিসেবে আসবেন নবী হিসেবে না কী? আর ইমাম মাহদী কি হিসেবে আসবেন?????

    • @truthspeech7450
      @truthspeech7450 5 ปีที่แล้ว

      Isha (A:) nobiji r ummat hisabe asben.

  • @abdulmannaf2847
    @abdulmannaf2847 6 ปีที่แล้ว

    ABDUL MANNAF

  • @harun-or-rashid739
    @harun-or-rashid739 6 ปีที่แล้ว

    Kuran abong sohi hadish sunun nirvejal jibon gorun.

  • @sayed3188
    @sayed3188 4 ปีที่แล้ว

    Ai lokta sob somoy gomra mokho.

  • @jubaidhosain
    @jubaidhosain 6 ปีที่แล้ว

    amara sobai ekhoi dola doli na kori plz
    th-cam.com/video/KzdnyQIL154/w-d-xo.html

  • @abdurrahim-dn4br
    @abdurrahim-dn4br 6 ปีที่แล้ว

    not interesting because he did not discussed what global environmental context actually fitted for coming Emam Mehedi that explained in Hadith.in addition it should be emphasized on 'বিষয়টিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো উচিত নয় বরং তার আগমনের পূর্বে আমাদেরকে তার সময়ের প্রস্তুতির কথা বেশী করে বলা উচিত। তার আমলে আমাদের কর্তব্য কী হবে সে বিষয়ে প্রস্তুতির দিক নির্দেশনা দেয়া উচিত।'

    • @fahadbinmizan8753
      @fahadbinmizan8753 5 ปีที่แล้ว

      Brother, you have totally failed to listen his lecture. He has already given us some instruction what to do. Which was only need to follow the holy Quran and the authentic hadith.

  • @dinislamforall6337
    @dinislamforall6337 6 ปีที่แล้ว

    headline a juammar khutba liqle bojte valo hoto

  • @msms-g2w
    @msms-g2w 2 หลายเดือนก่อน

    s

  • @mbbasit5287
    @mbbasit5287 6 ปีที่แล้ว

    আমার প্রশ্ন মুহাদ্দিস কে হতে পারে

    • @sogoodoooamin1172
      @sogoodoooamin1172 6 ปีที่แล้ว

      Mb Basit je lok Hadid somporke panditto sei lokke muhaddis bole, understand

  • @obaidurrahman1501
    @obaidurrahman1501 5 ปีที่แล้ว

    Murjia alem...

  • @mamunmiah9049
    @mamunmiah9049 6 ปีที่แล้ว +2

    ইমাম মাহদী এসে গেছেন..............কুরআন ও হাদীস অনুযায়ী প্রমানিত।

    • @rashidnizam5626
      @rashidnizam5626 6 ปีที่แล้ว

      Mamun Miah কি প্রমাণ আছে, বলা যাবে কি ?

    • @nedigitalexpress8999
      @nedigitalexpress8999 6 ปีที่แล้ว +1

      You r great bro. Give me few sign of it.

  • @obaidurrashed1932
    @obaidurrashed1932 6 ปีที่แล้ว

    ভাই জ্ঞান অহরন করেন তাহলে সত্য জানবেন।

  • @ranichowdhury8552
    @ranichowdhury8552 4 ปีที่แล้ว

    হুজুর আপনার কথাগুলো রূপ কথার গল্প।এই সমস্ত কোন ঘটনাই ঘটবে না।

  • @faridulalam9989
    @faridulalam9989 3 ปีที่แล้ว +1

    ভাই আপনারতো খোতবাটাও টিক নাই আপনার খোরান হাদিছ নিয়ে আলোচনা করায় মুরক্কতার গন্ধ পাওয়া যায়।

    • @shamimsalafi-k9o
      @shamimsalafi-k9o ปีที่แล้ว

      বড় মুর্খ তুমি ব্যাটা

    • @shamimsalafi-k9o
      @shamimsalafi-k9o ปีที่แล้ว

      ঠিকমতো বানানগুলো শুদ্ধ করে লিখতে শিখো বাবু

    • @shamimsalafi-k9o
      @shamimsalafi-k9o ปีที่แล้ว

      তারপর স্যারের ভুল ধরতে আসো বাবু

  • @alimalrazetushar3113
    @alimalrazetushar3113 6 ปีที่แล้ว +9

    আপনি ভাল বলেছেন কিন্তু আপনার জ্ঞানের অভাব আছে

    • @mohammadbhuyan7390
      @mohammadbhuyan7390 6 ปีที่แล้ว +4

      Alim al raze Tushar
      বলেন কি! উনার জ্ঞানের অভাব আছে সেটা আপনি বুঝলেন কি ভাবে?! লোহা দিয়ে হীরা কাটা যায়না, কেন যায়না আপনি জানেন? উনার সম্পর্কে কিছু স্টাডি করে নিয়েন। পাগলের মতো মন্তব্য করবেন না।

    • @alimalrazetushar3113
      @alimalrazetushar3113 6 ปีที่แล้ว +1

      সাহাবারা যেখানে ভাবতো দাড্জাল খেজুর বাগানের পিছনে আছে সেখানে জ্ঞানী ভাই বলছেন অনেক দেরি আছে তাহলে তাকে আর কি বলায়ায়

    • @alimalrazetushar3113
      @alimalrazetushar3113 6 ปีที่แล้ว

      আল্লাহর কাছে দোয়া করি তার জ্ঞান বৃদ্ধি পাক আমাদের কাছে সঠিক বয়ান করুন আমিন

    • @mokuvaimoku2223
      @mokuvaimoku2223 6 ปีที่แล้ว +1

      ভাই আপনার ধারনা নাই উনার সম্পর্কে

    • @alimalrazetushar3113
      @alimalrazetushar3113 6 ปีที่แล้ว

      উনার সম্পর্কে জানার ইচ্ছা নাই আমার আপনি জানুন

  • @rashedulhaque7350
    @rashedulhaque7350 4 ปีที่แล้ว

    মজা পাইলাম না

  • @IslamictopicB
    @IslamictopicB 5 ปีที่แล้ว

    আগে জানতাম না যে, আসাদুল্লাহ আল গালিব একজন দালাল দালাল দালাল

    • @fahadbinmizan8753
      @fahadbinmizan8753 5 ปีที่แล้ว +2

      এবং আমরাও জানতাম না যে আপনি একজন মস্ত বড় জাহেল। ব্যাটা লেখাপড়া করে আসিস তারপর আমাদের সামনে আসিস। তোদের মত শিয়া জামাত ইখওয়ান দের জন্য আজকে সিরিয়া এবং ইয়েমেনসহ সমগ্র বিশ্বে মুসলিম নির্যাতিত এবং লাঞ্ছিত। তোরাই খারেজী তোরাই ফিতনাবাজ। তোরাই জাহান্নামের কুকুর।

  • @mahdihasan5964
    @mahdihasan5964 4 ปีที่แล้ว

    2000 বছর আগে বনী ঈসরালী জাতির হেদায়তের জন্য প্রেরিত আল্লাহর রসুল হযরত ঈসা আঃ পুনরায় আসবে না।
    হযরত ঈসা আঃ এর সাথে সাদৃশ্যযুক্ত এক মাহদি হযরত মুহাম্মদ সাঃ এর উম্মতের মধ্যে আসার ভবিষ্যত্ বাণী ছিল এবং তা পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ।
    পূর্বের কোন নবী পুনরায় এই পৃথিবীতে আসতে পারবে না এবং হযরত মুহম্মদ সা: কে আল্লাহ রাব্বুল আলামীন উম্মতে মুহাম্মদীয়াতে নবী প্রেরনের সুসংবাদ দিয়েছেন:
    জানতে নিম্নোক্ত হাদীসটি পড়ুন :
    হযরত আবু নঈম ‘হুলিয়া’ তে হযরত আনাস (রা.) থেকে বর্ণনা করেন যে, হযরত নবী করিম (সা.) বলেন, ‘‘আল্লাহ্ পাক একবার হযরত মূসা (আ.)-কে উদ্দেশ্য করে এরশাদ করলেন, তুমি বনী ইসরাঈলকে জানিয়ে দাও, যে ব্যাক্তি আহমদ (সা.) এর প্রতি অবিশ্বাসী অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করবে, সে যেই হোক আমি তাকে জাহান্নামে প্রবেশ করাব। হযরত মূসা (আ.) আরয করলেন, আহমদ কে? আল্লাহ্ পাক ইরশাদ করলেন, হে মূসা! আমার ইজ্জত ও গৌরবের শপথ! আমি সমস্ত সৃষ্টিজগতের মধ্যে তাঁর চেয়ে অধিক সম্মানিত কাউকে সৃষ্টি করিনি। আমি তাঁর নাম আরশের মধ্যে আমার নামের সাথে আসমান ও যমীন এবং চন্দ্র ও সূর্য সৃষ্টির বিশ লক্ষ বছর পূর্বে লিপিবদ্ধ করেছি। আমার ইয্যত ও গৌরবের শপথ, আমার সমস্ত মাখলুকের জন্য জান্নাত হারাম, যতক্ষন মুহাম্মদ (সা) এবং তাঁর উম্মত জান্নাতে প্রবেশ না করবে।
    অতঃপর মূসা (আ.) আরয করলেন, হে আল্লাহ্! আমাকে সেই উম্মতের নবী বানিয়ে দাও। আল্লাহ্ পাক ইরশাদ করলেন, সেই উম্মতের নবী তাদের মধ্য থেকেই হবে। মূসা (আ.) পুনরায় আরয করলেন, তবে আমাকে সেই নবীর একজন উম্মত বানিয়ে দাও। আল্লাহ্ পাক ইরশাদ করলেন, তুমি তার পূর্বেই নবীরূপে আবির্ভূত হয়েছ আর সেই নবী তোমার পরে প্রেরিত হবেন। তবে জান্নাতে তাঁর সঙ্গে তোমাকে একত্রিত করে দেব।”
    তথ্যসূত্র:
    (১) আল্লামা হযরত জালাল উদ্দীন সুয়ূতী (রহ.) কর্তৃক রচিত ‘আল খাসায়েসুল কুবরা’, (খন্ড: ০১, পৃষ্ঠা: ১২)
    (২) মোহতরম মাওলানা আশরাফ আলী থানবী সাহেব কর্তৃক রচিত ‘নাশরুত্-তীব ফি যিকরিন্নাবিয়্যীল হাবীব (সা.), ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত মাওলানা আমিনূল ইসলাম অনূদিত, ‘‘যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা”, পৃষ্ঠা নং- ১৮৪)

  • @trust5664
    @trust5664 6 ปีที่แล้ว

    ffx

  • @Shamimahmed-vm5ii
    @Shamimahmed-vm5ii 5 ปีที่แล้ว

    He has no real knowledge. He does not research I don't need his speech

    • @fahadbinmizan8753
      @fahadbinmizan8753 5 ปีที่แล้ว

      And you don't know English.. We don't need your English.

  • @arifhussain7600
    @arifhussain7600 6 ปีที่แล้ว +4

    Sorry sir but apnar giyan ashole onek kom.
    Sahi Muslim, Ibn Mazah, Tirmidhi, Sunan Abu daud aro onek Hadith a ache j Rasulallah (pbuh) bolechen, amar poribar theke amr ekta sontan na asha porjonto qiyamat ashbe na. Jar gun amr guner moto hobe, jar naam amar namer sathe hobe Muhammad Mahdi.
    Evabe borong er cheye o clear ache. But apni bolchen cleae ullekh nai.
    Please sothik tottho songroho korun tar por sobai ke janan. Vul tottho diben na.
    Thank you.

    • @muhammadalamin7211
      @muhammadalamin7211 6 ปีที่แล้ว

      Arif Hussain কোথায় আছে আপনি দেন তো ভাই।

    • @code-n-play
      @code-n-play 6 ปีที่แล้ว

      Arif tumi e to vul tottho dicchio ....Kothai theke eita pele ...thik kore bolo ....mittha char kore berano bondho koro .....Tumi ki asholeu Muslim ?????

    • @sogoodoooamin1172
      @sogoodoooamin1172 6 ปีที่แล้ว

      Arif Hussain you have no knowledge about sohih Sunnah yet that your talking is like a goat

    • @wahidulshuvo1673
      @wahidulshuvo1673 6 ปีที่แล้ว +1

      Arif Hussain assalamualaikum bro. Apni sir er lecture er 13 minute 5 second theke shuru kore 13.50 porzonto shunun.apni zei bishoy bollen ze sir oshikar korese kintu uni tho apnar oi hadis ta abu daud thekei bolesen.shikar koresen oshikar koren nai.apni abar ektu dekhen in shaa allah.

  • @shamsmzahir
    @shamsmzahir 5 ปีที่แล้ว

    নবী ইসা আর কখনোই ফিরবেননা,কুরআনে নেই তিনি পুনরায় আসবেন,সুরা নিসা দেখুন,।

  • @ranichowdhury8552
    @ranichowdhury8552 4 ปีที่แล้ว

    হুজুর ঈসা নবী কি মুসলিম , না খৃষ্টান ?
    হুজুর ঈসা নবী সম্পর্কে আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। হুজুর ছাড়া কেহ প্রশ্নের উত্তর দিবেন না।

  • @arttv5754
    @arttv5754 5 ปีที่แล้ว

    ইমাম মাহদী সম্পর্কে সত্য কথা শুনেনঃ
    th-cam.com/video/tfvcmYpCWFU/w-d-xo.html

  • @HMIQBAL
    @HMIQBAL 6 ปีที่แล้ว +1

    ইনি চোরের মত এমন ভাব দেখাচ্ছেন কেন?

  • @mdayehim4169
    @mdayehim4169 6 ปีที่แล้ว +1

    তুই তো ঠিক করে কথা বলতে পারিস না তুই কি আলেম হলি

    • @mojnumojnu7142
      @mojnumojnu7142 6 ปีที่แล้ว

      Md Ayehim শালা গাধা।বড় আলেম।তুই তারে চিনস না।

    • @mdayehim4169
      @mdayehim4169 6 ปีที่แล้ว

      মাগির পুত তুই শালা গাধা

    • @harun-or-rashid739
      @harun-or-rashid739 6 ปีที่แล้ว

      Oi jaigay tumi gie bolo .

    • @sogoodoooamin1172
      @sogoodoooamin1172 6 ปีที่แล้ว

      Md Ayehim you are nonsense

    • @sogoodoooamin1172
      @sogoodoooamin1172 6 ปีที่แล้ว

      Md Ayehim you are ruscle