ব্রিটিশদের ফেলে যাওয়া নীল গাছের সন্ধানে || Indigofera tinctoria Plants of British India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • নীল গুল্ম জাতীয় এক প্রকারের উদ্ভিদ। এর অন্যান্য স্থানীয় নামঃ নিলিনী, রঞ্জনী, গ্রামিনিয়া, কালোকেশী, নীলপুষ্প, মধুপত্রিকা। বৈজ্ঞানিক নামঃ indigofera tinctoria ।এই উদ্ভিদ থেকে প্রাকৃতিক উপায়ে নীল রং উৎপাদন করা হয়।অনেক কাল আগে মিশর, গ্রিস ও রোমের লোকেরাও নীলের কথা জানতো। মিশরের ১৮তম রাজবংশের মমি গুলো নীলরং এর কাগজে মোড়া থাকতো। বাংলা ভূখন্ডে ইন্ডিগোফেরার প্রায় ১৫ রকম প্রজাতির গাছ জন্মে। তার মধ্যে indigofera tinctoria নীল রং এর চাষ করা হতো ভারতে। এই উপমহাদেশের মাটি নীল চাষের জন্য উপযুক্ত হওয়ায় বৃটিশ নীল করেরা বিপুল পুঁজি বিনিয়োগ করে নীলচাষে। বৃটিশ নীলকরেরা অত্যাচার আর নিপীড়নের মাধম্যে নীলচাষে বাধ্য করতো। ১৮৫৯-৬০ সালে নীলচাষীরা এই নীলচাষের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করেন এবং বাংলায় নীল চাষ ক্রমে বিলুপ্ত হয়। যে সমস্ত এলাকায় নীল চাষ হতো সেই এলাকায় আজও সেই নীল গাছ পাওয়া যায় কিন্তু আমরা কোনও দিন ভেবে দেখিনি, আজ আপনাদেরকে আমি সেই নীল গাছে দেখাতে চাই এই ভিডিওর মাধ্যমে।
    #নীলচাষ#নীলবিদ্রোহ#Indigoferatinctoria
    If you like my videos then please subscribe my youtube channel.Thank You.
    If you have any suggestions please feel free to contact me through :
    Email: manasbangla9@gmail.com.
    Stay Connected with me on Social Network :
    Twitter : / manasbangla
    Facebook : / manasbangla
    Instagram : / manasbangla

ความคิดเห็น • 798