টমি অ্যাটকিন্স আম, যেটি সুগার পেসেন্টরাও খেতে পারবে // জানুন আমটির সম্পর্কে বিস্তারিত তথ্য

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • Bhai Bhai Nursery ( ভাই ভাই নার্সারি ) গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা- এর প্রাচীনতম নার্সারি। ১৯৮৪ সালে সুনিল রঞ্জন দে ( SRD ) গোবরডাঙ্গা ইছাপুরের ফুল বাগান ( শ্রীপুর ) অঞ্চলে এই নার্সারিটি প্রতিষ্ঠা করেন। তিনি বহু ঘাত প্রতিঘাত ও সংগ্রামের মধ্য দিয়ে এই নার্সারিটিকে পরিচালনা করেন ও সাফল্যের শিখরে নিয়ে যান। তার ব্যবসার একমাত্র ভিত্তি ছিল 'সততা' । সেই দেবতুল্য মানুষটি অমায়িক ব্যবহার ও সততার সহিত জীবনের শেষ দিন পর্যন্ত নার্সারিটিকে পরিচালনা করেন ও মানুষের মনে ও নার্সারি জগতে এক সন্মানীয় স্থান অর্জন করেন। ২০১৭ সালে তিনি মারা যাবার পর নার্সারিটা বন্ধ হয়ে যায়।
    ২০২২ সালে আমি তপতী দে বিশ্বাস আবার নার্সারিটা শুরু করি। আমার এই নার্সারি শুরু করার প্রধান উদ্দেশ্য হল আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই নার্সারির মাধ্যমে আমার মৃত পিতাকে বাঁচিয়ে রাখা। আমার একমাত্র লক্ষ্য হল আমার পিতা যেভাবে মানুষের মনে সন্মানের স্থান অর্জন করে এই নার্সারিটিকে পরিচালনা করে গেছেন, ঠিক একই ভাবে আমিও যেন এই নার্সারিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রতিটা গাছ প্রেমী মানুষ যেন আমার নার্সারি থেকে আত্মতুষ্টি ও শান্তি মনে গাছ কিনে নিয়ে যেতে পারে। তাদের কাছ থেকে আর্থিক লাভোবান হওয়া আমার উদ্দেশ্য না, তাদের মনের সন্মানের আসনে নিজেকে অধিষ্ঠীত করাই আমার উদ্দেশ্য।
    আমার ইউটিউব চ্যানেল Bhai Bhai Nursery @ SRD এর একমাত্র লক্ষ্য হল গাছ প্রেমী মানুষদেরকে সঠিক তথ্যে সমৃদ্ধ করা, আর সেটি সর্বদা বিষয়ভিত্তিক । কখনো সেটি তথ্যভিত্তিক, কখনো সেটি নার্সারি পরিদর্শন ভিত্তিক, কখনও ছাদবাগান ভিত্তিক, আবার কখনো বা হর্টিকার্লচার ভিত্তিক। এমন বহু বিষয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌছে আপনাদেরকে আমান নলেজ ও অভিজ্ঞতাকে উপস্থাপিত করা ও আপনাদের কাছ থেকে সঠিক তথ্যে অবগত হয়ে নিজের তথ্যের ভান্ডারকে সমৃদ্ধ করা।
    " উদ্ভিদের ভালবাসা মানুষ,
    আমাদের ভালবাসা উদ্ভিদ। "
    Bhai Bhai Nursery
    Sreepur phoolbagan
    Gobardanga Ichhapur
    North 24 PGS
    West Bengal
    743252
    Mob No:- 9382797029
    E- mail ID- tapati.bbn@gmail.com
    #VIDESHIFAL #BISWABANGLAKRISHI #BESTFRUITPLANT #FRUITPLANT #FRUITPLANTONROOFTOPGARDEN #THAIVARIETYFRUITPLANT #FRUITPLANTNURSERY #KATIMONMANGO #KATIMONMANGOPLANT #BESTPLANT #BESTFRUITPLANT #ONLINENURSERY #BESTFRUITPLANTFORPOT #AWESONGARDEN #SOONJIBANI #KRISHIBIOSCOPE #TRENDING #TH-cam #OINDRILANURSERY #BAIDYANURSERY #BENGALNURSERY #SADIANURSERY #BANGLADESH #NILBANGLAKRISHI #বারোমাসিফল #GREENFRIENDS #GARDENERFRIENDS #FRUIT #TH-cam #BES #ছাদবাগান # ফলগাছেরনার্সারি #FRUITPLANTSOILMEDIA #ATOZFRUITPLANT #গাছেরফুলঝরেযাওয়ারসমস্যা #TOPTENFRUITPLANTNAME #THAIVARIETYFRUITPLANT #THAIVARIETYPLANT #GREENYPOTS #MYGARDENOVERVIEW, #CHADBAGANVISIT, #CONTAINERGARDENING, #MANGOVARIETIES, #ROOFTOPTERRACEGARDEN, #ROOFTOPFRUITGARDEN, #EKHONTV #BDROOFTOPGARDEN#LONGON, #SEEDLESSLONGAN, #LONGANFRUIT, #WEBGARDEN, #LONGANFRUITVIDEO, #VIRALFRUITCUTTING, #MORDERNHORTICULTURE, #VIRALFRUIT #ALLSEASONLONGAN #RONGDHANUGARDEN, #BHAIBHAINURSERY, #VAIVAINURSERY, #ANANYANURSERY, #THAIVARIETYFRUITNURSERY, #MANGOPLANTNURSERY, #ROOFTOPGARDENGBANGLADESH, #RUBYLONGAN, #WHITELONGAN, #PINGPONGLONGAN, #SAPLINGS, #PLANTNURSERY, #EXOTICFRUIT, #GARDENINGBANGLADESH, #ROOFTOPGARDENOVERVIEW, #GARDENINGTIPS, #HORTICULTURE, #AGRICULTURE, #ROOFGARDEN, #CHADBAGAN, #CHHADBAGAN, #GARDEN, #GARDENING, #SHAKHERBAGAN, #RUPEN&HOBBIES, #RUPROOFGARDEN #POTHOSPLANT #MONEYPLANT #PHILODENDRONPLANT #WHITEPRINCEOLANT #PINKPRINCEPLANT #CACTUS #MILLIONOFHEARTSPLANT #ZZPLANT #ZZRAVAN #BLACKZZPLANT #PEACELILYPLANT #BERKINPLANT #STRINGOFHEART #STRINGOFPEARLS #ALOCASIA #AGLAONEMA #DIFFENBACHIA #FIDDLELEAFFIG #TURTLEVINE #PINKLADY #CALLISIAREPENS #TANGLEDHEART #ORCHID #VANDAORCHID #CATTLEYAORCHID #DENDROBIUMORCHID #PHALAENOPSISORCHID #ROSEFLOWERR #ROSEFLOWEPLANT #BLACKROSEPLANT #HIBISCUSPLANT #TECAMOFLOWEPLANT #JESMINEFLOWERPLANT #JESMINE #BELLYFLOWER #NIGHTQUEENFLOWER #QUEENOFNIGHTPLANT #RAJANIGANDHA #PETUNIA #IMPRESSIONFLOWER #DAFFODILFLOWERPLANT #FENGSHUI #FENGSHUIPLANT #MEDICINALPLANTS #INSULINPLANT #SUGARFREEPLANT #PLANTSFORSUGARPATENT #SOURSOPPLANT #GUANABANA #GRAVIOLA #NONI #NONIPLANT #MULTIVITAMINPLANT #DRAGONFRUIT #MIYAZAKIMANGO #EGGOFSUNMANGO #KINGOFCHAKAPATMANGO #REDIVORYMANGO #CHIANGMAIMANGO #PALMARMANGO #IRWINMANGO #ALLSEASONMANGO #LATEVARIETYMANO #3TASTEMANGO #LADYJANEMANGO #GOURMATIMANGO #BARI4MANGO #BARI13MANGO #AUSTINMANGO #NAMDOKMAIMANGO #NAMDOKMAIPURPLE #NAMDOKMAIWHITE #TOMMYATKINSMANGO #KOHITOORMANGO #ALPHONSOMANGO #BLACKSTONEMANGO #KOSTURIMANGO #AMBIKAMANGO #ARUNIKAMANGO #PUSALALIMA #PUSAARUNIMA #GRAFTING #AIRLAYERGRAFTING #CLEFTGRAFTING #ARKANILACHALKESHARI #ARKAUDAYA #ARKASUPROBHAT #KIWIFRUIT #KIWIFRUITPLANT #SWEETSANTOL #MAPARANG #ABIU #CITRUS #LEMON #ORANGE #SWEETORANGE #POMELOFRUIT #GRAPEFRUIT #ORANGE #MALTAORANGE #MOSAMBI #NAVELORANGE #WASHINGTONNAVELORANGE #HEIRLOOMNAVELORANGE #LANELATENAVELORANGE #BLOODORANGE #MOROBLOODORANGE #TAROCCOBLOODORANGE #CARACARANAVELORANGE #AVOCADO #HASSAVOCADO #HELENAVOCADO #RAMBUTAN #N18RAMBUTAN #MANGOSTEEN #MILKFRUIT #EGGFRUIT #SAPOTE #BLACKSAPOTE #PERSIMMON #HRMN99 #ANNAAPPLE #GRAPE #BAIKONUR #GUAVA #TAMARIND #APRICOT #DEKOPONORANGE #VALENCIAORANGE #JAFFAORANGE #HOGG #STARFRIUT #BREADFRUIT #DURIAN #VIRALGIRL #VIRALLADY #HOTGIRL #GOBARDANGA #DIDI #FALSA #ALMOND

ความคิดเห็น • 15

  • @sumanpaul2314
    @sumanpaul2314 3 หลายเดือนก่อน

    Darun darun.👍

    • @bbn.2022
      @bbn.2022  3 หลายเดือนก่อน +1

      একটা 'দারুন' থাক ওই তিনটে আমের জন্য। আর একটা 'দারুন' থাক গাছ প্রেমী মানুষদের জন্য।

  • @Pranks44-b6e
    @Pranks44-b6e 4 หลายเดือนก่อน

    খুব সুন্দর

    • @bbn.2022
      @bbn.2022  4 หลายเดือนก่อน

      ধন্যবাদ।

  • @rajiblochannath77
    @rajiblochannath77 4 หลายเดือนก่อน

    যে কোন আম গাছ থেকে পাড়ার পর বাড়িতে এক দু দিন রেখে খাওয়ার নিয়ম । আপনি আমটা কাঁচা অবস্হায় কাটলেন । তাই আমটার প্রকৃত স্বাদ অনুভব করতে পারলেন না ।
    আমি গত বছর আমটা খেয়েছিলাম । আমার খুবেই ভালোলেগেছিলো । আজও একটা গাছপাকা পেয়েছি । Tommy atkins অসম্ভব সুন্দর একটা আমের প্রজাতি ।

    • @bbn.2022
      @bbn.2022  4 หลายเดือนก่อน +1

      পরবর্তী সময় থেকে আপনার মতামত স্মরনে রাখবো। 🙏

    • @rajiblochannath77
      @rajiblochannath77 3 หลายเดือนก่อน

      Thank you madam

  • @jagadiswarchakraborty295
    @jagadiswarchakraborty295 3 หลายเดือนก่อน

    ইউরোপ, আমেরিকাতে আম হয় এটা আমার জানা ছিল না। অতকাল আগে মাদ্রাজ এবং আমেরিকার আমের শংকর হলো কি করে সেটাও একটু চিন্তনীয়।

    • @bbn.2022
      @bbn.2022  3 หลายเดือนก่อน +1

      আপনি যদি ইংরেজ ঔপনিবেশিক ইতিহাসটা জানেন তবে, এই বিষয়টা কখনই চিন্তনীয় হবে না। ১৮০০ সাল থেকেই বিভিন্ন প্রজাতির ফল গাছ বিভিন্ন মহাদেশের ভিতর মিশ্রিত হতে শুরু করে। সুতরাং বিষয়টা হল, বিভিন্ন ইউরোপিয় দেশের ঔপনিবেশিক ইতিহাসের ভিতর লুকিয়ে আছে বিভিন্ন গাছের সংকরায়নের ইতিহাস।
      তবে আপনার কমেন্টটাতে মজা পেয়েছি। 🙏

    • @jagadiswarchakraborty295
      @jagadiswarchakraborty295 3 หลายเดือนก่อน

      @@bbn.2022 দেখুন, ঔপনিবেশিক ইতিহাসটা না জানা স্বাভাবিক নয়। তবে কিনা, আমের সঙ্গে তার সম্পর্কটা অতি সামান্যই। তবে হ্যাঁ, ঔপনিবেশিকতার ফলে বিভিন্ন কৃষিজ দ্রব্যের আদান-প্রদান হয়েছে, এটা অস্বীকারের জায়গা নেই।

    • @bbn.2022
      @bbn.2022  3 หลายเดือนก่อน

      @@jagadiswarchakraborty295 আপনাকে দুটো পৃথিবী বিখ্যাত আমের তথ্য দিই। তাহলেই বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
      আলফোন্সো : পর্তুগীজ মিশনারিরা আমটা ১৫০০ শতকের প্রথমদিকে গোয়াতে আনেন। মনেকরা হয় এটা লাতিন আমেরিকার কোন একটা ভ্যারাইটি। ভারতে এসে আলফোন্সো আলবুকার্কের নামে নাম দেওয়া হয় আলফোন্সো। তারপর এটা আবার ইংল্যান্ডেও চলে যায়। ২০০৭ সালে আমেরিকা সরকারের সাথে ভারত সরকারের এটা চুক্তি হয়। যেখানে ভারত সরকার এই আম টি সেখানে পাঠাবে। বিনিময়ে আমেরিকা হার্লে ডেভিডসন বাইক পাঠাবে।
      মিয়াজাকি আম: আমেরিকার বিখ্যাত আম রেড ইরউইন। জাপানে আসে, জাপানের কোন এক লোকাল আমের সাথে সংকরায়নে তৈরী হয় তাইওনো তামাগো বা মিয়াজাকি আম।
      গোলেক আম: আমাদের কেরলের আম গোলেক। চলে যায় ইন্দোনেশিয়ায়। সেখানে প্রসিদ্ধি লাভ করে। নাম হয় গোলেক। বর্তমানে পৃথিবীর একটা সেরা আম।
      এমন বহু ইতিহাস আছে। যার মুলে আশে ঔপনিবেশিক ইতিহাসের ইতিকথা।

    • @jagadiswarchakraborty295
      @jagadiswarchakraborty295 3 หลายเดือนก่อน

      @@bbn.2022 আম এবং আমের ইতিহাস সম্পর্কিত বিস্তারিত বিবরণের জন্য ধন্যবাদ। স্বীকার করতে দ্বিধা নেই, এগুলো আমার অজ্ঞাত‌ই ছিল।

    • @bbn.2022
      @bbn.2022  3 หลายเดือนก่อน

      @@jagadiswarchakraborty295 আপনার ভালো লেগেছে, এটাই আমার পাওনা। 🙏