আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি মম জল-ছলো-ছলো আঁখি মেঘে মেঘে। বিরহদিগন্ত পারায়ে সারা রাতি অনিমেষে আছে জেগে॥ যে গিয়েছে দেখার বাহিরে আছে তারি উদ্দেশে চাহি রে, স্বপ্নে উড়িছে তারি কেশরাশি পুরবপবনবেগে॥ শ্যামল তমালবনে যে পথে সে চলে গিয়েছিল বিদায়গোধূলি-খনে বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে, কাঁপে নিশ্বাসে-- সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া ছায়ায় রয়েছে লেগে॥
অপূর্ব মধুর পরিবেশনা ।
খুব সুন্দর সাবলীল গাওয়া। সম্পূর্ণ গানটা শুনতে পেলে আরও ভাল লাগত। অনেক শুভেচ্ছা।
শুভরাত্রি।
এই হল প্রাণের গান। সকলকে শ্রদ্ধা জানাই।
ki sundor gailo❤
অপূর্ব!
Awesome ❤
Apurbo
অপূর্ব উপস্থাপনা।
জলদমন্দ্র কন্ঠের সঙ্গে সৌদামিনীর উপস্থিতি অনবদ্য। অসাধারণ।
Udatto kanther apurba gan sune mon vare gelo.
Bah
কি মনমুগ্ধকর পরিবেশনা। সাধু সাধু সাধু।।
এত সুন্দর গাইয়ে মেয়েটির নাম জানতে ইচ্ছুক৷ আরও গান শুনতে চাই,ওর কন্ঠে৷
th-cam.com/video/FJO9Z7JfUFw/w-d-xo.htmlsi=ODY-9ouCQM7KkG88🙏
আহা।।।।
খুব ভালো লাগলো ।
❤
কি সহজ,সুন্দর করে গাইলেন।মন ভরে গেল।🙏🙏
কি যে ভালো লাগল। মনটা ভরে গেল।
Apurbo ❤️
আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
মম জল-ছলো-ছলো আঁখি মেঘে মেঘে।
বিরহদিগন্ত পারায়ে সারা রাতি অনিমেষে আছে জেগে॥
যে গিয়েছে দেখার বাহিরে আছে তারি উদ্দেশে চাহি রে,
স্বপ্নে উড়িছে তারি কেশরাশি পুরবপবনবেগে॥
শ্যামল তমালবনে
যে পথে সে চলে গিয়েছিল বিদায়গোধূলি-খনে
বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে, কাঁপে নিশ্বাসে--
সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া ছায়ায় রয়েছে লেগে॥
Osadharon 👌
অসাধারণ...
অসাধারণ 🌹
সাধু সাধু সাধু 🙏❤🙏
কোথায় যেন হারিয়ে গেলাম
আহা ❤️ খুব মিস করছি শান্তিনিকেতন 🥺
অসাধারণ 🌷
excellent
aahaa
👌👌👌
❤️❤️
সাধু।
Can anyone let me know the name of the femal singer name?
বাঙলায় লেখা আছে। Mitali Mandal
Aha ai taku bayose ai vub onek baro Hao mitali
সাধু সাধু