Habib Wahid - Obujhpona

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Habib Wahid New Song 2018 - Obujhpona
    Official music video starring Habib Wahid & Faria Nuzhat.
    Producer: Habib Wahid
    Artist: Habib Wahid
    Tune & Music: Habib Wahid
    Lyrics: Suhrid Sufian
    Co-producer: Nafis Rashid
    Script writer: Nafis Rashid
    Director: Nafis Rashid
    Cinematographer: Nafis Rashid
    Editor: Nafis Rashid
    Camera Assistant & Sound Recordist: Andrew Dougherty
    Hair & Make up Artist: Sehar Khalid
    Director Nafis' TH-cam Page:
    / theinfamousnaf
    Cast:
    Habib Wahid as "Habib"
    Faria Nuzhat as "Bengali Girl"
    Allen Zarnett as "Steve"
    Andrew Dougherty as "Bus passenger"
    Sara Kathleen Scobie as "Store customer"
    Location Courtesy: James Street Bookseller
    Shot in Hamilton, Ontario, Canada.
    Special Thanks to Rashid Family.
    Sincere Thanks to Lotus Komol (Dhaka Club Vancouver)
    This video is copyrighted by HW Productions and May not be Distributed, Modified & Reproduced.
    Follow Habib Wahid:
    Facebook: / habibwahid
    Instagram: / habibwahidofficial
    © 2018 Habib Wahid
    #HabibWahid
    #Obujhpona
    #HW
    #BanglaNewSong2018
    #OfficialMusicVideo
    #HabibSongs
    #HabibWahidOfficial
    #HabibLoveSong
    #HabibRomanticSong

ความคิดเห็น • 3.7K

  • @geniustarun9118
    @geniustarun9118 2 ปีที่แล้ว +35

    আমার তো মনে হয়, হাবিবের এক একটা গান এক একটা ইতিহাস! এমন গান কে লিখেছে! কে গেয়েছে! কে মায়া লাগিয়েছে! হাবিবের সাথে কারো তুলনা হাস্যকর। বাংলা গানের নূতন ধারা সৃষ্টির জনক হাবিব। অনন্য ও অতুলনীয়।💝

    • @md.delowerhossain6917
      @md.delowerhossain6917 2 ปีที่แล้ว +4

      Really habib iz so biggest singer al over the hole world.i can.t say anything just lesson

    • @mbmarufpervej1939
      @mbmarufpervej1939 2 หลายเดือนก่อน

      iℯ😊𝓊𝑟🎉

    • @mdmostakimbillah9483
      @mdmostakimbillah9483 13 วันที่ผ่านมา

      hummm habib wahid is best

  • @fahabbijoy1829
    @fahabbijoy1829 6 ปีที่แล้ว +329

    জানিনা হাবিবের ভেতর থেকে কিভাবে এই হৃদয় গলানো সুরগুলো বের হয় ! তুমি আমার অহঙ্কার হাবিব ভাই । তুমি একজন বাঙ্গালী । বাংলা গানকে নিয়ে গেছ অনেক উপরে । লাভ ইউ ।

  • @positive_views12.8
    @positive_views12.8 6 ปีที่แล้ว +109

    প্রবাসী ভাইদের ভাবনাটা কিছুটা হলেও তুলে ধরা হয়েছে,আর গান টাও ছিলো বেশ,অসাধারন হাবিব ভাই,আশা করি সামনে নতুন কিছু নিয়ে আসবেন।

  • @saifulislamsaiful3452
    @saifulislamsaiful3452 6 ปีที่แล้ว +24

    সেই ২০১১ সালে আমি এস এস সি দিয়েছিলাম। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় জানিনা কতবার শুনছিলাম হাবিব ভাইয়ের করা ডুব গানটি। আজ আমি barch করছি। আজ অনেক দিন পর আবারো হাবিব ভাইয়ের অবুজপনা গানটা শুনে সেই দিন গুলোর কথা মনে পরে গেল। আমি জীবনে কখনো হেডফোনের অভাব বুজতে পারিনি। কিন্তু আজ যখন ক্লাশে ছিলাম এই গানটা শুনার জন্য একটা হেডফোনের অভাব কি তা বুজলাম। সতি কোন গান যদি মন ছুয়ে যায় তা শোনার ব্যকুলতা যে কতটুকু হতে পারে সেটা বলে শেষ করা যাবেনা। আর এমন অনুভুতি শুধুমাএ হাবিব ভাইয়ের গানেই জাগাতে পারে। সত্যি অসম্ভব সুন্দর করে গাইছে, ধন্যবাদ ভাই, আশায় আছি আবার কখন আপনি আমাদের মন ছুয়ে দেওয়ার মত গান উপহার দিবেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আজীবন।।।।।।

    • @khalidurrahman4906
      @khalidurrahman4906 6 ปีที่แล้ว

      same here,bro.we are of same batch. he made us love music & life.

  • @shajib504
    @shajib504 5 ปีที่แล้ว +35

    একটি গান একটি ভাষা নয় কোটি জনতার কণ্ঠ যা কিনা সবার মন থেকে যায় সবসময়ের জন্য। সেই কৃষ্ণ থেকে আজ প্রযন্ত শুনছি সুদূর ইউরোপ থেকে। ধন্যবাদ অসাধারণ গান উপস্থাপন করার জন্য। ❤️❤️❤️

    • @MdArafat-zx5iw
      @MdArafat-zx5iw ปีที่แล้ว

      ইউরোপ এর কোন দেশে থাকেন

  • @SumanKalyanGhosh-p4t
    @SumanKalyanGhosh-p4t ปีที่แล้ว +5

    কোন গান তখন আরও বেশি করে ভালোলাগতে থাকে যখন তার music শ্রোতার mood কে embrace করে, গানের কথার সাথে শ্রোতা তার নিজের ভাবনা, কাহিনীর মিল খুঁজে পায়!
    - ঠিক যেমন এই গানটার সাথে আমার mood আর কথা মিলেমিশে একাকার হয়ে গেছে 💙
    এবং মানতেই হবে, এর অমায়িক & beauuutiful ভিডিও এই গানটাকে নতুন করে ভালোবাসতে প্রতিবার ইন্ধন যোগায় ❤
    এমনি এমনিই কি দীর্ঘ বছর ধরে এই শিল্পীটির fan রয়েছি..... এবং থাকবো 😊
    ভালোবাসা 💙 সুমন, কোলকাতা

  • @shefanalemon7175
    @shefanalemon7175 5 ปีที่แล้ว +458

    নেই কোন শরীর দেখানো সুন্দর গানের কথা সুন্দর কন্ঠ সুন্দর কনসেপ সুন্দর সিনেমাটোগ্রাফি এমন আরো মিউজিক ভিডিও চাই।

    • @akashab593
      @akashab593 4 ปีที่แล้ว +7

      right

    • @amysuggs712
      @amysuggs712 3 ปีที่แล้ว +1

      @@akashab593

    • @worldtourbd5502
      @worldtourbd5502 3 ปีที่แล้ว +5

      ভাই এই জায়গায় শরীর দেখাতে গেলে মারা যাবে।

    • @ZLAN9
      @ZLAN9 2 ปีที่แล้ว

      @@worldtourbd5502ওটা আরব দেশ না যে মারা পরবে

    • @worldtourbd5502
      @worldtourbd5502 2 ปีที่แล้ว +2

      @@ZLAN9 আরব দেশ না ভাই,আমি শীতের কথা বলেছিলাম

  • @ZahidEmonOfficial
    @ZahidEmonOfficial 6 ปีที่แล้ว +77

    সত্যি অসাধারণ কাজ হাবিব বসের।। ভিডিওর ভিতরে ডুবে গিয়েছিলাম।। তাই কমেন্ট করতে এত লেট।। এমন টাইপের গান শুধু হাবিব বসের কাছ থেকেই পাওয়া সম্ভব।। কম্পোজিশন গায়কী, সব মিলিয়ে কিছু বলার অপেক্ষা রাখেনা।।
    ভিডিও তে পেয়েছি অন্য এক হাবিব ওয়াহিদ কে।। বুক সেলার হাবিব ওয়াহিদ যে কিনা বুক শপে বসে নিজের দেশ কে মিস করে, ওইদিকে একটা মেয়ের মায়াতে জড়িয়ে যায়।। পাড়েনা আসতে পারেনা থাকতে।।
    মাঝে মাঝে ভাবি এই মিউজিসিয়ান মানুষ টা কিভাবে পারে এসব?? অভিনয় দেখে তো মনে হয়না উনি ২০১৫ সাল থেকে মিউজকি ভিডিও করছেন। বা এভাবে নতুন শুরু করেছেন। মনে হয় যেনো সেই সালমান শাহ্‌র সময় থেকে উনি এই অভিনয়ের সাথে জড়িত, রিগুলার অভিনয় করেন বলে মনে হয়।।
    মানে একটা মানুষ, ভাই আপনাকে বলছি আপনি তো শুধু মিউজিসিয়ান না। ম্যাজিশিয়ান ও বটে, সুরের ম্যাজিশিয়ান, গানের ম্যাজিশিয়ান, সেই সাথে অভিনয়ের ও।।
    এত নিঁখুত অভিনয় দিয়ে কিভাবে ফুটিয়ে তোলেন প্রতিটা মিউজিক ভিডিও কে?? এর আগে যেটা দিয়েছেন আবার তুই শর্ট ফিল্ম। সত্যি অনেক অনেক প্রশংসা আপনার জন্য।।
    কিপ ইট আপ বস। এভাবেই চাই।। প্রতিটা গানের মায়াতে হারিয়ে যেতে চাই।। প্রতিটা সুরের সাথে মিশে যেতে চাই।। আফটার অল লাভ ইউ বস।।
    জানি পুরুটা পড়লে হয়তো ভাববেন অবুঝপনা দেখতে দেখতে আমি ও অবুঝপনা হয়ে গেছি, বাট না,,
    এসব অন্তর থেকে আসা সত্যিগুলো।। 😍

    • @ismailhassan8355
      @ismailhassan8355 6 ปีที่แล้ว +3

      সহমত!

    • @ZahidEmonOfficial
      @ZahidEmonOfficial 6 ปีที่แล้ว +1

      থ্যাংকস ব্রো।।

    • @milonkhan5398
      @milonkhan5398 6 ปีที่แล้ว

      ঠিক আমার মনের কথাটা ভাই

    • @ZahidEmonOfficial
      @ZahidEmonOfficial 6 ปีที่แล้ว

      থ্যাংকস ভাই। মিলনন খাঁন।

    • @mdibrahimhossain4355
      @mdibrahimhossain4355 6 ปีที่แล้ว

      tnx ato boro kore lekhar jonno

  • @rashelmahmud4323
    @rashelmahmud4323 6 ปีที่แล้ว +20

    আহহহ কি মনোমুগ্ধকর মিউজিক.... এসব মিউজিক শুধু হাবিব ভাইয়ের কাছেই জন্ম নেয়..বস আপনি না থাকলে হয়তো বাংলা গান এতো মধুর সুর আর মিউজিক কখনো পেতো না...লাভ ইউ বস

  • @rajatbiswas272
    @rajatbiswas272 5 ปีที่แล้ว +184

    Vintage Habib!! once again.. Lots of Love from India... Arijit SIngh here, you are there....

    • @rezaulhaque5442
      @rezaulhaque5442 4 ปีที่แล้ว +10

      হাবিব কি অর্জিত সিং মত সস্তা শিল্পি নাকি।যে খালি সিনেমার গান গায়।

    • @rajuacharya3976
      @rajuacharya3976 4 ปีที่แล้ว +3

      @@rezaulhaque5442 তোমাদের সিনেমার গান কেউ শোনে বলে মনে হয়।

    • @darkknightt1389
      @darkknightt1389 4 ปีที่แล้ว +2

      habib jodi indiata song korto kii hoto jano

    • @shihabuddin3676
      @shihabuddin3676 4 ปีที่แล้ว

      @@rezaulhaque5442 ogreat

    • @shihabuddin3676
      @shihabuddin3676 4 ปีที่แล้ว +1

      @@rezaulhaque5442 great

  • @tomtalkz7979
    @tomtalkz7979 6 ปีที่แล้ว +132

    I am your big fan ......after hearing your song "tumake chhere ami ki niye bachhbo".....Your voice is magical ......a lot of love from Tripura(India)

  • @mdpalash99
    @mdpalash99 6 ปีที่แล้ว +6

    মেঘলা দিন গভীর রাতে
    যখন কেউ থাকে না কথা বলার মতো আমার সাথে তখন শুধু তোমায়, তোমায় আমার ভীষন মনে পড়ে, ইচ্ছে করে থাকতে তোমার গানের সুরে সুরে
    এক কথায় অসাধারণ বস💜💜

  • @ruponjannat6835
    @ruponjannat6835 ปีที่แล้ว +2

    একটি রোমান্টিক প্রেমের গান
    এই গান এর সুর অসাধারণ
    মিউজিক ব্যতিক্রম...
    আমার কাছে অনেক ভালো লাগে এই গান।
    গান এর সাথে ভিডিও অসাধারণ সুন্দর হয়েছে। হাবিব ওয়াহিদ এর প্রতি অনেক অনেক শুভকামনা রইল।

  • @souravchoudhury7096
    @souravchoudhury7096 6 ปีที่แล้ว +69

    Very nice to listen... Im big fan of yours.. Love from 🇮🇳

  • @RJRAHUL81
    @RJRAHUL81 6 ปีที่แล้ว +15

    কি বলবো??
    সত্যিই অসাধারন।
    সেই ছোট্টো বেলা থেকেই হাবিব ওয়াহিদের পাগল ভক্ত আমি...💖💖💖

  • @MostofaMdHanif
    @MostofaMdHanif 2 หลายเดือนก่อน +2

    কিছু তো একটা আছে এই গানের ভিতরে। হাবিব ভাইয়ের ভয়েস, মিউজিক অন্য লেভেলের, ৬বছর পরেও সেম ফিলিংস কাজ করে। #Hatss_off

  • @Maher-ql8ht
    @Maher-ql8ht 6 ปีที่แล้ว +97

    কি জানি কেমন করে,
    বাঁধা পরে গেছি আমি পুরোটাই।
    চুপি চুপি মন বলে,
    সারাক্ষণই আমি তোমাকে চাই।
    মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
    তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
    এ মন বোঝেনা কি করি।
    আমার এ অবুঝপনা দেখে,
    তুমি কি যাবে মেঘে ঢেকে?
    নাকি তুমিও এমনি।
    কি জানি কেমন করে,
    বাঁধা পরে গেছি আমি পুরোটাই।
    চুপি চুপি মন বলে,
    সারাক্ষণই আমি তোমাকে চাই।
    তোমারই সুরভী
    ছড়ালো যে বাতাসে।
    দুজনে দুটি পথ
    মিলে মিশে দুরে ভাসে।
    এভাবেই যদি যায় কেটে
    যাক রাত্রি দিন।
    যেখানেই তুমি যাও
    পৃথিবী হয় রঙিন।
    ও ভেজা কোন জোছনায়,
    ভালোবাসা বিঁধে যায় ভাবনায়।
    মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
    তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
    এ মন বোঝেনা কি করি।
    আমার এ অবুঝপনা দেখে,
    তুমি কি যাবে মেঘে ঢেকে?
    নাকি তুমিও এমনি।
    কি জানি কেমন করে,
    বাঁধা পরে গেছি আমি পুরোটাই।
    চুপি চুপি মন বলে,
    সারাক্ষণই আমি তোমাকে চাই।

  • @salahuddin-wp6db
    @salahuddin-wp6db ปีที่แล้ว +3

    গান শুনে মন ভাল হয়ে যায়, কাজের মাঝে ঘুম পেলে তাও দুরে চলে যায় হাবিরের গান শুনে...কি যেন আছে তার সুরে...

  • @krishnasinha123
    @krishnasinha123 2 ปีที่แล้ว +16

    Love from India 🇮🇳🥰🏵️
    Love you Habib Bhai.
    What a Beautiful Track Bishon Valo Laglo. 🎶

  • @messifan8303
    @messifan8303 6 ปีที่แล้ว +29

    এই গানটায় voice টা অন্য লেভেলের হয়ছে। জাস্ট ওয়াও। 😍

  • @miraju_mianim
    @miraju_mianim 6 ปีที่แล้ว +11

    আজ ৭দিন ধরে গানটা শুনতে শুনতে কান পচাই ফেলছি...। অসাধারণ সুর, কথা, মিউজিক, voice। তাই ভিডিও আশার জন্য অপেক্ষা করছিলাম...।
    ভিডিও নিয়ে আমি কিছুই বলবনা কিন্তু ভিডিও এর মাঝে মাঝে pause দিলে গান শুনার মজা একদম নষ্ট হয়ে যায়।
    আপনি বাহিরের ভাল ভাল sinder দের music video গুলো দেখেন তারা কখনো গান pause করে গল্প বলেনা, গানের আগে বা গানের পরে অথবা গানের সময় এর মদ্ধে গল্প বলে শেষ করে আর এটাই হল গল্প বলার সার্থকতা ...।
    আশা করি ভবিষ্যতে এই দিকটা খেয়াল রাখবেন...।
    Love You Habib Vai..... পরের গানের অপেক্ষায় রইলাম।।

    • @ahsanhabibchowdhury7000
      @ahsanhabibchowdhury7000 6 ปีที่แล้ว

      Vai song ta upload dele yesterday night a r apni 7 days dore deksen? 🤔😁 😂 Lol

    • @miraju_mianim
      @miraju_mianim 6 ปีที่แล้ว +1

      ভাই আপনি মনে হয় জানেন না এই গান ১০ দিন আগেই vibe এ relesed পাইছিলো... 🤔😁 😂 LOL2
      facebook.com/banglalinkvibe/videos/1909512792687274/

    • @mysterioustechnology3487
      @mysterioustechnology3487 6 ปีที่แล้ว

      সহমত প্রকাশ করছি

    • @ahsanhabibchowdhury7000
      @ahsanhabibchowdhury7000 6 ปีที่แล้ว

      @@miraju_mianim but ami video aar kotha bolselm.

    • @miraju_mianim
      @miraju_mianim 6 ปีที่แล้ว

      তাহলে তো আপনি comment না পড়েই তর্ক করতে আসছে আমি তো video এর কথা বলিনি আমি গানের কথা বলেছি " আজ ৭দিন ধরে **গানটা*** শুনতে শুনতে কান পচাই ফেলছি.."

  • @SobuzKhanVlogs
    @SobuzKhanVlogs 4 ปีที่แล้ว +2

    কি জানি কেমন করে
    বাঁধা পরে গেছি আমি পুরোটাই
    চুপি চুপি মন বলে
    সারাক্ষণই আমি তোমাকেই চাই.....
    অসাধারণ ভাই

  • @ঘোড়ারডিম-চ৪থ
    @ঘোড়ারডিম-চ৪থ 6 ปีที่แล้ว +20

    হাবিব ওয়াহিদ গানের মাধ্যমে মানুষের সুখ দুঃখের কথা মনে পড়ে যায় এবং তার গাওয়া গান শুনতে জাদু রয়েছে😎 তাকে নিয়ে সকলের গর্ব করা উচিত
    😎 i love you so much Hw Boss 😍

  • @deshimasala3300
    @deshimasala3300 6 ปีที่แล้ว +164

    অসাধারণ গান, রাতের বাসে গান টা শুনতে শুনতে অন্যরকম লাগছিল। অন্যরকম নেশা ধরানো
    Love from kolkata,,

    • @gopalbiswas3580
      @gopalbiswas3580 6 ปีที่แล้ว +1

      Vadama

    • @rakibhasan3970
      @rakibhasan3970 6 ปีที่แล้ว +1

      ধন্যবাদ

    • @mirrokonuddin
      @mirrokonuddin 6 ปีที่แล้ว +5

      হাবিবের অনেক গান প্রথম শুনেই মনে হবে খুবই বাজে কিন্তু কয়েকবার শুনার পরে বুঝা যায় তার কন্ঠের মধ্যে আধ্যাত্মিক কিছু আছে।

  • @sahabazrounak4976
    @sahabazrounak4976 5 ปีที่แล้ว +71

    Habib Wahid king of Bangladeshi Bengali songs ....Nobo jagoroner Pothikrit ....Love From India 🇮🇳

  • @faisalahmmed914
    @faisalahmmed914 6 ปีที่แล้ว +6

    যেমন বয়েজ তেমন গানের সুর তেমনি গানের কম্পোজসার,এটা শুধু একমাত্র হাবিব ভাই এর দ্বারা সম্ভব,যখনই গানটা শুনি তখনই মনটা অন্যরকম হয়ে যায়, ধন্যবাদ বস এরুম একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য

  • @Mehedi_Leon
    @Mehedi_Leon 5 ปีที่แล้ว +14

    The last part of the video was really heartbroken and it seems like an incomplete story of literature.
    You are the true legend habib bro. We love you from heart.

  • @kazifahmidasultana3773
    @kazifahmidasultana3773 ปีที่แล้ว

    গান টা মনের অজান্তেই গুন গুন করছিলাম কিন্তু পুরো গান মনে পড়ছিলো না, গুন গুন করতে করতে হঠাৎ ই মনে পড়ে গেলো। এই সুরের জাদুকর কি ভাবে তার সুর গুলো মনের মধ্যে গেথে দিলো কে জানে ❤ সুরের এই জাদুকর কে অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা সব সময় 💖💖

  • @sb4utry77
    @sb4utry77 6 ปีที่แล้ว +35

    A pure talent & gifted musician with the highest quality of music sence! Wish you all the best.

  • @obaidulhossain5601
    @obaidulhossain5601 5 ปีที่แล้ว +24

    বসের গান শুনলে নতুন করে আবার প্রেমে পড়ে যাই
    love you boss
    keep it up

  • @imranrony8528
    @imranrony8528 11 หลายเดือนก่อน +1

    এই গানটা যখন রিলীজ পায়, তখন এক টানা ৬/৭ বার শুনেছি। তারপর থেকে মাঝে মাঝেই এই গানটা আমার সঙ্গী

  • @ornilmixad1886
    @ornilmixad1886 6 ปีที่แล้ว +6

    হাবিব বস মানেই সেরা কিছু করা।
    A alwyes Love yours song......
    CarryOn Habib Wahid 💜

  • @ronychowdhury7096
    @ronychowdhury7096 6 ปีที่แล้ว +84

    বাংলাদেশের গানের উন্নতি শুরু হয়েছিল এই হাবিব এর হাত ধরেই তার পর থেকে দেখি প্রতিটা singer হাবিবকে follow করার try করেছে এবং সফলতাও পেয়েছে। But Habib always my favourite singer + Musician. ওর শোন এলবাম এর গান গুলো আমি এখনও শুনি। একটা ছোট Example দিচ্ছি হাবিব এর জাদুকরী সুরের telet দেখন : ওর একটা গান আছে title "দ্বিধা" এই গান টা আপনার যে কোন খুশীর মূহুর্তে শুনুন তার পরে বুঝতে পারবেন হাবিব কোন মানের সুরকার ও শিল্পী। ওর সব গানই শ্রোতাদের জীবনের ভিন্ন ভিন্ন অনুভূতি উপলব্ধি করার সুযোগ করে দেয়। Hello Dear Habib We look forward to your new song all the time.

    • @amithu38
      @amithu38 6 ปีที่แล้ว

      ♥️♥️♥️♥️♥️

    • @BongoBandSRevoLution
      @BongoBandSRevoLution 6 ปีที่แล้ว

      Do you know Marjuk Rasel? "Didha" is not only Habib's song. Marjuk Rasel wrote the song that's why it is amazing. Songs can be edited and done by computer that is brought to the industry of Bangla songs by Habib. The change of culture of Bangla songs has made its worst times. Start listening to the songs of James, Pothik Nobi, Hasssn.
      Love you Habib.

    • @momothaali714
      @momothaali714 6 ปีที่แล้ว

      Md. Atikul Haque brilliant comment , tikk bolcho 😊

    • @abdullahmamun5321
      @abdullahmamun5321 6 ปีที่แล้ว

      Legend boss habib

    • @uttammajumdher9990
      @uttammajumdher9990 6 ปีที่แล้ว

      Right bro

  • @sumonaansary4596
    @sumonaansary4596 4 ปีที่แล้ว +12

    Many many Love from Murshidabad (India). Love you Habib Wahid.

  • @shaf._
    @shaf._ 6 ปีที่แล้ว +43

    Thanks for coming to Hamilton, Ontario, Canada

  • @dirtybirds3622
    @dirtybirds3622 6 ปีที่แล้ว +18

    বস তো বসই😍
    আজকাল বস অভিনয়েও সেই পারফরমেন্স করতেছে😍
    রিয়েল লাইফেও😃😃

  • @HasanHasan-u3d1h
    @HasanHasan-u3d1h หลายเดือนก่อน +1

    Once again Legendary song by habit wahid!!

  • @swaponahmed163
    @swaponahmed163 6 ปีที่แล้ว +148

    habib s song be like
    1st time নাহ,,,তেমন ভালো হয় নাই,,,,
    2nd time উহ,,,কেমন একটা বিষয় আছে,,,
    3 rd time জোশ,,, গানটা আসলেই অসাধারন হইছে,,,
    4 th time n later:God! I am addicted to the song

  • @arfeenanwar7063
    @arfeenanwar7063 6 ปีที่แล้ว +9

    Dear Habib, in my opinion, you have been the best artist of Bangladesh. You sing this song as long as you live forever I am Arfeen Anwar at your best wishes.

  • @MdPolash-pi7nn
    @MdPolash-pi7nn 3 หลายเดือนก่อน

    সত্যি অসাধারণ গান মন ছুয়ে গেলো, এই রকম গান যতদিন এই পৃথিবীতে থাকবে, ততই দিন প্রেমের অনুভূতি বাড়তে থাকবে,, আই লাভ বস হাবিব ওয়াহিদ,, আমি মালয়েশিয়া থেকে কমেন্ট টা করলাম 🇧🇩✈️🇲🇾

  • @AshikDramazone
    @AshikDramazone 6 ปีที่แล้ว +31

    গানটা যেন আবারও বুকের ভিতর চিমটি কেটে যায়...
    হাবিব মানেই ভালোবাসার সুর আর কোটি ভক্তের হ্রদয়কে ছুয়ে দেওয়া পরশ...

  • @13onra
    @13onra 6 ปีที่แล้ว +39

    it reminds me how difficult life is outside of own country! 😢
    thanks for the beautiful concept and gorgeous melody.

  • @ronyhasan8885
    @ronyhasan8885 4 ปีที่แล้ว

    অনেক অনেক বছর পর হাবিবের কোন গান এত ভালো লাগলো। বুকে গেঁথে গেলো। সুফিয়ানকে ধন্যবাদ এমন চমত্তকার লিরিক্সের জন্য।

  • @SuBYde
    @SuBYde 6 ปีที่แล้ว +118

    Next level of Bangla music
    Thank you Habib Bhai .
    Love from India

  • @reftmehedi6921
    @reftmehedi6921 2 ปีที่แล้ว +1

    এই গানগুলোর সাথে আর প্রিয় মানুষটার সাথে একই সময় পরিচয় ক্লাস নাইন।
    জানি না সে এখন কোথায় আছে কেমন আছে? শুধুমাএ তার স্মৃতি অনুভব করার জন্য প্রতিদিন একাধিক বার গানটা শুনি আর তার কথা মনে করি।
    না জানি কেমন হত সেই দিনটা যে দিনটা একসাথে কাটাতে পারতাম?
    কিন্তু তা আর হবার নয়।
    সে আজ অনেক বেশি দূরে।

  • @ToDoParVez
    @ToDoParVez 6 ปีที่แล้ว +16

    কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না

  • @polashkumar1073
    @polashkumar1073 6 ปีที่แล้ว +10

    নতুন কিছু মানেই হাবিব ওহ দারুণ। আমার ভলো লেগেছে।

  • @shidulislammamun9415
    @shidulislammamun9415 3 ปีที่แล้ว +1

    ১.১০.২০২১ কমেন্ট টা করে গেলাম.কারন হাবিব ওয়াহিদ এর গান গুলো খুব ভালো লাগে এবং ২০৫০ সালের জেনারেশন রা দেখবে অতীতের গান গুলো কতটা রিদয় চুয়ে যেতো

  • @crazyboy-dq7th
    @crazyboy-dq7th 6 ปีที่แล้ว +13

    গানের ভক্ত তো অনেক আগে থেকেই... বাট ভিডিওটা এক কথায় অসাধারন !!!!!

  • @onlybyshamim1302
    @onlybyshamim1302 6 ปีที่แล้ว +201

    যদি ইউটিউবে গান দেখার হিসাব থাকত তাহলে মনে হয় আমি সবার উপরে যেতাম আজ তিন দিনে মনে হয়ে গানটা আমি অনেকবার শুনেছি 300সবার মনে হয় সোনা হয়েছে তো অনেক ভালো লাগছে আমার কাছে গানটা এবং হাবিব ওয়াহিদ অসাধারণ এবং অসাধারন মিউজিক ভিডিও সব মিলিয়ে আমি বলতে পারি বর্তমান সময়ের একটা সেরা গান এবং এমনভাবে গানটিতে একটি ভালোবাসার কাহিনী ফোটানো হয়েছে চারটি রোমান্টিক কাহিনীর মত এই যাকে সবাই ধরতে পারে না কিন্তু যারা সেই ফিলিংসটা অনুভব করতে পারে তারাই শুধুমাত্র বুঝতে পারে এই ভালবাসার কাহিনী যা ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ সেই বাঙালি গাল কে নি ও খুব সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ডাইরেক্ট আর ক্যামেরা ম্যানকে এবং হাবিব সব মিলিয়ে চাই ইউটিউব কারণ ইউটিউব না থাকলে গান রিলিজ হওয়ার সাথে সাথে আমি গান টা পেতাম না তবে আমাকে চ অনেক ভালো লাগলো অনেক অনেক জানি বলে বুঝাতে পারব না ভালোবাসা অনন্ত কাল সবার জন্য এবং আমার বস গুরু হাবিব ওয়াহিদ এর জন্য রোজ

    • @shuhagranaabp8552
      @shuhagranaabp8552 6 ปีที่แล้ว +2

      only by Shamim না ভাই আমি সবার উপরে, মনে হয়,,,,,,আমি আপনার থেকে বেশি শুনেছি

    • @mahiraarko9476
      @mahiraarko9476 6 ปีที่แล้ว +2

      same here boro

    • @sahadathkhan9105
      @sahadathkhan9105 6 ปีที่แล้ว +2

      আমি ও আপনার মতো???

    • @mdtoffe9037
      @mdtoffe9037 6 ปีที่แล้ว +2

      আমি, হিসেবে কম না

    • @KindaMinda
      @KindaMinda 6 ปีที่แล้ว +4

      এই ফালতু গান শুনার জন্য পাগল?

  • @LitonJhon-cc2qi
    @LitonJhon-cc2qi ปีที่แล้ว

    হাবিব একজন গ্রেট মিউজিসিয়ান তার প্রত্যকটি গানে মনের আকুলতা প্রকাস ও হৃদয়ের স্নায়ুর শীতলতার অনুভব পাওয়া যায়, ধন্যবাদ হাবিব তুমি বাংলা গানকে আরও উপরে নিয়ে যাও

  • @fahadmobarak4686
    @fahadmobarak4686 6 ปีที่แล้ว +17

    Story ta valo lagce... Akta student bahire porte gele koto kosto kore job kore pora likha korte hoy.... Tar por o Kaj er moddho tather kono mullo thake na..... Wow love Habib wahid vaiya.... Nice story

  • @richardfernandez4845
    @richardfernandez4845 6 ปีที่แล้ว +78

    I am one of your big fan man, all the way from India... 💓💓💓💓

  • @mdtahsanuddin2120
    @mdtahsanuddin2120 ปีที่แล้ว

    হাবিব ওয়াহিদ মানেই
    সুরের রাজ্যে
    সুরের টানের মায়ায় ভালবাসায় হারিয়ে যাওয়া।
    অসাধারন গানের কলি
    আর গ্রাফি।
    বেচে থাক গুরু
    বেচে থাক।

  • @monirhossen7204
    @monirhossen7204 6 ปีที่แล้ว +17

    Boss 1st time song ta na peye onk rag lagchilo..oboseshe pelam & dorjer fol j misthi tar proved pelam....👌👌👌💗

  • @ziaurrahman1888
    @ziaurrahman1888 6 ปีที่แล้ว +5

    কলেজ লাইফের সেই পছন্দের গায়ক তুমি হাবিব ভাই। আজও ঠিক তেমন ই আছো। আজীবন যেনো এভাবে থাকো দুয়া রইলো

  • @VickySharma-kp2gb
    @VickySharma-kp2gb 3 ปีที่แล้ว +2

    When I am alone in Singapore 🇸🇬 with a bottle of Beer in hand sitting on the road side divider at night a beautiful place named Lake Place I feel beautiful moments thanks Habib Vai everytime

  • @zahidhasan7972
    @zahidhasan7972 6 ปีที่แล้ว +13

    ওরে এত্তো অস্থির কেন, জোস হয়েছে ব্রো 😍😍😍😍

  • @eshuuuuuu866
    @eshuuuuuu866 3 ปีที่แล้ว +6

    এই সব গান গুলো হয়তো টিক টক ট্রেন্ডিং এ থাকে না কিন্তু মানুষের হৃদয়ে থাকে ❤️

  • @soikatplays1926
    @soikatplays1926 4 หลายเดือนก่อน

    তুমি চলে না গেলে হয়তো এই সুন্দর গানটি শুনা হতো না.! ধন্যবাদ তোমাকে আমাকে একলা করে দিয়ে চলে যাওয়ার জন্য ভালো থেকো তুমি প্রিয়❤

  • @BidyutBiswas
    @BidyutBiswas 6 ปีที่แล้ว +8

    গানটি আমার অসম্ভব ভালো লেগেছে, ভিডিও টিও অসাধারণ 😍😍

  • @mdiqbalhossain2936
    @mdiqbalhossain2936 6 ปีที่แล้ว +12

    wow "Excellent" Habib type of song ...love it from Dubai ...

  • @Aman-lf4pr
    @Aman-lf4pr 5 หลายเดือนก่อน +1

    কি জানি কেমন করে বাঁধা পরে গেছি পুরোটাই🥺🥺
    হুট করে একটা স্টুডেন্টের প্রেমে পরে যায়। যদিও সম্ভব নয় কখনো তাকে পাওয়া🥺

  • @murdhonno_koi
    @murdhonno_koi 4 ปีที่แล้ว +9

    -2 years later, If you're still watching this you're a legend.

  • @nayonsaddam7577
    @nayonsaddam7577 2 ปีที่แล้ว

    আজকে আমি ৪ বছর পর গান টা তে কমেন্ট করলাম কারন আমি এই ৪ বছর ধরে টা শুনেই যাচ্ছি আর এখনো গানের রেশ টা কাটেনি! হাবিব ভাই আপনি সত্যি একজন ম্যাজিশিয়ান! আই লাভ ইউ ভাই ❤️❤️❤️❤️❤️

  • @habibur909
    @habibur909 5 ปีที่แล้ว +12

    Habib is so much different from other international singer's and he is a soft magical musician but now he need international platform for show it !

  • @BangladeshNewsTube
    @BangladeshNewsTube 6 ปีที่แล้ว +93

    বাংলাদেশের গানের উন্নতি শুরু

    • @MASTER-sj6zy
      @MASTER-sj6zy 3 ปีที่แล้ว +1

      Age thekeo unnoto

    • @MdMasud-mj5lo
      @MdMasud-mj5lo 3 ปีที่แล้ว +4

      সব না, শুধু হাবিব

    • @sakinahmedsaku4252
      @sakinahmedsaku4252 3 ปีที่แล้ว

      @@MdMasud-mj5lo q

    • @suleimankhan2947
      @suleimankhan2947 2 ปีที่แล้ว

      bangladesher gan apnar amar jonmer age thekei unnoto

  • @mdnurulafcer8701
    @mdnurulafcer8701 2 ปีที่แล้ว +1

    হাবিব ভাইয়ের গান,,,,মানে,,ব্যাস্তার শহর ছেড়ে কিছু সময়ের জন্য কল্পনার জগতে হাঁরিয়ে যাওয়া,,,,,

  • @bdentertainmenteducation8701
    @bdentertainmenteducation8701 6 ปีที่แล้ว +15

    হাবিব মানেই একটু ভিন্ন স্বাধ। প্রতিটি গানের মাঝেই যেন ভিন্ন ভিন্ন স্বাধ পাই।
    বেচে থাকুক হাবিব এবং হাবিবে মধুমাখা গান।

  • @srvlogs760
    @srvlogs760 11 หลายเดือนก่อน +35

    আমি এই গানটা 2024 সালে শুনছি

    • @hrsajal3137
      @hrsajal3137 3 หลายเดือนก่อน +2

      Ami o onkk kichu korieay a achy Amr life Ar sathy😢❤

    • @mehzabeenhayat3828
      @mehzabeenhayat3828 3 หลายเดือนก่อน +1

      🙌🏻

    • @najimcc6304
      @najimcc6304 3 หลายเดือนก่อน

      Ami o aci❤

    • @MDDalim-eq9pm
      @MDDalim-eq9pm หลายเดือนก่อน

      আর কিছু দিন পর ২০২৫ সাল হবে ভাই। FF

  • @mdshahalam213
    @mdshahalam213 6 หลายเดือนก่อน

    এই গানটা হাজার পুরনো হয়ে গেলেও পরের প্রজন্মের কাছেও ভালো লাগবে.... আর পরের প্রজন্মের জন্য লিখে গেলাম..... জাস্ট অস্থির গান,🥰

  • @iMsakilhasan
    @iMsakilhasan 6 ปีที่แล้ว +14

    হাবিব ভাই আমরা বিক্রমপুরের জনগোষ্ঠী আপনাকে নিয়ে গর্বিত ❤

  • @BidyutBiswas
    @BidyutBiswas 5 ปีที่แล้ว +25

    অসাধারণ গান ...আমার ভলো লেগেছে।❤️❤️❤️

  • @MituRahman-ou9ni
    @MituRahman-ou9ni 2 หลายเดือนก่อน +2

    কি জাদু বস এর গলায় ❤

  • @md.mehedihasan9283
    @md.mehedihasan9283 6 ปีที่แล้ว +15

    আহ! কি মাদকতাপূর্ণ কন্ঠ 💜

  • @amithu38
    @amithu38 6 ปีที่แล้ว +10

    Congratulations @ Legend Habib wahid bhia for 1 Millions loves♥️♥️♥️♥️
    May Allah bless you Habib Bhi.
    Love from London...
    Mithu 😎😎

  • @munnavau5429
    @munnavau5429 ปีที่แล้ว +1

    তুলনা হয় না মন ভরে যায় সুর শুনলে,হাবিব বস এর, আমি ইউটিউব এ আসলে একটা হলেও বস এর গান শুনি,, 🥀🥀💗💗Love you boss

  • @গোধূলীলগন
    @গোধূলীলগন 6 ปีที่แล้ว +5

    অভিনয় গান মিউজিক সব মিলিয়ে সেইরকম হইছে...
    ভালবাসা তোমার জন্য ভাইয়া।।।।

  • @samimansary4700
    @samimansary4700 6 ปีที่แล้ว +20

    অপেক্ষায়য় থাকি হাবিব অয়াহিদ এর নতুন কিছুর আশায়

  • @sajibcreations7695
    @sajibcreations7695 5 ปีที่แล้ว +1

    হাবিব ওয়াহিদ মানেই দারুণ ভিডিও দারুণ মিউজিক দারুণ ডিরেকশন ওয়াও

  • @duvvurameshkumarreddy2652
    @duvvurameshkumarreddy2652 4 ปีที่แล้ว +22

    This Song is Iconic Music & Lyrics. This Song Take Different Level Guy's While Listening This Song With Earphones.

  • @priokothon
    @priokothon 6 ปีที่แล้ว +5

    osomvob vlo lagse habib vai......apnar fan oi choto bela theke ekhon porjonto ar ajibon achi.....love u boss💕💕💕💕

  • @shaheduzzaman44
    @shaheduzzaman44 8 หลายเดือนก่อน

    এক কথায় অসাধারণ,হাবিব এরগান নিয়ে নতুন করে বলার কিছু নেই, ভালোবাসা অবিরাম ❤️

  • @juwelahmed1881
    @juwelahmed1881 6 ปีที่แล้ว +7

    music,lyric,videos just awesome...boss habib wahid is great!!!

  • @KUAANA2012
    @KUAANA2012 6 ปีที่แล้ว +10

    Very nice and romantic...I felt the same way when I came to Canada in 2004. It was nice to meet you in Toronto early this year. I always listen to your music in car as your songs speak to heart and your composition is best among Bd singers. Will be happy welcome you to Canada again! Good choice of shooting spot.Hamilton is really very romantic and nice city. My first and most favorite visit was there at Hamilton botanical garden with lot of flowers in spring and I visit there when I get chance. I will visit the library in Hamilton, Ontario next time.

    • @mixxhridoy9743
      @mixxhridoy9743 2 ปีที่แล้ว

      Thank you so much for your comment

  • @mdhannan6261
    @mdhannan6261 9 หลายเดือนก่อน +2

    এই গানটা কখনো আমার কাছে পুরাতন হবেনা গানটা সুনলেই অন্য শহরের আমার প্রিয় মানুষটার কথা মনে পরে যায় 🥹💔

  • @raihanshek6237
    @raihanshek6237 6 ปีที่แล้ว +7

    Love you Habib Vaya ... I am your small fan. .. but respect for you too much.. go ahead.. fantastic song

  • @MK-eb4zr
    @MK-eb4zr 6 ปีที่แล้ว +28

    মনেরি অতল ছুয়ে ছুয়ে।। তুমি কি নেবে আমায় ধুয়ে,,,,,,,,????৷
    BOSS তুমি আসলেই ইউনিক 💖💕💓

  • @mycookingroom5824
    @mycookingroom5824 4 ปีที่แล้ว

    Ufff just... Wow....nice song.... Love u.. Habib....vi...... 👌👌👌👌👌

  • @ismailhassan8355
    @ismailhassan8355 6 ปีที่แล้ว +8

    গুনির কদর কেউ বুঝেনা,অাসলে একজন হাবিব এক বছরে অাসেনা,যুগে যুগে অাসে!

    • @mhchanchal6801
      @mhchanchal6801 6 ปีที่แล้ว

      sottikarer lukera thik e bujhe, jader ruchi valo

  • @md.mehedihasan9283
    @md.mehedihasan9283 6 ปีที่แล้ว +18

    অসাধারণ। কন্ঠে কি যে মাদকতা আহা 💜 সুর বরাবরের মতোই সেরা। বাংলাদেশের অতুলনীয় সুরকার ও সংগীত সাধক। ভালোবাসা। সিনেমায় আপনার গান দেখতে চাই। সিনেমায় গান না থাকলে আলোচনা কমে যায় তাই উপস্থাপকরা বিভিন্ন কথা বলার সুযোগ্য পায় যা অবান্তর ও বেমানান। বাংলাদেশের আনাচেকানাচে আপনার ভক্তরা সিনেমায় আপনার গান চায়। এমনকি কলকাতায়ও আপনার ভক্ত রয়েছে। তারাও সিনেমায় গান চায়।

  • @lifestyleazadkhan6506
    @lifestyleazadkhan6506 4 ปีที่แล้ว +1

    Just............wow. kicu bolar nai i love Habib

  • @wellwisher9852
    @wellwisher9852 6 ปีที่แล้ว +8

    আমি প্রতিদিন ঘুমের আগে গানটি শুনি
    মনে হয় 1k বার শুনা হয়ে গেছে ❤❤❤

  • @ahmedbarki3141
    @ahmedbarki3141 6 ปีที่แล้ว +64

    বাংলাদেশের সেরা জনপ্রিয় কন্ঠ শিল্পী হাবিব ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইবার এত কম কেন
    আসুন সবাই মিলে সাবস্ক্রাইব করে তাকে মিলিওন সাবস্ক্রাইবে পৌঁছে দি।

    • @s.kmusichouse196
      @s.kmusichouse196 6 ปีที่แล้ว +1

      th-cam.com/video/MnlGVZ9_isw/w-d-xo.html

    • @RidoyKhan-ss5jn
      @RidoyKhan-ss5jn 5 ปีที่แล้ว

      Hi

    • @arnobwahid666
      @arnobwahid666 4 ปีที่แล้ว

      thik bolechen vai.habib wahider moto singer er subscriber beshi howa uchit

  • @Saifigamer222
    @Saifigamer222 หลายเดือนก่อน +1

    2009 সাল থেকে ই তাকে চিনি |আমার সব প্রিয় গান তার কন্ঠে সব গান |😊😊

  • @mahbubalam8630
    @mahbubalam8630 6 ปีที่แล้ว +43

    বিদেশে আছি যখন ডিউটি শেষ করে বাসায় আসি আর যখন একটু খারাপ লাগে তখন গানটি শুনি। আসলে গানটার শুনার পর মনটা ভাল হয়ে যায়।গানটার মিউজিক আর পিকচার গুলো দেখার মত।

    • @shoagvp2152
      @shoagvp2152 5 ปีที่แล้ว

      Same amio,,, kota ber R sonbo,,, tobu valo lage,,,

  • @BangladeshNewsTube
    @BangladeshNewsTube 6 ปีที่แล้ว +50

    বস গান তোমার অনেক সুন্দর হইছে i love u boss

  • @SharafatSharafat-h4s
    @SharafatSharafat-h4s 3 วันที่ผ่านมา

    ও নারগান আগেও শুনতাম এখনো শুনি ভবিষ্যতও শুনবো এই গানগুলি কখনো পুরানো হবে না ❤

  • @tanvirmahmud3436
    @tanvirmahmud3436 6 ปีที่แล้ว +6

    kivabe shomvob habib vai..aktar por akta surprise 😍😍

  • @emranrashid7017
    @emranrashid7017 2 ปีที่แล้ว +5

    হাবিব ভাই মানেই গানের অন্য জগতে পৌঁছে যাওয়া ❤️❤️❤️❤️❤️❤️

    • @skkadir6201
      @skkadir6201 ปีที่แล้ว

      হাবিব ভাই মানেই গানের অন্য জগতে