একটু দেরী হলো ভিডিওটা দিতে, আসলে এখন দার্জিলিং এ ছুটি কাটাচ্ছি ছেলে কে নিয়ে, সাথে আছে পৃথ্বী, পৃথ্বীর মা, আমার শ্বাশুড়ি মা আর ছেলের বন্ধু, আড্ডা, গান, গল্পে দারুন কাটছে সময় আমার সবচেয়ে প্রিয় জায়গা দার্জিলিং এ, তাই ভিডিও এডিট করতে পারছিলাম না। আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী। এর পরের পর্ব আসবে বৃহস্পতিবার রাত আটটায়।
অসাধারণ! বাংলায় এমন কন্টেন্ট পরিবেশন করার মতো দক্ষ ভ্লগার খুব কম। আপনাদের দৌলতে সেই অভাব আজ পূরণ হচ্ছে। ভবিষ্যতে দুনিয়ার আরো অনেক দেশভ্রমণের কাহিনী আপনাদের ভ্লগে দেখার ইচ্ছে রইলো।
অপূর্ব অপূর্ব অপূর্ব বললেও কম বলা হবে। কি দারুন দারুন জায়গা দেখাচ্ছে গো শিবাজী, একদম মন্ত্রমুগ্ধের মতো দেখছি। ইতিহাস এর পাতা থেকে জীবন্ত উঠে আসা চরিত্র দের দর্শন পেয়ে বাকরহিত হয়ে গেছি। সত্যি ই শিবাজী তুমি বাঙালি পরিব্রাজক হিসেবে অনন্য। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের দুই বন্ধু কে। 💕💕💕💕💕💕💕
এক কথায় অসাধারণ। জটায়ু লিখেছেন সাহারায় শিহরণ। আপনি দেখালেন সাহারায় সূর্য্যোদয়। তবে এখন দেখা হলে মরুভুমির মরিচিকা কিন্তু লিখে ফেলতেন নির্ঘাত। রেমেসিস এর পৃত্থীজিতিও সংস্করণ ও চমৎকার। পুরোটাই এনজয় করলাম। আগামী র প্রতিক্ষায়। ভালো থাকবেন, শৈলশহর কি আরাম দিচ্ছে......?
অসাধারণ, অপূর্ব❗❗❗ ভিডিও টা দেখতে দেখতে নীল নদের মাঝে, সাহারা মরুভূমির মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। মন্দিরের স্থাপত্য শৈলী ও অসাধারণ। খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন🙏🙏
মরুভূমির বুকে সূর্যদয় এর দৃশ্য এক কথায় অসাধারণ। প্রত্যেকটি মন্দিরের স্থাপত্য - ভাষ্কর্য দেখার মত। মরীচিকার দৃশ্যটা পরিষ্কার করে দেখতে পেলে ভালো হত। আর অবশ্যই পৃথ্বিজিতদার বক্তব্যের (রামের আশীষ) সাথে সহমত। ভালো থাকবেন দাদারা ❤️🙏
অপূর্ব video Shibaji...... বুঝতেও পারলাম না যে সময় কিভাবে কেটে গেলো, যেন এক অপার্থিব জগতে হারিয়ে গেছিলাম..... Thanks to both of u শিবাজীদা এবং পৃত্বিজিৎদা, ভালো থাকবেন আপনারা সবাই।
অসাধারণ!! এইসব ছবি তেই বা পাঠ্যপুস্তকে ই সীমাবদ্ধ ছিল। মুগ্ধ হয়ে দেখেছি আপনার এই ভিডিও। চিন্তা করলেই শিহরণ জাগে কত বছরের সভ্যতা। কত উন্নত ছিল।সুর্যদয় এককথায় অসাধারণ। ভালো থাকবেন।
সাহারা মরুভূমির সূর্যোদয়,মরিচিকা দুটোই বেশ নতুনত্ব,,,,,সব থেকে ভালো লাগে দুজনের ,,,খাসা,,, শব্দ টি, আপনাদের ব্লগ এ খাসা শব্দ টি অলঙ্কারের মতো। সুন্দর করে তোলে,, অনেক অনেক শুভকামনা রইলো আপনাদের।
খুবই ভাল লাগল ভিডিওটা দেখে।প্রাচীন মিশরীয়দের ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের জ্ঞান দেখে বেশ ভাল লাগল।সাহারা মরুভূমির উপর সূযো'দয় দেখা চমৎকার অভিজ্ঞতা।ওখানে দেখছি কলকাতার মতই গরম ছিল।ক্রুজগুলিও খুব চমৎকার।এককথায় দারুন অভিজ্ঞতা যদিও খুব ব্যয় সাপেক্ষ ভ্রমন।
The best episode so far for Egypt. Sunrise in Sahara and AbuSimbel is marvelously captured. You have made a lifetime achievement. Feeling happy to see all these places
Life time achievement hobe jokhon London to Italy jedin 17 days tour ta complete korben. Best of luck. Agrim suvechha sudhu noi agraha vore takiye roilam.❤❤🙏🙏
সাহারা মরুভূমির সূর্যদয়ের photography টা ফাটাফাটি হয়েছে, total editing টা খুব ভালো হয়েছে এবং তার সাথে music টাও খুব সামঞ্জস্যপূর্ণ হয়েছে। পুরো presentation টা একদম জমে ক্ষীর। ভালো থাকবেন, দাদা
আপনার এই ভ্রমণ পর্ব যেন আরব্য উপন্যাসের অঙশ বিশেষ।পরতে পরতে ইতিহাসের মূল্যবান স্থাপত্য নিদর্শন।কখনো কুমিরের মমী,কখনো অনবদ্য একস্থান থেকে অন্য স্থানে স্থাপন করা মন্দির।চলমান ইতিহাস আপনার ক্যামেরায় ভর করে চলেছে। মরুভূমির বুকে সূর্যোদয়,ম্যান্ডোলিনের সুর যেন কোথাও স্মরণ করায় সোনারকেল্লাকে।আর সূর্যাস্ত প্রাচীন শিল্প স্থাপত্যে খাঁজে পড়ে রোমাঞ্চকর রূপের সৃষ্টি করেছে।এক কথায় অসাধারণ,🙏🙏
প্রিয় শিবাজীদা, মিশর ভিডিওগুলো দারুণ উপভোগ করছি । অনেক মানুষই আপনার কাজের প্রশংসা করছেন । তবে কিছু হিংসুটে লোক আছে যারা আপনার সাফল্য দেখে বিরূপ মন্তব্য করছে, যেমন - ১. বন্দে ভারতের খাবার বাজে বললেন কোন সাহসে ? ২. বিদেশে গিয়ে কেন হাত দিয়ে খাচ্ছেন ? ৩. মুসলিম দেশে গিয়ে মন্দির দেখছেন কেন বা ওগুলো মন্দির নামে বলছেনই বা কেন? ৪. এরচেয়ে ভারতের মন্দির অনেক সুন্দর দেখতে, মিশর গিয়ে ফালতু টাকা নষ্ট ! - আপনি এসব কথায় কান দেবেন না । আপনি যা করছেন ঠিক করছেন । আমরা আপনার ভিডিওর প্রশংসা করছি । আরো এগিয়ে যান ।
এটি একটি অসামান্য ভ্রমণ-চিত্র। আবু সিম্বাল মন্দিরের এককথায় অপূর্ব। আপনার সুন্দর ভাষ্য সহকারে এই মন্দিরের চলমান-চিত্র চাক্ষুষ করার অভিজ্ঞতা অসাধারণ। প্রখ্যাত শিল্পী পরিতোষ সেনের লেখা "আবু সিম্বাল, পিকাসো ও অন্যান্য" বইতে এই মন্দির ও আরও কিছুর স্থাপত্যের অপরূপ বর্ণনা পড়ে মুগ্ধ হয়েছিলাম। এবার Explorer Shibaji-র কল্যাণে তা প্রথম দেখলাম প্রাণভরে। অনেক অভিনন্দন আপনাদের। নীলনদের ওপর ভেসে চলা বিলাশবহুল ক্রুজ থেকে দেখা সারা নদীজুড়ে ভেসে থাকা পালতোলা নৌকাগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো। এই মনোহর দৃশ্যের কোনও তুলনা হয়না। আপনাদের অসাধারণ ভিডিও প্রদর্শন বাস্তব আর ছবিকে একাকার করে দিয়েছে। ভালো থাকুন শিবাজী-পৃথ্বিজিত। Explorer Shibaji-র জয় হোক।
I saw a great episode. Sunrise was the best. I have seen the sunrise from both the sea and the mountains, but I could not imagine that such a beautiful sunrise can be seen from the desert. In a word, awesome. Two temples videos are very impressive. In the end, I would like to say one thing that out of all the trips you have visited, this trip to Egypt is your best trip so far. Keep rolling like this and we'll keep watching. Take care both of you always. Wait for next episode. Thanks. ❤
কূজ টা দেখে মনে হচ্ছে যেন ফাইভ স্টার হোটেল। যেগুলো এতদিন ইতিহাস পড়েছি আজ explore sebaji দার ভিডিও দেখলাম। কোন দিন এই ভাবে ভাবিনি যে ভিডিও এরকমভাবে দেখব। সত্যি অসাধারণ ভিডিও দেখলাম অসাধারণ লেগেছে ধন্যবাদ দাদা।
Along with amazing videos, we get Historic knowledge which is out of the world. Long live sir. I am overwhelmed being the part of Shibaji and Prithijeet clan. Lots of love and respect for Explorer Shibaji. Bonni Basak from Durganagar
আজকের পর্ব শুরু হলো কিন্তু নিমেষের মধ্যে যেনো শেষ হয়ে গেল, দেখতে দেখতে কখন যেনো 30 মিনিট র পর্ব সেকেন্ড র মধ্যে সমাপ্ত হলো. বেশি সময়ের পর্ব চাই আরো🎥🎥🎥🎥
অসাধারণ মরুভূমির বুকে সূর্যদয় ,,,,,,দারুণ লাগলো ।আর পৃথ্বিজিত বাবুর কথায়" রামের আষীস "কথাটা ভুল কিছু না ,,ইতিহাস ঘাঁটলে অনেক তথ্য হয়ত পাওয়া যেতে পারে ।
উফঃ কি সুন্দর জায়গা যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে🥰ছোট বেলায় ইতিহাস বইয়ে দেওয়া ছবি গুলো ভেসে আসছে মাথায় বার বার । আর আপনারা যেভাবে প্রত্যেক টা জিনিসের বর্ণনা করেছেন সত্যি অসাধারণ। আপনার দুজনের মুখের হাসি ভিডিও টা কে আরো সুন্দর করে তুলছে, ভগবানের কাছে প্রার্থনা করি এই হাসি টা যেন সারা জীবন আপনাদের মুখে এই ভাবে লেগে থাকে।পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন দাদা আপনারা দুজন।❤️❤️❤️
And River Nile, Oh my my !!! That's majestic. Words will fall short. Have always read about it in books. Though a video but saw a live video of Nile for the first time.
একটু দেরী হলো ভিডিওটা দিতে, আসলে এখন দার্জিলিং এ ছুটি কাটাচ্ছি ছেলে কে নিয়ে, সাথে আছে পৃথ্বী, পৃথ্বীর মা, আমার শ্বাশুড়ি মা আর ছেলের বন্ধু, আড্ডা, গান, গল্পে দারুন কাটছে সময় আমার সবচেয়ে প্রিয় জায়গা দার্জিলিং এ, তাই ভিডিও এডিট করতে পারছিলাম না। আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী। এর পরের পর্ব আসবে বৃহস্পতিবার রাত আটটায়।
❤❤❤❤❤
কোনো অসুবিধা নেই স্যার❤❤
No sorry ei Darjeeling video upload korben shivaji sir
Darun video hoyeche tomar voice e ❤❤ mone hocche pase bose ekta golpo sunchi. Aj kunal dar video o dekhlam darun laglo onek kichu janlam.❤❤❤❤👌👌👌
Sry bolben na ami buhjte parchi family k niye time deowa uchit Deri hole hok
খুলনার গামছার ব্যবহার দেখে দারুন ভালো লাগছে। আমি খুলনার ছেলে। অষ্ট্রেলিয়াতে আমিও খুলনার গামছা নিয়মিত ব্যবহার করি।
অসাধারণ! বাংলায় এমন কন্টেন্ট পরিবেশন করার মতো দক্ষ ভ্লগার খুব কম। আপনাদের দৌলতে সেই অভাব আজ পূরণ হচ্ছে। ভবিষ্যতে দুনিয়ার আরো অনেক দেশভ্রমণের কাহিনী আপনাদের ভ্লগে দেখার ইচ্ছে রইলো।
Apnar prati vedio amar khub valo lagche
দারুন লাগলো। ক্রুজ এ চড়ে মানস ভ্রমণ করে এলাম। অসাধরন ❤❤
Darun lagche apnar videos khub sundor jaiga khub enjoy korchi 😊❤
অপূর্ব অপূর্ব অপূর্ব বললেও কম বলা হবে। কি দারুন দারুন জায়গা দেখাচ্ছে গো শিবাজী, একদম মন্ত্রমুগ্ধের মতো দেখছি। ইতিহাস এর পাতা থেকে জীবন্ত উঠে আসা চরিত্র দের দর্শন পেয়ে বাকরহিত হয়ে গেছি। সত্যি ই শিবাজী তুমি বাঙালি পরিব্রাজক হিসেবে অনন্য। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের দুই বন্ধু কে। 💕💕💕💕💕💕💕
Apurbo laglo barnana❤❤❤
ওটা দারুন ছিল রাম + আশীষ = Ramesis ❤
এটা বানানো 😂
Apnar sob theke jeta আকর্ষনীয় seta holo apni jevabe বর্ণনা koren.. অসাধারণ।। 😊😊
অসাধারণ লাগছে। ছোটবেলা থেকেই খুব ইচ্ছে আছে মিশরে যাওয়ার। মনে হচ্ছে যেন মানস ভ্রমণের মাধ্যমে স্বপ্নপূরণ হয়ে যাচ্ছে।🙂🙂
Khub sundor kore
চাঁদের পাহাড় এর শঙ্কর এর কথা খুব মনে পড়ছে❤️🙏
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের
আপনাদের আরো ভালো সিরিজ ভবিষ্যতে পাবো আশাকরি কিন্তু... কিন্তু, এই রকম শিহরণ জাগানো সিরিজ আজীবন মনে থেকে যাবে, অজস্র ধন্যবাদ আপনাদের।
ইজিপ্টের ধারাবাহিকগুলো খুব ভাল লাগছে। সঙ্গে ঐতিহাসিক বিবরণ ইজিপ্টের ইতিহাসকে জীবন্ত প্রাণবন্ত করে তুলেছে।
মরুভূমির মাঝে সূর্যোদয় দারুন।মন্দিরের গায়ে আঁকা ছবি ও মূর্তি অসাধারণ।👌👌
আপনার জন্যে অপেক্ষা করে থাকতে ভালো লাগে
আহ্ কি শান্তি, এই না হলে রবিবাসরীয় সন্ধ্যা। অপেক্ষার অবসান।। ধন্যবাদ শিবাজীদা ❤❤❤🎉🎉
অনেক কিছু জানা যায়
এক কথায় অসাধারণ।
জটায়ু লিখেছেন সাহারায় শিহরণ।
আপনি দেখালেন সাহারায় সূর্য্যোদয়।
তবে এখন দেখা হলে মরুভুমির মরিচিকা কিন্তু লিখে ফেলতেন নির্ঘাত।
রেমেসিস এর পৃত্থীজিতিও সংস্করণ ও চমৎকার।
পুরোটাই এনজয় করলাম।
আগামী র প্রতিক্ষায়।
ভালো থাকবেন,
শৈলশহর কি আরাম দিচ্ছে......?
Ram er Asis = Ramesis... Prithwijit da....tussi great ho..tofu kabul karo!
TH-cam এ এতো vlogger আছে.. কিন্তু শিবাজি দার মতন এত সুন্দর informative vlog আর কেউ বানাতে পারে না.. Love you dada❤️❤️
আমার বাংলাদেশের গামছা নিয়ে আপনি বিশ্ব ভ্রমণ করছেন দাদা ? আপনাকে আমার অন্তর থেকে কৃতজ্ঞ ।
দাদা ভাই তোমাদের দুই বন্ধু ভিডিও আমার খুবই ভালো লাগলো আমি এখন দিল্লী থেকে দেখছি জয় বাংলা জয় ভারতের মা 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
অসাধারণ, অপূর্ব❗❗❗
ভিডিও টা দেখতে দেখতে নীল নদের মাঝে, সাহারা মরুভূমির মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। মন্দিরের স্থাপত্য শৈলী ও অসাধারণ। খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন🙏🙏
মরুভূমির বুকে সূর্যদয় এর দৃশ্য এক কথায় অসাধারণ। প্রত্যেকটি মন্দিরের স্থাপত্য - ভাষ্কর্য দেখার মত। মরীচিকার দৃশ্যটা পরিষ্কার করে দেখতে পেলে ভালো হত। আর অবশ্যই পৃথ্বিজিতদার বক্তব্যের (রামের আশীষ) সাথে সহমত। ভালো থাকবেন দাদারা ❤️🙏
আপনার ভাষাতেই বলি awasome।।। সত্যি আপনারা অসাধারণ।।
অপূর্ব video Shibaji...... বুঝতেও পারলাম না যে সময় কিভাবে কেটে গেলো, যেন এক অপার্থিব জগতে হারিয়ে গেছিলাম..... Thanks to both of u শিবাজীদা এবং পৃত্বিজিৎদা, ভালো থাকবেন আপনারা সবাই।
দুর্দান্ত ভিডিও। দেখতে দেখতে মনে হচ্ছিল আরও অনেকক্ষণ হোক। আবহ সঙ্গীত অত্যন্ত আকর্ষণীয় ও সময়োচিত।
খুব আনন্দ করুন দার্জিলিং এ নিজেদের মত করে। ❤
দাদা এযেন ভূতের রাজা আপনাদের (গুপি আর বাঘা) তিন বর দিয়েছে, ঘোরা, খাওয়া ও অসাধারণ উপস্থাপনা ❤❤❤👍
❤️ki bolbo..just osadharon..❤️
কোন দিন যাওয়া হবে না। যেটুকু ছবিতে দেখলাম সারা জীবন মনে থাকবে। ধন্যবাদ শিবাজী। ধন্যবাদ জানাই সবাইকে।১১/৬/২৩❤
অসাধারণ!! এইসব ছবি তেই বা পাঠ্যপুস্তকে ই সীমাবদ্ধ ছিল। মুগ্ধ হয়ে দেখেছি আপনার এই ভিডিও। চিন্তা করলেই শিহরণ জাগে কত বছরের সভ্যতা। কত উন্নত ছিল।সুর্যদয় এককথায় অসাধারণ। ভালো থাকবেন।
মিশরের ইতিহাস এর অনেক বিষয়ই ভুলে গিয়েছিলাম, আপনাদের এই ভিডিওর মাধ্যমে ভ্রমন ও ইতিহাস দুটোরই খুব সুন্দর স্বাদ পেলাম, ধন্যবাদ আপনাদের
সব কাজ ফেলে আপনাদের ভ্রমনে মতে। পৃথিবীকে নতুন করে দেখছি।
অসাধারণ লাগলো ভিডিওটা এক ঝলকে অজানা ইতিহাসের দর্শন করতে পারলাম ধন্যবাদ স্যার এই রকম ঐতিহাসিক স্থানের ভিডিও উপহার দেওয়ার জন্য।
সত্যিই শিবাজী দা কথায় বলেনা সবুরে মেওয়া ফলে,কদিন অপেক্ষার পর এক অকল্পনীয় দৃশ্য দেখার সুযোগ পেলাম সাহারা মরুভূমি তে সূর্যদয়, অপূর্ব...সত্যিই সূর্য ওঠার সময় আকাশের সোনাঝরা রং চক্ষু যুগল সার্থক । আপনাকে আর আপনার কেমেরাকে অনেক ধন্যবাদ।,🌹🌹🙏
অসাধারণ পরিবেশনা, আপনারা ভাল থাকুন আর আমাদেরকে আনন্দ দিতে থাকুন❤❤
মিশর এক অদ্ভূত দেশ। বিচিত্র মন্দির, মরুভূমি, মরীচিকা, নিয়মকানুন। নীলনদ অপূর্ব। অনেক ইতিহাসের সাক্ষী।খুব ভালো ভিডিও। পৃথ্বীজিৎদার ফেটটি বাঁধা দারুণ। এখন আপনারা দার্জিলিং এ ঠান্ডায় বেড়াচ্ছেন। কোলকাতায় ভীষণ গরম। ভালোই করেছেন।
Excellent presentation! Can be the theme of next Durga Puja,with some Egyptian background.
সাহারা মরুভূমির সূর্যোদয়,মরিচিকা দুটোই বেশ নতুনত্ব,,,,,সব থেকে ভালো লাগে দুজনের ,,,খাসা,,, শব্দ টি, আপনাদের ব্লগ এ খাসা শব্দ টি অলঙ্কারের মতো। সুন্দর করে তোলে,, অনেক অনেক শুভকামনা রইলো আপনাদের।
Since 2000 we have travelled a lot..keep on enjoying the albums...Cruise brought me back down the memory lane....stay fit and happy...thank you both
আপনার এই ইজিপ্ট এর এই episode গুলো সেরার সেরা বলতে পারি। আপনাদের অন্যতম সেরা কাজ।
Simply Fantastic video!! Sunrise at Sahara … just phenomenal photography 👌👌
খুবই ভাল লাগল ভিডিওটা দেখে।প্রাচীন মিশরীয়দের ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের জ্ঞান দেখে বেশ ভাল লাগল।সাহারা মরুভূমির উপর সূযো'দয় দেখা চমৎকার অভিজ্ঞতা।ওখানে দেখছি কলকাতার মতই গরম ছিল।ক্রুজগুলিও খুব চমৎকার।এককথায় দারুন অভিজ্ঞতা যদিও খুব ব্যয় সাপেক্ষ ভ্রমন।
পৃথ্বিজিত দার রামেসিস নিয়ে বক্তব্য টা সেরা, খুব সুন্দর সূর্যোদয় ও মন্দির , ভালো থাকবেন শিবাজী দা, ভালো থাকবেন পৃথ্বিজিত দা , চলতে থাকুক এক্সপ্লোরার শিবাজী।
অপূর্ব সুন্দর, অসাধারণ পরিবেশনা। যা কোনদিন দেখতে পারবো না সেটা আপনার ভিডিও থেকে দেখছি, সহজ ভাবে, কোন technology র মারপ্যাঁচ নেই।অনেক অনেক ধন্যবাদ।
The best episode so far for Egypt. Sunrise in Sahara and AbuSimbel is marvelously captured. You have made a lifetime achievement.
Feeling happy to see all these places
Life time achievement hobe jokhon London to Italy jedin 17 days tour ta complete korben. Best of luck. Agrim suvechha sudhu noi agraha vore takiye roilam.❤❤🙏🙏
Dada oi gamcha duti ki sell korben 😂? Na nijera rekhe deben . Oitihasik gamcha ❤🙏🙏
সাহারা মরুভূমির সূর্যদয়ের photography টা ফাটাফাটি হয়েছে, total editing টা খুব ভালো হয়েছে এবং তার সাথে music টাও খুব সামঞ্জস্যপূর্ণ হয়েছে। পুরো presentation টা একদম জমে ক্ষীর। ভালো থাকবেন, দাদা
আপনার এই ভ্রমণ পর্ব যেন আরব্য উপন্যাসের অঙশ বিশেষ।পরতে পরতে ইতিহাসের মূল্যবান স্থাপত্য নিদর্শন।কখনো কুমিরের মমী,কখনো অনবদ্য একস্থান থেকে অন্য স্থানে স্থাপন করা মন্দির।চলমান ইতিহাস আপনার ক্যামেরায় ভর করে চলেছে। মরুভূমির বুকে সূর্যোদয়,ম্যান্ডোলিনের সুর যেন কোথাও স্মরণ করায় সোনারকেল্লাকে।আর সূর্যাস্ত প্রাচীন শিল্প স্থাপত্যে খাঁজে পড়ে রোমাঞ্চকর রূপের সৃষ্টি করেছে।এক কথায় অসাধারণ,🙏🙏
প্রিয় শিবাজীদা, মিশর ভিডিওগুলো দারুণ উপভোগ করছি । অনেক মানুষই আপনার কাজের প্রশংসা করছেন । তবে কিছু হিংসুটে লোক আছে যারা আপনার সাফল্য দেখে বিরূপ মন্তব্য করছে, যেমন - ১. বন্দে ভারতের খাবার বাজে বললেন কোন সাহসে ? ২. বিদেশে গিয়ে কেন হাত দিয়ে খাচ্ছেন ? ৩. মুসলিম দেশে গিয়ে মন্দির দেখছেন কেন বা ওগুলো মন্দির নামে বলছেনই বা কেন? ৪. এরচেয়ে ভারতের মন্দির অনেক সুন্দর দেখতে, মিশর গিয়ে ফালতু টাকা নষ্ট ! - আপনি এসব কথায় কান দেবেন না । আপনি যা করছেন ঠিক করছেন । আমরা আপনার ভিডিওর প্রশংসা করছি । আরো এগিয়ে যান ।
এটি একটি অসামান্য ভ্রমণ-চিত্র। আবু সিম্বাল মন্দিরের এককথায় অপূর্ব। আপনার সুন্দর ভাষ্য সহকারে এই মন্দিরের চলমান-চিত্র চাক্ষুষ করার অভিজ্ঞতা অসাধারণ। প্রখ্যাত শিল্পী পরিতোষ সেনের লেখা "আবু সিম্বাল, পিকাসো ও অন্যান্য" বইতে এই মন্দির ও আরও কিছুর স্থাপত্যের অপরূপ বর্ণনা পড়ে মুগ্ধ হয়েছিলাম। এবার Explorer Shibaji-র কল্যাণে তা প্রথম দেখলাম প্রাণভরে। অনেক অভিনন্দন আপনাদের। নীলনদের ওপর ভেসে চলা বিলাশবহুল ক্রুজ থেকে দেখা সারা নদীজুড়ে ভেসে থাকা পালতোলা নৌকাগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো। এই মনোহর দৃশ্যের কোনও তুলনা হয়না। আপনাদের অসাধারণ ভিডিও প্রদর্শন বাস্তব আর ছবিকে একাকার করে দিয়েছে। ভালো থাকুন শিবাজী-পৃথ্বিজিত। Explorer Shibaji-র জয় হোক।
Many thanks to both of you for giving us an oppurtunity for being a part of such wonderful experience of Ezypt & river Nyle. ❤❤❤
আপনাদের মাধ্যমে এই জাহাজ নীল নদ, নদীতে জাহাজে চড়ে ঘুরে বেড়ানো,এ এক ভিষন অভিঙ্গতা।এমন অসাধারণ দৃশ্য, কিভাবে যে কাউকে বলবো তা বুঝে উঠতে পারছি না। সমস্তটাই
হাই ফাই ব্যাপার। ধন্যবাদ গো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অপূর্ব..Superb background score and editing. Felt like I was there along with Shibaji & Prithijit. Thanks 💥👌🏿
Khub khub bhalo laglo
I saw a great episode. Sunrise was the best. I have seen the sunrise from both the sea and the mountains, but I could not imagine that such a beautiful sunrise can be seen from the desert. In a word, awesome. Two temples videos are very impressive. In the end, I would like to say one thing that out of all the trips you have visited, this trip to Egypt is your best trip so far. Keep rolling like this and we'll keep watching. Take care both of you always. Wait for next episode. Thanks. ❤
কূজ টা দেখে মনে হচ্ছে যেন ফাইভ স্টার হোটেল। যেগুলো এতদিন ইতিহাস পড়েছি আজ explore sebaji দার ভিডিও দেখলাম। কোন দিন এই ভাবে ভাবিনি যে ভিডিও এরকমভাবে দেখব। সত্যি অসাধারণ ভিডিও দেখলাম অসাধারণ লেগেছে ধন্যবাদ দাদা।
Oita কূজ হবে না, হবে ওটা ক্রুজ
হয়তো কোনো দিন যেতে পারবো না। তাই আপনাদের জন্যই দেখে নিলাম। আমার এই ছয় ইঞ্চি স্ক্রিন এ। 🙏❤️
🙏❤️
Daroon lagche.aktao miss korchi na.😅
Along with amazing videos, we get Historic knowledge which is out of the world. Long live sir. I am overwhelmed being the part of Shibaji and Prithijeet clan.
Lots of love and respect for Explorer Shibaji.
Bonni Basak from Durganagar
Nice vedio. Nice Presantation. My favorite shibaji dada.
আজকের পর্ব শুরু হলো কিন্তু নিমেষের মধ্যে যেনো শেষ হয়ে গেল, দেখতে দেখতে কখন যেনো 30 মিনিট র পর্ব সেকেন্ড র মধ্যে সমাপ্ত হলো. বেশি সময়ের পর্ব চাই আরো🎥🎥🎥🎥
Darunnnnn🎉
পুরানো স্মৃতি রোমন্থন করলাম আপনার ভিডিও দেখে।
খুব সুন্দর হয়েছে। আমার কাছে আপনাদের দু'জনের খুনসুটিও খুব ভালো লাগে। শুভ কামনা নিরন্তর।💚❤️
Nostalgic anubhuti diche protita video apnar..
Sunrise durdanto
Good Nice Eygpt Block. Sibaji da apnake Salute. Apner moto Explorer apni. Amar DarunDarun Lagcha
দুই টি পর্ব অনেক ভালো লাগলো।
।
এতো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।।।।
অসাধারণ মরুভূমির বুকে সূর্যদয় ,,,,,,দারুণ লাগলো ।আর পৃথ্বিজিত বাবুর কথায়" রামের আষীস "কথাটা ভুল কিছু না ,,ইতিহাস ঘাঁটলে অনেক তথ্য হয়ত পাওয়া যেতে পারে ।
অপেক্ষা করছিলাম, কিন্ত দারুণ লাগল। ধন্যবাদ দেব না। শুধুই আপনাদের এই প্রয়াস কে ভালবেসে লাইক করব।❤❤❤🎉
উফঃ কি সুন্দর জায়গা যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে🥰ছোট বেলায় ইতিহাস বইয়ে দেওয়া ছবি গুলো ভেসে আসছে মাথায় বার বার । আর আপনারা যেভাবে প্রত্যেক টা জিনিসের বর্ণনা করেছেন সত্যি অসাধারণ। আপনার দুজনের মুখের হাসি ভিডিও টা কে আরো সুন্দর করে তুলছে, ভগবানের কাছে প্রার্থনা করি এই হাসি টা যেন সারা জীবন আপনাদের মুখে এই ভাবে লেগে থাকে।পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন দাদা আপনারা দুজন।❤️❤️❤️
খুব সুন্দর জায়গা কোন দিন যাওয়া হবে না।এই ভিডিও তে সব দেখতে পারলাম। এইভাবে আরো ও নতুন নতুন ভিডিও দেখতে চাই ।❤❤
দাদা, সত্যিই সাহারায় শিহরণ। জানিনা এ জীবনে যাবার সৌভাগ্য হবে কি না, তাই আপনার চোখ দিয়েই উপভোগ করলাম।❤
আমাদের নবী মুসা আ এবং ইউসুফ আ এর স্মৃতিবিজড়িত স্থান সুবাহানাল্লাহ।দেখে ভাল লাগল❤
অসাধারণ ভিডিও,দেখে মুগ্ধ হলাম 👌👌
অসাধারণ অসাধারণ এবং অসাধারণ ।ভিডিও টা দেখে মন ছুঁয়ে গেলো ।মনে হলো আমি যেন আপনাদের সাথে ঘুরছি ।খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দুজনে ।
Darun lagche Nile river cruise.. ekdum fatafati.. ❤❤❤❤❤
তুমি এত সুন্দর বলো দারুন লাগে শুনতে। তোমার কথা গুলো কানকে খুব আরাম দেয়।
Ramesis temple ta dekhe fatafati laglo..
Osadharon laglo, wonderful videography
fabulous Rama+Ashish=Rameshis Awsome
Enjoying your videos. Abu symbol temple is awesome . Remembering our trip .
সুপার্ব ব্লগ শিবাজিদা ❤❤❤
Khoob sundar video darun laaglo dekhe.
Enjoy your holiday at Darjeeling
Lovely 😍 😍
Darun laglo 👌 ♥ ❤
আপনার কন্ঠস্বর টি খুব সুন্দর, মানস ভ্রমণ ভালো লাগছে
Osadharon laglo video ta....
খুব ভালো লাগলো শিবাজী দা 👍👍👍
ভালোই লাগছে মিশর ভ্রমণ, শেষ পর্যন্ত দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি। এগিয়ে চলুন। পাশে থাকার অঙ্গীকার রইল। 1:23
Sotti asadharan upobhog korchi prottekti episode. Darun darun lagche. Anek anek dhonnobad apnader.
Prithwi dada ke puro Afghan der moto lag6e...
Shivaji dada to lovely❤.
Love you both ❤️❤️❤️❤️❤️❤️
And River Nile, Oh my my !!! That's majestic. Words will fall short. Have always read about it in books. Though a video but saw a live video of Nile for the first time.
অসাধারণ লাগলো শিবাজি দা, পৃথ্বি দা।
প্রভু রাম সব জায়গায় বিরাজমান🙏🙏
জয় শ্রী রাম চন্দ্রের জয়❤❤❤
দারুন মজা লাগছে ভিডিও গুলো দেখে ❤️👍মিশর ঘুরছি, দেখছি বাড়িতে বসেই ❤️👍
মরুভূমির সূর্য দয় অসাধারণ লাগলো
খুবই ভালো লাগলো ,এক কথায় খাসা
রামের আশীষ রামাশিষ
খুব হেসেছি দেখতে দেখতে