Moutor kalipujo of Purulia||| ঘরে বসে দেখুন মৌতড়ের বিখ্যাত কালীপুজো।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Samay Junglemahal is a channel which gives all information about Junglemahal area of West Bengal and Jharkhand.
    পুরুলিয়ার মৌতড় গ্রামে কালীপূজোয় দশ হাজারেরও বেশি বলি হয়। দেখুন সেই পুজো
    পুরুলিয়া ২৭ অক্টোবরঃ সকালের দিকে আবহাওয়া খারাপ থাকলেও তাতে কোন তফাত হলনা পুরুলিয়ার মৌতড়ে। এবারও দেখা গেল ভক্তের ঢল। জঙ্গলমহলের কালীপূজো মানে এককথায় বলা যায় মৌতড়ের নাম। জাগ্রত দেবীর জন্য পুরুলিয়ার রঘুনাথপুর থানার মৌতড় গ্রামের নাম আজ দেশ বিদেশে আলোচিত। এখানেই হয় পুরুলিয়া জেলার সব থেকে বড় কালীপূজো। প্রতিদিনই বহু মানুষের সমাগম হয় মৌতড়ের কালী মন্দিরে। কার্ত্তিক মাসের কালীপূজোয় সংখ্যাটা ছাড়িয়ে যায় কয়েক লক্ষ। ভক্তরা বিশ্বাস করেন এখানে দেবীর কাছে মানত করলে তা পূর্ণ হবেই বলে। শুধু পুরুলিয়া নয় এখানে পুজো দিতে সারাবছর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসেন ভক্তরা। মন্দিরের পুজারীদের দাবী কার্ত্তিক মাসের অমাবস্যায় দেবীর পুজোর জন্য সুদূর উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এমনকি মহারাষ্ট্র থেকেও আসেন বহু ভক্ত। মৌতড়ের কালিপুজো ঠিক কত বছর ধরে চলে আসছে তার সঠিক হিসেব পাওয়া যায়না। তবে মন্দিরটি তিনশ বছরের বেশি প্রাচীন বলে জানা যায়। এই পুজোর প্রচলন করেন আদতে বর্ধমান জেলার বাসিন্দা শোভারাম বন্দ্যোপাধ্যায়। বর্তমানে প্রাচীন মন্দিরকে পুরোপুরি সংস্কার করে এখানকার মন্দিরকে গড়ে তোলা হয়েছে কালীঘাটের মন্দিরের আদলে।
    #kalipujo ,#moutor ,#kali ,#মৌতড়েরকালী ,#মৌতড় ,#samayjunglemahal ,#jangalmahal ,#সময়জঙ্গলমহল ,#জঙ্গলমহল ,#jangalmahal

ความคิดเห็น • 23