স্থায়ী ও অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ | বয়সভেদে কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি আপনার জন্য সঠিক? DrFerdousUSA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ก.ค. 2022
  • আজ আমরা কথা বলব জন্ম নিয়ন্ত্রণ এবং কিভাবে সহজে, সহজ উপায়টি বেছে নেবেন। উন্নত বিশ্বে স্কুল পর্ব থেকেই এই বিষয়ে ইন্সট্রাকশন দেয়া হলেও তৃতীয় বিশ্বের দেশগুলোতে আসলে স্কুল পর্ব থেকেই এগুলোর উপর কিন্তু কোন ধরনের ইন্ট্রোডাকশন হয় না।
    আবার মানুষ যে ডাক্তারের কাছে যেয়ে নিজের জন্য সর্বোত্তম পন্থা কোনটি সেটি বাছাই করবে, সেটিও হয়ে ওঠা হয় না। ফলে মানুষ বন্ধু বান্ধব থেকে কিছু ভুল ধারণা নেয় কিংবা লোকাল ফার্মেসিতে যেইটি সামনে পায় সেইটিই নেয় এবং আমরা ভুল করতে থাকি। আজ আমরা সহজেই বুঝিয়ে দেবো যে আসলে কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি আপনার জন্য সম্ভবত সবচাইতে সর্বোত্তম পন্থা।
    ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। আপনার সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
    Facebook: / drferdousny
    Instagram: / drferdous
    TH-cam: / drferdoususa
    Website: drferdous.com
    This is a health-related educational activity by Dr. Ferdous Khandker, who is a registered physician of the United States.
    #DrFerdousUSA #BirthControl #জন্মনিয়ন্ত্রন

ความคิดเห็น • 8

  • @bishajitbiswas8706
    @bishajitbiswas8706 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার, ভাল থাকুন

  • @MdRaihan-og4uq
    @MdRaihan-og4uq ปีที่แล้ว +1

    স্যার প্রশ্রাবে কি যানি যায় প্রশ্রাব করার পর দেখা যায় তখন পানি দিলে অনেক ফেনা হয়
    একটু পরামর্শ চাই প্লিজ

  • @dmmasud7737
    @dmmasud7737 2 ปีที่แล้ว +1

    ৩:১৫৯ অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয়সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদেরকে ক্ষমা কর এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর। আর কাজে-কর্মে তাদের সাথে পরার্মশ কর। অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালবাসেন।
    ৩:১৬০ যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই। আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে, তোমাদেরকে এর পরে সাহায্য করবে? আর আল্লাহর উপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে।
    ৩:১৬১ আর কোন নবীর জন্য উচিত নয় যে, সে খিয়ানত করবে। আর যে খিয়ানত করবে, কিয়ামতের দিনে উপস্থিত হবে তা নিয়ে যা সে খিয়ানত করেছে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি দেয়া হবে যা সে উপার্জন করেছে এবং তাদেরকে যুলম করা হবে না।
    ৩:১৬২ যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে সেকি তার মত যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে ? আর তার আশ্রয়স্থল জাহান্নাম এবং তা কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল!
    ৩:১৬৩ তারা আল্লাহর নিকট বিভিন্ন মর্যাদার। আর তারা যা করে, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।
    ৩:১৬৪ অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। যদিও তারা ইতঃপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল।
    ৩:১৬৫ আর যখন তোমাদের উপর বিপদ এল, (অথচ) তোমরা তো এর দ্বিগুণ বিপদে আক্রান্ত হলে (বদর যুদ্ধে)। তোমরা বলেছিলে এটা কোত্থেকে? বল, ‘তা তোমাদের নিজদের থেকে’। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।
    ৩:১৬৬ আর তোমাদের উপর যে বিপদ এসেছিল দুই দল মুখোমুখি হওয়ার দিন তা আল্লাহর অনুমতিক্রমে এবং যাতে তিনি মুমিনদেরকে জেনে নেন।
    ৩:১৬৭ আর যাতে তিনি জেনে নেন মুনাফিকদেরকে। আর তাদেরকে বলা হয়েছিল, এসো, আল্লাহর পথে লড়াই কর অথবা প্রতিরোধ কর’। তারা বলেছিল, যদি আমরা লড়াই হবে জানতাম* তবে অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতাম’। সেদিন তারা কুফরীর বেশি কাছাকাছি ছিল তাদের ঈমানের তুলনায়। তারা তাদের মুখে বলে, যা তাদের অন্তরসমূহে নেই। আর তারা যা গোপন করে সে সম্পর্কে আল্লাহ অধিক অবগত।
    ৩:১৬৮ যারা তাদের ভাইদেরকে বলেছিল এবং বসেছিল, ‘যদি তারা আমাদের অনুকরণ করত, তারা নিহত হত না’। বল, ‘তাহলে তোমরা তোমাদের নিজ থেকে মৃত্যুকে দূরে সরাও যদি তোমরা সত্যবাদী হও’।
    ৩:১৬৯আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত। তাদেরকে রিয্ক দেয়া হয়।
    ৩:১৭০ আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন, তাতে তারা খুশি। আর তারা উৎফুল¬ হয়, পরবর্তীদের থেকে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে। এজন্য যে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।///////////////

  • @sufolasultana978
    @sufolasultana978 2 ปีที่แล้ว +1

    স্যার,কপাটি, এটি দীর্ঘ মেয়াদি পদ্বতি এটি মাসের একটি নির্দিস্ট সময় নিতে হয় আবার নির্দিস্ট সময়ে খুলতে হয়। এঅবস্থয় কোন নারি মারাগেলে কি করোনিয়

  • @sabbirahmad9203
    @sabbirahmad9203 2 ปีที่แล้ว

    স্যার ইনহেলার কি শ্বাসকষ্টের লাস্ট চিকিৎসা
    ইনহেলার ব্যবহার করলে কি ক্ষতি আছে?

    • @ridoy2261
      @ridoy2261 2 หลายเดือนก่อน

      কোন ক্ষতি নেই। দায়িত্ব নিয়ে বলছি। বরং ঔষধের চেয়ে ভালো।

  • @kakolisen7771
    @kakolisen7771 2 ปีที่แล้ว

    Ei ek chhagol daktar