খুব ভালো লাগলো দাদা। আমার বাড়ি গোবর্দ্ধন পুর। আপনারা যে ভদ্রলোকের বাড়িতে ছিলেন ওই বাড়ি থেকে দক্ষিণ দিকে যে ইটের রাস্তা চলে গিয়েছে, ওইদিকে নদীর ধারেই আমার বাড়ি। এবার এলে নিশ্চয়ই দেখা হবে। অপেক্ষায় থাকলাম দাদা। ভাষ্যটা খুব সুন্দর। ধন্যবাদ❤
আপনার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ প্রসেনজিৎবাবু। পরেরবার গেলে নিশ্চয়ই দেখা হবে। অনেককিছুই এই ভিডিওতে বাদ থেকে গেছে, সেই সব আপনার সাথে ঘুরে দেখব। 😊😊😊
বেশ ভালই লাগলো
ধন্যবাদ৷ 😊😊😊
দাদা আমি কালকে ঘুরে এলাম... খুব ভালো লেগেছে
বাহ, কোথায় থেকে ছিলেন?
আপনার ভাষ্য পাঠ খুব ভালো লাগলো। খুব সুন্দর জায়েগার সন্ধান দিলেন আপনি.... ধন্যবাদ দাদা। আপনার ও পুজো ভালো কাটুক।
@@অরণ্যেরদিনরাত্রি আপনারও পুজো ভালো কাটুক। ভালো থাকবেন। 😊😊😊
খুব ভালো লাগলো সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে পেলে খুবই ভালো লাগত
@@pradiptaroy3040 সেই চেষ্টা করছি। দেখা যাক।
এবারো চমৎকার। ছোট্টো ভ্রমণ, একাঙ্ক নাটকের মত। চিত্রনাট্য খুব সুন্দর। বলাও। নতুন ভিডিওর অপেক্ষায় থাকব।
শুভেচ্ছা।
@@kalyanbasu5079 😊😊😊 অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে রাঁচি।
Bhalo laglo. Tumi eto tour Koro kibhabe. Khub sundar. Chaliye jao.
হা হা হা। 'এতো' ঠিক নয়, তবে মাসে এক-দুবার বেরোনোর চেষ্টা করি৷ অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। 😊
খুব ভালো লাগলো দাদা। আমার বাড়ি গোবর্দ্ধন পুর। আপনারা যে ভদ্রলোকের বাড়িতে ছিলেন ওই বাড়ি থেকে দক্ষিণ দিকে যে ইটের রাস্তা চলে গিয়েছে, ওইদিকে নদীর ধারেই আমার বাড়ি। এবার এলে নিশ্চয়ই দেখা হবে। অপেক্ষায় থাকলাম দাদা। ভাষ্যটা খুব সুন্দর। ধন্যবাদ❤
আপনার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ প্রসেনজিৎবাবু। পরেরবার গেলে নিশ্চয়ই দেখা হবে। অনেককিছুই এই ভিডিওতে বাদ থেকে গেছে, সেই সব আপনার সাথে ঘুরে দেখব। 😊😊😊
Khub bhalo jaiga. to. gramer sundor drisso. akorshon kore mon ke .....
একদমই। দারুণ জায়গা।
দারুন 😮❤
@@trucklovers21 ধন্যবাদ। 😊😊😊
Beach er ar ekta dik chilo...jeta purba paschim er majh borabor dik....seta niye kichu bolle bhalo hoto
@@bapiray3806 ওই রাস্তাটা দিয়ে রাতেরবেলা হেঁটে গিয়েছিলাম বটে। তবে বীচটায় যাওয়া হয়নি। পরেরবার ওই বীচটা দেখার ইচ্ছে রইল।
Jaiga tar development proyojon ... accha direct gari niye jaoa somvob ki ?
@@prosenjitdas1524 জায়গাটা এখন যথেষ্টই ভালো। ইলেকট্রিসিটি, হসপিটাল, পাকা রাস্তা, ইন্টারনেট - সব সুযোগ-সুবিধাই রয়েছে। তবে গাড়ি নিয়ে ডিরেক্ট যাওয়া সম্ভব নয়। পাথরপ্রতিমা বা রামগঙ্গা অবধি যাওয়া যাবে। বাকিটা নৌকো-টোটোয়।
বেশ ভালো লাগলো।জানা বাবুর ফোন নম্বর টাও রাখলাম।ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপনাকে৷ যখন যাবেন, যদি সম্ভব হয়, জানাবেন আপনার অভিজ্ঞতার কথা৷ 😊😊