১লা জানুয়ারি দক্ষিণেশ্বর বেলুড় মঠের কল্পতরু উৎসব।1st January Kolpotaru Utshav Belur Math|Belur Math

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • ১লা জানুযারি দক্ষিণেশ্বর বেলুড় মঠের কল্পতরু উৎসব।1st January Belur Math Kolpotaru Utshav|Belur Math
    ১৮৮৬ সালের ১লা জানুয়ারি কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।এইদিন তিনি তাঁর ভক্তদের সব মনোসকামনা পূরণ করেছিলেন বলে কথিত আছে।তিনি এদিন তাঁর ভক্তদের বলেছিলেন,’তোমাদের চৈতন্য হোক’।সেই সময় তখন গলায় ক্যন্সারে আক্রান্ত হয়ে অত্যান্ত অসুস্থ ছিলেন শ্রীরামকৃষ্ণদেব।উত্তর কলকাতার কাশীপুরের একটি বাগানবাড়িতে ঠাকুরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।১৮৮৬ সালে ১জানুযারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বের হয়েছিলেন।সকলের ধারনা ছিল যে এখানে এসেই তিনি সুস্থ হয়েছেন।সেই সময় সমাধিস্থ হয়ে তিনি তাঁর উপস্থিত সব ভক্তকে স্পর্শ করেন।তাঁদের প্রত্যেকেরই আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল।এর কিছুদিন পরেই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন শ্রীরামকৃষ্ণ পরহংসদেব।তারপর থেকেই প্রতিবছর বছর ১লা জানুযারি কল্পতরু উৎসব পালন হয়।🙏

ความคิดเห็น • 2