সৌর বিদ্যুৎ সিস্টেম(সোলার প্যানেল+ইনভার্টার) একবার ইন্সটল করলে ৬/৭ বছর নিশ্চিন্তে চলে। ৬/৭ বছরের জ্বালানী খরচ হিসেবে নিলে ৬০% এর চাইতেও বেশি সাশ্রয়। দেশের সকল সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সকল সড়কবাতি অনায়াসে সৌর বিদ্যুৎ দিয়ে চালানো যায়।
দিনদিন যেভাবে বৃষ্টির পরিমাণ কমছে, এ সুযোগ কাজে লাগিয়ে আমরা সোলার প্যানেল থেকে অধিক হারে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এটি টেকসই এবং খরচ সাশ্রয়ী। সরকার অন্যান্য বিদ্যুৎখাতে যেভাবে বিনিয়োগ করছে এবং নীতি সহায়তা দিচ্ছে তার অর্ধেকও যদি এখানে দেওয়া হতো তাহলে এখান থেকে আরো কম মূল্যে অধিক বিদ্যুৎ পাওয়া যেতো।
Easy & Fast solution to energy crisis is Solar plant ,which take avg 6 months to build (small scale) .Changing every irrigation pump to solar will save 2500 MW electricity.Increasing commercial electric bill more will force them to adopt solar faster than govt can do
সৌর বিদ্যুৎ, শুনতে অনেক ভালো লাগলেও যাদের অর্থশাস্ত্র ও বিদ্যুৎ খাত সম্পর্কে ধারণা আছে, তারাই জানে এর কি কি সমস্যা আছে। বিশেষ করে বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ দেশে।
@@medakabox2015 exactly, জার্মানি সোলারের পিছনে 500 বিলিয়ন ইউরো অলরেডি খরচ করে ফেলছে, তারপরেও সোলার মোট জেনারেশন এর 10% মাত্র. এই 500 বিলিয়ন যদি নিউক্লিয়ার এর পিছনে খরচ করতো তাহলে এতদিনে পাওয়ার সারপ্লাস country হয়ে যাইতো। বাংলাদেশে এই বিষয়ে বেশিরভাগ মানুষের ধারণা বা জানার আগ্রহ নাই 😔
আপনার কথার যুক্তি আছে কিন্তু সরকার ইচ্ছা করলে আউট অফ দা ব্ক্স চিন্তা করতে পারে। সোলার প্যানেল বাসা বাড়ির এবং অফিসের সাথে ইন্টিগ্রেটড ওয়েতে ব্যবহার করতে পারে।
ব্যাটারী ছাড়া ও সরাসরি সৌর বিদ্যুৎ দিনের বেলা ব্যাবহার করা যায়। এখন আবার রাতের বেলা স্বল্প আলোয় ও ব্যবহার করা যায় নতুবা শুধু রাতে পিডিবির বিদ্যুৎ ব্যাবহার করতে হবে। এখন আবার নতুন প্রযুক্তি বের হয়েছে উইনড টারবাইন, দিনে রাতে সমানে চলবে। ব্যাটারী লাগবে না।
এখন টিভিকে অগ্রিম এক লক্ষ পরিবারের শুভেচ্ছা,,,,।
1:13
অসাধারণ। নতুন জানলাম। সত্যি হলে, ধন্যবাদ।
সরকারের উচিৎ জেলা বৃত্তিক সৌরবিদ্যুত প্ল্যান্ট গঠন করা
Er theke ghore, ghore panel bosale lav base ..
আলহামদুলিল্লাহ আমার বাড়ি ৪ কিলোওয়াট সোলার সিস্টেম করেছি
আলহামদুলিল্লাহ খুব ভালো সারভিস পাচ্ছি
কোন কোম্পানির প্যানেল ব্যবহার করেছেন? আমি সোলার প্যানেল কিনতে চাচ্ছি।
প্রতিটি কোম্পানির ছাদে সোলার প্যানেল বাদ্যতামুলক করা হোক
সৌর বিদ্যুৎ সিস্টেম(সোলার প্যানেল+ইনভার্টার) একবার ইন্সটল করলে ৬/৭ বছর নিশ্চিন্তে চলে। ৬/৭ বছরের জ্বালানী খরচ হিসেবে নিলে ৬০% এর চাইতেও বেশি সাশ্রয়। দেশের সকল সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সকল সড়কবাতি অনায়াসে সৌর বিদ্যুৎ দিয়ে চালানো যায়।
নেট মিটার সহজ করলে মানুষ সৌর বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত হবে।
দিনদিন যেভাবে বৃষ্টির পরিমাণ কমছে, এ সুযোগ কাজে লাগিয়ে আমরা সোলার প্যানেল থেকে অধিক হারে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এটি টেকসই এবং খরচ সাশ্রয়ী। সরকার অন্যান্য বিদ্যুৎখাতে যেভাবে বিনিয়োগ করছে এবং নীতি সহায়তা দিচ্ছে তার অর্ধেকও যদি এখানে দেওয়া হতো তাহলে এখান থেকে আরো কম মূল্যে অধিক বিদ্যুৎ পাওয়া যেতো।
Solar panel import e tax komare er poriman r o increase pabe
এখন নূতন প্রযুক্তি এসেছে
উইনড টারবাইন।
Easy & Fast solution to energy crisis is Solar plant ,which take avg 6 months to build (small scale) .Changing every irrigation pump to solar will save 2500 MW electricity.Increasing commercial electric bill more will force them to adopt solar faster than govt can do
সিলেটের হাওর অঞ্চলে এইরকম প্রকল্প চালু করা উচিৎ।
👍
আমাদের গ্রামের সবার বাড়িতে সোলার প্যানেল আছে।।
Govt should subsidize home solar system with grid tie inverter . Other wise this home solar will not do any good to our economy
hotei pare na ...solar diye ta kokhonoi somvob na
Ekhon bolcha 41 age 2008 aa bolche 22
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার না বাড়ালে অদূর ভবিষ্যতে তেল-গ্যাস এবং কয়লা কি নেই দেউলিয়া হতে পারে বাংলাদেশের অর্থনীতি
সৌর বিদ্যুৎ, শুনতে অনেক ভালো লাগলেও যাদের অর্থশাস্ত্র ও বিদ্যুৎ খাত সম্পর্কে ধারণা আছে, তারাই জানে এর কি কি সমস্যা আছে। বিশেষ করে বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ দেশে।
কি কি সমস্যা আছে, একটু বলুন।
@@kamruzzamambhuian8515 onek inefficient solar. efficiency solar er only 20%. nuclear solar er tulonia onek Kom space ney + onek power
+ solar panel onek expensive
@@medakabox2015 exactly, জার্মানি সোলারের পিছনে 500 বিলিয়ন ইউরো অলরেডি খরচ করে ফেলছে, তারপরেও সোলার মোট জেনারেশন এর 10% মাত্র. এই 500 বিলিয়ন যদি নিউক্লিয়ার এর পিছনে খরচ করতো তাহলে এতদিনে পাওয়ার সারপ্লাস country হয়ে যাইতো। বাংলাদেশে এই বিষয়ে বেশিরভাগ মানুষের ধারণা বা জানার আগ্রহ নাই 😔
আপনার কথার যুক্তি আছে কিন্তু সরকার ইচ্ছা করলে আউট অফ দা ব্ক্স চিন্তা করতে পারে। সোলার প্যানেল বাসা বাড়ির এবং অফিসের সাথে ইন্টিগ্রেটড ওয়েতে ব্যবহার করতে পারে।
সরকার কতো টাকা ইউনিট ক্রয় করবে? কারো যানা থাকলে জানাবেন প্লিজ
শুধু শুধু যায়গা নষ্ট। আর এসব ব্যাবহার করে কখনো বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব না।
ব্যাটারির এসিড বা গ্যাস যে খানে পরবে সে মাটি শেষ
ব্যাটারী ছাড়া ও সরাসরি সৌর বিদ্যুৎ দিনের বেলা ব্যাবহার করা যায়।
এখন আবার রাতের বেলা স্বল্প আলোয় ও ব্যবহার করা যায়
নতুবা শুধু রাতে পিডিবির বিদ্যুৎ ব্যাবহার করতে হবে।
এখন আবার নতুন প্রযুক্তি বের হয়েছে
উইনড টারবাইন, দিনে রাতে সমানে চলবে।
ব্যাটারী লাগবে না।
স