মিষ্টি কুমড়ার ফল ঝরা সমস্যার সমাধান এবং ফলন বাড়ানোর কৌশল।
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- কুমড়া জাতীয় গাছে ফল ঝরা, পঁচে যাওয়া এবং ফলন কমে যাওয়ার ১০০% সমাধান। ★প্রতি মাদায় টিএসপি এবং বোরন সার দেওয়া না থাকলে দিতে হবে। বোরন স্প্রে করেও দেওয়া যেতে পারে। ★ছত্রাকনাশক হিসেবে কার্বেন্ডাজিম + ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন ম্যানসার /রিডোমিল গোল্ড বিকাল বেলা ৭-১০ দিন পর পর স্প্রে দিতে হবে। ★ ফলন বাড়াতে ফ্লোরা স্প্রে দিতে হবে প্রতি ১৫ দিনে একবার। ★মাছি পোকা দমনে ৩০-৪০ ফুট পর পর কিউ ফেরো ফেরোমেন ফাদ দিয়ে দিতে হবে। পরাগায়ন যাতে সঠিকভাবে সঠিক ভাবে হয় সেজন্য অতিরিক্ত বিষ দেওয়া থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত বিষ দিলে ক্ষতিকর পোকার সাথে উপকারী পোকাও মারা যায়। ফলে পরাগায়ন সঠিকভাবে না হলে এই সমস্যা দেখা যায়। হাত দিয়েও পরাগায়ন করা যেতে পারে। পরাগায়ন সঠিক ভাবে হলে এবং উপরের স্প্রে গুলো এবং ফেরোমন বক্স টানিয়ে দিলে ইনশাল্লাহ অনেক বেশি পরিমানে ফলন হবে।
মো: রায়হান হোসেন হৃদয়।
উপসহকারী কৃষি অফিসার, ধর্মপাশা, সুনামগঞ্জ।
❤
@@proshantabishwasharma4018 ♥️♥️🫶