এটা পিলখানাকেও হার মানায়! একটা অফিসারকে সেনা সদস্যদের সামনে কো’পা’চ্ছে! মেজর রেজা!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 929

  • @kayoummiya2025
    @kayoummiya2025 หลายเดือนก่อน +332

    এই জায়গা সেনাবাহিনী সদস্য দের যে পাঠাইছে। তাকে আইনের আওতায় আনা হোক। কারণ সে ভারতের গোয়েন্দা দের লোক

    • @hasanvlogs-gj6kg
      @hasanvlogs-gj6kg หลายเดือนก่อน +25

      ঐ অফিসার ভারতের জন্য থেট ছিলো😢😢

    • @emonhosen535
      @emonhosen535 หลายเดือนก่อน +10

      ​@@hasanvlogs-gj6kgamar class 5 er classmate bondhu chilo nirzon 😓

    • @Sunil-Ahmed
      @Sunil-Ahmed หลายเดือนก่อน +10

      এই হত্যার স্বচ্ছ তদন্ত ও সকল দোষীদের চরম কঠিন শ্বাস্তি না হলে, দেশবাসীর উচিত হবে আওয়ামীলীগের ঘনিষ্ট সিনিয়র সেনা কর্মকর্তাদের পরিবার পরিজনদেরকে যত্র তত্র চরম ও নিয়মিতভাবে হেনস্তা করা - ওদের রাতের ঘুম ১০০% হারাম করে দিতে হবে!

    • @mahamudaakter3224
      @mahamudaakter3224 หลายเดือนก่อน +10

      বোনকে ফোন করে দোয়া চাইছিস ,,
      ভয়ের কথা বলছিল😢
      মনে হয় আগেই অনুমান করতে পেরেছিল😢😢
      একে পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে 😢
      একক্ষণ

    • @MdshamimMdshamim-hf8wt
      @MdshamimMdshamim-hf8wt หลายเดือนก่อน

      হত্যা সন্দেহজনক ​@@mahamudaakter3224

  • @farukbd5820
    @farukbd5820 หลายเดือนก่อน +225

    সেনাবাহিনীর আরও সোচ্চার হতে হবে এটাই কোনো ভাবেই মানা যায়না

  • @mdsafiulbarishohag6392
    @mdsafiulbarishohag6392 หลายเดือนก่อน +235

    বিচার বহির্ভুত হত্যা আটকাতে গিয়ে সন্ত্রাসীদের কাছে যদি মাথাই নত করতে হয় তাহলে সেনাবাহিনী কিভাবে সন্ত্রাস দমন করবে?

    • @vbu344
      @vbu344 หลายเดือนก่อน +4

      পিলখানা ২.০ লোডিং।

    • @AkashHossen-i7o
      @AkashHossen-i7o หลายเดือนก่อน

      Sontrasider bichar Holo guli kora

    • @TrishaSrisha-g2l
      @TrishaSrisha-g2l หลายเดือนก่อน

      রাস্তা রাস্তা টহল দেওয়াশ ব্যাসত।

    • @mahfuzmahfuz4257
      @mahfuzmahfuz4257 หลายเดือนก่อน

      রাইট

  • @HumairaHira-h5r
    @HumairaHira-h5r หลายเดือนก่อน +415

    সেনাবাহিনী কে RAW মুক্ত করার জোর দাবি জানাচ্ছি 🤔🤔🤔

    • @vbu344
      @vbu344 หลายเดือนก่อน +15

      রাজনৈতিক দল গুলোর উচিত হবে সেনাপ্রধান / রাস্ট্রপতির প্রতি অনাস্থা জানিয়ে ইউনুস এর সাথে দেখা করা। এবং অস্থায়ী জাতীয় সরকার রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়া এই সরকার এবং নির্বাচন এ অনাস্থা জানানো। সমন্নয়করা যেহেতু সকল দায়িত্ব নিবে না, সমন্নয়ক সরকার এর উপর আস্থা রাখা ঠিক হবে না।

    • @ModhuMiah-qi4cg
      @ModhuMiah-qi4cg หลายเดือนก่อน +5

      Right 👍👍👍

    • @BanglaBangla-h9f
      @BanglaBangla-h9f หลายเดือนก่อน

      ঘটনা একটা ঘটলে ভারত কে টেনে আনা হয় এটা তো কোন সচেতন নাগরিকের ব্যাবহার না।কিকরে মারল ভাইকে বুঝতে পারছি না।

    • @koucherakter6808
      @koucherakter6808 หลายเดือนก่อน

      Kivhabe korben. 15 bochoree sob ora dokhol kore achee

    • @USA56219
      @USA56219 หลายเดือนก่อน

      🤔আমি কোনভাবেই হিসাবটা মিলাতে পারছি না🤔
      একজন মেজর সাহেবের নেতৃত্বে সেনাবাহিনীর একটা দল গেল অস্ত্র উদ্ধার অভিযানে যেখানে পুরো দলের জন্য সাথে নিল মাত্র এক ম্যাগাজিন অর্থাৎ ৩০ রাউন্ড এ্যামুনিশন!!! যেহেতু একজন মেজর সাহেব নেতৃত্ব দিচ্ছেন সেখানে তার দলের জনবল ধরে নিতে পারি কমপক্ষে ৩০ জন ছিল। অর্থাৎ সেনাবাহিনীর ৩০ জনের একটা দল যারা অস্ত্র উদ্ধার অভিযানে বেরিয়েছে তারা সাথে নিল মাত্র একটা গুলিভর্তি ম্যাগাজিন!!! তাও শুনলাম ঐ ম্যাগাজিনটা নাকি অস্ত্রে চড়ানো ছিল না!!! কোন প্রশিক্ষিত সেনাবাহিনী এমন প্রস্তুতিতে অস্ত্রধারী দুর্বৃত্বদের বিরুদ্ধে অভিযানে বের হয়? অকল্পনীয়!!!
      দ্বিতীয়ত এ অভিযানে বের হবার পূর্বে ব্যাটালিয়নের সিও কি কোন ধরনের পরিকল্পনা করেছিলেন? তিনি কি টহল দলের অফিসার/সৈনিকদের সাথে কথা বলেছিলেন? তাদের ব্রিফিং করেছিলেন? যদি করেই থাকেন তাহলে তারা নিশ্চয়ই এ্যামুনিশন সাথে না নেওয়ার কথা বলে থাকবেন (আমার কোন সন্দেহ নেই)। তাহলে তিনি তাদের অনুমতি দিলেন না কেন? এ্যামুনিশন ছাড়া এমন অভিযানে পাঠালেন কেন?
      এ প্রশ্নের উত্তর তাকে দিতে হবে।
      আর এ্যামুনিশন সাথে নেবার ব্যপারে যদি তার উপর কোন বিধিনিষেধ থেকে থাকে, তাহলে যে প্রান্ত থেকে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তাকেও এ হত্যার দায়ভার নিতে হবে।
      তৃতীয়ত একজন মেজর সাহেব ছিলেন টহল অধিনায়ক। তিনি নিজে দুস্কৃতিকারীদের ঐ বাড়ীতে না ঢুকে ঢোকালেন নবীন সেনা কর্মকর্তাকে!!! তাও আবার এ্যামুনিশনগুলি নিজের কাছে রেখে লেঃ সাহেবকে খালি হাতে ভেতরে পাঠালেন (এটাই যদি সত্যি হয়ে থাকে)!!! শেইম অন হিম!!!
      সবচেয়ে বড় কথা...
      মেজর সাহেবের দল নাকি বাড়ী ঘিরে রেখেছিল। তাহলে ধরে নিলাম ৩০ - ৫ = ২৫ জন বাড়ীটা ঘিরে রেখেছিল। এমন অবস্থাতে তো একটা ঈঁদুরেরও ফাঁক গলে বেরিয়ে যেতে পারার কথা নয়!!! তাহলে সন্ত্রাসীরা পালালো কিভাবে? সন্ত্রাসীদের কাছে খুব বেশী হলে একটা বা দুটো পিস্তল বা কাটা বন্দুক ছিল। ক্লোজ রেন্জে বাড়ী ঘিরে রাখা সৈনিকেদের ব্ল্যাংক এ্যামো ফায়ারিংয়েই তো সব কটা সন্ত্রাসীর চোখ কানা করে দেওয়া যেত। আর অস্ত্রের সাথে তো বেয়োনেট ছিলই। ক্লোজ কম্ব্যাটে তাদের পেট এফোড় ওফোড় করে দেওয়া যেত না???
      সবই অন্ধকারের দোষ??? রাতে অভিযান করা হচ্ছে, তো আলোর ব্যবস্থা রাখা হয়নি কেন??? নাকি রসদ সরবরাহ ঠিক রাখতে গিয়ে এসটি ব্যাটালিয়নের সকলেই তাদের ট্রেনিং হারিয়ে ফেলেছে??? ক্ষমার অযোগ্য দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তারা।
      আর যে বিষয়টা মাথা নষ্ট করে ফেলছে:
      ১। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান (৪৩ লং কোর্স) ডি বি হারুনের ভায়রা ভাই।
      ২। ঐ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার নবী (৩৪ লং কোর্স) সাবেক NSI আর DGFI এর পরিচালক ছিলেন দুই মাস আগে।
      ৩। জিওসি মেজর জেনারেল সারোয়ার DGFI এর সাবেক পরিচালক CTIB, যার নিয়ন্ত্রণে ছিল আয়নাঘর।
      ৩টি লেভেলের কমান্ডার প্রশ্নবিদ্ধ!!!
      একটি লেভেলের কমান্ডারই কোন সামরিক ক্যু ঘটানোর জন্য যথেষ্ট। ৩ লেভেলের কমান্ডার মিলে কি সেনাবাহিনীতে কোন অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব ঘটাতে চাচ্ছে???
      জুডিশিয়ারি শেষে আনসার হয়ে প্রত্যাখ্যাত আওয়ামীলীগ কি ফিরছে এবার সেনাবাহিনীরূপে???

  • @shakhawhathossain3919
    @shakhawhathossain3919 หลายเดือนก่อน +202

    অবশ্যই এখানে বড় ধরনের গোলমাল আছে। আমি মেজর সাহেবের সাথে সম্পূর্ণ একমত।

    • @lokmanhossain2725
      @lokmanhossain2725 หลายเดือนก่อน

      মোবাইল তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে।
      তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না।
      তোমার বিশ্রামের গভীর রাত গুলোকে সন্ধ্যেতে পরিণত করেছে।
      একবার ফোনটা ধরলে নেশার মতো অনিচ্ছা সত্ত্বেও বেশ খানিকক্ষণ স্ক্রীন স্ক্রোল করে চলেছো।
      খেয়াল করে দেখবে, তুমি আগের মতো পেপার পড়ছো না, বই ওল্টাচ্ছো না এমনকি টিভি দেখাও কমিয়ে ফেলেছো।
      তুমি আগের মতো কথাও বলছো না, মনের অনুভূতি ভাগ করে নিচ্ছ না।
      তোমার অনুসন্ধান করার সব সূত্র শুধু মোবাইল হয়ে গেছে।
      আড্ডায় উপস্থিত আছো কিন্তু আড্ডা দিচ্ছ না, মূলত ফোন ঘাঁটছো।
      আলোচনায় উপস্থিত থাকলেও উদাসীন থাকছো।
      তোমার যেন নতুন আর কিছুই করার, শেখার বা জানার নেই।
      এবং এই সবের মধ্যে তুমি তোমার সারাটা দিন মোবাইলের আবর্তে কাটিয়ে ফেলছো, যা তোমায় বুঝতেই দিচ্ছে না কিভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে।
      আর এটা বুঝতে যে একটা দিনে কতটা সময় আদতে থাকে বা কতটা সময় তুমি কাজে লাগাতে পারো, কিন্তু কাজে লাগাচ্ছ না, জাস্ট একটা কাজ করো। একটা দিন জাস্ট ফোনটা বন্ধ করে সেটার সংস্পর্শ থেকে ২৪ ঘন্টা দূরে থাকো। তুমি আদতে অনুভব করবে ঠিক কতটা সময় সারাটা দিনে রয়েছে। তুমি অনুভব করবে যেন সময়ই কাটছে না। তুমি অনুভব করবে একটা দিন আদতে ঠিক কতটা বড়। আর তুমি এটাও উপলব্ধি করবে ঠিক কতটা আসক্ত তুমি মোবাইলে হয়ে পড়েছো, যখন থেকে থেকেই মনে হবে ফোনটা দেখলে ভালো হয়।
      পরীক্ষা করে দেখে নিতে পারো। কারণ এভাবে জীবনকে অসাড়ভাবে দ্রুত ফুরিয়ে লাভ নেই। একটা সময় দুনিয়াতে নেশা সৃষ্টি হয়েছিল। পরে নেশামুক্তি কেন্দ্র। এই মোবাইলও অদূর ভবিষ্যতে তোমাকে সাইকো পেসেন্ট বানিয়েই ছাড়বে। তোমাকেও তখন রিহ্যাবের সাহায্য নিতে হবে।
      সেটা যাতে এই জন্মে না করতে হয়, এখন থেকেই সচেতন হও।
      এটা একটু শেয়ার করে দিও। সামান্য হলেও যদি সচেতনতা আসে, সেটাও অনেক।
      Collected

    • @SoniaSuvra
      @SoniaSuvra หลายเดือนก่อน +4

      Rights Amer o sohomot

    • @MuhammadJahedullah
      @MuhammadJahedullah หลายเดือนก่อน

      Jara or sate giyecio oray oke maryce oderkio koros payar diye marte hobe

    • @mahfuzmahfuz4257
      @mahfuzmahfuz4257 หลายเดือนก่อน

      রাইট

  • @MdSalauddin-np9xn
    @MdSalauddin-np9xn หลายเดือนก่อน +148

    ওনার কথাগুলো যুক্তিসঙ্গত

  • @FerdausSordhar
    @FerdausSordhar หลายเดือนก่อน +3

    আমাদের স্কুলের সবার প্রিয় সভাপতি আপনার জন্য আজ আমরা সত্যি গর্ব অনুভব করি। আপনার কথা সত্যি অনুপ্রেরণা আমার জন্য এবং আমার ক্লাসমেটদের জন্য। আমরা সত্যি পেরেছি আপনার জন্য।আপনার কথাগুলো সত্যি খুবেই মুল্যবান।আপনি আমাদের তরুণদের জন্য খুবেই গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমারদের স্রদ্বেয় স্যার। আপনার জন্য মন থেকে দোয়া রইলো। আপনি আমারদের আইডল। আপনার দেখানো পথ অনুসরণ করার চেষ্টা করবো ইন শা আল্লাহ।

  • @tufazzulsyed4846
    @tufazzulsyed4846 หลายเดือนก่อน +72

    অত্যন্ত সত্য কথা বলেছেন মেজর সাহেব।

  • @LiloHaidar
    @LiloHaidar หลายเดือนก่อน +114

    এভাবে দেশ প্রেমিক সেনাকর্মকর্তার মৃত্যু কখনো কাম্য ছিল না! অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

  • @MdMonir-us2df
    @MdMonir-us2df หลายเดือนก่อน +113

    যৌথ অভিযানে নিজের দেশ সুরক্ষার জন্য সেনাবাহিনীকে ফায়ার করার অনুমতি দেওয়া হোক

    • @md.akmaluddin-ok2mh
      @md.akmaluddin-ok2mh หลายเดือนก่อน +13

      ডাকাত কে গুলি করার জন্য অনুমতি লাগবে কেন ❓

    • @murder2165
      @murder2165 หลายเดือนก่อน

      অনুমতির গুষ্টি কিলাই আমি যদি কোন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যায় আর সেখানে যদি প্রতিপক্ষের দিকে আমার দিকে গুলি আসে তাহলে তাহলে আমি পাল্টা গুলি ছুড়বোই হতে পারে সেটা আমার সেনাপ্রধান কিংবা প্রধানমন্ত্রী। কেননা এইটা একটা যুদ্ধক্ষেত্রে সেখানে প্রতিপক্ষের প্রান না নিতে পারলে নিজের প্রাণটাকে হারাতে হতে পারে। আর আমি যদি হত্যার শিকার হয় তাহলে কারও কোন ক্ষতি হবে না। আমার বউ হবে বিধবা,সন্তানেরা হবে এতিম,বাবা মা তাদের কলিজার সন্তান হারা হবে। তাই অপরাধীর সাথে কোন ভাবেই আপোষ করা উচিত হয়নি।

    • @mdshahalam7459
      @mdshahalam7459 หลายเดือนก่อน +4

      কারো অস্ত্র লোডেড ছিলো না।গুলি ছাড়া অস্র নিয়ে অপারেশন এ যাওয়া রহস্যজনক।

    • @delowarhossainn3880
      @delowarhossainn3880 หลายเดือนก่อน

      ভাই লাইভ বুলেট ছিলো ৩০ রাউন্ড তাও কামান্ডারের কাছে তাহলে কিভাবে এই অভিযান পরিচালনা করলো।

  • @MymunaAkter-p5i
    @MymunaAkter-p5i หลายเดือนก่อน +140

    আমিও একমত কি করে সম্ভব অফিসারকে মারছে আর অন্যরা নিস্চুপ দশক হয়ে দেখছে তাও সেনাবাহিনির পক্খে কিভাবে পসিবল সঠিখ ইনভেসটিকেশন করা হোক

    • @vbu344
      @vbu344 หลายเดือนก่อน

      সব সেনা ব্যারাকের বাইরে সবার হাতেই অস্ত্র আছে আলাদা করে লীগ আর্মি বের করা সম্ভব না,
      আমার ধারনা শেখ হাসিনার নির্দেশেই পাহাড়ে পরিকল্পিতভাবে আন্দোলন হয়েছিলো, আওয়ামী বিরোধী সেনাদের নিরস্ত্র রাখতে। র(WAR) হাসিনার ধারণা ছিলো এত দিনে সব সেনা লিগ হয়ে গিয়েছে।

    • @MdHabib-hw4db
      @MdHabib-hw4db หลายเดือนก่อน +1

      Oderke ainer awtai ante hobe

  • @anantatripura2551
    @anantatripura2551 หลายเดือนก่อน +36

    সত্যি উনার কথায় যুক্তি আছে, খুবই দুঃখের বিষয় এই মৃত্যু মেনে নেয়া যায় না, বার বার শুধু প্রশ্ন আসে যে তার সাথে থাকা সৈনিকরা কি করল...? নিশ্চয়ই এখানে কোন ঘাবলা আছে মনে হয় তাই তদন্তের দাবি করছি

  • @asmakhanam8909
    @asmakhanam8909 หลายเดือนก่อน +70

    কোন সেনা সদস্য কে আর মরতে দেখতে চাই না, সকল সেনাবাহিনীর এটা নিয়ে আরও অনেক বেশি সচেতন হতে হবে। এটা নিয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।

  • @minarchattogram72
    @minarchattogram72 หลายเดือนก่อน +4

    খুবই মর্মান্তিক ঘটনা!! একজন দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারই সহযোদ্ধাদের সামনে চুরি দিয়ে একের পর এক ছুরিকাঘাতে জর্জরিত করেছে।কিন্তু সাথে থাকা সহযোদ্ধারা শুধু চেয়ে চেয়ে দেখছে।তাদের কিছুই করার ছিল না!!!

  • @sarifulhasan8628
    @sarifulhasan8628 หลายเดือนก่อน +54

    নিজদেশের সেনার মৃত্যু কোনো দেশপ্রেমিক মানুষ মেনে নিতে পারেনা,এটি আসলেই বেদনাদায়ক খবর। 😢😢😢

  • @rafiquzzaman3805
    @rafiquzzaman3805 หลายเดือนก่อน +54

    সেনা অফিসার হত্যা আমরা (অব) প্রাপ্ত সেনা সদস্য গন কোন ভাবে মেনে নিতে পারছিনা। হত্যাকারী বিচার চাই ক্ষতি পুরন দেওয়া হোক।

    • @mijanurrahman6542
      @mijanurrahman6542 หลายเดือนก่อน

      ক্ষতিপূরণ হবে কি।তানজিমকে আমরা ফেরত পাব কখনও।

  • @SM7777-f5n
    @SM7777-f5n หลายเดือนก่อน +99

    এই লেফটেন্যান্ট এর মৃত্যুর জন্য তার কমান্ডার দায়ী এবং সেনাপ্রধান দায়ী।

    • @hasnathabib958
      @hasnathabib958 หลายเดือนก่อน

      ঠিক ☝

    • @faieqahanaf6387
      @faieqahanaf6387 หลายเดือนก่อน

      Right

    • @MdshamimMdshamim-hf8wt
      @MdshamimMdshamim-hf8wt หลายเดือนก่อน +1

      তার সহকারীরা ও দায়ী

    • @shahanabikhan6008
      @shahanabikhan6008 หลายเดือนก่อน

      ​@@MdshamimMdshamim-hf8wtসহকারীরকে গুলি দিছে কিন্তু এম দেয় নাই

    • @FarzanaTama
      @FarzanaTama หลายเดือนก่อน

      এটাই চেয়েছে,, সেনাদের মধ্যে গন্ডগোল বাধিয়ে দেতে

  • @MdselimUddin-h9c
    @MdselimUddin-h9c หลายเดือนก่อน +39

    খুবই মর্মান্তিক ঘটনা😢

  • @BDSports-p7b
    @BDSports-p7b หลายเดือนก่อน +75

    সহযোদ্ধাকে মেরে ফেলছে কিভাবে এরা দেখে 😡😡😡

    • @Mdatikuzzaman-f7y
      @Mdatikuzzaman-f7y หลายเดือนก่อน +7

      আমি থাকলে অনুমতি না থাকলে ও আগে ক্রস ফায়ার দিয়ে দিতাম পারে টা পরে।

    • @dead-man-007
      @dead-man-007 หลายเดือนก่อน +4

      সেনাবাহিনীর কাছে নাকি গুলি ছিল না।

    • @shahanabikhan6008
      @shahanabikhan6008 หลายเดือนก่อน

      গুলি ছিলো বাট এম ছিলো না এটা নিছক একটা হত্যা​@@dead-man-007

    • @MdHabib-hw4db
      @MdHabib-hw4db หลายเดือนก่อน

      ​@@dead-man-007guli na thakle ki Jonno operation e gelo faizlami noy ki?chhatroder guli korar somoyto guli chhilo

    • @MathsMaths-j4j
      @MathsMaths-j4j หลายเดือนก่อน

      ভাই গুলি ছিল আসল amo দেয়নি। ট্রেনিং এর গুলি দিছিলো।​@@Mdatikuzzaman-f7y

  • @KamrulHasan-re9uh
    @KamrulHasan-re9uh หลายเดือนก่อน +26

    সেনাপ্রধানকে অনুরোধ করবো এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে নতুবা আপনার অনুগতরা আপনার উপর আস্থা হারিয়ে ফেলবে।

  • @shobujbangla1971
    @shobujbangla1971 หลายเดือนก่อน +81

    প্রয়োজন হলে অবশ্যই গুলি করার পাওয়ার দিতে হবে এই ধরনের অভিযানে । নতুবা আমাদের সেনাদের দুঃখ জনকভাবে জীবন দিতে হবে যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এই মৃত্যুর জন্য পলিসি দায়ী। এই গুলো নিয়ে আরও গবেষণা হওয়া দরকার।

    • @habiburrahman8814
      @habiburrahman8814 หลายเดือนก่อน +7

      অভিযানে আবার কিসের অরডার লাগে।

    • @MdHabib-hw4db
      @MdHabib-hw4db หลายเดือนก่อน +1

      Orderer gulli Mari jibon biponnonholei guli kora badhdhtamulok kiser order?

  • @mdkhalilurrahman176
    @mdkhalilurrahman176 หลายเดือนก่อน

    খুবই দুঃখ জনক ঘটনা, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। সঠিকভাবে তদন্ত হওয়া উচিত...

  • @Mdnasir-rx8qo
    @Mdnasir-rx8qo หลายเดือนก่อน +41

    এই অপারেশন করার জন্য যে আদেশ দিয়েছে, যারা সহযোগী ছিলো তাদেরকে রিমান্ডে নেওয়া হোক, কেন তারা এ্যমানেশন ছাড়া অপারেশনে গেল, এবং কার কথায় এভাবে অপারেশন করতে গেলো

  • @mdgolammostofa7011
    @mdgolammostofa7011 หลายเดือนก่อน +25

    একজন তরুণ সেনাকর্মকর্তা বয়সও কম সুতরাং তাকে কেন একাই ছেড়ে দেয়া হলো, সে-তো এখনো ভালো ভাবে জানেনা সনত্রাসীরা কত ভয়ানক হতে পারে।

  • @kadirsheikh3279
    @kadirsheikh3279 หลายเดือนก่อน +76

    এটা অবশ্যই তদন্ত করা উচিত এটাতে কোন সেনা সদস্য জড়িত আছে কিনা বা অন্য কেউ জড়িত আছে কিনা তদন্ত করা উচিত

    • @vbu344
      @vbu344 หลายเดือนก่อน

      সব সেনা ব্যারাকের বাইরে সবার হাতেই অস্ত্র আছে আলাদা করে লীগ আর্মি বের করা সম্ভব না,
      আমার ধারনা শেখ হাসিনার নির্দেশেই পাহাড়ে পরিকল্পিতভাবে আন্দোলন হয়েছিলো, আওয়ামী বিরোধী সেনাদের নিরস্ত্র রাখতে। র(WAR) হাসিনার ধারণা ছিলো এত দিনে সব সেনা লিগ হয়ে গিয়েছে।

    • @YousufAhmod-xx9gy
      @YousufAhmod-xx9gy หลายเดือนก่อน +2

      Right

    • @somyaakter2703
      @somyaakter2703 หลายเดือนก่อน

      yes, সঠিক কথা

  • @2010sumon
    @2010sumon หลายเดือนก่อน +35

    নিজের আত্মরক্ষার জন্য কেন অস্ত্র রাখলো না কেন ? একদম মেজর সিনহার ঘটনার মতো অবস্থা।

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 หลายเดือนก่อน +1

      Porikolpito Ki Na Ke Jane ?

    • @shahanabikhan6008
      @shahanabikhan6008 หลายเดือนก่อน +4

      ​@@shahidachoudhury6925পরিকল্পিত হত্যা করা হইছে এটা 😭

  • @Hossain-w2b
    @Hossain-w2b หลายเดือนก่อน +3

    খুবই দুক্ষজনক এবং উদবেগজনক। সত্যিই যাহা পিলখানাকেও হার মানায়। মেজর সাহেবের বক্তব্যকে স্বাগত জানাই।

  • @user-rg3jm2hm5g
    @user-rg3jm2hm5g หลายเดือนก่อน +16

    এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

  • @nasirrayhan1153
    @nasirrayhan1153 หลายเดือนก่อน +16

    সুন্দর কথা বলেছেন

  • @Badardakua
    @Badardakua หลายเดือนก่อน +27

    এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না

  • @kamarulkamarul6611
    @kamarulkamarul6611 หลายเดือนก่อน +23

    যে কাজ রেব এবং পুলিশ করবে আজকে সেই কাজ একজন সেনা ক্যাপ্টেন করতে গিয়ে তার জীবন আত্মহুতি দিয়েছে আমরা খুব লজ্জিত এবং জাতি খুব মর্মাহত

  • @medicinemediamm7238
    @medicinemediamm7238 หลายเดือนก่อน +21

    এই হত্যা সত্যি মেনে নেয়া যায় না। এই হত্যা কান্ডের বিচার দাবি জানাচ্ছি।
    এবং সেনাবাহিনীকে কঠোর থেকে কঠোর হবার অনুরোধ জানাচ্ছি তা না হলে ভবিষ্যৎ এ এটা চরম আকার ধারণ করতে পারে।

  • @themirror1812
    @themirror1812 หลายเดือนก่อน +17

    তাহলে দেশে যুদ্ধ হলে সেনাবাহিনী কি করবে তা আর বোঝার বাকি থাকে না

  • @MdMohiuddinRashed
    @MdMohiuddinRashed หลายเดือนก่อน +11

    এই ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্তকে বহিষ্কার করা উচিত । এবং সেখানে সেনা প্রধানের কি ভূমিকা ছিল সেটা জানা উচিত ,দোশি হলে তাকেও দরখাস্ত করা উচিত ।

  • @AlameenAlee
    @AlameenAlee หลายเดือนก่อน +12

    ভাই , এটা পরিকল্পিত হত্যা।

  • @IrfanIslamChowdhury
    @IrfanIslamChowdhury หลายเดือนก่อน +14

    সাগর ভাই, আর্মি মারা গেলে সাধারণ জনগণ কোথায় যাবে, আইন পরিস্থিতি নিয়ে সং্খিত

  • @nargis9011
    @nargis9011 หลายเดือนก่อน +3

    সেনাবাহিনীর এই ধরনের কর্ম কান্ডে জাতি উদ্বিগ্ন।

  • @mdfarukahmed452
    @mdfarukahmed452 หลายเดือนก่อน +16

    যে অভিযানের মেন কর্মকর্তা সে হয়তো RAW এর এজেন্ট

  • @ShopikulIslam-he5ft
    @ShopikulIslam-he5ft หลายเดือนก่อน +3

    এটা কোন ভাবে মেনে নেওয়া যায় না খুব ই দুঃখ জনক ঘটনা সুষ্ঠু তদন্ত করার দরকার উনি খুব ই যুক্তিক কথা বলেছেন

  • @hasib9067
    @hasib9067 หลายเดือนก่อน +20

    একজন সেনা অফিসারকে সাধারণ সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে ফেলল কি ভাবে ওদের ট্রেডিং কোথায় গেল?

    • @emdadmasum5278
      @emdadmasum5278 หลายเดือนก่อน

      r dakat dol aga taka janto j oder kase amo nai, ata akta porekolpona.

  • @abunaif816
    @abunaif816 หลายเดือนก่อน

    সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @JoynulAbeden-n8m
    @JoynulAbeden-n8m หลายเดือนก่อน +22

    সেনা বাহিনী তে এখনও র আছে।

  • @ShuebShueb-bd1ss
    @ShuebShueb-bd1ss หลายเดือนก่อน +32

    বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতীয় র এজেন্ট এখনো সক্রিয় রয়েছে।

  • @md.shahidullah472
    @md.shahidullah472 หลายเดือนก่อน +2

    আমি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাথে সহমত পোষণ করছি, ওনার কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ

  • @MdFarhan-qv5ik
    @MdFarhan-qv5ik หลายเดือนก่อน +6

    ধিক্কার জানাই তাকে যিনি গুলি ছাড়া তানজিমের দলকে পাঠিয়েছে।এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

  • @mohsinkabir221107
    @mohsinkabir221107 หลายเดือนก่อน +13

    আল্লাহ পাক তানজিম কে জান্নাত নচিব করুন।
    শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শোক সইবার ক্ষমতা দান করুন।

  • @YasinYasin-cj3iz
    @YasinYasin-cj3iz หลายเดือนก่อน +2

    শেখ হাসিনার সকল ধরনের প্রচার প্রচারণা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা করা হোক। শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে প্রচার হওয়ায়, বাংলাদেশে এত অশান্তি এবং বিশৃঙ্খলা।

  • @Kawsar-ri7xg
    @Kawsar-ri7xg หลายเดือนก่อน +10

    ওনার কথায় যুক্তি রয়েছে

  • @aldhahirah2130
    @aldhahirah2130 หลายเดือนก่อน +14

    খুবই দুঃখজনক ঘটনা, আমি খুবই মর্মাহত।

  • @AffectionateGreatDane-qe9oe
    @AffectionateGreatDane-qe9oe หลายเดือนก่อน +3

    সেলুট রিজাউল রহমান স্যার কে সত্য তুলে ধরার জন্যে।

  • @milonkhan6978
    @milonkhan6978 หลายเดือนก่อน +10

    এটা পরিকল্পিত

  • @alimahmudfaisal7885
    @alimahmudfaisal7885 หลายเดือนก่อน

    ছাত্র জনতা এক হও আমরা হবো মুক্তি সেনা

  • @আমরাবাংগালী
    @আমরাবাংগালী หลายเดือนก่อน +4

    সঠিক বিচার করতে হবে।

  • @nasirrayhan1153
    @nasirrayhan1153 หลายเดือนก่อน +5

    মর্মান্তিক ঘটনা!!

  • @GazipurDhaka-c3l
    @GazipurDhaka-c3l หลายเดือนก่อน

    বাংলাদেশের আদালত গুলো এজন্য দায়ী। জামিন দেওয়া বিচারককে আইনের আওতায় আনার জোরে দাবী জানাচ্ছি।

  • @masukhmomin1679
    @masukhmomin1679 หลายเดือนก่อน +11

    তাহলে এতো ফায়ারিং অনুশীলন করে লাভ কি😢😢😢

  • @ModhuMiah-qi4cg
    @ModhuMiah-qi4cg หลายเดือนก่อน +3

    You are right 👍👍👍 or bichar caii.....

  • @Md.abusalehMd.neamotulla-ol5ki
    @Md.abusalehMd.neamotulla-ol5ki หลายเดือนก่อน

    ভাইরাইট❤। সত্যকথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @Bdaugust24
    @Bdaugust24 หลายเดือนก่อน +7

    বর্তমান সেনাবাহিনীর অবস্থা হল এমন দেখি বেটা কি করে এমন করতে করতে বেটায় মেরে চলে গেল কিন্তু সৈনিকগন শুধু দেখেই আছে

  • @mahamudalucky8391
    @mahamudalucky8391 หลายเดือนก่อน +2

    Agreed. Should be punished

  • @Daloir420
    @Daloir420 หลายเดือนก่อน +8

    আমাদের সেনাবাহিনী অলস হয়ে গেছে এদের দিয়ে কি হবে আমি জানিনা,, গুলি ছাড়া অস্ত্র নিয়ে গিয়ে কোপ খেয়ে মরে,, এমনটা কোন দেশের সেনাবাহিনীতে গঠতে পারেনা। এইসব শুনলে কষ্ট হয় আবার রাগও হয়।

  • @muinuddinpathan1137
    @muinuddinpathan1137 หลายเดือนก่อน +11

    এটা লজ্জার

  • @ivanthian1
    @ivanthian1 หลายเดือนก่อน +5

    😢😢আমাদের দেশ প্রেম এর অভাব

  • @ajoysorker3457
    @ajoysorker3457 หลายเดือนก่อน +1

    Absolutely right your logic.

  • @voiceofjamalpur460
    @voiceofjamalpur460 หลายเดือนก่อน +3

    এখানেই প্রমানিত হয় উপরের নিদের্শে আমাদের একজন অফিসার হারালাম। এখানের Raw এর এজেন্ড বস আছে। উপরোক্ত অফিসারকে দ্রুত বিচারর আওতায় আনতে হবে। তা না হলে খবর আছে।

  • @ParulBegum-kt6bp
    @ParulBegum-kt6bp หลายเดือนก่อน +1

    সত্য কথা তীব্র নিন্দা জানাচ্ছি

  • @MdJahangirAlam-ho6dd
    @MdJahangirAlam-ho6dd หลายเดือนก่อน +5

    এর সঠিক বিচার চাই 😢😢😢

  • @ontormia130
    @ontormia130 หลายเดือนก่อน

    Right kotha bolce.❤

  • @mdrobiul4520
    @mdrobiul4520 หลายเดือนก่อน +3

    আমাদের ও একৈ প্রশ্ন, তাই ওনার সাথে থাকা বাকি সদস্যদের প্রতি ধিক্কার জানাচ্ছি।

  • @E.M.KHAN1995
    @E.M.KHAN1995 หลายเดือนก่อน +3

    সেনাবাহিনীর হাত বা বাঁধা রয়েছে।

  • @SohelAhmed-p7z
    @SohelAhmed-p7z หลายเดือนก่อน +1

    অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সেনাবাহিনী প্রধানের কাছে উত্তম বিচার প্রত্যাশা করছি।

  • @Nayeemahammed-tz6fw
    @Nayeemahammed-tz6fw หลายเดือนก่อน +4

    খুবই দুঃখজনক, এত রিস্কি একটা যায়গায় অপরেশনের জন্য আরো সিনিওর কাওকে পাঠানো দরকার ছিলো।

  • @mdtanvir7831
    @mdtanvir7831 หลายเดือนก่อน +3

    Eita plan er onso cilo.. Er todonto hote hobe..👍👍

  • @AbdulAwal-fl4xv
    @AbdulAwal-fl4xv หลายเดือนก่อน +2

    স্যার এ্যামোনেশ না থাকলে কি প্রতিহত করা যায় না।সব কাপুরুষ এদের বিচার চাই। আমার কমান্ডারকে ছুরিকাঘাত করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো বাহ বাহ।এক সংগে সবাই বাঁচবে প্রয়োজন হলে সবাই মরবে এটাই সেনাবাহিনীর নিয়ম। যিনি পাঠিয়েছেন লাইভ এ্যামো ছাড়া কেমনে পাঠাতে পারলেন?তাও আবার অপারেশনে।

  • @MdSaiful-cs9ur
    @MdSaiful-cs9ur หลายเดือนก่อน +4

    সেনাবাহিনীর প্রধান কে অনুরোধ জানাই। আপনি আরো কঠিন হোন। আমাদের আর একজন সেনা সদস্য কে হারাতে চাই না।

  • @zakirafsary470
    @zakirafsary470 หลายเดือนก่อน +2

    খুবই কষ্টদায়ক।

  • @AsrfulMondol
    @AsrfulMondol หลายเดือนก่อน +4

    সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে হবে এবং তাদেরকে এক শোন নেওয়ার শুরু করতে হবে

  • @MdRk-jg7np
    @MdRk-jg7np หลายเดือนก่อน +10

    এটা খুবই দুঃখজনক একটা বিষয়,যা আমাদের হৃদয়টাকে নাড়া দিয়ে গেলো ।

    • @mongojhor9289
      @mongojhor9289 หลายเดือนก่อน +1

      এখন মুড়ি খান

    • @koucherakter6808
      @koucherakter6808 หลายเดือนก่อน

      Sob ora dokhol kore ache. Sudu osanti korteche

  • @MonsurMiah-m6m
    @MonsurMiah-m6m หลายเดือนก่อน

    ধন্যবাদ মেজর রেজা স্যারকে

  • @MdNazrul-ci6rd
    @MdNazrul-ci6rd หลายเดือนก่อน +3

    তদন্ত পূর্বক সঠিক শাস্তির ব্যবস্থা করা হোক

  • @mohammadmuradhossan3022
    @mohammadmuradhossan3022 หลายเดือนก่อน

    সুন্দর কথা বলেছেন।এই আর্মি অফিসার।

  • @md.a.jalilgazi8694
    @md.a.jalilgazi8694 หลายเดือนก่อน +12

    ছুরি দিয়া ফেস টু ফেস কমান্ডার কে হত্যা করে এটাও এই বাংলায় দেখতে হবে। বড় কষ্ট হয় এই সেনাবাহিনী ভাইদের জন্য জন্য। এটা দক্ষতার কোন ঘাটতি, নাকি কোন অবহেলা তদন্ত করে সঠিক বিচার করা হোক।

    • @faieqahanaf6387
      @faieqahanaf6387 หลายเดือนก่อน

      সঠিক বিচার করা হোক

    • @Right1234sure
      @Right1234sure หลายเดือนก่อน

      আগে গুলি করা হয়!

  • @MobassiraKhan-r6y
    @MobassiraKhan-r6y หลายเดือนก่อน +3

    আমি মনে মনে এই সন্দেহ টাই করতেছিলাম

  • @delowarhossainn3880
    @delowarhossainn3880 หลายเดือนก่อน

    অবশ্যই সঠিক তদন্ত এবং বিচার দাবি করছি।

  • @TheOrionOracle
    @TheOrionOracle หลายเดือนก่อน +23

    আমাদের অর্জিত 'দ্বিতীয় স্বাধীনতার' সুফল ভোগ করতে পারবোনা যতক্ষণ পর্যন্ত হাসিনাকে বিচারের সমুখীন করা হবে । 😭😭😞

  • @MdJamal-jn4dq
    @MdJamal-jn4dq หลายเดือนก่อน +1

    স্যার আপনার প্রত্যক অপারেশনের সফলতা পেয়েছেন আপনাদের পাশে ছিলাম আপনার সুপরিকল্পনায় প্রত্যেকটা অপারেশনই আমরা সাকসেসফুল হয়েছি

  • @ataullahtanvir7562
    @ataullahtanvir7562 หลายเดือนก่อน +4

    সেনাবাহিনীতে র আছে

  • @evaabegum701
    @evaabegum701 หลายเดือนก่อน +1

    We wants justice

  • @MdBablu-iw6zb
    @MdBablu-iw6zb หลายเดือนก่อน

    RIGHT ❤❤❤

  • @mdtaslim6048
    @mdtaslim6048 หลายเดือนก่อน +5

    এটা কোন দুর্বল প্লানিং এর অংশ কিনা সেটা অবশ্যই এখন জনগণের মনের এখন জনগণ আমরা সবাই ভাবছি যে এটা কোন সিনহার মত খুব প্ল্যানিং ভাবে করেছে কিনা এখনো যদি এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে বাংলাদেশে নিরাপত্তা সংস্থাগুলি দুর্বলতা প্রকাশে আসছে বাংলাদেশের প্রতিটি সেক্টরে নিরাপত্তা ঝুঁকি রয়েছে দেখা যাচ্ছে এখন তাহলে জনগণ কি অবস্থা হবে বলো

  • @munirhossenmunir8546
    @munirhossenmunir8546 หลายเดือนก่อน

    প্রকৃত সেনা সদস্যের মত কথা বললেন।

  • @mdnabirhossain4224
    @mdnabirhossain4224 หลายเดือนก่อน +4

    Right

  • @obaidulhaquechowdhury2801
    @obaidulhaquechowdhury2801 หลายเดือนก่อน +1

    সেনা কর্মকর্তা হত্যার দৃষ্টান্ত মূলক বিচার চাই।

  • @tofazzelhossaintuhin4074
    @tofazzelhossaintuhin4074 หลายเดือนก่อน +5

    এটা কোনভাবে মেনে নেওয়া যায় না

    • @mongojhor9289
      @mongojhor9289 หลายเดือนก่อน +1

      তালে কেমনে মানবেন

  • @NusratJahan-zh5pu
    @NusratJahan-zh5pu หลายเดือนก่อน +1

    এটার বিচার হতে হবে

  • @moni77-re4uk
    @moni77-re4uk หลายเดือนก่อน

    রাইট কথা বলছেন

  • @gessanahmed3659
    @gessanahmed3659 หลายเดือนก่อน +4

    Tanjim very. Young officer . I am very sed …

  • @salauddinjony3068
    @salauddinjony3068 หลายเดือนก่อน +3

    অন্য সেনাবাহিনীর কাজ কি ছিল জবাব চাই

  • @mkwazbanglabd.9390
    @mkwazbanglabd.9390 หลายเดือนก่อน +3

    তার সৈন্যরা কি করলো??😢😢

    • @saiffnagor6025
      @saiffnagor6025 หลายเดือนก่อน

      তানজিম ছিল টিম কমান্ডার,সে নিজেও জানে তার সাথের লোকজনের কাছে ব্লাংক এমুনেশান যা দিয়ে তারা কিছুই করতে পারবে না।তবে ওনাকে যারা অপারেশনে পাঠিয়েছে তাড়া চরম অন্যায় করেছে।

  • @MdShihab-sc4hn
    @MdShihab-sc4hn หลายเดือนก่อน

    Thik bolesen sir👍