বইমেলায় গায়ত্রী উচ্চারণ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2023
  • গত বছরের মতোই এবারেও বইমেলা প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। উপলক্ষ ‘অনুষ্টুপ’ প্রকাশনীর ‘ফ্যাসিবাদ’ সংখ্যাটির মোড়ক উন্মোচন। জার্মানিতে রাজনৈতিক ফ্যাসিবাদের আত্মপ্রকাশের একশো বছর পরে ভারতে এবং সাড়া বিশ্বে ফ্যাসিবাদের পরিবর্তিত রূপকেই ধরতে চেয়েছে সংখ্যাটি। যার মধ্যে স্থান পেয়েছে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের একটি নিবন্ধও। তবে শুধু এটুকুই নয়। বইমেলা প্রাঙ্গনে তাঁর পা রাখার আরও কিছু কারণ ছিল।
    ‘অনুষ্টুপ’ প্রকাশনীর অন্যান্য কয়েকটি বইয়েরও উদ্বোধন করলেন তিনি। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নিম্নবর্গ তত্ত্বের অন্যতম প্রণেতা, ইতিহাসবিদ রণজিৎ গুহের কয়েকটি প্রবন্ধের সংকলন ‘সাহিত্যের সত্য’। এই বছর রণজিৎ গুহের জন্মশতবর্ষ। সেই উপলক্ষেই প্রকাশিত হল সংকলনটি। গায়ত্রীর কথায় উঠে এল রণজিৎ গুহের কাজ সম্পর্কে তাঁর শ্রদ্ধা এবং কয়েকটি জরুরি মূল্যায়নও।
    গত ২ ফেব্রুয়ারি বইমেলার প্রেস-কর্নারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়ও। গায়ত্রীর সঙ্গে তাঁর কথোপকথনে উঠে এল তাঁদের ছাত্রজীবনের নানা হারানো মুহূর্তের কথাও। যে মুহূর্তগুলির মধ্যেই কোথাও হয়তো লুকিয়ে ছিল এক প্রতিবাদী সত্তার নির্মাণের বীজ। অন্তত তেমনটাই মনে করেন তাঁরা। আর তাই অশীতিপর বয়সে এসেও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক মঞ্চে জোট বাঁধতে ছুটে আসেন। তাঁদের ভাবনা আমাদেরও ভাবতে সাহায্য করে। নানা অজানা প্রশ্নের উত্তর খোঁজার রসদ জোগায়।
    সেদিনের সেই আলোচনাটি রইল প্রহরের দর্শকদের জন্য -
  • บันเทิง

ความคิดเห็น • 5

  • @tazirulhoque3926
    @tazirulhoque3926 ปีที่แล้ว +1

    এই ভিডিওগুলি একদিন মহামূল্যবান সম্পদ হবে

  • @mitalibhattacharya823
    @mitalibhattacharya823 ปีที่แล้ว

    🙏❤

  • @oncologysengupta1561
    @oncologysengupta1561 6 หลายเดือนก่อน

    This video is a classic example of snobbish intellectuals who do not care about their own audience. Such a quality of recording!!!

  • @ADsocrates0010
    @ADsocrates0010 ปีที่แล้ว

    এইসব বক্তব্যগুলো আখর। এটা কবে অনুধাবন করব আমরা?..একটু ভালো সাউন্ড রেকর্ডিং এর ব্যবস্থা করতে পারলেন না উদ্যোক্তারা???এইসব মুহুর্ত অমূল্য।

  • @rir7507
    @rir7507 ปีที่แล้ว

    Heidegger er Being and Time er ekta translation khubi baje! Tabuo bhalo notun anubad ta! Kintu Guha bachlen baje anubad ta! Subaltern ra bhalo itihas chitchate! Thik jemon bonyera bone sunder!