কুড়িগ্রামের চরে | এই দেশে ভিন্ন জগতে! | Jatrapur | Kurigram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2022
  • আমাদের দেশের সীমান্তবর্তি জেলা কুড়িগ্রামের এক নিভৃত চর ছিল আমাদের গন্তব্য। সেখানে যাওয়ার পথে যাত্রাপুর হাট হয়ে যেতে হয়। এই হাট যেন আমাদের মনে করিয়ে দিল প্রায় হারাতে বসা হাজার বছরের আবহমান বাংলার সেই চিরচেনা রূপ...
    সাবস্ক্রাইব করবেন? ক্লিক করুনঃ goo.gl/jzk7tB
    ফেসবুকে সাথে থাকতে চাইলে, এখানে ক্লিক করুনঃ / munzurulkarimtv
    Subscribe & Stay Connected...
  • บันเทิง

ความคิดเห็น • 957

  • @labin2309
    @labin2309 ปีที่แล้ว +47

    আলহামদুলিল্লাহ, এই মানুষ গুলোর তুলনায় আমরা কতই না ভালো আছি।।
    আল্লাহ এই মানুষগুলোর কষ্ট লাঘব করুন।।।

  • @NadimVlog
    @NadimVlog ปีที่แล้ว +66

    বাংলাদেশের প্রত্যন্ত চরগুলোর মানুষের জীবন সত্যিই বিচিত্র সংগ্রামের। তাদের কাছ থেকে জীবন সংগ্রামের অনেক কিছু শেখার আছে।মহান আল্লাহ ভালো রাখুক প্রতিটা প্রানকে।
    আর মনজুরুল করিম ভাই ধন্যবাদ আপনাকেও।

  • @himalychoudhury7293
    @himalychoudhury7293 ปีที่แล้ว +103

    মানুষ... ঘোড়া.. সবার জন্য মায়া লাগে... ইস্ আমরা কতো ভাগ্যবান, কত আরামে থাকি.....!!!!😢😥😢

    • @rubelahmed956
      @rubelahmed956 ปีที่แล้ว

      Sotti bolte amr choke Pani ase gelo ?

  • @emrankabir8484
    @emrankabir8484 ปีที่แล้ว +47

    অসংখ্য ধন্যবাদ। কুড়িগ্রাম জেলার অবহেলিত মানুষের জীবনযাত্রার মান সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আমরা কুড়িগ্রামবাসী সকলের কাছে একটা অবহেলিত , দরিদ্র জনগোষ্ঠ

  • @mdmushamia5324
    @mdmushamia5324 ปีที่แล้ว +26

    কিছুক্ষণের জন্য মনে হলো,, নিজের চেনা পথটা হেটে আসলাম। আমার জেলা লালমনিরহাট,, কিন্তু কুড়িগ্রামের এই জায়গা আমার চিরচেনা।।। ধন্যবাদ ভাইয়াকে আমাদের উত্তর বঙ্গের গ্রামীণ চিত্র তুলে ধরার জন্য।।।

  • @chemiphilians6802
    @chemiphilians6802 ปีที่แล้ว +47

    ধন্যবার, এই অবহেলিত জনপদ কে আর সুবিধাবঞ্চিত মানুষের জীবনকে সামনে তুলে আনার জন্য। কুড়িগ্রাম আমার জন্মজেলা ❤️

  • @s.m.faizurrahman714
    @s.m.faizurrahman714 ปีที่แล้ว +39

    গ্রাম বাংলার জীবনের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ

  • @ajadrahaman5352
    @ajadrahaman5352 ปีที่แล้ว +243

    আপনার কাছে আমরা কৃতজ্ঞ কুড়িগ্রামবাসী ভাই। আপনার এই ভিডিও সুন্দরভাবে সবার কাছে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন।আর মানুষ এখন জানতে পারবে আমরা কুড়িগ্রামের মানুষরা আসলে কতটা অসহায় জীবন যাপন করি।

    • @joynalshah8005
      @joynalshah8005 ปีที่แล้ว +5

      আলহামদুলিল্লাহ্, আমরা ভাই-ভাই।

    • @user-qw7qp3xb1m
      @user-qw7qp3xb1m ปีที่แล้ว

      আমি গুরতে যেতে চাই
      ঢাকা থেকে কিভাবে যাবো যানাবেন।

    • @sabbirgourob
      @sabbirgourob ปีที่แล้ว +1

      @@user-qw7qp3xb1m ঢাকা থেকে বাস অথবা কমলাপুর থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস অথবা রংপুর এক্সপ্রেস এ আসতে পারেন। আপনি আসার জন্য প্রস্তুতি নিলে inbox /call এ কথা বলতে পারি

  • @arrobi6544
    @arrobi6544 ปีที่แล้ว +21

    মঞ্জুর ভাই অনেক ভালো লাগলো আমাদের কুড়িগ্রামের এই এলাকা কে সামনে নিয়ে আসার জন্য,,,,
    অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই❤️❤️

  • @mdanisurrohoman9484
    @mdanisurrohoman9484 ปีที่แล้ว +17

    ধন্যবাদ ভাই কুড়িগ্রাম আসার জন্য♥️♥️♥️

  • @RakibKhan-yf8vn
    @RakibKhan-yf8vn ปีที่แล้ว +29

    ধন্যবাদ মনজুরুল করিম ভাই
    গ্রামের অজানা দৃশ্যগুলো তুলে ধরার
    এই ভিডিও না দেখলে হয়তো বুঝতে পারতাম না মানুষ কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকে
    আপনার প্রত্যেকটি ভিডিও আমি দেখি এবং নিজেও ফিল করার চেষ্টা করি সকল স্তরের মানুষের জীবন বৃত্তান্ত

  • @bappyfication
    @bappyfication ปีที่แล้ว +29

    কয়েক বছর আগে চর জীবিকায়ন প্রজেক্টের কাজে ঢাকা থেকে কুড়িগ্রাম গিয়ে শহর থেকে রিকশায় এই যাত্রাপুর ঘাটে এসে রিজার্ভ নৌকায় বিভিন্ন দুর-গহীন চরে কাজ করেছি। আজ সেইসব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই দুধকুমোর নদী দিয়ে আসাম করিমগঞ্জ সীমান্ত খুব বেশী দুরে নয়, নদীর মধ্যেই ভাগ হয়ে গেছে দেশ, কোথাও শুধু দক্ষিণ দিক ছাড়া অন্য তিন দিকেই সীমান্ত পাওয়া যায়। জীবন সংগ্রামের কঠিন চিত্রপঠ এই চরাঞ্চল।
    ধন্যবাদ ভাইয়া

    • @agami5547
      @agami5547 ปีที่แล้ว

      করিমগঞ্জ হলো সিলেট সীমান্তে, এখানে হল আসামের ডুবরী(Dhubri) & South Salmara/ Hatsingimari সীমান্ত

    • @bappyfication
      @bappyfication ปีที่แล้ว

      @@agami5547 ধন্যবাদ ভাই সংশোধন করে দেয়ার জন্য।

  • @RaselAhmed-uq6kh
    @RaselAhmed-uq6kh ปีที่แล้ว +14

    কুড়িগ্রামের বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

  • @rrrrr3
    @rrrrr3 ปีที่แล้ว +14

    এই হল আমাদের কুড়িগ্রামবাসীর জীবন। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে গোটা জাতির দৃষ্টিগোচরে কুড়িগ্রামবাসীর জীবন গাড়ীর কষ্টের কাহিনী তুলে ধরার জন্য।

  • @mofijulashamoni67230
    @mofijulashamoni67230 ปีที่แล้ว +80

    আমার বাড়ি কুড়িগ্রাম। যাত্রাপুর ইউনিয়ন বাড়ি।।এতো সুন্দর করে আমাদের এলাকা তুলে ধরা জন্য আপনাকে ধন্যবাদ স্যার।।।

    • @niloymredwan1681
      @niloymredwan1681 ปีที่แล้ว +3

      হামার বাড়িও কুড়িগ্রাম

    • @tofayeltomal4572
      @tofayeltomal4572 ปีที่แล้ว +1

      ঘুরতে যাবার ইচ্ছা

    • @dmdukemondol7479
      @dmdukemondol7479 ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম ভাই এই যাএাপুর হাট টা কবে কবে হয়

    • @mojnumiya5626
      @mojnumiya5626 ปีที่แล้ว

      @@dmdukemondol7479শনিবার এবং মঙ্গলবার

    • @id-102shazahanmridha5
      @id-102shazahanmridha5 ปีที่แล้ว

      ওখানে একটু আসতে চাই। আসলে একটু সাহায্য করা যাবে কি?

  • @mohiuddinchowdhury.6211
    @mohiuddinchowdhury.6211 ปีที่แล้ว +10

    আপনার কিছু কিছু ভিডিও, ভয়েস এবং মিউজিক অসাধারণ। এরকম ভিডিও চিত্র এবং প্রতিবেদন আমি অন্তরচক্ষু দিয়ে দেখি। দেখতে যতক্ষণ না সময় লাগে, তারচেয়ে বেশী সময় আমি কল্পনার জগতে হারিয়ে যাই। আপনার মায়ের প্রতি আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা।

  • @pampakundu1305
    @pampakundu1305 ปีที่แล้ว +15

    মনে হয় আজও কিছু মানুষ আছে -
    যাঁরা তাদের জীবন নিজেদের মাধ্যমেই নির্বাহ করেন।কোথায় দেশ কোথায় সমাজ।শুধু মাত্র প্রকৃতিই 🌿🍃 তাঁদের সহায়। "মানুষের কোনো জাত হয়না ধর্ম হয়না তারা কেবলই মানুষ"।সমস্ত ছবি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ🙏 💕 🙏💕

  • @mshafiq8051
    @mshafiq8051 ปีที่แล้ว +29

    অনেক কষ্টের জীবন আসলেই ভাই। আল্লাহ এদেরকে সুস্থ রাখুক।

  • @aralaminislamvlog2.o
    @aralaminislamvlog2.o ปีที่แล้ว +1

    আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাত্রাপুর এ জায়গায় গিয়েছিলাম 2016 সালে, আজ আপনার ভিডিওর মাধ্যমে আরেকবার জায়গাটি দেখতে পেলাম ❤❤❤❤❤

  • @BASHAR804
    @BASHAR804 ปีที่แล้ว +17

    আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমদের কে কতো সুখে রেখেছে 🤲🤲🤲🤲

  • @mohsinmd6560
    @mohsinmd6560 ปีที่แล้ว +14

    ভাল লাগল, এমন চিত্র বহুদিন দেখিনা। ক্ষনিকের জন্য হলেও অতীতে ফিরে গিয়েছিলাম।

  • @MDAZIZ-gu2eo
    @MDAZIZ-gu2eo ปีที่แล้ว +7

    সত্যিই এই বাংলাদেশেই এরকম যায়গা,মন্জুরুল ভাইয়ের বরাতে দেখতে পেলাম।মন থেকে দোয়া রইলো এই যুদ্ধ করা মানুষগুলোর প্রতি ভালো থাকুক তারা।

  • @muhammadrubelhussein4149
    @muhammadrubelhussein4149 ปีที่แล้ว +10

    আসলে এমন জীবনযাপন এই প্রথম দেখলাম!
    তাদের জীবনযাপন অনেকটা কষ্টের।

  • @ARIFVAI1988
    @ARIFVAI1988 ปีที่แล้ว +6

    কতটা ভয়াবহ সহজ সরল স্বভাবের মানুষ। জীবন যেখানে যেমন। সম্পর্ক শুধুই হোক সম্মানের, ভালোবাসার,এবং ত্যাগের।

  • @SK.SHIKDAR.8090
    @SK.SHIKDAR.8090 ปีที่แล้ว +12

    ধন্যবাদ মনজুরুল ভাই। আমাদের জেলার মানুষের জীবন যাপন তুলে ধরার জন্য।
    আমার বাসাও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। দেখছি ওমান🇴🇲 থেকে

  • @sanatsaha1616
    @sanatsaha1616 ปีที่แล้ว +19

    আমরা শহরের মানুষ জানি না যে চরের মানুষের জীবন কতো কষ্টের। এই ভিডিও টার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

  • @saifulislam-zo1sm
    @saifulislam-zo1sm ปีที่แล้ว +7

    গত বন্যায় ইদের পর দিন ই যাত্রাপুর গিয়েছিলাম ত্রান সামগ্রী নিয়ে।
    বন্যায় রূপ টা অন্য রকম সুন্দর ছিলো,যদিও সেই সৌন্দর্যের জন্য সবার কাল হয়েছিলো সময়টা।
    যাত্রাপুর বাজার থেকে সারাদিন ত্রান সামগ্রী কিনে প্যাকেট করে ট্রলারে করে ব্রাহ্মপুত্র নদির চরে চরে বিলিয়েছি।সেই ফাকেই যা সৌন্দর্য উপভোগ করার করেছিলাম।
    আসলেই চমৎকার সৌন্দর্য। মানুষ গুলাও ভালো।

  • @mozumderyasinarafat4216
    @mozumderyasinarafat4216 ปีที่แล้ว +11

    চরের জীবন জাপন অনেক কঠিন,ধন‍্যবাদ মনজুরুল করিম ভাই,ভালবাসা অভিরাম❤💯

  • @mdshihab2099
    @mdshihab2099 ปีที่แล้ว +8

    দেখলে পরান জুরাইয়া যায় আমার গ্রাম বাংলার জীবন কতইনা সুন্দর

  • @NurAminLebu
    @NurAminLebu ปีที่แล้ว +22

    ধন্যবাদ, আমাদের কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিউয়নের চিত্র তুলে ধরার জন্য। আমার গ্রামের বাড়ি পাশের ইউনিয়ন পাঁচগাছি। অনেকবার গিয়েছি যাত্রাপুরে। কুড়িগ্রামের সবচেয়ে বড় হাটবাজার হলো যাত্রাপুর বাজার।

    • @eyasinarafat590
      @eyasinarafat590 ปีที่แล้ว

      ভাই,,, ঘুরতে যেতে চাই,,, সহযোগিতা করা যাবে?? নাম্বার দেওয়া যাবে কি ❓

  • @RakibulHasan-tb5ws
    @RakibulHasan-tb5ws ปีที่แล้ว +126

    ভিডিও দেখচি আর কান্না করতেছি আমিও কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সন্তান আমার ক্ষমতা থাকলে কুড়িগ্রামের মানুষের দুঃখ কষ্ট চিরতরে দূর করে দিতাম😭😭😭🙏🙏

    • @tusharroy6092
      @tusharroy6092 ปีที่แล้ว +1

      রাজারহাট কোন এলাকায় থাকেন

    • @mdazman4267
      @mdazman4267 ปีที่แล้ว +4

      আমি রাজারহাট থানার নাজিম খাঁ ইউনিয়নে তাবলীগে সময় লাগিয়েছি। খুবই ভাল মানুষ তারা। মন অনেক সুন্দর।

    • @mosaropislam6155
      @mosaropislam6155 ปีที่แล้ว +1

      আমার বাড়ি রাজার হাট থানা।

    • @gmreza80
      @gmreza80 ปีที่แล้ว +1

      Doa kori onek baro hoye manuser seba karben..Mirza Fakhrul sir..er mato. tar proti sroddhasil hon onek agute parben..take falwo koren.

    • @user-ef7is9uw7r
      @user-ef7is9uw7r ปีที่แล้ว +1

      ড়ড়ঢ়

  • @emranhossain4281
    @emranhossain4281 ปีที่แล้ว +5

    আমার মনের মতো একটি ভিডিও দেখলাম..
    এমন চমৎকার ভিডিও দেখলে মনটা ভরে যায়।
    অনেক ধন্যবাদ ভাই

  • @amitbhattacharya820
    @amitbhattacharya820 ปีที่แล้ว +5

    ভাই আমি পশ্চিম বঙ্গের মানুষ। অসাধারণ লাগলো। কঠিন জীবনযাপন সাধারণ মানুষের।

  • @monowarhosain9281
    @monowarhosain9281 ปีที่แล้ว +5

    পেশাগত কারনে আমি সেখানে অনেক দিন ছিলাম। দেশের সবচেয়ে সহজ সরল মানুষ দের বসবাস।

  • @hasnatchowdhury3247
    @hasnatchowdhury3247 ปีที่แล้ว +9

    কত কষ্ট। যদি সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসত কতই না উত্তম হতো।
    আল্লাহ্‌ এদের জীবনে আপনি বরকত ও রহমত দান করুন এবং অন্তরে প্রশান্তি দান করুন।

  • @delowerhossain7603
    @delowerhossain7603 ปีที่แล้ว +5

    ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও দেয়ার জন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনের হারিয়ে যাই।

  • @mirassel0968
    @mirassel0968 ปีที่แล้ว +24

    অনেক ধন্যবাদ কুড়িগ্রাম এর জনজীবন তুলে ধরার জন্য।

  • @faysolahmed5705
    @faysolahmed5705 ปีที่แล้ว +35

    আসোলেই ভিন্ন জগৎ ! কষ্ট করে এই চিত্র না দেখালে বিশ্বাসই করতে পারতামনা। আপনার এই কষ্টের জন্য অনেক অনেক দোয়া রইলো ও আমাদের শহরের আরাম আয়েশের জীবন যাপনের জন্য মহান আল্লাহপাকের দরবারে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি।

    • @NorthExploreBD
      @NorthExploreBD ปีที่แล้ว +1

      বাস্তবে দেখলে আরো অবাক হয়ে যাবেন.. কিছু কিছু গ্রাম আছে মূল পাকা সড়ক থেকে ১০-২০ কিমি পর্যন্ত কোন রাস্তাই নেই, পায়ে হেটে,ঘোরার গাড়িতে পণ্য অথবা সাইকেলে চলাচল করে মানুষ.৷ বৃদ্ধ কিংবা রোগীরা চলতেই পারে না।।
      এই যাত্রাপুরের আসে পাশের গ্রাম গুলোই এরকম

    • @fajlarabbi95
      @fajlarabbi95 ปีที่แล้ว

      Thank you very much for showing such a view of our area🥰

  • @mohsinofficial2904
    @mohsinofficial2904 ปีที่แล้ว +7

    আপনার থেকে শেখার আছে অনেক🤙✍️
    অনেকগুলো গুনাবলীর সমন্বয়ে আল্লাহ আপনায় বানিয়েছেন ✍️
    ভালোবাসা রইলো।

  • @rintoabdurraihan8250
    @rintoabdurraihan8250 ปีที่แล้ว +5

    ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখানোর জন্য। ভিডিওটি না দেখলে বুঝতেই পারতাম না যে দেশের মানুষ এখনো এতো কষ্টে জীবনযাপন করছে।

  • @abujafor56
    @abujafor56 ปีที่แล้ว +30

    আমার জেলা আমার অহংকার
    ধনী হউক বা দরিদ্র
    ধন্যবাদ মনজুরুল ভাই💗💗

    • @fahimsojib1511
      @fahimsojib1511 ปีที่แล้ว +1

      Same to me bro

    • @niloymredwan1681
      @niloymredwan1681 ปีที่แล้ว

      হামার বাড়িও কুড়িগ্রাম

    • @greenworld1184
      @greenworld1184 ปีที่แล้ว

      Ekener proshashon ki manusher jonno kisu korthe paren na.

    • @ovimaniniloy4406
      @ovimaniniloy4406 ปีที่แล้ว

      আপনার কথা টা হ্রদয় ছুয়েছে

    • @mdsuvokhan169
      @mdsuvokhan169 ปีที่แล้ว

      কতো সুন্দর আমার দেশ,,এটাই আমার আসল বাংলাদেশ

  • @razzaquedewan
    @razzaquedewan ปีที่แล้ว +4

    অসাধারন কন্ঠ সাবলীল বর্ননা , চমৎকার ভিডিও । সোনার বাংলার সোনার মানুষের জীবন সংগ্রাম । ধন্যবাদ ভাই ।

  • @BADHONSHARIF
    @BADHONSHARIF ปีที่แล้ว +7

    মন জুড়িয়ে যায় । আহ কি সুন্দর আমাদের দেশ🇧🇩!

  • @anwarulkarim3454
    @anwarulkarim3454 ปีที่แล้ว +22

    আমেরিকা কানাডা সুুইজারল্যান্ড জার্মানী ইংল্যান্ড ইতালীর ভিডিও দেখে দেখে হত দরিদ্র্র মাতৃভূূমির নিখাদ অকৃত্রিম এই ভিডিও যেন তৃষ্ণার্ত হৃদয়ে প্র্রশান্তি এনে দিল।

  • @ashkarali7324
    @ashkarali7324 ปีที่แล้ว +9

    ভাইয়া এই রকম জীবন আমরা ৩০ বছর আগে অতিবাহিত করে আসছি, ঐ সময়ের জীবন অনেক সুন্দর ও সরল ছিল,আগেকার মানুষ গুলো অনেক ভাল ছিল

  • @Abdul-alim-md
    @Abdul-alim-md ปีที่แล้ว +4

    মনে হচ্ছে যেন কত বছর আগে চলে গেছি?
    অসাধারণ,,,,

  • @sifathdjatrapur
    @sifathdjatrapur ปีที่แล้ว +10

    আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন ভাই আপনি আমার যাত্রাপুর বাজারে এসে গেলেন আপনার সঙ্গে আমার দেখা হলো না খুব আমার খারাপ লাগলো ভাই আমি ভিডিওতে দেখে আপনাকে অবাক হয়ে গেলাম আমি একজন আপনার ভক্ত

  • @joyontoray6580
    @joyontoray6580 ปีที่แล้ว +9

    হামারে কুড়িগ্রাম বাহে।

  • @-samiya.chowdhury
    @-samiya.chowdhury ปีที่แล้ว +19

    চর এলাকার মানুষের কি যে কষ্ট আল্লাহ যেনো তাদের কে সুস্থ রাখে🤲🤲🤲🤲🤲🇧🇩🇦🇪

  • @shahabuddinahamed1485
    @shahabuddinahamed1485 ปีที่แล้ว +5

    ভাই আপনাকে স্যালুট,
    এমনই এক চিত্র দেখতে পেলাম আপনার মাধ্যমে, সত্যিই অবিশ্বাস্য ভাবতেও অবাক লাগেযে বাংলাদেশে আজও এমন জনপদ আছে ?😢😢😢

  • @robiulrobiul7098
    @robiulrobiul7098 ปีที่แล้ว +2

    চরে দৃশ্যটা অনেক সুন্দর
    আমি জানতাম কখনো করি গ্রামে এত সুন্দর দৃশ্য আছে।

  • @emdadulhaque2402
    @emdadulhaque2402 ปีที่แล้ว +5

    congratulations from 20village. জানিনা কুড়িগ্রামের লোকের আতিথেয়তা কেমন পেয়েছেন তবে আমরা কুড়িগ্রামবাসী অনেক সহজ সরল জীবন যাপন করি। এমন সুন্দর একটি প্রতিবেদন তুলে ধরার জন্য কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @babulmiah2751
    @babulmiah2751 ปีที่แล้ว +21

    কিসের Europe America. ভাই এই সব চিএ কিংবা গ্রাম বাংলার এই সার্বিক বিষয়ে আপনার সংগ্রহ ও প্রচারের জন্য অশেষ ধন্যবাদ। এই ধরনের vdo আরো বেশি প্রচারের অনুরোধ রইল।

  • @SMJFORLOMFDP
    @SMJFORLOMFDP ปีที่แล้ว +13

    অবহেলিত চর অঞ্চলের আসল ছবি দেখানোর জন্য মনজুর ভাইকে আন্তরিক ধন্যবাদ আমার বাড়িও কুড়িগ্রামে

  • @muhammadalaminbd2710
    @muhammadalaminbd2710 ปีที่แล้ว +4

    গ্রাম বাংলার প্রাকৃতিক ভিন্ন জীবন চিত্র জন পথ ভিন্ন সংগ্রাম সাধারণ জীবন জাপন নিয়ে প্রতিবেদন দেখানোর জন্য ধন্যবাদ ভাই।

  • @msumbsg2732
    @msumbsg2732 ปีที่แล้ว +5

    ধন্যবাদ এতো সুন্দর একটা প্রতিবেদন দেওয়ার জন্য ❤️👍

  • @Dream-yp2sl
    @Dream-yp2sl ปีที่แล้ว +7

    ধন্যবাদ ভাই,আমার এলাকার মানুষের জীবন ধারন তুলে ধরার জন্য। আমি এখানেই বড় হয়েছি,এই হাটের সাথে অনেক সুমধুর সম্পর্ক রয়েছে। আলহামদুলিল্লাহ, এখন অনেক টা ভালো আছি। আমিও চাই,আমার এলাকার মানুষের এমন করুন পরিনিতি একদিন মুচে যাক।

  • @md.moshiurrahman6410
    @md.moshiurrahman6410 ปีที่แล้ว +12

    অকৃত্রিম কৃতজ্ঞতা ভাই❤️
    আমাদের প্রিয় কুড়িগ্রাম কে তুলে ধরার জন্য।

  • @ovimaniniloy4406
    @ovimaniniloy4406 ปีที่แล้ว +2

    আমার জেলা ঢাকাতে,
    কোন একটা অজানা কারনে কুড়িগ্রাম এতো কেন ভাল লাগে আমার জানা নাই,,
    আমি অনেক ভালবাসি কুড়িগ্রাম ও এই জেলার মানুষ কে,,
    আপনারা অনেক দূর এগিয়ে জান

  • @HasibulHasan2
    @HasibulHasan2 ปีที่แล้ว +6

    অসম্ভব কে সম্ভব করাই মুনজুরুল করিম ভাইয়ের কাজ।

  • @mdmasudranamojumdar6361
    @mdmasudranamojumdar6361 ปีที่แล้ว +11

    আমার মনে হয় বাংলাদেশের সব চেয়ে এরাই বেশি কষ্ট করে, তাদের কষ্ট দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না, তাদের চেয়ে আমরা কুমিল্লার মানুষ অনেক ভাল আছি, আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌ যেন তাদের ভাল রাখেন, যোগাযোগ বেবস্থ উন্নত করেন আমীন ?

    • @syedsohel7931
      @syedsohel7931 ปีที่แล้ว

      সত্যিই বেদনাদায়ক 😥। ভিডিওটা দেখে মনটা ব্যাথাতুর হয়ে গেছে।

  • @diptadeb5131
    @diptadeb5131 ปีที่แล้ว +4

    ভিডিও টা খুব মনোযোগ দিয়ে দেখলাম,১ সেকেন্ড ও স্কিপ করার সুযোগ নেই!ধন্যবাদ মঞ্জুরুল ভাই!

  • @mdhamidul2524
    @mdhamidul2524 ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ মনজুরুল করিম ভাইকে, এই রকম ভিডিও করার জন্য।

  • @alBarishalEC
    @alBarishalEC ปีที่แล้ว +2

    গেল গেল গেল কথাটা সুন্দর লাগছে ভাই সত্যি গ্রাম বাংলা অনেক সুন্দর সুন্দর ছিল আমাদের সময় কিন্তু এখন আর এমনটা দেখা যায় না

  • @AbdurRahim-hq5vf
    @AbdurRahim-hq5vf ปีที่แล้ว +3

    অনেক সুন্দর উপস্থাপনা
    আর সত্যি কথা বলতে আমি নিজেও কুড়িগ্রাম সদর উপজেলার মানুষ।
    আর বাস্তবতা এখানে এমনি নেই চলাচল এর জন্য ভালো যোগাযোগ ব্যাবস্থা। আর না আছে কলকারখানা।
    যান্ত্রিক শহর আর ইট কাঠের আড়ালে লুকিয়ে আছে আমাদের জীবন ব্যাবস্থা।
    এখনো ভালো কিছু করা বিলাশীতার মতো।

  • @sadikurrahman5878
    @sadikurrahman5878 ปีที่แล้ว +4

    এই আধুনিক যুগেও মানুষ এভাবে জীবনযাপন করে না দেখলে জানতেই পারতাম না, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমরা অনেক সুখে শান্তিতে আছি।

  • @mdhelalhosen6950
    @mdhelalhosen6950 ปีที่แล้ว +7

    Drone sort Gula Mono Mugdhokor chilo😶👍
    অসংখ্য ধন্যবাদ জানাই,আমাদের চর এলাকার মানুষের জীবিকা নির্বাহের আপ্রাণ তুলে ধরার জন্য।🫥😶
    সেই সাথে ধন্যবাদ জানাই মনজুরুল ইসলাম ভাইকে,আমাদের ছোট,শস্য শ্যামল গঙ্গোপাধ্যায়ের মত ভালোবাসার কবিতার মতো একটি এলাকা কে তুলে ধরার জন্য😍😶‍🌫️

  • @changing469
    @changing469 ปีที่แล้ว +3

    বাংলার ঐতিহ্য, ইতিহাস, বাস্তবতা জীবন সংগ্রামের জীবন্ত জীবনাচার তুলে ধরার জন্য শুভকামনা আপনাকে` আপনার পুরো দলকে।

  • @RaselRana-hg1rr
    @RaselRana-hg1rr ปีที่แล้ว +3

    ধন্যবাদ ভাই কুড়িগ্রাম আসার জন্য আমার জন্মভূমি

  • @arsadshardar5325
    @arsadshardar5325 ปีที่แล้ว +6

    অনেক অনেক ধন্যবাদ মনজুরুল করিম ভাইকে, এরকম সুন্দর একটা বাস্তব মুখি মানুষের জীবনের সংগ্রাম তুলে ধরার জন্য,,,,

    • @arifhossen6602
      @arifhossen6602 ปีที่แล้ว

      Apnake thanks vaiyabata tule torar gonno

  • @gwtawfin1648
    @gwtawfin1648 ปีที่แล้ว +2

    ভাই আমাদের কুড়িগ্রামবাসীর ভিডিও সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @ferdouspavel2312
    @ferdouspavel2312 ปีที่แล้ว +13

    অনেক ভালো লাগলো। ভাই অনেক দেশ তো ভ্রমণ করলেন এবার একটা কাজ করেন, দেশের ৬৪ জেলা ভ্রমন করেন এবং এই ৬৪ জেলার ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি নিয়ে ৬৪ টা ভিডিও তৈয়ারি করেন।

  • @mdmehedi279
    @mdmehedi279 ปีที่แล้ว +3

    অনেক ধন্যবাদ আপনাকে মঞ্জুরুল করিম ভাই! আপনার কারণে এতো সুন্দর এবং পরিশ্রমীময় দৃশ্য দেখতে পেলাম।

  • @khalidahmed9404
    @khalidahmed9404 ปีที่แล้ว +10

    হামার কুড়িগ্রাম🥰

  • @AlAmin-yn7wj
    @AlAmin-yn7wj ปีที่แล้ว

    করিম ভাইয়ের কুড়িগ্রামের ডকুমেন্টারী আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি মানুষের অতি কাছে গিয়ে তাদের সুখ দুঃখ তাদের বেঁচে থাকার সংগ্রামী জীবন, তাদের জীবিকা তাদের সংস্কৃতি আমাদের কাছে খুব সরল ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যান।

  • @mstkhadijakhatun13
    @mstkhadijakhatun13 ปีที่แล้ว +3

    কুড়িগ্রাম বাংলাদেশের সর্বনিম্ন আয়ের জেলা
    আগে শুনেছি কিন্তু কখনো দেখিনি
    আজ
    মনজুরুল করিম ভাইয়ের ভিডিও দেখে
    এই মানুষগুলোর জন্য অনেক কষ্ট লাগছে
    ওদের চেয়ে আমরা কত আরামে আছি
    আর এদিকে এই মানুষগুলো কত কষ্ট করে
    জীবন সংগ্রাম পাড়ি দিচ্ছে

    • @SK.SHIKDAR.8090
      @SK.SHIKDAR.8090 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে।
      দাওয়াত রহিলো আসবেন আমাদের কুড়িগ্রামে।

    • @TrueSeeker
      @TrueSeeker ปีที่แล้ว +1

      আচ্ছা আপনার বাড়ি কোন জেলায় শুনি দেখি তাহলে বুঝবো আপনাদের জেলা কতটা ধনী

    • @SK.SHIKDAR.8090
      @SK.SHIKDAR.8090 ปีที่แล้ว

      @@TrueSeeker আমরা ধনী জেলার মানুষ নই! বাংলাদেশের সব থেকে নিম্ন আয়ের জেলার মানুষ আমরা! কিন্তু মনের দিক থেকে অনেক ধনী জেলার মানুষ আমরা।।

    • @murshidaakter4098
      @murshidaakter4098 ปีที่แล้ว +1

      ​@@SK.SHIKDAR.8090 আসসালামু আলাইকুম ভাই আমি নরসিংদী থেকে বলছি কুড়িগ্রাম যেতে চাই কিন্তুু ঐখানে আমার পরিচিত কেউ নাই

  • @ahadahad3928
    @ahadahad3928 ปีที่แล้ว +4

    ভাই কত য়ে ভালো লাগলো তা বলে বুজাতে পারবো না মনে হলো আমি সেই আগের জীবনে পিরে গেছি

  • @bijoyahmed3358
    @bijoyahmed3358 ปีที่แล้ว +3

    ভাই কুড়িগ্রাম ভ্রমণ করে আসছি গত 14 তারিখ মানে চলতি মাসের ১৪ তারিখ।
    এখানে জীবন যাত্রার মান খুবই ভালো আমার মতে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে দেখেছি আমি শিক্ষা খুব মান রয়েছে রাস্তাঘাটের অবস্থা মোটামুটি ভালো ধরা যেতে পারে। আরেকটা বিষয় বাংলাদেশের এমন কোন স্থান নেই যেখানে এত পরিমাণে মেয়েরা সাইকেল চালায় কিন্তু আমি কুড়িগ্রামে দেখেছি স্কুল ছুটি হবার পর ছেলে এবং মেয়েরা প্রচুর সাইকেল নিয়ে বের হয়েছে এবং রাস্তায় দেখেছি তারা প্রচুর সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছে।
    এই দৃশ্যটা কিন্তু ধারণ করলে আপনার কাছে আরো বেশি ভালো লাগতো

  • @ivanovic-654
    @ivanovic-654 ปีที่แล้ว +1

    in sha allah বেচে থাকলে একদিন কুড়িগ্রাম ঘুরতে যাবো 🤍🤍🤍
    কয়েকটা দিন ওদের মতোন করে কাটাবো 🤍 ওদের জীবনটা উপভোগ করার চেষ্টা করবো 🤍 জানি অনেক কষ্ট হবে তবে সেই কষ্টের মধ্যে যে আনন্দটা পাবো তা কোথাও পাবো না 🤍

  • @faridahmed7326
    @faridahmed7326 ปีที่แล้ว +1

    সরকারের উচিত জরুরি ভাবে এ-ই বেপার টা দেখা, কুড়িগ্রাম জেলায় এই মানুষ গুলোর অভাব অভিযোগ গুলোর দিগে দৃষ্টি দেওয়া উচিত জরুরি ভাবে,এরা ও আমাদের দেশের মানুষ কি নি দারুণ কস্টে জিবন যাপন করছে।

  • @robiulhassan2570
    @robiulhassan2570 ปีที่แล้ว +7

    Outstanding Video....The meaning of life can be understood by looking at the pictures of the Riverine remote areas.....

  • @mahedihasano8073
    @mahedihasano8073 ปีที่แล้ว +5

    আমি আরো দশ বছর আগে সেখানে গিয়েছিলাম। সেখানকার মানুষগুলা অনেক অতিথি পরায়ণ।

  • @user-mk4lq2uv7w
    @user-mk4lq2uv7w 2 หลายเดือนก่อน

    ভিডিওটা দেখে কমেন্ট না করে আর পারলাম না।
    জায়গাটা খুব সুন্দর এবং কষ্টদায়ক। অতি সাধারণ জীবন যাপন। কিছু মানুষের বক্তব্য শুনে মনটা কেঁদে উঠলো।
    দেখি এবার ইনশাল্লাহ এটাই ভ্রমণ হবে।

  • @masudaferdoush8770
    @masudaferdoush8770 ปีที่แล้ว +2

    অসাধারণ আমাদের দেশের মানুষ, কি কষ্টই না তারা করে কত সাবলীলভাবে....!
    আল্লাহ তাদের সহায় হোন। প্রতিটা চর এক একটা টুরিস্ট সেন্টার হয়ে উঠুক আর দেশের মানুষ আরো ভালো থাকুক,এই দোয়া।
    আপনাকে ধন্যবাদ, তুলে ধরার জন্য ৃ

  • @sumona4655
    @sumona4655 ปีที่แล้ว +3

    Dhonnobad munzurul korim vay ke 🇧🇩💕💕💕

  • @nurefatema5755
    @nurefatema5755 ปีที่แล้ว +5

    মাশাল্লাহ্ 👍👍

  • @ahammadali9912
    @ahammadali9912 ปีที่แล้ว +1

    আমি যতদিন কুড়িগ্রামে অবস্থান করেছি আমার মনে হয় আমার জীবনে কাটানো শ্রেষ্ঠ সময়ে তখন ছিল দীর্ঘদিনের সেই স্মৃতি আজও আমায় নিরবে নিভৃতে কাদায় মন কেন জানি বারবার ফিরে যেতে চায় সেই সময় সুযোগ পেলে ফিরে আসব আবারও সেই চির চেনা মায়ায় ভরা আমার প্রিয় গ্রামে যাকে সর্বদাই মনে করি আমি

  • @musefahmed6383
    @musefahmed6383 ปีที่แล้ว +1

    এত চর এত বালি এত ধূলা এত জল আসেযায়। তারি সাথে মানুষের জীবন পাল্ঠায় -!
    ভিডিও দেখে সামান্য কথাগুলো ব‍্যক্ত করলাম।👍👍🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @mahmudulhasansiddiqui749
    @mahmudulhasansiddiqui749 ปีที่แล้ว +3

    আহারে উত্তর! আমাদের প্রাণের উত্তর! হতভাগা উত্তর আমার!

  • @dreamtechdesignbangladesh4930
    @dreamtechdesignbangladesh4930 ปีที่แล้ว +7

    আমার প্রিয় কুড়িগ্রাম!

  • @srm.247
    @srm.247 ปีที่แล้ว +2

    অসংখ্য ধন্যবাদ ভাই। এরকম এক ভিন্ন জগতের ভিন্ন মানুষ, ভিন্ন সংস্কৃতি তুলে ধরার জন্য।

  • @mawarabby
    @mawarabby ปีที่แล้ว +2

    এতো সুন্দর করে উপস্থাপন করেন আপনি আপনার জন্য দোয়া রইলো

  • @mdaminulislam2523
    @mdaminulislam2523 ปีที่แล้ว +3

    প্রিয় জন্মভূমি আমার কুড়িগ্রাম,চর রাজিবপুর

  • @RubelAhmed-qs7fi
    @RubelAhmed-qs7fi ปีที่แล้ว +7

    আমি গববোধ করি আমি উত্তরবঙ্গরের ছেলে হিসাবে আমরা কষ্ট কাকে বলে ছোট্ট বেলা থেকেই শিখে যাই,,,জীবন কতটা সহজ এখকার বা উত্তরবঙ্গের মানুষের চেয়ে হয়তো কেউ ভালো জানে না,,,তবে তারা কাউকে ঠকাতে জানে না,,,খুব সহজ সরল , সাদা মাটা,আর ভালো মনের মানুষ 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️

    • @MdHridoy-oh9sn
      @MdHridoy-oh9sn ปีที่แล้ว

      ভাই আমি কুমিল্লা থেকে বলছি আমি আপনার এলাকা যেতে চাইতেছি কিভাবে যাবো একটু বলবেন বা আমি কোথায় আশ্রয় নিতে পারব একটু জানাবেন আমার খুব ইচ্ছে উত্তরবঙ্গে ঘোরার জন্য

  • @jobayer962
    @jobayer962 ปีที่แล้ว +1

    Apnake onek dhonnobad Vai. APNI desher tottho gulo evabe sundor kore tule dhorar jonno. Desh ke Valo basi Amra sabai. I love ❤️❤️❤️❤️ my Bangladesh.

  • @shirinaktar5348
    @shirinaktar5348 ปีที่แล้ว +3

    অনেক অনেক ধন্যবাদ মনজুরুল করিম ভাই আপনাকে 👍🇧🇩

  • @IsratJahan-ev8uy
    @IsratJahan-ev8uy ปีที่แล้ว +3

    অসাধারণ অসাধারণ!!!!!!!!!!

  • @mehedi980
    @mehedi980 ปีที่แล้ว +2

    ধন্যবাদ। আমার জন্মভূমিকে এভাবে প্রচার জন্য।
    কৃতজ্ঞতা জানাই 🥰

  • @rajuahmed4992
    @rajuahmed4992 3 หลายเดือนก่อน

    অনেক অনেক ধন্যবাদ চর এলাকাবাসী মানুষের জীবন কষ্টের ভিতর তুলে ধরার জন্য

  • @mdsojon525
    @mdsojon525 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ আমি কত সুখে আছি