ভিডিও তৈরি করতে গিয়ে অনিচ্ছাকৃত ভুলের জন্য প্রথমেই দর্শক বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী।আমরা আগেই বলেছি এটা আমার পাবলিশ হওয়া প্রথম ভিডিও এবং তার চেয়েও বড় কথা একাকী ভিডিও তৈরি করা কতটা কঠিন বা সেটা আমি এই প্রথমবার হাড়ে হাড়ে টের পেলাম। তাই হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে। আমি প্রথমে আপনাদের দুটো তৈলবীজের একটা ডেটাবেস দেবার চেষ্টা করছি যেটাতে কি কি উপাদান আছে সেটা পরপর লেখা আছে। 14g কাল তিলের মৌলিক উপাদানসমূহ Calories: 100 Protein: 3 grams Fat: 9 grams Carbs: 4 grams Fiber: 2 grams Calcium: 18% of the Daily Value (DV) Magnesium: 16% of the DV Phosphorus: 11% of the DV Copper: 83% of the DV Manganese: 22% of the DV Iron: 15% of the DV Zinc: 9% of the DV Saturated Fat: 1 gram Monounsaturated Fat: 3 grams Polyunsaturated Fa byt: 4 grams 100 গ্রাম গোটা সর্ষের মৌলিক উপাদানসমূহ Nutritional value per 100 g (3.5 oz) Energy 2,126 kJ (508 kcal) Carbohydrates 28.09 g Sugars 6.79 g Dietary fiber 12.2 g Fat 36.24 g Saturated 1.989 g Monounsaturated 22.518 g Polyunsaturated 10.088 g Protein 26.08 g Vitamins Quantity%DV† Vitamin A equiv. 0%2 μg Thiamine (B1) 70%0.805 mg Riboflavin (B2) 22%0.261 mg Niacin (B3) 32%4.733 mg Vitamin B6 31%0.397 mg Folate (B9) 41%162 μg Vitamin B12 0%0 μg Vitamin C 9%7.1 mg Vitamin E 34%5.07 mg Vitamin K 5%5.4 μg Minerals Quantity%DV† Calcium 27%266 mg Iron 71%9.21 mg Magnesium 104%370 mg Phosphorus 120%841 mg Potassium 18%828 mg Sodium 1%13 mg Zinc 64%6.08 mg Other constituents Quantity Water 5.27 g (সমস্ত তথ্য গুলি ইন্টারনেট থেকে সংগৃহীত) এবারে বলি আইরন অক্সাইড নিয়ে। Google কিছু কিছু ভালো ওয়েবসাইট সার্চ করে দেখে নেবেন যেখানে বিষদ ভাবে বলা আছে অর্গানিক এসডের সঙ্গে বিক্রিয়া করে কিভাবে ফেরিক আইরন লীচ করানো যায়। যাই হোক আমি ব্যাবহার করে যে উপকার পেয়েছি এবং প্রায় 3.5 লাখ জৈব কৃষক যে ভাবে উপকৃত হয়েছেন তাতে এটা প্রমাণের অপেক্ষা রাখে না OWDC কৃষকদের কতটা উপকৃত করছে । আরেকটি বিষয় বলে রাখা নিতান্ত প্রয়োজন Wdc/owdc দ্রবন আমার হাতে লাগলে সাধারণভাবে কিছু হয় না বলা ভালো অন্তত আমার ত্বকের সঙ্গে এই ব্যাক্টেরিয়ার সংস্পর্শে কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া ঘটেনি। আমি আপনাদের কখনোই এই বিষয়ে অনুপ্রাণিত করবো না। আপনারা যখন এটি ব্যবহার করবেন সকল সাধারণ সাবধানতা অবলম্বন করবেন। নানা বিধ কিছু অফিসিয়াল সমস্যার জন্য বর্তমানে WDC ব্যাকটেরিয়া কালচার গর্মেন্ট অফ ইন্ডিয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ডাক্তার কিষান চন্দ্র ও তার অনুগামীরা মিলে OWDC বলে একটি ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করেছেন বর্তমানে। আপনারা যদি Owdc কিনতে চান তাহলে ডাক্তারবাবু বা তার অনুগামীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডাক্তারবাবুর প্রতিটি ভিডিওতে তার ও তার অনুগামীদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। অথবা ওই তরলের অরিজিনাল মাদার কালচার আমার এবং অমরেশ দাদার কাছে আছে ডাক যোগের খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ দিয়ে দিলে আপনাদের বাড়িতে সেটা পাঠিয়ে দেওয়া যেতে পারে।আমার জ্ঞান সীমিত যদি কিছু ভুল বলে থাকি শুধরে দেবেন আনন্দিত হবো। ধন্যবাদ
শুভ সন্ধ্যা, আমি আমলেশ চৌধুরী পূর্ব বর্ধমান জেলার মেমারী ১ব্লকের রসুলপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক, আমিও গাজিয়াবাদ N,C,O,F থেকে এনে ছিলাম, তিন রকম ডাল +গজাল+তামার পুরানো বাসন+সরষে+বেসন দিয়ে তৈরি করে জমিতে সেচের জলের মিশিয়ে দিচ্ছে খুব ভালো ফল পাচ্ছি। কাঁচা গোবরের সঙ্গে পচিয়ে আম +কাঁঠাল +এরলেবু গাছে দিয়ে ভালো ফল পাচ্ছি ।এখন আর পাওয়া যাচ্ছে না শুনলাম
রেডি wdc তে নতুন করে আর গুর অ্যাড করার দরকার নেই। গুর যে কারনে দেওয়া হয় তার ব্যাখ্যা আগের ভিডিও তে দেওয়া আছে । গুর দিয়ে আর নতুন করে ব্যাকটেরিয়া বাড়ানোর দরকার নেই। আর যেহেতু ব্যাবহার করার সময় কমেগেলে আবার রেডি কালচার অ্যাড করছি তাই পরেও গুর দিতে হবে না। আশাকরি বোঝাতে পেরেছি।
আমি অনলাইনে ওয়েস্ট ডিকম্পোসার কিনেছি তাই একসাথে তিনটি কিনতে হয়েছে...কারো কে দিতে পারছি না কারণ এখানে এটা ব্যবহার করার মত বাগানী নেই...বাকী কৌটো গুলো কি ফ্রীজে রাখা যাবে? এটি দিয়ে গুড় সহযোগে মিশ্রণ তৈরি করেছি আজ ছয়দিন হল...ওপরে গ্যঁজলার মত ফেনা জমছে...মিশ্রণটি র পাত্রের ঢাকা অল্প ফাঁক করা থাকে...এটি কী ঠিকঠিক হচ্ছে...ফেনা হওয়া কী স্বাভাবিক?
শুভাশিস বাবু আপনি বর্তমানে যে ভিডিওটি দেখার পরে এই মন্তব্যটি করেছেন সেটি সর্বৈব সঠিক নয়। আপনি বর্তমানে জৈব অণু খাদ্য তৈরীর একটি ভিডিও দেখছেন আপনি নিশ্চয়ই জানেন জৈব বা অজৈব যেকোনো অনুখাদ্য ই ধাতব পদার্থের একটা প্রাধান্য থাকে। এক্ষেত্রে আমরা লোহা, জিংক ও তামা এই তিনটি ধাতুর ব্যবহার করলেও ডাক্তার কিষান চন্দ্রা বলেছেন প্রায় সকল রকম ধাতব পদার্থ ব্যবহার করা যায়। আপনি হয়তো বলতে চাইছেন প্রাথমিক অবস্থায় ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করার পদ্ধতি তে কোন রকম ধাতব ট্যাংক ধাতব শলাকা দিয়ে নাড়ানো বা তৈরি করা উচিত নয়। এটির সঠিক তথ্য হলেও আপনার মন্তব্যের একটু সংশোধন করে দিতে চাই , কোন ধাতব পদার্থের সংমিশ্রনের ফলেই ব্যাকটেরিয়া গুলি মারা যায় না শুধুমাত্র দ্রবণের রং ও প্যারামিটার এর একটা পরিবর্তন আসে। আশা করি আপনি ডাক্তার কৃষণ চন্দর ভিডিও গুলো খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনার বহুৎ প্রশ্নের সদুত্তর আপনি ওই ভিডিওগুলো থেকেই পেয়েছেন কারণ ডাক্তার কিষান চন্দ্রা স্বয়ং এই ওয়েস্ট ডিকম্পোজার এর আবিষ্কর্তা আমার মনে হয় আমাদের ব্যক্তিগত মতামত বা সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তার কৃষণ চন্দর সমস্ত চ্যানেলের ভিডিও গুলি দেখে তার পর্যবেক্ষণ গুল অনুধাবন করে তারপর কোন মন্তব্য উপনীত হওয়া প্রয়োজন
আপনার আগের একটা ভিডিওতে দেখেছিলাম ৫লি. জলের সাথে ১লি. ডিকম্পোজার মিশিয়ে স্প্রে বা গাছের গোড়ায় দিতে। কিন্তু এখানে বললেন, ১০লি. জলের সাথে ৫০০ বা ৭০০ মিলি. মিশিয়ে ব্যবহার করতে। কোনটা সঠিক বুঝতে পারলাম না।☹️
দুর্গন্ধ হয় কিনা? ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন যেমন প্রতিদিন নেড়ে দিতে হয়(অক্সিজেনের জন্য) এটা নাড়তে হয় কিনা? পোকা হলে কি করতে হবে?কতদিন পর পর ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন এড করতে হবে?
৭ থেকে ১০ মিনিটের ভিডিও বানান। বাংলার রান্না ঘর প্রতিটা সাড়ে তিন মিনিট, এদের সাবস্ক্রাইবার আর ভিউ বেশি। দর্শক স্রোতা প্রয়োজনের অতিরিক্ত সময় দিতে চায় না।
মানুষ মাত্রই ভুল হয় দাদা। আমরা যন্ত্র নই। উত্তম দাদা ওটা নাইট্রোজেন বলতে গিয়ে পটাশ বলে ফেলেছেন।আপনি দেখবেন ঐ জায়গায় লিখে দেওয়া হয়েছে। উত্তম দাদা প্রথম কোনও ভিডিও করলেন তাতেও অসাধারণ ভাবে ব্যাখ্যা করেছেন। আর প্রতিটি বাগনীই জানেন সর্ষের খোলে কি থাকে। আপনি আপনার বাগানে থাকা কোনো পরিচর্যা নিয়ে একটা ভিডিও তৈরি করুন দাদা। আমি সেটা চ্যানেলে দেবো কথা দিচ্ছি🙏
@@greengardener4079 আচ্ছা । আমি আপনার ভুল ধরানোর জন্য লিখিনি। কিন্তু আপনার লেখা পরে মনে হলো, একটু আপনার খারাপ লেগেছে, তো সে ক্ষেত্রে র একটু বলি, লোহা থেকে অক্সাইড তৈরি হয়, যেটা plant absorb করতে পারে না। এই তথ্য টাও একটু দেখবেন, এটা আপনাকে ক্রিটিসাইজ করার জন্য নয়, জাস্ট জানার জন্য বললাম। খারাপ লাগানোর উদ্দস্য তে লেখা নয়।
আমি ৮ই নভেম্বর আপনার ফর্মুলা মতো ৫ লিটার জৈব অনুখাদ্য তৈরির মিশ্রণ করেছি। আজ অর্থাৎ ২৮শে নভেম্বর দেখছি পাত্রের গায়ে হাজার হাজার পোকা কিলবিল করছে। কি করবো দয়া করে জানাবেন।
লোহা তামা দস্তা এসব জলে ফেলে রাখলে তা গলে যায়? না গললে জলে মিশবে কি করে? এই সমস্ত ধাতু ওয়েস্ট ডি কম্পোজিটারের সাথে মিশলে ঐ জীবানুগুলো মরে যায়। যার জন্যে ওয়েস্ট ডি কম্পোজিটারের জলে কোনও ধাতু ব্যবহার করা নিষিদ্ধ। অথচ এই ভিডিও উল্টো কথা বলছে। কারণ কী?
ভিডিও তৈরি করতে গিয়ে অনিচ্ছাকৃত ভুলের জন্য প্রথমেই দর্শক বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী।আমরা আগেই বলেছি এটা আমার পাবলিশ হওয়া প্রথম ভিডিও এবং তার চেয়েও বড় কথা একাকী ভিডিও তৈরি করা কতটা কঠিন বা সেটা আমি এই প্রথমবার হাড়ে হাড়ে টের পেলাম। তাই হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে।
আমি প্রথমে আপনাদের দুটো তৈলবীজের একটা ডেটাবেস দেবার চেষ্টা করছি যেটাতে কি কি উপাদান আছে সেটা পরপর লেখা আছে।
14g কাল তিলের মৌলিক উপাদানসমূহ
Calories: 100
Protein: 3 grams
Fat: 9 grams
Carbs: 4 grams
Fiber: 2 grams
Calcium: 18% of the Daily Value (DV)
Magnesium: 16% of the DV
Phosphorus: 11% of the DV
Copper: 83% of the DV
Manganese: 22% of the DV
Iron: 15% of the DV
Zinc: 9% of the DV
Saturated Fat: 1 gram
Monounsaturated Fat: 3 grams
Polyunsaturated Fa byt: 4 grams
100 গ্রাম গোটা সর্ষের মৌলিক উপাদানসমূহ
Nutritional value per 100 g (3.5 oz)
Energy
2,126 kJ (508 kcal)
Carbohydrates
28.09 g
Sugars
6.79 g
Dietary fiber
12.2 g
Fat
36.24 g
Saturated
1.989 g
Monounsaturated
22.518 g
Polyunsaturated
10.088 g
Protein
26.08 g
Vitamins
Quantity%DV†
Vitamin A equiv.
0%2 μg
Thiamine (B1)
70%0.805 mg
Riboflavin (B2)
22%0.261 mg
Niacin (B3)
32%4.733 mg
Vitamin B6
31%0.397 mg
Folate (B9)
41%162 μg
Vitamin B12
0%0 μg
Vitamin C
9%7.1 mg
Vitamin E
34%5.07 mg
Vitamin K
5%5.4 μg
Minerals
Quantity%DV†
Calcium
27%266 mg
Iron
71%9.21 mg
Magnesium
104%370 mg
Phosphorus
120%841 mg
Potassium
18%828 mg
Sodium
1%13 mg
Zinc
64%6.08 mg
Other constituents
Quantity
Water
5.27 g
(সমস্ত তথ্য গুলি ইন্টারনেট থেকে সংগৃহীত)
এবারে বলি আইরন অক্সাইড নিয়ে।
Google কিছু কিছু ভালো ওয়েবসাইট সার্চ করে দেখে নেবেন যেখানে বিষদ ভাবে বলা আছে অর্গানিক এসডের সঙ্গে বিক্রিয়া করে কিভাবে ফেরিক আইরন লীচ করানো যায়। যাই হোক আমি ব্যাবহার করে যে উপকার পেয়েছি এবং প্রায় 3.5 লাখ জৈব কৃষক যে ভাবে উপকৃত হয়েছেন তাতে এটা প্রমাণের অপেক্ষা রাখে না OWDC কৃষকদের কতটা উপকৃত করছে ।
আরেকটি বিষয় বলে রাখা নিতান্ত প্রয়োজন Wdc/owdc দ্রবন আমার হাতে লাগলে সাধারণভাবে কিছু হয় না বলা ভালো অন্তত আমার ত্বকের সঙ্গে এই ব্যাক্টেরিয়ার সংস্পর্শে কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া ঘটেনি। আমি আপনাদের কখনোই এই বিষয়ে অনুপ্রাণিত করবো না। আপনারা যখন এটি ব্যবহার করবেন সকল সাধারণ সাবধানতা অবলম্বন করবেন।
নানা বিধ কিছু অফিসিয়াল সমস্যার জন্য বর্তমানে WDC ব্যাকটেরিয়া কালচার গর্মেন্ট অফ ইন্ডিয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ডাক্তার কিষান চন্দ্র ও তার অনুগামীরা মিলে OWDC বলে একটি ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করেছেন বর্তমানে। আপনারা যদি Owdc কিনতে চান তাহলে ডাক্তারবাবু বা তার অনুগামীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডাক্তারবাবুর প্রতিটি ভিডিওতে তার ও তার অনুগামীদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। অথবা ওই তরলের অরিজিনাল মাদার কালচার আমার এবং অমরেশ দাদার কাছে আছে ডাক যোগের খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ দিয়ে দিলে আপনাদের বাড়িতে সেটা পাঠিয়ে দেওয়া যেতে পারে।আমার জ্ঞান সীমিত যদি কিছু ভুল বলে থাকি শুধরে দেবেন আনন্দিত হবো। ধন্যবাদ
অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ।এমন একটি ভিডিও আপনি করেছেন যা সত্যিই অনন্য। প্রতিটি বাগনীর উপকার হবে ❤️🙏ভালো থাকুন সুস্থ থাকুন দাদা
নমস্কার দাদা,আপনার এই ভিডিও আমাদের মত ক্ষুদ্র ছাদ বাগানিদের পক্ষেও খুব উপকারী। এই ডিকম্পজার কি দামে দিচ্ছেন, যদি বলেন তাহলে খুব ভাল হয়।অগ্রিম ধন্যবাদ
@@Tuki-Taki24100 টাকা with কোরিয়ার
অপূর্ব ভিডিও টা খুব ভালো লাগলো।
ধন্যবাদ দাদা
This is very nice video
Thank you for your video.Thank you..
Thank you 😊❤️🙏
Choto sada poka hoea jai seta ki korbo kono pokar asudh dia debo
দারুন জিনিস।। খুব ভালো লাগলো।।
ধন্যবাদ ভাই ❤️❤️❤️
অনেক অনেক ধন্যবাদ দাদা আজ অনুখাদ্য তৈরি শিখলাম
Thank you. Kalo jira deoa jabe kina?
Thanks very informative video
ধন্যবাদ দিদি
very good informative video
ধন্যবাদ ❤️🙏
Kibhabe korechen ta balun?
ভালো লাগলো।।
Wowwww
বেশ ভালো লাগলো, বড়োই উপকারী ভিডিও, বাড়িতে ই তো সব থাকে, তবে অল্পসংখ্যক গাছের ক্ষেত্রে কি করে দেয়া সম্ভব, সেটা জানালে ভালো হয় ।
নিশ্চই দেওয়া যায় প্রতিটি উপদান ১০০g করে নিন ৫ লিটার wdc কালচারের তৈরি করুন। ১ লিটার জলে ৫০-৭০ ml দিয়ে গাছে স্প্রে বা গোড়ায় অ্যাপ্লাই করুন
@@uttambhattacharjee আপনি কি সেমভাবে বানিয়ে উপকার পেয়েছেন।
@@mahinabdullah8464 haa ami kore cholechi bohu bochar dhore
Beautiful
Dada amader Bangladesh e west d compound pawa jaina.fresh jol dewa ki kora jabe?
সেটা আমার জানা নেই দাদা।
Battery থেকে Zinc বার করলে তার সাথে lead ও Arsenic ও প্রবেশ করবে। এটা কিন্তু ধ্যানে রাখবেন।
ধন্যবাদ দাদা 🙏🏼
ধন্যবাদ ❤️পাশে থাকবেন 🙏
soil charger কিভাবে তৈরি করে উপকরনসহ ভিডিও দেন বাংলা ভাষায়
আলু চাষের জন্য কিভাবে ব্যবহার করবো?
আমি আপনার কাজ থেকে Westage Decomposer নিতে চাই, কিভাবে পাওয়া যাবে বলবেন।
শুভ সন্ধ্যা, আমি আমলেশ চৌধুরী পূর্ব বর্ধমান জেলার মেমারী ১ব্লকের রসুলপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক, আমিও গাজিয়াবাদ N,C,O,F থেকে এনে ছিলাম, তিন রকম ডাল +গজাল+তামার পুরানো বাসন+সরষে+বেসন দিয়ে তৈরি করে জমিতে সেচের জলের মিশিয়ে দিচ্ছে খুব ভালো ফল পাচ্ছি। কাঁচা গোবরের সঙ্গে পচিয়ে আম +কাঁঠাল +এরলেবু গাছে দিয়ে ভালো ফল পাচ্ছি ।এখন আর পাওয়া যাচ্ছে না শুনলাম
ধন্যবাদ কাকাবাবু
Dada ami onake follow kori uni sunflower seed o deachelen
ধন্যবাদ দাদা
দাদা আমি তো একদম নতুন ডিকমপ্রেস তৈরি কি ভাবে করবো যদি বলে দিতেন? অনুখাদ্য তো তৈরি করেছি গাছে দিয়েছি আমার গাছ গুলো অনেক সুন্দর হয়েছে।
WDC কি ভাবে তৈরি করতে পারি, জানালে খুশি হবো। ধন্যবাদ।
WDC কোথা থেকে পা ব ?
Ami bangladesh theke bolchi ami wDC pete pari.
ওয়েজডি কম্পোজারে ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যাবে জানাবেন পিলিজ
সাধনা সেবা চালিয়ে যান।
West decompose kothai pabo
Ata aami nite chai
ভালো সিস্টেম রফতানি করতে হবে
হ্যাঁ
Ei misran ta koto din porjonto use korte parbo Dadabhai
অনেক বছর দিদি।
অনেক বছর দিদি।
ಹಿಂದಿಯಲ್ಲಿ ಹೇಳಿರಿ
ದಯವಿಟ್ಟು
ಖುಷಿ ಆಗುತ್ತದೆ ನಮ್ಮಲ್ಲರಿಗೂ
ಶುಭವಾಗಲಿ ನಿಮಗೆಲ್ಲರಿಗೂ
আমার একটা ওয়েস্ট ডি কমপোজার চাই! কিভাবে পেতে পারি!
Wdc কিভাবে তৈরী করবো দয়া করে জানাবেন।
ছাদ বাগান ছাড়া অন্য কোনো গাছে নাকি জানাবেন প্লিজ আর কত পরিমান দিতে হবে
সর্বত্র ব্যাবহার করতে পারবেন , আরো বিষদে জানতে Dr Krishan Chandra ভিডিও গুল মন দিয়ে দেখুন।
Thanks
ডি কমপোজার কিভাবে তৈরী হবে বিস্তারিত জানতে আগ্রহি।
ভিডিও দেওয়া আছে দাদা
সবই ঠিক আছে এর সাথে একটু ভেলিগুড় দিলে কি ভালো হয় ? 🌹🌹🙏🙏
হ্যাঁ দাদা ।
রেডি wdc তে নতুন করে আর গুর অ্যাড করার দরকার নেই। গুর যে কারনে দেওয়া হয় তার ব্যাখ্যা আগের ভিডিও তে দেওয়া আছে । গুর দিয়ে আর নতুন করে ব্যাকটেরিয়া বাড়ানোর দরকার নেই। আর যেহেতু ব্যাবহার করার সময় কমেগেলে আবার রেডি কালচার অ্যাড করছি তাই পরেও গুর দিতে হবে না। আশাকরি বোঝাতে পেরেছি।
কি কি দিলেন নামটা লিখে দিলে ভাল হয়।
ব্যবহার করার কতদিন পর ফলাফল দেখতে পাব?
দাদা, কতটা জল ও কতটা ডাল লাগবে।মানে সঠিক ভাগটি কি?
গিরি মাটি কি মাটি, কোথায় পাওয়া যাবে?
মাননীয় উত্তম বাবু,
জৈব অনুখাদ্য তৈরির মিশ্রণ কিভাবে ঢাকা দেব? এয়ার টাইট করে না কি আলগা ভাবে ঢাকা দেব দয়া করে জানাবেন।
আলগা করে ঢাকা দিলেই হবে মশা মাছি ঢুকতে না পারলেই হল।
ধন্যবাদ।
২০ লিটার মাইকোনিউট্রেন্ট তৈরি করতে কোন শষ্য কত পরিমাণ ব্যবহার করবো জানালে উপকৃত হইব 🙏
প্রতিটি শস্য 400 গ্রাম করে দাদা ❤️
@@greengardener4079 ধন্যবাদ দাদা 🙏
শাক-সবজিতে দেওয়ার কতদিন পর খাওয়া যেতে পারে?
আমি অনলাইনে ওয়েস্ট ডিকম্পোসার কিনেছি তাই একসাথে তিনটি কিনতে হয়েছে...কারো কে দিতে পারছি না কারণ এখানে এটা ব্যবহার করার মত বাগানী নেই...বাকী কৌটো গুলো কি ফ্রীজে রাখা যাবে? এটি দিয়ে গুড় সহযোগে মিশ্রণ তৈরি করেছি আজ ছয়দিন হল...ওপরে গ্যঁজলার মত ফেনা জমছে...মিশ্রণটি র পাত্রের ঢাকা অল্প ফাঁক করা থাকে...এটি কী ঠিকঠিক হচ্ছে...ফেনা হওয়া কী স্বাভাবিক?
একদম ঠিক আছে দিদি ।তবে অনলাইনেরটা কতটা ভালো বলতে পারবো না। তবে wdc ভীষণ ভীষণ ভালো।
@@greengardener4079 একই জিনিস কিন্তু অনলাইনে কিনেছি কারণ এখানে নার্সারিতে পাইনি
খাজনার থেকে বাজনাই বেশি। এতো ঝামেলার প্রয়োজন নেই। বাজারে মাইক্রোনিউটন পাওয়া যায়।
Eto chap niye bagan korchen keno bazar ful fol pawa jai kina nin
আপনার হাঁটুর নিচে বুদ্ধি।🤣🤣🤣
West decomposer konorakom metal deoa jaina. Dile ar moddhe je backtreriya thake tara mara jai. Kajei konorakom vul dharona na deoai Betar.
দাদা ডঃ কৃষ্ণচন্দের ভিডিও টা দেখবার অনুরোধ রইলো ।তারপর বিচার করবেন 🙏th-cam.com/video/pTS-IJmYYkY/w-d-xo.html
শুভাশিস বাবু আপনি বর্তমানে যে ভিডিওটি দেখার পরে এই মন্তব্যটি করেছেন সেটি সর্বৈব সঠিক নয়। আপনি বর্তমানে জৈব অণু খাদ্য তৈরীর একটি ভিডিও দেখছেন আপনি নিশ্চয়ই জানেন জৈব বা অজৈব যেকোনো অনুখাদ্য ই ধাতব পদার্থের একটা প্রাধান্য থাকে। এক্ষেত্রে আমরা লোহা, জিংক ও তামা এই তিনটি ধাতুর ব্যবহার করলেও ডাক্তার কিষান চন্দ্রা বলেছেন প্রায় সকল রকম ধাতব পদার্থ ব্যবহার করা যায়। আপনি হয়তো বলতে চাইছেন প্রাথমিক অবস্থায় ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করার পদ্ধতি তে কোন রকম ধাতব ট্যাংক ধাতব শলাকা দিয়ে নাড়ানো বা তৈরি করা উচিত নয়। এটির সঠিক তথ্য হলেও আপনার মন্তব্যের একটু সংশোধন করে দিতে চাই , কোন ধাতব পদার্থের সংমিশ্রনের ফলেই ব্যাকটেরিয়া গুলি মারা যায় না শুধুমাত্র দ্রবণের রং ও প্যারামিটার এর একটা পরিবর্তন আসে। আশা করি আপনি ডাক্তার কৃষণ চন্দর ভিডিও গুলো খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনার বহুৎ প্রশ্নের সদুত্তর আপনি ওই ভিডিওগুলো থেকেই পেয়েছেন কারণ ডাক্তার কিষান চন্দ্রা স্বয়ং এই ওয়েস্ট ডিকম্পোজার এর আবিষ্কর্তা আমার মনে হয় আমাদের ব্যক্তিগত মতামত বা সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তার কৃষণ চন্দর সমস্ত চ্যানেলের ভিডিও গুলি দেখে তার পর্যবেক্ষণ গুল অনুধাবন করে তারপর কোন মন্তব্য উপনীত হওয়া প্রয়োজন
গাছের গোড়ায় দেয়া যাবে?
একদম কোনো অসুবিধা নেই
খ্যাপা
কখন স্প্রে করতে হবে সকালে না বিকালে জানাবেন প্লিজ।
সকালে দাদা
সরিষা বা বাদামের পরিবর্তে সরিষা খোল বা বাদাম খোল ব্যবহার করা যাবে কি?
করা গেলে দুটোর মধ্যে কোনটা বেস্ট?
বাদাম খোল সব সময় ভালো
দাদা নিম দেওয়া যাবে নাকি
অবশ্যই দেওয়া যাবে দাদা
উত্তর দাদার ইউটিউব চ্যানেল আছে কি???
না
আমি আপ্রান চেষ্টা করবো এই তরল টা কাজে লাগাতে ।। কিন্তু আমাদের আলিপুরদুয়াররে এই ওয়েস্ট ডি কম্পোজার টা পাওয়া যায় না ।। এটা একটা বড় সমস্যা ।।
Hibiscus for you গ্রুপের Uttam Bhattacharjee দাদার সঙ্গে যোগাযোগ করুন. পেয়ে যাবেন দাদা ।
দাদা সব উপকরন ঠিকভাবে যানতে পারলামনা তার মধ্যে গিরিমাটি কি সেটাতো আরো বুজলামনা
গিরি মাটি দশকর্মার দোকানে পাবেন ।এতে আয়রন আছে।
Boro dhaan mico nutron west decompose babahar akto balban
সবুজ বীজগুলো কিসের
Boric acid দিলে Boron ও পাওয়া যেতো।
বরিক এসিড কি গাছের গোড়ায় দেয়া যাবে
অনুমান নির্ভর না থেকে ২০লি. এর জন্য কতগ্রাম আয়রন, কতগ্রাম জিঙ্ক, কতগ্রাম কপার দিতে হবে সেটা বলে দিলে আমাদের মতো নতুনদের জন্য সুবিধা হতো।
ঐ হিসাবটা আমার ও জানা নেই দাদা।
আপনার আগের একটা ভিডিওতে দেখেছিলাম ৫লি. জলের সাথে ১লি. ডিকম্পোজার মিশিয়ে স্প্রে বা গাছের গোড়ায় দিতে। কিন্তু এখানে বললেন, ১০লি. জলের সাথে ৫০০ বা ৭০০ মিলি. মিশিয়ে ব্যবহার করতে। কোনটা সঠিক বুঝতে পারলাম না।☹️
দাদা 10 লিটার জলের সাথে 3 লিটার মেশালে ও কোনো অসুবিধা হবে না। এতে গাছের ক্ষতি হবার সম্ভাবনা নেই। আমি নিজে ও তাই করি
এই ওয়েস্ট ডিক্পোজার কবে কিনেছেন ?
দাদা আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম তিনি গাজিয়াবাদ থেকে সরাসরি এনে দিয়েছিলেন
Ai pani te poka hobe na…
কিন্তু এতোগুলো একসাথে বানিয়ে রাখলে তো পচে যাবে।
দাদা মাইক্রোনিউট্রয়ান তৈরি করার পর অত্যন্ত দূর্গন্ধ হয়। এটা কম করার কোন উপায় আছে কি?
না দাদা। এটার কোনো উপায় নেই। তবে জৈব মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করতে পারেন
দুর্গন্ধ হয় কিনা? ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন যেমন প্রতিদিন নেড়ে দিতে হয়(অক্সিজেনের জন্য) এটা নাড়তে হয় কিনা? পোকা হলে কি করতে হবে?কতদিন পর পর ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন এড করতে হবে?
একবার ই WDC ব্যবহার করতে হবে। খুব দুর্গন্ধ হয়। পোকা হলেও ছেঁকে ব্যবহার করা যাবে।
@@greengardener4079 সম্পূর্ন উত্তর পাইনি।-- নাড়তে হবে কিনা?- কমে গেলেও এড করতে হবে না?
৭ থেকে ১০ মিনিটের ভিডিও বানান। বাংলার রান্না ঘর প্রতিটা সাড়ে তিন মিনিট, এদের সাবস্ক্রাইবার আর ভিউ বেশি। দর্শক স্রোতা প্রয়োজনের অতিরিক্ত সময় দিতে চায় না।
দাদা আমার বেশিরভাগ ভিডিও 7 মিনিটের মধ্যে। কিছু কিছু ভিডিও একটু বড় করতে হয়। ভালো থাকবেন 🙏
WDC দাম কত। এটা আপনার কাছে পাওয়া যাবে।
উত্তম দাদার ফেসবুকে গিয়ে জানলে খুব ভালো হয় দাদা 🙏তবে 100 টাকা পোস্টাল চার্জ সহ ।দাদার তৈরি কালচার থেকে শিশিতে করে পাঠিয়ে দেবেন।
@@greengardener4079 apnader Facebook ID ki naam
দাদা গরমে গাছে খোল দিতে নেই কেন??
আসলে দাদা সর্ষের খোল খুব গরম তাই টবে দিলে শেকড় পঁচিয়ে দিতে পারে।
ভাই এত বক্তৃতা না করে মূল উদ্দেশ্য বর্ননা করুন
শাশুড়ি মা এই সব দেখলে ঝাঁটা নিয়ে তেড়ে আসবেন । 😀
😁😂😂😂😂সেরা কমেন্ট দিদিভাই 😂😂😂
@@greengardener4079 ,😀🙏
সর্ষের খোলে যে 21% পটাস পাওয়া যায়, এমন কোনো paper er link পেলে ভালো হতো।
মানুষ মাত্রই ভুল হয় দাদা। আমরা যন্ত্র নই। উত্তম দাদা ওটা নাইট্রোজেন বলতে গিয়ে পটাশ বলে ফেলেছেন।আপনি দেখবেন ঐ জায়গায় লিখে দেওয়া হয়েছে। উত্তম দাদা প্রথম কোনও ভিডিও করলেন তাতেও অসাধারণ ভাবে ব্যাখ্যা করেছেন। আর প্রতিটি বাগনীই জানেন সর্ষের খোলে কি থাকে। আপনি আপনার বাগানে থাকা কোনো পরিচর্যা নিয়ে একটা ভিডিও তৈরি করুন দাদা। আমি সেটা চ্যানেলে দেবো কথা দিচ্ছি🙏
@@greengardener4079 আচ্ছা । আমি আপনার ভুল ধরানোর জন্য লিখিনি। কিন্তু আপনার লেখা পরে মনে হলো, একটু আপনার খারাপ লেগেছে,
তো সে ক্ষেত্রে র একটু বলি, লোহা থেকে অক্সাইড তৈরি হয়, যেটা plant absorb করতে পারে না। এই তথ্য টাও একটু দেখবেন, এটা আপনাকে ক্রিটিসাইজ করার জন্য নয়, জাস্ট জানার জন্য বললাম।
খারাপ লাগানোর উদ্দস্য তে লেখা নয়।
আপনার ফোন নাম্বার দিলে ভালো হয়
আমি ৮ই নভেম্বর আপনার ফর্মুলা মতো ৫ লিটার জৈব অনুখাদ্য তৈরির মিশ্রণ করেছি। আজ অর্থাৎ ২৮শে নভেম্বর দেখছি পাত্রের গায়ে হাজার হাজার পোকা কিলবিল করছে। কি করবো দয়া করে জানাবেন।
হ য ব র ল 😂
ধন্যবাদ কাকাবাবু
লোহা তামা দস্তা এসব জলে ফেলে রাখলে তা গলে যায়? না গললে জলে মিশবে কি করে?
এই সমস্ত ধাতু ওয়েস্ট ডি কম্পোজিটারের সাথে মিশলে ঐ জীবানুগুলো মরে যায়। যার জন্যে ওয়েস্ট ডি কম্পোজিটারের জলে কোনও ধাতু ব্যবহার করা নিষিদ্ধ। অথচ এই ভিডিও উল্টো কথা বলছে। কারণ কী?
th-cam.com/video/pTS-IJmYYkY/w-d-xo.html
উপরে দেওয়া ভিডিও টা দেখবার অনুরোধ রইলো 🙏
ফালতু, কাজ নেই তাই ভিডিও করে add করছে।
গিরিমাটি কি
এটা পাহাড়ের লাল মাটি। এতে আয়রন আছে ।দশকর্মার দোকানে পাবেন।
Owdc govt suply kotha tikanata bole diben thank you
জারা ভাবছে ফুল ফল গাছ লাগাবে তারা আপনার এই ভিডিও দেক্লে। আর গাছ।লাগাতে যাবে না একাতি হাতি পালনের খরচ
দাদা আমি Facebook request দিয়েছি please accept করেন
ধন্যবাদ দাদা,অনু খাদ্য বানানো শিখলাম।