একজন বিসিএস ক্যাডারের বেতন কত | BCS Cadre Salary | ক্যারিয়ার তথ্য

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • একজন বিসিএস ক্যাডারের বেতন কত | BCS Cadre Salary | ক্যারিয়ার তথ্য
    একজন বিসিএস ক্যাডারের বেতন কত
    একজন বিসিএস ক্যাডারের মাসিক বেতন ৩৩,৮৪০ টাকা। চলুন জেনে নেই একজন বিসিএস ক্যাডারের বেতন কত তার বিস্তারিত।
    একজন বিসিএস ক্যাডারের বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে প্রদান করা হয়।
    ৯ম গ্রেডে মুল বেতন ২২,০০০ টাকা। ২২,০০০ টাকা মূল বেতনের সাথে পোষ্টিং এর স্থান অনুযায়ী (ঢাকা সিটি, জেলা আর উপজেলা হিসেবে) মূল বেতনের ৫৫%, ৫০% ও ৪০% বাড়ী ভাড়া ভাতা হিসেবে পান। এর সাথে চিকিৎসা ভাতা হিসেবে ১,৫০০ টাকা পেয়ে থাকেন।
    তাহলে ৯ম গ্রেড অনুযায়ী একজন বিসিএস ক্যাডার প্রথম অবস্থায় ২২,০০০+৮,৮০০ (৪০% ধরে)+১,৫০০ টাকা মিলিয়ে= ৩২,৩০০ টাকা বেতন পেয়ে থাকেন।
    কিন্তু, যেহেতু যোগদানের মুহুর্তেই একজন বিসিএস ক্যাডার একটি ইনক্রিমেন্ট পেয়ে থাকেন সেহেতু তার মূল বেতন হয় ২৩,১০০ টাকা। আর বাড়ী ভাড়া আর চিকিৎসা ভাতা বাবদ ৯,২৪০ ও ১৫০০ টাকা পাবেন। সুতরাং চাকরিতে যোগদান করেই একজন বিসিএস ক্যাডার ২৩,১০০+৯,২৪০+১,৫০০ টাকা মিলিয়ে মোট= ৩৩,৮৪০ টাকা বেতন পান।
    বাড়ী ভাড়া ভাতা ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৫৫%, জেলা বা অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় ৫০% এবং উপজেলায় পোস্টিং হলে ৪০% হারে পাবেন।
    এবার আসি বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট নিয়ে। আমরা জানি সরকারি চাকরিতে প্রতি বছরের জুলাইতে মুল বেতনের ৫% হারে বেতন বৃদ্ধি পায়। ৯ম গ্রেড অনুযায়ী একজন বিসিএস ক্যাডার সর্বমোট ১৮টি ইনক্রিমেন্ট পাবেন।
    ১৮ বছরের ইনক্রিমেন্ট শেষে একজন বিসিএস ক্যাডারের মূল বেতন হবে ৫৩,০৬০ টাকা। বাড়ী ভাড়া হিসেবে থাকবে ২১,২২৪ টাকা আর ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা হিসেবে। তখন সর্বমোট বেতন হবে ৫৩,০৬০+২১,২২৪+১৫০০ =টাকা মিলিয়ে সর্বমোট ৭৫,৭৮৪ টাকা।
    তবে একজন বিসিএস ক্যাডারের বেতন নিয়ে কিছু কথা রয়েছে। একজন বিসিএস ক্যাডার চাকরিতে যোগদানের ৫ বছর পর পদোন্নতি পাওয়ার উপযুক্ত হোন। এভাবে প্রোমোশন পেয়ে ৯ম গ্রেড থেকে ৩য়/৪র্থ গ্রেডে আসতে পারেন। তখন ইনক্রিমেন্ট আর অন্যান্য ভাতাসহ বেতন লাখের অংকে চলে আসবে।
    একজন বিসিএস ক্যাডার মূল বেতন, বাড়ী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ছাড়াও আরোও কিছু ভাতা পেয়ে থাকেন। সেগুলো মিলিয়ে বেতনের পরিমাণ আরোও বাড়বে।

ความคิดเห็น •