কেনো চলচ্চিত্র ছেড়ে দিলেন শাবানা | Shabana | Hariye Jaoya Tarokara | Cine Poison | EP: 20

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • কেনো চলচ্চিত্র ছেড়ে দিলেন শাবানা | Shabana | Hariye Jaoya Tarokara | Cine Poison | EP: 20
    বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমে যারা খ্যাতি পেয়েও সেচ্ছায় বা অনিচ্ছায় হারিয়ে গেছেন তাদের নিয়েই আমাদের এই আয়োজন হারিয়ে যাওয়া তারকারা। আজ ২০ তম পর্বে আমরা তুলে ধরছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা শাবানার কথা।
    ১৯৬২ সালে এহতেশাম পরিচালিত নতুন সুর চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র মাধ্যমে নাম লেখান শাবানা। ১৯৬৭ সালে উর্দু ভাষার চকোরী সিনেমায় তাকে নায়িকা হিসেবে পরিচিত করে দেয় বরেণ্য নির্মাতা এহতেশাম। প্রায় চার দশকের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন তিনশতাধিক সিনেমাতে। তার অসংখ্য গুরুত্বপূর্ণ সিনেমার মধ্যে কিছু উল্লেখযোগ্য সিনেমা হচ্ছেঃ চকোরী, ভাত দে, অবুঝ মন, দুই পয়সার আলতা, মাটির ঘর, ছুটির ঘন্টা, রাঙা ভাবী, ওরা এগারোজন, পালাবি কোথায়, স্বামী কেন আসামী, রজনীগন্ধা, জননী, মরণের পরে, চাপা ডাঙ্গার বউ ইত্যাদি।
    এই ভিডিওতে শাবানার চলচ্চিত্র জীবন নিয়ে যেমন আলোচনা করা হয়েছে তেমনি তুলে ধরা হয়েছে তাঁর সংক্ষিপ্ত জীবনী।
    Shabana is the most popular film actress in the history of Bangladeshi cinema. She started her career as a child artist in 1962 with the film Notun Sur. In 1967, she began her career as lead actress with Urdu film Chokori. She acted in more than three hundred cinema in her career. Her notable works are: Chokori, Bhat De, Obujh Mon, Dui Poysar Alta, Matir Ghor, Chutir Ghonta, Ranga Bhabi, Ora Egaro Jon, Palabi Kothay, Shami Keno Ashami, Rojoni gondha, Jononi, Moroner Pore, Chapa Dangar Bou etc.
    In this video, we talked about her career, present condition, and her short biography.
    #cine_poison #hariye_jaoya_tarokara #shabana
    Script, Voice, and Edit: Tareq Ahmed
    Studio: Britter Baire Films
    Follow Us on Facebook:
    Cine Poison: cinepoison
    For Query: cinepoison.info@gmail.com

ความคิดเห็น • 117