জামালপুরে ঐতিহ্যবাহী বৃহৎ ঘোড়ার হাটে।। Traditional large Horse Hatt in Jamalpur।। Magic First Step

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • বাহাদুর, রাজা, তাজিয়া, পারলে ঠেকাও, বিজলি, কিরণমালা, রানি ও রাজ-এগুলো ঘোড়ার নাম। এদের নাম যেমন বাহারি, তেমনি গুণেও। এরা ছুটতে পারে ক্ষিপ্রগতিতে। এ কারণে ওদের কদরও যথেষ্ট। এদের পেতে ক্রেতাদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায়।
    প্রতি বৃহস্পতিবার বসে এই ঘোড়ার হাট। এখানে ঘোড়ার পাশাপাশি বেচাকেনা হয় ঘোড়ার গাড়ি, লাগামসহ নানা সরঞ্জাম। প্রায় অর্ধশতাব্দী ধরে চলছে এ হাট।
    কাদামাটি ও বালুতে ঘোড়াকে নিয়ে যাওয়া হয় শক্তি পরীক্ষার জন্য। শক্তির উপরই মূলত ঘোড়ার দাম-দর নির্ভর করে। ঘোড়ার গাড়ীর চাকায় দড়ি বেঁধে তাতে লোকজন চড়েও এই শক্তি পরীক্ষা করা হয়। অনেক সময় নিচু জায়গায় ঘোড়াকে ছেড়ে দিয়েও শক্তি পরীক্ষা করা হয়। এই হাটে ঘোড়ার পাশাপাশি বেচাকেনা হয় ঘোড়ার গাড়ি, গড়ি, চাবুক, লাগামসহ নানা সরঞ্জাম।
    ঘোড়ার ঐতিহ্যবাহী বৃহৎ এ হাট বাংলাদেশের জামালপুরে।
    Bahadur, Raja, Tajia, Parle Thekao, Bijli, Kiranmala, Rani and Raj-these are the names of the horses. Their name is Bahari, as well as Guna. They can run at full speed. For this reason, their appreciation is enough. There is a lot of scramble among buyers to get them.
    This horse market is held every Thursday. Along with horses, carriages, bridles and other equipment are sold here. This market has been running for almost half a century.
    Horses are taken to tests of strength in clay and sand. The price of the horse mainly depends on the strength. This strength was also tested by tying ropes to the wheels of a horse cart with people riding on it. Sometimes strength is tested by letting the horse down. Along with horses, horse carts, carts, whips, bridles and other tools are sold in this market.
    This largest traditional horse market at Jamalpur in Bangladesh.

ความคิดเห็น • 8

  • @ferdusahmed2919
    @ferdusahmed2919 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই আমি তুমার বিডিয় দেখলাম তুমি এত সুন্দর করে লিখে দেখানোর তুমাকে ধন্যবাদ আমি সিলেটের একটি গ্রামের আমার জন্ম

    • @magicfirststep
      @magicfirststep  2 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। শেয়ার করে পাশে থাকবেন।

  • @jannatulferdousjannatulfer6880
    @jannatulferdousjannatulfer6880 2 ปีที่แล้ว +1

    Vaiya bogurar kono baparyr nombor dite parebn

    • @magicfirststep
      @magicfirststep  2 ปีที่แล้ว

      আপু, আপাতত আমাদের কাছে তাদের কোনো নম্বর নেই। তবে আপনি বলার পর আমরা সেখানে যোগাযোগের চেষ্টা করছি। পেলে জানাবো । আমাদের সঙ্গেই থাকুন 🙂

  • @GhashFullRajshahi
    @GhashFullRajshahi 2 ปีที่แล้ว

    ঘোড়ার কষ্ট উঠে এসেছে।

    • @magicfirststep
      @magicfirststep  2 ปีที่แล้ว

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। :)

  • @mdshoukatmdshoukat727
    @mdshoukatmdshoukat727 2 ปีที่แล้ว +1

    এরা মানুষ নামের জানুয়ার একটা বুবা পশুকে এভাবে কষ্ট দেয় আল্লাহ তুমি এদের বুঝার তফিক দান কর।

    • @magicfirststep
      @magicfirststep  ปีที่แล้ว

      ঘোড়া আদিম যুগ থেকে মানুষের বাহন হিসেবে ব্যবহার হয়ে আসছে। ইসলামের নবী মোহাম্মদ স. এবং সাহাবীদেরও প্রিয় বাহন ছিলো উট ও ঘোড়া। তারপরও আপনার জীব প্রেমের প্রতি শ্রদ্ধা। ভালোবাসা নিবেন।