ভাইয়া আমার একটা জমির কাগজপত্র সব কিছু ঠিক আছে, কিন্তু দখল করে আছে অন্য কেউ,,,সে ক্ষেত্রে করনিয় কি,,, জমির কথা বলতে গেলে বিভিন্ন ধরনের ভয় দেখায়,,, আমার গ্ৰামের বাইরের জমি
স্যার আপনার কথা মতো সব ঠিক আছে কিন্তু ওই বংশের কেই থাকলে তারা কি বর্তমানে Rs অনুযায়ী জমি দখল করতে পারবে৷ মানে যেখানে সরকারের নামে হবে সেখানে যদি ওই বংশের কেই থাকে তারা কি জমি দখল করতে পারবে৷ দয়া করে বলবেন
আসসালামু ওয়ালাইকুম ভাইজান। আমার দাদারা ৫ ভাই। তদের নামে যে খতিয়ান আছে সেই খতিয়ান থেকে আমার দাদার সব জমি বের করে আলাদা খতিয়ান ভুক্ত করা যাবে কি..?? আর এর প্রসেস টা কি। আপনার মূল্যবান মন্তব্য প্রত্যাশা করছি।
আমার আব্বু একটি জমি কিনছে আজ হতে প্রায় 25 বছর আগে। আমি জমির কাগজ সম্পর্কে জানতে চাইলে দেখি আমাদের দলিল আছে কিন্তু রের্কড অন্যের নামে কিভাবে কি করব। পরমর্শ দেন প্লিজ
আমার দলিল মূলে হাউজিং সোসাইটির কাছে থেকে কিনেছিলাম ১৯৮০ সালের দিকে এবং খারিজ ও করা হয়েছিল। কিন্তু তারপর থেকে জমির কাছে যেতে পারি নাই। কি করে ফেরত পাবো উত্তর দেন প্লিজ। ধন্যবাদ।
আসসালামুয়ালাইকুম স্যার আমার বাবা জমিন কিনেছে বিশ বছর আগে কিন্তু দলিল বা অন্য কোনো খতিয়ান কিংবা কোনো ডগুমেন্ট নেই। শুধু দখলে আছি , জমিনের আসল মালিক মারা গেছে এবং তাদের ছেলেরা ও নেই এখন কথা হচ্ছে আমি কী নিজের নামে দলিল করতে পারবো? প্লিজ উত্তর টা দিলে ভালো হবে, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম
ভাই আমার বাবা চাচা চার জনের নামে দলিল আছে। এখানে দুইজনের নামে রেকর্ড হয়েছে আর দুই জনের অংশ বাংলাদেশ সরকারের নামে এখন শুধু জমির দলিল আছে।শুধু দলিল দিয়ে কি খারিজ করা যাবে।দয়াকরে জানাবেন।
স্যার আমার দাদার নামে RS খতিয়ানের মন্তব্য কলামে অনুমতি দখল দেওয়া আছে। এই জমিতে আমরা ১০০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছি এখন আমার বাবা চাচারা বসবাস করছেন এমনত অবস্থায় এই সম্পত্তির মালিকানা সৃষ্টি করা যায় কিভাবে??
আমরা উকিল নোটাওয়ারী কবলার মাধ্যমে কিছু জমিন ক্রয় করি প্রায় ১০বছর হলো। এত দিন বিক্রেতা কিছু বলেনি কিন্তু নতুন আইন হওয়ার পর বিক্রেতা এই কবলা অস্বীকার করছে এমতাবস্হায় আমার মালিকানা টিকবে কি না অনুগ্রহ করে বলবেন।
স্যার আমাদের ৫২ শতাংশ জমির রের্কড আমাদের নামে,সি,এস, আরোয়ার পূর্ব পুরুষদের নামে,আমরা ওয়ারিশ হিসাবে খাচ্ছি,,,প্রায় ১৭০/১৫০ বছর যাবৎ,হঠাৎ করে একজনে ১০৬ আগের দলিল দেখাচ্ছে,বলছে জমিটি তার বাবার নামে দলিল,এখন আমাদের করনীয় কি,আর যে দলিল মুলে দাবি করছে সে কি জমিটা পাবে,,আসা করি রিপ্লে জানাবেন স্যার🙏🏼🙏🏼
সার আমার বাবার জমিন বাবার বড় ভাই বিক্রয় করে দিয়েছে ১৯৭২ সনে মৌখিক ভাবে। তখন যেই লোক কিনেছিল যে কিনেছিল সেই লোক তল্লাশি দিয়ে দেখে জমির মালিক অন্য জন তারপর লোকটি দলিল ছাড়াই আর এক জনের কাছে বিক্রয় করে দেয় এমনিভাবে জমিনকে প্রায় চার জন লোক ক্রয় করেছে কিন্তু ওই জায়গায় আজ পর্যন্ত কোন বড় ধরনের বাড়ি করতে পারেনি কারণ তাদের অন্তরে একটাই ভয় যদি ওরজিনাল মালিক চলে আসে তাহলে আম ও যাবে ছালাও যাবে। তাই এখন আমরা কি করে জমিন টা পেতে পারি। আমাদের কাছে কোন কিছুই নাই। আমরা এখন চিন্তা করছি তেজগাঁও থেকে তল্লাশি দিয়ে জমিনের কাগজ বাহির করতে চাই নারায়ণগঞ্জ ভূমি অফিসে গিয়েছিলাম কিন্তু কোনো কাগজপত্র নেই বলছে। স্যার তেজগাঁও ভূমি অফিসের কাগজপত্র থাকবে কি দয়া করে জানাবেন।
স্যার আমাদের ৫২ শতাংশ জমি আছে যে টি আজ থেকে প্রায় ৪০ বছর পূর্বে হিন্দু দের কাছ থেকে ক্রয় করেছিল তখন আমরা দলিল করার আগেই তারা এদেশ থেকে চলে যায় তার কোন ওয়ারিশ ও নেই এখনো আমরা ভোগ দখলে আছি তো, আমার প্রশ্ন হলো আমরা কি অরজিনাল দলিল করতে পারবো, প্লিজ রিপ্লাই দিবেন স্যার
ভূমি আইন ২০২৩ আপনার দখল কৃত জমি টি খাস জমি মানে সরকারি। সরকার ২০২৩ সালে আইন অনুযায়ী এই জমি গুলো জেলা প্রশাসক এর অধীনে রাখতে বলেছেন। এখন জেলা প্রশাসক ইচ্ছা করলেই আপনার দখল কৃত জমি নিয়ে নিতে পারবে।
আপনার কথা টা ঠিকই আছে, কিন্তু একদল তেনাপেচানো মাদবর আছে যারা বিষয় টি বুঝেও শুধু পেচিয়ে পেচিয়ে ভিডিও করে সাধারন মানুষ গুলো কে হয়রানির শিকার করছে। ওরা ভুমিদস্যুদের পক্ষেই কাজ করছে, হয়তো বা উৎকোচ গ্রহণ করছে না হলে,স্পষ্ট বিষয় টি কে ঘোলায়ে উপস্থাপন করবে কেন,আইন ত ওরাও সমান অপরাধী।
স্যার আমার জায়গা আছে ১.5 মূল জায়গা ৪ শতাংশ দখলে আছি ৩ জন আমি ১.৫ শতাংশ জায়গায় ঘর তৈরি করেছি কিন্তু মুল মালিকের কেউ বেচে নেই এখন আমি কি জমি রেজিষ্ট্রেশন করতে পারবো?
sir amar baba 1989 sale ekta jaigar baina potro korechilo kinto kichu karone oi jaigatar registry korate pare ni kinto ekhon ashol malik ei jaiga tar registry korte chaiche na ekhon ami ki kore ei jaiga ta registry korabo kichu help koron sir
স্যার আমার দাদারা চার ভাই। আজ থেকে ৫০ বছর আগে বাড়ির জন্য জায়গা কিনে থাকে। এর মধ্যে ৪ দাগে ৫১ শতক জায়গা কিনে,য়ার ২৬ শতক ব্যক্তি মালিকানা জায়গা।আর জালিয়াতির শিকার হয়ে ২৫ শতক সরকারি জায়গা কিনে।৫০ বছর আগে তারা ভাগ করে নেয় ২ জন ব্যাক্তিমালিকানা ভোগ দখল করবি আর ২ জন সরকারি ভোগ দখল করবি,এই কথার কোন লিখিত ভাবে হয় নি ২০১৯ সালা ২জনের সরকারি জায়গার ওপর মাটির বাড়ি ভেঙে য়ায় তখন ইটের বাড়ি কার হয় সামনে কিছু জায়গা ফাকা রাখা হয় এখন ওই জায়গা তাদের অংশ আছে বলে দাবি করে সীমানা প্রাচীর দিতে চায় এখন আমাদের করনীয় কি জানালে খুব উপকৃত হতাম
Dada vai amr mama bari dadur ২৬ bigha jomi ache trmodhe 13 bigha jomi korte perechen mamadr name sekhane mayero thakar kotha Tara deni dadu mara jawar por baki ১৩ bigh kore jete paren ni karor name amr ma aka tini mara gechen mamara mak jibito obosthate kono vag deini ki kore pawa jbe jodi aktu bolen tahole khub upokar hobe
ভাই আমাদের একটা ৫০ শতাংশের জমি যেটা আমার নানা নানীর নামে আর এস রেকর্ড হইছে,এখানে নানা ৩৫ শতাংশ জমির মালিক যেটা তার পৌত্রিক জমি আর নানীর নামে ১৫ শতাংশ জমি সাফ কবলা দলিল মূলে ১৯৬৬ সালে ক্রয় করা হয়,দুই জনের জমিটা একই দাগে।নানীর এ ১৫ শতাংশ জমির চৌহদ্দি পুরা ৫০ শতাংশ জমির চার দিকে যে চার জন জমির মালিক আছে তাদের দেখানো হয়েছে। এখন নানীর ১৫ শতাংশ জমির অংশ টা ৫০ শতাংশ জমির কোন দিক দিয়ে নিতে হবে?দয়া করে জানাবেন প্লিজ।
Sir amader jomi te 40bochhoer besi bari kore a6i jomita ki6u taka diye kine6ilam akhon amader kachhe kono kagoj nei onnera amader triye dite chachhe ki kore kagoj ber korbo nijer name
Sir bari j luko kora a6e seta lij jomi likha a6e r bakita record Kora a6e .last home stay korar kotha vaj6i amake aktu best ki hobe bolun please. Unara ki6utei taka niteu chchhe na kinbo j
আমরা একটা জায়গা কিনতে চাই।যেটার মিউট্রিশন আছে সব কাগজ আছে কিন্তু অরজিনাল দলিল নাই।কিন্তু কোর্ট এর রায় আছে। জমির অরজিনাল মালিক হিন্দুরা যারা ১৯৪৫ সালে দেশ থেকে চলে গেছে। এখন কি এই জমিতে পরবর্তীতে কোন সমস্যা হবে? তারা কি দাবি করতে পারবে? দয়া করে কেও জানাবেন
আমার বাবা থেকে শুরু করে আমরা পর্যন্ত প্রায় ৪০/৫০ বছর আমরা যে ঘরে বসবাস করি গত বছর জানতে পারি ঐ বাড়ীতে আমাদের বাড়ীর আরেকজনে নামে দলিল আছে রেকর্ড। আমার কোন রেকর্ড নাই শুধু বসবাস করছি। এই বিষয়ে সমাধান কি?
স্যার আমার দাদারসাতটা বউ ছিল একটা জমি আছে যেটা কারো নামে দাদা দেননি আমার বাবা গত ২০ বছর ধরে ভোগ করে আসছে এখন বাবা মারা গেছে এখন আমার অন্য দাদির ছেলেমেয়েরা জমিটা ভাগ করতে চাচ্ছে এখন আমার করণীয় কি একটু জানাবেন প্লিজ
স্যার দাদার আমলে একটা জমি ক্রয় করা ছিল কিন্তূ দলিল করেনাই রেকর্ড ও করেনাই কিন্তূ এই পর্যন্ত দখল আমাদের তার মধ্যে পাশের বাড়ির একজন রেকর্ড করে নিয়েছে,কিন্তূ তাদের দখল নাই দলিল ও নাই বর্তমানে তারা দাবী করে জমি তাদের,এই মহুর্তে কি করা যেতে পারে জানালে কৃতজ্ঞ থাকিব,,
আমাদের বাড়ি টির কোন কাগজ নেই এমন কি দাদা কাছে শোসেছি ৮০দশকে জে জরিপ হয় সে জরিপে জমি তোলা হয়নাই। একন বাড়তি জমি হিসাবে আমাদের দকলে আছে। সেই জমি কি করে টিক করব।
Sir আমার বাবা আমার জেঠুর কাছে থেকে কিনে নিয়েছে প্রায় ১৭ বছর ধরে কিন্তু কোনো রেজিট্রি হয়নি বর্তমান আমার জেঠু এবার তার ছেলে মেয়ে নিয়ে দখল করতে চাইছে আমাদের উপর জোর করছে এতে কি করণীয় প্লিজ একটা ভিডিও বানান তাড়াতাড়ি
জমি অন্য লোকের নামে রায়ত আছে কিন্তু অনুমতি দখল আছে আমার মৃত বাবার নামে কিন্তু আমার দখলে নেই সেই জায়গাটি আমার জ্যাঠার ছেলে দখল করে রেখেছে এই জায়গাটি কি আমি দখল নিতে পারব
আমার বাবা একটা জমি কেনে যার তিনজন শরীক ছিল। কিন্তু দুইজন শরিক বাংলাদেশ চলে গেছে বহু আগে। তারা কোন দিনই এদেশে আসে না। বাবা তাই একজনের কাছ থেকে সব জমিটি কিনে নেয়। জমিটিতে আমরা 1980 সাল থেকে অর্থাৎ 44 বছর ধরে বসবাস করছে। কিন্তু জমিটার তিন ভাগের এক ভাগ রেকর্ড করতে পেরেছি। আর দুই ভাগ রেকর্ড কিভাবে করবো জানালে কৃতজ্ঞ থাকবো।
স্যার একজন আত্মীয় তার বাবার সম্পদ(বন্দে + বাড়ি) মিলিয়ে যতটুকু পায় তা বন্দেই বিক্রি করে ফেলছে, এখন প্রশ্ন হল তারপরেও কি তার বাড়ি থাকবে নাকি যে ভাই তার ভাগের সম্পদ ক্রয় করছে ঐ ভাই বাড়ি ভোগ করবে যদিও সে বাড়ির দাগে জমি বিক্রি করেনি ।
দলিল নেই রেকর্ড ও নেই পুর্বের মালিকের নামে রেকর্ড আছে কিনতু দকলে আছে এবং রেকর্ড নামে খাদনা দিয়ে আসছি তাহলে সেই জমি দখল কার হিসাবে পাবো কি না? বা প্রতিকার কি জানাবেন উপকরিত হব!
স্যার, আমার বাবা একট জমি কিনেছে ২৫ বছর আগে টাকা দিয়েছে কিন্তু দলিল দেয়নেই।সাক্ষী আছে, এবং সাক্ষী ও জমির মালিক চালাকি করে অন্য থানার এক চেয়ারম্যানের নামে লেখে দেয়।কন্তি ঐ সাক্ষী চেয়ারম্যানের কাছথেকে তার ভাইয়ের নামে লেখে নিয়ে তার ভাই কে বিদেশ পাঠিয়ে দেয়।কিন্ত জমি দখলে আমরা আছি।তা হলে কি করে ঐ জমি আমাদের নামে করবো।
আমরা।বিগত।১০০,বছর।ধরে।একটা, জায়গায় বাস করছি। কিন্তু আমাদের কাছে কোন কাগজপত্র নেই কিন্তু অন্য একব্যক্তি জাল করে রেকর্ড করেছে।আর। আমাদেরকে ধমক দিচ্ছে উচ্ছেদ করার আমাদের কী করণীয় আছে
ভাইয়া আমার দাদার জায়গা অই জায়গা টা এখন আমার বাবা চাচা সবাই পাবে তবে এই জায়গা টা এখন পযন্ত কেও রেস্টোরি করে নাই কার নামে তবে আমার দাদা জারে জেই দিকে দিয়ে গেছে সবাই জার জার জায়গা আছে এখন আমার জায়গা টা আমার চাচা দখলে আছে কর নিও কি
স্যার,,আমরা বাজারের পাশে বাসা।যুদ্ধের আগে থেকে আমরা এইখানে থাকি।কোন কারণে আমাদের এক নিকটতম আত্মীয় এই জমি বাজারের দাগে দেয়।এখন আমরা 70 বছর হবে।কিন্তু আগে থেকেই case চলতেছে এটা কিভাবে আমাদের করা যাবে
স্যার আমি এওয়াজ বদল করে বাড়ি বানাইছি। কিন্তু কোন পক্ষ লিখে নাই। এখন অপর পক্ষ জমি ফিরিয়ে নিতে চায়। নানা রকম হুমকি দিচ্ছে। আমি কি আইনের আওতায় গিলে আমার বাড়ি টিকবে
এই সম্যসা আমাদের টাংগাইল ঘাটাইল গাংগাইর মৌজায় সি এস এ আমার তালোই এর নামে দখল শুদএে রেকড নিয়েছে তাদের নামে তাদের কোন দলিল নেই আমার তালোইর নামে সেই রেকড কি ভাবে ভাংবে পরামর্শ দিবেন
প্রিয় ভাই রিপ্লাই দিলে খুবই উপকৃত হবো,,আমার বাবা জমি বিক্রির উদ্দেশ্য ২০২০ সালের ২৩ মার্চ বায়না দলিল করে পরের মাসে অর্থাৎ ২০২০ সালের ১৪ এপ্রিল মারা যায়,,এখন এই বায়নাটা কি টিকবে? আর যদি টিকেও তাহলে জমি ফিরিয়ে আনতে আমরা সন্তানদের কি করণীয়,, দয়া করে বলবেন প্লিজ🤔🤔🙏🙏🙏🙏🙏🙏🙏
আপনি যদি মুসলমান হয়ে থাকেন তবে বাবার বায়না নেওয়া বা বিক্রি করা সম্পত্বি কেন ফিরে পেতে চান? বরং বাপের উপযুক্ত বলবান ছেলে হিসাবে,আপনাদের দায়িত্ব হবে ক্রেতাকে দলিল পুর্ন করে দিয়ে পিতার দায় মুক্ত করে আখেরাত পোক্ত করা না হলে কেয়ামতের ময়দানে পিতার উপযুক্ত ছেলে হিসাবে আপনারাও পাকরাও হবেন। আশা করি বুঝেছিন!!
@@Nuralam-td4sw আমরা জমিটা ফিরিয়ে আনতে চাওয়ার কারণ আমার অসুস্থ থাকার জন্য জমিটা বিক্রি করে চিকিৎসা করতে চেয়েছে যেহেতু প্রকৃত দামের তুলনায় তার বায়না করাটা ছিলো কম অর্থাৎ ৩০ লাখ + টাকার সম্পত্তি সে ১৩.৫ লাখে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য আমরা সন্তানরা চাই না এতো কম মূল্যে বিক্রি করতে,,,একটু বলবেন প্লিজ
Amar maa warish tobe juddhar time theka onno manush dokhol kore khache..amar maa shob papers ber korechi ac land e abedon koreche.shunani o hoyeche..amar maa j warish ta promanito hoyeche .ekhon msg ache abedon batil hoyeche r jomi tran er kache nea nesa..ekhon ki koro neo pls sir ektu suggestions den..amar maa onek chinteto,onk poyshao khoroj hoyeche...
আসসালামু আলাইকুম আমার বাবা আর দুই চাচা মিলে একটা জায়গা কিনেছে কিন্ত তারা আমার বাবা কে গ বসায় চে ওনারা মালিক হয়ছে ঐ জায়গা আমরা একটা ঘরকরে তাকি একন আমার বাবা চাচা তো ভাইরা আমাদে কে ঐ জায়গা তে উটাতে চাই একন আমরা কি কথে পাকি
আপোষ বন্টন মতে এই খতিয়ানে রহিম গং এর দখল নাই।কিন্তু তাদের নামের হিসসা কলামে আছে।এখন তাদের হিসসাকৃত সম্পত্তি কে পাবে?খতিয়ানে বাকী যাদের নাম আছে তারা?পেলেও কিভাবে সম্পত্তি তাদের মাঝে বন্টন হবে।প্লিজ জানাবেন।
স্যার ধরুন আমার আব্বা ক আমার আব্বা বাদে আর দুইভাই খ ও গ এস এ রেকর্ডকালে ৩৫ শতক জমি ক্রয় করে,আর,এস খতিয়ানে খ ও গ নামে রেকর্ড হয়। গ নিসন্তান অবস্থায় মারা যায়,আর এস খতিয়ানে ক কোন নাম নেই কারন খ ও গ জমিটি ক্রয় করে,এখন গ সম্পওি ওয়ারিশ হবে কে?শুধু খ ব্যক্তি নাকি ক ও খ ব্যক্তি উভয়ই
উত্তরবঙ্গ সৎ সংঘ তপোবন কমিউনিটি শুভ সচেতন নাগরিকের মুল্যবান জীবনের পারিবারিক গাছ লাগান পরিবেশ বাঁচান নতুন প্রজন্মের প্রতি দায়িত্ব সন্মান।
আপনার প্রতি আমার আকর্ষণ সবসময় আপনার খবর কি জে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে স্যার❤
ভাইয়া আমার একটা জমির কাগজপত্র সব কিছু ঠিক আছে, কিন্তু দখল করে আছে অন্য কেউ,,,সে ক্ষেত্রে করনিয় কি,,, জমির কথা বলতে গেলে বিভিন্ন ধরনের ভয় দেখায়,,, আমার গ্ৰামের বাইরের জমি
বণিিগলিিডীনননহং
স্যার আপনার কথা মতো সব ঠিক আছে কিন্তু ওই বংশের কেই থাকলে তারা কি বর্তমানে Rs অনুযায়ী জমি দখল করতে পারবে৷ মানে যেখানে সরকারের নামে হবে সেখানে যদি ওই বংশের কেই থাকে তারা কি জমি দখল করতে পারবে৷ দয়া করে বলবেন
Vai amar jomi dolil ache Kintu 13 bochor Dore amar caca thak tacche Akhon ki se jomir malik hobe
Anumati dakhal jomi bedakhal hole (jar jomi sei betita) takhane ki kara jai
১৯৭৪ সালে উপজেলা ভূমি অফিসে জেলা প্রশাসক কতৃক নিলাম কৃত নিলামের ডকুমেন্টস কোথায় পাওয়া যাবে?
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ 5:19
আমাদের ১১ বিঘা জমি মানুষ ভুগ করছে। আমরা কি করতে পারি?
১৫ বছর আগে জমি ক্রয় করে চাষাবাদ করে আসছি কিন্তু জমি কবলা করা হয় নি,, এখন সে বলছে জমি বিক্রি করে নাই এখন করনীয় কি
ভাই জমি জমা সংক্রান্ত ভিডিওটি অনেক হেল্পফুল আপনাকে আন্তরিক ধন্যবাদ
আসসালামু ওয়ালাইকুম ভাইজান। আমার দাদারা ৫ ভাই। তদের নামে যে খতিয়ান আছে সেই খতিয়ান থেকে আমার দাদার সব জমি বের করে আলাদা খতিয়ান ভুক্ত করা যাবে কি..?? আর এর প্রসেস টা কি। আপনার মূল্যবান মন্তব্য প্রত্যাশা করছি।
Baia jodi bita soho gor (has) bainama korar por,bikreta jodi gor na care taphole koronio ki?
স্যার দলিল বাবা পূরে ফেলছিল এখন হাতে কোনু কাগজ নেই 60 বছর আগের এখনকি বের করাজাবে কেমনে জানাবেন একটু
আমার আব্বু একটি জমি কিনছে আজ হতে প্রায় 25 বছর আগে। আমি জমির কাগজ সম্পর্কে জানতে চাইলে দেখি আমাদের দলিল আছে কিন্তু রের্কড অন্যের নামে কিভাবে কি করব। পরমর্শ দেন প্লিজ
দলিল যার জমি তার নতুন ভূমি আইনের চূড়ান্ত বিধিমালা কবে নাগাদ আমরা পাবো?
Sorkari khas jomi dokhole ache....record korte parbo ki?
আমার দলিল মূলে হাউজিং সোসাইটির কাছে থেকে কিনেছিলাম ১৯৮০ সালের দিকে এবং খারিজ ও করা হয়েছিল। কিন্তু তারপর থেকে জমির কাছে যেতে পারি নাই। কি করে ফেরত পাবো উত্তর দেন প্লিজ। ধন্যবাদ।
Sar,s,malik,nana,ar,naner,ma,akan,kento,nana,ar,naner,Vai,bon,akoy,pater,kento,amar,naner,jaiga,Paine,at,ke,haba
Ser dadur jomi achha dadu mara gechha Nati seo mara gachha tar chhalera ki jomi pabe Daya kore janaben
অবশ্যই পাবে
আসসালামুয়ালাইকুম
স্যার আমার বাবা জমিন কিনেছে বিশ বছর আগে কিন্তু দলিল বা অন্য কোনো খতিয়ান কিংবা কোনো ডগুমেন্ট নেই।
শুধু দখলে আছি , জমিনের আসল মালিক মারা গেছে এবং তাদের ছেলেরা ও নেই এখন কথা হচ্ছে আমি কী নিজের নামে দলিল করতে পারবো?
প্লিজ উত্তর টা দিলে ভালো হবে, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম
Bhai ami jomi kinesi prai 20 bosor aage but jomi malik amake kono kagoz kore disse na akhon Amar koronio ki??
ভাই আমার বাবা চাচা চার জনের নামে দলিল আছে। এখানে দুইজনের নামে রেকর্ড হয়েছে আর দুই জনের অংশ বাংলাদেশ সরকারের নামে এখন শুধু জমির দলিল আছে।শুধু দলিল দিয়ে কি খারিজ করা যাবে।দয়াকরে জানাবেন।
স্যার আমার দাদার নামে RS খতিয়ানের মন্তব্য কলামে অনুমতি দখল দেওয়া আছে। এই জমিতে আমরা ১০০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছি এখন আমার বাবা চাচারা বসবাস করছেন এমনত অবস্থায় এই সম্পত্তির মালিকানা সৃষ্টি করা যায় কিভাবে??
আমরা উকিল নোটাওয়ারী কবলার মাধ্যমে কিছু জমিন ক্রয় করি প্রায় ১০বছর হলো। এত দিন বিক্রেতা কিছু বলেনি কিন্তু নতুন আইন হওয়ার পর বিক্রেতা এই কবলা অস্বীকার করছে এমতাবস্হায় আমার মালিকানা টিকবে কি না অনুগ্রহ করে বলবেন।
জমির দলিল ছাড়া দখল চোর এর কাজ আর চোর কে সাহায্য করা অপরাধ
সংবিধানে বলা আছে বৈধ দখল।মানে কেউ দখল কোরে খাচ্ছে আর আপনি ১২ এর বেশি সময় ধরে বাদা দেননি। দখল ছাড়াও অনেকেই তো ভূয়া দলিল করে তাহলে কি বোলবেন।
স্যার আমাদের ৫২ শতাংশ জমির রের্কড আমাদের নামে,সি,এস, আরোয়ার পূর্ব পুরুষদের নামে,আমরা ওয়ারিশ হিসাবে খাচ্ছি,,,প্রায় ১৭০/১৫০ বছর যাবৎ,হঠাৎ করে একজনে ১০৬ আগের দলিল দেখাচ্ছে,বলছে জমিটি তার বাবার নামে দলিল,এখন আমাদের করনীয় কি,আর যে দলিল মুলে দাবি করছে সে কি জমিটা পাবে,,আসা করি রিপ্লে জানাবেন স্যার🙏🏼🙏🏼
সার আমার বাবার জমিন বাবার বড় ভাই বিক্রয় করে দিয়েছে ১৯৭২ সনে মৌখিক ভাবে। তখন যেই লোক কিনেছিল যে কিনেছিল সেই লোক তল্লাশি দিয়ে দেখে জমির মালিক অন্য জন তারপর লোকটি দলিল ছাড়াই আর এক জনের কাছে বিক্রয় করে দেয় এমনিভাবে জমিনকে প্রায় চার জন লোক ক্রয় করেছে কিন্তু ওই জায়গায় আজ পর্যন্ত কোন বড় ধরনের বাড়ি করতে পারেনি কারণ তাদের অন্তরে একটাই ভয় যদি ওরজিনাল মালিক চলে আসে তাহলে আম ও যাবে ছালাও যাবে। তাই এখন আমরা কি করে জমিন টা পেতে পারি। আমাদের কাছে কোন কিছুই নাই। আমরা এখন চিন্তা করছি তেজগাঁও থেকে তল্লাশি দিয়ে জমিনের কাগজ বাহির করতে চাই নারায়ণগঞ্জ ভূমি অফিসে গিয়েছিলাম কিন্তু কোনো কাগজপত্র নেই বলছে। স্যার তেজগাঁও ভূমি অফিসের কাগজপত্র থাকবে কি দয়া করে জানাবেন।
Dokhol kora jomi ki bikri kora somvob
স্যার আমার দাদা জমি কিনচিলো ওনার চাচাতু ভাইয়ের কাছ তেকে কিন্তু দলিল করে নাই এখন জমি আমাদের দখলে আচে করনিয় কি একটু জানাবেন নিজের নামে করবো কি করে পিলিজ
স্যার আমাদের ৫২ শতাংশ জমি আছে যে টি আজ থেকে প্রায় ৪০ বছর পূর্বে হিন্দু দের কাছ থেকে ক্রয় করেছিল তখন আমরা দলিল করার আগেই তারা এদেশ থেকে চলে যায় তার কোন ওয়ারিশ ও নেই এখনো আমরা ভোগ দখলে আছি তো, আমার প্রশ্ন হলো আমরা কি অরজিনাল দলিল করতে পারবো, প্লিজ রিপ্লাই দিবেন স্যার
Hobe
Ami korsi
ভূমি আইন ২০২৩ আপনার দখল কৃত জমি টি খাস জমি মানে সরকারি। সরকার ২০২৩ সালে আইন অনুযায়ী এই জমি গুলো জেলা প্রশাসক এর অধীনে রাখতে বলেছেন। এখন জেলা প্রশাসক ইচ্ছা করলেই আপনার দখল কৃত জমি নিয়ে নিতে পারবে।
@@DuSf-du7hiভাই আপনার সাথে কথা আছে নাম্বার টা দিবেন
আপনার কথা টা ঠিকই আছে, কিন্তু একদল তেনাপেচানো মাদবর আছে যারা বিষয় টি বুঝেও শুধু পেচিয়ে পেচিয়ে ভিডিও করে সাধারন মানুষ গুলো কে হয়রানির শিকার করছে। ওরা ভুমিদস্যুদের পক্ষেই কাজ করছে, হয়তো বা উৎকোচ গ্রহণ করছে না হলে,স্পষ্ট বিষয় টি কে ঘোলায়ে উপস্থাপন করবে কেন,আইন ত ওরাও সমান অপরাধী।
নমস্কার আমার বাড়ির কোন দলিল খতিয়ান নেই।মামলার রায় আছে। মামলার রায় দিয়ে জমি মিউটেশন করা যাবে কিনা।
স্যার আমার জায়গা আছে ১.5 মূল জায়গা ৪ শতাংশ দখলে আছি ৩ জন আমি ১.৫ শতাংশ জায়গায় ঘর তৈরি করেছি কিন্তু মুল মালিকের কেউ বেচে নেই এখন আমি কি জমি রেজিষ্ট্রেশন করতে পারবো?
Bhai ami ki apnar sathe jugajug korte pari...?
sir amar baba 1989 sale ekta jaigar baina potro korechilo kinto kichu karone oi jaigatar registry korate pare ni kinto ekhon ashol malik ei jaiga tar registry korte chaiche na ekhon ami ki kore ei jaiga ta registry korabo kichu help koron sir
স্যার
আমার দাদারা চার ভাই। আজ থেকে ৫০ বছর আগে বাড়ির জন্য জায়গা কিনে থাকে। এর মধ্যে ৪ দাগে ৫১ শতক জায়গা কিনে,য়ার ২৬ শতক ব্যক্তি মালিকানা জায়গা।আর জালিয়াতির শিকার হয়ে ২৫ শতক সরকারি জায়গা কিনে।৫০ বছর আগে তারা ভাগ করে নেয় ২ জন ব্যাক্তিমালিকানা ভোগ দখল করবি আর ২ জন সরকারি ভোগ দখল করবি,এই কথার কোন লিখিত ভাবে হয় নি ২০১৯ সালা ২জনের সরকারি জায়গার ওপর মাটির বাড়ি ভেঙে য়ায় তখন ইটের বাড়ি কার হয় সামনে কিছু জায়গা ফাকা রাখা হয় এখন ওই জায়গা তাদের অংশ আছে বলে দাবি করে সীমানা প্রাচীর দিতে চায় এখন আমাদের করনীয় কি জানালে খুব উপকৃত হতাম
দুই জনের কাছ থেকে এক কাঠা করে দুইকাঠাজমিকিনেছিখাজনার রসিদ দিচ্ছে না আমি খাজনা দেব কীভাবে।
নিজ নামে খারিজ করে নিন
Dada vai amr mama bari dadur ২৬ bigha jomi ache trmodhe 13 bigha jomi korte perechen mamadr name sekhane mayero thakar kotha Tara deni dadu mara jawar por baki ১৩ bigh kore jete paren ni karor name amr ma aka tini mara gechen mamara mak jibito obosthate kono vag deini ki kore pawa jbe jodi aktu bolen tahole khub upokar hobe
বাংলা লিপিতে লিখুন দয়া করে। এভাবে লিখলে বুজতে অসুবিধা হয়।
আমার দাদা জমি আমার ঘরের ভিতরে বাহিরে ৩০ বচর দরে আমরা ব্যাবহার করে আসচি হঠাত কাকা কিনলো আমাদের কে নাজানিয়ে এখন আমরা কি করবো প্লিজ বলবেন
দাদা কি কি করতে হবে কোথায় যেতে হবে এক টি জমি আছে ১কাঠা
Amader akjon jayga dan korechilo , akhon onno akjon ai jayga kineche dolil dekhachhe , please bolun ki somadhan ache
? Kikorbo uttor deben please
আপনাকে কি দলিল করে দান করেছিল? যদি আপনার দলিল না থাকে তবে সমস্যা
ভাই আমাদের একটা ৫০ শতাংশের জমি যেটা আমার নানা নানীর নামে আর এস রেকর্ড হইছে,এখানে নানা ৩৫ শতাংশ জমির মালিক যেটা তার পৌত্রিক জমি আর নানীর নামে ১৫ শতাংশ জমি সাফ কবলা দলিল মূলে ১৯৬৬ সালে ক্রয় করা হয়,দুই জনের জমিটা একই দাগে।নানীর এ ১৫ শতাংশ জমির চৌহদ্দি পুরা ৫০ শতাংশ জমির চার দিকে যে চার জন জমির মালিক আছে তাদের দেখানো হয়েছে। এখন নানীর ১৫ শতাংশ জমির অংশ টা ৫০ শতাংশ জমির কোন দিক দিয়ে নিতে হবে?দয়া করে জানাবেন প্লিজ।
একটি জমি 50 বছর ধরে চাষ করছি কারোর নামে নেই এই জমি কি আমাদের নামে হতে পারে আর যদি কেউ অন্য কারোর নামে করে নেই সেই জমির জন্য কি আমি মামলা করতে পারবো
তামাদি আইনের ২৮ ধারা
Thanks ❤
আমার বাড়ীর ভিতর সামান্য পরিমান সরকারী খাস যাওয়া পড়ছে,,এখন আমার করনীয় কি?
Apnar sathe kono rokom vabe contact kora jabe just sudhu matro poramorsho nitam apnar theke . Please jodi paren Reply din
আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই,কিভাবে করবো
Dadu r jomin waresion apply kora 8mas hoiu gelo field enquiry generated Hoi help lekin akhono nam chhafenai...😢sir reply please
আমার “ জমি জমার সমস্যা ও সমাধান নামে একটি ফেসবুক আইডি আছে, যাদের সমস্যা তারা এই গ্রুপে এড দিয়ে রাখতে পারবেন
Sir apnar sathe contact korte chai
Sir can i get your number?
Sir amader jomi te 40bochhoer besi bari kore a6i jomita ki6u taka diye kine6ilam akhon amader kachhe kono kagoj nei onnera amader triye dite chachhe ki kore kagoj ber korbo nijer name
বৈধ মালিক থেকে জমিটা কিনে নিতে পারেন।
চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করতে পারেন।
বিস্তারিত বলুন
Sir bari j luko kora a6e seta lij jomi likha a6e r bakita record Kora a6e .last home stay korar kotha vaj6i amake aktu best ki hobe bolun please. Unara ki6utei taka niteu chchhe na kinbo j
দয়া করে বাংলাতে লিখুন। অনেক কিছুই বুঝতে অসুবিধা হয়। অথবা ইংলিশে লিখুন
Dada ami janta cai .amar 3 miya sala ni .ta holla amar .mitor por ka hobe malik
১/ আপনার অবিবাহিত কন্যা ( তখন যদি থাকে)
/২/ আপনার যে কন্যার পুত্র থাকবে সে মেয়ে।
আমরা একটা জায়গা কিনতে চাই।যেটার মিউট্রিশন আছে সব কাগজ আছে কিন্তু অরজিনাল দলিল নাই।কিন্তু কোর্ট এর রায় আছে। জমির অরজিনাল মালিক হিন্দুরা যারা ১৯৪৫ সালে দেশ থেকে চলে গেছে। এখন কি এই জমিতে পরবর্তীতে কোন সমস্যা হবে? তারা কি দাবি করতে পারবে?
দয়া করে কেও জানাবেন
Amader vitebarir jomi kakara onek din age taka niyechilm but registy hoyni 1.86 sotok Tara chole geche 20 bochorer ..ekhono record hobe ki??
ভাই যদি বাংলায় লেখেন তো বুজতে সুবিধে বয়
আমার বাবা থেকে শুরু করে আমরা পর্যন্ত প্রায় ৪০/৫০ বছর আমরা যে ঘরে বসবাস করি গত বছর জানতে পারি ঐ বাড়ীতে আমাদের বাড়ীর আরেকজনে নামে দলিল আছে রেকর্ড। আমার কোন রেকর্ড নাই শুধু বসবাস করছি। এই বিষয়ে সমাধান কি?
দলিল থাকলে তার ন্যায্য ভাগ দিতে হবে
স্যার আমার দাদারসাতটা বউ ছিল একটা জমি আছে যেটা কারো নামে দাদা দেননি আমার বাবা গত ২০ বছর ধরে ভোগ করে আসছে এখন বাবা মারা গেছে এখন আমার অন্য দাদির ছেলেমেয়েরা জমিটা ভাগ করতে চাচ্ছে এখন আমার করণীয় কি একটু জানাবেন প্লিজ
স্যার দাদার আমলে একটা জমি ক্রয় করা ছিল কিন্তূ দলিল করেনাই রেকর্ড ও করেনাই কিন্তূ এই পর্যন্ত দখল আমাদের তার মধ্যে পাশের বাড়ির একজন রেকর্ড করে নিয়েছে,কিন্তূ তাদের দখল নাই দলিল ও নাই বর্তমানে তারা দাবী করে জমি তাদের,এই মহুর্তে কি করা যেতে পারে জানালে কৃতজ্ঞ থাকিব,,
আদালতে মামলা করেন রেকর্ড কারেকশনের জন্য
@@landlawproblemnsolutionBD স্যার মামলাটা কি দখল দেখিয়ে করে যারা রেকর্ড করেছে তাদের এটা কি কাটা যাবে
ভাই এস এ রেকর্ড খাস খতিয়ানে কি করতে পারি দলিল আছে রেকর্ড আছে কিন্তু খাস খতিয়ানে
নতুন করে রেকর্ড আসবে কবে আর রেকর্ড করতে কত টাকা খরচ হবে
লাওয়ারিশ নাকি বেওয়ারিশ কোনটি সঠিক?
স্যার দখল করা অবস্থায় রেস্টী কিছু করা যাবে দয়া করে জানাবেন
Vai apnar satheki aktu kotha bola jabe
Thank you sir ❤❤❤
So nice of you
ভাইয়া আপনার নাম্বাটা দিবেন একটু।। একটা সমস্যা সমধান করতে হবে 😊
আপনার কথা আইনসিদ্ধ নহে।
আমাদের বাড়ি টির কোন কাগজ নেই এমন কি দাদা কাছে শোসেছি ৮০দশকে জে জরিপ হয় সে জরিপে জমি তোলা হয়নাই। একন বাড়তি জমি হিসাবে আমাদের দকলে আছে। সেই জমি কি করে টিক করব।
Sir আমার বাবা আমার জেঠুর কাছে থেকে কিনে নিয়েছে প্রায় ১৭ বছর ধরে কিন্তু কোনো রেজিট্রি হয়নি বর্তমান আমার জেঠু এবার তার ছেলে মেয়ে নিয়ে দখল করতে চাইছে আমাদের উপর জোর করছে এতে কি করণীয় প্লিজ একটা ভিডিও বানান তাড়াতাড়ি
কোন ডকুমেন্ট নাই?
ভাই আপনার ফোন্নাম্বার দিবেনকি৷ ন@@landlawproblemnsolutionBD
স্যার, আমার S A র মালিক, আমার দখলে,আমরা গুরুত্ব না দেয়া,BS অন্য জনে করে,সে কি ঔ জমিন দখল করতে পারবে?
জমি অন্য লোকের নামে রায়ত আছে কিন্তু অনুমতি দখল আছে আমার মৃত বাবার নামে কিন্তু আমার দখলে নেই সেই জায়গাটি আমার জ্যাঠার ছেলে দখল করে রেখেছে এই জায়গাটি কি আমি দখল নিতে পারব
আমার বাবা একটা জমি কেনে যার তিনজন শরীক ছিল। কিন্তু দুইজন শরিক বাংলাদেশ চলে গেছে বহু আগে। তারা কোন দিনই এদেশে আসে না। বাবা তাই একজনের কাছ থেকে সব জমিটি কিনে নেয়। জমিটিতে আমরা 1980 সাল থেকে অর্থাৎ 44 বছর ধরে বসবাস করছে। কিন্তু জমিটার তিন ভাগের এক ভাগ রেকর্ড করতে পেরেছি। আর দুই ভাগ রেকর্ড কিভাবে করবো জানালে কৃতজ্ঞ থাকবো।
ছার আপনার সাথে কথা বলা জাবে
স্যার একজন আত্মীয় তার বাবার সম্পদ(বন্দে + বাড়ি) মিলিয়ে যতটুকু পায় তা বন্দেই বিক্রি করে ফেলছে, এখন প্রশ্ন হল তারপরেও কি তার বাড়ি থাকবে নাকি যে ভাই তার ভাগের সম্পদ ক্রয় করছে ঐ ভাই বাড়ি ভোগ করবে যদিও সে বাড়ির দাগে জমি বিক্রি করেনি ।
স্যার আমার ১৪ শতাংশ জমি আছে রেকট নেই দলিও নেই আমাদেন দখলে আছে অনেক আগে থেকেই এটা কি করে নিজের নামে করা যায়
এই ধরনের জমি রেকর্ড এর পর খাজনা দেওয়ার পর কি সরকার এই জমি খাস করতে পারবে?আশাকরি উওর পাবো।
আমার ও এই প্রশ্নের উত্তর জানার ছিল। আশাকরি আপনি আমাদের প্রশ্নটির উত্তর দিয়ে উপকৃত করবেন।
দলিল নেই রেকর্ড ও নেই পুর্বের মালিকের নামে রেকর্ড আছে কিনতু দকলে আছে এবং রেকর্ড নামে খাদনা দিয়ে আসছি তাহলে সেই জমি দখল কার হিসাবে পাবো কি না? বা প্রতিকার কি জানাবেন উপকরিত হব!
সেইম
স্যার,
আমার বাবা একট জমি কিনেছে ২৫ বছর আগে টাকা দিয়েছে কিন্তু দলিল দেয়নেই।সাক্ষী আছে, এবং সাক্ষী ও জমির মালিক চালাকি করে অন্য থানার এক চেয়ারম্যানের নামে লেখে দেয়।কন্তি ঐ সাক্ষী চেয়ারম্যানের কাছথেকে তার ভাইয়ের নামে লেখে নিয়ে তার ভাই কে বিদেশ পাঠিয়ে দেয়।কিন্ত জমি দখলে আমরা আছি।তা হলে কি করে ঐ জমি আমাদের নামে করবো।
আদালত মারফত দলিলে করে নেবেন। পরিচিত একজন উকিলের সাথে আলাপ করে মামলা করে দিন
Thanks
আপনার সাথে কথা বলতে চাই
আমরা।বিগত।১০০,বছর।ধরে।একটা, জায়গায় বাস করছি। কিন্তু আমাদের কাছে কোন কাগজপত্র নেই কিন্তু অন্য একব্যক্তি জাল করে রেকর্ড করেছে।আর। আমাদেরকে ধমক দিচ্ছে উচ্ছেদ করার আমাদের কী করণীয় আছে
এখন কি অবস্থা?
আনন্দ চন্দ্র স্যারের মোবাইল নাম্বার টা প্রয়োজন
ভাইয়া আমার দাদার জায়গা অই জায়গা টা এখন আমার বাবা চাচা সবাই পাবে তবে এই জায়গা টা এখন পযন্ত কেও রেস্টোরি করে নাই কার নামে তবে আমার দাদা জারে জেই দিকে দিয়ে গেছে সবাই জার জার জায়গা আছে এখন আমার জায়গা টা আমার চাচা দখলে আছে কর নিও কি
৫০ বছর ধরে দাদা বাবা রা বসবাস করে কিন্তু এখন আমার চাচা এখন দলিন নিয়ে এসে জায়গা তাদের দাবি করে জায়গার দলিল আমার কাছে নেই এখন আমার কী করা উচিত
স্যার,,আমরা বাজারের পাশে বাসা।যুদ্ধের আগে থেকে আমরা এইখানে থাকি।কোন কারণে আমাদের এক নিকটতম আত্মীয় এই জমি বাজারের দাগে দেয়।এখন আমরা 70 বছর হবে।কিন্তু আগে থেকেই case চলতেছে এটা কিভাবে আমাদের করা যাবে
এটি যদি পেরিফেরি হয় তবে ডিসি বরাবর আবেদন করুন
পেরিফেরি কি
জমির রেকর্ড আছে আমার দাদার নামে জমিল দখলে আছে অন্য কেউ সেই ক্ষেত্রে আমার করনীয় কি
স্যার আমি এওয়াজ বদল করে বাড়ি বানাইছি। কিন্তু কোন পক্ষ লিখে নাই। এখন অপর পক্ষ জমি ফিরিয়ে নিতে চায়। নানা রকম হুমকি দিচ্ছে। আমি কি আইনের আওতায় গিলে আমার বাড়ি টিকবে
এই সম্যসা আমাদের টাংগাইল ঘাটাইল গাংগাইর মৌজায় সি এস এ আমার তালোই এর নামে দখল শুদএে রেকড নিয়েছে তাদের নামে তাদের কোন দলিল নেই আমার তালোইর নামে সেই রেকড কি ভাবে ভাংবে পরামর্শ দিবেন
আদালতে মামলা করতে হবে
আমার বাড়ির কোন রেকড নেই একন করনিয় কি।
স্যার যদি আমি জমি টা কিনেছি কিন্তু দলিল করতে পারি নি ৬০ বছর আগে কিনেছি
এই সম্পত্তি কি বিক্রি করা যাবে
প্রিয় ভাই রিপ্লাই দিলে খুবই উপকৃত হবো,,আমার বাবা জমি বিক্রির উদ্দেশ্য ২০২০ সালের ২৩ মার্চ বায়না দলিল করে পরের মাসে অর্থাৎ ২০২০ সালের ১৪ এপ্রিল মারা যায়,,এখন এই বায়নাটা কি টিকবে? আর যদি টিকেও তাহলে জমি ফিরিয়ে আনতে আমরা সন্তানদের কি করণীয়,, দয়া করে বলবেন প্লিজ🤔🤔🙏🙏🙏🙏🙏🙏🙏
আপনি যদি মুসলমান হয়ে থাকেন তবে বাবার বায়না নেওয়া বা বিক্রি করা সম্পত্বি কেন ফিরে পেতে চান? বরং বাপের উপযুক্ত বলবান ছেলে হিসাবে,আপনাদের দায়িত্ব হবে ক্রেতাকে দলিল পুর্ন করে দিয়ে পিতার দায় মুক্ত করে আখেরাত পোক্ত করা না হলে কেয়ামতের ময়দানে পিতার উপযুক্ত ছেলে হিসাবে আপনারাও পাকরাও হবেন। আশা করি বুঝেছিন!!
@@Nuralam-td4sw আমরা জমিটা ফিরিয়ে আনতে চাওয়ার কারণ আমার অসুস্থ থাকার জন্য জমিটা বিক্রি করে চিকিৎসা করতে চেয়েছে যেহেতু প্রকৃত দামের তুলনায় তার বায়না করাটা ছিলো কম অর্থাৎ ৩০ লাখ + টাকার সম্পত্তি সে ১৩.৫ লাখে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য আমরা সন্তানরা চাই না এতো কম মূল্যে বিক্রি করতে,,,একটু বলবেন প্লিজ
বলছিলাম দাদা একটা খাস জমিতে আমি বাড়ি করতে চাই বাড়িটা হবে
নিজের ঘুম হারাম করবেন না
ভাইয়া একটি জমিতে ২৫ বছর যাবৎ বসবাস করছি কিন্তু জমি অন্যের নামে।। জমি কিনতে চাই কিনতু ওনারা বিক্রি করবে না করনীয় কি??
সেম প্রবলেম আমাদের,আপনাদের কী সমাধান হইছে?
Amar maa warish tobe juddhar time theka onno manush dokhol kore khache..amar maa shob papers ber korechi ac land e abedon koreche.shunani o hoyeche..amar maa j warish ta promanito hoyeche .ekhon msg ache abedon batil hoyeche r jomi tran er kache nea nesa..ekhon ki koro neo pls sir ektu suggestions den..amar maa onek chinteto,onk poyshao khoroj hoyeche...
বিএস রেকর্ড কার নামে?
স্যার আমার এক ব্যক্তির বাস্তুতে পূর্ব পুরুষ 42 ধরে বসবাস করে আছি এটা কিভাবে অনুমতি দং করবো
আসসালামু আলাইকুম আমার বাবা আর দুই চাচা মিলে একটা জায়গা কিনেছে কিন্ত তারা আমার বাবা কে গ বসায় চে ওনারা মালিক হয়ছে ঐ জায়গা আমরা একটা ঘরকরে তাকি একন আমার বাবা চাচা তো ভাইরা আমাদে কে ঐ জায়গা তে উটাতে চাই একন আমরা কি কথে পাকি
আপোষ বন্টন মতে এই খতিয়ানে রহিম গং এর দখল নাই।কিন্তু তাদের নামের হিসসা কলামে আছে।এখন তাদের হিসসাকৃত সম্পত্তি কে পাবে?খতিয়ানে বাকী যাদের নাম আছে তারা?পেলেও কিভাবে সম্পত্তি তাদের মাঝে বন্টন হবে।প্লিজ জানাবেন।
স্যার ধরুন আমার আব্বা ক আমার আব্বা বাদে আর দুইভাই খ ও গ এস এ রেকর্ডকালে ৩৫ শতক জমি ক্রয় করে,আর,এস খতিয়ানে খ ও গ নামে রেকর্ড হয়। গ নিসন্তান অবস্থায় মারা যায়,আর এস খতিয়ানে ক কোন নাম নেই কারন খ ও গ জমিটি ক্রয় করে,এখন গ সম্পওি ওয়ারিশ হবে কে?শুধু খ ব্যক্তি নাকি ক ও খ ব্যক্তি উভয়ই
দখল ও আছে দলিল ও আছে কিন্তু গেজেট বলে খারিজ করতে পারি না। কি করনিয়
আরো ক্লিয়ার করুন
অবশ্যই বি এস রেকর্ড অনুসরন করবে
এসব কোন দেশের ,,বাংলাদেশ কি