হিন্দুর গান সেটাতে সমস্যা নাই। গানের কথা সকল ধর্মের। তবে বাদ্যযন্ত্র সহকারে বাজানো যাবে না । খালি গলায় গাইতে পারবে। গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।@@ShikhorRayArjon
ভাই আমরা আপনাদেরকে ভালবাসি ভাই কিন্তু আপনাদের সরকার আমাদের জনগণকে ভালো না বেসে আমাদের সরকার প্রধান স্বৈরাচারকে ভালোবেসেছিল সেজন্য আমরা ইন্ডিয়ার প্রতি এত ঘৃণা প্রকাশ করি❤❤❤❤
দেশকে ভালোবাসার জন্য ধর্মের প্রয়োজন হয় না প্রয়োজন মনুষত্ববোধ। দেশকে ভালোবাসা আপনার নৈতিক দায়িত্ব, ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে আমরা সবাই দেশকে ভালবাসি
কালকে বেঁচে থাকবো কি না , জনি না । আগামীর জন্য উপদেশ ,যদি বাঁচার জন্য তোমরা পিছিয়ে যাও , তাহলে তোমরা শেষ । আর যদি মৃত্যুকে উপেক্ষা করে তোমরা সবাই মিলে এগিয়ে যাও , তাহলে তোমরাসহ জিতে যাবে - বাংলাদেশ ।
এই গানটা আগে কোনদিন এতো ভালো করে শুনিনি। একা একা কারো কণ্ঠে এই গান ভালো লাগবে না এখন আর। এরা হয়তো কেউ গায়ক নয়। কিন্তু আজকের এই সম্মিলিত কণ্ঠস্বরের প্রতিটি মানুষ গায়ক। সেরা গায়ক। এই গান এখন এদের কণ্ঠ ছাড়া আর ভালো লাগবে না।
@@DevilAlpacca that's not true did you skim read that from wikipedia? He was an indian nationalist, he wrote lots of satire on Hindu Caste system and backwards practices. I think you confused indian nationalist with Hindu nationalist. Back then anyone who wanted independence from Britain was considered 'nationalist'.
এই গানটি শুনলে মনের মধ্যে থাকা দেশের প্রতি সকল রাগ চলে যায় রাগ ধরে রাখা যায় না মনে হয় আমাদের এদেশ নিয়ে বেঁচে থাকতে হবে। শহীদ ভাইদেরকে জানাই আমার অসংখ্য শ্রদ্ধা ও ভালোবাসা......
বিশ্বাস করুন যতোবারই এই ভিডিও দেখি শরীরের লোম দাড়িয়ে যায় 💪এক অদ্ভুত ভালোলাগা কাজ করে, চোখ ভিজে ওঠে 😢 এরই নাম বোধহয় দেশপ্রেম 💔💔 প্রিয় মানচিত্র তোমাকে অনেক ভালোবাসি ❤️❤️❤️
@@tawsifbinamin দেশ বলতে তো জনগণ বোঝায়। দেশ ৪ টি জিনিস গঠিত হয়, ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব। তাহলে জনগণ ছাড়া দেশ তো হয় না। তাই রানীর মধ্যে জনগণ পড়ে যায়। দেশ আর জনগণ বিচ্ছিন্ন কোন কিছু না।
Ami history te porechi ekadhik andalon... Tomader ei ladai history hoye thakbe. Rokte rangie anle sadhinota.... Kurnish Jana e ei ladai ke.. kurnish Jana e tader ke jader rokte elo ei sadhinota.. Onek suvo kamona aagami er jonne. Onek bhalobasha India theke❤. Bhalo theko sukhe theko amar Bangladeshi Bhai o bone ra... ❤❤
৭১ রে যুদ্ধ দেখি নাই তখন দেশ প্রেমটাও বুঝতাম না। কিন্তুু ২৪ এসে বুঝলাম দেশ প্রেমটা কি। দেশ হলো মায়ে মতো। অনেক অনেক ভালোবাসি আমি আমার দেশ কে। আর যারা জীবন দিয়ে এমন একটা দেশ এনে দিলো নতুন করে সেই সকল ভাই বোনদের প্রতি হাজার সালাম ❤❤❤❤❤
দেশপ্রেম এতো মারাত্মক, ছোট বেলায় যখন পড়তাম ৩০ লাখ শহিদ হইছে দেশের স্বাধীনতার জন্য। তখন ভাবতাম কিরে জীবনের মায়া নাই নাকি৷ আমি হইলে গর্ত কুড়ে ভিতরে বসে থাকতাম। বড় হয়ে বুঝলাম দেশ প্রেম কি ২৪ এর আন্দোলনে গিয়ে বুঝলাম দেশ প্রেম কী৷ দেশের জন্য ও ইসলামের জন্য জীবন কে অগ্রীম উৎসর্গ করে রাখলাম। ইনশাআল্লাহ
কোটা আন্দোলন শেষ হয়েছে। শৈরশাসক এর পতন ও হয়েছে একমাস হলো।আজ আবার সেই জুলাই এ ঘটে যাওয়া ঘটনা গুলো স্মরণ করলাম।।।সত্যি খুব ভালো লাগছে। আমরা স্বাধীন। ❤।কতটা কষ্টের সময় ছিলো সেটা মনে পড়ে গেলো এই ভিডিও টা দেখে।😢এমন জুলাই আর না আসুক।গানটা সত্যি মন ভরে গেলো।
এ প্রজন্মের মুক্তিযোদ্ধা ভাইয়দের কন্ঠে যতবার গানটি শুনেছি ততবার আবেগে অঝরে কেদেছি । কমেন্ট রেখে গেলাম ,যতবার নটিফিকেশন পাব ফিরে আসবো গানটি দেখতে,এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি বাংলাদেশ..
কালকে বাচবো কি না জানি না।।।তবে আমার দেশের অস্তিত্বটুকু নিয়েই যেন আমি মরতে পারি...😢 বেচে থাকলে হয়তো আবার আসব... সবাই কালকে অসহযোগ আন্দলোনে দলে দলে যোগ দিন.. বিজয় দারপ্রান্তে ❤
সত্যি কেও বিশ্বাস করবেন না প্রবাস বসে এই গানটি শোনার পরে কেমন একটি প্রবাসীর লাগে আমার চোখে পানি মনের অজান্তে ✊😣💔🇧🇩 আমার মা বাবা ভাই বোনদের রক্ত দিয়ে মাখা এই দেশ আমার প্রাণের স্বাধীন বাংলাদেশ
ভগবানের বানানো এই পবিত্র বঙ্গভূমিতে জানিনা কার নজর পড়ল যে আমাদের পবিত্র বঙ্গভূমি আজ এই অবস্থায় দাড়িয়েছে। ভগবানের কাছে পার্থনা করে যেন আমাদের এই পবিত্র বঙ্গভূমি যেন আগের মত শান্তিপ্রিয় হয়ে উঠে। ❤❤❤❤❤❤❤❤ জয় বাংলা জয় ভারত 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
জাতীয় সংগীতের উদ্দেশ্য যদি হয় দেশের প্রতি স্নেহ ভালোবাসা মমতা তাহলে প্রচলিত জাতীয় সংগীতের চেয়ে এটাই সেরা। কারণ এই গানের দ্বারা দেশের ও জন্মভূমি প্রতি ভালোবাসা আরো বেশি সৃষ্টি হবে। তাছাড়া এই গানটি আমাদের সংস্কৃতির সাথে অনেকটাই মিলে যায়।
Khub sundor lagche ae gaan ti sune gaye kata diagelo, sabai bhalo theko Bangladesh er aamar bhai bone ra bado der pronam janai ❤❤lots of love from india
আমার দেশ,দেশের মানুষ সবাইকে আমি পরিপূর্ণ ভালোবাসি। অনেক অনেক ভালোবাসি আমার প্রিয় বাংলাদেশকে। শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমার দেশকে রক্ষা করবো।❤️♥️🌺🌸💐
আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, এই গণঅভ্যুত্থানের অতি ক্ষুদ্র একটি অংশ, দেশের জন্য কিছু করতে পারে জীবনের স্বার্থকতা। কোনো বিনিময় চাইনা শুধু আমাদের প্রাণ প্রিয় দেশ আর দেশের মানুষ গুলো ভালো থাকুক এইটাই আমাদের পাওয়া চাওয়া। দেশের জন্য আমরা নিজেকে গর্বের সাথে উৎসর্গ করলাম, স্বার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে স্বার্থক জনম মাগো তোমার ভালোবেসে। বাংলাদেশ তুমি দীর্ঘজীবী হও। 🤲💝🇧🇩💝🤲
আমি আমার দেশকে অনেক ভালোবাসি,এই যতবার দেখি ততবারই গায়ে কাঁটা দিয়ে ওঠে, চোখে পানি চলে আসে 😢। এই ২০২৪ সালে এসে নিজের দেশের জন্য আমাদের ভাই বোনদের এত ত্যাগ সত্যিই অকল্পনীয় ছিল। আল্লাহ সবাইকে হেফাজত করুন আমীন।
আমি চাই এই গানটাকে জাতীয় সংগীত বানানো হোক ৫ আগস্ট এই গান দিয়ে শুরু করেই দেশ স্বাধীনতা লাভ করেছে এবং এই গানটা শুনলে কেমন জানি একটা দেশপ্রেম জেগে ওঠে এবং ফিলিংস কাজ করে
এ গানটি আমার মাতৃভূমির প্রতি আমাদের আবেগের প্রতিধ্বনি।★ দেশ আমার মা,,,★দেশ আমার মাতৃভূমি 🇧🇩❤️ এ গানটি সেদিন আপামরসাধারণের কন্ঠে গাওয়া হলেও বাংলাদেশের কোটি মানুষের মন কে কেমন জানি ইমোশনাল আর পাগল করে তুলে ছিল। আমার দেশকে আমরা অনেক ভালোবাসি।🇧🇩❤️🫡
ধন্যধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা; তাহার মাঝে আছে দেশ এক- সকল দেশের সেরা; ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি তিয়ে ঘেরা; এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি। চন্দ্র-সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা! কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে! তারা পাখির ডাকে ঘুমিয়ে, ওঠে পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি। এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়; কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশ তলে মেশে। এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে- তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। ভায়ের মায়ের এমন স্নেহ কোথায় গেলে পাবে কেহ? - ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি- এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি।
@@AnuAnu-f1xযখন লিখেছিল তখন ভারত ছিল কি? আর ধরলাম ছিলো, কিন্তু লিখেছে তো জন্মভূমির জন্য। মানচিত্র দেখে কি দেশপ্রেম হয়? দেশপ্রেম একটা জন্মজাত বৈশিষ্ট্য।
প্রতিটা শিক্ষার্থী, প্রতিটা মানুষ কি পরিমাণ ভালোবাসা থেকে দেশের গান গাইছে।
কতো শ্রুতিমধুর লাগছে❤️❤️
আরে ভাই এটাও একটা হিন্দুর গান 😂😂😂 ইসলামিক শরীয়ত মতে বাজানো যাবে তো😮😂
@@ShikhorRayArjonbeshi bujen kan
@@ShikhorRayArjon Nijerai to dhormo manen na.. onnoke shikhan kan?
হিন্দুর গান সেটাতে সমস্যা নাই। গানের কথা সকল ধর্মের। তবে বাদ্যযন্ত্র সহকারে বাজানো যাবে না । খালি গলায় গাইতে পারবে। গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।@@ShikhorRayArjon
এই গানের শিল্পীর বাড়ি এবং উনার মিউজিয়াম পুড়িয়ে দেওয়া হয়েছে 😢😢
হায় আফসোস আমরা আজ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছি 😢😢😢
এখন বুঝতে পারছি দেশপ্রেম কি দেশকে কত ভালোবাসি তা উপলব্ধি করতে পারছি।
Exactly ❤
❤
Thik
রাইট
Same❤❤❤
মন প্ৰাণ দিয়ে গাওয়া গানটি অন্তব় ছুয়ে গেলো।
Love From Assam 🇮🇳
❤
Assam will be free my brother 🫶🏻
❤
Assam o akdin free hoye jaba 🫶
ভাই আমরা আপনাদেরকে ভালবাসি ভাই কিন্তু আপনাদের সরকার আমাদের জনগণকে ভালো না বেসে আমাদের সরকার প্রধান স্বৈরাচারকে ভালোবেসেছিল সেজন্য আমরা ইন্ডিয়ার প্রতি এত ঘৃণা প্রকাশ করি❤❤❤❤
বাংলাদেশকে আগে যতটা ভালোবাসতাম এখন আরও বেশি ভালোবাসি । ভীষণ ভালবাসি বাংলাদেশকে ।
মনের কথা বলছেন,ছাত্ররা শিখিয়েছে কিভাবে দেশকে ভালোবাসতে হয়
অনেক বেশি
Same
আমি একজন সনাতনী হয়ে বলছি, আমি আমার দেশকে নিজের চাইতে বেশি ভালোবাসি,আমরা কেনো এই দেশে নির্যাতিত হবো কেনো দেশ ছেড়ে জাবো আমার এই সোনার বাংলা কে ছেড়ে।
মন থেকে বলেন তো আপনার আশেপাশের মুসলিমরা কি আপনাকে দেশ ছেড়ে চলে যেতে বলে?
You are a Bangladeshi, you are one of us!
vai tomake ke desh chhere jete bolechhe ? India te eto muslim der dhore dhore hottya kore , ora desh chhere paliye gechhe ?
❤️
দেশকে ভালোবাসার জন্য ধর্মের প্রয়োজন হয় না প্রয়োজন মনুষত্ববোধ। দেশকে ভালোবাসা আপনার নৈতিক দায়িত্ব, ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে আমরা সবাই দেশকে ভালবাসি
" হে বাঙালি.!
যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ!
যদি তুমি রুখে দাঁড়াও, তবেই তোমার বাংলাদেশ।
আর ঐ তাদের হাতে তুলে দিবো না ইনসাল্লাহ।
আর যেই সরকার আসুক আমরা তাদের বিরুদ্ধে কঠোর হবো এবং এটা একা কখনোই সম্ভব নয়।
এই দিনটি ছিল 3 আগস্ট সেদিনই এত মানুষ দেখে ভেবেছিলাম দেশে এবার স্বাধীন হবেই। হয়েছে আলহামদুলিল্লাহ
২য় স্বাধীনতার প্রায় ৪ মাস পরে ভিডিওটা দেখতেছি। গানের প্রতিটা চরণে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে।
ভালোবাসি তোমাকে প্রিয় জন্মভূমি 💖
ছাত্ররা আবেগের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে সবকিছুতে, just hats off all of you😢👏👏👏
আমি আমার দেশকে খুব ভালোবাসি। এই ভিডিওটা দেখে আমি ইমোশনাল হয়ে গেছি। আল্লাহ আমার মাতৃভূমীকে তুমি জালেম দের থেকে বাঁচাও।
আমীন
আমীন। আমিও ভাই 🥹🥹😢😢😢
@@salmanoori8859 i literally cry 😊
আমিন❤❤❤😢😢
আমার চোখে পানি এসে গেলো ভাই😭
যতবার দেখছি ততো বার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে
হুম ভাই😢😢
Hmmm
Right as I'm crying now and typing maybe last 17 within more then 20 time's
কালকে বেঁচে থাকবো কি না , জনি না । আগামীর জন্য উপদেশ ,যদি বাঁচার জন্য তোমরা পিছিয়ে যাও , তাহলে তোমরা শেষ । আর যদি মৃত্যুকে উপেক্ষা করে তোমরা সবাই মিলে এগিয়ে যাও , তাহলে তোমরাসহ জিতে যাবে - বাংলাদেশ ।
❤
জিতে গেছেন।
Amra jite gesi Alhamdulillah. Shading Bangladesh 🇧🇩
ভারতবর্ষ থেকে Support রইল
স্বাধীন ❤️
তাদের বন্দুক এ বুলেট ছিল।
কিন্তু, আমাদের বুকে কলিজা ছিল ।
জয় আমাদের ই হবে । ইনশাআল্লাহ ❤️
এটা শুনলে আমার গা শিউরে ওঠে যতবার শুনি ততবারই ভালো লাগে ! দেশের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ যা কল্পনাতীত !!
এই গানটা আগে কোনদিন এতো ভালো করে শুনিনি।
একা একা কারো কণ্ঠে এই গান ভালো লাগবে না এখন আর।
এরা হয়তো কেউ গায়ক নয়। কিন্তু আজকের এই সম্মিলিত কণ্ঠস্বরের প্রতিটি মানুষ গায়ক। সেরা গায়ক। এই গান এখন এদের কণ্ঠ ছাড়া আর ভালো লাগবে না।
আরে ভাই এটাও একটা হিন্দুর গান 😂😂😂 ইসলামিক শরীয়ত মতে বাজানো যাবে তো😮😂
হিন্দু কি মানু্ষ না @@ShikhorRayArjon
Haa it's permissible jodi aye kono music use na kora hoy r ar moddhe kono amon lyrics nai ja Islam r against a tai ai gan ta allow@@ShikhorRayArjon
একদম মনের কথা বলেছেন ।
আমিও❤️🩹
ইমোশনাল হয়ে গেলাম।এই প্রজন্মে জন্ম গ্রহণ করেও দেশকে এতটা ভালোবাসতে পারবো ভাবিনি।বাংলাদেশ দীর্ঘজীবী হও❤️❤️
❤❤❤
Inshaallah
এই গানটি নতুন বাংলাদেশের জাতীয় সংগীত করা হোক! ❤
Amio thik etai vabsilam.
right@@NR-Riyad-From-Bangladesh.
হুম
আমিও একমত
Hmm
As a bangli from west bengal , এই গান শোনার পর আমাদের ও গায়ে কাঁটা দিয়ে ওঠে ❤
❤
Eta bd jatio songit dewa ucit silo ,sobar mone desh prem jagto
@@sandipansarkar4943 সাবাশ বাংগালী সাবাশ।
Manush onk valobasha niye oidin ei gaan ta gaise, ber hoile e oidin guli chalachillo shb upekha Kore e ber hoise sobai.
দ্বিজেন্দ্রলাল রায় 💚
Divided by nation, united by বাঙালিআনা ! 🇮🇳💙❤️🇧🇩
He was a Hindu Nationalist
@@DevilAlpaccacorrect.
@@sayanbose1992 He was human and a Bengali poet, that’s all matters.
@@DevilAlpacca that's not true did you skim read that from wikipedia? He was an indian nationalist, he wrote lots of satire on Hindu Caste system and backwards practices. I think you confused indian nationalist with Hindu nationalist. Back then anyone who wanted independence from Britain was considered 'nationalist'.
@@Bangoshontan1271 In wiki it said hindu nationalist
এই গানটি শুনলে মনের মধ্যে থাকা দেশের প্রতি সকল রাগ চলে যায় রাগ ধরে রাখা যায় না মনে হয় আমাদের এদেশ নিয়ে বেঁচে থাকতে হবে। শহীদ ভাইদেরকে জানাই আমার অসংখ্য শ্রদ্ধা ও ভালোবাসা......
পারলাম না চোখের পানি আটকিয়ে রাখতে, অনেক ভালো বাসি আমার জন্মভুমিটাকে আর এখন ই সময় আমাদের এই দেশ সংস্কার করা ✋✋✊
Meetoo
Amio
এইটা একটা হৃদয় ছোঁয়া জাতীয় সঙ্গীত হতে পারে❤ কি বলেন সবাই
Sohomot
R8
আরে ভাই এটাও একটা হিন্দুর গান 😂😂😂 ইসলামিক শরীয়ত মতে বাজানো যাবে তো😮😂
Akdom tik😊
@newtv....Tao amader jatio shonggit theke shotogun valo..oita te to shirk ase..aita te nei😊.....
বিশ্বাস করুন যতোবারই এই ভিডিও দেখি শরীরের লোম দাড়িয়ে যায় 💪এক অদ্ভুত ভালোলাগা কাজ করে, চোখ ভিজে ওঠে 😢 এরই নাম বোধহয় দেশপ্রেম 💔💔 প্রিয় মানচিত্র তোমাকে অনেক ভালোবাসি ❤️❤️❤️
Apanar abeg ta beshi
এইটা আবেগে লাগে! ❤❤
এমন সংগীতকে জাতীয় সংগীত করা উচিত! 🎉🎉
শরীরের রোম গুলো দাড়িয়ে ওঠে,,,, চোখ দিয়ে আনন্দের জল পড়তে থাকে,,,,, ❤❤❤
Bangladeshi people are big inspiration for us Pakistanis ,🇧🇩🇵🇰🇵🇰🇧🇩🇧🇩🇧🇩🇵🇰🇵🇰🇵🇰
🫂🫂🇧🇩🇵🇰❤
Mulle - This song is originally from India...
এটাই আমাদের নতুন বাংলাদেশের জাতীয় সংগীত হোক..।
রানি হলে রাজা কে?
@@1MinuteWithRakibদেশের জনগণ
@@tawsifbinamin দেশ বলতে তো জনগণ বোঝায়।
দেশ ৪ টি জিনিস গঠিত হয়, ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব। তাহলে জনগণ ছাড়া দেশ তো হয় না। তাই রানীর মধ্যে জনগণ পড়ে যায়। দেশ আর জনগণ বিচ্ছিন্ন কোন কিছু না।
@@1MinuteWithRakib Desh holo naribachok sobdo tai rani.
একমত
যখন শুনি চোখ তো অটোমেটিক পানি চলে আসে। দেশের প্রতি আমাদের কতটা ভালোবাসা।❤️❤️
সেইম
Ami history te porechi ekadhik andalon... Tomader ei ladai history hoye thakbe. Rokte rangie anle sadhinota.... Kurnish Jana e ei ladai ke.. kurnish Jana e tader ke jader rokte elo ei sadhinota..
Onek suvo kamona aagami er jonne. Onek bhalobasha India theke❤. Bhalo theko sukhe theko amar Bangladeshi Bhai o bone ra... ❤❤
ভীষণ ভালোবাসি বাংলাদেশ!!
দীর্ঘজীবী হও❤
Love and utmost respect from Kolkata... ❤❤
৭১ রে যুদ্ধ দেখি নাই তখন দেশ প্রেমটাও বুঝতাম না। কিন্তুু ২৪ এসে বুঝলাম দেশ প্রেমটা কি। দেশ হলো মায়ে মতো। অনেক অনেক ভালোবাসি আমি আমার দেশ কে। আর যারা জীবন দিয়ে এমন একটা দেশ এনে দিলো নতুন করে সেই সকল ভাই বোনদের প্রতি হাজার সালাম ❤❤❤❤❤
নতুন বাংলাদেশে আপনাকে স্বাগতম 🇧🇩
Welcome to generation z 🔥
এই বাংলাদেশ ছাত্রজনতার বাংলাদেশ ❤️
গানটা যতোবারই শুনি চোখের পানি ধরে রাখতে পারি না।
আমাদের মাঝে এতো একতা আগে জানতাম না।❤️🔥
দেশপ্রেম এতো মারাত্মক, ছোট বেলায় যখন পড়তাম ৩০ লাখ শহিদ হইছে দেশের স্বাধীনতার জন্য। তখন ভাবতাম কিরে জীবনের মায়া নাই নাকি৷ আমি হইলে গর্ত কুড়ে ভিতরে বসে থাকতাম। বড় হয়ে বুঝলাম দেশ প্রেম কি ২৪ এর আন্দোলনে গিয়ে বুঝলাম দেশ প্রেম কী৷ দেশের জন্য ও ইসলামের জন্য জীবন কে অগ্রীম উৎসর্গ করে রাখলাম। ইনশাআল্লাহ
সকল দেশের রাণী সেজে আমরা জন্মভূমি সেজে আমরা জন্মভূমি লাইনটা মন ছুয়ে যাওয়ার মতো 👑👑👑🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤❤❤
গানটা শুনলে কেন জানি emotional হয়ে জাই।
@@MD.Ismail190 right 😢😢
@@SumiyaAkther-xq8jo apu apnar bashai koi
@@MD.Ismail190 Dhaka
@@SumiyaAkther-xq8jo Dhaka kon jaigay
এই সংগীত টা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছিলো। মনে হচ্ছে আমি আমার দেশটিকে খুব ভালোবাসি। সংগীত টা যত বার শুনি তত বার চোখ দিয়ে পানি বের হতে থাকে।
এতোদিন বুঝিনি দেশের মায়া,দেশের প্রতি ভালোবাসা কি ছিল।
এখন আমি বলতে পারব
সকল দেশের রাণী সেজে
আমার জন্মভুমি
আমার বাংলাদেশ 🇧🇩
Im in Indian... love this spirit... fight till you can fight.. best of luck
👍 thanks
Ei bhabe chorus-e bangla gaan with full melody Bangladesh-ei hoi.. hats off ! Lots of love and respect from India
সালাম জানাই সকল ছাত্রজনতা আমার ভাই বোনদেরকে (❤), যারা নিজের জীবনকে বাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।
😂hasina
কলিজাটা ছিড়ে বেরিয়ে আসছে প্রতিটি শব্দ! 😔 💔 সকল শহীদদের প্রতি ভালোবাসা ❤। বাংলাদেশ চিরজীবী হোক 🇧🇩❤️
লাখো ভাই বোনদের কণঠে এই গানটি শুনলে শরির শিউরে উঠে❤ হাজার বার শুনতে ইচ্ছা হয়❤❤
কোটা আন্দোলন শেষ হয়েছে। শৈরশাসক এর পতন ও হয়েছে একমাস হলো।আজ আবার সেই জুলাই এ ঘটে যাওয়া ঘটনা গুলো স্মরণ করলাম।।।সত্যি খুব ভালো লাগছে। আমরা স্বাধীন। ❤।কতটা কষ্টের সময় ছিলো সেটা মনে পড়ে গেলো এই ভিডিও টা দেখে।😢এমন জুলাই আর না আসুক।গানটা সত্যি মন ভরে গেলো।
দেশ প্রেম সব প্রমের চেয়ে আবেগের, নিজের অজান্তে চোখে জল এসে গেলো
এ প্রজন্মের মুক্তিযোদ্ধা ভাইয়দের কন্ঠে যতবার গানটি শুনেছি ততবার আবেগে অঝরে কেদেছি । কমেন্ট রেখে গেলাম ,যতবার নটিফিকেশন পাব ফিরে আসবো গানটি দেখতে,এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি
বাংলাদেশ..
এই ভিডিওটা দেখার আগে মনে হয়নাই যে দেশকে এতটা ভালবাসতে পারি।খুব ভালবাসি আমার এই জন্মভূমি
এই গানটি যতবার শুনি এবং সাথে এই ভিডিওটি দেখি চোখের পানি চলে আসে। তখন বুঝতে পারি মনের অজান্তে দেশকে অনেক ভালোবাসি।
অসাধারণ.. কোনো মন্তব্য দিয়ে আমি এই ভালো লাগার অনুভূতি প্রকাশ করতে পারছি না!!!! সবাইকে স্যালুট।
আজ বিজয় দিবস ১৬ ডিসেম্বর এটা শুনে গায়ের লোম দাড়িয়ে গেলো জাস্ট অসাধারণ 🥰🥰🇧🇩
এটা আমার ছোট ভাইয়ার জন্য "কালকে যদি হয় মৃত্যু , কাদিস না তোর ভাইয়রা দেশ গড়ছে আগলে রাখিস দেশটিকে"
মার্চ টু ঢাকা ❤️বিজয় আসবেই
😂😂🎉
Bijoy ashe gese bhai 🎉🎉🇧🇩
Bhai apnarai sere koto je kanna koreci ai andholone apnader ke kuno upokare na aste pere😢😢😢
Inshallah
কালকে বাচবো কি না জানি না।।।তবে আমার দেশের অস্তিত্বটুকু নিয়েই যেন আমি মরতে পারি...😢
বেচে থাকলে হয়তো আবার আসব...
সবাই কালকে অসহযোগ আন্দলোনে দলে দলে যোগ দিন..
বিজয় দারপ্রান্তে ❤
সত্যি কেও বিশ্বাস করবেন না প্রবাস বসে এই গানটি শোনার পরে কেমন একটি প্রবাসীর লাগে আমার চোখে পানি মনের অজান্তে ✊😣💔🇧🇩 আমার মা বাবা ভাই বোনদের রক্ত দিয়ে মাখা এই দেশ আমার প্রাণের স্বাধীন বাংলাদেশ
ছোট বেলা থেকে এই গান আমার অনেক বেশি পছন্দের। ছোট বেলায় ভাবতাম, ইস, এইটা যদি স্কুলের এসিব্লিতে গাইতে পারতাম জাতীয় সংগীত হিসেবে! ❤️
akdom moner kotha bolechen apni. 2ta ganer modde onek tofat ache.
এটা আমাদের জাতীয় সংগীত করা হোক।
I am an Indian
Sotti Heart Touching Song
@@dreamdestination808it's indian song written by dijendralal ray
@@KundanGupta-qk1zp বাংলা গান। গান লিখেছিলেন দেশ ভাগের আগে।
গায়ের লোম দাড়িয়ে যায় এই ভিডিও টা দেখলে,,, ভালবাসি বাংলাদেশ
I got Goosebumps as a Indian Bengali
💌
দেশ কে এত টা ভালবাসি তা কখনো ই টের পাই নাই...❤❤❤
হুম আমিও ❤
গানটি জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাই।
ভগবানের বানানো এই পবিত্র বঙ্গভূমিতে জানিনা কার নজর পড়ল যে আমাদের পবিত্র বঙ্গভূমি আজ এই অবস্থায় দাড়িয়েছে। ভগবানের কাছে পার্থনা করে যেন আমাদের এই পবিত্র বঙ্গভূমি যেন আগের মত শান্তিপ্রিয় হয়ে উঠে। ❤❤❤❤❤❤❤❤ জয় বাংলা জয় ভারত 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
সাম্রাজ্যবাদের কুনজর
Indiar nozor porse r kar?.? Eita toh shobai jaane India Chara r ke ???
ঠিক কিছু দিন আগেই ভাবছিলাম,,,দেশপ্রেম নাই এই দেশ এ,,,
আমি ভুল,,,অনেক আছে রে ভাই অনেক ।❤আমি আমার দেশকে অনেক ভালবাসি 🫂🇧🇩🫂
জাতীয় সংগীতের উদ্দেশ্য যদি হয় দেশের প্রতি স্নেহ ভালোবাসা মমতা তাহলে প্রচলিত জাতীয় সংগীতের চেয়ে এটাই সেরা। কারণ এই গানের দ্বারা দেশের ও জন্মভূমি প্রতি ভালোবাসা আরো বেশি সৃষ্টি হবে। তাছাড়া এই গানটি আমাদের সংস্কৃতির সাথে অনেকটাই মিলে যায়।
এগুলা দেখে চকোর পানী আটকাতে পারচি না,,, ইস যদি আবার ইস্কুল দিন গুলো আসতো 😢😢 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,, আই লাভ ইউ বাংলাদেশ ❤❤❤❤
এই গানটা শুনলেই গর্বে বুক ভরে যায়। কতো ভালোবাসি এদেশকে এতো লড়াই না হলে বুঝতে পারতাম না।
একক কন্ঠ থেকে এটাই সেরা ছিল।
ছাএদের ভাইদের এই গানের সুরটা শুনলে কেন যেন গায়ের লোম গুলা শিওরে উঠে i❤U🇧🇩
ঐ মুহূর্তে আমার চোখে পানি ছিল। ❤️ ইতিহাস হয়ে থাকবে।
শিক্ষার্থীদের এই গান টাই সর্ব সেরা 💝
এই জেনারেশন আর এই বাংলায় জন্মগ্রহন করে গর্বিত আমি।আমি গর্বীত আমি একজন বাংলাদেশের বাঙালী,❤️✅
Khub sundor lagche ae gaan ti sune gaye kata diagelo, sabai bhalo theko Bangladesh er aamar bhai bone ra bado der pronam janai ❤❤lots of love from india
Kolkata RG kar andolon e ei gan ta beshi kore gawa ucit. Nijeder Odhikar nijeder chiniye ante hbe
Accah apni ki bolte chacenn ei gann ta students ra gai ceyy??
গায়ের লুম দাঁড়িয়ে যায় ভাই আবেগে💔 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 💔❤️🇧🇩
এই আন্দোলন না হলে জানতেই পারতাম না যে দেশ এবং দেশের মানুষকে এতোটা ভালোবাসি..😭😭
আমার দেশ,দেশের মানুষ সবাইকে আমি পরিপূর্ণ ভালোবাসি। অনেক অনেক ভালোবাসি আমার প্রিয় বাংলাদেশকে। শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমার দেশকে রক্ষা করবো।❤️♥️🌺🌸💐
This should be our national anthem!!!!!
আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, এই গণঅভ্যুত্থানের অতি ক্ষুদ্র একটি অংশ, দেশের জন্য কিছু করতে পারে জীবনের স্বার্থকতা। কোনো বিনিময় চাইনা শুধু আমাদের প্রাণ প্রিয় দেশ আর দেশের মানুষ গুলো ভালো থাকুক এইটাই আমাদের পাওয়া চাওয়া। দেশের জন্য আমরা নিজেকে গর্বের সাথে উৎসর্গ করলাম, স্বার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে স্বার্থক জনম মাগো তোমার ভালোবেসে।
বাংলাদেশ তুমি দীর্ঘজীবী হও।
🤲💝🇧🇩💝🤲
যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন তারাই আমাদের দেশের নতুন মুক্তিযোদ্ধা ❤
এই দিনটি ইতিহাসের অংশ হয়ে থাকবে চোখে পানি চলে আসে যখনই শুনি
এই গান্টাকে জাতীয় সংগীত করা হোক।❤
এর থেকে ভালো মিউজিক ভিডিও আর হতে পারে না !
সংগীত টা এতো মধুর, এটা এই ভিডিও মাধ্যমে, উপলব্ধি করলাম !
অকৃত্রিম যাকিছু, সবই অসাধারণ !
জাতিয় সংগীত হবে শুনে কে কে শুনতে আসছেন??
Jani na keno Goosebumps automatically chole ase jokhoni sunchi .❤😢 🇮🇳
আমি আমার দেশকে অনেক ভালোবাসি,এই যতবার দেখি ততবারই গায়ে কাঁটা দিয়ে ওঠে, চোখে পানি চলে আসে 😢।
এই ২০২৪ সালে এসে নিজের দেশের জন্য আমাদের ভাই বোনদের এত ত্যাগ সত্যিই অকল্পনীয় ছিল।
আল্লাহ সবাইকে হেফাজত করুন আমীন।
৪ মাস পরেও গান টা সার্চ করে শুনতেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলন খুবই ভালো লাগছিল আমার।
আমি চাই এই গানটাকে জাতীয় সংগীত বানানো হোক ৫ আগস্ট এই গান দিয়ে শুরু করেই দেশ স্বাধীনতা লাভ করেছে এবং এই গানটা শুনলে কেমন জানি একটা দেশপ্রেম জেগে ওঠে এবং ফিলিংস কাজ করে
Joy bangla se Unhone Bangladesh Zindabad kr diya,Urdu was forced instead of Bengali,save your identity friend
দেশের প্রতি অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ
আপনাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই 💖
এই গানটিকে আমাদের নতুন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে চাই
কিন্তু এই গান ভারতীয় সঙ্গীত শিল্পী দ্বিজেন্দ্রলাল রায় ভারত দেশের জন্য লিখেছিলেন।
এটা আমাদের পশ্চিমবাংলার রাজ্য সংগীত 😊😊 🇮🇳🇮🇳@@AnuAnu-f1x
You are resist. We all were same before 1000 years. There is no difference between Bangladeshi.
- দিজেন্দ আবার ভারতীয় হল কখন?@@AnuAnu-f1x
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
From INDIA ❤❤❤
দেশের প্রতি ভালোবাসা আরো কয়েক কোটি গুন বেড়ে গেল ✨🇧🇩💖
এ গানটি আমার মাতৃভূমির প্রতি আমাদের আবেগের প্রতিধ্বনি।★ দেশ আমার মা,,,★দেশ আমার মাতৃভূমি 🇧🇩❤️ এ গানটি সেদিন আপামরসাধারণের কন্ঠে গাওয়া হলেও বাংলাদেশের কোটি মানুষের মন কে কেমন জানি ইমোশনাল আর পাগল করে তুলে ছিল। আমার দেশকে আমরা অনেক ভালোবাসি।🇧🇩❤️🫡
ধন্যধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা;
তাহার মাঝে আছে দেশ এক- সকল দেশের সেরা;
ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি তিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি।
চন্দ্র-সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা!
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে!
তারা পাখির ডাকে ঘুমিয়ে, ওঠে পাখির ডাকে জেগে,
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি।
এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়;
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশ তলে মেশে।
এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি।
পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে-
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
ভায়ের মায়ের এমন স্নেহ কোথায় গেলে পাবে কেহ?
- ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি-
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি।
❤❤
বাংলাদেশের জন্মগ্রহণ করে আমি গর্বিত😊😊😊
এই গানটি নতুন বাংলাদেশের জাতীয় সংগীত করা হোক!
Amio thik etai vabsilam.
কিন্তু এই গান ভারতীয় সঙ্গীত শিল্পী দ্বিজেন্দ্রলাল রায় ভারত দেশের জন্য লিখেছিলেন।
@@AnuAnu-f1x So What?
So what
@@AnuAnu-f1xযখন লিখেছিল তখন ভারত ছিল কি?
আর ধরলাম ছিলো, কিন্তু লিখেছে তো জন্মভূমির জন্য। মানচিত্র দেখে কি দেশপ্রেম হয়? দেশপ্রেম একটা জন্মজাত বৈশিষ্ট্য।
বছরের শেষ দিনে দেখতে আসলাম এই ভিডিওটি। ২০২৪ আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমি আমার দেশকে সেই স্বৈরাচারীর হাতে আর যেতে দেবো না 😄😁😊🙃🙃
এই গানটা যদি জাতীয় সংগীত হওয়া উচিৎ
respect for BANGLADESH ❤🇧🇩🇧🇩
India 🇮🇳 + bangladesh 🇧🇩 ei ganta dui bangali der jonno😊
হুম
eta Bangladeshi der gaan
@@shahriarsajid2496 indian gan eta asole torao bangali bole toder o bollam noito gan ta valo kore soun
@@RUPGAMER1KSOONwhat kind of behave this is??? This is only Bangladeshi song not India song
@@Armin-800 hey bro this song is indian digendrolal rai indian singer make this song lol
কান্নাভেজা চোখে গানটি গওয়ার মত শান্তি, আর কোনদিন পাইনি।অনেক ভালোবাসি এইদেশটাকে।
I love BANGLADESH ❤️