রাজধানী কি ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে? কোথায় হবে বাংলাদেশের নতুন রাজধানী? DHAKA CITY ।। BANGLADESH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Dhaka is the capital city of Bangladesh, in southern Asia. Set beside the Buriganga River, it’s at the center of national government, trade and culture. The 17th-century old city was the Mughal capital of Bengal, and many palaces and mosques remain. American architect Louis Khan’s National Parliament House complex typifies the huge, fast-growing modern metropolis.
    বিশ্বের আরও অনেক ছোট বড় দেশ তাদের রাজধানী শহর সরিয়ে নিয়েছে পরিকল্পিতভাবে গড়ে তোলা নতুন কোন শহরে। এর মধ্যে রয়েছে ব্রাজিল, কাজাখাস্তান, মালয়েশিয়া, পাকিস্তান, মিয়ানমার বা নাইজেরিয়ার মতো দেশ। ইন্দোনেশিয়া যদি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে, সেই তালিকায় এখন তাদের নামও যুক্ত হবে।
    বাংলাদেশের রাজধানী ঢাকা নগরীর এখন যে অবস্থা দাঁড়িয়েছে, একদিন সেখানেও কী একই ধরণের সিদ্ধান্ত নেয়ার দরকার হতে পারে? ঢাকা থেকে বাংলাদেশের রাজধানী কি অন্য কোথাও সরিয়ে নেয়া সম্ভব? আর যদি সেটা করা হয়, তার জন্য কী অর্থনৈতিক মূল্য দিতে হবে বাংলাদেশকে?
    #Dhaka #capital_city_of #Bangladesh
    তথ্য সূত্রঃ www.bbc.com/be...
    Disclaimer:
    -------------------
    This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here which is under the “Fair Use” of TH-cam Policy. Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 1.3K

  • @mehboob...
    @mehboob... 4 ปีที่แล้ว +396

    এই ভিডিওতে এতক্ষণ যেই লোকটা উপস্থাপনা করলেন তাকে আমার খুব পছন্দ হয়েছে। কারণ পুরো ভিডিওটি তিনি একবারও বলেন নাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বা বেল বাটনে চাপ দিতে।

    • @11121973able
      @11121973able 4 ปีที่แล้ว +7

      Ekdom thik kotha bolechen apni

    • @somirchowdhury1164
      @somirchowdhury1164 4 ปีที่แล้ว +17

      ভালো লাগ্লে মানুষ এমনি সাবস্ক্রাইব করবে।

    • @shahariyarhussain2330
      @shahariyarhussain2330 4 ปีที่แล้ว +1

      Hmm

    • @betterreaction
      @betterreaction 4 ปีที่แล้ว +6

      আপনি একা জানেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব জিনিশটা কি জানেন না।

    • @mayanahar5999
      @mayanahar5999 4 ปีที่แล้ว +1

      Mehboob .

  • @mdladen5226
    @mdladen5226 3 ปีที่แล้ว +87

    ঢাকা থেকে গার্মেন্টস শিল্প কারখানা সরিয়ে নিয়ে প্রত্যেকটা বিভাগ জ্বালাতে দিলেই ঢাকার চাপ কমে যাবে আর বাকি বিভাগ জেলা ও অনেক উন্নত ভালো হবে

  • @mdnoyonjaman9776
    @mdnoyonjaman9776 4 ปีที่แล้ว +271

    যুক্তিসঙ্গত উপস্থাপন। তবে আমার মনে হয় ঢাকা শহরকে বানিজ্যিক শহর হিসেবে রেখে দিয়ে পূর্বাঞ্চলের মত আরও দুইটি নতুন শহর তৈরি করা উচিত। যার একটি হবে প্রশাসন নগরী, আর অপরটি হবে শিক্ষা নগরী। তাহলেই ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  4 ปีที่แล้ว +5

      ধন্যবাদ, আপনার মতামত প্রদানের জন্যে।

    • @mpetla5482
      @mpetla5482 4 ปีที่แล้ว +2

      Good idea.

    • @mdmohibul6419
      @mdmohibul6419 4 ปีที่แล้ว +10

      আমার মনে হয় সিলেট ভালো হইবে

    • @lost.stories.9
      @lost.stories.9 4 ปีที่แล้ว +5

      @@mdmohibul6419 yea sylhet will be very good

    • @mohammadaymanjaleel2621
      @mohammadaymanjaleel2621 4 ปีที่แล้ว +4

      This is the fault of the government and special interest and the elite and their policies, you reap what you sow. And this is the culmination of years of neglect and the failure to reign in corruption as well the deeply troubling and distasteful views held by many Bengalis towards one and other. The successive governments have pandered to their base which has mainly been situated around Dhaka. They have sold seats like shares which are simply scrap from the tables to politicians who tow the line. And like medieval times these politicians are given the power to rule over different parts of the country while the executive branch keeps its power base in and around Dhaka. Everything from the best universities, hospitals the most advanced infrastructure systems have all been applied in Dhaka. While most of the rest of the country are left to the mercy of the corrupt politicians dictate how their respective areas will be governed without much or any accountability. The central government turns a blind eye. The rich get richer while the poor are destitute, hungry and starving, and out of this hopelessness they seek a better life for themselves and their families. So when they look to Dhaka and see all that is developing there. They naturally gravitate towards it like hungry flies which hatched and hungry. If the government seriously wants to put an end to this situation they need to encourage businesses to spread out. They need to provide good quality road and railway networks for transportation and logistics. They need to reign in the corruption and bring the responsibility of maintaining these transport links onto the central government and ensure that corruption does not stifle or hinder those who seek to develop new industry and new markets and create new jobs. This will reduce the flow of people to Dhaka and further develop the country as a whole.

  • @rjbiplob78
    @rjbiplob78 4 ปีที่แล้ว +201

    ঢাকা থেকে গার্মেন্টস ও ইন্ডাস্ট্রি সরিয়ে নিলেই মানুষের চাপ অনেক কমে যাবে।
    রাজধানীতে কেন ইন্ডাস্ট্রি থাকবে?

    • @lolboy6535
      @lolboy6535 4 ปีที่แล้ว +1

      Right

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  4 ปีที่แล้ว +14

      অর্থাৎ প্রশাসনিক কেন্দ্র হিসেবে থাকবে

    • @MdSumon-gk6hc
      @MdSumon-gk6hc 4 ปีที่แล้ว +2

      Sala asob na takle tora rastay nama lagbe

    • @sadhinvai9769
      @sadhinvai9769 4 ปีที่แล้ว +2

      @@MdSumon-gk6hc obviously thakbay but Dhakay na onno kno jaikatay

    • @forhadalfarabi3349
      @forhadalfarabi3349 4 ปีที่แล้ว +1

      hhh

  • @jewelrana-hp7nb
    @jewelrana-hp7nb 4 ปีที่แล้ว +10

    বাংলাদেশের তিন টি শহর আছে সেরা একটি হলো ঢাকা ২ টি চিটাগাং ৩ টি সিলেট, ঢাকা বিজনেসের জন্য সেরা, চিটাগাং import-export করার জন্যসেরা আর সিলেট রাজধানী হলে অনেক ভালো হবে জায়গা খুব সুন্দর, যানজট মুক্ত সিলেট সবুজ শ্যামল পরিবেশ সিলেট

  • @alihossain4496
    @alihossain4496 4 ปีที่แล้ว +46

    দেশ চলে সাধারন বিষয়ে পড়া লোক দিয়ে অথচ উন্নত দেশ চলে পরিকল্পনাবিদ, প্রকৌশলী,ডাক্তারের চিন্তার মধো দিয়ে।

  • @rakbihossain6409
    @rakbihossain6409 4 ปีที่แล้ว +12

    রাজধানী ঢাকা কে সরিয়ে গাজীপুর, নরসিংদীতে আনলে নতুন করে পরিকল্পনা করলে , অনেক ভালো হতো । ঢাকা বসবাসের উপযোগী হারিয়েছে ।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  4 ปีที่แล้ว +1

      ধন্যবাদ আপনাকে

    • @s.ishourav9975
      @s.ishourav9975 3 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন।

    • @sogirahmed941
      @sogirahmed941 3 ปีที่แล้ว +1

      রাজধানী হবে বংগবন্ধুর জন্মভুমিতে, টুংগীপাড়ায়

    • @MasudRana-ql9uj
      @MasudRana-ql9uj 3 ปีที่แล้ว

      গাজিপুর, নরসিংদী অলরেডি বস্তিতে পরিণত হয়েছে😒😒😒
      রাজধানী পদ্মার পাড়ে শরীয়তপুর,মাদরীপুরেই সরিয়ে নেয়া উচিত।😏😏😏

  • @arif5374
    @arif5374 4 ปีที่แล้ว +39

    ১০০ টা ইকোনমিক জোন ও বেশ কয়েকটি স্যাটেলাইট সিটির উন্নয়ন চলমান তাই আমি করছি অদূর ভবিষ্যতে ঢাকার উপর চাপ অনেকটা কমতে শুরু করবে,ইনশাআল্লাহ।

  • @noyonertara1084
    @noyonertara1084 4 ปีที่แล้ว +19

    কুমিল্লা এমন একটা জায়গা শিক্ষা দীক্ষায় সংস্কৃতি সাহিত্যে খেলাধূলা,পর্যটন ব্যবস্থা, বিমানবন্দর বিদ্যুৎ ব্যবস্থা নদী বন্দর , চার লেন মহাসড়ক, ঢাকা ও চট্টগ্রাম এবং সিলেটের মধ্যস্থল যোগাযোগ এর কেন্দ্র স্থল।ও ভারতের সাথে স্থলবন্দর সব অাছে কুমিল্লায়। তাই বাংলাদেশের নতুন রাজধানী হিসেবে কুমিল্লাই সর্বোত্তম। সরকার যদি চায় অন্য জায়গায় করতে তাও রাজি।মোট কথা রাজধানী স্থানান্তরিত করতে হবে।১ বছররের উন্নয়ন কমিয়ে এটা করা উচিৎ।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  4 ปีที่แล้ว +2

      ধন্যবাদ আপনাকে, কুমিল্লাকে সবার সামনে সুন্দর ভাবে তুলে ধরার জন্যে!!

    • @shawonhasan4915
      @shawonhasan4915 4 ปีที่แล้ว +4

      Comillai best choice 👌

    • @jobiarkhan5378
      @jobiarkhan5378 4 ปีที่แล้ว +1

      হাহা

    • @shakilahmed4367
      @shakilahmed4367 4 ปีที่แล้ว

      @@shawonhasan4915 India pore bahas dibe capital city dhokole nile Bangladesh r thakbe na desher majkane capital city hole vlo

    • @shawonhasan4915
      @shawonhasan4915 4 ปีที่แล้ว +3

      @@shakilahmed4367 এমনেই তো বাঁশ দিতে দিতে শেষ!! কুমিল্লা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত টানা কয়েকবার!!তাই কুমিল্লা ই গ্রেট

  • @faridaparvin5273
    @faridaparvin5273 3 ปีที่แล้ว +3

    প্রশাসনিক রাজধানী ঢাকায় থাকুক। কিন্তু বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে সরিয়ে আনা হোক। এতে আপনাআপনি যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চল একইসাথে দ্রুত উন্নত হবে।চট্টগ্রাম আশেপাশের জেলাকেও নগরায়ন করতে পারবে

  • @haimantiscreation5476
    @haimantiscreation5476 4 ปีที่แล้ว +45

    ঢাকা থেকে সব প্রতিষ্ঠানের একটা শাখা রাখা। bus stand,launch ghat,airport ফাকা জায়গায় সরিয়ে নেয়া ভালো।

  • @tarekmahmud771
    @tarekmahmud771 3 ปีที่แล้ว +1

    বাংলাদেশের দিতীয় রাজধানী হিসেবে খুলনা ই শ্রেষ্ঠ।

  • @shezanahmmed7333
    @shezanahmmed7333 4 ปีที่แล้ว +63

    পূর্বাচলের মতো আরো বেশ কয়েকটি স্যাটেলাইট টাউন করতে হবে

  • @Saddamhossain-gn4to
    @Saddamhossain-gn4to 3 ปีที่แล้ว +2

    এই পরিকল্পনাটুকু স্বাধীনতার পর 1972 সালে করা উচিত ছিল😊 । কারণ তখন যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল এবং পরিকল্পনামাফিক সুন্দর ভাবে ঢাকা সিটি গড়ে তোলা যেত 😊।। এখন এসব বলে লাভ নেই😊। তবে বড়জোর কিছু বিকল্প ব্যবস্থা নেয়া যেতে পারে😊😊।।

  • @zulkarnayeem8112
    @zulkarnayeem8112 4 ปีที่แล้ว +3

    ঢাকা থেকে রাজধানী সরানো হবে না।
    রাজধানী ঢাকা ঢাকাই ঠিক আছে।
    প্রয়োজনে প্রতিটা বিভাগে বড়ো বড়ো মিল কারখানা গার্মেন্টস্ এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিজ চালু করতে হবে। যাতে প্রতি বিভাগের লোকজন তাদের অঞ্চলেই কর্ম সংস্থানের সুযোগ পায়। তাদের যেনো জীবিকা নির্বাহের জন্য নিজ দেশ ত্যাগ করে ঢাকায় আসতে না হয়। তাহলেই ঢাকায় জনগণের চাপ কম থাকবে। আর সবার শেষে একটি কথা হচ্ছে রাজধানী হিসেবে ঢাকাই Best

  • @tusher7054
    @tusher7054 4 ปีที่แล้ว +6

    Mymensingh বর্তমান পরিস্থিতিতে পারফেক্ট হবে রাজধানী নির্ধারনের জন্য...

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  4 ปีที่แล้ว +2

      এমনেতেই হয়ে যাবে, যে ভাবে ঢাকার বানিজ্যিক প্রতিষ্ঠান ময়মনসিংহের দিকে ঝুকছে.....

    • @azizali2452
      @azizali2452 4 ปีที่แล้ว

      Right

    • @h.m.masudkhan8826
      @h.m.masudkhan8826 4 ปีที่แล้ว

      noakhali

  • @RHasan-yy1fb
    @RHasan-yy1fb 4 ปีที่แล้ว +35

    পুরান ঢাকা ভেংগে হাই রাইজ বিল্ডিং করা লাগবে... ৩ তালার ১০ টা বিল্ডিং না বানায়ে ৩০ তালার এক্টা বানানো উচিত...মিরপুর, পুরান ঢাকা, মোহাম্মাদপুর সহ ঘিঞ্জি এরিয়া ভেংগে ঠিক করা লাগবে

    • @shamsurony3613
      @shamsurony3613 4 ปีที่แล้ว +2

      Assalamo alikum R.Hasan bhai , very good idea.

    • @km99999
      @km99999 4 ปีที่แล้ว

      Hassan, right we have to do lots knocking down .??

    • @RHasan-yy1fb
      @RHasan-yy1fb 4 ปีที่แล้ว +1

      @@km99999 yes...singapore used to be in similar situation 50 years ago.....but demolished the old small houses and built sky scrappers

    • @km99999
      @km99999 4 ปีที่แล้ว

      @@RHasan-yy1fb ,I live in London it had slum clerence all over 150yrs ago, it's a question of tough decisions making .?

    • @RHasan-yy1fb
      @RHasan-yy1fb 4 ปีที่แล้ว

      @@km99999 it will happen sooner or later...for that at first we needed economic stability... Now we have that....and secondly the housing projects must be done by the government....if the private sectors build this houses they will look for their best profit not the well being of the society.... Singapore government took charge over the housing sector back in the 60s.... And the other thing we must do is to think 100-200 years ahead....we cant build massive infrastructures for a mere 20-30 year period....just look prague, those houses were built hundreds of years ago but its still relavent to this day....the buildings must be done in a proper way....and japan is much bigger than bangladesh but 80% of their land is rocky and inhabitable.... Their population is heavily concentrated in the cities....only 9% japanese people live in the country side....comepared to that bangladesh is in much better position... Government must be rock solid in ita decision making

  • @tstoha7660
    @tstoha7660 4 ปีที่แล้ว +5

    এখনো সময় ফুরিয়ে যায়নি, ঢাকা+ চট্টগ্রাম কে বানিজ্যিক শহর ঘোষণা করে নতুন রাজধানী করা দরকার।

    • @mdal-amin9268
      @mdal-amin9268 3 ปีที่แล้ว

      তুমি বলো কোন এলাকাকে রাজধানী ঘুষনা করা যায়।

  • @NatureLover-bx8en
    @NatureLover-bx8en 2 ปีที่แล้ว +2

    আসলে বাংলাদেশের জনসংখ্যা যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে কোন সমস্যা হতোনা। অতিরিক্ত জনসংখ্যাই সকল সমস্যার কেন্দ্র

  • @sowrov_ahmmed_shuvo213
    @sowrov_ahmmed_shuvo213 4 ปีที่แล้ว +2

    দেশের উন্নতির স্বার্থে অবশ্যই সরিয়ে নেয়া উচিত

  • @robinrobi3508
    @robinrobi3508 4 ปีที่แล้ว +11

    ঢাকা রাজধানী থাকুক।কিন্তু হ্যা ঢাকায় সব কাজ, বড় বড় প্রতিষ্ঠান অর্থাৎ ঢাকা সব কাজ না করে দেশের বড় বড় শহর গুলোতে কাজ গুলো বন্টন করে দিতে হবে। তাহলে ঢাকার চাপ কমবে।

  • @عبدالغفورعبدالجليل
    @عبدالغفورعبدالجليل 4 ปีที่แล้ว +17

    রাজধানি সরানো,, সম্ভব নয়,,,তবে,, যান জটের থেকে, মুক্তি পেতে, বিকল্প কিছু,, ভাবতে হবে, ধন্যবাদ

    • @creativitybysamiha3988
      @creativitybysamiha3988 4 ปีที่แล้ว +3

      Right dhakai rajdhani thakbe jotodin ai desh thakbe

    • @jabberali9329
      @jabberali9329 3 ปีที่แล้ว

      @@creativitybysamiha3988 same 2 you bro

  • @MdSamim-fm3om
    @MdSamim-fm3om 4 ปีที่แล้ว +16

    রাজধানীতে থাকা খাওয়া অনেক ব্যায় বহুল, সুতরাং এখনি সময় রাজধানী পরিবর্তনের।

  • @robelahmmedahmmed274
    @robelahmmedahmmed274 4 ปีที่แล้ว +3

    ঢাকা পুরাতন কুমিললা কে নতুন রাজধানি দিলে কেমন হয়। ঢাকা প্রসাশনি কাযক্রম ও বানিজিক ৬০%... কুমিললা প্রসাশনিক কাযক্রম ৪০% আরও অনেক ফরমুলা আছে।

  • @bkbadhon6982
    @bkbadhon6982 4 ปีที่แล้ว +1

    রাজধানী Cox's bazarএ নিয়ে যাওয়া উচিত।
    এর ফলে রাজধানী-cox's Bazar খুবই তারাতারি কক্সবাজার একটি শক্তিশালী অর্থনীতিতে জেলাতে পরিনত হবে।
    যদি সম্ভব হয় এই বিষয়টা নিয়ে video তৈরি করে সকলের কাছে বিষয়টা বিবেচনা জন্য তুলে ধরবেন।

  • @mayakhan7185
    @mayakhan7185 4 ปีที่แล้ว +14

    খুব সুন্দর তথ্য তুলে ধরেছেন ।

  • @fishing2486
    @fishing2486 4 ปีที่แล้ว +5

    রাজশাহীতে পারফেট জায়গা ইনডিগেট করছে।

  • @sogirahmed941
    @sogirahmed941 4 ปีที่แล้ว +21

    কাজটি সরকারের ইচ্ছায়। সবই সম্ভব। ঢাকা থেকে রাজধানী অবশ্যই সরিয়ে নিতে হবে।

    • @sogirahmed941
      @sogirahmed941 4 ปีที่แล้ว

      @@creativitybysamiha3988 দেশটি চলে একজনের ইচ্ছায়। সে হলো শেখ হাসিনা। শেখ হাসিনা অর্ডার করলে আ,লীগের কোনো নেতার সাহস হবেনা বিরোধিতা করার।

  • @mdhanifsodri4318
    @mdhanifsodri4318 4 ปีที่แล้ว +5

    গার্মেন্টস গুলো সরিয়ে দেন, সব ঠিক হয়ে জাবে

  • @madaripuronu673
    @madaripuronu673 4 ปีที่แล้ว +4

    বাংলাদেশের সবচেয়ে বড় জেলার মধ্যে চট্টগ্রাম হল দ্বিতীয়।।আর বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হল চট্টগ্রাম।।আর বাংলাদেশের রাজধানী চট্টগ্রামের করলে ভালো হবে।। কারণ চট্টগ্রামে অনেক বড় , আয়তনে ঢাকা চট্রগ্রামের 3ভাগে 1.5ভাগ।।

  • @romankhanroman3818
    @romankhanroman3818 4 ปีที่แล้ว +2

    প্রশাসনিক বড় কাজ কর্ম জেলা পর্যায়ে ভাগ করে দিলে কিছুটা ভাল হবে

  • @rubeltalukder2299
    @rubeltalukder2299 3 ปีที่แล้ว +1

    ঢাকা থেকে রাজধানী ও গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় সরিয়ে অন্য বিভিন্ন জেলায় দিলে সব জেলায় অবকাঠামোগত উন্নয়ন দ্রুত ও ভালো হবে বলে আমি মনে করি

  • @devtaz3808
    @devtaz3808 4 ปีที่แล้ว +17

    আমার মতে বাণিজ্যিক শহর চট্টগ্রাম এবং প্রশাসনিক শহর ঢাকা

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  4 ปีที่แล้ว

      ধন্যবাদ

    • @arifulislamarif6242
      @arifulislamarif6242 4 ปีที่แล้ว +1

      Bangladesh er Dhaka bibhager sob cheye Boro zela Tangail . Capital Dhaka k change Kore Tangail kora hok......

    • @MDWASIM-tg2et
      @MDWASIM-tg2et 4 ปีที่แล้ว +2

      @@arifulislamarif6242 বাদাইম্মার এলাকা আবার রাজধানী চায়

    • @arifulislamarif6242
      @arifulislamarif6242 4 ปีที่แล้ว

      @@MDWASIM-tg2et ভাসানীর এলাকা, বিচারপতি শাহাবুদ্দিন (সাবেক প্রেসিডেন্ট) এর এলাকা, পিসি সরকার এর এলাকা...... বুজতে পারলে আর আছে কাদের সিদ্দিকী বীরউত্তম এর এলাকা

    • @isratjahan9075
      @isratjahan9075 4 ปีที่แล้ว

      @@arifulislamarif6242 😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😏

  • @journeyrano9560
    @journeyrano9560 3 ปีที่แล้ว +1

    বাংলাদেশের নতুন রাজধানী সুন্দরবনে হলে ভালো হয়।

  • @md.shahadat6467
    @md.shahadat6467 4 ปีที่แล้ว +3

    এই জন্য বেস্ট অফসন হল নোয়াখালী
    কেননা এই জেলা থেকে ডাকা এবং চট্টগ্রাম দুই জেলা কাছে আর আছে বিপুল পরিমাণ খাস জমি এবং নতুন নতুন ভূখন্ড

  • @MustakimHossainMashrafee
    @MustakimHossainMashrafee 4 หลายเดือนก่อน

    বেশি কিছু না, শুধু বেকারত্ব আর দারিদ্র্যতা নিয়ন্ত্রণে আনতে পারলেই ইনশাআল্লাহ সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর রাজধানী সরিয়ে নেয়ারও কোন প্রয়োজন হবে না। ❤🎉
    যারা আমার সাথে একমত তারা রিপ্লাই দিবেন❤🎉

  • @AyajMedia
    @AyajMedia 4 ปีที่แล้ว +4

    ঢাকা-চট্টগ্রামের লাইফলাইন খ্যাত কুমিল্লা এক্ষেত্রে অনেক এগিয়ে।

    • @al-mamun4514
      @al-mamun4514 4 ปีที่แล้ว

      এই হিসাবে ঢাকা- রংপর,,,, বগুরা কি কম??

  • @mohammeddidarulalam9480
    @mohammeddidarulalam9480 4 ปีที่แล้ว

    চট্টগ্রামের যত প্রশাসনিক কেম্প আছে সব গুলো ঢাকা, কুমিল্লা, দিকে সরিয়ে নেওয়া হক,এবং চট্টগ্রামের বন্দর থেকে সমুদ্র সৈকতে পর্যন্ত যত খালি জায়গা আছে আসে পাশে সব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলা হক,যাতে করে বিদেশ থেকে আসে যাওয়া সব সুবিধা হবে,, এবং

  • @niloyvai312
    @niloyvai312 4 ปีที่แล้ว +2

    ঢাকা কে এখনো সাজিয়ে তোলা সম্ভব। এখনই রাজধানী সরানোর কথা না ভেবে নতুন করে সাজিয়ে তোলা টাই উচিৎ। যে সব ছোট ছোট ভবন আছে সে গুলো বড় করে রাস্তা বাড়ালেই সম্ভব হবে। আর মানুষ আর দেশের নেতা গুলোকে সচেতন সৎ আর নিজের সার্থের কতা না ভেবে দেশের কথা ভেবে কাজ করলে কোন কিছু করা লাগবে না।

  • @mdabirhossain1249
    @mdabirhossain1249 ปีที่แล้ว

    চট্টগ্রামকে বাংলাদেশের রাজধানী বানানো হোক .কারা আমার সাথে একমত .

    • @sariyad6
      @sariyad6 10 หลายเดือนก่อน

      প্রতি বছর বন্যা সমস্যায় পড়তে হবে।তারপর একটা রাজধানী কেন্দের দিকে হলে পুরো বাংলাদেশের উপকার হবে।যেমন মানিকগঞ্জ, গাজীপুর ইত্যাদি

  • @gajjalybhuiyan73
    @gajjalybhuiyan73 4 ปีที่แล้ว +27

    এমন জায়গায় কিছু না পেলে আমার বাড়িতে রাজধানী‌ বানাতে পারেন।

    • @alltime676
      @alltime676 4 ปีที่แล้ว +2

      ঠিক, রাজধানী ঢাকায় আছে ঢাকায়ই থাকবে

    • @rezavai5950
      @rezavai5950 4 ปีที่แล้ว +1

      Baiya moja paice

    • @shaukautfiroz5762
      @shaukautfiroz5762 4 ปีที่แล้ว +2

      tomarbario razdhani por prostitution er jonno taitomar desherjonno neiikono opinion

  • @shahariyarhussain2330
    @shahariyarhussain2330 4 ปีที่แล้ว +1

    Vlo laglo ,,, from coochbehar,,,,,India

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  4 ปีที่แล้ว

      ধন্যবাদ ভিডিও টি দেখার জন্যে এবং মতামত প্রদানের জন্যে

  • @tuhinlub8832
    @tuhinlub8832 4 ปีที่แล้ว +1

    ঢাকা নোয়াখালী তে করা উচিত।

  • @kasakeni1794
    @kasakeni1794 4 ปีที่แล้ว +1

    Dhaka is the always best

    • @jabberali9329
      @jabberali9329 3 ปีที่แล้ว +1

      you right my sis❤️

  • @rupokhasan2704
    @rupokhasan2704 4 ปีที่แล้ว +15

    ঢাকাকে বাচাতে হলে রাজধানী সরানু ছারা আর কোন বিকল্প নাই

  • @mariyastone.3315
    @mariyastone.3315 4 ปีที่แล้ว +2

    তবে আমি মনে করি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন আমিন

  • @muhammadfaizan9318
    @muhammadfaizan9318 4 ปีที่แล้ว +11

    Only high speed railway required as a final solution.

  • @evabogatec398
    @evabogatec398 4 หลายเดือนก่อน

    Decentralisation is only solution .
    Move the garment to Chittagong
    And airport in sirajgonj next to River.
    With Decentralisation Dhaka can be a great place.

  • @mdsaidulislammdsaidulislam1248
    @mdsaidulislammdsaidulislam1248 4 ปีที่แล้ว +1

    রাজধানী ঢাকায় থাকবে। এটাই আমার মতে সুন্দর। কারন বাংলাদেশর মধ্যে ঢাকায়ই অন্যতো আর এজন্য ঢাকায়ই ছিলো/আছে /থাকবো। থাকবোই।

  • @fflolpie6345
    @fflolpie6345 4 ปีที่แล้ว

    রাজধানি ঢাকা দেকে সরিয়ে নিয়ে মুন্সিগজ নিলে ভালো হবে আমার মতে আমার সাথে এক মত হলে লাইক দিয়ে জানান

    • @fflolpie6345
      @fflolpie6345 3 ปีที่แล้ว

      @@CRAZYGAMER-ky5qu ha ha dilen ke

  • @stnasrullah
    @stnasrullah 4 ปีที่แล้ว +5

    Trishal in Mymensingh would be perfect area to start with 😀

  • @rotnakhatun1237
    @rotnakhatun1237 3 ปีที่แล้ว +1

    দেশের সব অঞ্চলে বড় বড় শহর গরে তুলতে হবে...তাহলে ঢাকার উপর চাপ কমবে,,, যেমন দক্ষিনাঞ্চল এর রাজধানি চট্টগ্রামকে আরও উন্নত করা,,, পূবান্চলের সিলেট,,,, উত্তরাঞ্চলের বগুরা,,,
    এই বেশ কয়েকটা শহরকে ডেভলেপ করা হলে,,,, রাজধানী সরানোর প্রয়োজন হবেনা,,,

  • @tasnimhridi6030
    @tasnimhridi6030 4 ปีที่แล้ว +4

    😅😅.....Obviously KHULNA......The land of peace.....☺

  • @md.imrankhan1305
    @md.imrankhan1305 4 ปีที่แล้ว +2

    বরিশাল বাংলাদেশের রাজধানী হলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

  • @salmankhan-mi7ej
    @salmankhan-mi7ej 4 ปีที่แล้ว +4

    বাংলাদেশের ২ টা রাজধানী হলে ভালো হবে। ?

  • @মোহাম্মদনুরনবী-শ৩চ

    Nice 🙂

  • @MrNib007
    @MrNib007 4 ปีที่แล้ว +3

    Ma sha Allah Bangladesh day by day improving. Love from Lahore.

  • @ভবঘুরেপথিক
    @ভবঘুরেপথিক 4 ปีที่แล้ว +2

    সমাধান একটাই প্রশাসনিক কাজ ঢাকায় রেখে বানিজ্যিক/সেবা মূলক সকল কাজ প্রতি বিভাগে ছড়িয়ে দিতে হবে!
    যেমনঃ রাজশাহী/খুলনা/বরিশাল এসব বিভাগ থেকে যেন ছোট পরিসরের যে কোন সেবা মূলক কাজের জন্য রাজধানীতে না আসতে হয়!
    এবং স্ব-স্ব বিভাগের লোকের কর্ম তার নিজস্ব বিভাগীয় শহরেই সৃষ্টি/স্থানান্তর করতে হবে✌

  • @moziburrahman7734
    @moziburrahman7734 4 ปีที่แล้ว +1

    সবদিক বিবেচনা করলে কুমিল্লা বাংলাদেশের নতুন রাজধানী হওয়ার মত সবটুকু যোগ্যতাই আছে এটা দেশের জন্যে ও ভালো হবে অথবা উওর বঙ্গে ও হতে পারে...

  • @mohammedrahman8205
    @mohammedrahman8205 4 ปีที่แล้ว

    হয়ে ঢাকার আসে পাশের এলাকা golo আরো অনেক develope করে বাণিজ্য ও বিশ বিদ্যালয় ব্যাংক এর sakol branch করে mol sahor থেকে চাপ কমানোর উদ্যোগ নিতে হবে anotibilombe. যদি future ভালো করতে ও বসবাস ঠিক রাখা jae. র সিস্টেম তৈরী করে তার সঠিক প্রয়োগ করতে হবে. তাহলে বসবাস যোগ্য করা সম্ভব.

  • @torun51
    @torun51 3 ปีที่แล้ว

    এটা অনেক আগেই করা উচিত ছিল ।
    ঢাকা থেকে মিনিস্ট্রি গুলো সরিয়ে ৬৪ জেলায় স্থানান্তর করলেই দ্রুত সকল সমস্যার সমাধান হবে। এবং ঢাকাকে বিকেন্দ্রীকরণের ফরমুলা আরও ২০ বছর পূর্বেই আনেক রাষ্ট্র বিজ্ঞানী মতামত দিয়েছিল। এ নিয়ে পত্রিকাতে বহু লেখালেখি হয়। কিন্তু কে শোনে কার কথা।

  • @jayantadas8143
    @jayantadas8143 4 ปีที่แล้ว +5

    ময়মনসিংহ,খুলনা অথবা বরিশাল হলে ভাল হবে।যদিও আমার জন্মস্থান ঢাকা।

    • @rakibahmmed932
      @rakibahmmed932 4 ปีที่แล้ว

      বরিশাল।

    • @sorifhasan3877
      @sorifhasan3877 4 ปีที่แล้ว +2

      Pabna hole Valo hoito mone hoi

    • @sorifhasan3877
      @sorifhasan3877 4 ปีที่แล้ว

      Amar bari pabnai na vai manikgonj

    • @pramanik8057
      @pramanik8057 4 ปีที่แล้ว

      জয়পুরহাট হলে ভালো হয়।

    • @mdtowhidahmad1680
      @mdtowhidahmad1680 4 ปีที่แล้ว

      Rajsahi. Karon uttor bongo onnunnoto . Tahole tara unnoti hbe

  • @ashrafulhoq3758
    @ashrafulhoq3758 3 ปีที่แล้ว

    আমাদের দেশ আগাবে এবং রাজধানী চাপ কমবে প্রত্যেকটা বিভাগী এবং জেলাগুলো উন্নয়ন করলে যে বিভিন্ন প্রত্যেকটা জেলায় কর্মসংস্থান বাড়বে রাজধানীর দিকে চাপ কমবে

  • @mehediislam3119
    @mehediislam3119 4 ปีที่แล้ว +2

    ঢাকা থেকে রাজধানী সরিয়ে নিতে হবে সিলেট অথবা বরিশাল।
    কে কে একমত

  • @adilmahmud2336
    @adilmahmud2336 3 ปีที่แล้ว

    রাইট বলছেন ভাই যে অবস্থা ঢাকার

  • @SumonAhmed-kd9fh
    @SumonAhmed-kd9fh 4 ปีที่แล้ว

    ঢাকা-চট্টগ্রাম এবং সিলেটের মধ্যস্হল কুমিল্লা । উন্নত যোগাযোগ ব্যবস্থা । প্রবাসী সবচেয়ে বেশি । প্রাকৃতিক সম্পদ গ্যাস উত্তোলন কুমিল্লায় বেশি হয় । তাই রাজধানী করতে হলে কুমিল্লাকে করতে হবে ।

  • @mahafuzrahman5152
    @mahafuzrahman5152 4 ปีที่แล้ว +4

    Rajshahi was 3 times capital of bengal , I think we should back again.

    • @ringkuraj8834
      @ringkuraj8834 4 ปีที่แล้ว

      I agree with your decision

    • @idbgave4063
      @idbgave4063 4 ปีที่แล้ว

      its time to come back home!

    • @munna0538
      @munna0538 3 ปีที่แล้ว

      No! no! manikganj Near of Dhaka

    • @TheNewTube
      @TheNewTube ปีที่แล้ว

      that time because of bihar, odisha, assam, wb also included in Bengal sultanate. Rajshahi was in Center. Now Dhaka is heart of 64 districts.

  • @mijbahmolla4116
    @mijbahmolla4116 4 ปีที่แล้ว +1

    ভালো আইডিয়া

  • @sipramondal8826
    @sipramondal8826 4 ปีที่แล้ว

    থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর ফকিং

  • @Smmahmud6228
    @Smmahmud6228 4 ปีที่แล้ว +3

    বগুড়া রাজধানী চায়

  • @akazad9363
    @akazad9363 3 ปีที่แล้ว +1

    Bogura😍😍

    • @mdal-amin9268
      @mdal-amin9268 3 ปีที่แล้ว

      যারা নাকি এক সময় পাকিস্তানের পক্ষে ছিলো

  • @kholilrahman7858
    @kholilrahman7858 4 ปีที่แล้ว +5

    ঢাকা রাজধানী সরিয়ে নতুন কোন শহর বানানো উচিত।

  • @mdshoel2592
    @mdshoel2592 3 ปีที่แล้ว +1

    ঢাকা থেকে শিল্প কারখানা সরিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়া হোক তাহলে সারাদেশ সমান তালে এগিয়ে যাবে

  • @businesshappylife1495
    @businesshappylife1495 4 ปีที่แล้ว +5

    Rajshahi (old name borendro) eta prachinkale puro varot borser rajdhani chilo ,,

    • @ringkuraj8834
      @ringkuraj8834 4 ปีที่แล้ว +1

      Abaro capital city chai Rajshahi ke

  • @mayaali6506
    @mayaali6506 4 ปีที่แล้ว +1

    আমরা support করছি ঢাকা থেকে রাজধানি পূর্বা অনচলে নিয়ে গেলে ভালই হবে।

  • @user-zs5tq1ne2s
    @user-zs5tq1ne2s 4 ปีที่แล้ว +3

    দারুন ছিলো

  • @sohelrana7533
    @sohelrana7533 4 ปีที่แล้ว +2

    নতুন করে বাংলাদেশের রাজধানী করলে দেশের জনগনে উন্নয়ন হবে বল মনে করি।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  4 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে মতামত প্রদানের জন্যে

  • @shamrahman7436
    @shamrahman7436 4 ปีที่แล้ว +6

    Sylhet hole valo hoy

  • @দোকানঘরdokangor
    @দোকানঘরdokangor 4 ปีที่แล้ว +1

    nice

  • @One.unknown.official
    @One.unknown.official 4 ปีที่แล้ว +3

    ঢাকা থেকে রাজধানী শরিয়ে রাজশাহি তে স্থানান্তর করা হলে ভালো হবে।।

    • @One.unknown.official
      @One.unknown.official 4 ปีที่แล้ว

      @Ádnán Abîr Rajsahi 😂🇧🇩👍🌷

    • @mahafuzrahman5152
      @mahafuzrahman5152 4 ปีที่แล้ว

      Ádnán Abîr bokachoda capital mane bujhis?
      Capital natural kichur opor nirvor kore na.

    • @mahafuzrahman5152
      @mahafuzrahman5152 4 ปีที่แล้ว

      @Ádnán Abîr capital Tor Mayer vodai korahok , valoi Hobe emnei tui khankir pola Tor ma khanki, capital hole Tor ma valoi load nite parbe

  • @yflixseries2738
    @yflixseries2738 4 ปีที่แล้ว +4

    নোয়াখালী হবে বাংলাদেশের রাজধানী। 😂😂😂😂😂

  • @abirkhandakar6011
    @abirkhandakar6011 4 ปีที่แล้ว +2

    ""চ্যানেলটা Subscribers করুন"",,,, এই বিরক্তিকর বাক্যটা উচ্চারণ করেন নাই,,,,,,,,,,আর তাছাড়া উপস্থাপন অনেক ভালো ছিলো,,,,,তাই subscribe করলাম,,,কিন্তু ভাই উপস্থাপন ভালো থাকা সত্ত্বেও যদি এই বাক্যটা একবার বলতেন জীবনেও subscribe করতাম না।।।আর দেখতামও না,,,,,,ধন্যবাদ 😍

  • @chefjulzer5334
    @chefjulzer5334 4 ปีที่แล้ว +1

    Borishal rajdhani hok

  • @amidurbol9185
    @amidurbol9185 4 ปีที่แล้ว +1

    Keraniganj, Narayanganj, Tangail, Gazipur.. asob jayga aro unnoto korte hobe ader modde druto janbahon er bebostha korte hobe. aguloke niye Intercity rail chalo korte hobe. Sujog akhono ace but Sorkarer agulo bastobayon prokolpo kothor vabe nite hobe. Sheikh Hasina jodi cara am r kawke dekhina agulo korte parbe. Awami League onek khaice aybar deshke tarai parbe thik vabe ghore tulte. Ata amar bektigoto motamot

    • @s.ishourav9975
      @s.ishourav9975 3 ปีที่แล้ว

      সেই সাথে নরসিংদীকেও উন্নত করতে হবে।

  • @রুপেরমাইয়া-ষ৫ম
    @রুপেরমাইয়া-ষ৫ম 4 ปีที่แล้ว +1

    নতুন ঢাকা ফরিদপুর ভাঙ্গায় করা হোক

  • @alambabu6489
    @alambabu6489 3 ปีที่แล้ว +1

    গার্মেন্টস ফ্যাক্টরি জেলায় জেলায় হলে
    ঢাকার বাড়িওয়ালা গুলো ভিক্ষা করে খাইতে হবে

  • @tjuddin2879
    @tjuddin2879 3 ปีที่แล้ว

    London is the capital city of UK and their business city as well but they set up some administrative office in different cities in UK. Iconic tower should have built in other cities to avoid big traffic jam in Dhaka. We can follow London formula.

  • @Sumonsumon-zs6zq
    @Sumonsumon-zs6zq 4 ปีที่แล้ว +12

    ভাল লাগল ভাই আপনার কথা গুলি যুক্ত সম্মত I like this

  • @monjurulkadir7245
    @monjurulkadir7245 3 ปีที่แล้ว

    ঢাকা মেগাসিটির বড় সমস্যঃ জলাবদ্ধতা, বায়ু দূষন, পাবলিক টয়লেট, শব্দ দূষণ, পানির অভাব,গ্যাস,বিদ্যুৎ সমস্যা,যানজট,, তারের জঞ্জাল।

  • @hkabir2167
    @hkabir2167 3 ปีที่แล้ว

    The subject is very thoughtful.If we can decentralize everything ,we may not need to establish a new Capital City.if we decentralize High Court , Modern Hospitals in all divisional City ,Re-locate all Garments Industries and a few more Dhaka City can be saved with the ongoing Infrastructural Project and upcoming Projects.

  • @samiu783
    @samiu783 4 ปีที่แล้ว +5

    Noakhali 😂

    • @samiu783
      @samiu783 3 ปีที่แล้ว

      @@CRAZYGAMER-ky5qu tor nanir putki

  • @mdsanjayahmed9912
    @mdsanjayahmed9912 3 ปีที่แล้ว

    আমি মনে করি রাজধানী দেশের মাঝ খানে রাখলে ভালো হয়,
    ফরিদপুর, মাদারীপুর এবং শরীয়তপুরের বানালে ভালো হয়।

  • @mdjfapuakunje5037
    @mdjfapuakunje5037 4 ปีที่แล้ว +5

    Khulnai hok

  • @rajkumarroy7898
    @rajkumarroy7898 4 ปีที่แล้ว

    Nice post

  • @Msani6237
    @Msani6237 4 ปีที่แล้ว +2

    ঢাকা থেকে সকল প্রাইভেট ইউনিভার্সিটি গুলো সরিয়ে নিলে, জনসংখ্যা চাপ অনেকটা কমবে।

  • @shamimcartoonanimation9695
    @shamimcartoonanimation9695 4 ปีที่แล้ว +50

    ঢাকা থেকে গার্মেন্টস ও ইন্ডাস্ট্রি সরিয়ে নিলেই মানুষের চাপ অনেক কমে যাবে।
    রাজধানীতে কেন ইন্ডাস্ট্রি থাকবে?

  • @sharifulislamsarkar2853
    @sharifulislamsarkar2853 3 ปีที่แล้ว +60

    প্রতিটি বিভাগিয় শহরকে উন্নত করুন তাহলেই ঢাকার উপরে চাপ কমবে

  • @sayedalfesani3801
    @sayedalfesani3801 4 ปีที่แล้ว +47

    *কে কে ঢাকা থেকে শরিয়ে নিতে চান ঢাকা রাজধানী?*

  • @lubabamahjabin1393
    @lubabamahjabin1393 3 ปีที่แล้ว +27

    প্রতিটি জেলার মানুষ যেন তার জেলাতেই সব সুযোগ পায় সে ব্যবস্থা করে দিলে ই হবে

    • @MDMonowar24
      @MDMonowar24 3 ปีที่แล้ว +2

      রাইট

    • @SYLHETIISNOTBONGLI
      @SYLHETIISNOTBONGLI 2 ปีที่แล้ว

      তাহলে সিলেটি দেড় কে ক্ষমতায় বসানু হুক থাইলে হবে 😎

  • @abdussalamabdussalam4482
    @abdussalamabdussalam4482 4 ปีที่แล้ว +25

    রাজধানীর বেশিরভাগ মানুষ গার্মেন্টস শ্রমিক। যদি যত্রতত্র গড়ে ওঠা ফ্যাক্টরি গুলোকে পরিকল্পনায় আনা যায় তাহলেই এর সমাধান সম্ভব। তার প্রমাণ করোনাকালিন ও ঈদের ঢাকা।