জাকিরের বিয়ের অনুষ্ঠান। পুরান ঢাকার বিয়ে। Jakir's Wedding

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • ঐতিহ্যগত দিক থেকেই পুরান ঢাকার মানুষ অনন্দ প্রিয়। যেকোনো উপলক্ষে আনন্দ অনুষ্ঠানে মেতে উঠতে পছন্দ করত। পুরান ঢাকার এ ধরণের সরস চিত্রের খোঁজ পাওয়া যায় উনিশ ও বিশ শতকের নানা সূত্রে। ঢাকাবাসীর আনন্দ অনুষ্ঠানের একটি বড় জায়গাজুড়ে রয়েছে বিয়ে উৎসব। এই গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকালোভাবে উদযাপন করতে পছন্দ করত ঢাকার মানুষ।
    বিয়ের নানা আনুষ্ঠানিকতা শুরু হয়ে যেত অনেকদিন আগে থেকেই। বরপক্ষ কনের বাড়িতে এসে যেদিন আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিত সেদিন থেকেই মূলত বিয়ের উৎসব শুরু হয়ে যেত। এটি ‘পান-চিনির’ অনুষ্ঠান নামে পরিচিত ছিল। সেকালে পারিবারিক পছন্দে ও আয়োজনেই বেশির ভাগ বিয়ে সম্পন্ন হতো। এ ক্ষেত্রে ঘটকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পাত্রপাত্রীর খোঁজ থেকে শুরু করে বিয়ে সম্পন্ন করা পর্যন্ত ঘটকের উপস্থিতি ও মধ্যস্থতা ছিল অপরিহার্য। ঢাকাইয়া ভাষায় ঘটককে বলা হয় ‘মোতাসা’। এঁরা ছিলেন পেশাজীবী ঘটক। পান-চিনি বা পাকা কথার অনুষ্ঠানে বর-কনে উভয় পক্ষের কিছু প্রস্তুতি থাকত। বরপক্ষের যারা কনের বাড়িতে যেতেন তাঁরা সাথে করে নিয়ে যেতেন নানা
    ধরনের মিষ্টি এবং পান-সুপারি। এর পরিমাণ সাধ্য অনুযায়ী হতো। তবে বেশি নেওয়ার সাথে একটি আভিজাত্যের প্রশ্ন ছিল। এরও কারণ আছে। পান-চিনি অনুষ্ঠান শেষে কনেপক্ষ তাদের আত্মীয়স্বজনের বাড়িতে সেসব মিষ্টি ও পান-সুপারি পাঠিয়ে বিয়ের পাকা কথার সংবাদ জানাত। পান-চিনি অনুষ্ঠানে বর নিজে আসতে পরত না। কনে পক্ষ এদিন বর পক্ষের অতিথিদের নানা পদে বিশেষ আপ্যায়নের আয়োজন করত।

ความคิดเห็น • 4

  • @mahibpreyo8634
    @mahibpreyo8634 16 วันที่ผ่านมา +1

    🎉 ভিডিও এডিটিং অনেক সুন্দর হয়েছে ❤

  • @FatamaJahanTabasum
    @FatamaJahanTabasum 15 วันที่ผ่านมา

    ভিডিও অসাধারণ সুন্দর হয়েছে ❤