শবে বরাতে যদি ভাগ্য নির্ধারণ হয়ে থাকে ।। তা হলে আমার পাপ পূণ্যের দায়ভার কে নিবে ।। ডাঃ জাকির নায়েক
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- শবে বরাতে যদি ভাগ্য নির্ধারণ হয়ে থাকে ।। তা হলে আমার পাপ পূণ্যের দায়ভার কে নিবে ।। ডাঃ জাকির নায়েক
লাইলাতুল কদরের মর্যাদা, বৈশিষ্ট্য ও ফযীলাত জানতে চাই। উত্তর : (১) এ রাতে আল্লাহ তা‘আলা পুরা কুরআন কারীমকে লাউহে মাহফুয থেকে প্রথম আসমানে নাযিল করেন। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে, এ রাতেই কুরআন নাযিল শুরু হয়। পরবর্তী ২৩ বছরে বিভিন্ন সূরা বা সূরার অংশবিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র উপর অবতীর্ণ হয়। (২) এ এক রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। (৩) এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ, বরকত ও রহমাত বর্ষণ করতে থাকে। (৪) এটা শান্তি বর্ষণের রাত। এ রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শুনায়। (৫) এ রাতের ফাযীলত বর্ণনা করে এ রাতেই একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়। যার নাম সূরা কদর। (৬) এ রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াব লাভের আশায় কদরের রাতে নফল সালাত আদায় ও রাত জেগে ইবাদত করবে আল্লাহ তার ইতোপূর্বের সকল সগীরা (ছোট) গুনাহ ক্ষমা করেদেন। (বুখারী) প্রশ্ন ১৪০ : কোন রাতটি লাইলাতুল কদর? উত্তর : এ প্রশ্নের উত্তর স্বরূপ হাদীসে নিুবর্ণিত বাণী রয়েছে : [১] এ রাতটি রমযান মাসে। আর এ রাতের ফযীলত কিয়ামত পর্যন্ত জারী থাকবে। [২] এ রাতটি রমাযানের শেষ দশকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
“রমাযানের শেষ দশদিনে তোমরা কদরের রাত তালাশ কর।” (বুখারী)
[৩] আর এটি রমযানের বেজোড় রাতে হওয়ার সম্ভাবনা বেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
“তোমরা রমাযানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে কদরের রাত খোঁজ কর।” (বুখারী)
[৪] এ রাত রমযানের শেষ সাত দিনে হওয়ার সম্ভাবনা বেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
“যে ব্যক্তি লাইলাতুল কদর (কদরের রাত) অন্বেষণ করতে চায়, সে যেন রমাযানের শেষ সাত রাতের মধ্য তা অন্বেষণ করে।”
[৫] রমাযানের ২৭ শে রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী। ক. হাদীসে আছে :
উবাই ইবনে কাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদীসে এসেছে, তিনি বলেন যে, আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রজনীকে কদরের রাত হিসেবে কিয়ামুল্লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হল রমাযানের ২৭ তম রাত। (মুসলিম)
(খ) আব্দুল্লাহ বিন ‘উমার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
“যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক, সে যেন তা রমাযানের ২৭শে রজনীতে অনুসন্ধান করে। (আহমাদ)
[৬] কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হল ২৫ তারিখ, তৃতীয় হল ২৯ তারিখে। চতুর্থ হল ২১ তারিখ। পঞ্চম হল ২৩ তারিখের রজনী। [৭] সর্বশেষ আরেকটি মত হল- মহিমান্বিত এ রজনীটি স্থানান্তরশীল। অর্থাৎ প্রতি বৎসর একই তারিখে বা একই রজনীতে তা হয় না এবং শুধুমাত্র ২৭ তারিখেই এ রাতটি আসবে তা নির্ধারিত নয়। আল্লাহর হিকমত ও তাঁর ইচ্ছায় কোন বছর তা ২৫ তারিখে, কোন বছর ২৩ তারিখে, কোন বছর ২১ তারিখে, আবার কোন বছর ২৯ তারিখেও হয়ে থাকে। প্রশ্ন ১৪১ : কেন এ রাতকে অস্পষ্ট করে গোপন রাখা হয়েছে। এটা স্পষ্ট করে নির্দিষ্ট করে বলা হয় নি কেন? উত্তর : এ রাতের পুরস্কার লাভের আশায় কে কত বেশী সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করে এবং কত বেশী সচেষ্ট হয়, আর কে নাফরমান ও আলসে ঘুমিয়ে রাত কাটায় সম্ভবতঃ এটা পরখ করার জন্যই আল্লাহ তা‘আলা এ রাতকে গোপন ও অস্পষ্ট করে রেখেছেন। প্রশ্ন ১৪২ : যে রাতটি লাইলাতুল কদর হবে সেটি বুঝার কি কোন আলামত আছে? উত্তর : হাঁ, সে রাতের কিছু আলামত হাদীসে বর্ণিত আছে। সেগুলো হল :
============================== Needs and Advice ============================ ----------------- ✔Email: Khalil300774@gmail.com ✔Phone:- +8801706-917791-------------------- ===============================FOLLOW US================================ ================= SUBSCRIBE►LIKE►COMMENT►SHARE ================== ►► / peacewazbd ►► / shantitv ►► / mkrtvbd ►► / hotwazbd ►► / peacewazbd ►► / mkhalilur ◉ প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি Subscribe করুন !! ▶ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন !! ▶ Copyright Disclaimer : Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. If you like the video, please like, comment and share it with your friends. Don't forget to subscribe. I have two more channels to visit. Hope you see something better. Thanks. @peace waz bd @শান্তি টিভি - shanti tv @mkr tv bd @peace waz @hot waz bd #শবেকদর #peacewazbd #শবেবরাত
আলহামদুলিল্লাহ,, অনেক সুন্দর আলোচনা।
এই রকম পশ্নের উওর ড: জাকির নায়েক নায়েক ছাড়া কে দিবে।হে আল্লাহ তুমি ড: জাকির নায়েককে ভাল রাখো সুস্থ রাখো নেক হায়াত দান করো বালা মুসিবত দুর করো।আমিন
L
Amin
Amin
ড: জাকিরকে আললাহ দীর্ঘ জীবি করুক উনা অনেক সেলাম...
সেলাম না সালাম
আমার দৃষ্টিতে পৃথিবীর সবথেকে জ্ঞানী আলেম জাকির নায়েক।
অবশ্যই জ্ঞানীদের মধ্যে একজন ❤
চমৎকার! উত্তর । মাশাআল্লাহ।
আল্লাহ প্রিয় হুজুরকে দীর্ঘয়ু দান করুন
Masha Allah.May Allah give him barakat his knowledge and his family. He is precious One of Gold for Muslim ummah .
thank u Jakir Nayek to discuss about this...I had to wait for a long time from my childhood too get this perfect answer ....
MasAllah osadharon Alocona🥰
আল্লাহ ড. জাকিৰ নায়েককে ভাল ৰাখক
good year love ncc 🥰🥰🥰
২০২৫ সালে কে কে আছে
লাভ ইউ ইসলাম 💗
❤
❤
আলহামদুলিল্লাহ
Alhamdolella
এত বড় কঠিন প্রশ্নের জবাব ড. জাকির নায়েক ব্যতীত বর্তমান পৃথিবীর কোন আলেমের পক্ষে দেয়া সম্ভব নয়।
1st
Amr o akta exam kharap hoichilo osustotar jonnno.........ami namaj porchilar rat 3tai.....amr sei exam ar results tai vlo aschilo.......Alhamdulillah ❤
Good answer zakir vai
Alhamdulillah
Subhanallah
good ans
masaallah
💕❤️🌹❤️💕🌹
He is great
যেহেতু সমগ্র পৃথিবীতে একই সময়ে রাত হয় না তাই আমি জানতে চাই লাইলাতুল কদর সমগ্র পৃথিবীতে একই সময়ে কিভাবে হয়
Good.jobab
স্যারের লেকচার গুলো অনেকটাই প্যারাডক্সিক্যাল সাজিদ বইতে পাওয়া যায়
Hm.
ভাই এই ভিডিওটা শবে কদর সম্পর্কিত নয়। কদর / তাকদির/ ভাগ্য সম্পর্কিত। টাইটেল পরিবর্তন করেন।
Sondovabe bujeachen
Shobe kodor dara ki bujhailen. ? Shobe kdr er kisu e nai video e te ,
Tobe ai video te onk importante information ache
8:40
বিষয় একটা ওয়াজ আর একটা
Alhamdulillah
❤