Tomravulei gecho mollikadir nam || তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম || ফরিদাপারভীন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • তোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম
    শিল্পীঃ ফরিদা পারভীন
    গীতিকার ও সুরকার - আবু জাফর
    অধ্যাপক আবু জাফর, বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে ২০০০ সালে কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অবসর গ্রহণ করেছেন। স্বাধীনতা- উত্তর সময়ে ঢাকা বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
    বাঙলা আধুনিক সংগীতে আবু জাফরের আগমন ধূমকেতুর মতো।আমরা তাঁকে ’এই পদ্মা এই মেঘনা’র গীতিকার-সুরকার হিসেবে চিনি।অসম্ভব সৃজনশীল এ শিল্পী বাঙলা সংগীতে অভাবনীয় সব সংগীত সৃষ্টি করেছেন।দেশীয় লোক ধারার সাথে আধুনিক সুর ও দুর্দান্ত সব শিল্পিত ভাবনার সম্মিলন এ সংগীতগুলোতে।
    তোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম
    সে এখন ঘোমটা পড়া কাজল বধু দূরের কোন গাঁয়
    পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়।।

ความคิดเห็น •