মালয়েশিয়া হাই কমিশনের কিছু কিছু অসাধু কর্মকর্তার কারণে,প্রবাসীরা পাসপোর্ট পাচ্ছে না এই সংবাদ সত্য তুলে ধরার জন্য কালবেলা সাংবাদিক ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ
পাসপোর্ট মালয়েশিয়া আসার পরেও তারা বলে পাসপোর্ট আসে নাই এখন বাধ্য হয়ে তাদেরকে প্রবাসীরা বলে আমরা কিছু বেশি টাকা দিব আমাদের পাসপোর্ট বাংলাদেশ থেকে আনার ব্যবস্থা করেন কখন দেখা যায় কিছুদিনের ভিতরেই পাসপোর্ট দিয়ে দেয় টাকার বিনিময়ে
৫ মাস হয় এখনো পাসপোর্ট এর কোনো খবর নাই বিসার মেয়াদ শেষের দিকে, সরকারের কাছে অনুরোধ মালয়েশিয়ার হাইকমিশনের সবাইকে চাকরিচ্যুত করে নতুন লোক নিয়োগ দেওয়ার দবি জানাচ্ছি।
এই অসাধু কর্মকর্তাকে বহিষ্কার করে যোগ্য কর্মকর্তাকে নিয়োগ দিতে হবে এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে৷ প্রবাসী ভাইরা আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের যোগ্য মর্যাদা এবং যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে৷ পৃথিবীর যে কোন প্রান্তে সকল প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানি ও ঘুষ বন্ধ করতে হবে৷
মালয়েশিয়ার জনগণ সকালে পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিলে বিকেলে পাসপোর্ট নিয়ে আসে আর আমরা বাংলাদেশের নাগরিকরা ৮ মাস সময়ও পাসপোর্ট পাই না খুবই দুঃখের বিষয় বাংলাদেশের জন্ম আমার 😭সরকার আসে সরকার যায় কিন্তু আমাদের জনগণের ভাগ্য আর বদলায় না
Malaysia তে কি কারনে নতুন পাসপোর্ট সেবা বন্ধ করছেন তা হয় না এখানে অনেক বাংলাদেশি আছে যাদের পাসপোর্ট নাই যারা সমুদ্র পথে অবৈধ ভাবে মালেশিয়া প্রবেশ করছে তাদের কাছে কোন পাসপোর্ট নাই। তাদেরকে পাসপোর্ট দিবেন না তা তো হয় না তারা তো বাংলাদেশের নাগরিক পাসপোর্ট নাগরিক ও সংবিধানিক অধিকার দয়া করে নতুন পাসপোর্ট সেবা চালু করেন
শুধু পাসপোর্টের কারনে প্রবাসে হয়রানি এবং দুর্ভোগের শিকার হয় আমাদের প্রবাসী ভাইয়েরা, এই হয়রানির অভিযোগ দীর্ঘ দিন থেকে, দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার
আসসালামুয়ালাইকুম গত চার মাস হইতেছে আমার পাসওয়ার্ডটা জমা দিয়েছি রিনিউ করার জন্য এখন পর্যন্ত আমার পাসওয়ার্ডটি বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে মালয়েশিয়া আসেনি,, এদিকে বিশাল চার মাস এক্সপায়ার হয়ে যাইতেছে কি করবো মাথায় কাজ করতেছে না,,😢😢😢
আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করার পথে হাটতেছে পাসপোর্ট করতে কি কি লাগে আমরা যারা মালয়েশিয়া তে আছি সেইসব কাগজপত্র কে করে দেবে? কে জোগাড় করে দেবে আমাদের নাই এনআইডি কার্ড আমরা কিভাবে ই পাসপোর্ট করব আমরা যেন এনআইডি মালয়েশিয়া থেকে করতে পারি সেইসব সুবিধা আমাদেরকে দিতে হবে তাহলে এই পাসপোর্ট হবে
অনেক ধন্যবাদ কালবেলাকে এই বাস্তব প্রতিবেদনটি তুলে ধরার জন্য
আমিও
সত্য নিউজ প্রচার করার জন্য কালবেলাকে ধন্যবাদ।
প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নিয়ে ভোগান্তি দূর করা হোক।
কালবেলা নিউজকে অসংখ্য ধন্যবাদ এমন তথ্য তুলে ধরার জন্য।।
আমি নিজেও এর শিকার হয়েছি আমি একজন মালয়েশিয়ান প্রবাসী
দ্রুত ব্যাবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি
মালয়েশিয়া হাই কমিশনের কিছু কিছু অসাধু কর্মকর্তার কারণে,প্রবাসীরা পাসপোর্ট পাচ্ছে না এই সংবাদ সত্য তুলে ধরার জন্য কালবেলা সাংবাদিক ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ
এধরনের সত্য নিউজ প্রকাশের জন্য কালবেলা কে আন্তরিক ও ধন্যবাদ।
ধন্যবাদ
কাল বেলা
আমিও অনেক ভুগছি পাসপোর্ট নিয়ে ২ মাস অবৈধ ছিলাম নতুন পাসপোর্ট না পাওয়ায়
মালয়েশিয়ার অবস্থানরত হাইকমিশন কে পরিবর্তন করা হোক
সত্য তুলে ধারার জন্য ধন্যবাদ
এইসব কর্মকর্তা কর্মচারী দের দ্রুত অপসারন চাই❤
১০০% সত্য নিউজ
সত্য কথা
ভাই আমিও একজন মালয়েশিয়া প্রবাসী এই সিন্ডিকেটের কাছে আমরা সবাই জিম্মি।
সঠিক কথা
অনেক ধন্যবাদ আপনাকে এই বিষয়ে নিউজ করার জন্য
এই কথা গুলো কার কাছে বলব সময় মত পাসপোর্ট না পেলে অবৈধ হওয় লাগবে 😢😢
পাসপোর্ট মালয়েশিয়া আসার পরেও তারা বলে পাসপোর্ট আসে নাই এখন বাধ্য হয়ে তাদেরকে প্রবাসীরা বলে আমরা কিছু বেশি টাকা দিব আমাদের পাসপোর্ট বাংলাদেশ থেকে আনার ব্যবস্থা করেন কখন দেখা যায় কিছুদিনের ভিতরেই পাসপোর্ট দিয়ে দেয় টাকার বিনিময়ে
১০০% সত্য ধন্যবাদ।🤦🤦🤦
৫ মাস হয় এখনো পাসপোর্ট এর কোনো খবর নাই বিসার মেয়াদ শেষের দিকে, সরকারের কাছে অনুরোধ মালয়েশিয়ার হাইকমিশনের সবাইকে চাকরিচ্যুত করে নতুন লোক নিয়োগ দেওয়ার দবি জানাচ্ছি।
ছয় মাস হলো পাসপোর্ট পাচ্ছি না ভিসা লাগাবো কেমনে,,,,
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি একটা পাসপোর্ট রেনু করতে দিছি পাঁচ মাস হয়েছে এখনো আসে না
Right
কে বলবে দুঃখের কথা যদি না শুনে মনের কথা 😢মানুষ যে কত কষ্টে আছে মালয়েশিয়া দূতাবাসের বিভিন্ন অনিয়ম এর কারণে আসলে কি জানেন আমরা বাংলাদেশী বেশি ভালো
ঠিক কথা ভাই পাসপোর্ট নিয়ে সমস্যা সরকারের এই সমস্যা সমাধান দিতে বলেন ভাই
Right news jahrul malayaia
পাসপোর্টের দুঃখ বলার মত। কেউ আর নাই মালয়েশিয়াতে বৈধ প্রবাসীরা পাসপোর্ট ভোগান্তির জন্য অবৈধ হচ্ছে। দেশের রেমিটেন্সে আঘাত আনতে পারে এই সমস্যা😅
৭ মাসে ও পাসপোর্ট পাছিনা।😢😢
আল্লাহ ভালো যানে কপালে কি আছে।
চার মাস হলো পাসপোর্ট বানাতে দিয়েছি ভাই এখনো কোনো খবর নাই
মালয়শিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মতো খারাপ হাইকমিশনার পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না
এই অসাধু কর্মকর্তাকে বহিষ্কার করে যোগ্য কর্মকর্তাকে নিয়োগ দিতে হবে এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে৷ প্রবাসী ভাইরা আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের যোগ্য মর্যাদা এবং যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে৷ পৃথিবীর যে কোন প্রান্তে সকল প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানি ও ঘুষ বন্ধ করতে হবে৷
এর দ্রুত সমাধান চাই। প্রবাসী ভাইয়েরা ভালো না থাকলে আমরাও ভালো থাকবো না।
৭ মাস চলে এখনো বলে,,পাসপোর্ট ঢাকায় মালয়েশিয়া আসে নি,বলুন কি করমু আমরা,,
ঘুষ না দিলে পাসপোর্ট পেতে অনেক দেরি হয়।তারপর অনলাইন করে না।টাকা দিলে আগে করে দিবে,এমন অপার সব সময় দেয়।
মাত্র ৬ মাস হয়ছে এখন আবার বলে বাংলাদেশ সরকার পরিবর্তন হয়ছে একটু সময় লাগবে
আনার এক মামা কয়েক মাস হয়ে গেলো পাস্পোর্ট রিনু করতে দিছে,এখনো পাস্পোর্ট পায়নি
Ami Passport korte diysi 6 mas holo ekono hate paini vai😢
আমিও ভুক্তভোগী ভিসার মেয়াদ শেষ তিনমাস হল এখনো পাসপোর্ট পায়নি।
আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে দুই মাস হয়েছে আমি নতুন ভিসা করব পাসপোর্ট রেনু করতে দিছি এখনো পাসপোর্ট আসে না
মালেশিয়ায় দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার ওনি থাকতে রেমিট্যান্স যুদ্ধারা যদি ভোগান্তির শিকার হয় তাহলে হাইকমিশনার এর কাজ কি,,,
আমি একজন ভুক্তভোগী
মালয়েশিয়ার জনগণ সকালে পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিলে বিকেলে পাসপোর্ট নিয়ে আসে আর আমরা বাংলাদেশের নাগরিকরা ৮ মাস সময়ও পাসপোর্ট পাই না খুবই দুঃখের বিষয় বাংলাদেশের জন্ম আমার 😭সরকার আসে সরকার যায় কিন্তু আমাদের জনগণের ভাগ্য আর বদলায় না
Malaysia তে কি কারনে নতুন পাসপোর্ট সেবা বন্ধ করছেন তা হয় না এখানে অনেক বাংলাদেশি আছে যাদের পাসপোর্ট নাই যারা সমুদ্র পথে অবৈধ ভাবে মালেশিয়া প্রবেশ করছে তাদের কাছে কোন পাসপোর্ট নাই। তাদেরকে পাসপোর্ট দিবেন না তা তো হয় না তারা তো বাংলাদেশের নাগরিক পাসপোর্ট নাগরিক ও সংবিধানিক অধিকার দয়া করে নতুন পাসপোর্ট সেবা চালু করেন
৬মাস হয়েগেছে, আমি এখনো পাইনি
ইউনূস,,, কোথায় তুমি
বাংলাদেশর মানুষের জন্য কিছু করো,,,কাকা
মালয়েশিয়ায় এক ভাই ৭ মাসেও পাসপোর্ট হাতে না পাওয়ায় আত্মহত্যা করবে বলে ফেইজবুকে পোস্ট করেছে এবং এর দায় হাইকমিশনকে নিতে হবে বলে যানিয়েছে😢😢😢😢
শুধু পাসপোর্টের কারনে প্রবাসে হয়রানি এবং দুর্ভোগের শিকার হয় আমাদের প্রবাসী ভাইয়েরা, এই হয়রানির অভিযোগ দীর্ঘ দিন থেকে, দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার
So sad news ❤
৬ মাস হলো এখনো বলো পাসপোর্ট ঢাকা আছে আসেনা
পাঁচ মাস হলো আবেদন করছি এখনো পাইনি
আসসালামুয়ালাইকুম গত চার মাস হইতেছে আমার পাসওয়ার্ডটা জমা দিয়েছি রিনিউ করার জন্য এখন পর্যন্ত আমার পাসওয়ার্ডটি বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে মালয়েশিয়া আসেনি,, এদিকে বিশাল চার মাস এক্সপায়ার হয়ে যাইতেছে কি করবো মাথায় কাজ করতেছে না,,😢😢😢
আমার পাসপোর্টও পাই না অনেকদিন হয়ে গিয়েছে
আমি দেশে গেলে পাসপোর্ট না পেয়ে তা হলে হাইকমিশনার নামে আমি মামলা করবো
ভাই আট মাস ধরে পাসপোর্ট পাই না আমার পাসপোর্ট
আমারও একই অবস্থা আমার কাছে বেশি 120 রিঙ্গিত চেয়েছে আমি এই বেশি টাকা না দেওয়ার কারণে এখন পর্যন্ত পাসপোর্ট পাইনি
আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করার পথে হাটতেছে
পাসপোর্ট করতে কি কি লাগে আমরা যারা মালয়েশিয়া তে আছি সেইসব কাগজপত্র কে করে দেবে? কে জোগাড় করে দেবে আমাদের নাই এনআইডি কার্ড আমরা কিভাবে ই পাসপোর্ট করব আমরা যেন এনআইডি মালয়েশিয়া থেকে করতে পারি সেইসব সুবিধা আমাদেরকে দিতে হবে তাহলে এই পাসপোর্ট হবে
এদের কারনে আমিও আজ অবয়দ্য😢
কাকে বলমু,কে শুনবে,,,,তাই ঠিক করছি হুন্ডিতে টাকা পাঠাবো
অতি দ্রুত বাংলাদেশ হাইকমিশনের যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে অপসারণ চাই। সৎ নিষ্ঠাবান লোকদের নিয়োগ দেওয়া হোক।
আমি নিজেই দুইবছর পর পাসপোর্ট পাইছি এই পাসপোর্টের আমার মায়ের লাশটাও দেখতে পারিনাই
এগুলো কি সরকারি চোখে বাধে না সরকার যেন মালয়েশিয়া ইমিগ্রেশন এর সাথে কথা বলে
আমি আজ চার মাস হলো ঘুরছি পাসপোর্ট দেয় না শুদু বলে সামনে এই দিকে আমার ভিসা সেস হয়া গেছে
👍👍👍👍
মে মাসের ৩১ তারিখে পাসপোর্ট এর আবেদন করে এখনো হাতে পাই নাই
আমি নিজে আজকে ওবইদো হইয়া গেছি আমাদের সরকার দেখার মতো কেও নাই
বলার জায়গা
👍👍👍❤❤❤❤
মালায়সিয়া হাইকমিশনার দুরনিতি বাজ দেখার কেও নাই😅😅
চোর বিচার না ভাই
এই নিউজ টা কয় তারিখের
এক মাসের মদ্দে পাসপোর্ট চাই
এসব দেখার কেউ নাই।
Ame joma thise 1bosor
7 mas Holo,2 bar taka Milo,akono passport pailam na,jekane Pakistani ra 15 diner maje pai
😢😢😢😢😢😢😢😢😢😢🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
এদের এমন শাস্তি দিতে হবে যাতে কেউ আজীবন এই বাটপারি নাকরে
আমার এক বছর হলো পাসপোর্ট এখনো পায়নি অনলাইনে চেক দিলে বলে ঢাকা থেকে এখনো আসেনি 😢😢
আমরা যারা প্রবাসী কামলা আছি এদের পাসপোর্ট ১০ বছর অথবা ১৫ বছর করা যাতে দিন দিন ওদের কাছে যাওয়া না লাগে
মালয়েশিয়ায় বর্তমান হাইকমিশনের সকল কর্মকর্তাদেরকে বহিষ্কার করে জেলে পাঠানো হোক। নতুন কর্মকর্তাদের সেখানে পাঠানো হোক
৬ মাস হয়ে গেছ পাসপোর্ট এর কোন খবর নেই। আমি এখন কি করবো জানি না আমার আর মালয়েশিয়া থাকা হবেনা। এই মাসে পাসপোর্ট না দিলে বস্ কে আর কাজ করতে দিবে না।
কাতারে ও বিশাল বিপাকে বাংলাদেশিরা।
Vai plz sorkarer kache ai news ta tole dhoron.pasport er jonno ami aj kaj korte partechi na.6mash hoye gelo pasport pai na
কালবেলার কাছে অনুরোদ করছি,আমারা MRP passports জেনো পাই,সরকারের কাছে
তুলে ধরুন
পাসপোর্ট সমস্যা হলো বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তারা। তাদের পুরো গেং কে বদলি করে আফ্রিকার কোন দেশে পাঠানো হউক।
ধন্যবাদ কালবেলা