সবই মিডিয়ার অপপ্রচার? চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবী ও মৌলবাদীদের হুঙ্কার।
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025
- সবই মিডিয়ার অপপ্রচার? চট্টগ্রাম আদালতে মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আহ্বায়ক চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলায় তাঁর হয়ে কোনও আইনজীবী দাঁড়ান নি। আদালত চত্বরে আইনজীবীদের এবং আদালতের বাইরে মৌলবাদীদের হুঙ্কার শোনা গেছে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, মিডিয়ার একাংশ পরিস্থিতি নিয়ে অপপ্রচার করছে!!!
#বাংলাদেশ
#ইসকন
#চিন্ময়কৃষ্ণ
#bangladesh
#iskcon
#chinmaykrishna
#hindu
#islamists
#courthearing
#chattogram
আহত আইনজীবী রমেন রায়ের ছবি ও তথ্য যাচাই করা নয়। পরে শুনেছি, চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন না তিনি। চট্টগ্রামেরও বাসিন্দা নন।