জয় মা কালী❤❤❤❤❤''আমাদের মা রাজ-রাজ্যেশ্বরী'' । ************************************ তিনি আমাদের মা রাজ-রাজ্যেশ্বরী । আমরা সকলেই তো রাজ-রাজ্যেশ্বরীর সন্তান । সুতারং আমরা ভিখারীর মত তাঁর কাছে লাউ-কুমড়োর মত তুচ্ছ জিনিস চাইব না । চণ্ডীতে প্রথম অধ্যায়ে শুধু ' দেহি দেহি ' । অবশ্য ওগুলোরও দরকার আছে । কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, চার প্রকার ভক্ত আছেন । আর্ত , অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী । প্রথমে ভগবানে মোড় ফেরাবার জন্য স্বয়ং ভগবানই সৃষ্টি করেন ঐ 'দেহি দেহি ' ভাবটা । প্রথমে লাউ-কুমড়োর মত তুচ্ছ জিনিস দিয়ে শুরু করেই মানুষ ক্রমে রাজ্য চাইবে । প্রথমে দুঃখ দিয়ে , পরে দুঃখত্রাণ অর্থাৎ আত্মাত্রাণ চায় । ভক্ত বলে ' মা রক্ষা কর'। তারপর মা-ই চোখ খুলে দেন । ভক্ত বুঝতে পারে কোথায় কষ্ট? 'সবই মায়া'। এই জগৎ সংসার টা একটা নাটকের মত একটা স্বপ্ন । ঠিক মত চাইলে মা-কি সন্তানকে ছেড়ে থাকতে পারেন ? আসলে সেরকম ভাবে চাইনা। আমরা চাই মা ফটো হয়েই থাকুন। একটু ফল-মিষ্টি ,ফুল-চন্দন,ধুপ-ধূনো দেব । আমরাও প্রসাদ পাব। মা যদি সাক্ষ্যাৎ এসে উপস্থিত হন, তবে সত্যই আমাদের বিপদ। মা নিজেই সে কথা বলেছেন। মার তখন শরীর খারাপ। বার্লি খাচ্ছেন। সেদিন একজন ভক্তও আসেনই মায়ের প্রসাদ নিতে। মা জিজ্ঞাসা করলেন,' আজ কেউ আসছেনা যে প্রসাদ নিতে?' মা বলতেন, নির্বাসনা হলে খেলা শেষ হয় ।। ||স্বামী সৎপ্রভানন্দ|| 🙏🙏 সৌজন্যে ঃ মৌসুমী মুখার্জি ঘোষ ❤️🙏
জয় মা কালী 🌺🌺🌺
জয় মা কালী❤❤❤❤❤''আমাদের মা রাজ-রাজ্যেশ্বরী'' ।
************************************
তিনি আমাদের মা রাজ-রাজ্যেশ্বরী ।
আমরা সকলেই তো রাজ-রাজ্যেশ্বরীর সন্তান । সুতারং আমরা ভিখারীর মত তাঁর কাছে লাউ-কুমড়োর মত তুচ্ছ জিনিস চাইব না ।
চণ্ডীতে প্রথম অধ্যায়ে শুধু ' দেহি দেহি ' ।
অবশ্য ওগুলোরও দরকার আছে ।
কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, চার প্রকার ভক্ত আছেন ।
আর্ত , অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী ।
প্রথমে ভগবানে মোড় ফেরাবার জন্য স্বয়ং ভগবানই সৃষ্টি করেন ঐ 'দেহি দেহি ' ভাবটা ।
প্রথমে লাউ-কুমড়োর মত তুচ্ছ জিনিস দিয়ে শুরু করেই মানুষ ক্রমে রাজ্য চাইবে ।
প্রথমে দুঃখ দিয়ে , পরে দুঃখত্রাণ অর্থাৎ আত্মাত্রাণ চায় ।
ভক্ত বলে ' মা রক্ষা কর'।
তারপর মা-ই চোখ খুলে দেন ।
ভক্ত বুঝতে পারে কোথায় কষ্ট?
'সবই মায়া'।
এই জগৎ সংসার টা একটা নাটকের মত একটা স্বপ্ন ।
ঠিক মত চাইলে মা-কি সন্তানকে ছেড়ে থাকতে পারেন ?
আসলে সেরকম ভাবে চাইনা।
আমরা চাই মা ফটো হয়েই থাকুন।
একটু ফল-মিষ্টি ,ফুল-চন্দন,ধুপ-ধূনো দেব ।
আমরাও প্রসাদ পাব।
মা যদি সাক্ষ্যাৎ এসে উপস্থিত হন, তবে সত্যই আমাদের বিপদ।
মা নিজেই সে কথা বলেছেন।
মার তখন শরীর খারাপ।
বার্লি খাচ্ছেন।
সেদিন একজন ভক্তও আসেনই মায়ের প্রসাদ নিতে।
মা জিজ্ঞাসা করলেন,' আজ কেউ আসছেনা যে প্রসাদ নিতে?'
মা বলতেন, নির্বাসনা হলে খেলা শেষ হয় ।।
||স্বামী সৎপ্রভানন্দ|| 🙏🙏
সৌজন্যে ঃ মৌসুমী মুখার্জি ঘোষ ❤️🙏