কি সুন্দর উচ্চমার্গের একটি গল্প শোনালে , মনটা স্নিগ্ধ হয়ে গেল , চারিদিকে এতো হানাহানি , মৃত্যু , অবক্ষয় মনকে ভারি অবিশ্বাসী করে তোলে , মানুষের মানবিকতা নিয়ে সন্দেহ জাগে , তখন এই ধরণের গল্প মনকে আশান্বিত করে তোলে , হারানো বিশ্বাস ফিরে আসতে চায় , লেখককে আমার বিনম্র শ্রদ্ধা আর তোমাদের জন্য অনেক শুভকামনা , ভালো থেকো, সুস্থ থেকো ❤️❤️❤️❤️
"সংসারে এমনিই হয় ".....…! ওনার লেখার যে কি যাদু , মন হারায় তার মনের মায়ায়........ অসাধারণ সম্মোহন ক্ষমতায় , অনায়াসেই মন চলে যায়.....' সেই সময়ে , সেই স্থানে '........… অপূর্ব ইন্দ্রজালের খেলায় ! মন ভরে গেলো সেই সুখ ফিরে পাওয়ায়....... আন্তরিক ধন্যবাদ তোমায় 👍♥️🙏🏻
অপূর্ব ,অতি উচ্চ আধ্যাত্মিক চেতনার রচনা৷ অসাধারণ পাঠ৷ এ গল্প সাধারণ মানুষের জন্য নয়....যোগ্য ব্যক্তি এর মাধুর্য বুঝবে ৷ খুব খুব খুব ভালো হয়েছে.....এ ধরনের গল্প আরও শোনান....আপনি অন্যদের থেকে উচ্চ মানের... এই উচ্চতাকে ছাড়বেন না ৷ আমি বলছি-- আপনার অগ্রগতি কেউ রোধ করতে পারবে না ৷❤❤❤
Subho Saptami R ak alosh sokal e bose galpo ta sunte sunte jeno nijer chok dekhlam Gram bangla r prokito puraton chobi. Mon ta khub bhalo o udash hoye galo. Dhanyobad.
গল্পটা শেষ হওয়ার পরেও একটা ঘোরের মধ্যে আছি। অনেক ধন্যবাদ কৌশিকদাকে এরকম মনে দাগ কেটে যাওয়া একটা গল্প বেছে নেওয়ার জন্য। উপস্থাপনা নিয়ে কিছু বলার নেই, এক কথায় অসাধারণ ❤
অপূর্ব সুন্দর। যেমন কাহিনী তেমন ই কথকতা। দুজনে ই একে অপরের পরিপূরক। এরকমই হয়। ভগবানকে যাহারা চিনতে পারেন তাহারা ই পূন্য। এবং কয়েক জন মাত্র হয়। তাহারাই এই দুর্লভ সাধুসঙ্গ লাভ করেন।
যেমন সহজসরল ভাষা তেমনি কথন! - - এমন ধরন ের গল্প তার অসাধারণ গভীর আবেদনের জোরেই বিশ্ব-সাহিত্যর দরবারে অনায়াসে স্থান করে নেবার যোগ্য যা বি।ভূষণ বন্দ্যোপাধ্যায়এর বিরলতম এক গুণ।
কৌশিক আপনার কাছ থেকে আরো বেশি গল্প চাই। আপনার কণ্ঠস্বরে সেকালের যুবক, প্রৌঢ়, বৃদ্ধ গ্রামের ও সমাজের নানা শ্রেণির মানুষের বাচনভঙ্গি আর তাঁদের অসহায়তা, তাঁদের নম্রতা সব কিছু এমন ভাবে ফুটে ওঠে যে আমরা যেন কোথায় কোন এক সময় চলে যাই! বড্ড মায়াময়। আপনার সহশিল্পীরাও অসাধারণ। আরো বেশি গল্প চাই।
গল্প টি বেশ কিছু দিন আগে পড়েছিলাম । আজ শুনে মনটা ভালো হয়ে গেলো । রাতে আজ আবার পড়বো । আসলে বিভূতিভূষণের গল্প গুলি আমার সারা জীবনের সঙ্গী এবং সম্বল । যখনই কোনো কারণে মনে টা ভারাক্রান্ত হয় , বিষাদে পূর্ণ হয় তখনই আমার একমাত্র আশ্রয় এই গল্প গুলি । সারা জীবন বজায় থাকবে এই আশ্রয় । আপনি যদি সম্ভব হয় তবে দেবযান উপন্যাস টি শোনাবেন । সম্প্রতি আমার বাবা মারা গেছেন তাই এই অনুরোধ । মৃত্যুর আগে খুব অসুস্থ অবস্থা য় তিনি বারবার জিজ্ঞেস করতেন, মানুষ মারা যাওয়ার পর কোথায় যায় । আমি তাঁকে দেবযান পড়ে শোনাতাম ।
এক অসাধারণ উপহার--- আহা! বেশ মায়াময় কণ্ঠ। বিভূতিবাবুর মতো লেখক আর হবে না। এত সুন্দর গল্প--- পাগল ঠাকুরের মতো চরিত্র বর্তমানে দুর্লভ। সরলতাই সবচেয়ে সুন্দর।
দাদা আপানার গল্প পাঠ এত ভালো, মন মুগ্ধকর মনে হয় আপনি জন্মেছেন গল্প শোনাতে আর আমরা এসেছি শুনতে ; যেখানে যেমন ঠিক তেমনটি, আশা করবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরো গল্প আপনি পাঠ করবেন, ভালো থাকবেন... ।।
Excellent !!! You are the best of the best dearest. I can see almost a most powerful and a vivid video in both of your presentations. It is even better than a move this is my third time listening. I just can’t stop listening to it. Bravo!!! I’m so proud of you 👍 ❤️ from USA
জীবনে যে কতই ভালো লোকের সঙ্গে দেখা হয়, তার কী খেয়াল রাখি আমরা। তাদের মধ্যেই কিছু লোক আমাদের স্মৃতিতে আলো করে থেকে যায়। বিভূতি ভূষণ আমার প্রিয় লেখক। গল্পটি আগে পড়েছিলাম। কিন্তু তোমাদের মুখে শোনার পর, যেন মনে হল আমি গ্রামে মাসীর বাড়ীতে বেড়াতে গিয়েছিলাম। গ্রাম বাংলায় এই রকম পাগল ঠাকুর আগে খুব দেখা যেত। তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। যেমন লেখকের চরিত্র ফুটিয়ে তুলেছ, সেই রকম পাগল ঠাকুর, চোখে জল চলে আসে। মাসিমার চরিত্র যিনি করেছেন, তার গলায় যেন যাদু আছে।
কি সুন্দর উচ্চমার্গের একটি গল্প শোনালে , মনটা স্নিগ্ধ হয়ে গেল , চারিদিকে এতো হানাহানি , মৃত্যু , অবক্ষয় মনকে ভারি অবিশ্বাসী করে তোলে , মানুষের মানবিকতা নিয়ে সন্দেহ জাগে , তখন এই ধরণের গল্প মনকে আশান্বিত করে তোলে , হারানো বিশ্বাস ফিরে আসতে চায় , লেখককে আমার বিনম্র শ্রদ্ধা আর তোমাদের জন্য অনেক শুভকামনা , ভালো থেকো, সুস্থ থেকো ❤️❤️❤️❤️
কী অসাধারণ কাহিনী ।মন ভরে গেল।তেমনি মনোমগ্ধকর গল্প কথন।আন্তরিক শুভকামনা রইলো।
"সংসারে এমনিই হয় ".....…!
ওনার লেখার যে কি যাদু , মন হারায় তার মনের মায়ায়........ অসাধারণ সম্মোহন ক্ষমতায় , অনায়াসেই মন চলে যায়.....' সেই সময়ে , সেই স্থানে '........… অপূর্ব ইন্দ্রজালের খেলায় !
মন ভরে গেলো সেই সুখ ফিরে পাওয়ায়....... আন্তরিক ধন্যবাদ তোমায় 👍♥️🙏🏻
অসাধারণ একটি গল্প। তেমনই অনবদ্য পাঠ। মরমী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানাই।
বাঃ। মন শান্তিতে নেয়ে উঠল। তা কথক ঠাকুর, গল্প চয়ন দেখে বোঝা যায় আপনিও বৈরাগ্যের স্বাদ বোঝেন।
অপূর্ব ,অতি উচ্চ আধ্যাত্মিক চেতনার রচনা৷ অসাধারণ পাঠ৷ এ গল্প সাধারণ মানুষের জন্য নয়....যোগ্য ব্যক্তি এর মাধুর্য বুঝবে ৷ খুব খুব খুব ভালো হয়েছে.....এ ধরনের গল্প আরও শোনান....আপনি অন্যদের থেকে উচ্চ মানের... এই উচ্চতাকে ছাড়বেন না ৷ আমি বলছি-- আপনার অগ্রগতি কেউ রোধ করতে পারবে না ৷❤❤❤
ami rattir belai sunechi golpota, r joto dhoroner biseson amar jana chilo sobgulor babohar korechi moner ajantei praner lekhoker proti sroddhai........
@@bestflowersforever5779 আমার বয়স অষ্ট আশি
আপনার অসাধারণ গল্পপাঠে মুগ্ধ আমি
নারী কণ্ঠটিও খুব মধুর
গ্রাম্য উঢ্ঢারণে আরো হৃদয়গ্রাহী শ্রুতিনাটকের মতো উপভোগ করছি।
কৌশীক তোমার গল্পের আলাদা আলাদা কন্ঠ সরের জন্য গল্পের সারমর্ম বুঝতে খুব সুবিধা হয় এই গল্পটা পুরো আধা্্যতিক ।ধন্যবাদ তোমাকে ।এই রকম আরোও গলপ চাই ।
osadharon awasum fantabulous opurbo jamon golpo tamon path
আবার শুনলাম। বড় সুন্দর। কথকের গুনে গল্পটা সোনা হয়ে উঠেছে।
Asadharon golpo Bibhutibhusan Bandyopadhyay mahasayer, serokomi asadharon golpo path r mon chuye galo r seshe chokh theke jol goriye porlo
অসাধারণ, মন ভরে গেলো💓💓💓💓💓💓💓💓💓💓💓
Khoob sundor Amar GURUDEBER KOTHA MONE PORCHILO.
Khub sundar mon udaas Kora galpo..🙏
ki sundor golpota...monta valo hoye galo
Khub sundor laglo, excellent 👍🏼😊💕
Mon bhore gelo asadharan path
Khub Valo lage apnader golpo Gulo Khub sundor vabe path koren moner ontore Chole jay Kotha Gulo ❤️❤️❤️❤️
আপনার সাবলীল পাঠ শুনে চোখের সামনে সব চরিত্র ছবি দেখতে পাচ্ছি.........
Darun golpo.anbadya kathan kousal.
সবায়ের বাংলা লেখা মতামতগুলো পড়লাম মনে হল সবাই সাহিত্য রসিক। দারুন লাগলো। গল্পকথকের বলার গুনে আরও প্রাঞ্জল লাগলো গল্পটি।
Subho Saptami R ak alosh sokal e bose galpo ta sunte sunte jeno nijer chok dekhlam Gram bangla r prokito puraton chobi. Mon ta khub bhalo o udash hoye galo. Dhanyobad.
Asadharan laglo 👌❤️❤️
Ki sundor golpo... Kaushik da, tomar choice ta bhishon bhalo
Ashadharon koushik daa
Radharaman Pandey zi, bohut bohut badhai ho. Many many thanks to you for loving our language.
Beautiful. Please keep up. Amar maa khub bhalobase apnar pora galpo.
অসাধারণ । ধন্যবাদ আপনাকে ।
ভালো লাগলো,পাগল ঠাকুরের চরিত্র,আর আপনার সুন্দর পঠন, ধন্যবাদ।
কি অপূর্ব ভাষা,কি সুন্দর বর্ননা। মুগ্ধ হয়ে যেতে হয়। তার উপর অতুলনীয় পাঠ। ধন্যবাদ।
Khoob sundar. 💐👍
Asadharon presentation ❤❤❤❤❤❤❤❤
গল্পটা শেষ হওয়ার পরেও একটা ঘোরের মধ্যে আছি। অনেক ধন্যবাদ কৌশিকদাকে এরকম মনে দাগ কেটে যাওয়া একটা গল্প বেছে নেওয়ার জন্য। উপস্থাপনা নিয়ে কিছু বলার নেই, এক কথায় অসাধারণ ❤
অসাধারণ এক রচনা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই রকম গল্প উপস্থাপন করার জন্য। ❤️❤️
Aaj abr 1bar sune6i.. Pran jurano golpo.. ❤️❤️
Darun laglo❤❤❤❤❤❤❤❤
অসাধারণ গল্প, অসাধারণ পাঠ।
Kotobar je sunlam, joto bar e suni alada alada feel hoy ❤❤
কি অসাধারণ গল্প পাঠ,শুনলাম
Darun
Asadharon golp0. Path anabadya.khub bhalo lagche
Apurba.
অসাধারণ গল্প। শেষ হইয়াও হইলো না শেষ।পাগল ঠাকুরের সহজ সরল জীবনবোধ তাকে সত্যিই দার্শনিক করে তুলেছে।
অপরূপ❤❤❤❤
আপনার পাঠ শুনতে খুব ভালো লাগলো। গল্প চয়ন চমৎকার। আন্তরিক অভিনন্দন আপনাকে।
অপূর্ব সুন্দর। যেমন কাহিনী তেমন ই কথকতা। দুজনে ই একে অপরের পরিপূরক। এরকমই হয়। ভগবানকে যাহারা চিনতে পারেন তাহারা ই পূন্য।
এবং কয়েক জন মাত্র হয়। তাহারাই এই দুর্লভ সাধুসঙ্গ লাভ করেন।
দারুণ গল্প
😍😍😘😘🥰🥰💋💋💞💞❤❤💘💘💯👍
ooooo
অসাধারণ গল্প ❤
খুব সুন্দর উপস্থাপন। 🙏🙏
Otulonio Bibhutibhushan Bandopadhyay... otulonio apnar presentation 🙏😇🐈🐈🐈🐈
মনটা যে ভারী হয়ে গেল গো কথকমশাই
সাহিত্যপ্রমী না হলে এত মর্মগ্রাহী হোতো না তোমার কথকতা
সাধু!
যেমন সহজসরল ভাষা তেমনি কথন! - - এমন ধরন ের গল্প তার অসাধারণ গভীর আবেদনের জোরেই বিশ্ব-সাহিত্যর দরবারে অনায়াসে স্থান করে নেবার যোগ্য যা বি।ভূষণ বন্দ্যোপাধ্যায়এর বিরলতম এক গুণ।
Khub sundor golpo
অসম্ভব ভাল লাগল
এক কথায় অনবদ্য
বিভূতি বাবুর গল্প ,সাহিত্যে প্রকৃতির বর্ণনা আসবেই ,সেটা আধ্যাত্মিক
গল্পই হোক,প্রেমেরগল্পই হোক বা সামাজিক গল্পই হোক। গল্প গুলি অসাধারণ।পাঠের গুণে গল্পটি জীবন্ত হয়ে উঠেছে।
বড় ভালো লাগে কথক কৌশিক আপনার কথন। যেমন গল্প তেমন পাঠ। সাধু!
Apurbo golpo
কৌশিক আপনার কাছ থেকে আরো বেশি গল্প চাই। আপনার কণ্ঠস্বরে সেকালের যুবক, প্রৌঢ়, বৃদ্ধ গ্রামের ও সমাজের নানা শ্রেণির মানুষের বাচনভঙ্গি আর তাঁদের অসহায়তা, তাঁদের নম্রতা সব কিছু এমন ভাবে ফুটে ওঠে যে আমরা যেন কোথায় কোন এক সময় চলে যাই! বড্ড মায়াময়। আপনার সহশিল্পীরাও অসাধারণ। আরো বেশি গল্প চাই।
Ki asadharon, fantastic, nice , ekta golpo, just heart touching audio story, khub sundor 👍👍👍👍🙏🙏🙏🙏🙏, amar mon bhore galo
অসাধারণ সুন্দর গল্প 🙏🌹
Khub bhalo laglo golpota...
Apurbo uposthapona...
এত সুন্দর অসাধারণ গল্প আর আপনার পাঠ অপূর্ব
অপূর্ব
কথক কৌশিক অসাধারন। আনুষঙ্গিক পাঠও অতুলনীয়।
খুব সুন্দর 🌻🌻🌻
গল্প টি বেশ কিছু দিন আগে পড়েছিলাম । আজ শুনে মনটা ভালো হয়ে গেলো । রাতে আজ আবার পড়বো । আসলে বিভূতিভূষণের গল্প গুলি আমার সারা জীবনের সঙ্গী এবং সম্বল । যখনই কোনো কারণে মনে টা ভারাক্রান্ত হয় , বিষাদে পূর্ণ হয় তখনই আমার একমাত্র আশ্রয় এই গল্প গুলি । সারা জীবন বজায় থাকবে এই আশ্রয় । আপনি যদি সম্ভব হয় তবে দেবযান উপন্যাস টি শোনাবেন ।
সম্প্রতি আমার বাবা মারা গেছেন তাই এই অনুরোধ । মৃত্যুর আগে খুব অসুস্থ অবস্থা য় তিনি বারবার জিজ্ঞেস করতেন, মানুষ মারা যাওয়ার পর কোথায় যায় । আমি তাঁকে দেবযান পড়ে শোনাতাম ।
কি অসাধারণ রচনা। আপনার গল্প নির্বাচন অনবদ্য । শুনতে শুনতে মন ভারাক্রান্ত হয়ে গেল। সত্যি জাতের বিচার যে কবে যাবে? আপনার সুস্থতা কামনা করি।
Apurbo golpota
এক অসাধারণ উপহার--- আহা! বেশ মায়াময় কণ্ঠ। বিভূতিবাবুর মতো লেখক আর হবে না। এত সুন্দর গল্প--- পাগল ঠাকুরের মতো চরিত্র বর্তমানে দুর্লভ। সরলতাই সবচেয়ে সুন্দর।
Thank you...
Aha ku apurba kahini mone bhore gelo tomake dhanyavaad
খুব ভাল লাগল।যেমন গল্প চয়ন তেমন ই পঠন। উভয় ই উচ্চমানের।❤️❤️
অসাধারণ সুন্দর
অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে
খুব খুব খুব ভালো লাগল
দাদা আপানার গল্প পাঠ এত ভালো, মন মুগ্ধকর মনে হয় আপনি জন্মেছেন গল্প শোনাতে আর আমরা এসেছি শুনতে ; যেখানে যেমন ঠিক তেমনটি, আশা করবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরো গল্প আপনি পাঠ করবেন, ভালো থাকবেন... ।।
বড় সুন্দর গল্প।
ভাই, আপনার পাঠ অসাধারণ 🙏, অভিনয় গুণে সমৃদ্ধ। ভালো থাকুন❤️
Khub e sundoor lekha tar sathe path o asadharon hoyeche.
Golpo bolar technique bhison bhison attractive. Sunte sunte mone hochhilo jeno satti pagol thakur er ghore chole gechi. Apnake anek dhanyabad.
Osadharon golpo o golpopath
Apurbo poribeshona
God bless you.
Excellent !!! You are the best of the best dearest. I can see almost a most powerful and a vivid video in both of your presentations. It is even better than a move this is my third time listening. I just can’t stop listening to it. Bravo!!! I’m so proud of you 👍 ❤️ from USA
Thank you so much...
বিভূতি ভুষনের গল্প আরো চাই ধন্যবাদ
Oshdharon golpo o onobodyo kathan.
Khub valo uposthapona
অসাধারণ গল্প। অনবদ্য পরিবেশনা । শেষে চোখের জল ধরে রাখতে পারলাম না। অনেক অনেক শুভ কামনা রইল ।
একটি উচ্চ মার্গের রচনা ও অপূর্ব পাঠের অনবদ্য যুগলবন্দী। মন ভরে গেল। আপনার আগের পাঠগুলোও আমাকে মুগ্ধ করেছে। বিশেষভাবে ''হিমালয় "। বুঝতে পারি আপনিও আধ্যাত্মিক চেতনায় পুষ্ট। পরম কারুণিক ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনার কাছে আমার আবদার, সপ্তাহে একটি, নিদেনপক্ষে 15 দিনে একটি পাঠ আমাদের উপহার দিন। ভালো থাকবেন। ধন্যবাদ
Darun darun darun 👍
Anek din pore akta valo galpo sunlam monta vare gelo... Satti asadharon... Thank u so much
Aha pran juriye gelo
খুবই সুন্দর হয়েছে ❤️❤️❤️❤️
ধন্যবাদ কৌশিকদা
Apurba galpo.asadharan paath.mon bhore galo.
অসাধারন লাগছে। মনে হচ্ছে ইস যদি পাগল ঠাকুরের গানটা শুনতে পারতাম!
জীবনে যে কতই ভালো লোকের সঙ্গে দেখা হয়, তার কী খেয়াল রাখি আমরা। তাদের মধ্যেই কিছু লোক আমাদের স্মৃতিতে আলো করে থেকে যায়। বিভূতি ভূষণ আমার প্রিয় লেখক। গল্পটি আগে পড়েছিলাম। কিন্তু তোমাদের মুখে শোনার পর, যেন মনে হল আমি গ্রামে মাসীর বাড়ীতে বেড়াতে গিয়েছিলাম। গ্রাম বাংলায় এই রকম পাগল ঠাকুর আগে খুব দেখা যেত। তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। যেমন লেখকের চরিত্র ফুটিয়ে তুলেছ, সেই রকম পাগল ঠাকুর, চোখে জল চলে আসে। মাসিমার চরিত্র যিনি করেছেন, তার গলায় যেন যাদু আছে।
অসাধারন গল্প। পাঠও অতি শ্রুতি মধুর। ধন্যবাদ।
Osadharon laglo
Osadharon.Besh bhalo laglo.
সঠিক শিক্ষা দিলো এই গল্পঃ