বাঘের সাথে লড়াই করে বেঁচে ফেরার গল্প |বালি দ্বীপ | সুন্দরবন | Tiger Attack |Sundarbans| Episode 78
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- বাঘের সাথে লড়াই করে বেঁচে ফেরার গল্প |বালি দ্বীপ | সুন্দরবন | Tiger Attack |Sundarbans| Episode 78
@SUNDARBAN LIFE MY LIFE
সুন্দরবনের ভয়ংকর জীবন। সুন্দরবনের ভয়ংকর জীবনের কারণ হলো জঙ্গলের বাঘের জন্যই মৎস্যজীবীদের জীবনে। আর তা অনেক স্মৃতি যন্ত্রনা, দুঃখ ও কষ্টের। সুন্দরবনের জঙ্গলে মাছ কাংরা ধরেই জীবন জীবিকা নির্বাহের জন্যই। তার কারণ জীবিকার প্রধান নির্ভর সেই সুন্দরবন জঙ্গলেই। সমরূপভাবে এই ভিডিওতে এই কাকা তিনি সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরে বেড়াতেন। তার জীবনে মাছ কাঁকড়া ধরা এবং জঙ্গলের সমস্ত অভিজ্ঞতার বিষয়ে তুলে ধরেছেন। আর জঙ্গলে বাঘের আক্রমণের মুখে তিনি পড়েছিলেন বাঘের সাথে লড়াই করেছেন কেমন ভাবে তিনি বেঁচে ফিরেছেন এবং তার বর্তমান জীবনের অবস্থা সমস্ত বিষয়ে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ।
Sundarban danger life in Sundarban. Danger life means Sundarban people they de depend on Sundarban Jungle only. Because main income source is fishing in the Jungle river. Royal Bengal Tiger is waiting to attack and kill the man. Like this one uncle used to go for fishing in Sundarban jungle. He attacked by tiger and how he did fight with tiger and he is now alive. He is struggling in his life now. Sundarban danger live is like this. all things you will be watching in this video.thank you.
#বাঘের_সাথে_লড়াই
#জঙ্গলে_বাঘ_আক্রমণ
#tiger_attack_man
#tiger_attack
#sundarbans
#sundarban
#sundarbanlifemylife
#sundarbanadventure
#sundarbanvideo
#sundarbanvlog
#sundarbanvlogs
#sundarbanlife
#sundarbanli
আপনারা অনুগ্রহ করে এই পরিবারকে সাহায্য করুন- kindly help this family.
Name- Susahanta Mondal
Account number- 0478201700081130
Bank Name- Punjab National Bank
Branch- Basanti
IFSC Code- PUNB0047820
খুব ই বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা।
কথাগুলো শুনতে শুনতে আমার চোখে জল এসে যায়।
আমাদের পাশে কেউ নেই,-এই কথাটা এক বিস্তীর্ণ অসীম হাহাকার।
আমাদের কিছু নেই -এইকথা যে অনন্ত শূন্যতার পরিচয় দেয় সেটা ভাবতে গিয়ে বারবার শিউরে ওঠে মন।
সেই সব ঠিকাদার, ফরেস্ট স্টাফ,-যারা এদের শোষণ করে, নৌকায় কয়েকটা কাঠ তুলে চোরাচালানের মিথ্যে মামলা দায়ের করে দৈহিক মানষিক ও আর্থিক নির্যাতন করে,-তারা কি মানুষ?
সর্বোপরি সরকারের কিছু গোলমেলে জঙ্গলের আইন আজ ও কত আদিম ও নিষ্ঠুর সেটা বুঝতে পারলাম।
তবে তোমরা যারা এমন মানুষদের নিয়ে ব্লগ করো,-তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ, তোমরা এদের কিছু আর্থিক সহায়তা প্রদান করবে,-অতি আবশ্যিক।
আপনার এই রূপ হৃদয়ের জন্য ধন্যবাদ।
আর এই রকমই হচ্ছে সুন্দরবনের মধ্যে
আপনার পরামর্শ গ্রহণযোগ্য সাথে আমাদের লক্ষ্য এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো।
ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও তুলে ধরার চেষ্টা করছি
facebook.com/share/v/JkmWxUqkn35kdkzY/?mibextid=oFDknk
ধন্যবাদ আপনাকে
একদমই ঠিক ঠিক ঠিক! একটা বাংলা প্রবাদ আছে," কারো পৌষ মাস, আর কারো সর্বনাশ"--- যেনো ঐ মানুষগুলো সার্কাসের বাঘের সাথে খেলা করতে গিয়ে আহত হয়েছে! তাই সেই লোককে আমাদের কাছে হাজির করে, ইউটিউব করে নিজে টাকা কামানো!
ছ্যা ছ্যা ছ্যা! এরা মানুষ না, এদের কুমতলবে ঐসুন্দর মনের মানুষ ও পরিবারগুলো মানুষ বিশেষ করে যারা সান্ত্বনা দিতে যায়, তাদের বিশ্বাস করে না! এক এক ইউটিউবের মালিক যদি এক একটা পরিবারের পাশে দাঁড়াতে পারেন নিজের ব্লগ করার পাশাপাশি, তবেই এই এলাকায় মানুষের পাশে প্রকৃত অর্থে দাঁড়ানো বলে।
প্রসঙ্গত লিখি, নিজের কৃতিত্ব দাবি না করেই, আমি একটা পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমি তাদের কাউকে চিনি না, অথচ বিভিন্ন সরকারি/বে-সরকারী প্রতিষ্ঠান থেকে ওদের সাহায্যের জন্য মাটিতে নেমেছি। আমার বয়স ৬৯ বছর মাত্র!
সুন্দর বনে রুটি রুজির জন্য যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ তবুও যেতে হয়। সে সব সাহসী মানুষ দীর্ঘজীবী হোক।
ইহাই হোক তারা যেন দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আপনাকে।
@@SUNDARBANLIFEMYLIFE❤.. Ji by vi
আছি আপনার ভিডিও সাথে সাথে। চালিয়ে যান।
ল
Onek koster
Koster jiboner songram
Complete package deoa uchit govt.....apnara govt treatment er arrange kore din
অতি অবশ্যই এই সমস্ত পরিবারের জন্য সমস্ত সুবিধা ব্যবস্থা করা প্রয়োজন।ধন্যবাদ আপনাকে।
সরকারের পক্ষ থেকে এদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এবং ওনাদের রূটিরুজীর ব্যবস্থা যাতে হয় তার জন্য আন্তরিক এবং জোরালোতম ব্যবস্থা করা মানুষের কাজ মতো কাজ হবে।
এমত অবস্থায় বর্তমানে সরকারের প্রয়োজন এই সমস্ত পরিবারের পাশে থাকা। তথাপি আমরা অনুভূতি করেছি সরকার কিছু করলেও সম্পূর্ণ নয়। কমতি আছে এবং আরো অনেক কিছু করা প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাকে।
এমত অবস্থায় বর্তমানে সরকারের প্রয়োজন এই সমস্ত পরিবারের পাশে থাকা। তথাপি আমরা অনুভূতি করেছি সরকার কিছু করলেও সম্পূর্ণ নয়। কমতি আছে এবং আরো অনেক কিছু করা প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাকে।
Bhaloi to enkam hochhe
দেখুন এই সমস্ত পরিবারগুলোকে তুলে ধরাই একমাত্র লক্ষ্য আমার।
তবে কোন মিথ্যা বা কোন বিজনেস আমরা করছি এমন বিষয় নয়।
youtube চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যক্তিগত রূপে ও অনেক স্ট্রাগেল করছি আমরা।
এবং এই সমস্ত পরিবারের পাশে দাঁড়াবার জন্য ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি।
অনেকেই এগিয়ে আসছেন সত্যতা যাচাই করে।
সমস্ত ভিডিও ডেসক্রিপশনে আপনি পড়ুন এবং তাদের ব্যক্তিগত ডিটেলস দেওয়া আছে সমস্ত বিষয়গুলোকে জানুন এবং আমরাও চাই সুন্দরবনকে তুলে ধরার জন্য।।
ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শের জন্য।
আমার ব্যক্তিগত প্রোফাইল
facebook.com/profile.php?id=100055192606542&mibextid=ZbWKwL
সরকারি ভাবে বন দপ্তর থেকে এদের পারমিশন দেওয়া হয় তখন তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে অতি অবশ্যই বনদপ্তর থেকে এবং ব্যক্তিগত যারা বিএলসি পায় মাছ ধরার জন্য তাদেরকেও সচেতন এবং পদক্ষেপ নেওয়া প্রয়োজন যা প্রয়োজনীয়তা আছে।
ধন্যবাদ আপনাকে
Sarkarer abohelay DurbIsaha jiban hoyeche sundarbaner manusher
হ্যাঁ ঠিকই বলেছেন এটাও একটা বিষয় আছে। ধন্যবাদ আপনাকে।
সুন্দর বনে মাছ বা কাঁকড়া ধরতে অথবা মধু ভাঙতে গেলে মাথায় হেলমেট এবং বুকে ও পিঠে হালকা মোটা টিনের গার্ডের প্রয়োজন তাতে
করে অনেকটা বিপদ মুক্ত হওয়া সম্ভব।
স সম্ভবযাযসম্ভব
এ বিষয়ে আপনার যে মতামত সেটা সরকারিভাবে এবং মৎস্যজীবীদের মধ্যে বোঝাবরতার মাধ্যমে অনেক কিছু এগিয়ে এসেছে যা বর্মা হিসেবে প্রয়োজন সুন্দরবনের মৎস্যজীবীদের।
বর্মা হল এমন এক জিনিস যা যুদ্ধ করার জন্য বাঘকে বা সুন্দরবনের জীবজন্তুকে মারার জন্য নয়।
তাদের থেকে নিজেকে রক্ষা পাওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে।
Dada ami behala Theka dekchi Apnar ei video ta ❤
স্বাগতম আপনাকে, ধন্যবাদ।
Rajjopaler kache abedon korun
A.osoho.manus.gulu.ke.jodhi..sorkar..ruji..rojgar..kono.mote.khe.beche.thakar.ektu.bebosta.kore.dito.ta.hole.bhoyongkor.jongole.oder.ke.jete.hoto.na.shune.khubi.kosto.lage.orato.manus
সুন্দরবনের মানুষের জীবন যুদ্ধের কাহিনী আমি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক জেনেছি। এনাদের এই লড়াইয়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলেনা। এনাদের মতন লড়াকু মানুষ এক একজন সৈনিক বলা চলে।
স্বাগতম আপনাকে।
অনেক বিষয়ে জানার ক্ষেত্রে আপনি যে বিষয়ে শেয়ার করেছেন সেটা অতি অবশ্যই সুন্দরবনের বিষয়ে বোঝা যায় যে এরাই হলো এক একজন সৈনিক। ধন্যবাদ আপনাকে।
ঠাকুর বাচায নি
স্বাগতম আপনাকে।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
Onar sathe kivabe jogajog krbo?? Ami alpo kichu sahajjo korte partam...
Apni jini TH-cam channel kore Paisa pelen,apnera aktu oner pase thakun,amra to onek dure.
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য, আর আমরা এই সমস্ত পরিবারের পাশে আছি। এবং ধীরে ধীরে সমস্ত কিছু এগিয়ে যাচ্ছি আপনাদেরও পাশে থাকার অনুরোধ রইলো। ধন্যবাদ।
@@SUNDARBANLIFEMYLIFE55555
ওনাকে সবাই টাকা পয়সা দেওয়ার দরকার
অনেকেই সরাসরি সাহায্য করছেন।
ভিডিও ডএস্ক্রএপসন সমস্ত দেওয়া আছে।
Jekhane bagh achhe sekhane gele hatiyar niye jete hoye.
দাদার ব্যঙক নং দিন
ধন্যবাদ আপনাকে, আপনার হৃদয় যে সমস্ত পরিবারের পাশে দাঁড়াবার জন্য। ভিডিও ডেসক্রিপশনে সরাসরি সাহায্য করার জন্য সমস্ত ডিটেইলস দেওয়া আছে।
এবং 7029485526 এই নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ আপনাকে।
যোগাযোগ রাখতে চাই
যোগাযোগ
7029485526
Helmet bullet proof jacket ar chocolate bom niye jaoa uchit
ধন্যবাদ
Dada apni vlo bolte parchen na.
Phone number din onar
দুঃখিত অনেক দেরি হয়ে গেল তার কারণ আগের যে নাম্বার ছিল সেই নাম্বারে যোগাযোগ করতে পারছিলাম না।
কাকুর ছেলের নাম্বারে যোগাযোগ করতে পারেন
8145160365
ধন্যবাদ।
এই লোকের ভিডিও ভুমি পুএ চ্যানেলে দেখেছি।
কথার মাঝে বড্ড বেশি বকে। #পাগলচদা