আমি এর বিপরীত হয়ে গেলাম। দিন যায় ঝড়ের গতিতে। ফেসবুক দেখা ত দূরের কথা। ইনস্টলেশন করাই নেই। ইউটিউব এ সময় কাটানোর সময় নেই। কাজের ভিডিও দেখি তাও ফ্রী টাইমে। সময়কে বাজে ভাবে নষ্ট করা আমার কাছে অপরাধ বোধ লাগে
আপু আমরা সাধারণত ফেসবুক এ কনটেন্ট তৈরি করি কিন্তু আমাদের পড়ালেখার ওপর যে পরিমাণ আগে চাহিদা ছিল বর্তমানে তা এক ভাগও নেই, সব মিলিয়ে দেখলাম আমরা ডোপামিনে আসক্ত হয়ে গিয়েছি । ভিডিওটা যতই মোটিভেশন হোক এখানে নিঃস্বার্থভাবে আরেকজনকে সহযোগিতা এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে তুলে ধরা হয়েছে❤❤ গুড জব ক্যারি অন
আপু, আপনি ভিডিও এর প্রথমে ঠিক যেমন টা বলেছেন, আজকে ২ বছর ধরে প্রতি বছরের শুরুতে ডায়রী তে লিখে রাখি যে আমি এই বছর ডিপার্টমেন্ট এ ফার্স্ট হবো, স্কিল ডেভেলপমেন্ট করবো। কিন্তু ডিস্ট্রেকশন এর কারণে আর হয়ে উঠে না। দিন শেষে চরম হতাশায় দিন কাটে। আমি আজকে প্রতিজ্ঞা করলাম আর মোবাইল ফোন ই ধরবো না। আপনার দেওয়া আইডিয়া অনুযায়ী ডিস্ট্রাকশন গুলি ধরে ধরে লিখে রাখবো। এবং সেগুলি নিরাময় করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিও বানানোর জন্য। চ্যানেল টা তে সাবস্ক্রাইব করে রাখলাম। একদিন ডিসট্রেকশন ফ্রী হয়ে আবার এসে আপনাকে ধন্যবাদ দিবো।
"আমরা জীবনে একেকটা পর্যায় পার করে আসি ... একটা সময় ছিল, জীবনের এত প্যাঁচ বুঝতাম না ... সহজ সরল একটা মন নিয়ে চলতাম ... চোখ বুজে সবাইকে বিশ্বাস করতাম ... মনেপ্রাণে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না !! জীবনে দুই-একবার ঠকে যাওয়ার পরেই ঐ পর্যায়টা শেষ হয় ... আমি ভাবতে শুরু করি, মানুষের মাঝে ভালোমন্দ আছে ... সবাই ভালো না ... পৃথিবীটাও অত সহজ না !! একটা পর্যায়ে আবেগ অনেক বেশি ছিল ... একদম উজাড় করে ভালোবাসা যাকে বলে, অমন করে ভালোবাসতাম মানুষকে ... লোকে বলতো, ওটা বয়সের দোষ ... ভাবতাম, ভালোবাসায় আবার দোষ কি? ভুল কি? ভুল মানুষকে ভালোবেসে টের পেলাম ভুলটা কোথায় ... কখনো মানুষটা ভুল, কখনো সময়টা ভুল ... ঐ পর্যায়টাও কেটে গেলো ... তীব্র কষ্ট পেয়ে পেয়ে আবেগ কমতে থাকলো ... মনটা শক্ত হওয়া শুরু হলো ... নিজেকে বুঝালাম, পৃথিবীটা আসলেও নরম মানুষের জন্য না !! ঠকে গিয়ে, ধাক্কা খেয়ে, ব্যর্থ হয়ে, ভুল মানুষকে চিনে কিংবা জীবনের অন্ধকার অংশটাতে নিজেকে খুব একা আবিষ্কার করে আস্তে আস্তে কেমন যেন পাথর হয়ে গেলাম !! এখন আর উজাড় করে ভালোবাসতে পারি না ... প্রাণখোলা সেই হাসিটা আর আসে না ... পৃথিবীটাকে পৃথিবীই ভাবতাম ... যেদিন থেকে টের পেলাম, পৃথিবীটা একটা মঞ্চ ... সেদিন থেকে অভিনয় করা শিখে গেছি ... সেই অভিনয় চলছে ... কখনো হাসছি, কখনো কাঁদছি !! জীবনের একেকটা পর্যায়ে নিজের একেকটা অংশকে ফেলে রেখে আসার নামই বোধহয় বদলে যাওয়া ... যে মানুষটা যত বেশি মানুষের আসল রূপ চিনেছে, যত বেশি ভুল করেছে আর ধাক্কা খেয়েছে - সে মানুষটা তত বেশি বদলে গিয়েছে ... নিজের অজান্তেই বদলে গিয়েছে !!" 
@@nabila_kk আসসালামু আলাইকুম আপু আমি এইচ এস সি ২ nd ইয়ারে পড়ি আমার পারিবারিক অবস্থা খারাপ হওয়ার কারনে অনলাইনে পড়ি ৩ ঘন্টার ক্লাস করি পুরো দিনে কিন্তু মোবাইল স্ক্রিন টাইম দেখি ১০ ঘন্টা এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি আমার তো ক্লাস করার জন্য ফোনে ঢুকতেই হবে ক্লাস না লাগলে আমার পোন দরকার নাই
আপনার গবেষণা আমার কাছে সঠিক মনে হচ্ছে। ইন্টারনেট আসক্তি আমার সৃজনশীলতা কেড়ে নিয়েছে। আমি একজন লেখক। এখন লেখালেখি করতে কষ্ট হয়। মনোযোগ দিতে পারি না। প্লট খুঁজে পাই না। লেখার শৈলী ঠিক থাকে না।
হ্যা আপনি একদম ঠিক বলেছেন আমি কোন একটা কাজে এক নাগাড়ে মনোযোগ দিতে পারিনা। তাই কোন একটা কাজ সফল ভাবে সম্পন্ন করতে পারিনা তাই দিনশেষে আমি ব্যার্থ হয়ে যাই। আপনার ভিডিও দেখতেছি আবার কমেন্ট চেক করতেছি এগুলাই করা হচ্ছে।
আমার জীবনের ঘটে যাওয়া ঘটনার সঠিক সময়ে সঠিক ভিডিও দেন। বা আমার জন্য এগুলো খুব উপকারী হয়। আজ 31 ডিসেম্বর অলরেডি 13-14 টা ভিডিও মাল্টিটাস্ক করার পরই আপনার ভিডিও চোখে পড়লো। আসলে কিভাবে যে ধন্যবাদ জানাবো ভাষা নেই
আপু আপনি অসম্ভব ভালো ভিডিও বানান এবং প্রচুর তথ্য।আপনার কাছে অনুরোধ একটা বই লিখেন।আজকের ভিডিওর শিক্ষা হলো ডিস্ট্রাকশন।so অনেকেই আমরা ভিডিও দেখতে বোরিং লাগে কিন্তু গোছানো বই পড়তে ভালো লাগে।আপনি একটা বই লিখুন আপু।
আপু আপনার ভিডিও গুলা আমার এত এত ভালো লাগে, আমি মনে হয় বলে বুঝাতে পারব না, এত ভালো লাগে, আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি আমি। দয়া করে আরো তারাতাড়ি ভিডিও দিবেন। ❤🎉 Love You Apu🎉❤
স্মার্টফোন এডিকশানের কারণে এখন এমনকি একটানা ২০ মিনিটও কোন কাজে মনোযোগ দেওয়া আমার জন্য দুরূহ হয়ে গেছে অনেক চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই পেরে উঠতে পারছিনা হে আল্লাহ আমাকে সাহায্য করুন
এইচ এস সি ২৬ ব্যাচ প্রতিদিনের মতো আজকেও হতাশা গ্রস্থ হয়ে ঘুমাতে যাওয়ার আগে ভিডিওটা দেখলাম। থ্যাংকস। বাট আপু মাঝে মাঝে মনে হয় এই ভিডিও দেখাও বেশি হয় , দিন শেষে জানি আমার মেইন কাজ পড়া গোল সেট করে । পড়ে দেখি প্রডাক্টিভিটির ভিডিও প্রডাক্টিভিটি নষ্ট করে । পরে গোল পুরন আর হয়না ।
@@ISMAILHossen-lw9xs ইট দিয়ে বাড়ি বানানোর সময় হাজারও ইটের মধ্যে যদি আপনি একটি সোনার ইট পেয়ে যান, আর সেই সোনার ইট দিয়ে যদি আপনি দেয়াল দেওয়ার কাজে ব্যবহার করেন তাহলে সেটা আপনার একটা ইটের চাহিদা মেটাবে, আর আপনি যদি সেই সোনার ইটটা বিক্রি করেন তাহলে সেটা আপনার জীবন বদলে দিবে। তাই সব কিছু নির্ভর করে সঠিক ব্যবহার এর পাওয়াটার উপর না।ধন্যবাদ
আসসালামু আলাইকুম আপু। ভিডিওটা অনেকক্ষণ যাবত চোখের সামনে ঘুরছিল অবশেষে দেখে ফেললাম । প্রথমে ঠিক করে নিয়েছিলাম প্রতিবার যেমন ভিডিও দেখার সময় এদিক-ওদিক ঘোরাঘুরি করি, কমেন্ট পড়ি এবার তা করবো না। জানিনা কত মাস পর এরকম একটা ভিডিও ফুল ফোকাসের সাথে দেখলাম। সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল একটু দেখি কমেন্ট অনেক কষ্ট করে কন্ট্রোল করলাম। তাকিয়ে থাকতে থাকতে চোখ একদম ঝাপসা আসছিল। কিন্তু সে যাই হোক এই মুহূর্ত থেকে আমি আমার লক্ষ্যের প্রতি ফুল ফোকাস্ট। আর আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য।
আসসালামু আলাইকুম ☺️ আমার মনে হচ্ছে আপনি সবার জন্য ভালো কিছু ভাবছেন।❤️ আপনার ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগে এবং আপনার কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি,করি,করবো ইনশাআল্লাহ ❤️☺️অনেক অনেক দোআ চাই🤲
For consultation with Nabila K, Join our waiting list 2025: forms.gle/YR5fvBw126EnVJkS9
❤yes you r right
I can say, your this video is far better than 1000 motivational videos.
Apu mukh dhekhe kotha bolen please 🥺
আপুনি মুছলমান নে?
@@nabila_kk Apni ki single acen?
আমি এর বিপরীত হয়ে গেলাম। দিন যায় ঝড়ের গতিতে। ফেসবুক দেখা ত দূরের কথা। ইনস্টলেশন করাই নেই। ইউটিউব এ সময় কাটানোর সময় নেই। কাজের ভিডিও দেখি তাও ফ্রী টাইমে। সময়কে বাজে ভাবে নষ্ট করা আমার কাছে অপরাধ বোধ লাগে
Apni ki job koran?____
@jibonmahamud6228 না করিনা
খুব সুন্দর যুক্তি, এমন করে আমিও ভেবেছি, আমরা নিজেদের যদি নিজেরা কন্ট্রোল করি তবে আমাদের লক্ষ্যে আমরা পৌছাতে সক্ষম ইনশাল্লাহ।
শুকরিয়া আপু,
جزاك الله خيرا
দারুণ এবং ইফেক্টিভ গাইডলাইন মা শা আল্লাহ। এরকম উম্মাহর তরুণদের জীবন বদলানোর জন্য আরো অনেক ভিডিও চাই।
আপু আমরা সাধারণত ফেসবুক এ কনটেন্ট তৈরি করি কিন্তু আমাদের পড়ালেখার ওপর যে পরিমাণ আগে চাহিদা ছিল বর্তমানে তা এক ভাগও নেই, সব মিলিয়ে দেখলাম আমরা ডোপামিনে আসক্ত হয়ে গিয়েছি । ভিডিওটা যতই মোটিভেশন হোক এখানে নিঃস্বার্থভাবে আরেকজনকে সহযোগিতা এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে তুলে ধরা হয়েছে❤❤ গুড জব ক্যারি অন
মাশাল্লাহ
এত সুন্দর করে বোঝনো সত্যিই অসম্ভবনীয় সুন্দর উপস্থাপনা।
ভালোবাসা জানবেন।আপি🌸
Very very very important video for life changing ❤
অনেকদিন পর একটা সুন্দর exceptional ভিডিও দেখলাম। যেখানে নিখুঁতভাবে সকল বিষয় তুলে ধরা হয়েছে যা খুবই ইফেক্টিভ।
আপু, আপনি ভিডিও এর প্রথমে ঠিক যেমন টা বলেছেন, আজকে ২ বছর ধরে প্রতি বছরের শুরুতে ডায়রী তে লিখে রাখি যে আমি এই বছর ডিপার্টমেন্ট এ ফার্স্ট হবো, স্কিল ডেভেলপমেন্ট করবো। কিন্তু ডিস্ট্রেকশন এর কারণে আর হয়ে উঠে না। দিন শেষে চরম হতাশায় দিন কাটে। আমি আজকে প্রতিজ্ঞা করলাম আর মোবাইল ফোন ই ধরবো না। আপনার দেওয়া আইডিয়া অনুযায়ী ডিস্ট্রাকশন গুলি ধরে ধরে লিখে রাখবো। এবং সেগুলি নিরাময় করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিও বানানোর জন্য। চ্যানেল টা তে সাবস্ক্রাইব করে রাখলাম। একদিন ডিসট্রেকশন ফ্রী হয়ে আবার এসে আপনাকে ধন্যবাদ দিবো।
"আমরা জীবনে একেকটা পর্যায় পার করে আসি ... একটা সময় ছিল, জীবনের এত প্যাঁচ বুঝতাম না ... সহজ সরল একটা মন নিয়ে চলতাম ... চোখ বুজে সবাইকে বিশ্বাস করতাম ... মনেপ্রাণে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না !!
জীবনে দুই-একবার ঠকে যাওয়ার পরেই ঐ পর্যায়টা শেষ হয় ... আমি ভাবতে শুরু করি, মানুষের মাঝে ভালোমন্দ আছে ... সবাই ভালো না ... পৃথিবীটাও অত সহজ না !!
একটা পর্যায়ে আবেগ অনেক বেশি ছিল ... একদম উজাড় করে ভালোবাসা যাকে বলে, অমন করে ভালোবাসতাম মানুষকে ... লোকে বলতো, ওটা বয়সের দোষ ... ভাবতাম, ভালোবাসায় আবার দোষ কি? ভুল কি?
ভুল মানুষকে ভালোবেসে টের পেলাম ভুলটা কোথায় ... কখনো মানুষটা ভুল, কখনো সময়টা ভুল ... ঐ পর্যায়টাও কেটে গেলো ... তীব্র কষ্ট পেয়ে পেয়ে আবেগ কমতে থাকলো ... মনটা শক্ত হওয়া শুরু হলো ... নিজেকে বুঝালাম, পৃথিবীটা আসলেও নরম মানুষের জন্য না !!
ঠকে গিয়ে, ধাক্কা খেয়ে, ব্যর্থ হয়ে, ভুল মানুষকে চিনে কিংবা জীবনের অন্ধকার অংশটাতে নিজেকে খুব একা আবিষ্কার করে আস্তে আস্তে কেমন যেন পাথর হয়ে গেলাম !!
এখন আর উজাড় করে ভালোবাসতে পারি না ... প্রাণখোলা সেই হাসিটা আর আসে না ... পৃথিবীটাকে পৃথিবীই ভাবতাম ... যেদিন থেকে টের পেলাম, পৃথিবীটা একটা মঞ্চ ... সেদিন থেকে অভিনয় করা শিখে গেছি ... সেই অভিনয় চলছে ... কখনো হাসছি, কখনো কাঁদছি !!
জীবনের একেকটা পর্যায়ে নিজের একেকটা অংশকে ফেলে রেখে আসার নামই বোধহয় বদলে যাওয়া ... যে মানুষটা যত বেশি মানুষের আসল রূপ চিনেছে, যত বেশি ভুল করেছে আর ধাক্কা খেয়েছে - সে মানুষটা তত বেশি বদলে গিয়েছে ... নিজের অজান্তেই বদলে গিয়েছে !!" 
@@freefiregamermrepelsuthar5132 You are Right.
ধন্যবাদ দিলেও অনেক কম হয়ে যায় আপু।
সত্যি অসাধারণ, আপনার এই একটি ভিডিও বদলে দিতে পারে অনেকের জীবন।
Really appreciate your feedback!
@nabila Apu apnr video gula kon software diye editing koren?
@@nabila_kk আসসালামু আলাইকুম আপু আমি এইচ এস সি ২ nd ইয়ারে পড়ি আমার পারিবারিক অবস্থা খারাপ হওয়ার কারনে অনলাইনে পড়ি ৩ ঘন্টার ক্লাস করি পুরো দিনে কিন্তু মোবাইল স্ক্রিন টাইম দেখি ১০ ঘন্টা এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি আমার তো ক্লাস করার জন্য ফোনে ঢুকতেই হবে ক্লাস না লাগলে আমার পোন দরকার নাই
১০০০% আপনি ঠিক বলেছেন যেমন আমি আগে ৪\৫ ঘনটা পড়তে পারতাম এখোন ১ ঘন্টা ও পাড়ি না🙂
Change your routine, to change your current situation!
@nabila_kk আপু আমি আপনাকে সাবসকাইব করলাম আর কিকরা উচিত এখোন আমার প্লিজ বলেন🥹
@@fihagaming1755 কি আর বলব আমি আগে সারাদিন এ ২ ঘন্টা ঘুমিয়ে পড়তাম এখন ১ ঘন্টা পড়ি না
@@fihagaming1755 ff khelo tumi, req dao
2186442417
ভীষণ উপকারী একটা ভিডিও দিয়েছেন।
অনেক ধন্যবাদ❤
হ্যাঁ আপনি একদম ঠিক বলছেন, আমি আপনার ভিডিও দেখছি, ড্রেসক্রিপশন চেক করতেছি, কমেন্ট করতেছি ইত্যাদি আরো অনেক কিছু করতেছি!
আপনার গবেষণা আমার কাছে সঠিক মনে হচ্ছে। ইন্টারনেট আসক্তি আমার সৃজনশীলতা কেড়ে নিয়েছে। আমি একজন লেখক। এখন লেখালেখি করতে কষ্ট হয়। মনোযোগ দিতে পারি না। প্লট খুঁজে পাই না। লেখার শৈলী ঠিক থাকে না।
এটি একটি শিক্ষনীয় ভিডিও। পুরো ভিডিওটি সবার দেখা উচিৎ।
আপনি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন
আপনার প্রতিটি কথা মনে হয় ! আমার জন্য ❤❤❤
প্রিয় আপা।।আপনার কথাগুলো শুনে অনেক ভালো একটা মোটিভেশন পেলাম।
এ ভাবে তার আগে কেও বুজায় নি
খুব গুরুত্বপূর্ণ কথা গুলো
আমি একজন স্টুডেন্ট,,, এসএসসি পরিক্ষার্থী ২০২৫ ব্যাচ।অনেক উপকৃত হলাম আপনার বিডিওটা দেখে,,,অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যাম 5:36 ❤❤❤
হ্যা আপনি একদম ঠিক বলেছেন আমি কোন একটা কাজে এক নাগাড়ে মনোযোগ দিতে পারিনা। তাই কোন একটা কাজ সফল ভাবে সম্পন্ন করতে পারিনা তাই দিনশেষে আমি ব্যার্থ হয়ে যাই। আপনার ভিডিও দেখতেছি আবার কমেন্ট চেক করতেছি এগুলাই করা হচ্ছে।
100% Right Bolecen
চমৎকার একটা ভিডিও। ভালো লাগলো। ধন্যবাদ।
❤❤😂🎉😢 চমৎকার একটি ভিডিও ধন্যবাদ আপনাকেও ❤ আল্লাহ তায়ালা তোমাকে ভীষণ ভালোবাসেন আমীন আলহামদুলিল্লাহ ❤
এই ভিডিও টা দেখে আমার জিবন টা পরিবর্তন করব ইনশাআল্লাহ
ধন্যবাদ দিলেও অনেক কম হয়ে যায় আপু।
সত্যি অসাধারণ, আপনার এই একটি ভিডিও বদলে দিতে পারে অনেকের জীবন।
The editing is insane.. Respect
মাশা আল্লাহ 🥰❤ অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ 🎉
ভালো ছিল।আপনার কথা বলা আর বুঝানোর ধরন ভালো।❤
খুব সুন্দর লাগলো ভিডিও টা
Knowledgeable Video!
আপনার ভিডিওর কথা গুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে♥️ইনশাআল্লাহ
জীবনের যেকোনো লক্ষ্য অর্জনে অনেক সহায়ক হবে ♥️
Right Right and Right. Thanks a lot, my dear Sister.
মাশা-আল্লাহ্! এক কথায় অসাধারণ, আপু আপনি অনেক সুন্দরভাবেই বিষয়গুলো ব্যাখ্যা সহকারে তুলে ধরে চমৎকার দিকনির্দেশনা দিয়েছেন।
জাযাকাল্লাহ্!
Salute sister, life changing motivational speech
আপনার কথাগুলো গুরুত্বপূর্ণ,সফল হতে গেলে সিরিয়াস নিতে হবে ❤সিলেট শ্রীমঙ্গল 😊
আমার জীবনের ঘটে যাওয়া ঘটনার সঠিক সময়ে সঠিক ভিডিও দেন। বা আমার জন্য এগুলো খুব উপকারী হয়। আজ 31 ডিসেম্বর অলরেডি 13-14 টা ভিডিও মাল্টিটাস্ক করার পরই আপনার ভিডিও চোখে পড়লো। আসলে কিভাবে যে ধন্যবাদ জানাবো ভাষা নেই
ধন্যবাদ আপনাকে ❤
আলহামদুলিল্লাহ এই ভিডিওটার অপেক্ষাই ছিলাম
ghumanor age akta valo video pelam nice apu
সত্যি অসাধারণ, আপনার এই একটি ভিডিও বদলে দিতে পারে অনেকের জীবন।
আপু আপনি অসম্ভব ভালো ভিডিও বানান এবং প্রচুর তথ্য।আপনার কাছে অনুরোধ একটা বই লিখেন।আজকের ভিডিওর শিক্ষা হলো ডিস্ট্রাকশন।so অনেকেই আমরা ভিডিও দেখতে বোরিং লাগে কিন্তু গোছানো বই পড়তে ভালো লাগে।আপনি একটা বই লিখুন আপু।
ঠিক
Apu thank you
for yours valuable advice
সত্যি খুব দারুণ ❤
এত সুন্দর করে বোঝনো সত্যিই অসম্ভবনীয় সুন্দর উপস্থাপনা, Ma sha Allah
জাযাকাল্লাহ খাইরান 😊
খুবই চমৎকার বলেছেন!
খুবই চমৎকার!
খুব দারুণ বলেছেন আপু।
কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং জীবন বদলে দিতে পারে❤️🩹
আপনার এই ভিডিও টা জাস্ট অসাধারণ। আপনার কথাগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি আছে। সত্যি এই ভিডিও টা তে একটু মোটিভেশন পেলাম।
আপু আপনার ভিডিও গুলা আমার এত এত ভালো লাগে, আমি মনে হয় বলে বুঝাতে পারব না, এত ভালো লাগে, আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি আমি।
দয়া করে আরো তারাতাড়ি ভিডিও দিবেন। ❤🎉 Love You Apu🎉❤
Thank you for your support!
@@nabila_kk Thank You apu,, তবে আরো তাড়াতাড়ি ভিডিও দিয়েন।
Just mone laglo kotha gula,I'm Starting...
Nice Look apu
Same problem amar_
Thanx ei vdo__
বাহ আপু বাহ, চমৎকার 😊। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। মন থেকে আপনার জন্য দোয়া রইল 😊😊😊
সত্যি উনার উপস্থাপনা চমকপ্রদ
ধন্যবাদ আপু। আপনার ভিডিও টি আমার জীবন পরিবর্তনে ভূমিকা রাখবে আশা করি। আমার সমস্যা গুলোই যেন বলছেন মনে হচ্ছিল।🤍
InshaAllah!
ধন্যবাদ ❤
কথাগুলো অনন্য,,,,,,, জাযাকাল্লাহু খাইর,,,,
মাশাআল্লাহ। কথাগুলো শতভাগ উপকারী।
অসাধারণ ভিডিও ❤
MaShaAllaah.....❤
Onek kichuu janlam and bujhlam,
Nijher shatee onek kichuu mil peyechi.
Apnar video'ta onek beshi helpful,
ThankYou❤
অনেক সুন্দর কিছু কথা , আমরা ফোকাস হারিয়ে ফেলি, যা আমাদের লক্ষকে পিছিয়ে ফেলে দেয়।
সব ই ঠিক বলেছেন কিন্তু আসলেই ফোকাস রাখা কঠিন। বিশেষ করে ফ্যামিলি এর মধ্যে থাকলে চাইলেও আপনি distracttion ছাড়া থাকতে পারবেন না।
ভুল বলছেন ... তখন আমি আপনার কথা শুনছিলাম আর আপনাকে দেখছিলাম.. আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন এবং সুন্দর ভাবে।... ধন্যবাদ।
স্মার্টফোন এডিকশানের কারণে এখন এমনকি একটানা ২০ মিনিটও কোন কাজে মনোযোগ দেওয়া আমার জন্য দুরূহ হয়ে গেছে অনেক চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই পেরে উঠতে পারছিনা হে আল্লাহ আমাকে সাহায্য করুন
জীবনের প্রথম একটা মনের মত ভিডিও পেলাম
Heavenly info. (স্বর্গের আভাস পাই তোমার কথাতে) 💟
আমার জীবনে দেখা সবচেয়ে সেরা ভিডিও
Apu,,Thanks a lot for sharing this kind of Information.
আপনি খুব সুন্দর করে বলেছেন। আপনার ভিডিও দেখে আমি ৯০ দিনের প্ল্যান করে এগুচ্ছি। আমি একটা বিষয়ে ফোকাস করে এগুচ্ছি।
All the best to you!
Apu
Excellent representation
Balo laglo😊
আপনার ভিডিও গুলো দেখে আমার সাথে পুরোপুরি মিলে গেল। আপনার ভিডিও গুলো অনেক উপকারী আপু। ধন্যবাদ আপু এই রকম ভিডিও দেওয়ার জন্য।
সব মিলিয়ে কোয়ালিটি ভালো ছিলো, শুভ কামনা রইল আপু ❤
এইচ এস সি ২৬ ব্যাচ
প্রতিদিনের মতো আজকেও হতাশা গ্রস্থ হয়ে ঘুমাতে যাওয়ার আগে ভিডিওটা দেখলাম।
থ্যাংকস।
বাট আপু মাঝে মাঝে মনে হয় এই ভিডিও দেখাও বেশি হয় , দিন শেষে জানি আমার মেইন কাজ পড়া গোল সেট করে । পড়ে দেখি প্রডাক্টিভিটির ভিডিও প্রডাক্টিভিটি নষ্ট করে । পরে গোল পুরন আর হয়না ।
Osadharon video
ভিডিও টা অনেক সুন্দর হয়েছে ❤❤❤❤
অসম্ভব সুন্দর একটা ভিডিও...... ধন্যবাদ আপু
লাস্ট কথা গুলো অনেক গুরুত্বপূর্ণ.... ধন্যবাদ আপু❤
This video is really useful for me.Thanks a million apu❤❤❤
অসাধারণ একটা ভিডিও ❤
অসাধারণ লাগল আপু
অসাধারন ভাবে বুঝিয়েছেন আপু❤
সত্যি বলতে পুরোটা মনোযোগ দিয়েছি কারন এই বিষয়টা আমার সাথে হচ্ছে
খুবই ভালো একটা ভিডিও।
আমরা এগুলো বারবার করি।
apni ekdom thik kotha bolchen
Very Informative video❤
Alhamdullah JajajakaAllah for nice Presentation JajajakaAllah ❤❤❤ amme
ভিডিও দেখতে দেখতেই তো আপনার ভিডিও টা দেখলাম।কিন্তু ভিডিও না দেখতে থাকলে আপনার ভিডিও টাও দেখতে পেতাম না।তবে ভিডিও টা খুব সুন্দর হয়েছে।
@@ISMAILHossen-lw9xs ইট দিয়ে বাড়ি বানানোর সময় হাজারও ইটের মধ্যে যদি আপনি একটি সোনার ইট পেয়ে যান, আর সেই সোনার ইট দিয়ে যদি আপনি দেয়াল দেওয়ার কাজে ব্যবহার করেন তাহলে সেটা আপনার একটা ইটের চাহিদা মেটাবে, আর আপনি যদি সেই সোনার ইটটা বিক্রি করেন তাহলে সেটা আপনার জীবন বদলে দিবে। তাই সব কিছু নির্ভর করে সঠিক ব্যবহার এর পাওয়াটার উপর না।ধন্যবাদ
@@ISMAILHossen-lw9xs আমি সেম
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কথাগুলো বলার জন্য। এবং সুন্দর দিকনির্দেশনা দেওয়ার জন্য ❤❤❤❤❤
খুব সুন্দর মোটিভিশন ভিডিও আপু❤️
কথাগুলো এত ভাল লাগল যে, কি বলে ধন্যবাদ জানাবো ভাষা হারিয়ে ফেলেছি
Sapot piz ami kore gelam apnioo koiren piz
অসাধারণ ভিডিও 🤷♂️
অসাধারণ উক্তি
ইনশাআল্লাহ চেষ্টা করব ❤❤
Outstanding information
Thank you!
আসসালামু আলাইকুম আপু। ভিডিওটা অনেকক্ষণ যাবত চোখের সামনে ঘুরছিল অবশেষে দেখে ফেললাম । প্রথমে ঠিক করে নিয়েছিলাম প্রতিবার যেমন ভিডিও দেখার সময় এদিক-ওদিক ঘোরাঘুরি করি, কমেন্ট পড়ি এবার তা করবো না। জানিনা কত মাস পর
এরকম একটা ভিডিও ফুল ফোকাসের সাথে দেখলাম। সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল একটু দেখি কমেন্ট অনেক কষ্ট করে কন্ট্রোল করলাম। তাকিয়ে থাকতে থাকতে চোখ একদম ঝাপসা আসছিল। কিন্তু সে যাই হোক এই মুহূর্ত থেকে আমি আমার লক্ষ্যের প্রতি ফুল ফোকাস্ট। আর আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য।
@@ShuchanaIslam-np6ui amio same🥵🥵🥵 onekbar Amar feed a ase
Apnar video gola vlo topic niye
আসসালামু আলাইকুম ☺️
আমার মনে হচ্ছে আপনি সবার জন্য ভালো কিছু ভাবছেন।❤️
আপনার ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগে এবং আপনার কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি,করি,করবো ইনশাআল্লাহ ❤️☺️অনেক অনেক দোআ চাই🤲
Very important specially for mep, thank a lot