Police vs Fog Light

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • police case on fog light use
    Thank You So Much Guys For Your Support and Respect.
    I Making Videos Just All Of Your Entertainment
    Welcome To Biker SR TH-cam Channel.
    It's Me SR And I am Bangladeshi Biker.
    I Am A Bangladeshi Small Vloger.
    I Make Bike Tour Videos, Rides, Tour & Vlogs
    So Guys If You Likes My Videos Then Please Subscribe My TH-cam Channel And Press The Bell Icon For The Letest Update.
    Thank You.

ความคิดเห็น • 2.5K

  • @safayetantor5594
    @safayetantor5594 2 ปีที่แล้ว +41

    ভাই ঠিকই করছে আমি নিজে ড্রাইভ করি আমি জানি এই লাইটের জন্য কতটা সমস্যা হয় হাইওয়ে তে। আর এটার আলোর প্রজেকশন উপরে ছড়ায় যায়। যেটার কারনে সামনে যারা থাকে তারা পুরা নিজের অভিজ্ঞতা দিয়েই গাড়ি রাস্তায় রাখে।

    • @pritomnath5462
      @pritomnath5462 2 ปีที่แล้ว

      Ai motherchood bashi janish vikarir baccha bike na van chalas toh tui.

  • @princebanik5705
    @princebanik5705 ปีที่แล้ว +68

    মামলা খাইছে সমস্যা নাই কিন্তু পুলিশ স্যারের ব্যবহারটা খুবই ভালো লাগলো। উনি অনেক ভালো মানুষ। উনার জন্য দোয়া করি। সব পুলিশের ব্যবহার এরকম হওয়া দরকার

    • @MDFAHIM-ro5rd
      @MDFAHIM-ro5rd ปีที่แล้ว

      দোর বোকা চোদা সব টিক আছে তাও কেন করছে বুঋিসনা

    • @ponkajkumar1923
      @ponkajkumar1923 ปีที่แล้ว

      যে পুলিশ টা তাকে ফগ লাইটের জন্য দরেছে সে পুলিশ টা বালো মনে হয়নি আমার কাছে,

  • @ib1benuralo
    @ib1benuralo 2 ปีที่แล้ว +658

    বড় বড় গাড়ি, প্রাইভেট এখন এতো হাইপাওয়ার লাইট ইনস্টল করে ঐসবের সামনে পড়লে সামনে কিছু দেখা যায় না! তখন ফগ লাইট লাগানো ছাড়া আর উপায় থাকে না! পুলিশরা ঐসব ধরে না! শুধু বাইকারদের দোষ!

    • @mdsakilislam5680
      @mdsakilislam5680 2 ปีที่แล้ว +8

      Right

    • @belalhossain5531
      @belalhossain5531 2 ปีที่แล้ว +4

      Right👍

    • @shakilhussain1268
      @shakilhussain1268 2 ปีที่แล้ว +11

      @sofikuzzaman প্রতিটা বড় বাসে এবং অন্যান্য বড় গাড়িতে হাই পাওয়ারের লাইট লাগানো থাকে। ওদের ধরেনা কেন?

    • @azrafsami
      @azrafsami 2 ปีที่แล้ว +3

      Bro, heavy r long wheelbase vehicle er fog light lagei. Ar bd te bike e fog light lagano illegal.

    • @raihanrajon1982
      @raihanrajon1982 2 ปีที่แล้ว +4

      Someone doing the job properly so appreciate the person. Good job officers...

  • @user-kz4vj7on1l
    @user-kz4vj7on1l 6 หลายเดือนก่อน +29

    আমাদের সকল বাইকারদের একসঙ্গে আন্দোলন করে একটা দাবি তুলতে হবে প্রথম দাবি সর্বোচ্চ 5000 টাকা বাইকের লাইসেন্স 3000 টাকার ড্রাইভিং ফ্রী এবং আমার গাড়ির আমি ইন্সুরেন্স করবো কি না সেটা আমার ব্যাপার এটাতে ট্রাফিক পুলিশ মাথা মারতে পারবে না আমার ইন্সুরেন্স আমি না করলে ওদের কি ইন্সুরেন্স অন্তত যে করবে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের বাধ্যতামূলক করতে হয় কিন্তু আমরা কয়জন বাইকের ক্ষতি পূরণ ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে নিতে যায় বলেন

  • @gksharifofficial999
    @gksharifofficial999 2 ปีที่แล้ว +35

    পুলিশ টা মোটামুটি ভালোই,,, প্রথম প্রথম ভিডিওর শুরুতে মনে মনে গালাগালি করছি এই পুলিশ অফিসারকে,,
    কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার পরে মনে হলো অফিসারটা ভালোই 🇧🇩😟

  • @MainulSikder121
    @MainulSikder121 2 ปีที่แล้ว +111

    সবচেয়ে বেশি ভাল লাগছে,,বড় ভাইর কল ধরে নাই,,পুলিশ গুলার আচরণ সত্যি খুব ভাল ছিল,,

    • @oyshik6061
      @oyshik6061 2 ปีที่แล้ว +2

      ejonnoi mamla disen

    • @MainulSikder121
      @MainulSikder121 2 ปีที่แล้ว

      @Sohan আরে মাদারচদ তুই আবার কি কইলি

    • @MainulSikder121
      @MainulSikder121 2 ปีที่แล้ว

      @Sohan পুলিশে প্রমান করে দিছে,,বড় ভাইর কল চুদার টাইম নাই,,🖕

    • @MainulSikder121
      @MainulSikder121 2 ปีที่แล้ว +1

      @@oyshik6061 ho..oi boro vai call dice tar jonno beshi rag hoice police e,,

    • @MainulSikder121
      @MainulSikder121 2 ปีที่แล้ว

      @Sohan i am your Dad😎And You are my Son,,You want Do police job?No problem,i can give you son,,

  • @junaetasrafe2975
    @junaetasrafe2975 2 ปีที่แล้ว +10

    বাইকে বাইক হিসাবে ইউজ করলে রাতেও এই লাইট ছাড়া দেখা যায়। কিন্তু বাইক কে উড়োজাহজ হিসাবে ব্যাবহার করলে আরো অনেক লাইট লাগবে

    • @sirajulkhan1790
      @sirajulkhan1790 2 ปีที่แล้ว

      চমৎকার বলেছেন, এরাতো রাস্তায় চলতে চায়না, চলতে চায় হাওয়ায়...........

  • @ashifabedin
    @ashifabedin 11 หลายเดือนก่อน +10

    পুলিশ স্যারের ব্যবহারটা খুবই ভালো লাগলো। উনি অনেক ভালো মানুষ। উনার জন্য দোয়া করি। সব পুলিশের ব্যবহার এরকম হওয়া দরকার

    • @freenature555
      @freenature555 7 หลายเดือนก่อน

      এইডা আবার কোন আবাল😂😂😂

  • @somratdeb3625
    @somratdeb3625 ปีที่แล้ว +12

    ট্রাফিক সার্জেন্ট সঠিক কাজটিই করেছেন, তবে সবার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিৎ বলে মনে করি, বিশেষ করে বড় গাড়ি গুলো

  • @teachvideo4046
    @teachvideo4046 2 ปีที่แล้ว +46

    সার্জেন্ট নওশাদ সাহেবের ব্যবহার অত্যন্ত ভালো ছিল। উনি সঠিক কাজটাই করেছেন।

    • @ruhulaminshawn546
      @ruhulaminshawn546 2 ปีที่แล้ว

      👎👎🙅🤴🌍🕋🕌🕍🏬

    • @AshikKhan-fc7oe
      @AshikKhan-fc7oe 2 ปีที่แล้ว +1

      শাওয়ার ভালা ছিলো...

  • @sharifamireye
    @sharifamireye 2 ปีที่แล้ว +152

    সবার জন্য সমান আইন হোক। বাইকারদের উপর এ ধরনের আইনি অত্যাচার বন্ধ হোক।

    • @MaloyBaroi
      @MaloyBaroi 10 หลายเดือนก่อน +4

      tarai sobcheye beshi law break kore.

  • @mlpwithanything8149
    @mlpwithanything8149 2 ปีที่แล้ว +153

    এই পুলিশ নিজের মুখে বললো সে ফগ লাইটের জন্য বিপদে পরেছিলো, তাই রাগটা আপনার উপর ঝারছে 😂😂😂

  • @SadnanAhmedShrabon
    @SadnanAhmedShrabon 2 ปีที่แล้ว +78

    বাংলাদেশের সমস্ত বাইকারদের এক হয়ে একটা সমাবেশ করা দরকার

    • @shoayebhossain2134
      @shoayebhossain2134 2 ปีที่แล้ว

      সবাই বাইক কোম্পানিতে কমপ্লেইন দেন তাদের লাইটের আলো পর্যাপ্ত নয়।

    • @gsll246i
      @gsll246i 2 ปีที่แล้ว +3

      সব বাইকার এক হলেও কিছু করতে পারবেন না কারণ স্টার লাইট লাগানোর কোন নিয়ম নেই তবে এটা সত্যি বাস কিংবা ট্রাক এস্রাজে লাইট গুলো লাগানো হয়েছে তাহার কারণে নো যানবাহন কিংবা ছোট গাড়ি তাদের অনেক অসুবিধা হয় কর্তৃপক্ষের নজরে হয়তো এটা পড়ে না বাস-ট্রাক মাসিক চুক্তিতে আছে তাই তাদের স্টারলাইট লাগাতে পারবে তারাতো মাসে কমিশন দিয়ে দেয়

    • @bikarami1921
      @bikarami1921 2 ปีที่แล้ว +1

      হে ঠিক আছে

    • @mktv3161
      @mktv3161 2 ปีที่แล้ว

      আসেন একদিন ভাই, সমাবেশ করি😂😂😂😂

    • @MainulSikder121
      @MainulSikder121 2 ปีที่แล้ว

      সমাবেশ করলে চলবে না,,আন্দোলন করতে হবে😎😂😂

  • @atropinexe5330
    @atropinexe5330 ปีที่แล้ว +12

    Very 1 st time i seen a police officer with humble behave …Nice behave

    • @nexubhai
      @nexubhai หลายเดือนก่อน

      Apni ekdin case khan tarpor behaviour kar kemon bojha jabe

  • @abushama7666
    @abushama7666 2 ปีที่แล้ว +24

    এই লাইটগুলো প্রায় ক্ষেত্রেই বিপদজনক হয়ে ওঠে, তাই এই লাইটগুলো সকলের সার্থে বর্জন করা উচিৎ বলে আমি মনে করি।ধন্যবাদ প্রসাশনের স্যারদের।

  • @srabonahmed9201
    @srabonahmed9201 2 ปีที่แล้ว +42

    আইন কি শুধু মোটরবাইক এর জন্য, ফগ লাইট বড় গাড়িতে লাগানো তাকে থাতে অন্য গাড়ির সমস্যা হয়। এটা কি পুলিশ দেখে না

    • @sirajulkhan1790
      @sirajulkhan1790 2 ปีที่แล้ว

      মাঝে মধ্যে অন্য গাড়িতেও আমরা এমন ডিস্টার্বিং লাইট দেখি, কিন্তু তার সংখ্যা অনেক কম। তারা এগুলি নিয়ন্ত্রণও করে চালায়। তথাপি সবার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। নিজে সুন্দর হলেই তো হয়।

  • @dipbaidya333
    @dipbaidya333 10 หลายเดือนก่อน +3

    একটা সন্দেহজনক বিষয় চোখে পড়লো, উনি যে বইয়ে মামলা লিখলো ওখানে কার্বন পেপার ইউজ করলো না কেন? কার্বন পেপার টাতো ওখানে ইউজ করার জন্যই রাখা হয়েছে। আর মামলার কাগজের এক কপি আপনাকে দিলে ওনার বইয়ে এক কপি থাকতে হবে না? সেটা কই? সেটার জন্যই তো কার্বন ইউজ করা লাগে। তাহলে কি উনি ওনার নাম্বার দিয়েছে, যাতে পরে ফোন করে মামলা তুলতে ডেকে উনি টাকা টা পার্সোনালি নিতে পারে মতন? আমি কনফিউজড!!! 🙄🙄🙄

  • @shayonkhan5914
    @shayonkhan5914 2 ปีที่แล้ว +163

    ওই পুলিশ ভালো করেই জানে যে আপনার কাগজ সব ঠিক আছে, কি কি ধরলে টাকা পাওয়া যাবে সেইটা বের করল

    • @MdAbjol1432
      @MdAbjol1432 2 ปีที่แล้ว +4

      ঠিক কথা

    • @singerraktim4049
      @singerraktim4049 ปีที่แล้ว

      Abooler bacca amra jara ratey buke calay tader ai fogg light cokhey marey ai byker ra, sala abaal

    • @mohammadmujahid7593
      @mohammadmujahid7593 ปีที่แล้ว +1

      Na Vai eitar Jonno onke durgotona hoy

    • @NigerAhmed-b9u
      @NigerAhmed-b9u ปีที่แล้ว +3

      যাতে ধরতে না পারে সেই কাজ করলেই হয়। সচেতনতা বাড়াতে হবে। ফগ লাইট দিনের বেলা কেন লাগাবে?

    • @shahariahaqueratul2219
      @shahariahaqueratul2219 ปีที่แล้ว

      আইনের ল ও তো বুঝেননা মনে হয়,মামলা হইলে কী টাকা পুলিশ পায় মুর্খ

  • @rupok9627
    @rupok9627 ปีที่แล้ว +13

    যদিও মামলা দিছে তবে পুলিশের ব্যবহার প্রশংসনীয় ছিল।

    • @LUCIFER-YT-r9
      @LUCIFER-YT-r9 10 หลายเดือนก่อน

      Apni to mamla khan nai bujhe nnaa aul faul log

  • @hellomon2020
    @hellomon2020 2 ปีที่แล้ว +76

    সার্জেন্ট আসলে ভালো একজনকে মামলা দিয়ে সবাইকে ভয় দেখিয়েছে আবার মাফ করে দিয়েছে।

  • @mdzarzis1928
    @mdzarzis1928 2 ปีที่แล้ว +54

    ফগ লাইট খুব ঝামেলা,সামনে কিছুই দেখা যায় না, এটার জন্য পুলিশ ধন্যবাদ পাওয়ার দাবিদার,,কিনতু মামলা খালি একজনকে দিয়ে লাভ নাই,, সারাদেশে ৯৫% মটর বাইকেে ফগ লাইট লাগানো, বাস ট্রাকেও সেম,,সারা দেশে এক যোগে ফগলাইট বিরোধী অভিযান চালানো উচিত

  • @MdRagibHasan
    @MdRagibHasan 2 ปีที่แล้ว +70

    বাস ট্রাকের যে লাইট এক্সট্রা লাগানো থাকে তার জন্য বাইকাররা দেখতে পারে না, তাদের ধরেনা, ধরে শুধু বাইকারদের

    • @randomvideos0002
      @randomvideos0002 2 ปีที่แล้ว +1

      Amar o same kotha.
      moner kotha bolcen.
      but ata bolte gele mamla double

    • @MdRagibHasan
      @MdRagibHasan 2 ปีที่แล้ว

      @@randomvideos0002 আসলেই মামলা ডবল করে দেয়, এরা জাতে হারামি

    • @mdhasanemon7723
      @mdhasanemon7723 2 ปีที่แล้ว

      দেয় সবাইকে --- মামলা খেয়েও লাইট দিয়েই চালাই অনেকে আমরা--

    • @ShihabKhan-ft1xs
      @ShihabKhan-ft1xs 2 ปีที่แล้ว

      Actually truck bus gulo Highway te rate high speed a cholano basi risky na bike er rate high speed a highway te chalanor chaite.bike a fog light thakle road a rate speed a chalabe tai bike fog light lagano may b offence. Amio akjon biker.

    • @bokor360
      @bokor360 2 ปีที่แล้ว

      100% rt

  • @md.aminulislam699
    @md.aminulislam699 2 ปีที่แล้ว +4

    কোম্পানি থেকে যেসব বাইকে লাইট থাকে তা রাতে আসলেই কম, বাস + ট্রাক এর সামনে।
    ফগ লাইট লাগে। তবে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে

  • @AKIBGAMER7
    @AKIBGAMER7 9 หลายเดือนก่อน +4

    পুলিশ টাকার বন্ধু
    জনগনের না....
    সাস্তি দিলেও হয় ২০মিনিট কান ধরে দাড়িয়ে থাকো
    কিন্তু না সেটা ভর্তি টাকা লাগবে তাদের

  • @strshuvo
    @strshuvo ปีที่แล้ว +27

    ধন্যবাদ স্যার এই কাজটির জন্য আপনি সত্যিই প্রশংসার দাবিদার

    • @ibrahim_07
      @ibrahim_07 ปีที่แล้ว +3

      Bike kino babu pore bujba 🙂

    • @ssssssd4957
      @ssssssd4957 ปีที่แล้ว

      @@ibrahim_07 hm

  • @freshworld5627
    @freshworld5627 2 ปีที่แล้ว +61

    ফগ লাইট চোখের জন্য আসলেই ক্ষতিকর. আপনার সুবিধার জন্য বিপরীতে আসা লোকটার চিন্তা করলেন না,
    দেশের অটো রিকশাগুলির ফগ লাইটগুলি কি বৈধ???

    • @bgmadmax6080
      @bgmadmax6080 2 ปีที่แล้ว

      Sop

    • @nevermindyt10
      @nevermindyt10 2 ปีที่แล้ว

      right bro

    • @ariyanhasan2146
      @ariyanhasan2146 2 ปีที่แล้ว

      আপনি কোন দেশে বসবাস করেন ভাই 🙄🙄

    • @riganengr4416
      @riganengr4416 2 ปีที่แล้ว

      প্রাইভেট কার, ট্রাক, বাস এর ফগ লাইট তোমার চোখে লাগে না শালা বোকাচোদা

  • @shahedmahmud2298
    @shahedmahmud2298 2 ปีที่แล้ว +22

    এত সুন্দর ব্যবহার করল, আইনের সম্মান করল, স্টুডেন্ট হিসাবে ছাড় দিল, তারপর ও কিছু ছাগলের ৩ নম্বর বাচ্চা এই পুলিশ দের খারাপ বলছে। ছাগল যত্তসব।

    • @ur.cristiano-official-h1v
      @ur.cristiano-official-h1v 2 ปีที่แล้ว +8

      কই খারাপ করলো ! আমিও একজন বাইকার যখন হেলমেট লাগিয়ে রাতে বাইক চালাই তখন ফগ লাইট ওয়ালা বাইকের জন্য সামনের দিকের কিছুই দেখা যায় না ! ফগ লাইট ওয়ালা দের শাস্তি হোক ! ভালো হইছে!

    • @azrafsami
      @azrafsami 2 ปีที่แล้ว

      Rajshahi range er police er behaviour valo normally.

    • @Faruk_Ah
      @Faruk_Ah 2 ปีที่แล้ว +1

      @@ur.cristiano-official-h1v সহমত

  • @ahammadhossain4133
    @ahammadhossain4133 2 ปีที่แล้ว +20

    Necessity Knows no law... জান বাচানো ফরজ......জীবিকার তাড়নায় রাতের বেলা যাদের হাইওয়ে ব্যবহার করতে হয় , তাদের জীবনটাও জীবন। সরাসরি আইন দিয়ে বন্ধ না করে নিয়ম করে নিম্নমূখি সংযোজন আইন করে দিলে অনেক জীবন রক্ষা পায়।

    • @its_bjy5809
      @its_bjy5809 2 ปีที่แล้ว

      এখানে আমি দ্বিতীয় লাইনের সঙ্গে সহমত আছি, কিন্তু প্রথম লাইনের সাথে সহমত জ্ঞাপন করতে পারছিনা। অবশ্যই নিজের জীবন বাঁচানো ফরজ। তবে নিজের জীবন বাঁচাতে গিয়ে অন্যের জীবন বিপদে ফেলা হারাম।

    • @sirajulkhan1790
      @sirajulkhan1790 2 ปีที่แล้ว

      আর আপনার আলোয় যে অন্যের জীবন যাচ্ছে...........। তাইলে আপনি হল......... আপনি বাচলে বাপের নাম টাইপের লোক। আসলে হাইওয়েতে যারা গাড়ি চালায়......... এদেরকে মূলত: রাস্তার ট্রাক দেখে চালাতে হয়। এটা অনেকে জানেনা। বিশ্লেষণ করে দিলাম নিচে।
      ধরুন ১ কি: মি: দুরে একটি উচ্চ আলো দেখলেন হাইওয়েতে। এত বেশী আলো যে ওই গাড়ির পিছনের দিক কিছুই দেখা যাচ্ছেনা। তাতেতো সমস্যা না। ওই গািড়িটি ধরুন ঘন্টায় 90 কি: মি: বেগে আপনার দিকে আসছে। আপনি ভাবুন......... ওই গাড়ির আলো ও আপনার গাড়ির আলো....... এর মধ্যে কিছু আছে কিনা। যদি না থাকে............ তবে ওই গাড়ির পিছনে কিছু আপনার দেখা লাগবেনা। আপনি রাস্তার ট্রাক..... যা পরিস্কার দেখা যাচ্ছে.. ...... সেমতে আপনার পাশে থাকুন একই স্পিডে। যখন ক্রস করবেন.......... তখন রাস্তার ট্রাক বুঝে গাড়ির আলোকে সাইন করে অন্ধকারে গাড়ি ঢুকিয়ে দিন.......... ওপাশ থেকে যদি কিছু আসত তবে তো তার আলোটা অন্তত: দেখা যেত। অনেকে দেখি ওই অন্ধকারকে ভয় পায়। অথচ ওই অন্ধকারে যে কিছুই নেই তাতো এতক্ষণ ওই গাড়ির আলোতেই দেখা গেছে।

    • @mohammedishak7706
      @mohammedishak7706 2 ปีที่แล้ว

      সহমত

  • @ashikulislamsalman7075
    @ashikulislamsalman7075 4 หลายเดือนก่อน +1

    স্যার আপনাকে ধন্যবাদ এই সমস্ত অভিযানের জন্য।

  • @asadulas1515
    @asadulas1515 ปีที่แล้ว +9

    স্যার বলে তো মাথাই তো উঠে বসে,,,

  • @MoshahidurRabby
    @MoshahidurRabby 2 ปีที่แล้ว +4

    ঠিকই আছে ফগ লাইটের জন্য বিপরীত মুখে থাকা রাইডার বা ওয়াকার এর সমস্যা তো হয়ই + পাসিং এর অব্দি ১০/১৫ সেকেন্ড চোখে আন্ধার লাগে।

  • @HabiburRahman-zi4td
    @HabiburRahman-zi4td 2 ปีที่แล้ว +39

    আমার কথা হচ্ছে আইন যদি সবার জন্য সমান হয় তাহলে শুধু বাইকের জন্য কেন অন্যান্য গাড়ি ও তো আছে যারা অনেক ফগ লাইট লাগিয়ে রাস্তায় চালাচ্ছে

  • @abzstatus0450
    @abzstatus0450 2 ปีที่แล้ว +5

    আমাদের সিলেট পুলিশ সিগনাল দিলেই আমরা নেতা দের কল দেই,,,আর পরে মামলা ডিসমিস✅

  • @riderstav
    @riderstav 2 ปีที่แล้ว +1

    আপনার ভিডিওটা খুব ভালো লাগলো আপনার ভিডিও টা দেখে পাশে আছি । ঘাবরানেকা নেহি ভাই। পুলিশ ধরা মানে। Content creator এর কাছ এটা একটা বিশাল Content. One million views.

  • @wahedrajib5456
    @wahedrajib5456 8 หลายเดือนก่อน +3

    রাজশাহী শহর যেমন পরিচ্ছন্ন তেমনি মানুষ গুলোও অনেক ভালো।

    • @BikerSR
      @BikerSR  8 หลายเดือนก่อน

      Thanks for your comment ❤️

  • @dawattablig8236
    @dawattablig8236 2 ปีที่แล้ว +33

    এই আইনের সংশোধন চাই।

    • @ur.cristiano-official-h1v
      @ur.cristiano-official-h1v 2 ปีที่แล้ว +2

      পুলিশ ঠিক করছে! আমিও একজন বাইকার যখন হেলমেট লাগিয়ে রাতে বাইক চালাই তখন ফগ লাইট ওয়ালা বাইকের জন্য সামনের দিকের কিছুই দেখা যায় না ! ফগ লাইট ওয়ালা দের শাস্তি হোক !

    • @sharifsaifaz387
      @sharifsaifaz387 2 ปีที่แล้ว

      @@ur.cristiano-official-h1v vai apneo lagan

    • @ur.cristiano-official-h1v
      @ur.cristiano-official-h1v 2 ปีที่แล้ว +2

      @@sharifsaifaz387 আলহামদুলিল্লাহ্‌! আমি চোখে ভালোই দেখতে পাই😊, আমার কমদামি বাইকের আলোও যতেষ্ট ভালো 5/6 লাখ টাকার বাইকের মতন এত কম না!! আর ফগ লাইট হচ্ছে সামনের দিক দিয়ে আসা হেলমেট পরা বাইকার এর মৃতূর ফাদ !! দয়া করে এটা লাগাবেন না!✨

    • @sharifsaifaz387
      @sharifsaifaz387 2 ปีที่แล้ว

      @@ur.cristiano-official-h1v Sobai jakhan boche eta lagano uchit noe. Bro amader amole fog/tog chilo na.Actually Honda ta ami kokhano somorthan kori na.

  • @fire2023
    @fire2023 2 ปีที่แล้ว +24

    মামলা খায়া বলে ভালোই লাগলো 🤣🤣

    • @mktv3161
      @mktv3161 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

  • @MdFuad-tz1pq
    @MdFuad-tz1pq 2 ปีที่แล้ว +62

    আচ্ছা লাইট গুলো বিক্রি করা বন্ধ করে দিলেই তো হয়। যদি বাজারে লাইটা না পাওয়া তাহলে তো কেউ আর কিনবে নাহ।
    শুধু বাইকারদের হয়রানি করা।

    • @user-nx9zp7hk2n
      @user-nx9zp7hk2n 2 ปีที่แล้ว +2

      তাহলে তো সিগারেট ও বিড়ি ফ্যাক্টরি গুলো বন্ধ করা উচিত কারন সিগারেট তৈরি না হলে মানুষ খাবেন আর দোকানে ও বিক্রি বন্ধ করা উচিত বাজারে সিগারেট থাকবে না আর খেতে ও পারবে না

    • @nibir4332
      @nibir4332 2 ปีที่แล้ว

      @@user-nx9zp7hk2n তাহলে করুক বন্ধ সুধু সুধু লাইট এর জাএগাএ বিরির কথা আস্ল কেন

    • @mohammedishak7706
      @mohammedishak7706 2 ปีที่แล้ว +1

      @@user-nx9zp7hk2n সিগারেট খাওয়ার জন্য তো আর আপনাকে কেউ জরিমানা করছে না 🙄

    • @mixerman6573
      @mixerman6573 2 ปีที่แล้ว

      Keno vi ... Apni janen j ei light use korle mamla khaben. .. seta apnar bebege bade na? Bajar bondo kora lagbe

    • @MdFuad-tz1pq
      @MdFuad-tz1pq 2 ปีที่แล้ว

      @@mixerman6573 vaya amer bebag ase, kinto aro onek manus ase jara chai je ami amer bike lagai style naowar jonno aber, long tour a jawar jonno, sobai to ar ak nah.. 😇

  • @UniverseCiam
    @UniverseCiam 2 หลายเดือนก่อน +2

    পৃথিবীর উন্নত দেশে পুলিশ জনগণদের স্যার স্যার বলে সম্মান করে, আর বাংলাদেশে আমরা পুলিশদের স্যার স্যার বলে ফুলিয়ে পাউরুটি বানিয়ে দেই, এটি আমাদের ব্যর্থতা অতিভক্তি চোরের লক্ষণ

  • @ksumannoman5582
    @ksumannoman5582 9 หลายเดือนก่อน +7

    এইটা বাংলাদেশ। আইন ইচ্ছে অনুযায়ী পরিবর্তন ও পরিবর্ধন করা হয় । সবই জয় বাংলার অবদান। দোয়া রাখবেন সবাই বেচে থাকুক এদের কর্মো দেখার জন্য।

  • @akramtalukdar7432
    @akramtalukdar7432 2 ปีที่แล้ว +10

    গাড়ির কোম্পানি যে লাইট গাড়ির সাথে দিয়ে দেয় সেই লাইট ছাড়া অন্য লাইট ব্যবহার কারি সব গাড়িকে জরিমানা করা উচিৎ
    তারা নিজেও জানেন না আসলে এই ধরনের লাইটের কারণে বিপরীত দিক থেকে আসা গাড়ি ড্রাইভ করতে কি কষ্ট হয়

    • @akramtalukdar7432
      @akramtalukdar7432 2 ปีที่แล้ว

      @@BikerSR আমিও শুধু বাইক না সব ধরনের যানবাহনের এক্সট্রা লাইটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলছি
      বিপরীত দিক থেকে আসা এক্সটা লাইট বিহীন গাড়ি গুলো জানে ফগ বা অন্যান্য লাইটের আলোর কারণে কতটুকু সমস্যার সম্মুখীন হতে হয়
      আমি নিজে একজন ড্রাইভার হিসেবে বলছি প্রতিনিয়ত আমি বা আমার এই ধরনের লাইটের কারণে সমস্যায় পড়তে হচ্ছে + অনেক দুর্ঘটনা ও ঘটছে

    • @ib1benuralo
      @ib1benuralo 2 ปีที่แล้ว

      আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না.. এখন ব্যাটারিচালিত অটোতে এমন লাইট লাগানো থাকে যে সামনে পড়লে কিছু দেখা যায় না! প্রাইভেট বাস ট্রাকের কথা বাদই দিলাম! ওরা সবাই এক্সট্রা পাওয়ার লাইট ইনস্টল করে! আর এসব বাইক যেসব দেশে বানায় তাদের রাস্তায় কিন্তু এই সমস্যা নাই! আমাদের দেশে তাই বাধ্য হয়ে ফগ ইউজ করতে হয়! পুলিশ কিন্তু ঐসব গাড়ির উপর কোন খবরদারী করে না!

    • @akramtalukdar7432
      @akramtalukdar7432 2 ปีที่แล้ว +1

      @ib1 OstadTech বাধ্য হয়ে কেনো ব্যবহার করতে হবে
      আমার ড্রাইভিং লাইফ সাত বছর চলছে কই আমার তো এসব লাইটের প্রয়োজন পরে নি
      আসল কথা নিজে ভালো তো সব ভালো
      এসব লাইট ব্যবহার কারির মধ্যে বাইকারদের সংখ্যাই বেশি
      আর কি যেনো বললেন যা জানি না তা নিয়ে কথা বলবো না
      আপনি মনে হয় একাই সড়কে চলাচল করেন?
      আমার কমেন্ট একটি না দুইটি আছে ভালোভাবে পরবেন আর না পারলে গায়ে পরে কমেন্ট করতে আসবেন না

  • @moshaddikahmed5072
    @moshaddikahmed5072 2 ปีที่แล้ว +6

    কিছু ফগ লাইটের জালায় রাত্রে বাইক চালানো ঝামেলা হয়ে যায়

  • @sharifulalam450
    @sharifulalam450 2 ปีที่แล้ว +24

    ওরা তো মানুষই না, ওদের কাছে অনুরোধ করে লাভ নাই, কিছু কিছু পুলিশ খুবই ভালো যারা কথা বললে বোঝে আর কিছু পুলিশ আছে যারা কিছুই বুজতে চাই না

    • @rifatlove75
      @rifatlove75 2 ปีที่แล้ว +5

      আপনি নিজে মানুষ তো?? সে অপরাধ করছে তাই ওনাকে মামলা দিছে এখানে পুলিশের কোন দোষ নেই,,, অন্যকে অমানুষ বলার আগে নিজে আগে মানুষ হোন

    • @This-is-Imran-Imu
      @This-is-Imran-Imu 2 ปีที่แล้ว +5

      খুনির আসামিও অনুরোধ করে চেড়ে দেওয়ার জন্য
      তাই বলে কি চেড়ে দিবে?
      আইন অমান্য করছে
      মামলা খাইছে
      শেষ কথা

    • @jamalle707
      @jamalle707 2 ปีที่แล้ว +1

      নিজে মধ্যে মানুষের ভাবটা আনেন তার পর অন্যকে জারেন শেষ পুলিশ কর্মকর্তায় কি বললো যে দেওয়ার সময় ফোনদিয়ে যাক পুলিশ খারাপ তবে এখানে তিনি ভালো আচরণ করেন।

    • @sirgg3847
      @sirgg3847 2 ปีที่แล้ว

      ore kamla choda,,,, tui tou suor

  • @InformativeAgriculture
    @InformativeAgriculture 6 หลายเดือนก่อน +2

    ট্রাফিক পুলিশ,,, বাস,ট্রাকের ছোট ছোট ফগ লাইট গুলো দেখতে পায় না 😅😅😅,,,শুধু মোটরসাইকেলের বড় বড় ফগ লাইট দেখতে পায়।।।😢😢😢😢

  • @prithwijitkb4305
    @prithwijitkb4305 8 หลายเดือนก่อน +1

    Very humble officer....... Cops should be helpful like him but the other cop who first noticed the fog light his behaviour was not so cooperative .......

  • @adnan8366
    @adnan8366 2 ปีที่แล้ว +14

    সব গাড়ির জন্য এ আইন করা দরকার,,শুধু বাইকারদের কেন?

  • @rakib4195
    @rakib4195 2 ปีที่แล้ว +9

    ফগ লাইট চোখের জন্য আসলেই ক্ষতিকর. আপনার সুবিধার জন্য বিপরীতে আসা লোকটার চিন্তা করলেন না,

    • @SayeemAhmad
      @SayeemAhmad 8 หลายเดือนก่อน

      হাইওয়ে তে রাতে বাইক রাইড করেছিলেন? রাতে লং ট্যুরে কখন ও গেছিলেন?
      আর ট্রাকে, বাসে, প্রাইভেট কারে যে কি পরিমান ফগ লাইট এবং হাইড্রলিক হর্ন লাগানো থাকে আইডিয়া আছে? সব দোষ বাইকারের?

  • @MdRifat-hd9sv
    @MdRifat-hd9sv 2 ปีที่แล้ว +15

    নওসাদ পুলিশের কথা, ব্যবহার ভালো,,কিন্তু আগে যেই পুলিশটা লাইটটা দেখছে, সেই পুলিশটা ভাব বেশি দেখায়,,

  • @MD.PARBEJMIHA
    @MD.PARBEJMIHA 2 หลายเดือนก่อน +1

    যে অবস্থা দেশে পুলিশ গুলোর আমি ভাব ছিলাম আমি পুলিম হমু এসব দেইখা আমার আর পুলিশ হওয়ার ইচ্ছে নাই 😢

  • @kazirasal2225
    @kazirasal2225 ปีที่แล้ว +3

    নির্দেশনার ভিতরে ফগ লাইটে কোন মামলা হবে না উল্লেখ ছিল ,যখন তারা মামলা দেয়ার কথা চিন্তা করলো তখন তাদের নতুন আইন হয়ে গেল🤣🤣😁
    সাধারণত বাংলাদেশে এমনটা হওয়া খুবই সাধারণ ব্যাপার।
    আইন বিভাগের কর্মকর্তাদের প্রতি আমাদের একটা সাধারণ অনুরোধ থাকবে, যদি আপনারা কোন নতুন আইন অথবা নতুন নিয়ম চালু করেন তাহলে অবশ্যই আপনাদের ওয়েবসাইটে সবার আগে এটা জানিয়ে দিবেন ,যাতে আমরা সবাই অবগত থাকতে পারি সব বিষয়ে।
    বাংলাদেশের আইন তো এমনিতেই ভ্রষ্টা হয়ে গেছে আর পচায়েন না।।😒😒😏

  • @sifathridoy666
    @sifathridoy666 2 ปีที่แล้ว +24

    ৮৯/১ এর মামলা দিলে ৩,৯০০ টাকা আসতো জরিমানা,, উনি ভালো লোক তাই ধারা পরিবর্তন করে সবচেয়ে ছোট 'আদেশ অমান্যর' জন্য ১ হাজারের মামলা দিলো,,
    আর আপনি তারে প্রশ্ন করলেন "সর্বনিম্ন তো ২ হাজার ১ হাজারের মামলা কেন দিলেন"

    • @travelwithbari
      @travelwithbari 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣👍

    • @hridoykhan3759
      @hridoykhan3759 2 ปีที่แล้ว

      @@BikerSR রুজপেেওুততসূডুজ বশাা।

  • @adnankarem6746
    @adnankarem6746 2 ปีที่แล้ว +4

    ___ব্যাপার নাহ্ মামলা দিয়া সম্পর্ক করলো😄 ধন্যবাদ বাদ কল দিয়ো!!

  • @sjsarwarjahan
    @sjsarwarjahan 2 ปีที่แล้ว +13

    এই ফগ লাইটের জন্যেই ৪ বছর আগে এক্সিডেন হইসিলো ভাই।।
    বাম হাত ভাংসে এই লাইগাই😐।
    পরের দিন আমার চাকরি তে জয়েন্ট দেয়ার কথা ছিলো।
    আফসোস যাইতে পারি নাই 🙂

    • @mdopu3981
      @mdopu3981 2 ปีที่แล้ว

      বাইকারদের এসব বলা যাবেনা তারা যা ইচ্ছা তাই করবেন এইটাই ওনাদের চাওয়া। মাওয়া রোডে দুমাইয়া টানবে বেল্কি বাজি দেখাবেন কোন সার্জেন্ট আটকাইলেই দোষ।

  • @dr.abdulkader
    @dr.abdulkader ปีที่แล้ว +3

    বাইক ছাড়াও অন্যান্য গাড়িতে এখন এলইডি লাইট লাগানো হয়, যার কারণে আমরা কিছুই দেখতে পাইনা।
    তখন ইচ্ছে হয় বাইকে ফগ লাইট লাগিয়ে নিই,,,
    কিন্তু ঐ যে মামলার ভয়,,,😢😢

  • @UniverseCiam
    @UniverseCiam 2 หลายเดือนก่อน +2

    পৃথিবীর উন্নত দেশে পুলিশ জনগণকে স্যার স্যার বলে উদ্বোধন করে সম্মান করে, আর বাংলাদেশে দেখেন পুলিশ সাধারণ মানুষকে কিভাবে হয়রানি পেরেশানি করে কষ্ট দেয়

  • @sparvej71
    @sparvej71 2 ปีที่แล้ว +5

    নির্ধারিত স্পিডে বাইক চালালে বাইকের হেডলাইটই যথেষ্ঠ,ফগলাইট লাগানোর প্রয়োজন পড়তো না। আইনের উর্দ্ধে কেউ না। ফগলাইট আইনত নিষিদ্ধ।

  • @sbrtv1581
    @sbrtv1581 2 ปีที่แล้ว +18

    ট্রাফিক সার্জেন্টকে অসংখ্য ধন্যবাদ।

  • @Faysal007
    @Faysal007 2 ปีที่แล้ว +9

    সার্জনটার ব্যবহার ভালো যদিও মামলা না দিলেও পারত👍

  • @jonyjonyur6817
    @jonyjonyur6817 4 หลายเดือนก่อน +1

    মহিলা পুলিশকে ফলো কইরেন।মুসলিম পরিবারের মহিলাদের পুলিশের চাকরিতে মানায় না।সব পরিবারের এটা সমপর্কে সচেতন হওয়া উচিত।এপার থেকে ঐপারের জীবনটা দৈর্ঘস্থায়ী এবং যার শুরু আছে শেষ নাই।

  • @helal38333
    @helal38333 ปีที่แล้ว +2

    এ রকম কোটি কোটি লাইট আমার সামনে পড়ছে, আসলে যে মেইনটেন্স করে গাড়ি চালায় সে দূর্ঘটনায় পড়ে না।দূর্ঘটনায় পড়ায় যারা অতিবেগে গাড়ি চালায

  • @nafis0829
    @nafis0829 2 ปีที่แล้ว +4

    তাও পুলিশের ব্যবহার টা ভালো ছিলো। কিছু তো আছে প্রচুর ঝাউরা

  • @raselmahfuz9865
    @raselmahfuz9865 2 ปีที่แล้ว +28

    এত স্যার স্যার বলার কি আছে। স্যার স্যার করে লাভ হলো না মামলা ঠিকই খাইলেন।

    • @shamiulislam6238
      @shamiulislam6238 2 ปีที่แล้ว +3

      Sir sir bolte bolte more gele evabei gua mara khaite hbe....

    • @onlydoremoncartoonmovie9865
      @onlydoremoncartoonmovie9865 2 ปีที่แล้ว

      R8 bro aderke sala bola dorkar

    • @sdf7652
      @sdf7652 2 ปีที่แล้ว

      যুক্তি তর্কে গেলে ঠিকি ভয় পাইতো

    • @jabedahmed4974
      @jabedahmed4974 2 ปีที่แล้ว

      Hahahaha 😆 mokkel

    • @sheamgameg1618
      @sheamgameg1618 2 ปีที่แล้ว

      😂😂🤣🤣

  • @yasinlalpol7413
    @yasinlalpol7413 ปีที่แล้ว +34

    পুলিশ স্যার অনেক ভালো মানুষ। ধন্যবাদ পুলিশ স্যার।

  • @realBanglaTV607
    @realBanglaTV607 ปีที่แล้ว +1

    ভাইয়া আপনার কথাগুলো ভাল লাগে

  • @nomanabdullah8462
    @nomanabdullah8462 ปีที่แล้ว +6

    পুলিশ যা করেছেন অনেক অনেক ভালো কাজ করেছেন।

    • @samiulhasnatsami286
      @samiulhasnatsami286 ปีที่แล้ว

      আপনি?
      জাস্ট নরমাল লাইট নিয়ে?
      হাইওয়েতে তে উঠিয়েন রাতে কোনো লাইট ছাড়াই জাস্ট গাড়ির স্টক লাইট
      দেখবো নি কতো পারেন আপনি।
      ফাউল জানি কোথাকার😡😡😡😡😡😡😡😡😡

    • @finally2kill_X_FF
      @finally2kill_X_FF 8 หลายเดือนก่อน +1

      ​@@samiulhasnatsami286r8 🤬

  • @mahfuzzraju7425
    @mahfuzzraju7425 2 ปีที่แล้ว +5

    হাইকোর্ট সুপ্রিমকোর্ট দেখিয়ে শেষে নিয়ে আসলেন নাম্বার 🙄
    সতর্ক করলেন নাকি বন্দোবস্ত করলেন কিছুই বুঝলাম না 🙄

  • @khairul-Ismam
    @khairul-Ismam 2 ปีที่แล้ว +5

    উনি অনেক কম টাকার মামলা দিয়েছে... চাইলে অনেক অনেক হাজার টাকার মামলা দিতে পারে,,,কিছুই করা যাবে না...ঝামেলা করলে গাড়ি থানায় নিয়ে যাবে...
    স্টক গাড়ি চালনায় অভ্যস্ত হতে হবে

    • @uniquegammer4970
      @uniquegammer4970 2 ปีที่แล้ว

      ভাই, দূরের ভ্রমণে হাইওয়েতে গেলে ঠিকই বুঝতেন। খুব শখ লাগছে আমার যে, ৩০০০-৪০০০ টাকা আজাইরা খরচ করে ফগ লাইট লাগাবো।

  • @rajonmondol1231
    @rajonmondol1231 2 ปีที่แล้ว +22

    Fog light should be banned 🚫 for every vehicle... It can be used in winter only.

    • @kalamsorker4645
      @kalamsorker4645 2 ปีที่แล้ว

      Right

    • @theeuropeanlegacy5075
      @theeuropeanlegacy5075 2 ปีที่แล้ว

      For which reason? You seem to be unaware of high beam and low beam. Fog light has nothing to do with it

    • @sajidmahmud6376
      @sajidmahmud6376 2 ปีที่แล้ว +1

      Sdhu fog lights kno shb bike e banned kore dik jotodin na high power ér headlight use korbe company

    • @rajonmondol1231
      @rajonmondol1231 2 ปีที่แล้ว

      @@theeuropeanlegacy5075 I know pretty well about this things in my 9years of riding history. When you get into an accident because of these fog lights then your awareness will increase I guess.

    • @theeuropeanlegacy5075
      @theeuropeanlegacy5075 2 ปีที่แล้ว

      @@rajonmondol1231 fog lights have nothing to do with sh#t of blindness. You don't even know which laws are implemented for night time blindness. Fog light has nothing to do with it.

  • @starmakerguru687
    @starmakerguru687 2 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂😂😂যিনি সালাম দিলেন বাইকে বসে থেকে তার মাথায় হেলমেট না থাকলেও মামলা হলো না,,,,, 😁😁কি দারুন ভালো পুলিশওয়ালার নমুনা

    • @Cp-kaizo
      @Cp-kaizo ปีที่แล้ว

      হেলমেট না থাকলে মামলা করে নাকি ?
      জরিমানা করে বা সতর্ক করে ছেরে দেয়।

  • @amanullah4444
    @amanullah4444 ปีที่แล้ว +2

    রাস্তায় যদি সঠিকভাবে লাইট থাকে (ল্যামপোষ্ট) তাতে আলোও সঠিক মাত্রায় থাকে, তাহলে কোন গাড়ীরই ফগ লাইট বা বেশি আলোর লাইট ব্যবহার করার দরকার নাই। তাই রাস্তার লাইট সঠিক আলো থাকুক এ প্রত্যাশা করি, দূর্ঘটনা রোধ করি। ধন্যবাদ

  • @ranamia3299
    @ranamia3299 2 ปีที่แล้ว +5

    ভিডিও টা অর্ধেক দেখছি কষ্ট করে, রাগ সামলাতে পারছিলাম না,তাই আর দেখিনি,,

    • @hanifislam2343
      @hanifislam2343 2 ปีที่แล้ว +1

      রাগের কি আছে,বাইক মোডিফাই করা বেয়াইনী! মামলা স্বাভাবিক!

    • @hassanaligazivlogs4894
      @hassanaligazivlogs4894 2 ปีที่แล้ว

      @@hanifislam2343 শুধু বাইকের টা দেখলেন বড় ট্রাকে যে লাগায় ঐইটা দেখেন না তখন চোখ আসমানে থাকে তাইনা 😡😡

    • @hanifislam2343
      @hanifislam2343 2 ปีที่แล้ว +1

      @@hassanaligazivlogs4894 তাদেরও ত কেস দেয়া হয় না,তাদের জন্য মাফ এমন ত না!

    • @hassanaligazivlogs4894
      @hassanaligazivlogs4894 2 ปีที่แล้ว

      @@hanifislam2343 হাইওয়ে তে যত ধরনের এক্সিডেন্ট হয় বেশির ভাগই বড় বড় গাড়ির ফগ লাইডের কারনে ।আর পুলিশ মামলা দেয় বাইকারদের কেন বাইকাররা কি পুলিশের শত্রু।।

  • @shantanuprasad6143
    @shantanuprasad6143 2 ปีที่แล้ว +5

    এই ফগ লাইটের জন্য এত কঠোর আইন থাকে ,,,তাহলে অন্য সব কিছুতে আইন প্রয়োগ হয় না কেন,, তাহলে ভাল লাগত !!

    • @abubakersiddiq7067
      @abubakersiddiq7067 ปีที่แล้ว

      কাগজপত্র ঠিক না থাকলে অন্য গাড়িচালকের সমস্যা হয় না কিন্তু ফগ লাইটের কারণে সামনের গাড়ি কিছু ঠিক ভাবে দেখতে পারে না তাই দূর্ঘটনার শিকার হয়।

  • @DiponPatwary
    @DiponPatwary 2 ปีที่แล้ว +3

    আপনারা যা কথা বলছেন অন্য পুলিশ হলে বড় মামলা দিয়ে দিতো। পুলিশ গুলা খুবই ভালো।

  • @mdnaiemislamtv6394
    @mdnaiemislamtv6394 ปีที่แล้ว

    অফিসার টা কিন্তু ভালো ছিলো এটা মানতে হবে ভাই যে ছার জরিমানা করলো 🥰🥰🥰🥰

  • @rosebiker378
    @rosebiker378 2 ปีที่แล้ว +1

    সব গাড়ীর জন্য এক আইন হওয়া উচিত।

  • @entisarvlogs5550
    @entisarvlogs5550 2 ปีที่แล้ว +5

    ভাই এদের কথা বইলা লাভ নাই। আসলে বড় গাড়ি গুলার বড় বড় কমিউনিটি আছে তাই তাদেরকে পুলিশ ভাইরা কিচ্ছু বলেন। তবে আমাদের বাইকারদের কুনু শক্ত কমিউনিটি নাই। তাই এত ঝামেলা।

  • @mahabub6672
    @mahabub6672 2 ปีที่แล้ว +7

    যুক্তিসঙ্গত কাজ করেছে সার্জেন্ট স্যার, ভালো মানুষ তাই কেস ও কম করে দিয়েছে

  • @SnZZahid
    @SnZZahid 2 ปีที่แล้ว +9

    এই শালা গো রাতে যদি বাইকে উঠানো যাইতো তাহলে বুঝতো ফগ লাইট কত দরকার।এই আইন সংশোধন চাই।

    • @sirajulkhan1790
      @sirajulkhan1790 2 ปีที่แล้ว +1

      ওরাও রাতে গাড়িতে ওঠে। আমিও উঠছি 16 বছর ধরে। ফগ লাইটা ছাড়াই বাইক চালাই স্বচ্ছন্দে।

    • @mdopu3981
      @mdopu3981 2 ปีที่แล้ว

      @@sirajulkhan1790 দাদা তাদের পশ্চাৎদেশে বিদ্যুৎ তো তাই সব লাগে উচ্চা হর্ণ লাগে-ফগ লাইট লাগে। তাদের বোঝাতে পারবেন না।

    • @sirajulkhan1790
      @sirajulkhan1790 2 ปีที่แล้ว

      @@mdopu3981 এদের মোটর সাইকেলে ২ খানা ডানা ফিট করে না দেয়া পর্যন্ত ওরা শান্ত হবেনা।

    • @finally2kill_X_FF
      @finally2kill_X_FF 8 หลายเดือนก่อน +1

      ​@@sirajulkhan1790kuasar bitor Salai Dekao 🤬

  • @alifchowdhury2937
    @alifchowdhury2937 2 ปีที่แล้ว

    Alo kom hole headlight er bulb change kore powerful bulb lagao. Ashob altu faltu light lagay onno chalok Der k bipod e felo. Khub bhalo hoise.

  • @Joy-ws9cf
    @Joy-ws9cf 6 หลายเดือนก่อน +1

    Really respect the bike rider 😎💪❤

  • @latifsarker8941
    @latifsarker8941 ปีที่แล้ว +5

    এরকম পুলিশ ই দরকার এই দেশে

  • @dip8986
    @dip8986 2 ปีที่แล้ว +16

    এরা মানুষের টাকার জোর করে নিয়ে খায় আবার বলে স্যার স্যার😢

    • @sdal-aminhossain8240
      @sdal-aminhossain8240 2 ปีที่แล้ว

      এটা ওনারে না ওনার পজিশনকে সম্মান দেওয়া

    • @ur.cristiano-official-h1v
      @ur.cristiano-official-h1v 2 ปีที่แล้ว +2

      কই খারাপ করলো ! আমিও একজন বাইকার যখন হেলমেট লাগিয়ে রাতে বাইক চালাই তখন ফগ লাইট ওয়ালা বাইকের জন্য সামনের দিকের কিছুই দেখা যায় না ! ফগ লাইট ওয়ালা দের শাস্তি হোক ! ভালো হইছে!

    • @dip8986
      @dip8986 2 ปีที่แล้ว

      @@ur.cristiano-official-h1v vai apnar helmet ar helmet visor ta change kora nian

    • @ur.cristiano-official-h1v
      @ur.cristiano-official-h1v 2 ปีที่แล้ว

      @@dip8986 এত জ্ঞান দিয়েন না! এমনিতেই এই ঈদের কয়দিনে কয়েকশত ছেলে দেশে মারাগেছে ! আর কত হাজার হাজার যে ছিলো বা আছে হসপিটাল আহত তার হিসাব জানেন?
      এরা ফগ লাইট লাগানোর নামে মৃত্যূর ফাদ লাগায়! এত দামি বাইকে কি এত দূর্বল লাইট থাকতে পারে নাকি!
      এদের আগে চোখের ডাক্তার দেখানো উচিত !
      চোখে দেখতে পায় না তহ ফগ লাইট লাগাই আর সামনে থেকে আসা রাইডার কিছুই দেখতে পায় না! ফলে এক্সিডেন্ট হয়!!

    • @dip8986
      @dip8986 2 ปีที่แล้ว

      @@ur.cristiano-official-h1v মানুষ এত দামি চোখে চশমা কেন লাগায়

  • @jesanovi457
    @jesanovi457 2 ปีที่แล้ว +13

    সকল পুলিশ যদি এমন হতো তাহলে বাংলাদেশ অনেক আগেই ভালো হয়ে যেতো ❤️

    • @arifpk2021
      @arifpk2021 2 ปีที่แล้ว

      বা****ল হয়ে যেতো,,,🙄

    • @MainulSikder121
      @MainulSikder121 2 ปีที่แล้ว +1

      ঠিক বলছেন

    • @rabbyislam8244
      @rabbyislam8244 2 ปีที่แล้ว +1

      Sob manus to valo hoy na....police to tar pesa....se to akta manus....valo kharap miliei manus

    • @dadygamer4140
      @dadygamer4140 2 ปีที่แล้ว

      এমন পুলিশের মাইরে চুদি

    • @najmulbd1474
      @najmulbd1474 2 ปีที่แล้ว

      তাহলে বাংলাদেশের গুয়ামারা আরো অনেক আগেই হইতো

  • @mahamudbabu9656
    @mahamudbabu9656 2 ปีที่แล้ว +2

    ভাই এটা আমাদের নিজের এলাকা এখানকার মত খারাপ পুলিশ রাজশাহী জেলাতে কথাও নেই। এদের ব্যবহার এতখারাপ।

  • @md.enamulhoqueenam3960
    @md.enamulhoqueenam3960 2 ปีที่แล้ว +2

    এ রকম অফিসারের জন্য শুভকামনা রইল ❣️❣️❣️

  • @mrfarhad3205
    @mrfarhad3205 2 ปีที่แล้ว +3

    আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে ।বাইকারদের জন্য, একটা সংগঠন করা ইচিত।এই উদ্যোগটা, আপনাদের মত মোটোব্লকরা ইচ্ছা করলে পারবেন।

  • @mdabubakkar6315
    @mdabubakkar6315 2 ปีที่แล้ว +11

    ফগ লাইট লাগাবেন কেন??চোখে না দেখলে রাতে বের হবেন না।ইমার্জেন্সি হলে স্লো চালাবেন সমস্যা কি??আমরা ফগ লাইট ছাড়া বাইক চালাচ্ছি না??

    • @mdadnanshahriyar9511
      @mdadnanshahriyar9511 2 ปีที่แล้ว

      আরে গরিবের বাচ্চা।তোর বাইক আর এইটা এক নাকি ফকির

    • @phatagaming9402
      @phatagaming9402 2 ปีที่แล้ว +1

      Apni R15 v3 chalaisen?

    • @bikelover5114
      @bikelover5114 2 ปีที่แล้ว

      Gaja khawa comment

    • @finally2kill_X_FF
      @finally2kill_X_FF 8 หลายเดือนก่อน +1

      ​@@bikelover5114R8 😂

  • @rknpobon3340
    @rknpobon3340 2 ปีที่แล้ว +4

    বাস ও কার এর লাইট এর আলো কি কম?? পুলিশের চোখে সমস্যা আছে তাই তারা শুধু বাইকের পগ লাইট টা দেখে। বাস ও কার এর সামনে দাঁড়ালে তাদের চোখে কোনো সমস্যা হয়না...

  • @syedminhazuddinrizvi3068
    @syedminhazuddinrizvi3068 ปีที่แล้ว +1

    বাইকার ভাইয়েরা । আপনারা ফগ লাইট ব্যবহার করবেন না ।
    এর একটা সুনির্দিষ্ট কারণ আছে ।
    আপনারা যে ফগ লাইট গুলো কিনছেন তা diffused না ।
    light diffused হলে আলোটা তীর্যকভাবে কারো চোখে লাগে না ।
    যারা ভাবছেন যে প্রাইভেট কার ফগ লাইট থাকে তাহলে কেন আপনারা লাগাতে পারবেন না এর একটা কারণ হচ্ছে প্রাইভেট কারে light diffuse হওয়ার জন্য ডিজাইন করা থাকে । তবে একথাও ফেলে দেওয়ার মতো না যে কোন কোন প্রাইভেট কার আফটার মার্কেট অর্থাৎ নির্ধারিত সেফটি মেন্টেন ছাড়া যেসব চাইনিজ fog light modify আছে তা গাড়িতে ব্যবহার করে । যা আপনাদের বাইকের ফগ লাইট এর চেয়ে কোন অংশে কম না । প্রাইভেটকারে ফগ লাইট রাস্তা থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় ebong chassis থেকে নির্দিষ্ট গভীরতায় থাকে । সেই লাইট ও diffused করা থাকে । এর প্রাইভেট কর ব্র্যান্ড কোম্পানি এই কারণে গাড়িতে নির্দিষ্টভাবে লাগাতে পারে । defused light কি তা না জানা থাকলে একটু পড়ে নিবেন । এর একটি উদাহরণ হচ্ছে একটি টর্চ লাইট, যা কখনো diffused হয় না । এর জন্য অনেক কম শক্তিতে, অনেক বেশি আলো দিতে পারে । প্রাইভেট কারের হেডলাইট এর নির্দিষ্ট pattern ও আছে । এটি শুধু জানানোর উদ্দেশ্যে বলছি তবে অবশ্যই অনেকে এই ব্যাপারে জানে না বলে প্রাইভেটকারে ও প্রথমবার হেডলাইট নষ্ট হলে পরে যা পায় তা ভালো করে লাগায় না বলে সেই pattern টি আগের মত হয় না বা করতে পরে না । বাস এর লাইট ও একই অবস্থা থেকে তবে সব বাস না । Drive safe.. 🖤

  • @sujanmahanta2779
    @sujanmahanta2779 9 หลายเดือนก่อน +1

    অনেক চার্জার রিক্সার মধ্যে এরকম ফগ লাইট ব্যবহার হয় ঐ রিক্সাগুলো বন্ধ করে দেয়া হোক।

  • @masrulsheikh4175
    @masrulsheikh4175 2 ปีที่แล้ว +7

    আইন যদি সবার জন্য সমান হতো তাহলে সমস্যা ছিলো না।কিন্তু বাস,ট্যাক ইত্যাদি সব গাড়িতে ফগ ব্যবহার করে তাদের জন্য কী আইন আলাদা নাকি?

    • @gaming420_t
      @gaming420_t 8 หลายเดือนก่อน

      রাইট

  • @USAIDGAMER
    @USAIDGAMER 2 ปีที่แล้ว +16

    পুলিশের গাড়িতে এত্তো বড় বড় ফগলাইট লাগানো থাকে সেটা কিছু না । আমরা লাগলেই দোষ। তাদের জন্য আইন না আইন শুধু আমাদের জন্য । রাতের বাস গুল দেখলে বুঝা যায় লাইট কাকে বলে তাদের কিছু বলে না ।

    • @sirajulkhan1790
      @sirajulkhan1790 2 ปีที่แล้ว

      অন্যে দোষ করেছে তাই আমিও করি। এটা অনেকটা কুকুরের লেজে কামড় দেওয়ার মত। আপনিওতো দেখছি কুকুরের ঠ্যাংয়ে কামড় দিতে চান। তা দিন........ দাঁতে শান দিয়ে রাখেন।

  • @amimulislamsumon8592
    @amimulislamsumon8592 ปีที่แล้ว +3

    ভাইরে স্যারে এতোক্ষন সময় নিয়া মামলাটা লিখছে বোঝা উচিৎ ছিলো কেন লিখতে দেরি করছে???
    ৫০০ টাকা দিলেই তো ১০০০ টাকা গনা লাগতো না😁😁😁😁

    • @jubidajarin9461
      @jubidajarin9461 11 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @dalowerhossain7705
    @dalowerhossain7705 ปีที่แล้ว +1

    পুলিশ ভাইয়ের বিহেভিয়ার অসম্ভব ভালো ছিলো.

  • @GamingTURBO906
    @GamingTURBO906 2 ปีที่แล้ว +5

    Mamla diye akhon abar doya dekhasce

  • @neverseenbefore9375
    @neverseenbefore9375 2 ปีที่แล้ว +4

    Police er bike er mirror উল্টানো

  • @tmofficialbd8513
    @tmofficialbd8513 2 ปีที่แล้ว +19

    প্রথম দিকে ফক লাইট আমিও অপ্রোয়জন মনে করতাম, কিন্তু রাতের বেলায় ফগ লাইট এর আলো ছাড়া বাইক রাইড করা অনেক রিস্ক হয়ে যায়।

    • @shahalammuhammedulla
      @shahalammuhammedulla 2 ปีที่แล้ว +1

      রিস্কি রোডে বাইক এভয়েড করাই যুক্তিযুক্ত।

    • @md.shahinuralam6018
      @md.shahinuralam6018 ปีที่แล้ว +1

      Then avoid bike at night.

  • @newazemu6449
    @newazemu6449 ปีที่แล้ว +1

    আমি নিজেও বাইক চালাই,এসব ফগ লাইট এত্তো বিরক্তিকর,যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর সামনেতো কিছুই দেখা যায় না। এসব ফগ লাইট ওলাদের দেখলেই ডাবল মামলা দিবেন।

  • @bdalimfriends774
    @bdalimfriends774 2 ปีที่แล้ว

    Vai apni amader natorer manus..valo lagce vai apnar video ta

  • @lulupagla
    @lulupagla 2 ปีที่แล้ว +11

    পুলিশ সঠিক কাজ করছে।এই কারণে আমি হালকা এক্সিডেন্ট করছি।