Hanif Sanket Eid ul-azha Natok - Priyojon Nibas - প্রিয়জন নিবাস - 2011

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ค. 2019
  • এই নাটকটি হুমায়ুন ফরীদি অভিনীত শেষ নাটক
    Natok (TV drama) name: Priyojon Nibas - (Bengali: প্রিয়জন নিবাস) 2011
    Starring: Humayun faridi - হুমায়ুন ফরীদি, Dolly Johur - ডলি জহুর, Mir Sabbir - মীর সাব্বির, Anisur Rahman Milon - আনিসুর রহমান মিলন, Shahriar Nazim Joy - শাহরিয়ার নাজিম জয়, Deepa Khandakar - দিপা খন্দকার, Mirana Zaman - মিরানা জামান, Subhasish Bhowmik - শুভাশিস ভৌমিক and many others
    Writer: Hanif Sanket - হানিফ সংকেত
    Director: Hanif Sanket - হানিফ সংকেত
    Title music singer: Badshah Bulbul - বাদশাহ বুলবুল
    Title music lyric: Mohammad Rafiquzzaman - মোহাম্মদ রফিকউজ্জামান
    Title music tune: Ali Akbar Rupu - আলী আকবর রুপু
    Production: Fagun Audio Vision - ফাগুন অডিও ভিশন
    Subscribe to our channel Fagun Audio Vision and watch more shows of Ityadi and creations of Hanif Sanket.
    Warning:
    This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
    #Natok #EidNatok #BanglaNatok #HanifSanket #বাংলানাটক #নাটক #HumayunFaridi
  • บันเทิง

ความคิดเห็น • 704

  • @FagunAV
    @FagunAV  5 ปีที่แล้ว +418

    এই নাটকটি হুমায়ুন ফরীদি অভিনীত শেষ নাটক

    • @mdtitontiton3300
      @mdtitontiton3300 5 ปีที่แล้ว +15

      বন্ধু

    • @ashifreza6070
      @ashifreza6070 5 ปีที่แล้ว +8

      Onek dhonnobad ei NATOk guli deoar jonno.... please old ittadi gulao upload koren...

    • @MdMasud-kp7jg
      @MdMasud-kp7jg 5 ปีที่แล้ว +14

      হুমায়ুন ফরিদীকে আমরা এখন অনেক মিস করি

    • @mohammademammehedi7043
      @mohammademammehedi7043 5 ปีที่แล้ว +12

      ফরিদী আমার প্রিয়।

    • @user-eq4dc9xn9i
      @user-eq4dc9xn9i 5 ปีที่แล้ว +14

      আল্লাহ তাকে জান্নাত দান করুক আমিন

  • @valobasitomay.3571
    @valobasitomay.3571 5 ปีที่แล้ว +83

    চোখের পানিটুকু ঐসব বাবা-মায়েদের জন্য যারা শেষ জীবন এমন অসহায় হয়ে কাটিয়ে দেয়।
    স্যার হানিফ সংকেত এর নাটক দেখে শুধু শিক্ষাই পেয়েছি এতোদিন।
    আজকে চোখের পানিও পেলাম তবে সেটা নিজের।
    বাংলার ঘরের প্রতিটা পরিবারেই বাবা মায়ের এমন অবস্থা__হ্যা__হ্যা__আমার ঘরেও।
    বাবাকেও অনেক অনেক ধন্যবাদ (স্যার হুমায়ুন ফরিদী) বাবা রা কষ্ট পাওয়ার পরেও সেটা যে কাউকে বুঝতে দেয় না এই মানুষটা সেটা স্পষ্ট ফুটিয়ে তুলেছেন_______________মানুষটা এখন আর আমাদের মাঝে নেই আল্লাহ্ তাকে জান্নাতবাসী করুক।
    এমন বাস্তবতাকে ফুটিয়ে তোলার জন্য স্যার হানিফ সংকেত এবং ফাগুন অডিও ভিষনকেও জানাই স্বশ্রদ্ধ সালাম।

  • @mdjohirulislam4085
    @mdjohirulislam4085 5 ปีที่แล้ว +41

    নাটক টা দেখতে গিয়ে কয়েক বার স্টপ করেছি,শুধু চোখের পানি টা ধরে রাখতে।
    প্রবাসে না থাকলে বুজতাম না, মা বাবা ছাড়া থাকা টা কত কষ্ট।

  • @kobirhossen7860
    @kobirhossen7860 5 ปีที่แล้ว +121

    পুরা নাটকটা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না
    অনেক অনেক শুকরিয়া
    (হানিফ সংকেত ভাইজান)

  • @md.masumali6154
    @md.masumali6154 5 ปีที่แล้ว +92

    এই ঈদেও কত বাপ মায়ের যে এরকম বেদনা সইতে হবে একমাত্র আল্লাহই জানেন।
    সকল বাপ মা তাদের ছেলেমেয়ে নাতি নাতনিদের সাথে আনন্দে ঈদ করুক এই কামনাই করি

    • @mowsultana
      @mowsultana 5 ปีที่แล้ว

      আমরাও যাবো ঈদ করতে।কিন্তু মনটা খারাপ ।কারণ শশুর হজে গেছেন

  • @zafaruddin5739
    @zafaruddin5739 5 ปีที่แล้ว +43

    আমি এই প্রথম মন্তব্য করলাম অনলাইনে.. সুশিক্ষার অভাবে এমন উচ্চ শিক্ষিত মানুষ গুলো পিতা মাতার সাথে এমন আচরণ করে। হে আল্লাহ তুমি আমাদের কে সুচিন্তা করার সমর্থ দান করুন। আমিন

  • @rhvisiontv7005
    @rhvisiontv7005 5 ปีที่แล้ว +19

    হানিফ ভাইকে ধন্যবাদ-এতো সুনদর নাটক হানিফ ভাই ই বানাতে পারেন-নাটকটি দেখে কান্না চলে এসেছিল-আমার বাবা-মা বেচে থাকলেও বাবা মায়ের সাথে এক সাথে ঈদ করার সো ভাগ্য কোন দিন হইনি /আল্লাহ ফরিদি আংকেল কে বেহেস্ত নসিব দান করুন/--

  • @pasha-bhai
    @pasha-bhai 5 ปีที่แล้ว +36

    বর্তমান যুগের নাটকে এমন বাস্তবধর্মীতা নেই। সবাই প্রেম আর বিচ্ছেদ নাটক বানানোই ব্যস্ত।
    ভালো লাগলো, FAV কে ধন্যবাদ।
    আর শ্রদ্ধেয় মরহুম হুমায়ুন ফরিদী সাহেবের জীবনের শেষ অভিনিত নাটক এটি। স্মৃতি হয়ে থাকবে। 🌹

  • @nirjor3697
    @nirjor3697 5 ปีที่แล้ว +91

    হানিফ সংকেত স্যারের নাটক মানেই সমাজের মানুষের চোখ খুলে দেয়া। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।

  • @rubarahman4816
    @rubarahman4816 5 ปีที่แล้ว +129

    হুমায়ুন ফরিদী মরার আগে নাটকটি তে খুব শুকনো লাগতাছে,,,আল্লাহ তায়া’লা তাকে বেহেস্ত নসিব করুন আমিন

  • @konokrahmanbokul648
    @konokrahmanbokul648 4 ปีที่แล้ว +16

    কিংবদন্তি হুমায়ুন ফরিদী স্যারকে এভাবে দেখতে চাইনি..... শেষ বয়স টা একাকীত্ব আর বুকফাটা এক রাশ দুঃখ কষ্ট নিয়েই স্রষ্টার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন ওপারে....... মহান আল্লাহ ফরিদী স্যারকে জান্নাত দান করুন 😭🤲

  • @RubelIslam-gr9ce
    @RubelIslam-gr9ce 5 ปีที่แล้ว +28

    কি অভিনয়! কান্নায় দুচোখ ভিজে গেল।
    আহ! বাস্তবতা।

  • @juwelrana-ou1sv
    @juwelrana-ou1sv 4 ปีที่แล้ว +44

    অাপনাকে অসংখ্য ধন্যবাদ হানিফ স্যার, অাপনি এমনভাবে নাকট রচনা পরিচালনা করেন যা সর্বকালের শ্রেষ্ঠতম। অাপনি শুধু শিল্পী নন অাপনি অাজীবন সম্মাননীয় চির অমর শিল্পী।

  • @harunrashid9013
    @harunrashid9013 5 ปีที่แล้ว +131

    ভালোবাসার একটা নাটক।। অনেক কিছু শিখলাম। আমিও ভেবেছিলাম এবার ঈদে বাসায় যাবো না। না না । আমি বিবাহিত না।। যেতে চাচ্ছিলাম না অন্য কারণে। যা হোক এখন ই বাসায় ফোন দিয়ে আম্মুকে বলবো আমি আসছি।।

    • @kazimonir5808
      @kazimonir5808 3 ปีที่แล้ว +1

      অসাধারণ। খুব ভালো লাগলো।

    • @user-ld4dr2kl2j
      @user-ld4dr2kl2j 3 ปีที่แล้ว +8

      বিদেশেতে আছে 9 বছর হল দেশে যেতে পারি নাই নাটকটি দেখে কান্না ধরে রাখতে পারলাম না

    • @dewdrops5969
      @dewdrops5969 3 หลายเดือนก่อน

      হারুন সাহেব , যান বাবা মার কাছে। আপনার সাথে সাথে আমিও খুশি হবো । আপনার অনুভূতিকে সম্মান জানানো হবে।

    • @dewdrops5969
      @dewdrops5969 3 หลายเดือนก่อน

      আনিসুর রহমান মিলনের স্টার সুলভ ইমেজ না থাকলেও তার অভিনয় দক্ষতা প্রশ্নাতীত। মনযোগ সহকারে তার অভিব্যক্তি গুলো দেখলেই তার পরিপককতা বোঝা যায়।

  • @sonarbangladjmedia
    @sonarbangladjmedia 5 ปีที่แล้ว +36

    আগের অন্যরকম জনপ্রিয় হুমায়োন ফরিদী‌ অভিনেতা কে অনেক দিন পরে দেখলাম কে কে আমার সাথে একমত তারা লাইক দিয়ে সারা দিন

  • @ayeshajannat6648
    @ayeshajannat6648 4 ปีที่แล้ว +43

    হুমায়ূন ফরিদী স্যারের শরীরের এই অবস্থা সাথে নাটকে ছেলেমেয়েদের থেকে পাওয়া কষ্ট দুইটা মিলে আমার ভিতরে হাহাকার করতেছে।🙂

  • @musictv5800
    @musictv5800 5 ปีที่แล้ว +14

    কিছু বলার ভাষা নেই। শুধু বলতে চাই যারা মা-বাবাকে সম্মান করে না তাদের ও একদিন এমন হবে। গল্পটি খুবই ভালো হইছে সবাই ভালো অভিনয় করেছে।

  • @towiqkhan6169
    @towiqkhan6169 5 ปีที่แล้ว +16

    নাটকটি খুবই আবেগ মুখী এবং অনেক কিছু শিখার আছে। আমি বলব সন্তান বড় হলে তাদের কাছে কোন কিছু চাওয়াটাই হারাম।

  • @alamgirsadik8884
    @alamgirsadik8884 5 ปีที่แล้ว +31

    সত্যিই পুরো নাটক টি দেখার পর যেন ভাষা হারিয়ে ফেলেছি,,,চোখের জল বাঁধ মানলো না!!!!

  • @mrsmegnabazar4600
    @mrsmegnabazar4600 4 ปีที่แล้ว +14

    কি লিখব লেখার ভাষা হারিয়ে ফেলেছি।
    ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে। আজকে এই সমাজের শিক্ষিত সন্তান দের মাঝে নাটকটি তুলে ধরার জন্য

    • @mrsmegnabazar4600
      @mrsmegnabazar4600 2 ปีที่แล้ว

      নরসিংদী

    • @tasnimafroz4607
      @tasnimafroz4607 2 ปีที่แล้ว

      Ami r basa Khulna

    • @mrsmegnabazar4600
      @mrsmegnabazar4600 2 ปีที่แล้ว

      খুলনা কোন জায়গায়

    • @tasnimafroz4607
      @tasnimafroz4607 2 ปีที่แล้ว

      খালিশপুর গ্রামে ভিতর একটু হবে

  • @zahirabdulaziz2224
    @zahirabdulaziz2224 5 ปีที่แล้ว +15

    ভালো হয়েছে সবাই গুনি অভিনেতা জনাব হানিফ সংকেত সাহেব এক জন গুনি নির্মাতা ধন্যবাদ সবাই কে

  • @user-yj8gv6jg6n
    @user-yj8gv6jg6n 3 ปีที่แล้ว +6

    খুব ভালো লাগলো । আর এমন ছেলে মেয়ে যেন কারো ঘরে না হয় ।

  • @bilkisdecorators150
    @bilkisdecorators150 5 ปีที่แล้ว +10

    জীবন যুদ্ধে কঠিন সময় পার করছি মনে হয়, অবশিষ্ট বলে আর কিছু নেই আমার কাছে যা দিয়ে নিজেকে আগলে রাখবো। জীবনে এতো পরিক্ষা দিতে হবে জানা ছিল না।

  • @user-cu7kc4yu7m
    @user-cu7kc4yu7m 5 ปีที่แล้ว +15

    হানিফ সংকেতের নাটক মানেই আবেগ ঝর্ণাধারা

  • @SaifurRahman-nx9cr
    @SaifurRahman-nx9cr 5 ปีที่แล้ว +24

    মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। অনেক বছর হয় বাবা মার সাথে ঈদ করা হয় না। অনেক ইচ্ছা করে সেই দিন গুলো ফিরে পেতে। বিনম্র শ্রদ্ধা রইল সকল মা বাবার প্রতি।

    • @mdrifat8475
      @mdrifat8475 ปีที่แล้ว +1

      একই রকম অবস্থা অবহেলিত আমি একজন মা

  • @MehediHasan-hf3tp
    @MehediHasan-hf3tp 5 ปีที่แล้ว +33

    পুরো নাটকটা দেখে চোখের পানি আটকিয়ে রাখতে পারলাম না।
    নিজের মা বাবার কথা মনে পরছে চাইলেও
    মা বাবার সাথে কোন দিন ঈদ করতে পারবো না

  • @husainahmed2633
    @husainahmed2633 4 ปีที่แล้ว +6

    হানিফ সংকেত হচ্ছে
    বাংলাদেশের সম্পদ
    স্যালুট জানাই আপনাকে
    হানিফ সংকেত স্যার ..........

  • @mdkamrul-zo2oj
    @mdkamrul-zo2oj 5 ปีที่แล้ว +15

    সত্যিই অসাধারন নাটক টা দেখে আবেগ টা আর ধরে রাখতে পারলাম না। আসলে বাস্তব ধর্মি কাহিনি গুলো এই রকমি হয় । তাই মহান আল্লাহর কাছে দোয়া কোন সন্তান যেন তাদের বাবা মা কে অবহেলা না কারেন।

  • @jobaerhossain3210
    @jobaerhossain3210 5 ปีที่แล้ว +11

    হৃদয় ছুয়ে গেল,,,,,
    ধন্যবাদ হানিফ স‌‌ংকেত

  • @humayunkobir3216
    @humayunkobir3216 5 ปีที่แล้ว +4

    আসলে চোখের কোনে পানি চলে আসলো, বুজতে পারিনা কখন পানি গুলো জমে গেলো, সব বাবা মা ভালো থাকুক সেরা বাবা মা হিসাবে, আমিন

  • @Shovo95
    @Shovo95 4 ปีที่แล้ว +6

    ফরিদি স্যারকে খুব শুকনো আর রোগা লাগছে। কণ্ঠ কেমন বসে যাও্যা। মনে হয় মৃত্যুর আগে আগে করা নাটক

  • @tareqislamtareq9663
    @tareqislamtareq9663 5 ปีที่แล้ว +14

    হানিফ স্যার অনেক অনেক ভালবাসা রইলো আপনার প্রতি

  • @ZahidHossainFahim
    @ZahidHossainFahim 5 ปีที่แล้ว +32

    নাটকের কাহিনী, নির্মান এবং অভিনয়- সব কিছুই অসাধারণ।

  • @shiponahhamed5877
    @shiponahhamed5877 5 ปีที่แล้ว +4

    হানিফ সংকেত,,, মানেই নতুন কিছু শিক্ষা নতুন কিছু বুঝার জন্য হানিফ সংকেত,,, আর হুমায়ুন স্যার মানেই তো অনেক কিছু, পাওয়া, অনেক ভালো হয়েছে,,,

  • @milonakon6604
    @milonakon6604 5 ปีที่แล้ว +3

    মিস ইউ হুমায়ুন ফরিদী... এমন গুনী অভিনেতা বারবার আসেনা,হানিফ সংকেতের এমন আরো ভাল গল্প চাই।
    খুব তৃপ্তি লেগেছে,ধন্যবাদ সবাইকে।

  • @mohammadrubel3725
    @mohammadrubel3725 5 ปีที่แล้ว +12

    আসলে হুমায়ুন ফরিদের কথা অনেক মনে পড়লো

  • @nurunnaharjharna5081
    @nurunnaharjharna5081 ปีที่แล้ว

    বহু দিন পর অনেক সুন্দর একটা নাটক দেখলাম।নাটকটিতে বর্তমান সময়ের চরম সত্য ও বাস্তবতাকে তুলে আনা হয়েছে। বাবা মা তাদের যৌবনের সব টুকু সময় দিয়ে তাদের সন্তানদের আদর স্নেহ মমতায় মানুষ করে তুলে। অথচ এই সন্তান গুলোই গ্রাম ছেড়ে শহরে চাকরি করতে গিয়ে আর গ্রামে আসে না, মা বাবার কাছে নানান অজুহাতে।এযে কতো নির্মমতা বাবা মায়ের প্রতি। এমন সন্তান এর জন্য মাসের পর মাস বছর অপেক্ষা না করে নিজের বাড়িকে বৃদ্ধাশ্রম করে হাজারো ছেলে মেয়ের সাথে বৃদ্ধাশ্রমে থাকাই উত্তম।

  • @AbulHossain-ge7eh
    @AbulHossain-ge7eh 4 ปีที่แล้ว +4

    কেমন আছেন ইত্যাদি ভাই হানিফ সংকেত।। এই নাটক বাস্তবতার মিল রয়েছে মানুষ বাস্তবে বিশ্বাসি এবং ইত্যাদি।।।প্রবাসী নিয়ে নাটক চাই।।। ধন্যবাদ

  • @amirhossain9065
    @amirhossain9065 5 ปีที่แล้ว +26

    নাটক দেখে চোখের পানি দরে রাকতে পরলামনা আজ ১১বছর হয়ে গেলো বিদেশের বাহিরে মা বাবার
    ঈদ করা হয়নি কবে হবে নিজে ও জানিনা তার মঝে
    বাবা কে হারিয়েছি একন ছেলে মেয়েরা মা বাবার
    সাথে ঈদ করতে চায়না যে যুগ আসছে আর কত কিছু দেকতে হবে নিজেও জানিনা

    • @zamanshorpi4022
      @zamanshorpi4022 4 ปีที่แล้ว

      Amir Hossain-ami o apnar moto.12bochor bidesh achi.jani na kobe ma babar sathe Eid korte parbo

  • @bodrulalom2545
    @bodrulalom2545 3 ปีที่แล้ว +2

    হানিফ সংকিত কে অসংখ্য ধন্যবাদ , আমাদের এইরকম একটা নাটক দেখার জন্য

  • @tipsforsuccess2229
    @tipsforsuccess2229 5 ปีที่แล้ว +6

    হানিফ সংকেত এর প্রতিটি নাটকই বাস্তবমুখী অসংখ্য ধন্যবাদ এমন কঠিন বাস্তবতাকে তুলে ধরার জন্য

  • @shariefhussain3893
    @shariefhussain3893 4 ปีที่แล้ว +1

    নাটক টা দেখে সত্যি প্রসংশার ভাষা হারিয়ে ফেলেছি কি বলে ধন্যবাদ জানাবো ভাষা খুজে পাচ্ছি না, নাটক টা দেখে বুঝার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে, এমন অভিনয় এমন অভিনেতা আর হবে না, বিশেষ করে হুমায়ুন ফরিদির মতো অভিনেতা আর হবে না, স্পেশাল থ্যাংস পরিচালক হানিফ সংকেত স্যার কে এতো সুন্দর একটা নাটক আমাদের উপহার দেয়ার জন্য।

  • @tanbirabbasi3860
    @tanbirabbasi3860 3 ปีที่แล้ว +1

    পরিবার। সে তো এক বটতলার ছায়া। মা,বাবা,ভাই, বোন সবাই মিলে মিশে যেন একটা সুখ, দুঃখ ভাগাভাগির একান্তর মেলা।পরিবারের সাথে চলুন, কিছু কষ্ট হবে বাট মনের তৃপ্তি পাবেন। ধন্যবাদ হানিফ সংকেত স্যার।।

  • @md.basharmiya9408
    @md.basharmiya9408 4 ปีที่แล้ว +10

    আমি মনে করি আমরা যারা ঢাকা এবং দেশে বাহিরে আছি সবাই প্রতিদিন এক মিনিট করে কথা দরকার

  • @MdSharif-jd4ds
    @MdSharif-jd4ds 5 ปีที่แล้ว +11

    এই নাটকটি দেখে আমি কান্না দরে রাখতে পারি নাই

  • @TQTonni
    @TQTonni 5 ปีที่แล้ว +3

    এত্ত্ব সুন্দর নাটক।
    অসাধারণ লেগেছে, দুচোখ ভরে কান্না এসেছে।
    এখন এইটাই বাস্তবের চিত্র।
    আল্লাহ্‌ সবাইকে হেদায়েত দান করুক।

  • @peterpan-ky5cm
    @peterpan-ky5cm 5 ปีที่แล้ว +7

    খুব সুন্দর নাটক তবে ২য় পর্ব হলে ভাল হতো

  • @MdAmir-rq1zw
    @MdAmir-rq1zw 5 ปีที่แล้ว +13

    ছয় বছর দেশের বাহিরে, ঈদ কিভাবে কাটে,, আল্লাহ জানে

  • @saydulsumon6879
    @saydulsumon6879 5 ปีที่แล้ว +20

    এই নাটক টি হচ্ছে বাস্তবিক পাঠ্যপুস্তক শিক্ষার অনেক বিষয় আছে।

  • @karimaahmed812
    @karimaahmed812 3 ปีที่แล้ว +5

    নাটক টা খুব কষ্টের শিক্ষার অনেক কিছুই আছে । বাবা মা কত কষ্ট করে সন্তান দের কে বড় করে পরে বাবা মা পর হয়ে যায়😭😭😭

  • @HasanEetartainmentBD
    @HasanEetartainmentBD 5 ปีที่แล้ว +27

    ফাগুন অডিও বিসোনের জন্য কলিজা থেকে শুভ কামোনা রইলো কারুন এই চ্যানেলটি সব সময় সামাজিক জিনিস তুলে ধরে বলে।
    আর ইত্যাদির জন্য তো রইল ভালোবাসা

  • @MatribhashaTelevision
    @MatribhashaTelevision 5 ปีที่แล้ว +5

    হুমায়ুন ফরীদি ছিলেন একজন শক্তিমান অভিনেতা। নাটকটি সুন্দর।

  • @zabiribnealom6558
    @zabiribnealom6558 5 ปีที่แล้ว +10

    সেই ক্লাস ফোরে দেখেছি।এতদিন পর দেখে খুব ভালো লাগল।

    • @asadibne1064
      @asadibne1064 4 ปีที่แล้ว +1

      Ami 2011sale class five chilam.😀😀😀😀😀😀😀

  • @birdseyebangladesh3011
    @birdseyebangladesh3011 5 ปีที่แล้ว +6

    হানিফ সংকেত একজন বাস্তবধর্মী নাটক নির্মাতা। তার প্রতিটি নাটকে অনেক শিক্ষণীয় দিক রয়েছে। যা থেকে শিক্ষা নিয়ে আমরা সমাজে বিদ্যমান অনেক সমস্যার সমাধান করতে পারি ।

  • @hossainshakil545
    @hossainshakil545 ปีที่แล้ว

    প্রথমত ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যারকে। তারপর অসংখ্য ভালবাসা কিংবদন্তি অভিনেতা শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি স্যার সহ এই নাটকে কাজ করা প্রতিটি মানুষের প্রতি। এত ভালো মানের একটি নাটক যা সমাজের বাস্তবতার নিরিখেই রচিত। এই কাজগুলোই হুমায়ুন ফরিদি স্যারকে বাঁচিয়ে রাখবেন শত বছর।

  • @ashikparves9313
    @ashikparves9313 5 ปีที่แล้ว +16

    হানিফ সংকেত মানের সমাজের নানা অসংগতির সাথে বিনোদন,
    অনেক ভাল লাগল,,,

  • @swapandas5230
    @swapandas5230 3 ปีที่แล้ว +4

    মাতা-পিতা সর্বদাই সন্তানের সান্নিধ্য কামনা করে,,,,,,,ভালো একটা নাটক।

  • @mdgazi1374
    @mdgazi1374 3 ปีที่แล้ว +2

    এসব নাটক নাদেখলে বাংলা নাটকের মজা কি বাবে বাঙ্গালী বোজবে হেতেরা শুধু স্টার জলসা আর জি বাংলা নিয়া বইসা থাকে,,,। ধন্যবাদ,,, হানিফ ভাই এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য

  • @mdshahjalal4835
    @mdshahjalal4835 3 ปีที่แล้ว +1

    Really বাস্তবতা তুলে ধরা জন্য অনেক অনেক ধন্যবাদ ।

  • @shohanurrahman3401
    @shohanurrahman3401 3 ปีที่แล้ว +2

    সবাই অনবদ্য অভিনয় করেছে।।। চারপাশে ঘটে যাওয়া বাস্তব জীবনের চিএ। এক কথায় ভাষায় প্রকাশ না করার মত প্রসংশনীয় ।

  • @sumonspoem6510
    @sumonspoem6510 5 ปีที่แล้ว +11

    যে নাটক গুলো দেখলে প্রশান্তি অাসে

  • @momtajuddinakash161
    @momtajuddinakash161 3 ปีที่แล้ว +3

    হুমায়ুন ফরিদী স্যার অভিনয় জগতে একজন উজ্জ্বল নক্ষত্র। এমন শক্তিমান অভিনেতা বিরল

  • @mohammadmoniruzzamanmiah9647
    @mohammadmoniruzzamanmiah9647 4 ปีที่แล้ว +1

    নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। করোনাকালীন এই দুর্যোগের কারণে দেশে যেতে পারিনি। কিন্তু বিদেশে থেকেও পরিবারের সকলের ঈদের চাহিদা মিটিয়েছি। বাবা মারা গেছেন ২০১৪ সালে। যখনি দেশে গিয়েছি বাবা মায়ের সাথে নিজের বউ বাচ্চা নিয়ে ঈদ করেছি। আহা! গ্রামে বাবা মায়ের সাথে ঈদে যে কি আনন্দ। কিন্তু কিছু কিছু অমানুষ এই বিষয়টি বুঝেনা। নিজেকে সৌভাগ্যবান মনে করি যখন ভাবি যে প্রবাসী হবার পরেও আল্লাহ্‌ আমাকে তৌফিক দিয়েছেন বাবার মৃত্যুর আগে তার চিকিৎসা সংক্রান্ত সবকিছু করতে পেরেছি এবং মৃত্যুর সময় তার মুখে শেষ পানিটুকু নিজ হাতে দিতে পেরেছি। আমাদের মাঝেই কিছু কুলাঙ্গার আছে যারা নিজের বাবা মাকে সময় দেয়না। ধিক্কার জানাই এজাতীয় অমানুষদের। বৃদ্ধ বয়সে তাদের জন্যও অপেক্ষা করছে কঠিন সময়, আর মৃত্যুর পরে জাহান্নাম।

  • @tanoydas1582
    @tanoydas1582 5 ปีที่แล้ว +3

    আমাদের একজন ফরীদি ছিলো।

    • @BNG3971
      @BNG3971 5 ปีที่แล้ว

      শুধু তাইনা, এমন কিংবদন্তীকে প্রকৃত সম্মান অামরা দিতে পারিনি!! ধন্যবাদ অাপনার মন্তব্যের জন্য।

  • @mainuddin4527
    @mainuddin4527 5 ปีที่แล้ว +24

    আমাদের সমাজে এখন এরকম ঘটনা ছলছে এই নাটক টি দেখে আমাদের সমাজে যুবক ছেলে মেয়ে গেন নেয়া উচিত ।

  • @mdrashedulhasan
    @mdrashedulhasan 3 ปีที่แล้ว +1

    নাটকটি এককথায় অসাধারণ, সবাই তাদের সেরাটা দিয়ে অভিনয় করেছে। হুমায়ুন ফরীদি স্যার এর কথা আলাদা করেই বলতে হবে।

  • @hearttuhin
    @hearttuhin 4 ปีที่แล้ว +1

    সত্যি অতুলনীয় । হানিফ সংকেত চাচার সব নাটক যা ভাষায় প্রকাশ করার মত নয় । ধন্যবাদ এমন সামাজিক চিত্র গুলো তুলে ধরার জন্য ।

  • @MdAktar-vp7be
    @MdAktar-vp7be 3 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর একটা নাটক খুব খুব খুব ভালো লেগেছে চখের পানি ধরে রাখতে পারিনি অনেক কেদেছি জানিনা কেনো।

  • @mdazizulhaque1130
    @mdazizulhaque1130 5 ปีที่แล้ว +14

    সত্যিই অসাধারণ এই নাটক টা এমন নাটক এখন আর দেখা যাইনা এখন শুধু প্রেম আর ভালবাসা আর কান্না ছাড়া আর কিছুই নাই

  • @sidddikami498
    @sidddikami498 4 ปีที่แล้ว +1

    এই নাটক অনেক সুন্দর একটা নাটক, আপন মানুষকে নিয়ে সুখে থাকতে সবাই পারেনা,সন্তান বড় হয়ে গেলে বাবা মায়ের কথা ভুলে যায়,বাবা মার মূল্য সব সন্তানেরা দিতে জানে না,আর যারা বাবা মায়ের মূল্য দিতে জানে,তারা বাবা মাকে কাছে পাইনা,আল্লাহ কি খেলা খেলছে,শুধু আল্লাহ ই ভালো জানে,বাবা মা যেদিন থাকবে না,সেই দিন বুঝবে সন্তান এরা, এই পৃথিবীতে সুখ কি জিনিস ছিলো,সব শূন্যতা পুরণ হবে কিন্তু বাবা মায়ের শূন্যতা কখনোই পুরণ হবে না, আশা করি এই নাটক থেকে আমরা অনেক কিছু শিখবো।

  • @belaluddinbelal6202
    @belaluddinbelal6202 4 ปีที่แล้ว +2

    নাটকটা পুরা দেখলাম, চোখে পানি চলে এসেছে, আল্লাহপাক রাব্বুল আলামিন হানিফ সংকেত কে অনেকদিন বাঁচিয়ে রাখুক, এই নাটকের ঘটনাটা আমাদের বাড়ি তে হয়, আমার দুই ভাইয়ের জন্য,

  • @MDSajibSarkar05
    @MDSajibSarkar05 5 ปีที่แล้ว +13

    Only 36 minutes but history is really to long. This 36 minutes included many characters.

  • @sahjadimr8926
    @sahjadimr8926 3 ปีที่แล้ว +3

    ধন্যবাদ জনাব হানিফ সংকেত, আমাদের হৃদয়ে অনেক দিন বেঁচে থাকুন।

  • @ahammedkausar8594
    @ahammedkausar8594 5 ปีที่แล้ว +4

    আসলেই এমন নাটক আজকাল আর দেখা যায় না!!! অনেক অনেক ধন্যবাদ এমন এক‌টি নাটকের জন্য, অনেক মিস করি বাবা মাকে দুবাই থে‌কে ........

  • @rokeyaparvin7683
    @rokeyaparvin7683 4 ปีที่แล้ว +4

    (November-2019) Natok dekhe amra choker pani dhore rakte pari na .Othoso Bastobe arokom onek hosse. Alltala sokolke hedayet dan korun.Amin.

  • @mollarafiqulislam3787
    @mollarafiqulislam3787 3 ปีที่แล้ว +1

    বাস্তবতা বরই কঠিন, অনেক ভালো লাগলো নাটকটি,

  • @educationmedia4755
    @educationmedia4755 3 ปีที่แล้ว +2

    শিক্ষনীয় নাটক. ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।

  • @mahafuzabegumdipali4760
    @mahafuzabegumdipali4760 ปีที่แล้ว +1

    নাটকটা দেখে মা কথা খুব মনে পড়ছে মনে হচ্ছে মা যদি বেঁচে থাকতো এখনই মার সাথে কথা বলতাম মাকে খুব মনে পড়েছে আমার খুব কান্না পাচ্ছে নাটকটি দেখি আমার অনুরোধ রইল এ ধরনের নাটক যেন প্রচার করা হয় সবার অভিনয় মনে হচ্ছে সত্যিকারের কথা বলছে কোন নাটক না

  • @AvikHrihan
    @AvikHrihan 5 ปีที่แล้ว +14

    Missing The Legend Humayun Faridi

  • @FaysalAhmed-FaysalAhmed-1994
    @FaysalAhmed-FaysalAhmed-1994 5 ปีที่แล้ว +18

    পৃথিবীতে মা বাবা ছাড়া আপন কেউ নেই 💯% এমন বাবা মার খারাপ ব্যাবহার কররো কেউ ❎❎❎ বাবা মা না থাকলে বুঝা যায় , মা বাবা কত আপন। যা থাকলে বুঝা যায় না 🤣🤣🤣

  • @rajiyasultna8345
    @rajiyasultna8345 5 ปีที่แล้ว +5

    নাটক টি দেখে আজ সারাদিন মানসিক অসুস্থতা মনে হচ্ছে বাবা তুমি নেই ,,
    কিন্তু তোমার সেই মধুর ডাক আর ভালোবাসা কখনো পাবোনা , বাবা তুমি চলে গেছো না ফেরা দেশে !!

  • @tjt8354
    @tjt8354 5 ปีที่แล้ว +21

    বাস্তবতা বড়ই কঠিন 😢😢

  • @muktam2874
    @muktam2874 ปีที่แล้ว

    অসাধারণ একটা নাটক,, সন্তানদের বাবা,মা কে কষ্ট দেয়া ঠিক না,,তাদের ও সন্তান আছে

  • @MdMonir-on4eb
    @MdMonir-on4eb 5 ปีที่แล้ว +3

    হানিফ সংকেতের নাটক মানেই ভাল গলপের, এবং অসাধারণ

  • @MDTuhin-vo4tg
    @MDTuhin-vo4tg ปีที่แล้ว +1

    আহ্হা কি সাবলীল অভিনয়, কি সুন্দর বাস্তব গল্প। ফরীদি স্যারের সে নাটক 😞

  • @bodrulalom2545
    @bodrulalom2545 3 ปีที่แล้ว +2

    সত্যি অসাধারণ একটা নাটক টা,চোখের কোনায় পানি চলে আসছিল

  • @hamocell491
    @hamocell491 5 ปีที่แล้ว +5

    হানিফ সংকেত স্যার মানেই বাস্তব সন্মত কিছু।

  • @momtajuddinakash161
    @momtajuddinakash161 3 ปีที่แล้ว +1

    মিলন ভাইয়ের অভিনয় টা হৃদয় ছুঁয়ে গেছে

  • @MdShamim-sj4fz
    @MdShamim-sj4fz 5 ปีที่แล้ว +2

    আমি একজন প্রবাসী তিন বছর ধরে মা বাবার কাছ থেকে দূরে আছি।অনেক কষ্ট হয় বাবা মার কথা মনে হলে।আর নাটকের মতো ছেলে মেয়ে যেনো কারোর না হয়।

  • @ShafikulIslam-jw1bj
    @ShafikulIslam-jw1bj 4 ปีที่แล้ว +7

    Hanif sonket... A Living legend of Bangladesh...

  • @khondokerpalash6740
    @khondokerpalash6740 5 ปีที่แล้ว +5

    পাঁচ মিনিট দেখার পর ই চোখে পানি চলে আসলো

  • @rubarahman4816
    @rubarahman4816 5 ปีที่แล้ว +4

    চোখের অজান্তেই সব জল গড়িয়ে পড়ল

  • @kuwaittobangladeshblog3113
    @kuwaittobangladeshblog3113 5 ปีที่แล้ว +1

    চারটি ঈদ প্রিয়জনদের ছাড়া করেছি খুব কষ্ট লাগে আনন্দের দিন গুলোতেও প্রিয়জনদের ছাড়া।
    আসলে সবার স্বপ্ন বাড়ি যায়না।
    কারন আমি যে প্রবাসী।
    হে আল্লাহ তুমি আমার বাবা মাকে সব সময় সুস্থ রেখে নেক হায়াৎ দান করো।
    আমিন

  • @FaysalAhmed-FaysalAhmed-1994
    @FaysalAhmed-FaysalAhmed-1994 5 ปีที่แล้ว +15

    এমন ছেলেমেয়ে পৃথিবীতে না থাকা ভালো, যারা মা বাবা ছেড়ে, ছেলেমেয়ের শশুর, শাশুড়ী নিয়ে আনন্দ ফুর্তি করে বেশি 😡😡😡 মা বাবাকে দুঃখ দিয়ে,,,,, এটি নাটক হলেও, বাস্তব 🤣🤣🤣 এমন বেয়াদব ছেলেমেয়ে আছে 😡😡

  • @live_artistic
    @live_artistic 4 ปีที่แล้ว +37

    নাটকের কমেন্ট পড়ে বুঝতে পারছি দেশে ভালো সন্তানের কোনো অভাব নেই।
    তবুও কেন জানিনা, দেশে দিনে দিনে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে!

    • @santisinha2263
      @santisinha2263 ปีที่แล้ว

      সত্যি ই কি ভালো সন্তানের অভাব নেই?

  • @ibnsarfuddin8091
    @ibnsarfuddin8091 4 ปีที่แล้ว +3

    শাশুড়ি অপেক্ষা করছে শুনে অস্থির! আর, মা অপেক্ষা করছে শুনে বিরক্ত!

  • @sohel_molla
    @sohel_molla 4 ปีที่แล้ว +1

    হানিফ সংকেতের নাটক গুলো অনেক সেরা।

  • @haidorali272
    @haidorali272 3 ปีที่แล้ว

    চোখের পানি ধরে রাখতে পারলাম না, সত্যি ই অসাধারণ ইস্যু।😥😥😥

  • @abdulkabir4385
    @abdulkabir4385 4 ปีที่แล้ว

    এতো সুন্দর একটা নাটকে এতো কম লাইক,আর প্রেম বিষয়ে কোনো কিছু আপডেট হলেই সাথে সাথে হাজার হাজার লাইক কমেন্ট। এতে করেই বোঝা যায় আমাদের ভবিষ্যত প্রজন্ম কতটা ধ্বংসের দিকে যাচ্ছে। এমন নাটকতো তরাই দেখে যারা বাবা মা, প্রিয়জন, প্রতিবেশি দেশ এবং মানুষকে ভালোবাসে। হানিফ সংকেত স্যারকে ধন্যবাদ দিলেও কম হবে, হানিফ সংকেত স্যার বরাবরি শিক্ষামুলক ও সচেতনমুলক একটা নাটক উপহার দিয়ে থাকেন।

  • @mshalimakhatun.7754
    @mshalimakhatun.7754 ปีที่แล้ว +1

    নাটক টা সত্যি বাস্তব এর সাথে মিলানো এই রকম ঠিক বাস্তবে ঘরে,,, আর ভিডিও টা দেখে খুব খুব কান্না চলে আসছে। 😭😔 আপনের থেকে পর অনেক ভালো। পরের ছেলে,, মেয়ে যা সেটা আপন ছেলে, মেয়েরা ও করে না ভিডিও টা ভালো লাগলো। 😭😭😭😭😭