বৃহস্পতির চাঁদে কি বরফে ঢাকা সমুদ্র? থাকতে পারে প্রাণও! খুঁজে দেখতে নাসা পাঠাচ্ছে নতুন মহাকাশযান ||
ฝัง
- เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024
- NASA has approved mission to study Jupiter’s moon Europa
NASA Europa Clipper Mission
বৃহস্পতির চাঁদে কি বরফে ঢাকা সমুদ্র? থাকতে পারে প্রাণও! খুঁজে দেখতে নাসা পাঠাচ্ছে নতুন মহাকাশযান
এখনও পর্যন্ত বৃহস্পতির ৯৫টি উপগ্রহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ইউরোপা উপগ্রহটিতে বরফের আস্তরণের নীচে জলের বিশাল সমুদ্র থাকতে পারে বলে বিজ্ঞানীদের অনুমান।
Europa Clipper Mission, বৃহস্পতির চাঁদ ইউরোপায় প্রাণের অস্তিত্ব খুঁজতে যাচ্ছে এসইউভি গাড়ির আয়তনের নাসার মহাকাশযান, spacecraft will find if jupiters icy moon europa has conditions for life, Europa, Jupiter, Life In Europa, Jupiter Moon Europa, Nasa, Nasa News, Nasa Video, Nasa JPL, Jet propulsion Laboratory, Travel Shooters, Space News, Europa News, Jupiter News, Europa Clipper Mission News, Europa Clipper Mission Nasa, Icy Moon Europa, Existence of Life, Jupiter Icy Moon Europa, Jupiter Moon Europa,
পৃথিবীর বাইরে অন্য কোনও গ্রহ মনুষ্য বসবাসের যোগ্য কিনা, তা জানতে অনেকদিন ধরেই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কিনা, বা ভবিষ্যতে এই গ্রহ মানুষের বসবাসযোগ্য হবে কিনা, তা জানতে চলছে পর্যবেক্ষণ। এবার জানা গিয়েছে যে, বৃহস্পতি (Jupiter) গ্রহের Icy Moon Europa- তে প্রাণের সন্ধান রয়েছে কিনা তার খোঁজ চালাবে একটি মহাকাশযান, যার আয়তন অনেকটা এসইউভি (SUV) গাড়ির মতো। এই Icy Moon Europa- তেও মূলত সন্ধান চালানো হবে যে আগে এখানে প্রাণের অস্তিত্ব ছিল কিনা বা আগামী দিনে তা মনুষ্য বসবাসযোগ্য হবে কিনা। অর্থাৎ প্রাণ থাকার শর্তাবলী এখানে রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হবে।
জেট প্রপালসন ল্যাবরেটরি (জেপিএল)- তে ইতিমধ্যেই ওই মহাকাশযানের বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত করা শুরু হয়েছে। এই মিশনের নাম Europa Clipper। এই অভিযানের সময়েই বৃহস্পতির Icy Moon Europa- র পাশ দিয়ে বেশ কয়েকবার প্রদক্ষিণ করবে মহাকাশযান। ওই এলাকার বিভিন্ন কক্ষপথের মধ্যে দিয়ে প্রদক্ষিণ করবে এসইউভির আকার-আয়তনের ওই মহাকাশযান। বাস্তবে ইউরোপা একটি অজানা জগত যাকে বিজ্ঞানীরা বলছেন এলিয়েন ওয়ার্ল্ড। আর এই অজানা দুনিয়াতেই প্রাণের অস্তিত্ব ছিল কিনা বা আগামী দিনে তা মানুষের বসবাসের যোগ্য হতে পারবে কিনা সেটাই পর্যবেক্ষণ করে দেখবেন বিজ্ঞানীরা। সেই জন্য চলবে পরীক্ষা নিরীক্ষ, পর্যবেক্ষণ এবং উপযুক্ত উপাদানের খোঁজ। বিজ্ঞানীরা জানিয়েছেন, Europa Clipper Mission এর জন্য যে মহাকাশযান ব্যবহৃত হবে তার যন্ত্রাংশ সম্পূর্ণ রূপে জেপিএল ল্যাবরেটরিতে একত্রিত করা হয়ে গেলে তার আয়তন হবে একটি এসইউভি গাড়ির সমান। এছাড়াও এই মহাকাশযানে থাকবে সোলার অ্যারে, যা একটি বাস্কেটবল কোর্টে বিস্তৃত হওয়ার জন্য যথেষ্ট। ২০২৪ সালে এই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। নাসা- ই এই পুরো মিশনের দায়িত্বে রয়েছে। চলতি বছরের শেষের দিকে মোটামুটি ভাবে ওই মহাকাশযানের যন্ত্রাংশ একত্রিত করার কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
মূলত নাসার Europa Clipper মিশনে ৯টি ইন্সট্রুমেন্ট বা যন্ত্রাংশের একটি একত্রিত ভার্সান পাঠাবে নাসা। এর মধ্যে থাকবে ক্যামেরা এবং স্পেক্ট্রোমিটার। ইউরোপার পৃষ্ঠদেশের হাই রেজোলিউশন ছবি তোলার জন্য এই ক্যামেরা এবং স্পেক্ট্রোমিটার ব্যবহার করা হবে। ইউরোপার সাগর, বরফের আস্তরণ, ইউরোপা গঠনের উপকরণ, গাঠনিক প্রক্রিয়া সবই খতিয়ে দেখবে এই মহাকাশযান। জানা গিয়েছে, এই স্পেসক্র্যাফট ইউরোপার পাশ দিয়ে অন্তত ৪৫ বার উড়ে যাবে। এই স্পেসক্র্যাফটে একটি ম্যাগনেটোমিটার থাকবে যা ইউরোপার চৌম্বকীয় ক্ষেত্রের শক্তি এবং দিক পরিমাপ করবে। এর মাধ্যমে সাগরের লবণতা বুঝতে পারবেন বিজ্ঞানীরা। এছাড়াও এখানকার সাব-সারফের ওশান বা ইউরোপার তলদেশে থাকা সাগরের উপস্থিতি নিশ্চিত করবে মাধ্যাকর্ষণের পরীক্ষা নিরীক্ষা।
এর পাশাপাশি একটি থার্মাল ইন্সট্রুমেন্ট থাকবে যা ইউরোপার বরফাবৃত পৃষ্ঠদেশে বা তার কাছাকাছি এলাকায় তুলনায় গরম জল কখনও পাওয়া গিয়েছিল কিনা বা যাবে কিনা তার সন্ধান করবে। এছাড়াও ইউরোপা চাঁদের পাতলা বায়ুমণ্ডলেও জল এবং ক্ষুদ্র কণার সন্ধান চালানো হবে। বৃহস্পতির চারপাশে যে ৫৩টি চাঁদ প্রদক্ষিণ করছে তার মধ্যে অন্যতম হল ইউরোপা।
#EuropaClipperMission #Jupiter #NASA #Europa
ভিডিও আসার সাথে সাথে দেখে ফেললাম খুব ভালো একটা তথ্য
দাদা James web space telescope নিয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ রইলো
Ha, Recent James Web Space Telescope discovered a terrified object in Space. NASA informed it.
দাদা অসাধারণ খবর ভালো তো লাগবেই ।
ভাই দাদা আমি সিঙ্গার থেকে দেখছি।
বাংলাদেশ বরিশাল বিভাগ থেকে দেখছি দাদা 🇧🇩❤️✌️
আমি হাওড়া জগদীশ থেকে বলছি, এই খবর খুব সুন্দর ও ভালো লাগে, দেখতে ও খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারি,আমার খুব ভালো লাগে, ভালো থাকবেন। 🙏👍
ভিডিও জন্য অপেক্ষা য় র ইলাম
Dada ..Fust comment fust like ..oshadaron vai ..
এটা খুবই ভালো খবর
Dada 6 bochor dhore opekkha korbo . . Abr thik 6 bochor por ei mission er success video dekhbo tomar channel e . . Mon theke wish korchi ei mission ta je korei hok jano seccessful hoye . .
দাদা অসাধারণ তথ্য
বাংলাদেশ 🇧🇩 থেকে 🌹 দেখি 🌹 অনেক 🌹 ভালো 🌹 লাগে 🌹👍✌️❤️❤️❤️
খুব ভালো খবর
খুব সুন্দর
Very very nice
আমি আছি আপনার সাথে
খুব ভালো লাগলো তবে এই ছয় পর্যন্ত বেঁচে থাকবো কি-না জানি না!
যাও ভাই সাঁতার কাটো।আমিও আইতাছি।
Very nice❤❤❤❤
সুন্দর
Nice 🥰💖❤️💖❤️💖❤️
Fast comment😂😂😂😂
❤❤❤❤
স্যার আপনার জন্য একটা গিফ্ট পাঠিয়েছিলাম। আপনার বাড়িতে আপনার হাতে কি সেটা এসেছে। জানাবেন। Sir
Ki chilo Gift ti ?
আরিফ আমি জানি তুমি আমার ওপর অনেক রাগ করে আছো আমি তোমাকে এতবার করে রিপ্লাই দি তোমার কাছ থেকে কোনো উত্তর পাইনা আজকের কমেন্টে যদি না উত্তর দাও আমি এই চ্যানেল থেকে বেরিয়ে যাবো 😢😢😢
❤❤🧡🧡🇮🇳🇮🇳
Jupiter er Moon e ocean. Khub interesting laglo.
Dhonnobad 🎉
Paru tumi amake ki riplai diyecho ami na dekhar agei tumi delete kore diyecho
@ Swadhin Apni Banglai likhesen keno namti eta jante cheyechilam .
@@parumaksuda5589 tomake ke boleche nam sudhu English e likhte hoi
@@স্বাধীন-থ৭শ Ta bughate chaini. Apnake English e likhte dekhesilam age joto tuku mone pore.
@@parumaksuda5589 কত বছর আগে দেখছিলে 10 বছর 30 বছর
পুরুলি়ায় থেকে কেকে দেখছ
❤❤❤❤❤❤❤❤❤❤
স্যার আমি ওই উরোপাই হারিয়ে যেতে চাই😢😢😢
Ay taka diye Podma setu hoto 2 ta
কেউ কি আমার বন্ধু হবে 🥰🥰🥰❤❤❤
কেমন বন্ধু
ওকে
আমি আছি
আমি তোমার বন্ধু হতে চাই❤
Ye malta nighat onno planeter mal
সপ্ন ছিল ইউটিউবার হবার কিন্তু মনে হয় আর সপ্ন পুরন হবে না😢😢😢😢
keno ?
আমাকে কেউ সাপট করে না বলে
Korbo
তুমি কড়াই কে বলছো দেখছি ভালো ভালো ভিডিও বানাও সাপোর্ট করবো ❤❤
ঠিক তাই @@biswanathdas-420_
Akash frome Dhaka monshiganj bikrompure. .😊
নাসার এই অভিযান বাদ দিয়ে 42 হাজার কোটি টাকা এই এত টাকা গরীব দের কে দান করা হোক
শখ কম নয় 😡
👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
পৃথিবী ছাড়া আর কোথাও মানুষ বসবাস করতে পারবে না,এসব ফালতু খরচ না করে পৃথিবীর জীবন্ত মানুষের উপকার করা হোক।
ধরে নিলাম জল পেয়েছে
বা বসবাসের মতো অক্সিজেন পাওয়া গেছে, তো ৬ বছর লাগবে পৌছাতে, তাহলে কোন দুঃখে এত টাকা খরচ করার প্রয়োজন? সেখানে তো আর মানুষ যেতে পারবে না ৬ বছর জার্নি করে।।
Dada ..uropea te amar name jabe dada 🎉🎉 .. Ami onek khushi dada ...😊octebor month ar 10 tarikhe a 😊 jabe ..