স্বাগতম আপনাকে আমাদের ভাটিয়ারীতে🌹। শুকরিয়া জানাই আল্লাহর কাছে যিনি আমাদেরকে এত অপরূপ সৌন্দর্যময় এলাকায় জন্ম স্থান করে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। স্যার, আপনাকে অনেক ভালো লাগে। আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। পরেরবার যখন ভাটিয়ারীতে আসবেন কিনবা বাংলাদেশে আসবেন আমাদের বাড়িতে গরিবের এককাপ চা খেয়ে যাবেন।
সত্যি বলতে কি ফারুক ভাই আপনি যেভাবে বাংলাদেশকে দেখছেন বা দেখেন খুব কম লোকেই তা দেখতে পারে। সুন্দর এর ভিতরে থেকেও অনেকে সুন্দর খুঁজে পায়না। আর আপনি বিন্দুতে সিন্ধু খুঁজে বের করতে পারেন। অসাধারণ। অনেকদিন মনে থাকবে এই ভিডিওটা। খোদা হাফেজ।
আসসালামুয়ালাইকুম ভাইয়া নিশ্চিত আপনি একজন সুন্দর মনের মানুষ তাই আপনার চোখে সব সুন্দর আর আপনার মধ্যে দেশ প্রেম আছে এতে কোন সন্দেহ নেই আমি সবসময় দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখোক আমিন আল্লাহ হাফেজ!!?
This place is really beautiful , you should see just after rains ,green takes its amazing colour.Eye pleasing beauty. I used to visit this place quite often when I was in ctg.
After more than one year I am able to see my birth city through your camera. Thank you. This is the place I have been grown up with and vatiary is really one of the best scenic beauty of Bangladesh, not so many people know about that. I used to sit on chairs at the afternoon in golf garden restaurant with my friends also!
আসসালামুয়ালাইকুম ফারুক ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমার কিছু ARMY OFFICER আত্নীয় স্বজন ও বন্ধু বান্ধবের কল্যানে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের প্রায় সব অঞ্চল ঘুরে বেড়িয়েছি। অসম্ভব সুন্দর এক জায়গা। তবে আপনার মতো আমারও কিছু মানুষের বোকামি চোখে পড়েছে। আমি জানি না আমরা কবে নিজেকে সুধরাব । কেন আমাদের বোধদয় হয় না আল্লাহ জানেন। একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারিনা, সব সরকার করবে এই মানুষিকতার থেকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে সুন্দর করি। দেশী-বিদেশী পর্যটকদের আমন্ত্রণ জানাই এই এই রুপশী বাংলাদেশ কে উপভোগ করার জন্য - ধন্যবাদ।
এই চ্যানেলের কয়েকটা ভিডিও শুধু দেখেছি, মজা লেগেছে!! হয়তো এত মজা অন্য কোন ইউটুব চ্যানেলে এখনো পাইনি!! ধন্যবাদ, জীবনের মূল্যবান সময়গুলো শেয়ার করার জন্য ☺ ☺
কি সুন্দর মেঘ, ছোটো বেলা যেমন আমরা মেঘ আঁকতাম। বাংলাদেশ দেখি আর ভাবী, প্রকৃতি এতো দিয়েছে, আমরা তার যত্ন নিই না আগলে রাখি না। এই যে লেক, ক্লাব সব চেনা লাগে, আলাদা মনে হয় না। আসলে তো আগে একটাই দেশ ছিলো। ক্লাবের সুপ বোল গুলো ও তো এক রকম। কালো মেঘ লংকা ছিলো ওটা। যখন তুললেন, এই রে, খাবেন নাকি?😂 তাই হলো। সব মিলিয়ে দারুন ছিলো। সুন্দর পরিবেশ, ভালো বন্ধু, ভালো খাবার আর সব থেকে সুন্দর একটা মন, এই হলো ভালো লাগার, ভালো থাকার চাবি কাঠি। সবাই মিলে আনন্দে ঘুরুন👍🙏
এই মরিচের নাম জানতাম না। আপনার কাছে শিখলাম। ভাই রে ভাই এমন ঝাল!! Caught me by surprise. I was not expecting it to be this hot. আসলেই আমাদের অনেক কিছুই এক। সব মানুষ ই তো এক। ধন্যবাদ ভাই।
Hello Farook bhai, how are You? Hope You n Ur friends are well ! Love this episode! I love Chittagong, Cox’s Bazaar & Hill tracks area !!! Went there so many times! So good to see You there Farook bhai! Enjoy urselves!!!
চট্টগ্রাম আমার প্রাণের শহর। এখন যদিও ঢাকায় থাকি কিন্তু আমার বেড়ে ওঠা, পড়াশোনা সবই চট্টগ্রামে। এখনো দুই ঈদে চট্টগ্রাম না গেলে আমার ঈদই হয়না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের চট্টগ্রাম আর চট্টগ্রাম নেই। আপনারা প্রবাস থেকে এসে চট্টগ্রামের ছিটেফোটা কৃত্রিম সৌন্দর্য্য দেখে মুগ্ধ হোন। কিন্তু চট্টগ্রামের বর্তমান ছবি আমাদেরকে পোড়ায়। মানুষের লোভের থাবা চট্টগ্রামের বেশীরভাগ সৌন্দর্য কেড়ে নিয়েছে। এক সময় পাহাড়ের জন্যই যে এলাকার নাম হয়েছিল পাহাড়তলি, সেখানে এখন পাহাড় খুঁজে পাওয়াই মুসকিল। সিআরবি রোড, টাইগার পাস এখনো কিছুটা স্বকিয়তা ধরে রেখেছে। জিইসি মোড়ের পাহাড়ের কোন অস্তিত্বই নেই। খুলশি ছিল সবচেয়ে অভিজাত এলাকা, ছোট ছোট টিলার ওপর বাড়ীগুলো,ছিল দেশের সবচেয়ে ধনীদের প্রথম পছন্দ। তাই খুলশিতে একটা বাড়ীর দামও ছিল গুলশান বনানীর বাড়ীর দ্বিগুন। বছর দু-এক আগে বেড়াতে গিয়ে দেখি সেই খুলশি এখন ইট পাথরের একটা বস্তিতে পরিনত হয়েছে। দখলের খাঁড়ায় কর্নফুলি তার সৌন্দর্য্য এবং নাব্যতা হারিয়েছে অনেকটাই। তবুও ভালোবাসি চট্টগ্রামকে। মনেপ্রানে চাই এখনো যতটুকু অবশিষ্ট আছে তা বেঁচে থাক চিরকাল। যেটুকু সবুজ এখনো অবশিষ্ট আছে, উন্নয়ন বা বিউটিফিকেশনের নামে তা যেন ধুসর হয়ে না যায়। আপনাকে আবারো ধন্যবাদ, আমাদের চট্টগ্রামে বেড়াতে যাওয়ার জন্য।
Shafiqur Rahman আমি সেই ৮০ থেকে নিয়মিত পাহাড়তলি, চট্টগ্রাম বেড়াতে গিয়েছি। ঢাকার পরই প্রিয় শহর চট্টগ্রাম। ঠিকই বলেছেন। পাহাড় খেকুরা সব খেয়ে ফেলেছে। তবুও ভালবাসি চট্টগ্রাম। যখনই বাংলাদেশ আসি, এখানে বেড়াতে আসি। ধন্যবাদ ভাই।
Assalamualikum bhaia. Really nice. My wife likes your video as well. I translate for her. She is polish national. I like the way you appreciate things. Brilliant.
আসসালামু আলাইকুম ভাই। তৃপ্তি সহকারে আপনারা সবাই খাওয়া দাওয়া করলেন আর আমি এই ভিডিওটি দেখে তৃপ্ত হলাম। চমৎকার জায়গা শুধুমাত্র উপলব্ধি করা যায়! বাস্তবে বড় সুন্দর আমাদের এই দেশ। ভাল থাকবেন ভাই।
ফারুক ভাই আচ্ছালামুয়ালাইকুম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে আমার থানা হাটহাজারী গিয়ে বাটিয়ারির সুন্দর পরিবেশ দেখতে পেরেছেন। তবে দুঃখের বিষয় হল এই আশে পাশে যেই ময়লা গুলি দেখতে পেয়েছেন এইগুলি হল যেইসব ছাত্ররা পিকনিক করতে আসে তাদেরই কাম। কারন তারাতো বাপের টাকা খরচ করে আসে। আপনি আমার মত বিদেশে গিয়ে কস্ট করে টাকা পয়সা কামাই করত, এবং বিদেশিদের আচার আচরণ দেখত, সুন্দর পরিবেশ দেখতে পারত তাহলে বুঝতে পারত সে আমাদের দেশটা কত সুন্দর আর আমরা কি করছি। আপনাকে ধন্যবাদ।
Assalamualaikum uncle nischoy valo achen.Golf country club e jete amar basha theke only 15-20minutes lage.Uncle apni 2nd floor(golf country club restaurant er) e uthenni keno onek nice uporeo.
বারো বছর আগে গিয়েছি গলফ ক্লাবে,কিন্তুু এখনো আগের মতোই আছে খুব নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। মরিচ খাওয়ার ঝালের শব্দে আমার ছোট মেয়ে বলছে, মামু মরিচ খেয়েছে দেখি দেখি।থাই সুপ,দেখে মনে হলো ক্লিয়ার সুপ।
ভাইয়া আমাদের কুমিল্লার দৈ পছন্দ হয়েছে দেখে খুশী হলাম।ভাইয়া আপনার এই ভিডিও দু'মাস আগের।দু'মাসের ভিতরে কি আপনি দেশে আসছেন? করোনাভাইরাস তো দু'মাস আগেও ছিল।হোটেলটার পরিবেশ দারুণ, মনে হচ্ছিলোনা এটি বাংলাদেশে।
Happy hoar secret ta darun bolechen. Khub bhalo laglo.
Abhijit Roy Thank you.
আমাদের চট্টগ্রাম সুন্দর দেশ পেয়েছি কিন্তুু দেশটাকে আরো সুন্দর করার মানুষ পাইনি
Scenic views of Chattagtam is unique
Thanks for the video
Welcome dear
I was brought up at Chittagong in 90's. Back then the city was greener,cleaner and way more healthy. I wish Chittagong will get back its golden days.
ইউটিউব অনেক খাবার রিভিউ দেখি, আপনার মতো এতো সুন্দর ভাবে উপস্থাপন দেখি না।
Msj Jony ধন্যবাদ 💕
আমাদের চট্টগ্রামের আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,আমাদের চট্টগ্রাম কে দেশের মানুষের মাঝে অনেক সুন্দর করে আপনি তুলে ধরেছেন ভালোবাসা রইলো আপনার প্রতি।
চট্টগ্রাম আমার অনেক প্রিয় শহর। দেশে আসলে সবসময় বেড়াতে যাই। অনেক ধন্যবাদ।
স্বাগতম আপনাকে আমাদের ভাটিয়ারীতে🌹। শুকরিয়া জানাই আল্লাহর কাছে যিনি আমাদেরকে এত অপরূপ সৌন্দর্যময় এলাকায় জন্ম স্থান করে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। স্যার, আপনাকে অনেক ভালো লাগে। আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। পরেরবার যখন ভাটিয়ারীতে আসবেন কিনবা বাংলাদেশে আসবেন আমাদের বাড়িতে গরিবের এককাপ চা খেয়ে যাবেন।
সত্যি বলতে কি ফারুক ভাই আপনি যেভাবে বাংলাদেশকে দেখছেন বা দেখেন খুব কম লোকেই তা দেখতে পারে। সুন্দর এর ভিতরে থেকেও অনেকে সুন্দর খুঁজে পায়না। আর আপনি বিন্দুতে সিন্ধু খুঁজে বের করতে পারেন। অসাধারণ। অনেকদিন মনে থাকবে এই ভিডিওটা। খোদা হাফেজ।
Kazi Anwar অনেক ধন্যবাদ ভাই। Appreciate your kind words & continuing support.
অনেক ধন্যবাদ চট্টগ্রাম গলফ ক্লাব দেখলাম সাথে চিরসবুজ প্রকৃতি
Welcome dear
dada oshadahron video ! khub bhalo laglo
ধন্যবাদ ভাই।
আসসালামুয়ালাইকুম ভাইয়া নিশ্চিত আপনি একজন সুন্দর মনের মানুষ তাই আপনার চোখে সব সুন্দর আর আপনার মধ্যে দেশ প্রেম আছে এতে কোন সন্দেহ নেই আমি সবসময় দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখোক আমিন আল্লাহ হাফেজ!!?
ওয়ালাইকুম আসসালাম। Appreciate your kind words and continuing support. Thank you dear.
যত দেখেছি তত মগ্ধ হয়েছি।ধন্যবাদ আংকেল আপনাকে
আসলে চট্টগ্রামের ভাটিআলি অনেক সুন্দর জায়গা ,আমি গিয়েছিলাম ২০১৫ তে
Thank you
Truely spent a quality time..Bhalo thakar jonno bhalo bondhur bhison proyojon..
১০০% ঠিক বলেছেন। ধন্যবাদ।
আসসালামুয়ালাইকুম স্যার ।আপনার মন মানসিকতা সুন্দর । আমাদের প্রিয় বাংলাদেশ সুন্দর ।
Walaikum assalam. Thank you
Sotti kintu amader desh ta khub sundor. Apnader 4 bondhur ghure berano dekhe khub valo laglo. Valo thakben sobsomoy ae prottasha roilo.
Beena Masuda ধন্যবাদ।
আমার প্রিয় শহর চট্টগ্রাম , কারণ ছোট বেলা কাটছে চট্টগ্রামে
It is beautiful. Love it. Thank you
Amader chattogram ta koto nice arokom Bangladesh e ar nei
THE Abeer 🥰💕
আমাদের প্রিয় চট্টগ্রাম
Mohammad Rokon 💕
This place is really beautiful , you should see just after rains ,green takes its amazing colour.Eye pleasing beauty.
I used to visit this place quite often when I was in ctg.
Parisa Iqbal Very nice indeed. Thank you.
আপনার সুখী জীবন দেখে সত্যিই খুব ভালো লাগে।আরো ভালো কাটুক আপনার সময়গুলো।
Hossain Al Saddam ধন্যবাদ। May Allah bless us all.
" you have to be happy with little or whatever you have"....food for thought
100 % correct. Thank you.
ভাইয়া আমিও গিয়েছিলাম গত বছর খুবই সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ আবার নতুন করে দেখানোর জন্য ।
Rokeya Begum Rokeya Welcome.
বেঁচে থাক বন্ধুত্বের ভালোবাসা 🥰🥰❤
Thank you
Mass Allah yea baba
আমার বাসার পাশেই । আলহামদুলিল্লাহ । আমি চাইলেই প্রতিদিন এই সৌন্দর্য উপভোগ করতে পারি ।
Shahenul Jeme করেন? ধন্যবাদ 💕
@@AdventureTube21 জি আংকেল। প্রায় যাওয়া হয়। আপনি আসার আগে একটা নক করলে ভালো হতো। 😁
তাহলে গাইড হিসাবে আমায় পেতেন।
Shahenul Jeme Inshallah next time uncle. Thank you.
*আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য*
Welcome.
After more than one year I am able to see my birth city through your camera. Thank you. This is the place I have been grown up with and vatiary is really one of the best scenic beauty of Bangladesh, not so many people know about that. I used to sit on chairs at the afternoon in golf garden restaurant with my friends also!
Hamed Hasan Appreciate you taking your time to share your experiences with us. Thank you 💕
আসসালামুয়ালাইকুম ফারুক ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমার কিছু ARMY OFFICER আত্নীয় স্বজন ও বন্ধু বান্ধবের কল্যানে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের প্রায় সব অঞ্চল ঘুরে বেড়িয়েছি। অসম্ভব সুন্দর এক জায়গা। তবে আপনার মতো আমারও কিছু মানুষের বোকামি চোখে পড়েছে। আমি জানি না আমরা কবে নিজেকে সুধরাব । কেন আমাদের বোধদয় হয় না আল্লাহ জানেন। একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারিনা, সব সরকার করবে এই মানুষিকতার থেকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে সুন্দর করি। দেশী-বিদেশী পর্যটকদের আমন্ত্রণ জানাই এই এই রুপশী বাংলাদেশ কে উপভোগ করার জন্য - ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।
আমাকে দেখা যাচ্ছে। 1 of my memorable day.......আবার আসবেন আংকেল
I am glad you have liked it. Thank you.
ওয়াও
ওখানে একটা সান সেট পয়েন্ট আছে!
ওখান থেকে সাগর দেখা যায়, সাগর, পাহাড় আর হৃদ দেখার এক সুন্দর জায়গা।
Thank you
আমি ভাটিয়ারী গল্ফ ক্লাবে অনেক বার আশলে অনেক শুন্দর জায়গা,,,,,
Uncle ami ctg..thaki, amader ctg..r ekta place niya atou shundar video bananor jonno apnak onek onek thanks😊😊😊😊❤❤❤❤
Sunjida Rahman Welcome uncle.
আমার প্রানের শহর চিটাগাং
এই চ্যানেলের কয়েকটা ভিডিও শুধু দেখেছি, মজা লেগেছে!! হয়তো এত মজা অন্য কোন ইউটুব চ্যানেলে এখনো পাইনি!!
ধন্যবাদ, জীবনের মূল্যবান সময়গুলো শেয়ার করার জন্য ☺ ☺
baby baby My pleasure. Appreciate your kind words & continuing support. Thank you.
কি সুন্দর মেঘ, ছোটো বেলা যেমন আমরা মেঘ আঁকতাম। বাংলাদেশ দেখি আর ভাবী, প্রকৃতি এতো দিয়েছে, আমরা তার যত্ন নিই না আগলে রাখি না। এই যে লেক, ক্লাব সব চেনা লাগে, আলাদা মনে হয় না। আসলে তো আগে একটাই দেশ ছিলো। ক্লাবের সুপ বোল গুলো ও তো এক রকম। কালো মেঘ লংকা ছিলো ওটা। যখন তুললেন, এই রে, খাবেন নাকি?😂 তাই হলো। সব মিলিয়ে দারুন ছিলো। সুন্দর পরিবেশ, ভালো বন্ধু, ভালো খাবার আর সব থেকে সুন্দর একটা মন, এই হলো ভালো লাগার, ভালো থাকার চাবি কাঠি। সবাই মিলে আনন্দে ঘুরুন👍🙏
এই মরিচের নাম জানতাম না। আপনার কাছে শিখলাম। ভাই রে ভাই এমন ঝাল!! Caught me by surprise. I was not expecting it to be this hot.
আসলেই আমাদের অনেক কিছুই এক। সব মানুষ ই তো এক। ধন্যবাদ ভাই।
😂😂😂 সব কিছুই টেস্ট করে বলেন, মজা লাগছে, লঙ্কা টা মজা বলতে পারলেন না🤣🤣🤣😅👌👍🙏
আমি কুয়েতথেকে আপনার সবগুলো ভিডিও দেখি👍
farid hossian Thank you.
Unkel.amder.chitagong.kob.sondor.so.most.welcome.
Thank you 🥰
Hello Farook bhai, how are You? Hope You n Ur friends are well ! Love this episode! I love Chittagong, Cox’s Bazaar & Hill tracks area !!! Went there so many times!
So good to see You there Farook bhai! Enjoy urselves!!!
Alhamdulillah we are doing well. Thank you dear 💕
@@AdventureTube21 You are most welcome bhai !
Uncle bhatiyari last er dike aro ekta shundor place ache apni oita miss korlen and oikhane ekti café o ache. Next time ashle jaben.
Inshallah uncle. Thank you.
চট্টগ্রাম আমার প্রাণের শহর। এখন যদিও ঢাকায় থাকি কিন্তু আমার বেড়ে ওঠা, পড়াশোনা সবই চট্টগ্রামে। এখনো দুই ঈদে চট্টগ্রাম না গেলে আমার ঈদই হয়না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের চট্টগ্রাম আর চট্টগ্রাম নেই। আপনারা প্রবাস থেকে এসে চট্টগ্রামের ছিটেফোটা কৃত্রিম সৌন্দর্য্য দেখে মুগ্ধ হোন। কিন্তু চট্টগ্রামের বর্তমান ছবি আমাদেরকে পোড়ায়। মানুষের লোভের থাবা চট্টগ্রামের বেশীরভাগ সৌন্দর্য কেড়ে নিয়েছে। এক সময় পাহাড়ের জন্যই যে এলাকার নাম হয়েছিল পাহাড়তলি, সেখানে এখন পাহাড় খুঁজে পাওয়াই মুসকিল। সিআরবি রোড, টাইগার পাস এখনো কিছুটা স্বকিয়তা ধরে রেখেছে। জিইসি মোড়ের পাহাড়ের কোন অস্তিত্বই নেই। খুলশি ছিল সবচেয়ে অভিজাত এলাকা, ছোট ছোট টিলার ওপর বাড়ীগুলো,ছিল দেশের সবচেয়ে ধনীদের প্রথম পছন্দ। তাই খুলশিতে একটা বাড়ীর দামও ছিল গুলশান বনানীর বাড়ীর দ্বিগুন। বছর দু-এক আগে বেড়াতে গিয়ে দেখি সেই খুলশি এখন ইট পাথরের একটা বস্তিতে পরিনত হয়েছে। দখলের খাঁড়ায় কর্নফুলি তার সৌন্দর্য্য এবং নাব্যতা হারিয়েছে অনেকটাই। তবুও ভালোবাসি চট্টগ্রামকে। মনেপ্রানে চাই এখনো যতটুকু অবশিষ্ট আছে তা বেঁচে থাক চিরকাল। যেটুকু সবুজ এখনো অবশিষ্ট আছে, উন্নয়ন বা বিউটিফিকেশনের নামে তা যেন ধুসর হয়ে না যায়। আপনাকে আবারো ধন্যবাদ, আমাদের চট্টগ্রামে বেড়াতে যাওয়ার জন্য।
Shafiqur Rahman আমি সেই ৮০ থেকে নিয়মিত পাহাড়তলি, চট্টগ্রাম বেড়াতে গিয়েছি। ঢাকার পরই প্রিয় শহর চট্টগ্রাম। ঠিকই বলেছেন। পাহাড় খেকুরা সব খেয়ে ফেলেছে। তবুও ভালবাসি চট্টগ্রাম। যখনই বাংলাদেশ আসি, এখানে বেড়াতে আসি। ধন্যবাদ ভাই।
মনে হোলো আমেরিকায় কোথাও ঘুরতে গেছেন অসাধারণ
হ্যাঁ, অনেক সুন্দর এবং পরিষ্কার, পরিচ্ছন্ন। ধন্যবাদ।
first ami😁😁
Beautiful place.. Darun
Sanghamitra Majumdar Thank you.
@ Sanghamitra Really, Sundor...
Really beautiful 😍 and the Chittagong is always good place 😍
Mohammad Faisal Thank you.
Bhaijan kal.k onek.miss korechi
Monta vore gese
ধন্যবাদ।
Next time u should visit kpz of anowara and matita of vhatiyari..u will love those places
Sir I just loooooove and enjoy every video you make .masshallah you're truly a god gifted host.thanks for sharing Great Adventure of life
Syed Abbas Thank you. Appreciate your kind words & continuing support.
very nice view,,, and nice food
Asraful rahman Thank you.
Life never had a simplified opportunity to enjoyed wish .
Thank you.
Most welcome for comments ,Ian one of your misserable follower, Thanks lot😊😊😊
অনেক অনেক শুভকামনা রইল
Mohammad Rokon ধন্যবাদ।
অসাধারণ জাইগাটি
The best thing is you had good weather, good temperature, good food and good companionship. So wonderful.
Lizzie Rahman Thank you 😊
@@AdventureTube21 z
ভাটিআলি আসলে অনেক সুন্দর , না দেখলে বুঝা যাবে না
আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আপনাকে অনেক ধন্যবাদ
Welcome.
Beautiful get together ,I like and admire ur all the vdos
Krishna Ghosh Thank you 💕
Life is beautiful 💙 Mashallah
Alhamdulillah.
খুব ভালো
Assalamualikum bhaia. Really nice. My wife likes your video as well. I translate for her. She is polish national. I like the way you appreciate things. Brilliant.
Abdul Gaffur Walaikum assalam. Please say hello to your wife for me. Thank you both 💕
আসসালামু আলাইকুম ভাই। তৃপ্তি সহকারে আপনারা সবাই খাওয়া দাওয়া করলেন আর আমি এই ভিডিওটি দেখে তৃপ্ত হলাম। চমৎকার জায়গা শুধুমাত্র উপলব্ধি করা যায়! বাস্তবে বড় সুন্দর আমাদের এই দেশ। ভাল থাকবেন ভাই।
ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকুন। ধন্যবাদ ভাই।
Faruk bhai apnar morich khawar reaction ta khub valo chilo
Shobuj Alam It was unexpectedly hot. Caught me by surprise. Thank you.
বান্দরবান যান প্রকৃতির আসল রুপ দেখতে পাবেন
গিয়েছিলাম ৫ বৎসর আগে। ধন্যবাদ 😊
Alhamdulillah. Enjoyed
Stay safe
Anila Islam Thank you dear.
অসাধারন lunch করলে uncle
Thank you.
Nice
onkdin por apnar vlog dakhar sujog palam darun hoyacha vlog..apnar bangladesh borabori amr valo laga ...
Thank you.
Perfect food, perfect friends hangout and a perfect video uncle😊😊
Yes, thank you.
Hi vaia, peribarer shobaik nie save thaken dua royilo. Nice vdo.❤❤😊😊
Fatema Sultana দোয়া করি তুমরা ও সবাই ভাল থাক, সুস্থ থাক। 🥰💕
very nice vaiaaaaaa💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
শিল্প তখনই শ্রেষ্ঠ, যখন সমঝদার সঠিক পাওয়া যায়। তা প্রকৃতি ই হোক বা খাদ্য।
১০০% সঠিক বলেছেন। ধন্যবাদ ভাই।
ফারুক ভাই আচ্ছালামুয়ালাইকুম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে আমার থানা হাটহাজারী গিয়ে বাটিয়ারির সুন্দর পরিবেশ দেখতে পেরেছেন। তবে দুঃখের বিষয় হল এই আশে পাশে যেই ময়লা গুলি দেখতে পেয়েছেন এইগুলি হল যেইসব ছাত্ররা পিকনিক করতে আসে তাদেরই কাম। কারন তারাতো বাপের টাকা খরচ করে আসে। আপনি আমার মত বিদেশে গিয়ে কস্ট করে টাকা পয়সা কামাই করত, এবং বিদেশিদের আচার আচরণ দেখত, সুন্দর পরিবেশ দেখতে পারত তাহলে বুঝতে পারত সে আমাদের দেশটা কত সুন্দর আর আমরা কি করছি। আপনাকে ধন্যবাদ।
Faruq uncle.. I think you forgot to visit CHITTAGONG UNIVERSITY.. And obviously pink city which have.. The natural fish production river halda ..
Next time inshallah.
আপনি খুব পোলাইট।
সাবস্ক্রাইব করলাম।
Thank you for subscribing. Appreciate your kind words & continuing support. 🥰💕
Assalamualaikum. With friends everything nice and memorable. thank you Faruk vai.
Walaikum assalam. Always welcome.
Nice food faruk bai
Thank you.
Sir, you are so soft spoken and too good . Lots of love from India
I am bengali from kolkata. But I am leaving now kerala. I have see your some video. So me excited to after see your video. Take care you're ,
Thank you dear 💕
It is Dhumghat bridge,Nice to see you all specially to see my evergreen friend bacchu.Faruk Bhai thank you once again for your lovely vlog
Always welcome.
আপনার কথা বলা খুব সুন্দর।
ধন্যবাদ।
অসাধারণ ছিলো ❤
Wow.....😍😍😍😍...
আপনাকে ধন্যবাদ স্যার।
Welcome.
I realy like ur vlog specially about desh ntv news about this man was saying ... about foreign Bangladeshi
Farhana Ahmed Thank you.
আগামিতে যদি দেশে আসেন তাহলে শিতাগুনড্ মহোমায়া লেগ কৈয়াছরা ঝর্ণা মহুরি প্রজেট দেখে আসবেন।
Jonail Md ইনশাল্লাহ।
Still you are too green, Wish you good health.
Thank you.
Uncle i also visited Bhatiary in this year january 26....it was beatiful....
asif ahmed Yes indeed. Thank you.
Little Lake Erie, from London.
এ যেন আমি আপনাদের সাথেই রয়েছি।
ধন্যবাদ ভাই।
Another beauty from you and thank you, from London.
Khalilur Khan Welcome.
Golf Clubs are high maintenance place, so they are expensive. By the way you are very good photographer.
vbtktr Thank you. Appreciate your kind words & continuing support.
You are right & majader
কুয়েত থেকে দেখছি
Mohi Uddin Thank you.
Right
আমার নিজ এলাকা-- ভাটিয়ারী - ধন্যবাদ আপনাকে আমার নিজ এলেকাতে আসার জন্য
Doha Qatar It is my pleasure. Thank you.
ভাই জীবন একটা, যত পারেন উপভোগ করে নিন। আপনার v.d.o খুবইসুন্দর হয়
মনে হয় আমি ও সাথে ছিলাম।
Thank you.
Assalamualaikum uncle nischoy valo achen.Golf country club e jete amar basha theke only 15-20minutes lage.Uncle apni 2nd floor(golf country club restaurant er) e uthenni keno onek nice uporeo.
Tazin Habin ওয়ালাইকুম আসসালাম। Next time uncle.
Good to see JILMIL.
Mostafa Kamal Thank you.
বারো বছর আগে গিয়েছি গলফ ক্লাবে,কিন্তুু এখনো আগের মতোই আছে খুব নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। মরিচ খাওয়ার ঝালের শব্দে আমার ছোট মেয়ে বলছে, মামু মরিচ খেয়েছে দেখি দেখি।থাই সুপ,দেখে মনে হলো ক্লিয়ার সুপ।
তুমার মেয়ে আমাকে মামু ডাকে? আমি তো ওর নানা হই 🥰
মরিচটা সাংঘাতিক ঝাল ছিল। ধন্যবাদ মামা।
@@AdventureTube21 মামা,মাশাল্লাহ ও অনেক মিষ্টি দুষ্ট প্রকৃতির।
uma rawshan 🥰
ভাইয়া আমাদের কুমিল্লার দৈ পছন্দ হয়েছে দেখে খুশী হলাম।ভাইয়া আপনার এই ভিডিও দু'মাস আগের।দু'মাসের ভিতরে কি আপনি দেশে আসছেন? করোনাভাইরাস তো দু'মাস আগেও ছিল।হোটেলটার পরিবেশ দারুণ, মনে হচ্ছিলোনা এটি বাংলাদেশে।
আমি ফেব্রুয়ারি ১৫ পর্যন্ত দেশে ছিলাম। ধন্যবাদ।
@@AdventureTube21 ও আচ্ছা ""ধন্যবাদ""