পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Needed Documents

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 562

  • @vivoy-bl5sc
    @vivoy-bl5sc หลายเดือนก่อน +84

    হায়! কি বলবো। আজকেই ইউটিউবে খোঁজাখুজি করতেছিলাম পাসপোর্ট নিয়ে ভালো ইনফরমেশন। আর আপনি ভিডিও দিয়ে দিলেন। বাহ।

    • @Raselmuslim
      @Raselmuslim หลายเดือนก่อน +2

      ভাই ওনি কতো কিচু বলছে এতো কিচু লাগে না শুদু আইডি কার্ড হলে হয়

    • @sameerrahman1919
      @sameerrahman1919 26 วันที่ผ่านมา

      আমি ম্যারিড, উনি যা বলছে আমার সবই আছে,শুধু কাবিন নামার কপি টা নেই

    • @mdrimonsheikh502
      @mdrimonsheikh502 25 วันที่ผ่านมา +1

      Amr nid card er sate ma er nid card er name Shudu begum e Vul ace Aita ki Hobe

    • @JahidHasan-sl5fw
      @JahidHasan-sl5fw 25 วันที่ผ่านมา

      ​@@mdrimonsheikh502সেইম সমস্যা আমার

    • @tusherimran6994
      @tusherimran6994 2 วันที่ผ่านมา

      Same pb vai
      Apnar somossha somadhan hoise?​@@mdrimonsheikh502

  • @RakibHosain-kj6rs
    @RakibHosain-kj6rs หลายเดือนก่อน +17

    ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে
    আমি সব সময় দেখে থাকি আলহামদুলিল্লাহ

  • @Foysal501
    @Foysal501 หลายเดือนก่อน +6

    AFR Technology কে ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ বিডিও আমাদের মাজে তুলে দরার জন্য..🥰

  • @zakiasultana8353
    @zakiasultana8353 หลายเดือนก่อน +58

    পাসপোর্ট অফিসে যাওয়ার সময় কেউ সাদা পোশাক পড়ে যাবেন না, তাহলে ছবি তোলার সময় বিপদে পড়বেন..।

    • @armurshed544
      @armurshed544 หลายเดือนก่อน +1

      কেন ভাইয়া

    • @sumiyaakter2954
      @sumiyaakter2954 หลายเดือนก่อน

      Sada background e chobi tula hoy. Apnio jodi sada dress e thaken tahole chobi tulte problem hobe .​@@armurshed544

    • @mahmud8704
      @mahmud8704 21 วันที่ผ่านมา

      সাদা পোশাক এ ছবি নেয় না

    • @zohirul-oo8yd
      @zohirul-oo8yd 14 วันที่ผ่านมา

      ti shart pore gale ki kono problem hobe?

    • @CookingbyJ
      @CookingbyJ 4 วันที่ผ่านมา +1

      মেয়েদের কেমন পোশাক পড়ে যেতে হবে বা যাওয়া উচিত। 😢 আমি পর্দা করি। আমি আমার পর্দার হেফাজত কেমনে করব?

  • @HMMugdho1425
    @HMMugdho1425 หลายเดือนก่อน +50

    হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কে ভালবাসেন

    • @MDrubeltaniya
      @MDrubeltaniya หลายเดือนก่อน

      খুবালোভাইয়া❤❤

  • @farhadnaik3783
    @farhadnaik3783 หลายเดือนก่อน +3

    কম সময়ের মধ্যে এত সুন্দর করে সম্পূর্ণটা বোঝানোর জন্য ধন্যবাদ
    জাযাকাল্লাহ খায়ের

  • @hossainahmed1718
    @hossainahmed1718 หลายเดือนก่อน +6

    Notification পাওয়ার সাথে সাথে চলে আসলাম 🥰

  • @villain3062
    @villain3062 หลายเดือนก่อน +10

    Love from TEKNAF Cox's bazar ❤

  • @subsharaf
    @subsharaf 24 วันที่ผ่านมา +2

    এডুকেশনাল সার্টিফিকেট গুলোতে বাবার নামে MD এর পরে ডট (.) আছে।
    কিন্তু নিজের এনআইডি,জন্মনিবন্ধন এ কোথাও বাবার নাম এর পরে ডট (.) নেই।
    এমতাবস্তায় পাসপোর্ট বানালে কি সমস্যা হবে?
    অথবা ভবিষ্যৎ এ কি স্টুডেন্ট ভিসায় এপ্লাই করতে ঝামেলা পোহাতে হবে?

  • @ahamedshimulbd
    @ahamedshimulbd 16 วันที่ผ่านมา +1

    আবেদন কপিতে যে সাক্ষর ও তারিখ দিতে হয় তারিখ কোন দিনের দিবো? যে দিন পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দিবো সেই দিনের তারিখ দিবো নাকি যে দিন আবেদন করবো সেই দিনের তারিখ দিবো? জানালে উপকৃত হবো।

  • @ashad2020
    @ashad2020 หลายเดือนก่อน +8

    গুরুত্বপূর্ন একটি ভিডিও, ধন্যবাদ

  • @MdHamza-u7c
    @MdHamza-u7c หลายเดือนก่อน +2

    হ্যালো আসসালামুয়ালাইকুম আপনার ভিডিও আমি প্রতিদিনই তো দেখি
    আমার একটা কথা ছিল কি
    জন্ম সনদ যদি অনলাইন করে ফেলি কোন কারণে যদি বয়স বাড়ানো যায় যাব কিনা একটু যদি এই ভিডিওটা বানায় আনতেন ভালো হতো😂 আপনার জন্য দোয়া ও ভালোবাসা

  • @sk_tech2
    @sk_tech2 หลายเดือนก่อน +2

    এই ভিডিওটির অপেক্ষায় ছিলাম এতোদিন,,

  • @mdnuruddin1135
    @mdnuruddin1135 หลายเดือนก่อน

    NID ফটোকপির সাথে অবশ্যই মূলকপি আবেদনের সময় সাথে নিতে হয়। মূলকপি দেখেই আবেদন জমা নেয়। আর স্মার্ট কার্ড না থাকলে NID অনলাইন ভেরিফাইড কপি চায়।

  • @mdshourov16269
    @mdshourov16269 7 วันที่ผ่านมา

    উদাহরণ কিশোরগঞ্জ দেওয়ার জন্য ধন্যবাদ।, আমার জন্মভুমি

  • @TXRIYAD
    @TXRIYAD หลายเดือนก่อน +3

    Hamster সম্পর্কে ভিডিও দেন❤

  • @khandokar1428
    @khandokar1428 7 วันที่ผ่านมา

    আবেদনের সময় পেশা Others দিয়েছি। এখন এর জন্য কি স্টুডেন্ট আইডি দেখালে হবে? নাকি অন্য কিছু জমা দিতে হবে?

  • @LitonislamL03
    @LitonislamL03 หลายเดือนก่อน +2

    ভাই তোমার ভিডিও গুলা অনেক শিক্ষা নিও হয়ে থাকে লাভ ইউ ভাই ❤❤❤

  • @AyradSami
    @AyradSami หลายเดือนก่อน

    হিমেল ভাই.. ফেসবুক অটো রিয়েক্ট কিভাবে নিতে হয়.. নিলে কি আইডি কোন সমস্যা হয়.. আপনি একটা এই রিলেটেড ভিডিও করেন.. I'm Ayrad Sami 😊

  • @mullagaming5672
    @mullagaming5672 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম ভাইজান আশাকরি ভালো আছেন, আমার ই পার্সপোর্ট ছিল তা হারিয়ে গেছে, এখন যদি আমি নতুন করে পার্সপোর্ট করি তাহলে কি আমার পার্সপোর্ট নং A02..... যে নাম্বার টা থাকে এটা কি পরিবর্তন হবে নাকি আগের টাই থাকবে, দয়া করে জানাবেন, জানালে অনেক উপকৃত হব।

  • @techbidsumit6115
    @techbidsumit6115 หลายเดือนก่อน

    আপনাকে অনেক ধন্যবাদ,
    আপনি যদি নতুন করে পাসপোর্ট আবেদন একটা ভিডিও এখন দিতেন তাহলে খুবই ভালো হতো.? 🙏

  • @Md.MonsurAowal
    @Md.MonsurAowal หลายเดือนก่อน

    আমার একটা প্রশ্ন জানার ছিল, পাসপোর্টে "জন্মস্থান" ঠিক করতে হয় কিভাবে? পেসেস টা যদি জানাতেন ভাই?

  • @kawsarahmad8899
    @kawsarahmad8899 หลายเดือนก่อน +1

    অনেক কম তথ্য দিয়েছেন।
    যেমন: অনলাইনে টাকা পরিশোধ করলে কি কি ঝামেলায় পড়বেন।
    আশা করি প্রত্যেক ক্যাটাগরির আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত বর্ণনা সহ ভিডিও দিবেন

    • @AlAmin-qd1ps
      @AlAmin-qd1ps 13 วันที่ผ่านมา

      অনলাইনে কি কি ঝামেলা হয় ভাইয়া একটু বলবেন প্লিজ। আমি অনলাইনে পেমেন্ট করতে চাচ্ছি।

  • @saamira86
    @saamira86 หลายเดือนก่อน +1

    হ্যালো, আমার মায়ের জন্য পাসপোর্ট তৈরির বিষয়ে আমার 2টি প্রশ্ন আছে...Kindly help
    1) আমি বর্তমান প্রেক্ষাপটে জানতে চাই, আমরা যে ভাড়া বাসায় থাকি সেখানে প্রিপেইড সিস্টেম আছে। তাহলে কিভাবে আমি একটি ইউটিলিটি বিল আনতে পারি যেহেতু জমির মালিক আমাদের কোনো বিলের কাগজপত্র প্রদান করেন না যার গায়ে বিল্ডিং এর ঠিকানা আছে?
    2) আমার মা একজন গৃহিণী তাই আমার কি এর জন্য চাকরির শংসাপত্র লাগবে? কিন্তু এটা প্রযোজ্য হওয়ার কথা নয় এই ক্ষেত্রে, তাই না? তাহলে আপনার উল্লেখ করা 3টি গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাড়া আমার কি আর কিছু দরকার?

  • @talhajubayer1160
    @talhajubayer1160 17 วันที่ผ่านมา

    আমার বর্তমান বয়স 22+
    আমার জন্য কি কি কাগজ জমা দিতে হবে পাসপোর্ট অফিস এ (আগাঁরগাও)
    ১. আবেদন ফরম
    ২.আবেদনের সামারি ফরম
    ৩.টাকার রশিদ
    ৪. নিজের এন আই ডি (মুল কপি + ফটোকপি)
    ৬.পেশার সনদ পত্র
    ৭. নাগরিক সনদ
    ৮. বিদ্যুৎ বিলের কপি
    আর কোন কাগজ কি নিয়ে যেতে হয়????

  • @AkserHussain
    @AkserHussain หลายเดือนก่อน

    ভাই রে সব বাদে দীর্ঘ লাইন আর মামাদের হাত খরচ দিলে সহজে কাজ হযে যায়। তার পর্ব অভিজ্ঞতা আছে। আলহামদুলিল্লাহ

  • @kylefranks7267
    @kylefranks7267 หลายเดือนก่อน +1

    যাদের অন্য দেশের পাসপোর্ট আছে তাদের কি আরেকটা ডকুমেন্ট লাগবে? যেমন DNC ( Dual Nationality Certificate )?

  • @MdRaihan-i9q
    @MdRaihan-i9q หลายเดือนก่อน

    জন্ম নিবন্ধন নতুন ভাবে তৈরি ও ভুল সংশোধন করতে কি কি কাগজ পত্র লাগে এবং কিভাবে করব তা বিস্তারিত নিয়ে একটি ভিডিও তৈরি করুন প্লিজ

  • @shakilraj3997
    @shakilraj3997 11 วันที่ผ่านมา

    ভাই আমার একটা প্রশ্ন দয়া করে উত্তরটা দিবেন খুবই উপকৃত হব। আমার এমআরপি পাসপোর্ট এবং এনআইডি কার্ডের মধ্যে মিল নেই, তো এখন পাসপোর্ট রিনিউ করতে গেলে ই-পাসপোর্ট নেওয়া যাবে.? যেহেতু এমআরপি আর আবেদন জমা নিবিনা.?

  • @AFYT99
    @AFYT99 หลายเดือนก่อน +7

    ভাই আপনার ছবি নিয়ে অন্যরা ফ্যাট অ্যাপ খুলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে 😢😢😢😢😢😢😢😢😢

  • @SAZZADSOHID
    @SAZZADSOHID 15 วันที่ผ่านมา +1

    বয়স ২৪ হয়েছে আইডি কার্ড হয়নি, অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে নতুন ই-পাসপোর্ট করা যাবে?

  • @Baruaavi..
    @Baruaavi.. หลายเดือนก่อน

    A challan নিয়ে একটা সুস্পষ্ট ভিডিও বানান কাইন্ডলি!!🤍

  • @morjinaakter4576
    @morjinaakter4576 หลายเดือนก่อน

    আচ্ছা ভাই এমন কোন অ্যাপস আছে যে অ্যাপস এর মাধ্যমে যে কোন রুমের বা যেকোনো জায়গায় একটা ছবি তুললে মানে বলে দিবে এই রুমে কি কি ডেকোরেশন করা লাগবে কি কি রাখা লাগবে প্লিজ রিপ্লাই দেন😊

  • @mdMozid-cc6xp
    @mdMozid-cc6xp หลายเดือนก่อน

    আবেদন করবো সেই ভিডিও তো পাইলাম না৷ ❤❤ ভিডিও টা দিলে ভালো৷

  • @MdSohag-d3m5z
    @MdSohag-d3m5z 26 วันที่ผ่านมา

    ভাইয়া অনলাইনে আবেদন করার পর সব কাগজপএ নিয়ে সাথে সাথে পাসপোর্ট অফিসে গেলে ফিঙ্গার, অথবা যেসব কাজ গুলো আছে সেগুলো করতে পারবো?

  • @ibrahimkholilkobiraji3027
    @ibrahimkholilkobiraji3027 6 วันที่ผ่านมา +1

    মাশা আল্লাহ

  • @funn_clipz__bd
    @funn_clipz__bd หลายเดือนก่อน

    পেমেন্ট কি অনলাইনে দিতে হবে নাকি অফিস বা ব্যাংকে গিয়ে। আবেদনের সাথে সাথে কি পেমেন্ট করতে হবে নাকি পরে ব্যাংকে গিয়ে জমা দিলে হবে?

  • @post-mortem9575
    @post-mortem9575 หลายเดือนก่อน

    ভাই আসসালামু আলাইকুম,
    আমি একটা ভিডিওতে দেখলাম Alipay নামে একটা এপস খুলে বিক্রি করতে বলা হচ্ছে,এতে ১/২ হাজার টাকাও নাকি পাওয়া যাবে,এই এপসের কাজ কি এবং এতে কি কি সমস্যা বা উপকার হতে পারে এটা নিয়ে যদি একটা ভিডিও দিতেন প্লিজ..!!❤🙏🙏🙏

  • @AbuShaid1999
    @AbuShaid1999 หลายเดือนก่อน +1

    অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ❤

  • @imrankhanparvez
    @imrankhanparvez หลายเดือนก่อน

    নাগরিক সনদপত্র কি স্থায়ী ঠিকানার সরকারি প্রতিনিধির থেকে নিতে হবে নাকি ভোটার / বর্তমান ঠিকানার সরকারি প্রতিনিধির থেকে নিতে হবে?

  • @IMRANHOSSAIN-v1x
    @IMRANHOSSAIN-v1x 8 วันที่ผ่านมา

    ভাই, কৃষক হলে পেশাগত কোন কাগজ লাগবে কি?
    যদি লাগে তাহলে কি কাগজ লাগবে।

  • @NiazMorshed.official
    @NiazMorshed.official หลายเดือนก่อน

    বেসরকারি কোম্পানির ক্ষেত্রে আইডি কার্ড হলে হবে নাকি এনওসি লাগবে ?

  • @FoyezUllah-ji7pj
    @FoyezUllah-ji7pj หลายเดือนก่อน +20

    আল্লাহর জন্য একটা লাইক

    • @Kingkong-f6r2n
      @Kingkong-f6r2n หลายเดือนก่อน +1

      ডিজিটাল লাইক ভিক্ষুক?😑

  • @stranger.world-0
    @stranger.world-0 หลายเดือนก่อน

    এখান কার সময় Birth certificate কিভাবে বয়স সংশোধন করব তা নিয়্র একটা ভিডিও দেন প্লিজ প্লিজ

  • @MdsahazadaMia
    @MdsahazadaMia 2 วันที่ผ่านมา

    মা-বাবার কি আইডি কার্ড লাগবে..?? বাবা মা বাবার এন আইডি কার্ড না থাকলে কি পাসপোর্ট করা যাবে..??

  • @MdNil-kj3bb
    @MdNil-kj3bb 16 วันที่ผ่านมา

    Thanks vaia

  • @JjshshYh
    @JjshshYh 27 วันที่ผ่านมา

    স্যার আমার বয়স ২২ এখন ভুটার না হইলে তো পাসপোর্ট করতে পারবো না।
    তাই খুব তাড়াতাড়ি ভুটার বা পাসপোর্ট করার জন্য যতটুকু দরকার তা কত দিন লাগতে পারে। তবে স্যার পাসপোর্ট খুব তাড়াতাড়ি করতে হবে। প্লিজ স্যার বলুন খুব টেনশনে আছি 🙏❤

  • @MDMainuddin-yp2kh
    @MDMainuddin-yp2kh หลายเดือนก่อน

    ভাইয়া আমি সৌদিতে কাজের ভিসায় যাওয়ার জন্য পাসপোর্ট করতে চাচ্ছি,এখন আমার আই ডি কার্ডে ২০বছর ৫মাস সৌদিতে যেতে ২১লাগে আমি কি বয়স বাড়িয়ে পাসপোর্ট করব নাকি এন আই ডি অনুযায়ী করব?,প্লিস একটু বলিয়েন.

  • @saniajannat3346
    @saniajannat3346 หลายเดือนก่อน

    শিক্ষাগত যোগ্যতা দেখানোর জন্য স্কুল সার্টিফিকেট লাগবে কি একটু জানাবেন।

  • @DreamKitchen-DK
    @DreamKitchen-DK หลายเดือนก่อน +1

    ধন্যবাদ ভাইয়া। উপকারী ভিডিও

  • @TravelWithAtik07
    @TravelWithAtik07 28 วันที่ผ่านมา

    ভাই আমার প্রথম পাসপোর্ট দালাল দিয়ে করেছিলাম মেয়াদ শেষ এখন রিনিউ করলে কি দালাল লাগবে?
    যেকোনো একটা দোকান থেকে আবেদন ফরম পূরন করে জমা দিলে কি পাসপোর্ট হবে, নাকি আরো কোন কাজ আছে একটু বুজিয়ে বলবেন কষ্ট করে আমি আপনার প্রায় ভিডিও দেখি ধন্যবাদ ❤

  • @mdarifulislam6093
    @mdarifulislam6093 5 วันที่ผ่านมา

    ভাই আপনি এখানে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বাবা মায়ের NID এর কথা বলেননি,
    বাবা মায়ের NID photocopy কি এটাচ করতে হবে না??
    আর প্রফেশনের ক্ষেত্রে Privet service সিলেক্ট করলে কি কোন ডকুমেন্টস এটাচ করতে হবে??
    জানাবেন প্লিজ

  • @MdRaju-fy2kk
    @MdRaju-fy2kk 7 วันที่ผ่านมา

    ভাইয়া আমি এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্টের জন্য আবেদন এবং ছবি তুলি আর এখন চাচ্ছি এটাকে সুপার এক্সপ্রেস করতে ওই সম্পর্কে একটা ভিডিও দিলে ভালো হতো

  • @Mashiur356
    @Mashiur356 หลายเดือนก่อน +4

    অনেক অনেক ধন্যবাদ ভাই

  • @Rahamot-1M
    @Rahamot-1M หลายเดือนก่อน +6

    নতুন ইউটিউবার হো মে 😇😇

    • @DianTeam-j2j
      @DianTeam-j2j หลายเดือนก่อน

      আছি

    • @Sumaiya-909
      @Sumaiya-909 หลายเดือนก่อน

      সাপোর্ট করো

  • @ModelMedia7
    @ModelMedia7 หลายเดือนก่อน

    ভাই আমি একজনকে বিশ্বাস করে এটা সেটআপ করার জন্য দিয়েছিলাম সে সবকিছু উল্টাপাল্টা দিয়ে দিয়েছে এখন এটা আমি কিভাবে সঠিকভাবে সেট করব আর কোনায় সেটিং অপশন আসে না payout account অপশনে ঢুকলে সেটিং অপশন আসে না দয়া করে একটু পরামর্শ দিয়েন ❤❤

  • @williammarandi9050
    @williammarandi9050 หลายเดือนก่อน

    ভাই আপনার ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভাই একটু অনলাইনে ফরম পূরণ করার জন্য একটু সহযোগিতা করতে পারবেন আমাকে। তাহলে অনেক উপকৃত হব।

  • @KAKASHI-xyz
    @KAKASHI-xyz 6 วันที่ผ่านมา

    আমার কলেজ এর ID CARD হারিয়ে গেছে। আমি কি এসএসসি এর সার্টিফিকেট দিয়ে করতে পারবো নাকি school এর ID card লাগবে?

  • @ratulhussain1120
    @ratulhussain1120 หลายเดือนก่อน

    বর্তমান সময়ে দেশের এই পরিস্হিতিতে কোনো কাউন্সিলর নেই কাউন্সিলর ছাড়া নাগরিক সনদপত্র কোথা থেকে পাওয়া যাবে?

  • @mdabdulaziz382-t4n
    @mdabdulaziz382-t4n หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
    ভাই, ইদানিং টেলিগ্রামে আমরা যে সমস্ত গেমসগুলো খেলছি, টাকা পাবার আশায়। এটা আসলে কতটুকু নিরাপদ, বা কতটুকু সত্য যেটা থেকে টাকা উপার্জন করা সম্ভব। এ বিষয়ে একটি ভিডিও বানাবেন দয়া করে ধন্যবাদ।

  • @KobiNajmulHaq67
    @KobiNajmulHaq67 หลายเดือนก่อน +4

    ধন্যবাদ আপনাকে ❤

  • @shuvobanik89
    @shuvobanik89 หลายเดือนก่อน +3

    প্রিয় ইউটিউবার❤

  • @raib195
    @raib195 หลายเดือนก่อน

    প্রিয় বড় ভাই অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন ধন্যবাদ

  • @MdMunna-of2mv
    @MdMunna-of2mv หลายเดือนก่อน +2

    আমার আগের পাসপোর্ট ভোটার আইডি কার্ডের সাথে বয়সের মিল নেই এখন নতুন পাসপোর্ট করতে চাইলে কি কোন সমস্যা হবে

  • @rubelkhan337
    @rubelkhan337 หลายเดือนก่อน

    👉এমন পাসপোর্ট দিয়ে ইউরোপ ক্যান্টি রাষ্ট্র যাওয়ার মতন ভিসা লাগানো হয় অনলাইন থেকে আবেদন কিভাবে পটানো হয় কি কাগজ পাতি লাগে কত টাকা ডিমান্ড খসড়া পর্বত লাগে কেমন ফর্সা লাগে আবেদন করার একটা ভিডিও বানিয়ে দেখান ভাই তরকারি মাধ্যমে পাসপোর্ট দিয়ে ভিসা লাগানো যে যায় আশা করি ভিডিওটা পাঠাবেন ভাই👈

  • @rahelahmed7681
    @rahelahmed7681 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনাকে ধন্যবাদ ভাইজান

  • @mdMozid-cc6xp
    @mdMozid-cc6xp หลายเดือนก่อน

    আমার জন্য ভিডিও খুব উপকার। বাট সব দেশের ভিসা এবং মেডিকেল টেস্ট ও টেডিং সেন্টার এর সাটিফিকেট এগুলো কি ভাবে অনলাইনে চেক দিবো৷ পাসপোর্ট নামব্বার দিয়ে৷

  • @mdshazid77
    @mdshazid77 หลายเดือนก่อน +2

    অসংখ্য ধন্যবাদ

  • @mdnuralam7016
    @mdnuralam7016 หลายเดือนก่อน

    শুধু কি নিজের এনআইডি কার্ড হলেই হবে নাকি পিতা-মাতার এনআইডি কার্ড ও লাগবে?

  • @Hasan-is7si4ye9z
    @Hasan-is7si4ye9z หลายเดือนก่อน

    ভাইয়া নাগরিকত্বের সনদ এর জন্য অনলাইনে আবেদন এখন করলে কি কালকে নিতে পারবো????

  • @mdapurbo7864
    @mdapurbo7864 หลายเดือนก่อน +4

    Love you vaiya❤❤

  • @MDAzam-b4t
    @MDAzam-b4t หลายเดือนก่อน

    best himel vy

  • @foysal_imtiaz
    @foysal_imtiaz หลายเดือนก่อน

    Document requirements vary from District to District. If you have the following documents, you can complete your application without any hasshle.
    1. SSC/HSC Certificate
    2. NID (নির্বাচন অফিস থেকে সত্যয়িত কপি)
    3. Citizen Certificate (পৌরসভা) / Chairman Certificate (ইউনিয়ন)
    4. Birth Certificate
    5. NID of Parents
    6. Electricity Bill

  • @ahmedsakib2109
    @ahmedsakib2109 25 วันที่ผ่านมา

    নাগরিক সনদপত্র কি আবশ্যক? এটা কি কাউন্সিলর ছাড়া কোন সরকারি কর্মকর্তা দিতে পারে?

  • @shahinahamd8239
    @shahinahamd8239 หลายเดือนก่อน

    ভাই পাসপোর্ট এর বয়স সংশোধন করতে চাই কিভাবে করব কি কি ডকুমেন্ট প্রয়োজন জানাবেন

  • @nabilhossain5671
    @nabilhossain5671 25 วันที่ผ่านมา

    ভাইয়া যদি করো পারিবারিক ভাবে বিয়ে হয়ে গিয়ে থাকে, কাগজ পত্র না থেকে থাকে তাহলে পাসপোর্ট এ Married দিলে কিভাবে কি করনিও?
    পাসপোর্ট অফিস এ সেইক্ষেত্রে কি কাগজ বা কি জমা দিতে হবে ?
    বা কাগজ না দিয়ে হবে কিনা যদি কষ্ট করে একটু বলতেন..

  • @MonirhossenBijoy-p3m
    @MonirhossenBijoy-p3m หลายเดือนก่อน

    ভাইয়া আমি তো এখন ঢাকা থাকি চাচ্ছি ঢাকায় পাসপোর্ট করতে, কিন্তু এখন তো কোনো কমিশনার নাই, তাহলে, আমার কি এখন কমিশনার সার্টিফিকেট ছারা গেলে হবে প্লিজ জানাবেন, নাকি কমিশনার এর জায়গায় অন্য কেও এর সার্টিফিকেট লাগবো প্লিজ জানাবেন খুব উপকার হবে😊

  • @anupomdas6969
    @anupomdas6969 หลายเดือนก่อน

    Chorki Apps কিভাবে Smart Tv তে কানেক্ট করে বা ইউজ করে কিভাবে মুভি দেখবো সেইটা নিয়ে একটা ভিডিও দেন

  • @MahfuzEngineering
    @MahfuzEngineering หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম।
    ভাইয়া কিভাবে মোবাইলের পিছনের ক্যামেরা দিয়ে কিভাবে একা একা নিজের ভিডিও নিজে করতে পারব সেই বিষয়ে একটা ভিডিও চাই প্লিজ। আমি নিজে নিজে ভিডিও করতে গেলে শরীর অর্ধেক উঠে। প্লিজ একটা ভিডিও দিলে উপকৃত হইতাম। প্লিজ।

  • @sk_tech2
    @sk_tech2 หลายเดือนก่อน +2

    অনেক উপকার করলেন ভাইয়া

  • @imfredomhridoykhan
    @imfredomhridoykhan หลายเดือนก่อน +1

    Ekhon to card mitar se khetre biddut biler kagoj kotha theke pabo ? And Ekhon soirachar shekh hasina palaise so tar sathe sathe tader kormider o job chole giyeche ekhon cheyarman er certificate kotha theke pabo ? Answer my question

  • @g.k.mmondol4475
    @g.k.mmondol4475 หลายเดือนก่อน

    ভাই কম্পানির চাকরি করলে কি শুধু ওই কম্পানির আইডি কার্ডের ফটোকপি দিলে হবে নাকি প্রত্যায়ন পত্র লাগবে

  • @KAMALChowdery
    @KAMALChowdery 17 วันที่ผ่านมา

    চেয়ারম্যান সার্টিফিকেট নেওয়ার সম্ভব না কারণ এখন কাউন্সিলর অফিস বন্ধ এখন কাগজ চেয়ারম্যান সার্টিফিকেট কোথায় পাব আর চেয়ারম্যান সার্টিফিকেট ছাড়া কি পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা নিবে কি না

  • @hasan5795
    @hasan5795 26 วันที่ผ่านมา

    THANK YOU BRO.

  • @Jobayedrana
    @Jobayedrana หลายเดือนก่อน +1

    ভাই কেমন আছেন।💫😊

  • @j.abappy9790
    @j.abappy9790 26 วันที่ผ่านมา

    আমার আগের পাসপোর্ট জন্ম নিবন্ধন দিন দিয়ে করা, এখন সমস্যা হচ্ছে এনআইডির সাথে আগের পাসপোর্ট এর ৫ বছর মিল নাই, এখন আমি কি নতুন ভাবে পাসপোর্ট করতে পারবো, আগেরটা ক্যানসেল করে

  • @zahidulIslamzarif
    @zahidulIslamzarif 8 วันที่ผ่านมา

    জাতীয় পরিচয় পত্র তথা NID কার্ডের কপি
    ইউনিয়ন অথবা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র
    ইউটিলিটি বিলের কাগজ
    অনলাইন আবেদন সারাংশ ( summary)
    অনলাইন আবেদনের কপি ( 3 pages copy)
    আবেদন ফি ব্যাংক ড্রাফ্ট করে এ চালানের কপি
    আবেদনকারী স্টুডেন্ট হলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট কার্ড। অথবা সার্টিফিকেট
    পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ( অপশনাল)
    বিবাহিত হলে নিকাহনামা

  • @arifpatwary7574
    @arifpatwary7574 หลายเดือนก่อน

    বড় ভাই খুব চেষ্টা করছি ইউটিউব বা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবো কিভাবে অডিও বা ভিডিও করে। যেমন ভিটমেট এর মতন।

  • @BayzedBostami91
    @BayzedBostami91 หลายเดือนก่อน

    প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে কি বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে?

  • @TanhaIslam-b8v
    @TanhaIslam-b8v หลายเดือนก่อน

    ভাইয়া ফেসবুক সাপ্তাহিক পয়েন্টেের ওপর একটা ভিডিও বানান প্লিজ, কিভাবে লাইক কমেন্ট শেয়ার করলে পয়েন্ট ভাড়বে

  • @buzstone
    @buzstone หลายเดือนก่อน

    ভাইয়া, যারা রিটায়ার্ড করেছেন তাদের জন্য কি লাগবে ?

  • @emonrahman3906
    @emonrahman3906 หลายเดือนก่อน

    আমি চট্টগ্রামে থাকি,এখন কি চট্টগ্রাম পাসপোর্ট অফিসে ডকুমেন্ট জমা দিতে পারবো!?

  • @BelaOo-wb5nm
    @BelaOo-wb5nm 13 วันที่ผ่านมา

    ধন্যবাদ ভাইয়া

  • @MD_ABDUL_MOMIN_00
    @MD_ABDUL_MOMIN_00 หลายเดือนก่อน

    হিমেল ভাই symphony inovva ৩০ বিষয়ে ভিডিও চাই plz 😢😢

  • @Shariar-111
    @Shariar-111 หลายเดือนก่อน

    ভাই content creator বা freelancer হলে কি কাগজ জমা দিতে হবে?

  • @mdnuruddin1135
    @mdnuruddin1135 หลายเดือนก่อน

    ভাই ভূল হয়েছে একটা, e challan ছাড়া শুধু ekpay পেমেন্ট রশিদ বাংলাদেশের কোন পাসপোর্ট অফিসই গ্রহণ করে না। নগদ/বিকাশে পেমেন্ট করলে অবশ্যই অনলাইন থেকে ই-চালান বের করে সেটা আবেদন ফরমের উপরে রাখতে হয়।

  • @celebuzznews
    @celebuzznews หลายเดือนก่อน

    ভাই, আমি একজন ফ্রিল্যান্সার ও পার্টটাইম ইউটিউবার। পাসপোর্টের আবেদন করতে আমি প্রফেশনের জায়গায় কি দিবো? আমার তো জবের কোন প্রমাণপত্র নেই। বিভিন্ন মার্কেটপ্লেসে ঘুরে ঘুরে কাজ করি। এক্ষেত্রে করণীয় কী? দয়াকরে জানাবেন।

  • @TanjinaAkter-cy7rd
    @TanjinaAkter-cy7rd หลายเดือนก่อน

    Thank you so much

  • @sanjidaafrin835
    @sanjidaafrin835 หลายเดือนก่อน

    এখন নতুন সরকার আসার পর পাসপোর্ট করতে কত টাকা লাগবে??

  • @mdratullhossainsekder8662
    @mdratullhossainsekder8662 หลายเดือนก่อน

    আমি nid card and passport ২ টাই করবো, এখন কি আমার ২ টা নাগরিক সনদ লাগবে। নাগরিক সনদ এর কি কপি দিতে হবে নাকি মেইনটা?