এবার একসাথে গান গাইলেন হাশিম মাহমুদ ও চঞ্চল চৌধুরী | BVNEWS24
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
- সঠিক সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন: www.bvnews24.com/
খবরের ভেতরের খবর জানতে পেইজে লাইক দিয়ে সংগেই থাকুন: / thebvnews24
BanglaVision is the most popular Bengali language TV channel in Bangladesh that offers unbiased & comprehensive news and entertainment programs.
Also Find us:
News Portal: www.bvnews24.com/
Website: www.banglavisi...
Facebook: / thebvnews24
Twitter: / thebvnews24
Instagram: / thebvnews24
Linkedin: / thebvnews24
Banglavision TV Official Address:
Shamol Bangla Media Ltd. (BanglaVision TV)
Noor Tower, 110 Bir Uttam C. R. Dutta Road,
Dhaka-1205, Bangladesh.
Phone: 9632030-45.
** ANTI-PIRACY WARNING **
This content is Copyright to BanglaVision News. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
All rights reserved by BanglaVision News. This Visual and Audio Element is Copyrighted Content of BanglaVision News. Any Unauthorized Publishing is Strictly Prohibited.
Note: If you wish to share this video, please make sure you embed the link and share the original source. Please avoid other methods of copying or duplicating the video, and help us support anti-piracy measures in any way you can. Thank you - Team BanglaVision News
#BVNEWS24 #BanglaVisionNews #BanglaNews
শুধু বাংলাদেশ নয় সারা পশ্চিমবঙ্গ ব্যাপি এই গানটি জনপ্রিয় হতে চলেছে।
বাহ্! দারুন ব্যাপার।❤️
অনেক ভালো লাগছে হাশিম ভাইয়ের এই উন্মাদনা দেখে।আজকে তাকে দেখে মনে হচ্ছে তিনি ৭০% সুস্থ আল্লাহর রহমতে।
Saytan
Rahamat na gajab
জনাব হাসিম সাহেবকে এভাবে সরব আড্ডায় ডাকলে মনের কোনো চাপা কষ্ট দূর হলে ওনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ্ তায়ালা তাকে ভালো রাখুন। আমীন
Absolutely right
Saytan
Saytan gaan gay
Allah ader hadayed dao noy gajab deya sash kore dao
Kotta kottir dal
প্রতিভা কখনো লুকিয়ে রাখা যায়না তার প্রমাণ হাশিম ভাই
হাশিম ভাইয়ের এই উন্মাদনা দেখে।আজকে তাকে দেখে মনে হচ্ছে তিনি ৭০% সুস্থ আল্লাহর রহমতে।
হাশিম ভাইকে নিয়ে আজ যে উন্মাদনা তা যেন আকাশের বিজলির মত না হয়। উনার সৃজনশীলতার মূল্য যেন আমরা আরো দেখতে পারি সেই প্রত্যাশা।
হাশিম ভাই এর প্রতিটি গানকে এই ধরনের ভালো সিনেমায় ব্যবহার করা হোক ৷
U
সত্যি অনেক ভাল লাগল, শিকরকে কখন ভুলা উচিতনা হাওয়া টিমকে ধন্যবাদ।
মিষ্টি মিষ্টি কথা বলার আড়ালে যেন শিল্পী হাশিম মাহমুদকে যথাযথ মর্যাদা জানাতে ভুলে না যাই।
ভালো লাগলো হশিম ভাইকে এইভাবে দেখে। আল্লাহ্ তাকে সম্পূর্ণ সুস্থতা দান করুক।
More lo
Saytan koy ke
মনে প্রাণে একজন ক্রিয়েটিভ মানুষ হাশিম ভাই, ওনার প্রত্যেকটি কথাই গান হয়ে যায়, একজন প্রকৃত গানের মানুষ❤️❤️❤️❤️
এই গানের জন্য হাশিম ভাইকে কিছু সহযোগিতা করা হোক। তার এই গানের জন্য আজকে হাওয়া ছবিটি এত জনপ্রিয় লাভ করেছে। আমি আবারো বলছি বিনয়ের সাথে তাকে কিছু কঅর্থ দেয়া হোক
একদম সত্যি কথা বলেছেন।
ঠিক বলছেন ভাই
❤️❤️
দান খয়রাত কিছু করা দরকার।
আসিম ভাইকে দেখলে বুঝা যায় মানুষ কিভাবে হ্যাং হয়ে থাকে?
তার
যোগ্যতায় এবং আল্লাহর অশেষ রহমতে ফিরে পেয়েছে তার জীবন 🇧🇩
হাসিম ভাইয়ের জন্য শুভকামনা রইল।
Rahamat na gajab
More lo
গান আজও চুরি হয় কিন্তু এতোটা সুন্দর করে আজ দেখলাম, কই এতো বছর তো কেউই হাসেম ভাই কেমন আছেন কোনও অনুভূতিপ্রবণ হননি,
হাশিম মাহমুদ !!!
একটি মাইলফলক !!!
একটি নতুন অধ্যায় !!!
একটি অসাধারণ বাংলাদেশ !!!
হাশিম সাহেব কে যেন যথোপযুক্ত সম্মান করা হয়। এরকম মেধাবীদেরকে যেন জাতির কাছে তুলে ধরা হয়
চঞ্চল ভাই হাশিম ভাই
সবাই কে একসাথে দেখে খুব ভালো লাগলো
আল্লাহ ভালো রাখুক দোয়া রইল।
সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই গান ❤
অসাধারণ অসাধারণ গান । যেমন কথা তেমন সুর । ভীষণ সুন্দর।
শেষের অংশে হাসিম মাহমুদের কন্ঠে গাওয়া "তুমি কি কেবলই ছবি" গানটুকু শুনতেই এখানে বার বার ফিরে আসা!❤️❤️
সবার মাঝে থেকে হাশিম ভাই আবার সুস্থ হয়ে ফিরে আসুক । সে আবার আড্ডা দিক। গান করুক। ভালোবাসা হাশিম ভাইসহ সবার জন্য।
খুব ভালো লাগলো একজন লেখকের প্রাপ্য সম্মান পেয়েছেন। ধন্যবাদ হাওয়া ছবির নির্মাতা সুমন সাহেবকে।
খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ।
এই ছবিটা হিট হয়েছে একমাত্র হাশেম আঙ্কেলের গানের জন্য উনাকে অনেক ধন্যবাদ চঞ্চল দা আপনাকেও ধন্যবাদ
হাশিম ভাইয়ের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। কত সহজ সুন্দর একজন মানুষ উনি। বাংলাদেশের সঙ্গে ভারতও এখন হাওয়ায় ভাসছে, তবে ইউটিউবেই আবদ্ধ আমরা। ভারতের কিছু হলেও যদি ছবিটি রিলিজের ব্যবস্থা করা হয় আমরা খুবই খুশি হই। এখানে বহু মানুষ ছবিটি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
সাদা সাদা, কালা কালা। কালজয়ী একটা গান।
যে গান গুলো চিরো ওমর হয়ে থাকবে তাদের মধ্যে একটা হলো এই গান
সুন্দর একটি ভিডিও! হাশেম ভাইকে নিয়ে প্রিয় চঞ্চল চৌধুরী এবং হাওয়া গ্রুপের এই মিলনমেলা সত্যিই অসাধারণ! তবে এক জনের হাশেম ভাইয়ের কানে বার বার কিছু বলার চেষ্টা এবং মুখ দেখানোর প্রচেষ্টাটা খুবই বিরক্তিকর লেগেছে...
উনি হাশিম ভাইয়ের আপন ছোট ভাই । তাই যেন কোন ভারসাম্য হীন কথা না বলে ফেলেন তাই বুঝিয়ে দিচ্ছিলেন । আর উনি এমনিতেও অনেক লম্বা । তাই মুখ দেখানোর চেষ্টা করা লাগে নাই ।
আমার সন্তানের কাছে অনেক প্রিয় একটা গান ।গানের অর্থ কিছু বুঝি না তারপরও গানের তালে তালে সে অনেক নাচ করে এই গানের জন্য অনেক শুভকামনা রইল।
হাওয়া ছবিটা দেখলাম। খুব ভালো
লাগলো। অসাধারণ।
খুব খুব ভালো লাগলো। সবাইকে অনেক ধন্যবাদ
দেখেই মনে হয় একজন সহজ সরল মনের মানুষ উনারে। একইধরনের মানুষের সংখ্যা দুনিয়াতে অনেক কম।
দারুণ অনুভূতির জন্য অনেক অনেক ধন্যবাদ
হাশিম ভাইয়ের জন্যে দোয়া ও শুভ কামনা রইল।
বাংলাদেশের সিনেমার জগৎটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে গেলেন। এই হাসিম সাহেব তার এই গানের সৃষ্টি র মাধ্যমে।
চঞ্চল ভাই ও হাসিম ভাইকে একসাথে দেখে অভিভূত ও আনন্দে আপ্লুত। মানসিক ভাবে এখন বেশ সুস্থ আছেন ভেবে ভালো লাগছে। চঞ্চল ভাই ২৫বছর ধরে যদি যোগাযোগ রাখতেন তাহলে মনে হয় মানসিক ভাবে ভেঙে পড়ার পর্বটি জীবনে আসতো না। ওনার গান রেকর্ডিং করা হোক।
আসলেই গানটা অনেক ভালো লাগে ।
বেটার গান।
এমন একটা মানুষ হারাতে চাই না 😭😭😭😭😭
হাশিম ভাই সরল সহজ মানুষ ভালো থাকুন সব সময়
উনাকে এভাবে সময় দিলে কিছু দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। চঞ্চল দা ও পরিচালক সুমন ভাইকে কে ধন্যবাদ।
খুবই ভালো লাগলো হাশিম ভাইকে এবং আমি বাংলাভিশনের সবাইকে বলছি হাশেম ভাইয়ের ভালো একটা ব্যবস্থা করে দেওয়ার আপনারা চেষ্টা করুন
চঞ্চল চৌধুরী ভাইকে একটা কথা বলতে ইচ্ছা করছে । উনি বললেন হাশিম মাহমুদ ভাইকে তিনি বহু বছর ধরে চেনেন তো আমার প্রশ্ন এমন একটা মানুষকে আপনারা কেন এতো দিন একটু যায়গা করে দিলেন না ?? সবাই যদি আসে পাসের মানুষগুলোকে একটু সাহায্য করে তাগলে এদেশের অনেক সমস্যই চলে যেত। ধন্যবাদ
যে প্রশ্নটা আপনি করেছেন ঠিক আমি ও চঞ্চল ভাই কে খুব ইচ্ছে করছিলো করতে ?
@@ShirajulIslam-cb2gd এদেশে মানুষ কেন যে ক্যামেরার সামনে সুন্দর সুন্দর কথা বলে । এগুলো না বললেই হয়। উত্তর সবাই জানে শুধু শুধু আমাদের প্রশ্নের সুযোগ করে দেয়া ।
আপনি তো আমার মুখের কথাটাই বলে ফেললেন
one of the best best best bangla song shada kala thank you hashime bhai, best of luck. from london...
চঞ্চল দা কি সুন্দর সামাজিক একজন মানুষ
সাদা সিধে মানুষ, সবার সাথে দারুন উপস্হাপন করেন
Thanks to everyone who treated Hasim Mahmud with dignity, love care ❤ 💖 💕
খুব ভালো লাগছে গানটা এত হিট পেয়েছে
চঞ্চল ভাই হাশিম ভাই এর মত লোকেরা সত্যিকারে প্রতিভা।
আমি সুন্দরবন থেকে বলছি আমারও এই গানটা সুন্দর ভাবে উপভোগ করেছি
অসাধারণ, চোখে পানি চলে আসলো।
হাশিম মাহমুদ ভাইয়ের গানের পড়ে গেছি
সূরা আল ইমরান (آل عمران), আয়াত: ৩০
یَوۡمَ تَجِدُ کُلُّ نَفۡسٍ مَّا عَمِلَتۡ مِنۡ خَیۡرٍ مُّحۡضَرًا ۚۖۛ وَّمَا عَمِلَتۡ مِنۡ سُوۡٓءٍ ۚۛ تَوَدُّ لَوۡ اَنَّ بَیۡنَہَا وَبَیۡنَہٗۤ اَمَدًۢا بَعِیۡدًا ؕ وَیُحَذِّرُکُمُ اللّٰہُ نَفۡسَہٗ ؕ وَاللّٰہُ رَءُوۡفٌۢ بِالۡعِبَادِ ٪
উচ্চারণঃ ইয়াওমা তাজিদু কুল্লু নাফ৩ছিম মা-‘আমিলাত মিন খাইরিম মুহদারাও ওয়া-মা‘আমিলাত মিন ছূইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা-ওয়াবাইনাহূআমাদাম বা‘ঈদান ওয়া ইউহাযযিরুকুমুল্লা-হু নাফছাহু ওয়াল্লা-হু রাঊফুম বিল‘ইবা-দ।
অর্থঃ সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভাল কাজ করেছে; চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও, ওরা তখন কামনা করবে, যদি তার এবং এসব কর্মের মধ্যে ব্যবধান দুরের হতো! আল্লাহ তাঁর নিজের সম্পর্কে তোমাদের সাবধান করছেন। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।
ঠিক পটে আকা ছবির মতোই ছিল এখন কার দৃশ্যটা।অসাধারণ।
ভীষণ ভালো লাগছে "হাওয়া" শিল্পীদের মিলনমেলায়।
হাসিম ভাইকে দেখে মনে হচ্ছে খুব সহজ সরল মনের মানুষ
শুধু আপনাদের দেশে নয়, আমাদের পশ্চিমবঙ্গ এ ও ভীষণ জনপ্রিয়.
গানের লিরিক রে ভাই , শেষ বেলায়❣️🖤❤️💚
হাশিম ভাই কে দশ লক্ষ টাকা উপহার হিসেবে দেওয়া হোক
সূরা আন নিসা (النّساء), আয়াত: ৮৫
مَنۡ یَّشۡفَعۡ شَفَاعَۃً حَسَنَۃً یَّکُنۡ لَّہٗ نَصِیۡبٌ مِّنۡہَا ۚ وَمَنۡ یَّشۡفَعۡ شَفَاعَۃً سَیِّئَۃً یَّکُنۡ لَّہٗ کِفۡلٌ مِّنۡہَا ؕ وَکَانَ اللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ مُّقِیۡتًا
উচ্চারণঃ মাইঁ ইয়াশফা‘ শাফা-‘আতান হাছানাতাইঁ ইয়াকুল্লাহূনাসীবুম মিনহা- ওয়া মাই ইয়াশফা‘ শাফা-আতান ছাইয়িআতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা- ওয়া কা-নাল্লা-হু ‘আলা-কুল্লি শাইইম মুকীতা-।
অর্থঃ যে লোক সৎকাজের জন্য কোন সুপারিশ করবে, তা থেকে সেও একটি অংশ পাবে। আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্যে সে তার বোঝারও একটি অংশ পাবে। বস্তুতঃ আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল।
আবাল
@@sanatmajumdar2610 কে তুই
অনেক ভালো লাগলো দেখে।
বাংলাদেশের ইতিহাসের হয়ে থাকবে❤️
Hasim kaku ami akon Narayangonj chere Siliguri West Bengal India chole aschi onekdin por aupnake dekhte pelam akon amder indiate aupnar gan popular hoye geche
হাশিম ভাই এর গান গুলো চঞ্চল চৌধুরী দাদার কন্ঠে শুনতে চাই
চন্চল ভাই কে অনেক অনেক ধন্যবাদ হাসেম ভাই এর পার্শে দাঁড়ানোর জন্য।অনেক অসহায় হাসেম ভাই please take care him
চঞ্চল চৌধুরী ভালো মানুষ হিসেবে দেখছি
চঞ্চল বাবু অসাধারণ
এই অনুভূতিটা একটা আনুষ্ঠানিক ভাবে আলোচনা করলে আরো অনেক ভালো লাগতো সিনামা টা দেখার আরো আগ্রহ বাড়তো মানুষের মাজে। গান টা অসাধারণ
হাশিম ভাই কে অর্থনৈতিক সাহায্য করা হোক
অনেক অনেক ভালো লাগলো
হাশেম ভাইকে ভালো অনুদান দেওয়ার জন্য অনুরোধ করিতেছি।
বাড়ি-গাড়ি সহ।
হাসিম ভাইকে দেখলেই মন ভালো হয়ে যায়।
Balo to lagbey saytan
আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক
আমিন
হাসিব সাহেব একজন গুণী মানুষ, হাওয়া সিনেমা মুলত, সাদা সাদা কালা কালা গানটার জন্য এতো বিখ্যাত, হাসিম সাহেবের জন্য কিছু করা উচিৎ ❤️❤️
মাশা-আল্লাহ খুব ভালো লাগলো 💝🤲💝
লোকটার জন্য একদিকে খুব গর্ব হয় আবার অন্যদিকে কষ্ট হয় তার অবস্থা দেখলে।
ধন্যবাদ হাসিম ভাই কে মূল্যায়ন করার জন্য।
হাশিম ভাইয়ের গান প্রায় ৪-৫ বছর আগ থেকে শুনি/জানি এমন নাজে "সাদা সাদা কালা কালা" থেকে উনাকে চিনি।
হাশিম ভাইয়ের আরও কিছু গান সিনেমায় অন্তর্ভুক্ত করে আরও কিছু সিনেমা তৈরি করার অনুরোধ করছি।
চঞ্চল ভাইকে বলবেন কানের ইয়ার ফোনটা যেনো ওনি সব সময় কানে না লাগিয়ে রাখে। দেখতে অড লাগে।যদিও বিষয়টি ওনার ব্যাক্তিগত।তবু ভক্ত হিসাবে বলা।
নতুন নতুন হলে এরকমই
কতটা মনমুগ্ধকর হয়ে যে নিউজটা দেখলাম
হাশিম ভাই এখন প্রিয় মানুষ এতোদিন হাশিম ভাই কোথায় ছিল কি করছিলো কিভাবে জীবন যাপন করছিলো তার কোন খোঁজ খবর ছিলো না। তার গানের জন্য হাওয়া ছবিটি জনপ্রিয়তা লাভ করেছে সেকারনেই হাশিম প্রিয় হয়ে গেলো অাহ কি অাযব মানুষ এরা সবাই সার্থপর মানুষ।
দারুন লাগল
চমৎকার করে গেয়েছেন।
চন্চল ভাই আপনি খুব ভালো মনের মানুস
Your vibe attracts your tribe; no matter how long it takes, they will all be together one day, great things take time 🎉🤞
নিজের গানের স্বীকৃতি পেয়ে হাসিম ভাই ৭০% সুস্থ হয়ে গেছেন।ইনশাআল্লাহ হাসিম ভাই পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন
Gaan gaeya insaallah kos more lo
@@rashedulislam8739 আপনি উচ্চ শিক্ষিত 😇
@@shahadathossain7550 islame gaan bajna haram apne insaallah bolen ata kebabe hoy
@@rashedulislam8739 আমি একটালোকের সুস্থতা কামনা করেছি।আপনি সেটা ধরতে পারেননি। গান বাজনা হারাম।কিন্তু তাই বলে সুস্থতা কামনা করতে ইসলাম নিষেধ করেছে???
@@shahadathossain7550 apne to akjan allah berode loker sostha kamona korchen
হাসিম ভাইয়ের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। তার গান সৃষ্টির জন্য তাকে প্রকৃত মূল্য দেয়া হোক
Saytan koy ke
Tope mathae deya
Valobasha 💞🥰
❤❤❤❤❤
চনচল চৌধুরী সুন্দর বলেছে
হাসেম কে সহযোগিতা করা হক
আজকে হাশিম ভাই গান ভাইরাল হইছে বলে তার পাশে মানুষের অভাব নাই। এতো দিন যে তিনি অসুস্থ ছিলেন তখন পাশে কেউ দাড়াইনি এঠাই হলো বাংলাদেশ।
আসলে মানুষ যা ভাবতে পারে ,বিশ্বাস করতে পারে, তা সে অর্জন করতে পারে।
আমার মনে হয় সিনেমার কারণে গানটি জনপ্রিয়তা পায়। আসলে সমস্ত ক্রেডিট যায় মুভি নির্মাতা এবং অভিনেতা এবং অভিনেত্রীদের
সূরা আল ইমরান (آل عمران), আয়াত: ১০২
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ حَقَّ تُقٰتِہٖ وَلَا تَمُوۡتُنَّ اِلَّا وَاَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ
উচ্চারণঃ ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানুত্তাকুল্লা-হা হাক্কাতুকা-তিহী ওয়ালা-তামূতুন্না ইল্লা-ওয়া আনতুম মুছলিমূন।
অর্থঃ হে ঈমানদারগণ! আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমনিভাবে ভয় করতে থাক। এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
অসাধারণ
What a creative person I have ever seen
গান টা সুন্দর হইছে
Saytan koy ke
তাঁরা দেখি অনেক অনেক খুশি 😄🤔
আমি সিওর পিছনে যিনি দাঁড়িয়ে আছে উনি তার ভাই, এছাড়া এতো যত্ন সম্ভব না।
পেট্রোল ১৩৪,ডিজেল ১১৪ 😪আমার বাংলাদেশ! যাচ্ছে বহুদূর
Nice respectful they explain about mi.hasem