আটকে পড়া পাকিস্তানি নাকি বিহারী আসলে তাদের পরিচয় কি ?? Geneva Camp Mohammadpur History | Info Hunter

แชร์
ฝัง

ความคิดเห็น • 761

  • @Zakirlovebangladesh
    @Zakirlovebangladesh 3 ปีที่แล้ว +39

    খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ধন্যবাদ শেয়ার করার জন্য

  • @anwarulkarim3454
    @anwarulkarim3454 3 ปีที่แล้ว +51

    খুবই ভালো উদ্দ্যোগ। কস্ট লাগলো মানুষের প্রতি মানুষের অবহেলা , তাচ্ছিল্য দেখে। ধন্যবাদ ভাই এমন চিত্রটি তুলে ধরার জন্য।

    • @InfoHunter
      @InfoHunter  3 ปีที่แล้ว +1

      thank you too

    • @nazmulhuda4539
      @nazmulhuda4539 3 ปีที่แล้ว +8

      পাকিস্তানে ৩০ লাক্ষ এর উপরে বাঙ্গালী আছে তাদের অবস্থা রোহিঙ্গাদের থেকে খারাপ।

    • @nazmulhuda4539
      @nazmulhuda4539 3 ปีที่แล้ว +5

      এখানে তো বিহারিরা সব সুযোগ সুবিধা পায়

    • @journeyofaturtle-fahad2167
      @journeyofaturtle-fahad2167 3 ปีที่แล้ว +5

      ঘোরার আন্ডা আমার, এদের সাথে সামনা সামনি কথা বলছেন, শালাদের ব্যাবহার আচার খুব খারাপ! বদমেজাজি লোক! থাকে বাংলাদেশে কিন্তু খবর শুনে পাকিস্তানের, এদের উন্নতি হবে কিভাবে!

    • @naharulislam2589
      @naharulislam2589 ปีที่แล้ว

      চুদির ভাই পাকিস্তানের আত্মা,৩০ লক্ষ বাঙালি কামলা দিয়ে দিনাতিপাত করছে পাকিস্তানের করাচিতে। থাকার কোনো ঘর নাই ,আর শালারা আসছে রুমে জায়গা কম নিয়ে !

  • @mdnurulislam1265
    @mdnurulislam1265 3 ปีที่แล้ว +18

    বিশ্ব মানবতার বন্ধু হজরত মুহাম্মদ সা: বিদায় হজ্জে কি বলেছেন আজ বিশ্ব মুসলিম গাফেল আমরা সকলে আদমের সন্তান তা ভুলেই গিয়েছি আপসোস হয় ।

  • @user-fs3br8vz3g
    @user-fs3br8vz3g 2 ปีที่แล้ว +21

    গুরুত্ব পূর্ণ এই প্রতিবেদনটি দেখে চোখে পানি চলে আসলো । মাননীয়া প্রধান মন্ত্রী আপনি এই পরিবার গুলোর জন্য কিছু করুন । এরাও তো মানুষ ।সবার উপরে মানুষ সত্য ।

    • @maazhossain2229
      @maazhossain2229 ปีที่แล้ว

      এদের সংস্পর্শে এসে মোহাম্মদপুরের যুবক সমাজ আজ ধ্বংসের মুখে। ঢাকার অধিকাংশ মাদক ব্যবসায়ী ও মাদক চোরাচালান এদের মাধ্যমেই হয়। তাই কতৃপক্ষের কাছে আকুল আবেদন যে রোহিঙ্গা শরণার্থীর মত এদের ও একটি ব্যবস্থা করার জন্য।

    • @hasiburrahman2007
      @hasiburrahman2007 ปีที่แล้ว

      ওরা যে কত বড় খানকির পোলা ওদের ক্যাম্পে গেলেই বুঝা যায়।ক্যামেরা দেখে সাধু সাজতেছে সব।
      ওরা এখন ও দোকানে বাসায় জিন্নাহর ছবি লাগিয়ে রাখে,উর্দু ভাষায় নিজেরদের মধ্যে কথা বলে বাচ্চা থেকে বুড়া।হিন্দি বা উর্দু গান ছাড়া কিছুই শোনেনা।

    • @debdaschattopadhyay7867
      @debdaschattopadhyay7867 29 วันที่ผ่านมา

      পাকিস্তানে গিয়ে সিন্ধু প্রদেশের করাচিতে গিয়ে বাঙালি কলোনি দেখে আয়, তোর চোখের জল শুকিয়ে যাবে।

  • @visionexpresso1645
    @visionexpresso1645 3 ปีที่แล้ว +107

    পাকিস্তানি নাকি বিহারী সেটা জানতে হলে ফিরে যেতে হবে ৪৭ এর দেশ ভাগের সময়টিতে !! সেই সময় সমগ্র ভারতবর্ষের হিন্দু মুসলমানদের অপশন দেয়া হয়েছিল দেশ পছন্দ করার। কারন দেশ ভাগ হয়েছিল ধর্মের উপর ভিত্তি করে। সেই সময় ভারতের অংশের বিহার নামক জায়গাটা মুসলিম অধ্যুষিত ছিল। সেই ভারতের বিহারের অনেক মুসলমান পরিবার সিদ্ধান্ত নেয় মুসলিম সংখ্যা গরিষ্ঠ পাকিস্তানে বসবাস করার। তাদের কাছে ২ টি পছন্দ ছিল । একটি হোল পশ্চিম পাকিস্তান (যেটা বর্তমানে পাকিস্তান রাষ্ট্র) আর একটি পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)। ভউগলিক দিক থেকে ভারতের বিহার অংশটি পূর্ব পাকিস্তানের কাছাকাছি থাকার কারনে সেই সব বিহারের মুসলিম পরিবার গুলো পূর্ব পাকিস্তান কে বেছে নেয় বসতি স্থাপনের জন্য । যেহেতু তারা বিহার থেকে এসেছিল তাই পূর্ব পাকিস্তানে আসার পর তাদেরকে বিহারি নামেই সম্মধন করা হতো । এখন যেমন আমরা বলে থাকি নয়াখাইল্লা কিংবা সিলটি কিংবা চাতগাইয়্যা। সেই সময় তারা আমাদের বলত বাঙ্গাল আর আমরা তাদের বলতাম বিহারি। এই বিহারিরা আবার সেই সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান একনিষ্ঠ ভক্ত ছিল কারন টা হোল বিহারিরা উর্দু তে কথা বলত !! বিহারিদের মাতৃ ভাষা উর্দু হবার কারনে পশ্চিম পাকিস্তানের কাছে তাদের আলাদা একটা সমাদর ছিল। বেপারটা দাঁড়িয়েছিল এরকম যে চোরে চোরে মাসতুত ভাই নয় তারা উর্দুতে উর্দুতে মাসতুত ভাই হয়েছিল !! কেন তারা মাসতুত ভাই হয়েছিল সেটা আমরা ৫২ র ভাষা আন্দোলনে বুঝতে পেরেছি !! যখন পশ্চিম পাকিস্তান উর্দুকে আমাদের উপর চাপিয়ে দিতে বিফল হোল তখন এই বিহারিদের তারা তোষণ করা আরও বারিয়ে দিলো । এতে আমরা যারা পূর্ব পাকিস্তানের বাঙালি ছিলাম তাদের এই বিষয় খুব একটা চুলকানি ছিলনা। কিন্তু বিহারিদের সাথে সমস্যা তৈরি হতে থাকে ৭১ এ মুক্তিযুদ্ধ নিয়ে। যুদ্ধের সময়টা বিহারিরা ইয়াহিয়া প্রেমে পরে একটা চরম ভুল সিদ্ধান্ত নিয়ে নিল এবং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করে। সেই যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী দের এজেন্ট হিসেবে কাজ করে । বাকিটা আমরা সবাই ইতিহাসের পাতা থেকে জানি !! দুঃখের বিষয় হোল ৭১ এর যুদ্ধে পশ্চিম পাকিস্তানের পরাজয়ের সাথে সাথে এই বিহারিদেরও পরাজয় ঘটে। পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে জন্ম নিল বাংলাদেশ। তালি হবে তালি !! এখন এই বিহারি বেচারারা পরে গেলো মানিকের চিপায় !! কারন বন্দি বিনিময়ের সময় বিহারিরা চেয়েছিল যা হবার হয়েছে এবার তারা পশ্চিম পাকিস্তানে চলে যাবে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস !! এই বিহারিদের প্রানের প্রিয় ইয়াহিয়া পরবতিতে জুলফিকার আলি ভুট্টু তাদের পশ্চিম পাকিস্তানের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায় এবং প্রত্যাখ্যান করে। ঐ সময় একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ বিহারিদের অবস্থা এমন হয়েছে যে না ইধারকা মাল না ওধারকা মাল !! বিহারিরা না ভারতের হোল না পাকিস্তানের !! সেই ভুল করা বিহারিদের পরবর্তী প্রজন্ম তাদের পূর্ব পুরুষদের পাপের বোঝা নিয়ে বাংলাদেশের বুকে ধুকে ধুকে জীবন চাকা চালিয়ে নিচ্ছে। ... ধন্যবাদ !!

    • @imam.manjur
      @imam.manjur 3 ปีที่แล้ว +5

      ধারণা ক্লিয়ার হয়েছে

    • @abulbasharmohammadgolamrab8510
      @abulbasharmohammadgolamrab8510 3 ปีที่แล้ว +3

      Jinnah was died in 1948.

    • @visionexpresso1645
      @visionexpresso1645 3 ปีที่แล้ว +2

      @@abulbasharmohammadgolamrab8510 Thank you. Correction done. It was Yahya khan.

    • @shorifjnu7361
      @shorifjnu7361 3 ปีที่แล้ว +3

      History of bihari is clear.... Thanks to vision Expresso

    • @MAHMUDAAL
      @MAHMUDAAL 3 ปีที่แล้ว +15

      এটাই আসল ঘটনা, উর্দূ ভাষী পাকিস্তান যেতে না পেরেই বাংলাদেশী হবার চেষ্টা, মনে প্রানে এখন ও পাকিস্তান যাবার জন্য এক পা বাড়িয়েই আছে।

  • @alauddinahmed3636
    @alauddinahmed3636 2 ปีที่แล้ว +10

    অসাধারণ প্রতিবেদন। খুব ভাল লাগল। প্রতিবেদক ভাইকে অনেক ধন্যবাদ তাদের প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য।

    • @geminitube6832
      @geminitube6832 2 ปีที่แล้ว

      alauddin ahmed Watch স্বপ্নভূমি/Swapnabhumi-a documentary by Tanvir Mokammel. This video is not very fantastic one. If I think the reporter is unprofessional but his choice of words and some of the interviewees seems they are baby who feed milk from feeder. They are hiding the truth. BD government should give all facilities to them including citizenship. But at the same time they must be loyal to Bangladesh and think BD as their country. Many of them still think from the heart "Pakistan is my country".

    • @farhadsabbir7273
      @farhadsabbir7273 หลายเดือนก่อน +1

      Joghonno akta Protibedon eshob Janwar der er thekeo kharap thakbar kotha othocho amader durbhaggo holo eshob JANWAR der Pamper korbar Loker OBHAB Nei.

  • @jubaerahmed1737
    @jubaerahmed1737 2 ปีที่แล้ว +11

    এরা সবাই আমাদের দেশের সাধারণ মানুষ এর মতই

    • @bhai_sajib111
      @bhai_sajib111 ปีที่แล้ว

      আসলে এরা ভারতীয় বিহার ও অন্যান্য মুসলিম অধ্যুষিত অঞ্চলের, সাতচল্লিশের দেশভাগের সময় ভারতীয় মুসলমানরা , পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের দিকে চলে যায় , ভারতের যেসব তুলনামূলক মুসলিম অধ্যুষিত রাজ্যগুলো বাংলাদেশ থেকে কাছে ছিল সেখান থেকে লোকজন এখানে আসে , মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থনের কারণে , অনেকে তাদের পাকিস্তানি মনে করা শুরু করে , পাকিস্থানের যেসব তৎকালীন কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশি নিযুক্ত ছিল , তাদের মধ্যে সবাই দেশ ত্যাগ করেনি,তাদের একটা অংশ এই বিহারীদের সাথে মিশে যায়, বাংলাদেশের পাকিস্তানীরাও রয়েছে , কিন্তু তারা সংখ্যায় কম থাকার কারণে এই বিহারি দের সাথে মিশে আছে,

  • @mushfiqurrahman225
    @mushfiqurrahman225 3 ปีที่แล้ว +24

    বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে মেনে নিলে ও নিজেকে বাংলাদেশী হিসাবে মেনে নিলে তাদের কে তাদের পুরো অধিকার ফিরিয়ে দেওয়া উচিত অবিলম্বে।

  • @msumbsg2732
    @msumbsg2732 2 ปีที่แล้ว +8

    খুব ভালো প্রতিবেদন👍👍❤️❤️ তাদের থাকার জায়গার তো দেখা গেলো খুব কষ্ট 😢

  • @ZahidKhan-ze1jf
    @ZahidKhan-ze1jf 3 ปีที่แล้ว +22

    এতো কষ্ট এদের আল্লাহ তাদের সাহায্য করুক। রোহেংগারা এই দেশে সব ধরনের সাহায্য পাচ্ছে কিন্তু বেহারিরা এই দেশের নাগরিক তারপরও তাদের এই অবস্থা।

    • @hasiburrahman2007
      @hasiburrahman2007 ปีที่แล้ว

      ওরা যে কত বড় খানকির পোলা ওদের ক্যাম্পে গেলেই বুঝা যায়।
      ওরা এখন ও দোকানে বাসায় জিন্নাহর ছবি লাগিয়ে রাখে,উর্দু ভাষায় নিজেরদের মধ্যে কথা বলে বাচ্চা থেকে বুড়া।হিন্দি বা উর্দু গান ছাড়া কিছুই শোনেনা।

    • @tanjimtanjim8981
      @tanjimtanjim8981 3 หลายเดือนก่อน

      Era shob dhoroner crime kore..
      Bihari go pidaia bair koira deoa lagbo..kono shohanuvutir jaiga nai..ora even banglay o Kotha bole na.pakistan vabe ..

  • @mahfuzurrahman974
    @mahfuzurrahman974 3 ปีที่แล้ว +8

    আমার বন্ধু প্রাণের বন্ধু রিজওয়ান,ইরফান,শাবানা আপা, খালাম্মা,খালু সবাই বিহারী ছিল।
    করাচী চলে গেছে টোটাল ফ্যামিলি।
    খুব মিস করি ওদের।
    করাচীতে আছে।
    কথা হয়।
    ইচ্ছে আছে ওখানে বেড়াতে যাবো।
    আরো অনেক বন্ধুই ওখানে আছে!!
    আশ্চর্যের ব্যাপার...
    ওরা আমাদের স্বাধীনতা যুদ্ধের নৈতিক সমর্থক।
    এখনো বলে,
    ৭১ এ পাকবাহিনী যা করছে,
    যে কোনো জাতির সাথে অমনটা করলে তারা ফাইটই দিবে।
    i miss them a lot.
    May Allah SWT bless them.
    i love them a lot.
    i love my bihari friends.

    • @mashoodsiddiqui4771
      @mashoodsiddiqui4771 2 ปีที่แล้ว +2

      যদি যান তাহলে আমাকেও নিয়ে যাবেন।

    • @Rifushiro
      @Rifushiro 6 วันที่ผ่านมา

      একাত্তরে বিহারিরা আমাদের বাশ দিসে।
      পাকিস্তানি বাহিনীর এজেন্ট, দখল লুটপাটে জড়িত ছিলো।
      ওদের মধ্যে আজ ৫০ বছর পরেও পাকিস্তান পিরিত।

  • @sohel.bd88
    @sohel.bd88 3 ปีที่แล้ว +26

    মানবেতর জীবন যাপনের করছে এই ক্যাপের মানুষগন এদের জন্য কিছু করলে আল্লাহ খুশি হবেন।।

    • @miasahebvlogs4435
      @miasahebvlogs4435 3 ปีที่แล้ว +4

      আপনি কি জানেন পাকিস্তানের করাচিতে আটকে পড়া বাঙালিরা আরে মানবেতর জীবনযাপন করছে এবং তারা সরকারি বা নাগরিক কোন সুবিধাই পায়না

    • @tusharmohajan5659
      @tusharmohajan5659 3 ปีที่แล้ว +1

      kono dorkar nai

    • @mahbubrana2887
      @mahbubrana2887 2 ปีที่แล้ว

      @@miasahebvlogs4435 Ora ek boma mere hazar manush khun korte pare..
      Apni parben ekta niriho manush marte..??
      Ora kharap; kintu apni je aaro kharaper jonmo decchen eta bojhen..??
      Prithibite shanti kayemer chey juddho-baaz manush beshi hoye jacchey.. tai amader dhongsho nishchit..

    • @kumar7586
      @kumar7586 ปีที่แล้ว +1

      @@miasahebvlogs4435
      WHAT stops your government from bringing them all to Bangladesh?
      It is clear that Pakistan government is NOT interested in repatriating the Biharis to Pakistan. Why do you want to do the same with Bengali Muslims of Pakistan? Bring them all to Bangladesh as soon as possible.

  • @mdthouhidul540
    @mdthouhidul540 3 ปีที่แล้ว +56

    ভাই এরা বাংলাদেশে অনেক ভালো ভাবে বেঁচে আছে আর পাকিস্তানে যেসব বাংলাদেশী আছে তারা অনেক কষ্ট করে জীবন যাপন করতেছে। তাদের খবর নিয়ে দেখুন তারা কি ভাবে মানুবতার জীবন যাপন করতেছে ( আমি মনে করি বাংলাদেশ সরকার এদের কে অনেক সুখে শান্তিতে রেখেছে)

    • @KaziMdToha
      @KaziMdToha ปีที่แล้ว

      Bihar,s people always Bihari but not Pakistani heart & souls. One,s a time Bangladesh was Pakistan.

    • @sceenunsceen2387
      @sceenunsceen2387 4 หลายเดือนก่อน +2

      আপনি যা বললেন এটা কোন সমাধান না, বাংলাদেশ পাকিস্তান মিলে এই সমস্যার যৌথভাবে সমাধান করতে হবে

    • @mdalombusinessemen7936
      @mdalombusinessemen7936 หลายเดือนก่อน

      Right

  • @hossaintahazzat9104
    @hossaintahazzat9104 3 ปีที่แล้ว +11

    শেখ সাহেব ওদের জিজ্ঞেস করেছিলো, তোমরা বাংলাদেশে থাকবা না কি পাকিস্তানে ? তখন তারা পাকিস্তানের পক্ষে রায় দেয় । তখন জেনেভা কনভেনসন যুদ্ধ আইন অনুযায়ী এদের একটি ক্যাম্পে জড়ো করা হয়, যে কারনে এটার নাম জেনেভা ক্যাম্প । ওদের কয়েক ভাগে পাকিস্তান সরকার নিয়ে যাবে বলে জেনেভা চুক্তিতে সাইন করেছিল এবং একবার বা দুই বার কিছু নিয়ে গেছিলো, পরবতী'তে নেওয়া বন্ধ করে দেয় । যাই শেখ‌ হাসিনা পরবতী'তে ওদের নাগরিকত্ব দেয় , ওরা এখন বাংলাদেশের নাগরিক । এদের একটা বিশাল অংশ পাকিস্তানের করাচিতে বসবাস করে আর করাচিতে অশান্তির এরাই কারন, আলতফ ওদের নেতা, বৃটেনে বাস করে, যার কারনেই পাকিস্তান মনে হয় এদের পরে আর নেয়নি । পাকিস্তানে এদের বৃটিশ রাজনৈতিকভাবে ব্যবহার করে ।

  • @badhonruzz
    @badhonruzz 3 ปีที่แล้ว +5

    অনেক কিছু জানার আর বোঝার আছে এই ভিডিও তে। ধন্যবাদ এই চেনেল এর সবাই কে।

  • @loveman9202
    @loveman9202 3 ปีที่แล้ว +18

    মানুষ কে কষ্ট দেওয়া ঠিক নয়

  • @mhbabu153
    @mhbabu153 3 ปีที่แล้ว +8

    ভাই আমি গল্প শুনছিলাম
    ছোটবেলা মুরুব্বিদের কাছ থেকে
    যখন এই দেশে মুক্তিযুদ্ধ চলে তখন বিহারীরা কি রকম আচরণ করতো
    একটি উদাহরন দিচ্ছি তা হল
    যুদ্ধ চলাকালীন সময়ে রেডিওতে সবাই খবর শুনতো কোথাও যদি খবর আসত যে অমুক স্থানে ৫ জন মুক্তিযোদ্ধা মারা গেছে
    এই বিহারীরা আনন্দ মিছিল করতো মিষ্টি বিলাই তো আর যদি
    খবর আসতো যে পাঁচজন পাকিস্তানি মিলিটারি মারা গেছে
    তখন এই বিহারীরা বুক চাপড়াইয়া বিলাপ করতে

  • @maasumdhk
    @maasumdhk 3 ปีที่แล้ว +8

    সহজ হিসাব ১৯৪৭ এই দেশ ভাগ হওয়ার পরে বিহারী মুসলিমরা তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেএবং আমাদের স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানের পক্ষে কাজ করেছে।

    • @mdmostaqim5489
      @mdmostaqim5489 2 ปีที่แล้ว +1

      এটাতো স্বাভাবিক বেপার! এটা তো আপনি আমি হলেও করতাম

    • @saimoonislam5893
      @saimoonislam5893 2 ปีที่แล้ว

      বুঝলাম না, তার মানে এরা কি রাজাকার ছিল ভাই সত্য কোন তথ্য বললে উপকৃত হতাম।

  • @anisuzzamannahid101
    @anisuzzamannahid101 3 ปีที่แล้ว +2

    ভালো লাগলো প্রতিবেদনটা। এই ক্যাম্প সম্পর্কে আগে এতো বিস্তারিত জানতাম না।

  • @mdsahajalal2699
    @mdsahajalal2699 3 ปีที่แล้ว +25

    এদের মতো লাক লাক। বাংলাদেশি পাকিস্তানের করাচিতে তাদের থেকে আরও বেশি কষ্টে জীবন যাপন করতেছে পারলে তাদেরকে নিয়া একটা ভিডিও করেন

    • @alihossen7329
      @alihossen7329 3 ปีที่แล้ว +1

      ২০ লাখের উপর বাঙালি আছে শুধু করাচিতে। তাদেরকে এখনো নাগরিকও করা হয় নি।

    • @ayajulkarimkhan5200
      @ayajulkarimkhan5200 3 ปีที่แล้ว +3

      তাদের নিয়ে পাকিস্তানি ইউটিউবাররা ভিডিও করেছে,দেখে আসবেন..
      সমস্যা দুই দেশের সরকারের গড়িমসির কারণে কিন্তু আমরা ঠিক হতে পারিনাই না করাচির পাকিস্তানিরা, অথচ আমরা সবাই মুসলিম,আমরা চাইলে বা করাচির পাকিস্তানিরা চাইলে অন্তত ভালবাসাটুকু দেখাতে পারতাম 😥

    • @alihossen7329
      @alihossen7329 3 ปีที่แล้ว

      @@ayajulkarimkhan5200 হ্যাঁ ভিডিও দেখেছি

    • @choncholhassan9364
      @choncholhassan9364 2 ปีที่แล้ว

      Right

  • @mdmasudbillal8946
    @mdmasudbillal8946 3 ปีที่แล้ว +13

    যাইহোক যারা দোষ করেনি তারাকেনো এই সময়ে কস্ট করবে এটা দুঃখের বিষয়

    • @hasiburrahman2007
      @hasiburrahman2007 ปีที่แล้ว

      ওরা যে কত বড় খানকির পোলা ওদের ক্যাম্পে গেলেই বুঝা যায়।
      ওরা এখন ও দোকানে বাসায় জিন্নাহর ছবি লাগিয়ে রাখে,উর্দু ভাষায় নিজেরদের মধ্যে কথা বলে বাচ্চা থেকে বুড়া।হিন্দি বা উর্দু গান ছাড়া কিছুই শোনেনা।

  • @sohailaislam2416
    @sohailaislam2416 ปีที่แล้ว +1

    A very informative and revealing video .

  • @Mdrana-xd9tk
    @Mdrana-xd9tk 3 ปีที่แล้ว +4

    খবই ভালো লাগলো। জেনেভা কেম্পের চিত্র তুলে ধরার জন্য।

  • @gsmselim6610
    @gsmselim6610 3 ปีที่แล้ว +5

    আপনার এই ভিডিও গুলো খুবই ভালো লাগে

  • @mdferojrasel1861
    @mdferojrasel1861 3 ปีที่แล้ว +29

    পাকিস্তানের মধ্যে যে সব বাঙালী ভাইয়েরা আছে তারা খুবই কঠিন জীবন পার করছে।

    • @ratulhasan2821
      @ratulhasan2821 3 ปีที่แล้ว

      No

    • @arghyaas3754
      @arghyaas3754 3 ปีที่แล้ว

      haeee

    • @moyenuddin5064
      @moyenuddin5064 2 ปีที่แล้ว +2

      সত্য কথা। সার্চ করেন দেখতে পাবেন

    • @adityadeb-sakibian1409
      @adityadeb-sakibian1409 2 ปีที่แล้ว

      Hmm thik

    • @AmanEyes
      @AmanEyes 2 ปีที่แล้ว

      @@ratulhasan2821 জেনে নো বলেন নাকি না জেনে? মিয়া বাংলাদেশে তো এখন পর্যন্ত বিরাট সংখ্যক বিহারীরা বাংলাদেশী নাগরিকত্ব পেয়েছে ২০০৮ সালে। কিন্তু পাকিস্তানে আটকে পড়া কোন বাংলাদেশী নাগরিকত্ব পায়নি। বাংলাদেশে এখন বিহারী আছে ২০ লাখের মতো, কিন্তু পাকিস্তানে বাঙালি আটকা আছে ৩০ লাখের মতো।

  • @jubaerahmed1737
    @jubaerahmed1737 2 ปีที่แล้ว +1

    আপনি ভালো কাজ করতেছেন ভাইয়া. Keep it up 👆

  • @kazishohag
    @kazishohag 3 ปีที่แล้ว +10

    খুবই ভালো উদ্দ্যোগ। ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া।

  • @moinulislam7712
    @moinulislam7712 2 ปีที่แล้ว +2

    অনেকদিন পর না টেনে একটা video দেখলাম । very thoughtful content. Keep it up bro 👍

    • @InfoHunter
      @InfoHunter  2 ปีที่แล้ว

      thank you

    • @hasiburrahman2007
      @hasiburrahman2007 ปีที่แล้ว

      ওরা যে কত বড় খানকির পোলা ওদের ক্যাম্পে গেলেই বুঝা যায়।ক্যামেরা দেখে সাধু সাজতেছে সব।
      ওরা এখন ও দোকানে বাসায় জিন্নাহর ছবি লাগিয়ে রাখে,উর্দু ভাষায় নিজেরদের মধ্যে কথা বলে বাচ্চা থেকে বুড়া।হিন্দি বা উর্দু গান ছাড়া কিছুই শোনেনা।

  • @AbdulJabbar-jv6ku
    @AbdulJabbar-jv6ku 3 ปีที่แล้ว

    This is excellent 👍🆗

  • @mebashir7311
    @mebashir7311 3 ปีที่แล้ว +9

    I,m living beside that camp. As per Geneva convention they become refuji n arrange to live that camp. Most of them born here. They r very industrious n know diff. type of useful hand work n cooking. Note many bangali also living here.

    • @InfoHunter
      @InfoHunter  3 ปีที่แล้ว

      thanks for the information

    • @niipusiddika264
      @niipusiddika264 3 ปีที่แล้ว +2

      Ora akhono urdu vasha bole,onek Bangli koshte ache,oder niya kho'bor korun

    • @hasanalamit3092
      @hasanalamit3092 2 ปีที่แล้ว +1

      I want to gone there.how

  • @nobabhasan4851
    @nobabhasan4851 2 ปีที่แล้ว +2

    ভাই আপনার ভিডিওটা চমৎকার হয়েছে।
    এ ব্যাপারে আরো ভিডিও চাই।
    সবচেয়ে ভালো হতো আপনি পাকিস্তান যেয়ে বাংলাদেশিদের কথা তুলে ধরলে

  • @locutoriointernacional1895
    @locutoriointernacional1895 3 ปีที่แล้ว +1

    as salamualaikum owa rahmatullahi owaba rakatuhu , shubo sokal bhaijan valo thakun ameen 🤲 aponara kosto kore vedio koren boley amora sohoje desher valo mondo sob jante o dekhte pay aponader donnobad yea allah tumi onader sahajjo korun ameen ami spain theke

  • @Clickntech
    @Clickntech 3 ปีที่แล้ว +5

    বেশ

    • @InfoHunter
      @InfoHunter  3 ปีที่แล้ว

      ধন্যবাদ

  • @ahnafkabbya7054
    @ahnafkabbya7054 ปีที่แล้ว +2

    I really admire the way you wanted to know the Bihari people's side of the story, without any prejudice. Excellent content. Gracias.

  • @shovosokalbd.2110
    @shovosokalbd.2110 3 ปีที่แล้ว +3

    আজকের ভিডিওতে শব্দ দূষণটা বেশি ছিল । তারপরও বরাবরের মতো ভালো লাগা💕

  • @mdakasdigitalcontraction4486
    @mdakasdigitalcontraction4486 3 ปีที่แล้ว +2

    আমরা নিজেরাই খেতে পারি না ঠিকমত নিজেরাই পাইনা ঠিক মত চলাফেরা করতে রাস্তাঘাটে পথে-ঘাটে ফুটপাতে রাতের আধারে কত মানুষ শুয়ে থাকে একবার খুঁজে তাদেরকে জনগণের সামনে উপস্থাপনা করেন এইসব বিহারীদের পিছনে সময় নষ্ট না করে বাঙ্গালী হয়ে বাঙ্গালী ঘরে জন্ম নিয়ে কারেন্ট বিল পানির বিল গ্যাসের বিল দিয়ে তারপর আমাদের জীবন যাপন করতে হয় এবং কি নিজেদের থাকার জন্য একখণ্ড জমি কিনে তারপর বাড়ি করতে হয় আর এইসব বিহারী মাউরা দের হয়ে কথা বলতে এসেছেন এদের সম্বন্ধে কতটুকু জানেন আপনি আর যারা কমেন্ট করতেছে আর তারাই বা কতটুকু জানে আমরা যারা মিরপুর 11 নাম্বার থাকি এবং বিহারীদের আশপাশে যেসব যাদের বাড়ি দাঁড়িয়ে আছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে তারা কতটা কষ্টে আছে এইসব বিহারীদের জন্য এদের জন্য এদের জ্বালায় অনেকে 1 কোটি টাকার বাড়ি 20 লাখে বিক্রি করে চলে এসেছে অনেকে জায়গা জমি বাড়ি ফেলে চলে এসেছে শুধু বিহারীদের জন্য এদের না কারেন্ট বিল দিতে হয় এদের না কোন পানির বিল দিতে হয় এদের না কোন বাসায়। থাকার জন্য ঘর ভাড়া দিতে হয় এদের থাকার জন্য ঘর সরকার দিয়েছে কারেন্ট বিল বিনা পয়সায় কারেন ইউজ করতেছে পানির বিল সরকার নেয় না কর সরকার নেয় না এবং কি এদের এখন জাতীয় পরিচয় পত্র পর্যন্ত দিয়েছে আর কি চান এদের জন্য এবং কি এদের সৌদি আরব থেকে প্রতিবছর হজের পর তাদের জন্য খেজুর এবং মাংস দুম্বার মাংস নাম শুনেছেন অনেকেতো চোখেও দেখেন নি আর এরা কার্টুনে কার্টুনে মাংস খেজুর এবং অনেক রকম সাহায্য পেয়ে থাকে এরা রোহিঙ্গাদের থেকেও বেশি ভিয়াইপি তে বসবাস করতেছে আমাদের বাংলাদেসে শুধু আমরা যারা বাঙালি এবং বাংলাদেশী তারাই এখন না খেয়ে মরার সময় এসে গেছে সেই দিন বেশি দূরে নয় বাংলাদেশের নামে শুধু কয়েকজন বাঙালি থাকবে আর বাকি যারা আছে বাংলাদেশ তাকে গিলে খাবে।

  • @ViewWithFaisal
    @ViewWithFaisal 3 ปีที่แล้ว +2

    অসাধারণ কন্টেন্ট ভাইয়া,,,

  • @justifyimagination1396
    @justifyimagination1396 3 ปีที่แล้ว +2

    অসাধারণ একটি কনটেন্ট...... 🌷🎀

  • @thasultan
    @thasultan 2 ปีที่แล้ว +1

    লন্ডনের মতো একটা সভ‍্য দেশে থেকে এই ধরনের ভিডিও এই 2022 সালে দেখবো বলে আশা করি নি। মানুষের প্রতি মানুষকে এধরনের আচরন আমার জানা ছিল না। এদের অতিসত্বর বাঙ্গালী বলে ঘোষনা দেয়া হোক ও একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে এদেও পূর্ণ অধিকার দেয়া হোক। ভিডিওটির জন‍্য অনেক ধন‍্যবাদ।

    • @hasiburrahman2007
      @hasiburrahman2007 ปีที่แล้ว

      ওরা যে কত বড় খানকির পোলা ওদের ক্যাম্পে গেলেই বুঝা যায়।ক্যামেরা দেখে সাধু সাজতেছে সব।৭বছর ধরে এদের দেখেছি। এই ক্যাম্পের পাশেই আমার ভার্সিটির ক্যাম্পাস।
      ওরা এখন ও দোকানে বাসায় জিন্নাহর ছবি লাগিয়ে রাখে,উর্দু ভাষায় নিজেরদের মধ্যে কথা বলে বাচ্চা থেকে বুড়া।হিন্দি বা উর্দু গান ছাড়া কিছুই শোনেনা।

  • @morshedyounus9538
    @morshedyounus9538 ปีที่แล้ว +1

    Mr.Shakib, You have done tremendous Job. We have so many So called Journalist /TH-camr ; But Before you no body did such kind of Report.. Salute on you brother..

  • @mdfardin3500
    @mdfardin3500 3 ปีที่แล้ว +13

    দেখে খুব কষট লাগল।ওনারাও তোহ মানুষই। তাদের ও সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার দেওয়া উচিত।বিশেষ করে তাদের থাকার ঘরগুলো দেখে কষট লাগল খুব🙂

  • @blacksky8402
    @blacksky8402 3 ปีที่แล้ว +22

    আমার নানার কাছথেকে শুনেছি এইসব উর্দু ভাষিরা দেশ স্বাধীনের আগে খুব দাপটে চলাচল করতো
    আর এখন আমাদের দেখলে দিনে তিন বার সালাম দেয়

    • @InfoHunter
      @InfoHunter  3 ปีที่แล้ว +3

      সময়

    • @istiaqahmed5708
      @istiaqahmed5708 3 ปีที่แล้ว +8

      ক্ষমতায় যে দল থাকে দাপট তাদেরই থাকে।
      বর্তমানে আওয়ামীলীগ নেতাদের ভাব দেখলেই বোঝা যায়।

    • @blacksky8402
      @blacksky8402 3 ปีที่แล้ว +2

      @@istiaqahmed5708 এইখানে বি,এন,পি আওয়ামী লীগ ডুকাইলেন কেন

    • @istiaqahmed5708
      @istiaqahmed5708 3 ปีที่แล้ว +5

      @@blacksky8402 দুঃখিত,উদাহরণ জন্য বললাম।
      আওয়ামীলীগ সরকার ক্ষমতা আছে,কিছু মূর্খ নেতা এর ফায়দা তুলছে, তবে সবাই খারাপ নয়
      ৭১ আওয়ামীলীগ ভুমিকা ভোলার মতো নয়
      শিক্ষিত ও অর্থশালী বিহারীরা কেউ এখানে থাকে না
      বিহারী ক্যাম্প যারা আছে তারা অধিকাংশই অশিক্ষিত ও গরীব।

    • @kutubuddinshohagh150
      @kutubuddinshohagh150 3 ปีที่แล้ว +11

      ওদের সবচেয়ে বড় ভুল ছিলো ৭১ সালে ওরা পাকিস্তানি আর্মি, রাজাকারদের সাথে যোগ দিয়ে জানপ্রান দিয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলো। তাদের অসম সাহসী যুদ্ধের কারনে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে মিরপুর, মোহাম্মদপুর বাঙালিরা মুক্ত করতে পারেনি। মিরপুর, মোহাম্মদপুর মুক্ত করতে বীর মুক্তিযোদ্ধাদের আরো সপ্তাহখানেক সময় লেগেছিলো। ১৯৭১ সালে বিহারিরা পাক আর্মি, রাজাকারদের সাথে মিলে হাজার হাজার বাঙালি নিধন করেছিলো। এজন্য তারা যুদ্ধে পরাজিত হ্ওয়ার পর মুক্তিযোদ্ধারা নির্বিচারে অনেক বিহারিকে হত্যা করে প্রতিশোধ নিয়েছে। দুই পক্ষই যুদ্ধাপরাধ করেছে।

  • @bakiralimohammed3344
    @bakiralimohammed3344 3 ปีที่แล้ว +24

    মানুষকে কস্ট দেওয়া ভাল না,

  • @galaxieslokman9031
    @galaxieslokman9031 2 ปีที่แล้ว +1

    আল্লায় এদের চাইতে আমাদের হাজারো গুণে ভাল রাখছে🥰

  • @shrabanisanyal78
    @shrabanisanyal78 3 ปีที่แล้ว +1

    🙋👍

  • @alaminchowdhury6823
    @alaminchowdhury6823 2 ปีที่แล้ว

    আপনাকে ধন্যবাদ

  • @mdnasimmdnasim4694
    @mdnasimmdnasim4694 3 ปีที่แล้ว +1

    অনেক ভালো লাগলো খারাপ লাকছে এইজন্নেই যেতারাওতো মানুষ আমরা যেই সিভিদাটা পাছি তারাসেটা পাছেনা ধন্যবাদ ভাই আপনাকে এইরোকম একটা ভিডিও বানা নোরজন্নো

  • @faheemfaisal4406
    @faheemfaisal4406 2 ปีที่แล้ว +3

    10:15 একদম সঠিক কথা। 👏👏👏👏

  • @saimoonislam5893
    @saimoonislam5893 2 ปีที่แล้ว +6

    খুবি দুঃখ জনক। যথাযথ কর্তৃপক্ষের উচিত ভেদাভেদ ভূলে তাদের জন্য কিছু একটা করা

    • @hasiburrahman2007
      @hasiburrahman2007 ปีที่แล้ว

      ওরা যে কত বড় খানকির পোলা ওদের ক্যাম্পে গেলেই বুঝা যায়।
      ওরা এখন ও দোকানে বাসায় জিন্নাহর ছবি লাগিয়ে রাখে,উর্দু ভাষায় নিজেরদের মধ্যে কথা বলে বাচ্চা থেকে বুড়া।হিন্দি বা উর্দু গান ছাড়া কিছুই শোনেনা।

    • @MdMahim-kj8bk
      @MdMahim-kj8bk 11 หลายเดือนก่อน

      উর্দু ভাষায় কেন কথা বলে আগে এইটা বলেন

  • @GKwithSrabon
    @GKwithSrabon 2 ปีที่แล้ว +2

    উপস্থাপনা করার আগে পড়াশোনা জানা উচিত। অন্তত এ ধরনের ভিডিওর ক্ষেত্রে।
    জেনেভা ক্যাম্প বলতে ১৯৭১ সালে এই ক্যাম্পের দায়িত্বে ছিল জেনেভা ভিত্তিক উদ্বাস্তু সংস্থা UNHCR. এ কারণে।

  • @SocialMediaNewsUpdate
    @SocialMediaNewsUpdate 2 ปีที่แล้ว +1

    এই ক্যাম্পে গিয়েছিলাম।
    আমার দেখা প্রায় সবাই খুবই আন্তরিক।

  • @mdyasirabrarrupak1386
    @mdyasirabrarrupak1386 3 ปีที่แล้ว +1

    Vai Saidpur a cover koiren akbar

  • @remonahmed4390
    @remonahmed4390 3 ปีที่แล้ว +5

    খুব কষ্ট লাগলো।
    জানি কিছুই করতে পারবো না তাদের জন্য।
    কিন্তু দোয়া করি আল্লাহ যেনো সরকারের সুমতি দেন এবং তাদের সকল সুযোগ সুবিদা দেন।

    • @movewithshawon1262
      @movewithshawon1262 3 ปีที่แล้ว +1

      পাকিস্তানে এমন বাংলাদেশি কাম্প এর জন্য আগে চিন্তা করেন মিয়া। এরা অনেক ভাল আছে। ওখানে বাংগালিরা ভাল নাই। তারাও মুসলমান। তাদের অবস্থা অনেক খারাপ।

    • @mehrabahmed4691
      @mehrabahmed4691 ปีที่แล้ว

      Rajakar er bachcha

  • @hmtonmoy3632
    @hmtonmoy3632 3 ปีที่แล้ว +1

    Nice work

  • @sulamanchowdhury1374
    @sulamanchowdhury1374 4 หลายเดือนก่อน +1

    এরা অনেক ভালো আছে কিন্তু আমাদের দেশের ভাই বোন গুলো কে, অনেক কষ্টে রাখছে পাকিস্তানে।

  • @LivEatUp
    @LivEatUp 3 ปีที่แล้ว +2

    If they were given Bangladeshi citizenship and voter ID card why aren't they work their way up like rest of the Bangladeshi national? They are living miserably by their own choice. There are many Bangladeshi poor people who are living in the slums and working in homes as domestic workers or garment factories.
    Bihar is the poorest state in entire India to this date. Their per capita income is around $900 dollars which half of Bangladesh. They do not want to pull themselves up by bootstrap nor assimilate with Bengalis. They think of them as Pakistanis and waiting to be resettled in Pakistan. Unfortunately, Pakistan don't want them hence they are stranded refugees.
    They are also not telling you the truth. During the Bangladesh liberation war they supported West Pakistanis and collaborated with our enemy and caused great deal of harm to many Bangladeshis.

  • @nayemdewan7707
    @nayemdewan7707 3 ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কে তুলে ধরার জন্য।

  • @mozidmozid5049
    @mozidmozid5049 3 ปีที่แล้ว +2

    Onek ojana kicu janlam ami chai bangladesh sorkar onader jonno valo kicu koruk

  • @akramontheholiday880
    @akramontheholiday880 2 ปีที่แล้ว

    Video te add ase keno ato, video short banan aro ato lomba dekar time nai

  • @Fatimajes
    @Fatimajes 3 หลายเดือนก่อน

    যেকোনো মানুষের বিপদ - আপদ, কষ্ট তার নিজ হাতের কামাই, কিন্তু বাপ-দাদার কোনো ভুল সিদ্ধান্তের জন্য আমি যদি সমস্যায় ভুগি, তাহলে হিসাবটা এতো সোজা নয়। অবশ্যই তাতে দায় আছে সমাজের, রাষ্ট্রের। প্রতিটি মানুষের ভালো থাকার অধিকার আছে, মৌলিক অধিকার।

  • @kanizfatema124
    @kanizfatema124 2 ปีที่แล้ว

    আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করের।

  • @tasimahmedsabbir23
    @tasimahmedsabbir23 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @golponiyehajir
    @golponiyehajir 3 ปีที่แล้ว +10

    এই ভবন গুলো ভেঙে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে সবুজায়ন করে ঢাকাকে দূষণমুক্ত করে বিশ্বের যোগ্য বসবাসের নগরী গড়ে তোলা হোক। আর এদেরকে ভারতে আর পাকিস্তানে পাঠানো হোক। পাকিস্তানের বাংলাদেশীদের ফিরিয়ে আনা হোক।

  • @anamikajiha7014
    @anamikajiha7014 3 ปีที่แล้ว +8

    ভাই চট্টগ্রামের ফিরোজশাহ কলোণীতেও প্রচুর পাকিস্তানি আছে। তারা সবাই উর্দু ভাষায় কথা বলে। আর তাদের আত্মীয় স্বজন সবাই পাকিস্তানে বসবাস করে। অথচ তাদেরকে বিহারী কেন বলা হয় সেটা আমারও প্রশ্ন, আসলে এরা পাকিস্তানি। এদের সাথে খুব কাছ থেকে আমরা মিশে দেখেছি।

    • @mddidarhasan781
      @mddidarhasan781 3 ปีที่แล้ว

      এটা হচ্ছে তাদের উপাদি তারা পাকিস্তানি তবে তারা মুসলিম এই জন্য তাদের কে বিহারি বলে

    • @mddidarhasan781
      @mddidarhasan781 3 ปีที่แล้ว

      আসা করি বুঝতে পারছেন

  • @tasnimkhatoon6960
    @tasnimkhatoon6960 3 ปีที่แล้ว +4

    ভাই এই প্রতিবেদনটি করার জন্য ধন্য বাদ।

  • @AliAkbar-ly3uz
    @AliAkbar-ly3uz 3 ปีที่แล้ว +3

    এরা হলো ঐ লোক যারা ১৯৭১ শালে যস্বওর বা লাক শামে যোদ্ধাের সময় ট্রিন থামিয়ে বাংগালী দের কাটছিলো ইতিহাস

    • @arijitbagchi1192
      @arijitbagchi1192 2 ปีที่แล้ว

      era khubi bodmash bihari jatitai orom harami je pate khai se pate thutu pheley. Bihari hindu muslim dui shoitan. Ami bharoter poschim bongo thekey bolci era ekhaneo baje kaj korey.

    • @arijitbagchi1192
      @arijitbagchi1192 2 ปีที่แล้ว

      Ami shune6i mukti judhher shesher somoy eder bohu lok ke protishod nitey kichu mukti jodhhar dol onek ke meredie6ilo.

  • @papakamal1997
    @papakamal1997 2 ปีที่แล้ว

    Very Sade★★★★★

  • @anisulislamemon8822
    @anisulislamemon8822 3 ปีที่แล้ว +2

    ভাই আপনি বারবার জিজ্ঞেস করতেছেন বিহার থেকে আসছে,এটা জানার আগে আপনার জানা উচিৎ তারা বিহার থেকে কেনো আসছে। তারা বিহার থেকে এখানে আসছে কারণ ৪৭-এ দেশবিভাগের সময় ভারতবর্ষের বিহার রাজ্যের মুসলিম জনগোষ্ঠী ওখানে হিন্দু-মুসলিম অস্তিরতার কারণে অত্যাচারিত হয়ে পাকিস্তান চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এখনের বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিলো আর বিহার থেকে পশ্চিম পাকিস্তান দূরে ছিলো বলে তারা পূর্ব পাকিস্তানে আসে এবং নিজেদের পাকিস্তানি পরিচয় দিতো।তাছাড়া দেশবিভাগের আগে তোহ কোনো পাকিস্তান ছিলোনা তাই দেশবিভাগের পরে পাকিস্তানে বসবাসকারীরা নিজেদের পাকিস্তানি দাবী করতো হোক ভারতবর্ষের কোনো জায়গা হতেই আগত।ধন্যবাদ।

  • @raselmultimediagroup9950
    @raselmultimediagroup9950 2 ปีที่แล้ว +1

    আপনাদের জন্য ফ্ল্যাট বানিয়ে দিবো।আমাদের বাংগালীরা পাকিস্তানে কতটা ভয়াবহ কস্টে আছে।।।।

  • @rajotavo
    @rajotavo 3 ปีที่แล้ว +2

    Khub tragic byapar...kintu ei manush gulir ei oboshtar jonno Pakistan state e dayee...tara refuse korechhe eder okhane newar jonno..."Biharis were stateless until 2008 when a judgment by the Dhaka High Court gave them right to Bangladeshi citizenship. The judgment does not cover refugees who were adults at the time of Bangladesh Liberation War. In March 2015, the Ministry of Foreign Affairs of Pakistan said that more than 170,000 Biharis had been repatriated to Pakistan and the remaining 'stranded Pakistanis' are not its responsibility but rather the responsibility of Bangladesh." Delhi theke likhchhi...besh bhalo coverage korechhen bhai...

  • @mohoshinuddinahmed1834
    @mohoshinuddinahmed1834 3 ปีที่แล้ว +4

    কিছু রিসার্চ করে যাওয়া উচিত ছিল ।

  • @ziaur565
    @ziaur565 3 ปีที่แล้ว +1

    They are non-locals & Bangladeshi now living in Geneva camp, Mohammad pur, Dhaka. The area looks like a slum with many shops, Restaurants & small houses. They don't like to move from this area bcoz the area is at Mohd.pur residential area with nearby many hospitals. Govt. may give them financial support & relocate to other area.

  • @ameesayeed
    @ameesayeed 2 ปีที่แล้ว

    Why don't you move into different residential areas or another part of Bangladesh?

  • @tarafder2000
    @tarafder2000 3 ปีที่แล้ว +7

    পাপ ছারে না বাপরে।

  • @MdRakib-ex6rr
    @MdRakib-ex6rr 3 ปีที่แล้ว +3

    দেশ ভাগের কষ্ট আজও বয়ে বেড়াতে হচ্ছে অনেকেই

  • @Rifat-Khandakar13579
    @Rifat-Khandakar13579 3 ปีที่แล้ว +2

    আসসালামুআলাইকুম সাকিবুল ভাই,জেনেভা ক্যাম্প এর মানুষের বাসস্থান জীবন মান সত্যি অনেক খারাপ 😢আমি আপনি কেউ এর সমাধান এর কিছু করতে পারবো না।এই বিডিও দেখার পর আমি পাকিস্তানের করাচিতে বসবাস কারী বাঙ্গালী জনগণের জীবনমান এর কম্পেয়ার করেছি।এতে পরিষ্কার পাকিস্তানের করাচিতে বসবাস কারী বাঙালী দের চেয়ে অনেক অনেক ভালো আছে বাংলাদেশে ঢাকায় থাকা বিহারি + পাকিস্তানিরা। কেন বল্লাম বিহারিপাক রা তা সত্যি পূর্ণ নাগরিক সুবিধা পাই না তবে তারা এনআইডি পাইছে তাদের কে পুলিশ ধাওয়া করে না কোন রকম হয়রানি হতে হয় না এখানে বসবাস করতে, তারা পড়াশোনা করতে কোন বাধা নেয় ।পক্ষান্তরে করাচিতে বসবাসকারীরা না পেয়েছে এনআইডি না পাচ্ছে নুন্যতম নাগরিক সুবিধা আর একটু রাস্তায় বের হলে তো পুলিশি হয়রানি আছে এমন কি তারা প্রাইমারি পড়ালেখার পর আর না পাচ্ছে পড়াশোনার সুযোগ। করাচিতে ৩০ লক্ষ পক্ষান্তরে ঢাকায় মাত্র ৫০হাজার সো এখানে অনেক কিছু ভাবার আছে।

    • @kumar7586
      @kumar7586 ปีที่แล้ว

      WHAT stops your government from bringing them all to Bangladesh?
      It is clear that Pakistan government is NOT interested in repatriating the Biharis to Pakistan. Why do you want to do the same with Bengali Muslims of Pakistan? Bring them all to Bangladesh as soon as possible.

  • @mdalauddin-dd8lm
    @mdalauddin-dd8lm ปีที่แล้ว

    এদের জীবন খুব কষ্টের। এদের আরও সুযোগ সুবিধা দেয়া উচিত।

  • @sajibsikder3574
    @sajibsikder3574 3 ปีที่แล้ว +2

    অনেক বাঙ্গালী পাকিস্তানে আছেন যারা পাকিস্তানের নাগরিকের সুবিধা পাচ্ছেন না।
    তাদের বাংলাদেশে আনা উচিৎ এবং এদেরকে পাকিস্তানে পাঠানো উচিৎ।

    • @shovosokalbd.2110
      @shovosokalbd.2110 3 ปีที่แล้ว +2

      ওরা বাংলাদেশে আসবে কিন্তু এরা পাকিস্তানে যাবে না কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ যা আগামিতে আফগিস্তানের চেয়েও খারাপ হবে

  • @MdRaju-ri5kr
    @MdRaju-ri5kr 8 หลายเดือนก่อน

    তারাতো অনেক শান্তিতে আছে বিল্ডিং ঘড়ে থাকে আর পাকিস্তানে যারা আমাদের বাংগালী বাইয়েরা আছে তাদের যে কত কষ্ট এক মাত্র তারা আর আল্লাই জানে😢😢😢😢

  • @syedejazdawood7743
    @syedejazdawood7743 หลายเดือนก่อน

    I feel proud that the construction work of Geneva camp was completed from the beginning to the end by 12 supervisors and our in-charge Wahab Sahib. I Syed Ejaz, Asghar Ali, Muhammad Babar. Muhammad Nizam, Nizamuddin, Shakir etc. The first concrete house inside the camp was our office..
    I am now in Karachi Pakistan.
    I never for get bangladesh and Bangladeshi people. ❤🎉🎉

  • @mueenajahan6689
    @mueenajahan6689 3 ปีที่แล้ว +3

    Noise বেশি হওয়ায় কথা শুনতে সমস্যা হচ্ছিলো

    • @InfoHunter
      @InfoHunter  3 ปีที่แล้ว

      ওখানে আসলে খুব বেশি সাউন্ড। ছোট জায়গা

  • @jobaidulislam9392
    @jobaidulislam9392 3 ปีที่แล้ว +1

    জীবন যেখানে যেমন😭😭

  • @ralahasna7317
    @ralahasna7317 3 ปีที่แล้ว +2

    Before doing some reporting, please do some home work for the subject. These guys or their old generation migrated mostly from Bihar during partition in 1947. In 1971 liberation war, they sided/opted for/collaborated with Pakistan. After war, they could not go to Pakistan for various reasons or were not taken by Pakistan after several promises. Since then, under UN agency at Geneva theses guys are stuck at Geneva Camp.
    Since so much time has passed and their number has increased and integrated with society, hope the BD govt will give them some legal status as Bdeshi.

  • @mohammadiqbalahmed4808
    @mohammadiqbalahmed4808 3 ปีที่แล้ว +7

    Birth in Bangladesh but didn’t speak proper Bangla,

    • @tanjimtanjim8981
      @tanjimtanjim8981 3 หลายเดือนก่อน

      Ora nijeder Bangali vabe na vai..all kind of crime kore era..mohammadpur,mirpur 11 er manush Ra valoi Jane..era ek kothay mach er kata

  • @masudulalam7307
    @masudulalam7307 3 ปีที่แล้ว

    জনাব ভাই আস সালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। জনাব আর কতদিন আপনারা এভাবে পাকিস্তানি দাবি করে দিন যাপন করে জাবেন। পাকিস্তান সরকার আপনাদের কোন দায় দায়িত্ব পালন করবে না। শুধু শুধু কস্ট করে দিন যাপন না করে আপনারা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে সরকারের নিকট আবেদন করেন তাহলে আপনারা এদেশের পুর্ন নাগরিকত্ব পেয়ে জাবেন তাতে আপনারা এদেশের বিভিন্ন নাগরিক অধিকার ফিরে পাবেন এবং সরকারি চাকুরী সহ যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। এখন যেভাবে অমানবিক পরিবেশে বাস করেন তাহা যে কোন মানুষের কাছে কস্ট লাগবে। আল্লাহপাক আপনাদের সবাইকে ভাল থাকার তৌফিক দান করুন আমিন ।ধন্যবাদ

    • @hdbbhbbdbn5565
      @hdbbhbbdbn5565 2 ปีที่แล้ว +2

      বাংলাদেশের অনেকেই পাকিস্তানের সমর্থক ছিল। এমনকি রাজাকারদের ছেলেমেয়েরাও শিক্ষা ও কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়নি। অথচ, বিহারীদের সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে পাকিস্তানি বানিয়ে রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। রাষ্ট্রের এই আচরণ অমানবিক। তারা এই দেশে এমনি আসেনি। ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম না হলে, তারা নিজেদের ভিটেমাটি ছেড়ে এই দেশে আসতো না। তাদের এই পরিস্থিতির দায় বাংলাদেশের রাজনীতিবিদরা এড়াতে পারে না।

  • @MdHasan-mg7ek
    @MdHasan-mg7ek 3 ปีที่แล้ว +5

    একই ভাবে পাকিস্তানে আছে ১৫ লাখ বাঙালি !
    তাদের ফিরিয়ে আনার উদ্যোগ না নিয়ে শুধু ক্ষমা চাইতে বলা হচ্ছে ?

    • @alihossen7329
      @alihossen7329 3 ปีที่แล้ว +1

      শুধু করাচিতেই আছে ২০ লাখের উপরে

    • @AmanEyes
      @AmanEyes 2 ปีที่แล้ว

      ১৫ না ভাই, ৩০

  • @muhammadshadat3711
    @muhammadshadat3711 3 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম।
    জেনেভা ক্যম্প যারা বসবাস করিতেছেন তাঁদের বেশীর ভাগের,পূর্ব পুরুষেরা এসেছে ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার পর তদানিন্তন ভারতের
    বিভিন্ন অঞ্চল হতে তদানিন্তন পাকিস্তানের পূর্বাঞ্চল পূর্ব বাংলায়,পরে পূর্র পাকিস্তানে মুহাজির হিসাবে এসে পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করে,আর তার বেশীর এসেছিলো বিহার অঞ্চল হতে।আর তাদের বেশীর ভাগের মাতৃভাষা ছিলো উর্দু।তাই তাঁদের কে বিহারি হিসাবে অবিহিত করা হয়।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যারা পাকিস্তানের পক্ষে অপশন দিয়েছিলো তাদের সামান্য সংখ্যকে পাকিস্তান গ্রহন করেছিলো।আর যারা পাকিস্তান যেতে পারেনি তারা এখানে রয়ে গেছে,যাদের কে আটকে পড়া পাকিস্তানী বলা হয়,আর গত পঞ্চাশ বছরে তাদের চার পাঁচ টা প্রজন্মের জন্ম বেড়ে ওঠা এইখানে।

  • @parvinakthernilu
    @parvinakthernilu 6 หลายเดือนก่อน +3

    তারা তো মুসলিম তাহাদের সাথে কি খারাপ চোখে না দেখা ভাল না

  • @mdmuhammadhassanaliislamth1194
    @mdmuhammadhassanaliislamth1194 ปีที่แล้ว

    আমি মনে করি যেই সব পাকিস্থানি এখন বাংলাদেশে আছে তারা এখন অনেক ভালো আছে

  • @mithunbag6238
    @mithunbag6238 3 ปีที่แล้ว +3

    আগে দেশটা পাকিস্তান ছিল তাই সবাই পাকিস্তানি।
    ওখানকার বাঙ্গালীদের কেউ বলা হবে পাকিস্তানি বাঙালি।
    ভারতে যারা বাঙালি বাস করে তাদেরকে বলা হয় ভারতীয় বাঙালি। ইন্ডিয়ান বাঙালি ফ্যামিলি।

    • @MasudRana-ql9uj
      @MasudRana-ql9uj 2 ปีที่แล้ว

      মোট কথা এই বিহারীরা হিন্দি-উর্দুতে কথা বলে এবং ১৯৭১ সালে তারা পাকিচকে সাপোর্ট করে বাঙ্গালীদের সাথে বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে।তারা নিজেদের পাকিস্তানি নাগরিক ভাবে এবং পাকিস্তান যেতে ইচ্ছুক।
      সুতরাং তাদের আটকে পরা পাকিস্তানি বলা হয়।

  • @mustazeb8131
    @mustazeb8131 3 ปีที่แล้ว +1

    সুধু ঢাকায় না চট্টগ্রামে তেও অনেকে আছে এমন

  • @nurealam4272
    @nurealam4272 ปีที่แล้ว

    Allah apni help koren Manush hove koste ache ..

  • @triggeredzindagi5265
    @triggeredzindagi5265 3 ปีที่แล้ว +3

    দাদা আমি ইন্ডিয়া থেকে বলছি। 1971যুদ্ধের পর এই পাকিস্তানের সাপোর্টার বিহারী মুসলিমরা তখনকার সময়ে প্রায় 10 লক্ষ লোক ছিল। আজ 50 বছর পর এদের সন্তান সন্ততি সহ হিসাব করে সবাইকে আপনি খুজেও পাবেন না। আমি দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে বলছি। বাংলাদেশে এরা এখন খুব অল্প সংখ্যায় ওরা আছে। বেশীরভাগটাই ইনডিয়ায় অনুপ্রবেশ করে বসে আছে। মানুন আর না মানুন এটাই বাস্তব সত্য। এই পাপী জারজ সন্তানগুলো এখন আমাদের ঘাড়ে এসে জুটেছে।

    • @mashoodsiddiqui4771
      @mashoodsiddiqui4771 3 ปีที่แล้ว

      হ্যা ঠিক বলেছেন।আমি জানি।

    • @arijitbagchi1192
      @arijitbagchi1192 2 ปีที่แล้ว +2

      @@mashoodsiddiqui4771 Na na dhuke6ey olpo seto kolkata tey thakey onekei abar beshirbhag pakistan choley ge6ey r tiger siddiquir bahini bohu bihari jara rajakar chilo pakistan armyr sathey miley bangalider marto tader hotta kore6ey jotota somvob kintu indian army seshey eder baki olpo lokder bachiye diye6ilo tiger siddiqui o onar lokjonke atkey. Bangladeshi bangali muslim porjotok ra bharoter kolkata elei new market elakatey hotel a thaken r seta kolkata te muslim area kintu bihari muslim area asoley sob biahri muslim 47 a purbopakistan palay ni onekey thekeo giye6ilo r tader bongshodhor ra kolkatar muslim area tey bangali muslim der cherey jawa ghor bari dokhol korey bhaloi thakey ajkal kintu era bangalider mone hoi na khub ekta pochhondo korey r eta bihari hinduder khetreo projojjo. Bangladesh er ei bihari rajakar ra onekei border topkey kolkatar bihari muslim der modotey kolkatar oi muslim bosti tey asroy niye6ey. Ekbar ek protibedon pore6ilam je bangladeshi ek modhho boyeshi porjotok jini naki mukri judhhey ongsho niye6ilen tini ekbar ei kolkatar new market elakar footpath a bajar ghurte ghurte ek purono bihari muslim rajakar jekina Bangladesh sadhinotar somoy sotru chilo tar dekha hoye jai. Oi bihari naki ragey se kichuta egiye jetey takey akromon korey marey ultey oi bangladeshi porjotok o takey attorokhharthey maren r bochosha shuru hotey rastar lokjon thamiye dey r oi bihari palay ebong bangladeshi bhodrolok kolkata police a diary koren.

    • @SssScorpio
      @SssScorpio 3 หลายเดือนก่อน

      ঠিক। এরা ভারতে বেশি । বাংলাদেশে যা আছে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে আছে

  • @fayezahmed1981
    @fayezahmed1981 3 ปีที่แล้ว

    Oh! Very sad

  • @bdfgaming48
    @bdfgaming48 2 ปีที่แล้ว +1

    ভাই বাঙালিরাই বাংলাদেশে শান্তি তে নাই আর অবাঙালি রা কি করে থাকবে।।☹️

  • @afiahuq6385
    @afiahuq6385 3 ปีที่แล้ว +1

    manush ke kosto deyar odhikar kar o nei

  • @000rifat
    @000rifat 3 ปีที่แล้ว +3

    Ki dhoroner questions?? Homework na thakle ja hoy

  • @bohemiyan5166
    @bohemiyan5166 3 ปีที่แล้ว +2

    সবাই এটাকে ১৯৭১ এর দৃষ্টি দিয়ে দেখছে, কিন্তু এনারা এসেছেন আরো আগে। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান দেশভাগের সময়, এনারা ইসলামীক দেশে থাকবে এই আশায় ভারত ছেড়ে পাকিস্তান থাকার জন্যে। বাংলাদেশ তখন পাকিস্তান ছিলো। তাই ভারত থেকে দলে দলে মুসলিমরা এসেছে পূর্বপাকিস্তানে থাকার জন্য। এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে এনারা উদ্বাস্তু হয়ে এলাকা গেড়েছিলেন। তাদের ভাষা উর্দু, দিলমে পাকিস্তান। ১৯৭১ সালে যুদ্ধের সময় এনারা যখন দেখলেন, এই দেশের মানুষরা পাকিস্তানের থেকে স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করছে , যুদ্ধ করছে, তখন এনারা অস্তিত্ব সংকটে ভুগছিলেন, কারণ এনারা জিন্নার ডাকে পাকিস্তানের সাথে থাকার জন্যেই ভারত ছেড়ে এতদূর এসেছিলেন। তাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোর বিরোধীতা করেছিলেন, রাজাকারি, শান্তি বাহিনী করে যতটা সম্ভব প্রচুর মুক্তিযোদ্ধাদের হত্যা, অত্যাচার ও যেভাবেই হোক পাকিস্তানকে জিতাতে চেয়েছিলেন, কারণ পাকিস্তান উনাদের প্রাণের নাম, এই নামের দেশেই থাকতে এসেছিলেন, তারা কোন বাংলাদেশ চাননা, ভাষা চান উর্দু, বাংলা চান না। যেই বাংলাদেশকে হারানোর জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছিলেন, সেই বাংলাদেশ যখন জিতেই গেলো তখন উনাদের অবস্থা শত্রুর দেশে থাকার মতই শোচনীয় হয়ে গিয়েছিলো। উনারা অনেক চেষ্টা করছিলেন যেই দেশের জন্য উনাদের মন কাদে সেই পশ্চিম পাকিস্তানে ফিরে যেতে, কিন্তু পাকিস্তান সরকার তাদের গ্রহণ করেন নি। আর এই জন্যেই এনাদের আটকে পড়া পাকিস্তানি বলা হয়। অগত্যা মনে না টানলেও বাংলাদেশে পড়ে থাকা ছাড়া এনাদের কোন গতি ছিলো না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এনাদের দেশদ্রোহীতার পরেও বঙ্গবন্ধু এনাদের বাংলাদেশে থাকার অনুমতি দিয়েছিলেন। কিন্তু এনাদের কর্মকান্ডের কারণে বাংলাদেশের নাগরিকত্ব পাবার অধিকার হারিয়েছেন। দীর্ঘসময় পর কয়েক বছর আগে বাংলাদেশ সরকার এনাদের নাগরিকত্ব দিয়েছেন।
    ১৯৪৭ এ এসেও এই দেশকে উনারা কখনোই নিজের দেশ ভাববে পারেন নি। এনারা সর্বদা পাকিস্তানকেই নিজেদের দেশ ভেবেছিলেন। বাংলাদেশকে আপন ভেবেছিলেন যতক্ষন সেটি পাকেস্তানের অংশ ছিলো ততোক্ষণ, তাই মুক্তিযুদ্ধে পাকিস্তানের হয়ে লড়েছেন।
    যারা এনাদের ছোট ঘর দেখে আফসোস করছেন তাদের কার কার ঢাকাতে একটা করে বাড়ি আছে? এতটুকু জমি আছে? কার কার অন্তত একটা করে রুম আছে?
    এনাদের পূর্বপুরুষদের যে জমি দেয়া হয়েছিলো তা ছিলো পর্যাপ্ত। কিন্তু বংশ পরম্পরায় একএকজনের ৭-৮ টা করে বাচ্চাকাচ্চা হয়েছে, এভাবে ১৯৪৭ থেকে একই জমি ভাগ করতে করতে এখন এই প্রজন্মের থাকার জায়গা সামান্য।।

  • @MdDidar-my3ld
    @MdDidar-my3ld 2 ปีที่แล้ว

    Onek kosto laglo.... Muslim Muslim Vai Vai...tader maf Kora hok..

  • @obonirazzak2574
    @obonirazzak2574 3 ปีที่แล้ว +36

    উপস্থাপকের লেখাপড়া করে আসা উচিৎ। ইতিহাস তুলে ধরতে হলে প্রকৃত ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে বিশদ জ্ঞানর্জন এবং গবেষণা থাকা একান্ত বাঞ্চনীয়।

    • @sharminrahmannipa6456
      @sharminrahmannipa6456 3 ปีที่แล้ว +3

      ঠিক বলেছেন।এখন ইউটিউব এর সুবাদে যার যা ভাল লাগে তাই বলে। জেনেভা কনভেনশন বলে জেনেভা এন.জি.ও!?!?

    • @evan8398
      @evan8398 3 ปีที่แล้ว +1

      Right

    • @hasiburrahman2007
      @hasiburrahman2007 ปีที่แล้ว

      ওরা যে কত বড় খানকির পোলা ওদের ক্যাম্পে গেলেই বুঝা যায়।ক্যামেরা দেখে সাধু সাজতেছে সব।৭বছর ধরে এদের দেখেছি। এই ক্যাম্পের পাশেই আমার ভার্সিটির ক্যাম্পাস।
      ওরা এখন ও দোকানে বাসায় জিন্নাহর ছবি লাগিয়ে রাখে,উর্দু ভাষায় নিজেরদের মধ্যে কথা বলে বাচ্চা থেকে বুড়া।হিন্দি বা উর্দু গান ছাড়া কিছুই শোনেনা।