জিনজিরা প্রাসাদ| সিরাজের স্ত্রী কন্যা ও মাতা কে বন্দী রাখা হয়েছিল যে প্রাসাদে
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025
- #travel #history #জিনজিরা_প্রাসাদ
সিরাজুদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব।
নবাবের সেনাপতি মির্জাফর ও আপন খালা ঘসেটি বেগম ইংরেজদের সাথে হাত মিলালে ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব কে পরাজয় মেনে নিতে হয়।
মীরজাফর পুত্র মীরনের নির্দেশে বন্দী করা হয় নবাবের স্ত্রী লুৎফুন্নেসা ও তার শিশু কন্যাকে। পলাশী যুদ্ধের পূর্বে ঘসেটি বেগমকে ব্যবহার করলেও যুদ্ধের পরে তাকে আর কোন সুযোগ না দিয়ে তাকেও বন্দী করা হয়। বন্দি করা হয় নবাবের মাতা আমিনা বেগম কেও। মূলত এই জিঞ্জিরা প্রাসাদে তাদের বন্দি করে রাখা হয়।
ঐতিহাসিক বিবেচনায় এই প্রাসাদের গুরুত্ব অপরিসীম। কিন্তু বর্তমানে দখলদারিত্ব এই প্রাসাদ থেকে গিলে খেয়েছে। ভাঙ্গাচুরা কিছু অংশ পড়ে আছে। এই ভিডিওতে সেটিই দেখানোর চেষ্টা করেছি। তবে আমার কাছে মনে হয়েছে, জিনজিরা প্রাসাদে পৌঁছানো খুবই কষ্টসাধ্য ব্যাপার।
#travel #nature #travelphotography #instagood #travelgram #adventure #travelblogger #instatravel #summer #explore #trip #vacation #traveling #historical
জিনজিরা প্রাসাদ
নবাবের ইতিহাস স্ত্রী ও কন্যা কে বন্দী করে রাখা হয়েছিল যেখানে
সিরাজের স্ত্রী ও কন্যাকে বন্দী করে রাখা হয়েছিল যেখানে
ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ
জিঞ্জিরা প্রাসাদের বর্তমান অবস্থা
বেহাল অবস্থায় জিনজিরা প্রাসাদ
জিনজিরা প্রাসাদের ঐতিহাসিক তাৎপর্য
ধ্বংসপ্রাপ্ত জিনজিরা প্রাসাদ
ধ্বংসের পথে জিনজিরা প্রাসাদ
Jinjira Palace
History of Jinjira place
Jinjira Prashad Dhaka
লালবাগ কেল্লা : • লালবাগ কেল্লার নির্মাণ...
মাওয়া ঘাটের মজাদার ইলিশ ফ্রাই :
• মাওয়া ঘাটের মজাদার ইলি...