উৎপল কুণ্ডুর রচনা থেকে -'কথা ও কবিতা, শিলিগুড়ি'র শিল্পীদের ভাবনা নির্মাণ-'আবৃত্তিশিল্পীর কবিতাযাপন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 46

  • @sharmisthasarkar4927
    @sharmisthasarkar4927 9 วันที่ผ่านมา +2

    খুব ভালো লাগলো। পরিশ্রমসাধ্য কাজ। মননের স্পর্শ গভীরতা তৈরি করেছে। শ্রোতার কান আর মন দুইই জুড়িয়ে যায়। অভিনন্দন সকল শিল্পীকেই।

  • @alokachakravarty5006
    @alokachakravarty5006 9 วันที่ผ่านมา +2

    ভীষণ উচ্চমানের একটি অনুষ্ঠান।শরীর খারাপ থাকায় উপস্থিত থাকতে পারি নি শ্রোতা হিসেবে।

  • @atasiroy2189
    @atasiroy2189 10 วันที่ผ่านมา +2

    খুব ভালো লাগলো।ভীষণ ভালো সংযোজনা ও উপস্থাপনা

  • @pranabsarkar777
    @pranabsarkar777 10 วันที่ผ่านมา +2

    পার্থ তোমার সংকলন অনবদ্য, একটি গবেষণামূলক কাজ করেছ। তোমার দলের যৌথ প্রয়াস যথেষ্ট প্রশংসার দাবি রাখে, যদিও সকলের নিবেদনের মানের তারতম্য সত্বেও মাধুর্য অনুভবে ব্যাঘাত ঘটে নি।সকল শিল্পীর জন্য রইল আমার প্রাণভরা শুভেচ্ছা। ❤❤

  • @Chandana6
    @Chandana6 8 วันที่ผ่านมา +1

    শুনলাম।
    এক অভিনব কায়দায়, শ্রুতিনাটকের রূপে
    গবেষণালব্ধ, অনন্য সৃষ্টি।
    ভীষণ উচ্চমানের পরিবেশন।
    মুগ্ধ ও সমৃদ্ধ হলাম

  • @MrAmitmisra
    @MrAmitmisra 11 วันที่ผ่านมา +2

    শুনলাম, দারুন লাগলো।

  • @kahinisain1153
    @kahinisain1153 10 วันที่ผ่านมา +2

    মন ছুঁয়ে গেল

  • @jayantachangdar3513
    @jayantachangdar3513 11 วันที่ผ่านมา +2

    অসাধারণ। ❤

  • @santiranjanbank2665
    @santiranjanbank2665 9 วันที่ผ่านมา +2

    ও হো হো হো! শুনে অভিভূত হয়ে গেলাম। তোমার কথা তো নতুন করে বলার কিছু নেই বাকী বাচিক শিল্পীরাও অনবদ্য। আবৃত্তি শিল্প র মধ্যে যে কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রয়েছে তা তোমাদের উপস্থাপনের মধ্য দিয়ে দারুণ ভাবে মেলে ধরলে। যারা আবৃত্তি শিখছে বা শিখছেন তারা যদি এই ভিডিও টা দেখেন অনেক কিছু শিখতে পারবেন।আমিতো সমৃদ্ধ হলাম। তোমাদের 'কথা ও কবিতা' র শিলিগুড়ির শিল্পীদের আমার হার্দিক অভিনন্দন,এইরকম নতুন আঙ্গিকে একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।

  • @chanchalrakhshit4238
    @chanchalrakhshit4238 10 วันที่ผ่านมา +2

    খুব ভালো লাগলো, সুন্দর উপস্থাপনা, এগিয়ে চলুন 😊

  • @ChhandaRoysarjon
    @ChhandaRoysarjon 10 วันที่ผ่านมา +2

    ভালো লাগলো । আরো শোনার অপেক্ষায় রইলাম।

  • @sanchitachumkibasu2984
    @sanchitachumkibasu2984 11 วันที่ผ่านมา +2

    খুব ভালো লাগলো।

  • @manojsarkar13
    @manojsarkar13 7 วันที่ผ่านมา +1

    Asadharon Anobadyo ❤

  • @shikhabiswas8927
    @shikhabiswas8927 8 วันที่ผ่านมา +1

    কবিতা আর আবৃত্তির উচ্চারণের অসাধারণ বিশ্লেষণ ধর্মী এই সংকলন খুব ভালো লেগেছে। শিশির মঞ্চে সম্ভবত প্রথম শুনেছিলাম।

  • @manjudas4158
    @manjudas4158 8 วันที่ผ่านมา +1

    খুব সুন্দর একটি নিটোল পরিবেশনা

  • @sanhitaghosh3163
    @sanhitaghosh3163 11 วันที่ผ่านมา +2

    Valo kaaj hoyeche.....abritti shilpi kobita japon....

  • @maitreyeesen9811
    @maitreyeesen9811 10 วันที่ผ่านมา +2

    আমি তো বিশেষজ্ঞ নই, শুধু শোনার তাগিদে শুনতে গিয়ে খুব ভালো লাগলো। ব্যতিক্রমী প্রয়াস, একটু অন্যরকম !

  • @ChitraSarkar
    @ChitraSarkar 11 วันที่ผ่านมา +2

    অনুষ্ঠানটা দেখার সৌভাগ্য হয়েছিল। খুব ভালো উদ্যোগ।

  • @jayitaogolpokatha9669
    @jayitaogolpokatha9669 11 วันที่ผ่านมา +2

    চমৎকার অংশ বিশেষ। উচ্চারণ অনবদ্য ❤
    জয়িতা

  • @TheDramaQueenJayeeta
    @TheDramaQueenJayeeta 10 วันที่ผ่านมา +2

    অনুষ্ঠানটি সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। সেদিন ভাল লাগায় ভরে গেছিলাম। এইভাবেও পারফর্ম করা যায়! সেদিন মঞ্চের পাশে দাঁড়িয়ে শুধু শুনেছিলাম। আর মুগ্ধ হয়েছিলাম বিষয়ের বিন্যাস দেখে। আজ সামনে থেকে দেখলাম, শুনলাম। মনে পড়ছে, সেদিনের প্রতিটি মুহূর্তের কথা। মনে পড়ছে আমার সঙ্গে মঞ্চের পাশে থেকে যারা সাক্ষী ছিলেন এই অনুষ্ঠানের, তাদের প্রত্যেকের ভাল লাগার মুখগুলো।

  • @sudeeptachakraborty6440
    @sudeeptachakraborty6440 7 วันที่ผ่านมา +1

    সেদিনও শিশির মঞ্চে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল
    শোনার পর সমৃদ্ধ হয়েছিলাম
    ও ভালোলাগায় মন ভরে গেছিলো
    আবারও শোনার ইচ্ছে রয়েগেছিল
    সেই ইচ্ছে পূরণ হোলো
    আর সঙ্গে প্রাপ্তি --- আবারও একরাশ ভালোলাগা...

  • @Gg-uh1bi
    @Gg-uh1bi 9 วันที่ผ่านมา +2

    Khub ...khub ...khub valo laglo...asadharon uposthapona..

  • @kakalidas1167
    @kakalidas1167 11 วันที่ผ่านมา +2

    বিষয় ভাবনা থেকে উপস্থাপনা সব কিছু ই ভীষণ অন্যরকম... একেবারে গবেষণা ধর্মী ও শিক্ষণীয় ... কানের আরাম এর সাথে মনের আমোদ ও মিলে গিয়ে এক অনির্বচনীয় স্বর্গ সুখ পেলাম যেন!!❤️

  • @krishnasaha151
    @krishnasaha151 11 วันที่ผ่านมา +2

    একটা অন্যরকম ভালো লাগা।আন্তরিক শুভেচ্ছা সবার জন্য।

  • @pradeepdasgupta9253
    @pradeepdasgupta9253 11 วันที่ผ่านมา +2

    অসাধারণ, অনেক দিন পর শুনলাম । ভীষণ ভাল লাগল ।

  • @shiprapaul5494
    @shiprapaul5494 11 วันที่ผ่านมา +2

    দারুণ লাগলো ---- সবাইকে আন্তরিক শুভেচ্ছা

  • @ManabendraRay-v5r
    @ManabendraRay-v5r 11 วันที่ผ่านมา +2

    খুব ভালো হয়েছে পার্থ। শরীর আর মন দুইয়ের রিহ্যাবই চলতে থাক। ❤

  • @ThroughTheLens00
    @ThroughTheLens00 11 วันที่ผ่านมา +2

    অস্বাধারণ উপস্থাপনা !!! দারুন ভাবে উপভোগ করলাম |

  • @nandandasguptamusic
    @nandandasguptamusic 11 วันที่ผ่านมา +2

    খুব ভাল লাগল। এগিয়ে চলুক ' কথা ও কবিতা '- শুভেচ্ছা রইলো আমাদের

  • @snigdhaghosh3245
    @snigdhaghosh3245 11 วันที่ผ่านมา +2

    উপস্থাপনা অসাধারণ লাগলো। এধরনের সমবেতপ্রয়াস নিঃ সন্দেহে ব্যাতিক্রমী প্রয়াস। আপনার বিষয়েমন্তব্য করার কোনো স্পর্ধা আমার নেই। সঞ্চারীকে বেশ লাগলো। বাকীরাও ভালো।উৎপলদার লেখার উপর ভিত্তি করে সময়ের মাপে এবং শ্রোতাদের কাছে মনোগ্রাহী করে তোলার তাগিদে কবিতা দিয়ে সাজানোর কৃতিত্ব নিশ্চিতভাবেই উৎপলদার কৃতি ছাত্রটির--- সেটা বলার বা বোঝার অপেক্ষা রাখেনা। এই কৃতিত্ব কে উঠে দাঁড়িয়ে কুর্ণিশ করি। আমি তিনবার একসঙ্গে ই শুনে ফেল্লাম।

  • @prithasen5708
    @prithasen5708 11 วันที่ผ่านมา +2

    বাহ্ চমৎকার লাগল....

  • @কাজলরায়-ন২ন
    @কাজলরায়-ন২ন 11 วันที่ผ่านมา +2

    শ্রদ্ধাভিনন্দন সবাইকে। আবার আবৃত্তি ভাবনায় বুঁদ হয়ে থাকা। আপনারা একজন অসাধারণ আচার্যের উত্তরাধিকার। সে স্পর্শ পেলাম আপনাদের বলায়। বলায় পূর্ণতা পেল কি না! সেটা নাই বা বললাম, পূর্ণতা পেলেই হয়তো শেষ! আমি শেষ চাই না।

  • @kaushik015
    @kaushik015 9 วันที่ผ่านมา +2

    Once Natalie Marchant said "Poetry comes alive to me through recitation". Today I got a feel of that thought.
    Ek kathae Anaboddo... Amar ahangkar je ami ei Katha o Kobitar ek Kathbirali sadasya.
    Pranam.

  • @jayantamajumdar3941
    @jayantamajumdar3941 11 วันที่ผ่านมา +2

    খুব ভাল উপস্থাপনা🎉

  • @nikhilmuhuri5377
    @nikhilmuhuri5377 11 วันที่ผ่านมา +2

    স্যার , অসাধারণ ।।

  • @bidyutrajguru4430
    @bidyutrajguru4430 11 วันที่ผ่านมา +2

    খুব ভালো লাগলো

  • @helpihand8162
    @helpihand8162 12 วันที่ผ่านมา +2

    অনেকদিন পর শুনছি দারুন লাগছে স্যার😅

  • @paromitabiswas9812
    @paromitabiswas9812 9 วันที่ผ่านมา +2

    প্রথমেই বলি স্ক্রিপ্ট টা বেশ উচ্চ মানের।
    তার সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ উচ্চারণ

  • @rupakdesarkar6433
    @rupakdesarkar6433 11 วันที่ผ่านมา +2

    বেশ লাগলো

  • @amitsahatabla
    @amitsahatabla 11 วันที่ผ่านมา +2

    খুবই সুন্দর🙏

  • @paltusaha9475
    @paltusaha9475 11 วันที่ผ่านมา +2

    khub bhalo laglo sir

  • @gaming99-ku6tx
    @gaming99-ku6tx 11 วันที่ผ่านมา +2

    Khub bhalo laglo

  • @BiswajitNandi-s2m
    @BiswajitNandi-s2m 11 วันที่ผ่านมา +2

    খুব সুন্দর হয়েছে
    আমার মনে হয় ধরা ও ছাড়া একটু কানে লাগছে (যদি ও এটা আমার ব্যক্তিগত মতামত)

  • @gayatrisarkarlaha3734
    @gayatrisarkarlaha3734 11 วันที่ผ่านมา +1

    দারুন

  • @gopade9007
    @gopade9007 11 วันที่ผ่านมา +2

    মতামত দেওয়ার স্পর্ধা আমার নেই।তবে কবিতা বলা বা আবৃত্তি করা মানে শুধু উচ্চগ্ৰামে মুখস্থ বলা নয়, কবিতা বলা র জন্য ব্যাকরণ জানতে হয়, এটা খুব স্পষ্ট ভাবে বোঝা গেলো।মন ভরে গেলো,যতই শুনি তার রেশ থেকেই যায়, শেষ হয়েও হয় না শেষ।

  • @doordarshanjalpaiguri929
    @doordarshanjalpaiguri929 10 วันที่ผ่านมา +2

    উপস্থাপনা খুব সুন্দর। ভিডিও রেকর্ডিংএ সমস্যা হয়েছে। মাঝে মাঝে ক্যামেরার সাউন্ড থেকে গেছে। zoom in এবং zoom out না করে fixed (camera) রেখে দিলে এডিট করার সময় তা করলে এ সমস্যা হতো না।