Allah Subhanahu Wa Ta'ala said: وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۗ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ۗ اِنَّ اللّٰهَ بَا لِغُ اَمْرِهٖ ۗ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا ওয়া ইয়ারঝুকহু মিন হাইছুলা-ইয়াহতাছিবু ওয়া মাইঁ ইয়াতাওয়াক্কাল ‘আলাল্লা-হি ফাহুওয়া হাছবুহূ ইন্নাল্লা-হা বা-লিগু আমরিহী কাদ জা‘আলাল্লা-হু লিকুল্লি শাইয়িন কাদরা-। "আর তাকে রিযক দিবেন (এমন উৎস) থেকে যা সে ধারণাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে, তবে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ নিজের কাজ সম্পূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটা সুনির্দিষ্ট মাত্রা।" (QS. At-Talaq 65: Verse 3) * Via Al-Qur'an Bangla quran-bangla.com
ধন্যবাদ হুজুর এত সুন্দর ফয়সালা দেওয়ার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক যেন আমাদের সন্তানরা ও আপনার দেয়া জ্ঞান অর্জন করতে পারে আপনার মাধ্যমে আমি বুঝতে পারলাম ইসলাম কত বড় শান্তিপূর্ণ জিনিস
কারন সমাজ এখন ঐ অর্থনীতির নিয়মে চলে না। আপনার টাকার মান কমতে থাকবে। আপনি সেই টাকায় কোনো ফ্রেশ জমি না কিনে বন্ধকী জমি নিবেন কেনো যেটা আপনি ভোগ করতে পারবেন না?
মাশাল্লাহ সুন্দর আলোচনা, কিন্তু কথা হচ্ছে,আমি যার কাছ থেকে জমি টা বন্দক নিলাম সাপোস ১ লাখ টাকার বিনিময়ে, যখন সে টাকা ফেরত দেবে তখন কিছু টাকা কম নিলাম ২ হাজার বা ৩হাজার ইত্যাদি,, তাহলে কি এটা জায়েয হবে?
আসসালামু ওয়ালাইকুম, হুজুর আমার একটা প্রশ্ন ছিলো।যে জমিটা বন্ধক নিলো সে যদি ওই জমিতে চাষ করে ফসল ফলায় সেটা যদি হারাম হয় । যে টাকাটা নিলো সে যদি ওই টাকাটা দিয়ে ব্যবসা করে টাকা লাভ করে তাহলে কি সেই টাকাও হারাম হবে নাকি হালাল হবে।
এই বন্ধকী সিস্টের মূল উদ্দেশ্যই হলো কাউকে অর্থ দিয়ে সহায়তা করা। কারও অতিরিক্ত টাকা পড়ে থাকলে সে অন্য মুসলিম ভাইকে টাকা ধার দিয়ে সহায়তা করবে এটাই স্বাভাবিক নয়কি? কিন্তু পরে যদি টাকা ফেরত না পায় তাই গ্যারান্টি হিসেবে কোন জিনিস বন্ধক রাখে। এখানে বন্ধক রাখা জমি ভোগের সুযোগ নাই। টাকাটা নিয়ে সে কি করল সেটা আপনার দেখার বিষয় নয়। কিন্তু যে জমি আপনাকে দিল সেটা বন্ধকীমাল বা আমানত। তাই এতে চাষ বাস কিংবা ভাড়া কোনটাই আপনি নিতে পারবেন না। সে শুধুমাত্র সেই জমি বিক্রি করতে পারবেন যদি সে বন্ধক চুক্তির মেয়াদ শেষ হওয়ার ভিতরে টাকা না দেয়।
@@mrdoubleh01সেটাই, এখনকার অর্থনৈতিক ব্যবস্থায় যেকোনো বন্ধকই সুদ হবে। যে যতই চেষ্টা করুক বন্ধক ব্যবস্থা এখন আর হালাল না যদি সেখানে জিনিসের বদলে টাকার লেনদেন হয়। কারন টাকার মান কমবে সুদ ভিত্তিক অর্থনীতির কারনে। তাই কেউ জমি বন্ধক নিয়ে ১ লক্ষ টাকা দিলেও সে কয়েক বছর পর যে ১ লক্ষ ফেরত পাবে তার বাজারমূল্য কম হবে।
শায়খ আহমদুল্লাহ আমার অনেক প্রিয় একজন মানুষ। তবে নাম মাত্র টাকায় ভাড়া রাখার যে ফতোয়া উনি দিলেন সেটা আমার কাছে ঘুরিয়ে খাওয়ার মতো লাগলো। কারণ জমিওয়ালা বাধ্য না হলে কখনোই এমন চুক্তিতে আবদ্ধ হবেন না।
চেষ্টা করবেন মোটামুটি ভাল একটা এমাউন্ট দেওয়ার জন্য । আপনি যখন বিয়ে করেন, মোহরানা দিয়ে বউ হালাল করতে হয় । এটা মেয়ের অধিকার । মোটামুটি ভাল একটা এমাউন্ট দেওয়া দরকার । কিন্তু নামেমাত্র ১ টাকা ধার্য করলেও তো বিয়ে হয়ে যাবে ।
আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি একজন মাদ্রাসা ছাত্র ❤️ প্রশ্ন : কেউ কি খাস জমি ভোগ করতে পারবে?? উল্লেখ্য এটা খাস জমি হলেও এটা অন্য জনের কাছ থেকে কিনে নেওয়া জমি অর্থাৎ সেও অবৈধভাবে দখলে রেখেছিলো তার কাছ থেকে কিনে নেওয়া
এটাই এতক্ষন ধরে বললো। আপনি গ্যারান্টি হিসাবে জমি রাখতে পারবেন, কিন্তু সেটা যার জমি সেই ভোগ করবে। অর্থাৎ, ধরুন আপনি কারো বিল্ডিং বন্ধক রেখে টাকা ধার দিলেন। সেই বিল্ডিং এর ভাড়াও আপনি খেতে পারবেন না। সেটাও বিল্ডিংএর প্রকৃত মালিক নিবে। মানে এককথায়, আপনার উরাধুরা টাকা থাকলে অন্যের জমি বন্ধক রেখে সওয়াব কামাই করতে পারেন।
বাসর ঘরে বসে স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তোমার দেনমোহরের টাকা টা আমি পরে দিয়ে দেবো অথবা আমাকে মাফ করে দাও, স্ত্রী নিরুপায় হয়ে তাকে মেনে নিতে হবে, বিষয়টা এমনই ,যেই লোকটি বিপদে পড়ে টাকা নিচ্ছে, সেও বাধ্য হয়ে বলবে ঠিক আছে আপনি এটা আবাত করে খান আমার কোন আপত্তি নেই।
হুজুররা যদি ওয়াজ করে টাকা না নিয়ে বলতেন মানুষ কে ধর্মের কথা বলা কত টা যে ইবাদত, কতই না সওয়াবের কাজ তাই আমরা ওয়াজ করে টাকা নেই না।। এই কথাটা যদি শুনতে পারতাম। আহা
আসসালামু আলাইকুম, টাকা দিয়ে জমি রাখলাম, আমার সাথে কথা ছিল যত দিন, ততদিন আমি ভোগ করবো,টাকা পেরত দেওয়া লাগবে না, ভোগ করলে কি হালাল হবে, জানালে উপক্রিত হবো,
যেমন হুজুর বললেন, ১০কাটা / এক বিগা জমির ভারা ২ টাকা অথবা উভয়ের সন্তুষ্ট অনুযায়ী যা মনে চায় এটাতো মানসম্পন্ন কোন ভাড়া হলো না বরং এটা সুদ খাওয়ার কৌশল হলো। কারণ একজন লোক বিপদে না পড়লে কোন সময় এভাবে তার জমি ভাড়া দিবে না সুতরাং এটা তার উপর জুলুম হচ্ছে আশা করি হুজুরের এই বক্তব্য পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।
Asalmualikum via..amr akta question aca aiter answer korly ami বড় উপকৃত হইতাম ভাই .. postoffice a ami 1lak taka rakty ci but sai amaka posoffic monthly 9.45 taka diba ai taka ami ভোগ করতে পারবো কিনা? ভাইanswer জানালে বরই উপকৃত হতাম।
আসসালামু আলাইকুম, হুজুর আশা করি আপনি ভালো আচেন,আমার আব্বু বিদেশ থাকেন ওনার ডায়াবেটিস,প্রেশার বিদেশে যাওয়ার পড় ডাক্তার বলছে রোজা থাকার জন্য,কিন্তু রোজা থাকা ওনার জন্য সম্ভব না।আমার বড় ভাই ও বিদেশ থাকে,বেশী ঋন থাকায় আব্বু ও বিদেশ গেছে।সিংগাপুর মাসজিদ ওনেক দুড়ে জামায়াতে নামায পড়া প্রায় অসম্ভব,দাড়িও তেমন একটা রাখার উপায় নাই,এখন আমার কী টাকা উপার্জনের জন্য আব্বু কে দেশে পাঠিয়ে আমার যাওয়া উচিত।দয়া করে জানাবেন।
জাযাকাল্লাহু খয়রন প্রিয় শ্রদ্ধেয় শায়েখ , খুব জটিল সমস্যা কত সুন্দর ভাবে সমাধান করলেন। আলহামদুলিল্লাহ।
এই বিষয় কনফিউজড ছিলাম অনেক দিন ধরে আজ ক্লিয়ার করে জানতে পারছি আলহামদুলিল্লাহ ❤🤲
হুজুর অনেক উপকৃত হলাম আল্লাহ আপনাকে দ্বিনের কাজ করার জন্য আল্লাহ আপনাকে হায়াত দান করুন
এই বিষয়ে সঠিক আলোচনা দেওয়ার জন্য প্রিয় হুজুর আপনাকে জাযাকাল্লাহ্ খাইরান
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট | (সূরা আত্ব-ত্বালাক্ব -৩)
সুবহানাআল্লাহ❤️❤️❤️
আলহামদুলিল্লাহ❤️❤️❤️
আল্লাহুআকবার❤️❤️❤️
Allah Subhanahu Wa Ta'ala said:
وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۗ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ۗ اِنَّ اللّٰهَ بَا لِغُ اَمْرِهٖ ۗ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
ওয়া ইয়ারঝুকহু মিন হাইছুলা-ইয়াহতাছিবু ওয়া মাইঁ ইয়াতাওয়াক্কাল ‘আলাল্লা-হি ফাহুওয়া হাছবুহূ ইন্নাল্লা-হা বা-লিগু আমরিহী কাদ জা‘আলাল্লা-হু লিকুল্লি শাইয়িন কাদরা-।
"আর তাকে রিযক দিবেন (এমন উৎস) থেকে যা সে ধারণাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে, তবে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ নিজের কাজ সম্পূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটা সুনির্দিষ্ট মাত্রা।"
(QS. At-Talaq 65: Verse 3)
* Via Al-Qur'an Bangla quran-bangla.com
😅:@@mdpiyalahmedevan5060
এই বিষয়ে অনেক দিন ধরে কনফিউজড ছিলাম। ধন্যবাদ আজ কনফার্ম হলাম❤
আপনার মতো আলেমদের দেশের দরকার।অনেক কঠিন সমস্যাকে সহজেই সমাধান করে দেন।
মাশা-আল্লাহ অনেক সুন্দর বুঝানোর জন্য ❤
ধন্যবাদ হুজুর এত সুন্দর ফয়সালা দেওয়ার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক যেন আমাদের সন্তানরা ও আপনার দেয়া জ্ঞান অর্জন করতে পারে আপনার মাধ্যমে আমি বুঝতে পারলাম ইসলাম কত বড় শান্তিপূর্ণ জিনিস
- "প্রসঙ্গ যখন ধর্ম নিয়ে,
- "তখন আমাদের ইসলামই সেরা..!💓💓
~আলহামদুলিল্লাহ 💓💓
💜💜💜💜
I'm feeling proud because I'm Muslim.
মাশাআল্লাহ শায়েখর আলোচনা অত্যন্ত চমৎকার।
আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা আল্লাহ যেনো হুজুরকে সুস্থ রাখেন ভালো রাখেন সব সময়
যারা কুফরি করে এবং অন্যকে আল্লাহর পথে বাঁধা দেয় তিনি তাদের কর্ম ব্যর্থ করে দেন,, সূরা মুহাম্মদ আয়াত(১)
হুজুর খুব ভাল ভাবে বুঝিয়ে দিয়েছে
khub sundor laglo.Allah apnar nek hayat dan koruk
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করলেন
মাশা আল্লাহ সুন্দর আলোচনা _😍🌹
সুন্দর আলোচনা, উপকৃত হলাম জাযাকাল্লাহ খায়ের
❤❤❤❤ সুবাহানাল্লাহ আল্লাহ পাক আমাদের বোজার তৌফিক দান করুন আমীন
মাশাল্লাহ খুব সুন্দর অজানা কথা আজকে জানা হলো
Mas Allah...sundor alochona
অনেক ধন্যবাদ, সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য ।
কিন্তু সমাজে এটার প্রচোলন এখন বেশি কেউ বুঝতে চায়না আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক।
Hum apu
কারন সমাজ এখন ঐ অর্থনীতির নিয়মে চলে না। আপনার টাকার মান কমতে থাকবে। আপনি সেই টাকায় কোনো ফ্রেশ জমি না কিনে বন্ধকী জমি নিবেন কেনো যেটা আপনি ভোগ করতে পারবেন না?
মাশা আল্লাহ সুন্দর আলোচনা
জমি বন্ধক হারাম জমি ভারা দোয়া যায়েজ সত্যি ইসলাম কাউকে ঠোকায়না মাশাআল্লাহ ❤
আলহামদুলিল্লাহ সুন্দর সমাধান
মাশা-আল্লাহ ❣️❣️❣️
এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা প্রয়োজন।
Zajak Allahu kairan....
হে আল্লাহ্ আপনি আমাদের ইসলামের সঠিক বুঝ দান করুন, এবং সেই অনুযায়ী আমল করে চলার তৈফিয়াক দান করেন,,,
Allah amader k sotik din bujar toufik Dan koruk.
অসাধারন সুন্দর আলোচনা
মাশাল্লাহ উওম ফয়সালা দিয়েছেন
Jajakallah khairan
অসাধারণ আলোচনা
শেয়ার অজ শুনি আমিন
Alhamdulillah, sheikh Ami apnake bhalobashi Allah Subhanuhu Wata'la er Jonno
বুঝতে পারলাম। জাজাকাল্লাহ
Masallah jajakallah hu Khairan
Masallah
Darun
মাশাল্লাহ সুন্দর আলোচনা,
কিন্তু কথা হচ্ছে,আমি যার কাছ থেকে জমি টা বন্দক নিলাম সাপোস ১ লাখ টাকার বিনিময়ে,
যখন সে টাকা ফেরত দেবে তখন কিছু টাকা কম নিলাম ২ হাজার বা ৩হাজার ইত্যাদি,,
তাহলে কি এটা জায়েয হবে?
এমনিতেই দিলে হবে না ভাই। যত মাস ব্যবহার করেছেন ওটার প্রচলিত ভাড়া যত হয় তত টাকা কম নিলে জায়েজ হয়ে যাবে,ইনশাআল্লাহ।
ধন্যবাদ হুজুর বলার জন্য নয়তো জানা হতনা
আলহামদুলিল্লাহ প্রথম কমেন্ট
মাশা-আল্লাহ
মাশাআল্লাহ্।
❤love you Sheikh
আমাদের এখানে এমনেই যেমনটা আপনে লাস্টে বলছেন,জমি ভাড়া দেওয়ার মতো সিস্টেম, আমাদের এখানে মাসে হয় না কিন্তু বছরে ১০০ টাকা বা তার চেয়ে বেশি এমন হয়,
মুসলিম এক উম্মার অমূল্য সম্পদ শায়েখ আহমাদুল্লাহ হাফিঃ
জাজাকাল্লাহ খাইরান
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন
আমিন।
আলহামদুলিল্লাহ আমীন
জাজাকাল্লাহ খায়ের
আসসালামু ওয়ালাইকুম, হুজুর আমার একটা প্রশ্ন ছিলো।যে জমিটা বন্ধক নিলো সে যদি ওই জমিতে চাষ করে ফসল ফলায় সেটা যদি হারাম হয় । যে টাকাটা নিলো সে যদি ওই টাকাটা দিয়ে ব্যবসা করে টাকা লাভ করে তাহলে কি সেই টাকাও হারাম হবে নাকি হালাল হবে।
কোন দ্বীনি ভাই উত্তর দিলে উপকৃত হব।
এই বন্ধকী সিস্টের মূল উদ্দেশ্যই হলো কাউকে অর্থ দিয়ে সহায়তা করা। কারও অতিরিক্ত টাকা পড়ে থাকলে সে অন্য মুসলিম ভাইকে টাকা ধার দিয়ে সহায়তা করবে এটাই স্বাভাবিক নয়কি? কিন্তু পরে যদি টাকা ফেরত না পায় তাই গ্যারান্টি হিসেবে কোন জিনিস বন্ধক রাখে। এখানে বন্ধক রাখা জমি ভোগের সুযোগ নাই। টাকাটা নিয়ে সে কি করল সেটা আপনার দেখার বিষয় নয়। কিন্তু যে জমি আপনাকে দিল সেটা বন্ধকীমাল বা আমানত। তাই এতে চাষ বাস কিংবা ভাড়া কোনটাই আপনি নিতে পারবেন না। সে শুধুমাত্র সেই জমি বিক্রি করতে পারবেন যদি সে বন্ধক চুক্তির মেয়াদ শেষ হওয়ার ভিতরে টাকা না দেয়।
যখন সুদের মধ্যে সমাধান হবে তখন উভয়ে গুনাগার হবে
যাহা লাউ তাহাই কদু😊
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
মাশা আল্লাহ
তাহলে সকল ব্যাংক সিস্টেম বন্ধ করে দেয়া উচিত।
কারণ বিনা লাভে ব্যাংক কাউকে লোন দেয় না।
Alhamdulillah একটা নিয়ম শিখলাম,,,,,,,,
সে তো জমি রেখে ঔ টাকা দিয়ে ব্যবসা করছে আর এ জমিতে ফসল করে তাহলে এখানে হারাম হবে কেন।প্রথমে তো চুক্তিবদ্ধ হয়েছেই এ ভাবে।
করয দিয়ে উপকার ভোগ করা যায় না ভাই। করয দিতে না চাইলে আপনিও তার সাথে মিলে ব্যবসা করতে পারেন,মুদারাবা পারপাসে।
সুদ ও তো চুক্তিবদ্ধ
@@mrdoubleh01সেটাই, এখনকার অর্থনৈতিক ব্যবস্থায় যেকোনো বন্ধকই সুদ হবে। যে যতই চেষ্টা করুক বন্ধক ব্যবস্থা এখন আর হালাল না যদি সেখানে জিনিসের বদলে টাকার লেনদেন হয়। কারন টাকার মান কমবে সুদ ভিত্তিক অর্থনীতির কারনে। তাই কেউ জমি বন্ধক নিয়ে ১ লক্ষ টাকা দিলেও সে কয়েক বছর পর যে ১ লক্ষ ফেরত পাবে তার বাজারমূল্য কম হবে।
জমি বন্ধক যায়েজ নয় ভালো কথা, কিন্তু জমি বন্ধক নিয়ে ভোগ না করে শুধু পাহাড়া দেবে, এটা কেমন হলো?
جزاك الله خيرا
তাহলে ভারার অগ্রীম টাকাটা খরচ করা/টাকা দিয়ে অন্য খাতে খাটানো কি জায়েজ হবে?
অতিরিক্ত স্বপ্নদোষ অবশ্যই সমস্যা। যার হয় সে বুঝে।ডাক্তাররা কি বুঝে আল্লাহ জানে।
হুজুর আমার দাদা অনেক জমি বন্ধক রেখেছে দাদা মারা গেছে কিন্তু তারা আমাদের বুঝিয়ে না দিয়ে তারা নিজেদের নাম দলিল করে নিছে
শায়খ আহমদুল্লাহ আমার অনেক প্রিয় একজন মানুষ। তবে নাম মাত্র টাকায় ভাড়া রাখার যে ফতোয়া উনি দিলেন সেটা আমার কাছে ঘুরিয়ে খাওয়ার মতো লাগলো। কারণ জমিওয়ালা বাধ্য না হলে কখনোই এমন চুক্তিতে আবদ্ধ হবেন না।
শায়েখ আহমাদুল্লাহ ঠিকই বলেছেন।আপনি বুঝতে ভুল করেছেন।
চেষ্টা করবেন মোটামুটি ভাল একটা এমাউন্ট দেওয়ার জন্য ।
আপনি যখন বিয়ে করেন, মোহরানা দিয়ে বউ হালাল করতে হয় । এটা মেয়ের অধিকার । মোটামুটি ভাল একটা এমাউন্ট দেওয়া দরকার । কিন্তু নামেমাত্র ১ টাকা ধার্য করলেও তো বিয়ে হয়ে যাবে ।
আমি বন্ধক নিবো না,,কিন্তু বছরে ১০ হাজারে কন্টাক নিবো,, মানবে না কেউ
সুদ হালাল করে খাওয়ার মাসয়ালা।
এখানে নাম মাত্র ২০০/৩০০ কর্তনের কথা বলা হয় নাই। বলা হয়েছে একটা উপযুক্ত ভাড়ার কথা, যেমনটা দোকান, বা ঘর ভাড়া দেওয়া হয়।
আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি একজন মাদ্রাসা ছাত্র ❤️
প্রশ্ন : কেউ কি খাস জমি ভোগ করতে পারবে?? উল্লেখ্য এটা খাস জমি হলেও এটা অন্য জনের কাছ থেকে কিনে নেওয়া জমি অর্থাৎ সেও অবৈধভাবে দখলে রেখেছিলো তার কাছ থেকে কিনে নেওয়া
যদি বন্ধক নেওয়ার সময় তার কাছ থেকে অনুমতি নিয়ে নিই যে, যতদিন সে টাকা ফেরত না দিবে ততোদিন আমি তার জমি ব্যবহার করবো, তাহলে কি কোনো গুনাহ হবে?
এটাই এতক্ষন ধরে বললো। আপনি গ্যারান্টি হিসাবে জমি রাখতে পারবেন, কিন্তু সেটা যার জমি সেই ভোগ করবে। অর্থাৎ, ধরুন আপনি কারো বিল্ডিং বন্ধক রেখে টাকা ধার দিলেন। সেই বিল্ডিং এর ভাড়াও আপনি খেতে পারবেন না। সেটাও বিল্ডিংএর প্রকৃত মালিক নিবে। মানে এককথায়, আপনার উরাধুরা টাকা থাকলে অন্যের জমি বন্ধক রেখে সওয়াব কামাই করতে পারেন।
ক্রয়-বিক্রয়ে এরকম শর্ত করাই হারাম। যা সুদের অন্তর্ভুক্ত।
সুদ
গুনাহ হবে
বাসর ঘরে বসে স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তোমার দেনমোহরের টাকা টা আমি পরে দিয়ে দেবো অথবা আমাকে মাফ করে দাও, স্ত্রী নিরুপায় হয়ে তাকে মেনে নিতে হবে, বিষয়টা এমনই ,যেই লোকটি বিপদে পড়ে টাকা নিচ্ছে, সেও বাধ্য হয়ে বলবে ঠিক আছে আপনি এটা আবাত করে খান আমার কোন আপত্তি নেই।
ভাড়ার পরিমাণ ধরতে হবে বাস্তবসম্মত। উরফ অনুযায়ী। এত কম ধরা যা বাস্তবসম্মত নয়,তাহলে নাজায়েয। বিস্তারিত জানতে মাসিক আলকাউসার
একদম। ১০০%
হুজুররা যদি ওয়াজ করে টাকা না নিয়ে বলতেন মানুষ কে ধর্মের কথা বলা কত টা যে ইবাদত, কতই না সওয়াবের কাজ তাই আমরা ওয়াজ করে টাকা নেই না।। এই কথাটা যদি শুনতে পারতাম। আহা
তাহলে ভাড়া হিসেবে ভাল হবে
আলহামদুলিল্লাহ
আমাদের পশ্চিমবঙ্গে, জমি দিয়ে টাকা নিয়ে, অনেক দরকারী দরকারি কাজ করছেন।
Even আমার আব্বুও করছেন।
টাকা সুধ হবে, তারপর জমি নিবে
জমি দিয়ে টাকা নেওয়া যাবে।কিন্তু আপনি জমিটা ব্যবহার করতে পারবেন না।
ব্যবহার করতে পারবেন দুই উপায়ে:
১. ইজারা ভিত্তিতে
২. বর্গা চাষ করে।
জন্মদিনে আল্লাহকে কিভাবে শুকরিয়া জানাব। ইসলামিকভাবে কি করব ?
কিন্তু এভাবে হারামকে হলাল করা কিভাবে জায়েজ। সে তো ন্যায্য ভাড়া পাচ্ছে না।
Alhamdulillah
ভাড়া দেওয়ার সিস্টেমটা ভালো
আলহামদুলিল্লাহ্
Assalamo Alaikom
আসসালামু আলাইকুম, টাকা দিয়ে জমি রাখলাম, আমার সাথে কথা ছিল যত দিন, ততদিন আমি ভোগ করবো,টাকা পেরত দেওয়া লাগবে না, ভোগ করলে কি হালাল হবে, জানালে উপক্রিত হবো,
টাকা দিলে কেউ দিতে চায় না হুজুর, আর যদি কেউকে ২ লাখ টাকা দেওয়া হয় আর বলা হয় আপনি জমি খাবেন তাহলে সে আজীবন টাকা দিবে না।
আব্দুল মালেক সাহেব হুজুর হাঃ বলছেন
বাড়া টা মান সম্পন্ন হতে হবে, না হলে এটা বারা হবে না বরং ওষুধ খাওয়ার কৌশল হবে যা আরো বড় গুনাহ,
যেমন হুজুর বললেন,
১০কাটা / এক বিগা জমির ভারা ২ টাকা অথবা উভয়ের সন্তুষ্ট অনুযায়ী যা মনে চায় এটাতো মানসম্পন্ন কোন ভাড়া হলো না বরং এটা সুদ খাওয়ার কৌশল হলো। কারণ একজন লোক বিপদে না পড়লে কোন সময় এভাবে তার জমি ভাড়া দিবে না সুতরাং এটা তার উপর জুলুম হচ্ছে আশা করি হুজুরের এই বক্তব্য পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।
মাশাআল্লাহ
Good
Asalmualikum via..amr akta question aca aiter answer korly ami বড় উপকৃত হইতাম ভাই .. postoffice a ami 1lak taka rakty ci but sai amaka posoffic monthly 9.45 taka diba ai taka ami ভোগ করতে পারবো কিনা? ভাইanswer জানালে বরই উপকৃত হতাম।
জমির মালিকের যদি অনুমতি থাকে? তাহলে কি সেটাও হারাম হবে?
আসসালামু আলাইকুম হুজুর ভাড়ার টাকার চেয়ে যদি বন্দক গৃহীতা এই জমি থেকে বেশি টাকা ইনকাম করে তাহলে কি সমস্যা হবে? জানালে উপকৃত হবো।
কোন সমস্যা নেই ভাই।
Nice
যে জমি বন্ধক দিবে এবং যে জমি বন্ধক নিবে উভয়ই কি গুনাগার হবে??
আসসালামু আলাইকুম
রমাদানে বেশিবেশি দানের কথা বলা হয়েছে, জনৈক ব্যক্তি বাসা থেকে বের হয়না তাহলে সে কিভাবে দান করবে? যাতে দানটা গোপন থাকে??
হুজুর আমাদের একানে এক মৈালোভি আছেন তিনি বলেন জমির কাজনা দিলে বুলে হালাল।।
একবার কমটাকা ভাড়া দিয়ে বেশি টাকা নিতে পারলে সে আর টাকা ফেরত দেবেনা।
কিন্তু এটা আমাদের সমাজ মানে না কি করা যায় 😓😓😓
আসসালামু আলাইকুম, হুজুর আশা করি আপনি ভালো আচেন,আমার আব্বু বিদেশ থাকেন ওনার ডায়াবেটিস,প্রেশার বিদেশে যাওয়ার পড় ডাক্তার বলছে রোজা থাকার জন্য,কিন্তু রোজা থাকা ওনার জন্য সম্ভব না।আমার বড় ভাই ও বিদেশ থাকে,বেশী ঋন থাকায় আব্বু ও বিদেশ গেছে।সিংগাপুর মাসজিদ ওনেক দুড়ে জামায়াতে নামায পড়া প্রায় অসম্ভব,দাড়িও তেমন একটা রাখার উপায় নাই,এখন আমার কী টাকা উপার্জনের জন্য আব্বু কে দেশে পাঠিয়ে আমার যাওয়া উচিত।দয়া করে জানাবেন।
Huzur holay ek waz e lakh taka petam.
দান করার চেয়ে বেশি সওয়াব হয় ভাল কথা।কিন্তু টাকা ফেরত দেওয়ার সময় যে তিক্ততা তৈরি হয় তার দায়ভার কার?
এখন প্রশ্ন হচ্ছে টাকা ধার দেওয়ার বিনিময়ে যে জমি টা নিবো সেটা কি করবো, জমি ফেলে রাখলে তো লজ সবারই হবে,
ভাই,৩ নাম্বার সিডিউল টা দিয়েন।আর কতদিন পর পর স্প্রে করা যাবে
মাশাল্লাহ
বর্তমানে এভাবেই ভাড়া নেয়া হয়।