নানা নাতি গান গেয়ে বিপাকে আলী হাসান | বেঁচে থাকলে আর গান গাইবো না | Nana Nati Song |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 21

  • @mdarifulislamarifulislam9323
    @mdarifulislamarifulislam9323 3 หลายเดือนก่อน +6

    গানের কথা গুলো সঠিক ছিল"" অনেক মিল আছে আমাদের দেশে

  • @mdyeaheatitu5121
    @mdyeaheatitu5121 3 หลายเดือนก่อน +1

    গানের কথাগুলো দারুন

  • @sohagkhan77181
    @sohagkhan77181 3 หลายเดือนก่อน +1

    কথায় এবং বাস্তবে মিল রয়েছে এই গানের মধ্যে, তাতে সরকারের গায়ে লেগেছে

  • @LabuHosain-f2d
    @LabuHosain-f2d 3 หลายเดือนก่อน +2

    বাংলাদেশ এমন একটা দেশ, যেখানে সত্য কথা বলা মহাপাপ

  • @muhammademdadulislam1547
    @muhammademdadulislam1547 3 หลายเดือนก่อน

    সঠিক কথা বলেছেন

  • @sumonrahman-je7mv
    @sumonrahman-je7mv 3 หลายเดือนก่อน

    সমস্যা নাই ডাউনলোড করা আছে

  • @MdrabbikulIslam-gy3pu
    @MdrabbikulIslam-gy3pu 3 หลายเดือนก่อน

    খারাপ কিছু পেলাম না গানের সাথে তো বাস্তবতার সবকিছুই মিল আছে এই গানটা নিয়ে এত বিতর্ক কেন

  • @All_In_All29
    @All_In_All29 3 หลายเดือนก่อน +3

    গানে ভুল কিছু বলেনি।

  • @sabludk1109
    @sabludk1109 3 หลายเดือนก่อน +2

    সত্য বলাই আজ সমাজে অপরাধ

  • @MoitryMoitry-px9sy
    @MoitryMoitry-px9sy 3 หลายเดือนก่อน

    কথা তো সত্যি, একদম সটিক

  • @Mohammad.Ramzan.1992
    @Mohammad.Ramzan.1992 3 หลายเดือนก่อน

    সূরা আত-তাওবাহ্‌ (التوبة), আয়াত: ৬৭
    اَلۡمُنٰفِقُوۡنَ وَالۡمُنٰفِقٰتُ بَعۡضُہُمۡ مِّنۡۢ بَعۡضٍ ۘ یَاۡمُرُوۡنَ بِالۡمُنۡکَرِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمَعۡرُوۡفِ وَیَقۡبِضُوۡنَ اَیۡدِیَہُمۡ ؕ نَسُوا اللّٰہَ فَنَسِیَہُمۡ ؕ اِنَّ الۡمُنٰفِقِیۡنَ ہُمُ الۡفٰسِقُوۡنَ
    উচ্চারণঃ আল মুনা-ফিকূনা ওয়াল মুনা-ফিকা-তুবা‘দুহুম মিম বা‘দ । ইয়া’মুরূনা বিল মুনকারি ওয়া ইয়ানহাওনা ‘আনিল মা‘রূফি ওয়া ইয়াকবিদূনা আইদিয়াহুম নাছুল্লা-হা ফানাছিয়াহুম ইন্নাল মুনা-ফিকীনা হুমুল ফা-ছিকূ ন।
    অর্থঃ মুনাফেক নর-নারী সবারই গতিবিধি একরকম; শিখায় মন্দ কথা, ভাল কথা থেকে বারণ করে এবং নিজ মুঠো বন্ধ রাখে। আল্লাহকে ভুলে গেছে তার, কাজেই তিনিও তাদের ভূলে গেছেন নিঃসন্দেহে মুনাফেকরাই নাফরমান।
    সূরা আত-তাওবাহ্‌ (التوبة), আয়াত: ৬৮
    وَعَدَ اللّٰہُ الۡمُنٰفِقِیۡنَ وَالۡمُنٰفِقٰتِ وَالۡکُفَّارَ نَارَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ  ہِیَ حَسۡبُہُمۡ ۚ  وَلَعَنَہُمُ اللّٰہُ ۚ  وَلَہُمۡ عَذَابٌ مُّقِیۡمٌ ۙ
    উচ্চারণঃ ওয়া‘আদাল্লা-হুল মুনা-ফিকীনা ওয়াল মুনা-ফিকা-তি ওয়াল কুফফা-রা না-রা জাহান্নামা খালিদীনা ফীহা- হিয়া হাছবুহুম ওয়া লা‘আনাহুমুল্লা-হু ওয়া লাহুম ‘আযা-বুম মুকীম।
    অর্থঃ ওয়াদা করেছেন আল্লাহ, মুনাফেক পুরুষ ও মুনাফেক নারীদের এবং কাফেরদের জন্যে দোযখের আগুনের-তাতে পড়ে থাকবে সর্বদা। সেটাই তাদের জন্যে যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্যে রয়েছে স্থায়ী আযাব।
    সূরা আত-তাওবাহ্‌ (التوبة), আয়াত: ৭১
    وَالۡمُؤۡمِنُوۡنَ وَالۡمُؤۡمِنٰتُ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ۘ یَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَیُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَیُطِیۡعُوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ اُولٰٓئِکَ سَیَرۡحَمُہُمُ اللّٰہُ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ
    উচ্চারণঃ ওয়াল মু’মিনূনা ওয়াল মু’মিনা-তুবা‘দুহুম আওলিয়াউ বা‘দ । ইয়া’মুরূনা বিল মা‘রূফি ওয়া ইয়ানহাওনা ‘আনিল মুনকারি ওয়া ইউকীমূনাসসালা-তা ওয়া ইউ’তূনাঝঝাকা-তা ওয়া ইউতী‘ঊনাল্লা-হা ওয়া রাছূলাহূ উলাইকা ছাইয়ারহামুহুমুল্লা-হু ইন্নাল্লা-হা ‘আঝীঝুন হাকীম।
    অর্থঃ আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তা’আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী।
    حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ، عَنِ الْمُسْتَلِمِ بْنِ سَعِيدٍ، عَنْ رُمَيْحٍ الْجُذَامِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً وَالأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ مَغْرَمًا وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ ‏.‏ وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ
    তিরমিজী হাদিস নম্বরঃ ২২১১
    ২২১৪.
    আলী ইবন হুজর (রহঃ) .....
    আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
    তিনি বলেন,
    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
    গনীমত সম্পদ যখন ব্যক্তিগত সম্পদ বলে গণ্য করা হবে,
    যাকাত হবে জরিমানা বলে,
    দ্বীনী উদ্দেশ্য ছাড়া ইলম অর্জন করা হবে,
    পুরুষরা স্ত্রীদের আনুগত্য করবে,
    এবং মা’দের অবাধ্য হবে,
    বন্ধূদের নিকট করবে আর পিতাকে করবে দূর,
    মসজিদে শোরগোল করবে,
    পাপাচারীরা গোত্রের নেতা হয়ে বসবে,
    নিকৃষ্ট লোকেরা সমাজ নেতা হবে,
    অনিষ্টের আশংকায় একজনকে সম্মান করা হবে,
    গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে,
    মদ্যপান দেখা দিবে,
    উম্মতের শেষ যুগের লোকেরা
    প্রথম যুগের লোকদেরকে অভিসম্পাত করবে
    তখন তোমরা অপেক্ষা করবে
    অগ্নিবায়ু, ভূমিকম্প, চেহারা বিকৃতি,
    পাথর বর্ষণের আযাবের এবং
    আরো আলামতের যা পরপর নিপতিত হতে থাকবে,
    যেমন একটি পুরান হারের সূতা ছিড়ে গেলে
    একটার পর একটা দানা পড়তে থাকে।
    .....মিশকাত ৫৪৫০,
    তিরমিজী হাদিস নম্বরঃ ২২১১
    [আল মাদানী প্রকাশনী]
    طَلَبُ ا لۡعِلۡمِفَرِيۡضَةࣨعَلٰيكُلِِّمُسۡلِمٍ
    [উচ্চারণ] তলাবুল্ল এল্মীফারিদতুন্ন
    আল্লা কুল্লি মুসল্লি মিন্ন
    [অর্থ] ইসলামিক ধর্মীয় শিক্ষা অর্জন
    করা প্রতিটি মুসলিম
    ছেলে এবং মেয়ের জন্য শতভাগ ফরয

  • @apurayhan569
    @apurayhan569 3 หลายเดือนก่อน

    Kotte ki chole Vai Ato janaben na oei salake amader janate bolben

  • @mikaziki1847
    @mikaziki1847 3 หลายเดือนก่อน

    Gan ta tho bhalo chilo, problem ki korlo gantai... Uffff gana tho abar soitti kotha bola dish.. Heheeeee 😂😅

  • @mdsaimonkhan5967
    @mdsaimonkhan5967 3 หลายเดือนก่อน

    সত্যি কথা বলা যাবে না এই দেশে

    • @BanglarSomoy-cg3xy
      @BanglarSomoy-cg3xy  3 หลายเดือนก่อน

      ji

    • @mdsaimonkhan5967
      @mdsaimonkhan5967 3 หลายเดือนก่อน

      @@BanglarSomoy-cg3xy যদি বলাই জায় তাইলে আলী হাসান কে হেনেস্তা করা হচ্ছে কেন আপনারা কার বাল ফেলান আর এই প্রথম সমায় টিভি আমার কমেন্টের রিপ্লাই দিছে খুব ভালো লাগছে

  • @raihansamit8086
    @raihansamit8086 3 หลายเดือนก่อน

    Hasshokor
    taka khaya madok khun aro bohu mamlar asamider jamin dite parbo ar mainsha koile bole obomanona...