রাজুর মা।আশাপূর্ণা দেবী।Rajur Maa।Ashapurna Devi।Bengali Audio Story @banglasheragolpo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • রাজুর মা।আশাপূর্ণা দেবী।Rajur Maa।Ashapurna Devi ।Bengali Audio Story @banglasheragolpo
    #ashapurnadevi #rajurmaa #bengalistorytelling
    #banglagolpo #banglasheragolpo #audiostorybengali #bengaliaudiostory #bengaliaudiostory #bengalichotogolpo #bengaliaudiobook #goppomirerthek

ความคิดเห็น • 15

  • @abhijitghosal537
    @abhijitghosal537 2 หลายเดือนก่อน +4

    দিদি আমার এই গল্পটি আগেই শুনেছি। তাই একটা কেবল লাইক দিয়ে রাখলাম। ভালো থাকবেন।

    • @banglasheragolpo2713
      @banglasheragolpo2713  2 หลายเดือนก่อน

      ঠিক আছে ,অবশ্যই পরের গল্প শুনবেন । আন্তরিক ধন্যবাদ রইলো ❤

    • @goutamghosal99
      @goutamghosal99 2 หลายเดือนก่อน

      😊​@@banglasheragolpo2713

  • @Chhadabej0911
    @Chhadabej0911 2 หลายเดือนก่อน +2

    Osadharon

  • @bidishabasu8190
    @bidishabasu8190 2 หลายเดือนก่อน +2

    Nice presentation💖💖

  • @kalpanachakrabarty2469
    @kalpanachakrabarty2469 2 หลายเดือนก่อน

    অসাধারণ গল্প। পাঠও সুন্দর। শেষাংশে রাজুর মায়ের গালাগালিতে এক মায়ের যন্ত্রণা ফুটে উঠলো। একজন মা-ই জানেন তার নিজের কন্যার যদি কপাল পোড়া হয়, তাহলে পৃথিবীসুদ্ধ ঐ বয়সের মেয়েদের সুখ দেখলে নিজের মেয়ের কষ্টটা বেশি করে চোখে পড়ে। 😢😢

    • @banglasheragolpo2713
      @banglasheragolpo2713  2 หลายเดือนก่อน

      খুবই ঠিক কথা ।আন্তরিক ধন্যবাদ জানাই ভালো থাকবেন,সঙ্গে থাকবেন 🙏🏻❤❤❤

  • @sabyasachidutta4171
    @sabyasachidutta4171 2 หลายเดือนก่อน +2

    ❤️👍🙏 ,,,,,,,,,, অসাধারণ লাগলো, যেমনটি চাই..….….!
    ভালো থেকো......... শুভরাত্রি💐👌

  • @bidishabasu8190
    @bidishabasu8190 2 หลายเดือนก่อน +1

    A few lines from this particular story:
    1. তুচ্ছ কথাতেই যে মধু সঞ্চিত থাকে, যাহারা তেমন তুচ্ছ কথা কহিতে জানে তাহারাই শুধু বুঝিতে পারে।
    2. ও পিঠের কথা ইন্দিরার মনেও থাকে না।
    তাহার থাকে না, কিন্তু কলিযুগ যদি সত্যযুগ হইত, সকন্যা রাজুর মার ধিক্কারে মা ধরিত্রী দ্বিধা হইয়া যাইতেন, সন্দেহ নাই। অথচ কলিযুগ এমনি নিরীহ জীব যে, মা বসুমতী দ্বিধা হওয়া তো দূরের কথা, আকাশ হইতে একটা বজ্র পতন হইয়াও এই নির্লজ্জ মেয়েটার মুখের হাসি ঘুচাইয়া দিতে পারিল না।
    3...জানো মা, হলুদে বাড়ীর ওই নীচের তলার ভাড়াটেদের বৌটাকে শাশুড়ী-ননদে মিলে কাল কি খোয়ারটাই করলে, আহা মারতে শুধু বাকী রাখলে। বুড়ির যা শাসন, বলে কি- আসুক আজ নবনে, তোকে যদি না জুতো খাওয়াই তো আমার নাম নেই।
    রাজুর মা কৌতূহল আর চাপিয়া রাখিতে পারেন না, কহেন-কখন লা? আমি কোন্ চুলোয় ছিলুম, কই দেখলাম না তো! যেন এমন একটা মুখরোচক বস্তুর পরিচয় না পাওয়া রাজুর মার পক্ষে একপ্রকার ক্ষতি।
    -তুমি? তুমিও যেই ভাগবদ কথা শুনতে বেরুলে, সন্ধ্যে জ্বেলে ধুনো দিচ্ছি আর বাঙাল বুড়ির চীৎকার কানে এল, বৌকে কি শাপ-শাপান্ত, বাব্বাঃ!
    -কি হয়েছিল কিছু বুঝলি? বৌটাকে তো হাবাগোবা ভালমানুষ বলে মনে হয়, করেছিল কি?
    -কি জানি মা ভাল বুঝতে পারলাম না; নাকছাবি নাকছাবি করছিল তো বারবার; হারিয়ে টারিয়ে ফেলে থাকবে। তা সে যাই করুক, অত যন্ত্রণা দেওয়া কিন্তু ভাল নয় বাপু, পাঁচটা বাড়ীর লোক কাতার দিয়ে দাঁড়াল, বুড়ির গলার জোরে, ছিঃ!
    'অল্পবয়সী বৌঝির' 'খোয়ার' শুনিলে রাজুর মার, কেন জানি না, বড় আনন্দ হয়। একমুখ হাসিয়া বলেন, তা আপচো নষ্ট করলে শাউড়ী ননদে অবিশ্যি শাসন করবে। সোনার সামিগ্রী হারালে কি আর টাটে তুলে ফুল চন্দন দে পূজো করবে? তা পর, কি হল? ছোঁড়া এসে কি বল্লে টল্লে? মার-ধোর করলে বোধ হয়।
    - তা আর কিন্তু শুনিনি মা, বিষ্টি এল বলে জানালাটা বন্ধ করে দিলাম কি না। বর ওর কখন এল টের পাই নি। সন্ধ্যে বয়ে যাচ্ছিল, আহ্নিক করতে বসলাম। রাজুর মা বিরক্তিতে মুখ বাঁকাইয়া বলেন, তোর যে কেমন এক-দশা; কি হ'ল শেষটাই জানতে হয় তো! আহ্নিক তো পালাচ্ছিল না বাছা। এমন আশ্চয্যি, কোন চুলোয় যদি বেরিয়েছি তো অমনি-আ মোলো, আবার যে বৃষ্টি এল চড়বড়িয়ে? মুখপোড়া আকাশ, দিনরাত্তির কেঁদে কেঁদে মরছেন। মুখে কেউ নুড়ো জ্বেলে দেয় না!
    4...রাজুর বুদ্ধি শুদ্ধি অল্প, মায়ের ব্যবহারের অর্থ বোঝে তাহার সাধ্য নয়। বিধবা মেয়ের লীলাখেলা হাসিয়া হাসিয়া উপভোগ করিতে যাঁহার বাধে না, কুমারীতেই বা তাঁহার এত আপত্তি কিসের, বেচারা বুঝিয়া উঠিতে পারে না, বোকার মত ফ্যালফ্যাল করিয়া তাকাইয়া থাকে।

  • @bidishabasu8190
    @bidishabasu8190 2 หลายเดือนก่อน +1

    Had it been possible for me to touch her feet, I would certainly have touched the feet of Raju's mother and conveyed my 'pranam'😂😂... She can't see anything good in others; can't say anything good about others... She is very skilled at listening to others' conversations and finding their faults... Her mind is full of poisonous thoughts... If there were any award for being hyper-malicious or extremely jealous, she would have surely won it, surpassing everyone else... But it's no use blaming her alone... Are there really no people like Raju's mother in this society?