Valobese Sakhi Nivrite Jatane (ভালোবেসে সখী নিভৃতে যতনে)। Rabindra Sangeet। Lyrics। 2010
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Valobese Sakhi Nivrite Jatane (ভালোবেসে সখী নিভৃতে যতনে)। Rabindra Sangeet। Lyrics। 2010
Bhalobese sokhi nivrito jatona Lyrics in Bengali | ভালোবেসে সখী নিভৃতে যতনে লিরিক্স বাংলা:
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার
মনের মন্দিরে।
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো তোমার
চরণ মঞ্জীরে।
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার
মনের মন্দিরে।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি, তোমার
প্রাসাদ প্রাঙ্গণে।
মনে করে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী, তোমার
কনক কঙ্কণে।
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার
মনের মন্দিরে।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো, তোমার
অলক বন্ধনে।
আমার স্মরণ ও শুভ সিন্দুরে
একটি বিন্দু এঁকো, তোমার
ললাট চন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো, তোমার
অঙ্গ সৌরভে।
আমার আকুল জীবন মরণ
টুটিয়া লুটিয়া নিয়ো, তোমার
অতুল গৌরবে।
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার
মনের মন্দিরে।
Bhalobese sokhi nivrito jatona Lyrics in English:
Bhalobese sokhi nivrito jatona
Amar naamti likho tomar
Monero mondira
Bhalobese sokhi nivrito jatona
Amar naamti likho tomar
Monero mondira
Amaro porana je gaan bajiche
Tahar taalti sikho tomar
Charono monjire
Bhalobese sokhi nivrito jatona
Amar naamti likho tomar
Monero mondira
Dhoria rakhio sohaage adore
Amar mukharo pakhi tomar
Prasado prangone
Mone kore sokhi badhia rakhio
Amar hatero rakhi tomar
Kanoko kongone
Bhalobese sokhi nivrito jatona
Amar naamti likho tomar
Monero mondira
Amaro lotar ekti mukul
Vulia tulia rekho tomar
Aloko bondhone
Amar sarono suvo sindure
Ekti bindu eko tomar
Lolato chandone
Amar moner mohero madhuri
Makhia rakhia dio tomar
Ango sourav e
Amar akul jibono marono
Tutia lutia nio tomar
Atulo gourave
Bhalobese sokhi nivrito jatona
Amar naamti likho tomar
Monero mondira
This is the end of Bhalobese sokhi nivrito jatona (ভালোবেসে সখী নিভৃতে যতনে ) Song lyrics.
#rabindranathtagore
#rabindrasangeet
#rabindranath
#rabindranath
#rabindrajayanti
#rabindranathtagorejayanti
#rabindra_sangeet
#rabindrajayanti
Singer: Manoj And Manisha Murali Nair
Lyrics: Rabindranath Tagore
Thanks 🙏 - เพลง
সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানগুলোতে যেন আলাদা অনুভুতি।কে কে সহমত আমার সঙ্গে।
যে রবীন্দ্র সংগীতের প্রেমে পড়েনি সে জানে না প্রেম কি !!
তোমার সেই মুখমূর্তি প্রতিমুহূর্তে আমার চোখের সামনে ভেসে বেরায়।
তোমাকে পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার,
তবুও তোমাকে ভালোবাসি।
আমার হৃদয় কেবল তোমার জন্যই স্পন্দিত হয়।
তোমাকে ছাড়াই আমৃত্যু বেঁচে থাকতে হবে
না পাওয়ার শূন্যতা, দেখতে না পাওয়ার অতৃপ্ত আকাঙ্খা
এই শ্বাসরুদ্ধকর অনুভুতি প্রকাশের অভিনব শব্দ নাই।
কোনোদিন একটিবার হলেও কাঁদে মাথা রেখে স্বস্তি দিও! (তোমার সুমা)
love for Rakib❤️
এই টক্সিক জেনারেশন এর মধ্যে থেকেও যারা এই গানটি ২০২৪ সালে এসেও সার্চ দিয়ে শুনতেছে, তাদের রুচির প্রতি আমার শ্রদ্ধা সম্মান প্রদর্শন করলাম। 🙏🙏
❤️
❤❤
Onek pochonder gan eta amar
Ami asi
😊
গানটি এখন ভীষণ প্রিয় হয়ে গেল।।স্মৃতি রেখে গেলাম 😢
যতই শুনি মুগ্ধতা ততই যেন বাড়তে থাকে।আহ্! কি হৃদয়স্পর্শী।ধন্য কাদম্বরী দেবী।
ধন্য কাদম্বরী দেবী।।
০@@hamidaislam6251
সত্যি । হৃদয় স্পর্শ করে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের গান ❤
এক কথায় অসাধারণ! রবীন্দ্র সঙ্গীতের মতো অনুভূতির গান খুব কমই আছে 🙂🎼🇧🇩
ভাই আপনি সাচ্চা প্রেমিক আপনার জন্য শুভকামনা রইল 🤙🙏❣
বরিশাল থেকে।
এই গান শুনে অনেক ভালো লাগে।ইচ্ছে করে সারাদিন শুনি।কাজের ফাঁকে ফাঁকে সারাদিন শুনি। তাই স্মৃতি হিসেবে কমেন্ট করে গেলাম।
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরে
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো
তোমার চরণমঞ্জীরে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরে
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি
তোমার প্রাসাদ প্রাঙ্গণে।।
মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী
তোমার কনক কঙ্কণে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরে
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো
তোমার অলক বন্ধনে
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো
তোমার ললাট চন্দনে ।।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো
তোমার অঙ্গসৌরভে ।।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো
তোমার অতুল গৌরবে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরে
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো
তোমার চরণমঞ্জীরে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরে
ধন্যবাদ
❤❤
অতীতের সাক্ষী হিসেবে সবটুকু স্মৃতি রেখে দিলাম কমেন্ট বক্সে,, হয়তো আমি একদিন থাকবো না 🥲 কিন্তু আমার স্মৃতিগুলো যুগ যুগ ধরে পড়ে রবে এই কমেন্ট বক্সে । আমার পরবর্তী জেনারেশন হয়তো কমেন্টগুলো পড়বে আর ভাববে আমরাও এই গানগুলো শুনে মনের কোণে আবেগ জমা রাখতাম
❤❤❤
@@Shakilkhan-dl7vb 💙💙💙
👍👍👍
Apni ki ekhono asen
❤
এই গান যতো বার শুনি ততো বার হৃদয় স্পর্শ করে যায়। যুগ যুগ ধরে মানুষের কাছে এই গান প্রিয় হয়ে থাকবে❤
অসাধারণ, এত মন ছুঁয়ে যায় দেবাদৃত শিল্পীর গান। আমার খুব প্রিয় শিল্পী। অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই 🙏❤
@@shibanibhattacharjee9822❤❤❤
❤
এই রবীন্দ্র-সংগীতগুলোর মাঝে যেনো মনের প্রশান্তি খুজে পাই। মনের সকল আবেগ যেনো লুকিয়ে আছে এই গানগুলাতে .....
এই জীবনের নানা সমস্যার বেড়াজালে আবদ্ধ হয়ে থাকি আমরা , তারই মধ্যে এই গান গুলো শুনলে অন্তত কিছু খনের
জন্য হলেও এই সমস্যার বেড়াজালে কাটিয়ে উঠতে পারি।
ধন্যবাদ হে মহাকবি
গানের কথা, গানের সুর, গানের আকুতি আর আবেগ মিশানো অমর সৃষ্টি এই গান যুগের পর যুগ, জেনারেশনের পর জেনারেশন মোহিত করে যাবে.....
সহমত
রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলে যেন কোনো আলাদা সুন্দর অনুভূতি সৃষ্টি হয়, কত সুন্দরী না তার রচনা🥰🥰🙏🙏❤❤❤😊
এই মধুর সুরের গানটি সারা জীবন আমার হৃদয়বদ্ধ হয়ে থাকবে ৷❤
গানটি শত বারের উপরে শুনেছি লাইক পড়লে গানটি আবার শুনব 💜
কবিগুরুর গান গুলো হৃদয় স্পর্শ করে তপ্ত ধগ্ধ মানব জীবনে শান্তি নিয়ে আসে। 😊
রবীন্দ্রনাথ হলো একটা অনুভূতি
ভালোলাগা থেকে শুরু হয় ভালোবাসা । গানটি যতবার শুনি ততবারই মুগ্ধ হয় । গানের অর্থ গুলো বারবার হৃদয়ের স্পন্দনে বাজে । আমার প্রিয় তমার কথা মনে পড়লে । গানটি আমি শুনি। গানটিতে আমি ভালোবাসার প্রান খুঁজে পাই ।
হৃদয় স্পর্শকারী এই গান,প্রতিটি লাইনে তুমাকে খুজে পাই, প্রতিটি লিপিই আমার না বলা কথা।
রবীন্দ্র সংগীত শুনতে অনিহা হয়না। বারে বারে শুনতে ভালো লাগে। খুব ভালো গেয়েছেন।
🇧🇩🌍This song touch my life and heart feel inside
গানের ভাষা এত সুতীক্ষ্ণ হতে পারে আর অনুভূতি এভাবে প্রকাশ করা যায় রবীন্দ্র সংগীত না শুনলে বুঝতাম না।
আহা কি সুন্দর আবদার," আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে"বানান ভুল করোনা কিন্তু।
বিয়ে করেছি কিন্তু স্বামীর ভালবাসা পেলাম না,মাঝে মধ্যে খুব কষ্ট হয়,সে আমাকে খুব বেশি অবহেলা করে। তার মনে আমার জন্য কোন আবেগ অনুভূতি কাজ করে না,আছি যেন এক জড় পদার্থের মত।এইতো দিন পার হচ্ছে। দুটি গালে চোখের পানি পড়তে পড়তে দাগ পড়েছে,দেখতে খারাপ ছিলাম না, স্বামীর ভালবাসা পেতেও ভাগ্য লাগে, থাক.....আশায় রইলাম যদি কোনদিন ভাগ্যে থাকে
যখন খুব বেশি কষ্ট হয় তখন এই গানগুলো শুনি
Valobasa Pete kopal lage. Ja bobar thaker na. Jemon Ami.😢😢😢
অসাধারণ গান।
dukh karo na didi ganer modhye je tumi tomar sukher sandhan korecho, ta khub valo korecho. amio vabi ganer modhye nijer dukh gulo vulie rakhar mato medicine aar kothao nei. Iswar tomar val din aanok tai prarthona korlam.
আমি এ জীবনে এক জন মনের মতো মানুষ পেলাম না, আমার মনের অন্তপুরে যত ভালো বাসা আছে, উজাড় করে দিয়ে তাকে ভালো বাসতে চাই,
এ জন্মে যা পেলাম না
ঈশ্বর যেন পর জন্মে তাকে পাঠায়,এক বুক ভালোবাসা নিয়ে,🙏🙏🙏🙏🙏🙏
এই পৃথিবীতে দুখি মানুষই সবচেয়ে বেশি শুখি,যদি নিজেকে নিজের মতো মানিয়ে নিতে পারে,ভুলে যেতো হবে আসলে এই পৃথিবীটা কিছুই না, আসল পৃথিবী ওপারে 😢😢
বারবার শুনি, সে যেন এক আলাদা সস্তি এনে দেয় প্রতিটা লাইন
Amar onek pochonder akta gan...monta vore gelo
এই পৃথিবী যতই আধুনিক হোক না কেনো এই গান গুলি সর্বাধুনিক সব জেনারেশনের কাছে। হয়ত একদিন এই পৃথিবীতে থকবো না কমেন বক্স সাক্ষী থাকবে।
গান মানেই রবীন্দ্র সংগীত, একটি গান দিনে যতবারই শুনি, ততবারই নতুন মনে হয়।
খুবই ভালো লাগলো ।আরও গান শুনতে চাই আপনার কন্ঠে ।
মাশা'আল্লাহ, অসাধারণ।
অসাধারন সুর । স্মৃতি হয়ে থাকবে । সিলেট বাংলাদেশ ।
Osadharon. Pran Juriye hai
অসাধারণ একটি গান,, আমার কছে খুবই ভালো লাগে এই গানটি, শুনলেই প্রান ভরে জায় ❤❤
কী মধুর,আহা প্রাণ জুড়িয়ে যায়।
রবীন্দ্র সংগীত সত্যিসত্যিই খুব অসাধারণ | একটা দেখলে আরেকটা দেখতে ইচ্ছে করে 💖💖
হুম
কোনো তুলনাই চলে না এ গানের।
Ai ganta sonle babar katha kob mone pore kn jani na. Valo theko baba poropare. I misss you 😢😢...............
মানুষের ভাগ্য ততবার-ই পরিবর্তন হয়, যতবার সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে।
- আলহামদুলিল্লাহ্।'❤️🤲
Vishon priyo gaan ❤️... smriti rekhe gelam 🙂
গানগুলো পুরাতন স্মৃতি গুলো বারবার মনে নাড়া দিয়ে যায়।❤❤❤❤❤❤❤❤❤
"তোমাকে যে পেতেই হবে ...
এ রকম শর্ত নিয়ে ভালোবাসি নি"❤❤❤
গানের মতই যদি সবাই জীবনসঙ্গিনী পেত ভালোবাসার পেত মানুষকে তাহলে তো জীবন স্বার্থক হয়ে যেত
সত্যি এ গান শুনলে কোথায় যেন হারিয়ে যাই। অসাধারণ ভাবে হৃদয় ছুঁয়ে যায়।
Rinku babu,ami kalpana sinha apnar songe ami 100%sohomoto ,karon ami bhishon bhabe robindro songeet onuragi ,❣️❣️❣️❣️❣️❣️
Priyo ganer modhe akta ei gaan ta..sunte sunte ojante keno janina ...chokhe jol ese gelo.... joto boro hcchi ❤..jibone..rabindra sangeet k khub onubhob kri... . Amar comment ta roye gelo .. sriti hisebe ... ❤
আজ হঠাৎ এক যুগ আগের প্রিয় গানটি শুনে মনটি ভরে গেলো ,,, প্রেয়সীর জন্যে ,,
Amar mon khrp thakle Rabindra Sangeet shuni 💜💜💜💜
Osadharon
ধরিয়া রাখিও❤
Khub Sundar.
খূব সুন্দর লাগছে। অভুতপূর্ব, মন জুড়িয়ে গেল।
রবীন্দ্রনাথের গান শুনলে আমার মন ভালো থাকে এবং অনেক দামি গান কবিগুরু রাবিন্দ্র নাথ ঠাকুর।
@@ruhetamanna2393 thik. Age banan sikhun tarpor comment korun...
এমন সব "দামী" বানানগুলো আগে ভালো করে শিখতে হবে....!! একে তো বাংলা ভাষা, তার উপর রবীন্দ্র সঙ্গীত...!! ভাই, বাংলা ভাষার মা এর ইজ্জত নিয়ে টানাটানি না করলে হতো না...!!
অবশ্যই নিজেদের ভুল দেখা উচিত
@@ruhetamanna2393 বোন আমার লেখা মনে হয় ঠিক আছে বোন আমি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একজন ভক্ত।
@@mdsimulmia4460 হুম, সংশোধনের পর এখন ঠিক আছে.....আপনি যে নিজেকে সংশোধন করলেন সেটা অনেক বড় ব্যাপার...... বেশিরভাগ মানুষ নিজেদের ভুলগুলো জোর করে চালিয়ে যেতে চায়, ব্যাপারটা এমন যেন ভুলকে দূরে সরিয়ে সঠিক রাস্তায় এলে সে ছোট হয়ে যাবে.....আপনি ভালোটাকে গ্রহণ করেছেন উদার মনে, এটা দারুণ ব্যাপার..... আর আপনি আমাকে বোন বলে সম্বোধন করেছেন, এর জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি.....ভালো থাকবেন, শুভ কামনা!
এই গান গুলো কখনোই পুরানো হবে না।❤
অনেক আগে ও শুনেছি। এখনো শুনলাম। কখনো পুরনো হবে না। খুব ভালো লাগে গান গুলো ❤️❤️❤️❤️
Love you 😅
কাদম্বরী দেবী ধন্য❤
আজ আর মনের কোনে সেই অভুজ আবেগের কোন জাইগা নেই,,কোন কষ্ট আজ আর মনকে কষ্ট দিতে পারে না...তবে তোমি যুগে যুগে রয়ে যাবে মনে...তোমাকে না পাওয়ার শূন্যতা রয়ে যাবে মনে,রয়ে যাবে তোমাকে দেখার অতৃপ্ত আকাঙ্ক্ষা🙂💔🥀
এই আধুনিক যুগের গান আমার ভালো লাগে না, বহু বছর পরে ও কিভাবে এই গান মানুষের এতটা পছন্দের হতে পারে 😊 😊সত্যি রবীন্দ্র সঙ্গিত এর তুলনাই হয় না❤❤ ❤
এই গান গুলো যত আধুনিক যুগ আসুক না কেন কখনো পুরনো হবে না❤❤
🖤ভালোবাসা থাকুক না কল্পনাতে🖤
ভালোবাসা কল্পনাতেই সুন্দর
ভালোবাসলে যে পেতে হবে এমন তো কোনো কথা নেই 😊
ভালো তো দূরে থেকে ও বাসা যায় 🖤
🇧🇩🌍 ভালোবাসাটা হচ্ছে অমূল্য প্রেম! যাকে সহজেই আপনার করা অসম্ভব! তাই তাকে আপন মনেই খেলতে দিলাম! তার জন্য অপেক্ষা নয়, তার প্রতি কৃতজ্ঞতায় আমার বাকি জীবনটা তার তরেই ত্যাগ দিলাম! শ্রষ্টাকে পাওয়ার জন্য অনেক গুলো উপায় আছে তার মধ্যে আমি প্রেম কে বেঁছে নিলাম।
আল্লাহ সাথে ♥️
🇧🇩🌍 বিশ্বাস কথাটা নাকি ভালোবাসার থেকেও দামি-কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না!
🇧🇩🌍 আমার কাছে মনে হয় বিশ্বাস কথাটা জীবনের চেয়েও অনেক বেশি দামী কারণ বিশ্বাস না থাকলে মানুষের জীবন হয় জীবন্ত নিষ্প্রাণ-তৃপ্ত রয় অতৃপ্ত যে বিশুদ্ধ রোদে উষ্ণ হয় পৃথিবী!
ভালোবাসার মানুষ গুলো ভালোবাসায় বেঁচে থাকুক যুগ যুগ ধরে!
সত্যিটা আপনি খুজে পেয়েছেন তাই আপনাকে জানাই হাজার সালাম
Apni ki indian naki Bangladeshi
Heart touching... Full of life story..
Unparalleled brilliant singer nice voice famous in world ❤❤❤❤😢
I am nepali but I am very fond of rabindra Sangeet
সারাজীবন বেঁচে থাকুক এ গান এ সুর ২০২৩ সালে লিখে গেলাম।
kobi guru robindranath tagor er gaangulo ajo shober monke chuye jay😍😍😍
এ গান টা আমার এত বালো রাগে
বার বার শুনতে মন চায়
অসাধারণ কথা,
খুব সুন্দর।
🌿🙏🌿
Hoi
Hoi
গভীর রাতে কানে ইয়ারফোন এবং দুচোখের জলের হিসাব আজ ও মিলাতে পারলাম না প্রিয় 😥😥😥
😥😥😥
ভালো বেসে সুখী নিভৃতে যতনে আমার নাম টি লেখ মনের ও মন্দিরে। এই গান গুলো কখনো পুরান হবে যতবার শুনি ঠিক ততবারই ভালো লাগে আরো বেশি শুনতে ইচ্ছে করে। 🌹🌿🌹
আমার প্রিয় শিল্পী রবীন্দ্র সংগীত
হৃদয় ছুঁয়ে যায় ❤❤
>Rrm< ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে.......🥹❤️🩹 0:44
ভালবেসে সখি নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার, মনের মন্দিরে ❤️❤️
যত শুনি ততই ভালো লাগে ❤❤ যারা লেখেছে যারা গেয়েছে সবাই মারা গেছে, আমরা এখন সুনছি আমারও একদিন চলে যাব😢😢😢 ২০২৪
গানটি আমার ভীষণ পছন্দ ❤️
রবিন্দ্র সঙ্গিত সুনে যে শান্তি লাগে আর কোন গান সুনে তেমন শান্তি পাই নাই
যুগে যুগে এই গান গুলো আমর হয়ে থাকবে
অতীতের সাক্ষী হিসেবে এটুকু স্মৃতি রেখে দিলাম কমেন্ট বক্সে.....❤হয়তো আমি একদিন থাকবো না কিন্তু আমার এই স্মৃতিগুলো যুগ যুগ ধরে পড়ে রবে এই বন্ধ বাক্সটিতে🥺🧡✊.....আমাদের পরবর্তী জেনারেশন হয়তো কমেন্ট গুলো পড়বে আর ভাববে আমরাও এই গান গুলো শুনে মনের আবেগ জমা রাখতাম ❤🙏🙏
যখনই মন খারাপ হয়, তখনই এই গানটি বার বার শুনি 😢😢
গানটি যতবার শুনি ততবার হৃদয় ছুঁয়ে যায়
Darun
বারবার শুনা হয় গানটি 🥰🥰
তাই একটা কমেন্ট করে রেখে গেলাম।
স্মৃতি রেখে গেলাম 😌😌❤️
আহ্!হৃদয় ছুঁয়ে হৃদয়ে গেঁথে যায়।
হৃদয় স্পর্শ করে রবীন্দ্রনাথের প্রত্যেকটা সংগীত। বার বার শুনতে ইচ্ছা করে। ❤️❤️
❤❤❤❤❤❤❤ সুন্দর
আমার একটা ইচ্ছে যদি কবি গুরুর সাথে কবু সাক্ষাত পেতাম।!🥺
আপনার গান চিরদিন বেঁচে থাকবে এভাবে 🥰
রবীন্দ্রনাথ ঠাকুর সব গান গুলো ভালো লাগে
Amar ae gan ta khub bhalo lage ami roj akbar suni
এই গানগুলো শুনলে আজো হৃদয়ে হৃদয় কেঁদে ওঠে
Khub pochondor 1 ta gaan
তাহার কাছে গানটা প্রায়ই শুনতাম, মনে হতো যেন স্বর্গের মধুর ধ্বনি কানে ভাসছে 🌸
গানটি শুনে মায়ার বাঁধনটা আরও স্পষ্ট হলো 🙂
আগামী ১০০ বছর পরেও জনপ্রিয়তা একই রকম থাকবে
My ❤ will be for 3000 years generation while listing this song❤
অপুর্ব সুন্দর।
🌹♥️💖💖LOVE IS HEAVEN, HEAVEM IS LOVE...💖♥️💐😢
Khub khub sundor akta gun ja likhe bojhate parbo na ❤❤❤❤❤❤❤
রেখে গেলাম দুফোঁটা চোখের জল
এসব গান শুনলে প্রাণ জুড়িয়ে যায়!