অল্প সময়ে গরু মোটাতাজাকরণ। কম খরচে অধিক লাভ। কৃষক কৃষাণী।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • অল্প সময়ে গরু মোটাতাজাকরণ। কম খরচে অধিক লাভ। কৃষক কৃষাণী।
    প্রিয় খামারী ভাইয়েরা,
    কেমন আছেন সবাই?
    আশাকরি সবাই ভালো আছেন।
    এক একজন খামারি এক এক ধরনের উদ্দেশ্য নিয়ে খামার করে থাকেন।
    কেউ কেউ দুধ উৎপাদনের জন্য খামার করেন,
    কেউবা আবার মাংস উৎপাদনের উদ্দেশ্যে।
    যারা মাংস উৎপাদনের উদ্যেশ্যে খামার করেন তাদের মধ্যে অনেকে শুধু কোরবানিকে লক্ষ্য রেখে খামার পরিচালনা করেন,
    আবার অনেক খামারি আছেন স্বল্প সময়ে গরু মোটাতাজা করে বিক্রি করেন।
    যাতেকরে অল্প সময়ে তাদের বিনিয়োগ তুলে নিয়ে অধিক মুলাফা লাভ করতে পারেন।
    আজকে এসেছি এমন একটি খামারে,
    যেখানে অল্প সময়ে অধিক মাংস উৎপাদনের জন্য গরু লালনপালন করা হয় এমন একটি ক্যাটেল ফার্মে।
    আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন অথবা খামার করার কথা চিন্তা করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, না টেনে সম্পূর্ন ভিডিওটি দেখুন।
    তাহলে খামার সম্পর্কে সম্পূর্ন একটা ধারনা পাবেন।
    আজকে খামারি ভাইয়ের কাছ থেকে জানার চেস্টা করবো কিভাবে অল্প সময়ে গরু মোটাতাজা করে বিক্রি করা যায়,
    কোন ধরনের খারাব দিলে অল্প খরচে অধিক মাংস উৎপাদন করা যায়,
    স্বল্প মেয়াদী খামারের বিশেষ সুবিধা কি?
    এ ধরনের খামারে কেমন ধরনের গরু নির্বাচন করা উচিৎ ইত্যাদি সম্পর্কে,
    আশাকরি পুরো প্রতিবেদন জুরে আমাদের সাথে থাকবেন।
    ফেসবুক পেজ-
    / krishokkrishani22
    ফেসবুক গ্রুপ-
    / 839711180341675
    #গরু_মোটাতাজাকরণ #ষাড়_গরু_পালন #কৃষক_কৃষাণী

ความคิดเห็น • 53