ও লো ঝিঙেফুল ঘন্টাটা কলিজায় মারে বাড়ি || গানের লেখা সুর-সুনীল বিশ্বাস।শিল্পী-বৃষ্টি ও বর্ষা ||
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- ঝিঙা ফুল
(একটি গানের শিরোনাম, চা শ্রমিকের জীবনের শিরোনাম)
চুনারুঘাট, চান্দপুর গ্রামের চা-শ্রমিকদের ভূমি রক্ষার আন্দোলনে পিছিয়ে নেই কচি কাঁচারাও, মা-বাবার দুঃসময়ে তারাও নিজেদের দুঃখগাথা গান গেয়ে শক্তি জুগিয়ে যাচ্ছে দিনরাত।
ঝিঙ্গে ফুল তেমনই একটি গান, গানের কথায় উঠে এসেছে চা বাগানের ঘন্টা ধ্বনির কঠিন ও কঠোর বাস্তবতা। ভোরবেলা ঘুম থেকে ডেকে তোলা, ঘন্টায় ঘন্টায় কঠিনতর কাজের নির্দেশও দিয়ে থাকে এই দানব ঘন্টা। সকালে হাতের কাজ শেষ হবার অাগেই, মায়ের বুকের দুধে সন্তানের পেট ভরবার অাগেই বিশাল অাকার রাক্ষস ঘন্টাটা বেজে ওঠে। নারী চা শ্রমিকরা এভাবেই ঝিঙ্গে ফুলের করুন অাবেদনে গেয়ে যায় তাদের জীবনের ইতিকথা। সভ্যতার ভেতর দেহে এমনই এক অালোহীন সমাজ অাড়ালে থেকে যায় খুব গোপনে।
গানের লেখা ও সুর-সুনীল বিশ্বাস।
শিল্পী-বৃষ্টি ও বর্ষা।
জাহিদ জগৎ
২৬/১২/২০১৫
#ও_লো_ঝিঙেফুল_ঘন্টাটা_কলিজায়_মারে_বাড়ি