👉🌾কৃষক ভাই🌾 তর্ক-বিতর্ক না-করে,, প্রথম বছর ছোট ১-টি জমিতে,, যেকোনো বেশি-ধান অথবা হাইব্রিড-ধান চাষ করে,, আমার নিয়মে সকল-সার গুলি সময়-মত দিয়ে পরীক্ষা করবেন,, এবং আপনার অন্যসব জমিতে আপনার নিজের নিয়মে সব-সার দিবেন। 👉দেশী ও বিদেশী এক-লক্ষ কৃষক এই ফর্মুলা পেয়েছে। 🌾🌾🌾🌾🌾 ধানের বীজতলাতে ৫-দিন পরপর, ১-শতাংশে আধা-কেজি করে ইউরিয়া-সার দিয়ে, ধানের সব চারাকে বেশি কালো সবুজ মোটা করবেন। 👉২৫-দিনের কম বয়সী,, বেশি কালো সবুজ মোটা, দেশি ও হাইব্রিড ধানের চারা ৫-টি করে ধানের সব গোছায় দিয়ে, ৬-ইঞ্চি পরপর ধান রোপণ করবেন। লাইন হতে লাইন ৯-ইঞ্চি ফাকা দিবেন। 🌾🌾🌾🌾🌾 বড় জমিতে হাল-চাষ করার আগে অথবা ধান-রোপনের ১-দিন পরে,, ১-শতাংশ জমিতে সার দিবেন। 👉৫০০-গ্রাম পটাশ-সার 👉৫০০-গ্রাম টি.এস.পি সার 👉৫০০-গ্রাম জিপসাম-সার 👉লবণ ও ফিটকারি ২০-গ্রাম 👉চিলেটেড জিংক-সার ৫-গ্রাম মাটিতে ইস্প্রে করবেন,, কারনঃ ধানের জমিতে দানাদার-জিংক সার দেওয়া নিষেধ, তবে বেশি করে শুকনা গোবর দিবেন। 🌾🌾🌾🌾🌾 ধান রোপনের ১৮-দিনের মধ্যে সম্পূর্ণ ইউরিয়া সার শেষ করবেন। ধানের ১-শতাংশ জমিতে আধা-কেজি করে,, 2-বার ইউরিয়া-সার দিবেন। 👉(১-দিনপর) ধান রোপনের ১-দিনপর প্রতি ১-শতাংশে,, আধা-কেজি ইউরিয়া-সার দিবেন। 👉(১০-দিনপর) ধান রোপনের ১০-দিনপর প্রতি ১-শতাংশে,, আধা-কেজি ইউরিয়া-সার দিবেন। 👉(১৮-দিনপর) ধান রোপণের ১৮-দিনপর প্রতি ১-শতাংশে,, 👉১০০ গ্রাম ইউরিয়া-সার এবং 👉৫০০ গ্রাম ডিএপি-সার দিবেন। 🌾২৯-দিনপর🌾 ধান রোপণের ২৯-দিনপর প্রতি ১-শতাংশ জমিতে 👉৫০০-গ্রাম পটাশ-সার এবং 👉১০০ গ্রাম ডিএপি-সার দিবেন। এই 2-টি সার দিয়ে ৪-দিনপর জমিতে লোহার-উইডার দিবেন অথবা হাত-দিয়ে জমিতে নিড়ানী দিবেন। 🌾🌾🌾🌾🌾 ধান রোপণের ৬৫-দিনপর- ধানের জমি ধীরে-ধীরে সম্পুর্ন হালকা-হলুদ হয়ে যাবে, তখন কোনো সার দেওয়া যাবে না, এভাবে ধীরে-ধীরে সম্পূর্ন জমি হালকা-হলুদ হয়ে ধানের সকল-শীষ বের হবে,, এভাবে ধান হবে অনেক বেশি। 👉ধান রোপনের ৬৫-দিন বয়সে, ধানের জমে যদি বেশি কালো-সবুজ থাকে,, তাহলে যেকোনো ধানের জমিতে ধান অনেক কম হবে, এটি পরীক্ষিত।
👉🌾কৃষক ভাই🌾 তর্ক-বিতর্ক না-করে,, প্রথম বছর ছোট ১-টি জমিতে,, যেকোনো বেশি-ধান অথবা হাইব্রিড-ধান চাষ করে,, আমার নিয়মে সকল-সার গুলি সময়-মত দিয়ে পরীক্ষা করবেন,, এবং আপনার অন্যসব জমিতে আপনার নিজের নিয়মে সব-সার দিবেন।
👉দেশী ও বিদেশী এক-লক্ষ কৃষক এই ফর্মুলা পেয়েছে।
🌾🌾🌾🌾🌾
ধানের বীজতলাতে ৫-দিন পরপর, ১-শতাংশে আধা-কেজি করে ইউরিয়া-সার দিয়ে, ধানের সব চারাকে বেশি কালো সবুজ মোটা করবেন।
👉২৫-দিনের কম বয়সী,, বেশি কালো সবুজ মোটা, দেশি ও হাইব্রিড ধানের চারা ৫-টি করে ধানের সব গোছায় দিয়ে, ৬-ইঞ্চি পরপর ধান রোপণ করবেন। লাইন হতে লাইন ৯-ইঞ্চি ফাকা দিবেন।
🌾🌾🌾🌾🌾
বড় জমিতে হাল-চাষ করার আগে অথবা ধান-রোপনের ১-দিন পরে,, ১-শতাংশ জমিতে সার দিবেন।
👉৫০০-গ্রাম পটাশ-সার
👉৫০০-গ্রাম টি.এস.পি সার
👉৫০০-গ্রাম জিপসাম-সার
👉লবণ ও ফিটকারি ২০-গ্রাম
👉চিলেটেড জিংক-সার ৫-গ্রাম মাটিতে ইস্প্রে করবেন,, কারনঃ ধানের জমিতে দানাদার-জিংক সার দেওয়া নিষেধ, তবে বেশি করে শুকনা গোবর দিবেন।
🌾🌾🌾🌾🌾
ধান রোপনের ১৮-দিনের মধ্যে সম্পূর্ণ ইউরিয়া সার শেষ করবেন।
ধানের ১-শতাংশ জমিতে আধা-কেজি করে,, 2-বার ইউরিয়া-সার দিবেন।
👉(১-দিনপর) ধান রোপনের ১-দিনপর প্রতি ১-শতাংশে,, আধা-কেজি ইউরিয়া-সার দিবেন।
👉(১০-দিনপর) ধান রোপনের ১০-দিনপর প্রতি ১-শতাংশে,, আধা-কেজি ইউরিয়া-সার দিবেন।
👉(১৮-দিনপর) ধান রোপণের ১৮-দিনপর প্রতি ১-শতাংশে,,
👉১০০ গ্রাম ইউরিয়া-সার এবং
👉৫০০ গ্রাম ডিএপি-সার দিবেন।
🌾২৯-দিনপর🌾
ধান রোপণের ২৯-দিনপর প্রতি ১-শতাংশ জমিতে
👉৫০০-গ্রাম পটাশ-সার এবং
👉১০০ গ্রাম ডিএপি-সার দিবেন।
এই 2-টি সার দিয়ে ৪-দিনপর জমিতে লোহার-উইডার দিবেন অথবা হাত-দিয়ে জমিতে নিড়ানী দিবেন।
🌾🌾🌾🌾🌾
ধান রোপণের ৬৫-দিনপর- ধানের জমি ধীরে-ধীরে সম্পুর্ন হালকা-হলুদ হয়ে যাবে, তখন কোনো সার দেওয়া যাবে না, এভাবে ধীরে-ধীরে সম্পূর্ন জমি হালকা-হলুদ হয়ে ধানের সকল-শীষ বের হবে,, এভাবে ধান হবে অনেক বেশি।
👉ধান রোপনের ৬৫-দিন বয়সে, ধানের জমে যদি বেশি কালো-সবুজ থাকে,, তাহলে যেকোনো ধানের জমিতে ধান অনেক কম হবে, এটি পরীক্ষিত।