পদ্মা যমুনায় জেলেদের সাথে ইলিশ-পাঙ্গাস মাছ ধরা পর্ব-১ । Fishing With Fisherman In Padma River
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
- দৌলতদিয়া ঘাট বাংলাদেশের অন্যতম ব্যস্ততম নৌবন্দর।পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এখানের আশেপাশের জেলেরা।
প্রায়শই খবর প্রচারিত হয় জেলেদের জালে বৃহদাকারের মাছ ধরা পড়ার। পাশাপাশি পদ্মার ইলিশের সুখ্যাতি রয়েছে সারা দুনিয়া জুড়ে।
পদ্মা নদীর মাঝিদের জীবনকে কেন্দ্র করে মানিক বন্দোপাধ্যায় লিখেছেন পদ্মা নদীর মাঝি উপন্যাস।
বাস্তব জীবনে জেলেদের নৌকায় মাছ ধরা দেখতে ও জেলেদের নৌকায় ঘুমানোর মত এডভেঞ্চার উপভোগ করার ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকে।
আমরা কীভাবে সেই কাজগুলো করলাম ও জেলদের মাছ ধরা দেখা, জাল টানা এবং মাছ বিক্রির নানা গল্প তুলে আনার চেষ্টা করেছি এই সিজনে।