মমতার প্রিয় বিনীত সবটাই সাজিয়েছে - দাবি অভিযুক্ত সিভিকের! ডাক্তার, বিরোধীদের পুরোনো অভিযোগে ইন্ধন?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই আগেরদিন প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বলেছিল, 'আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে।' আজ আবারও প্রিজন ভ্যান থেকে সংবাদমাধ্যমকে বলে দিলেন কারা তাকে ফাঁসিয়েছে। কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম সঞ্জয় রাইয়ের মুখে।
    Join this channel to get access to perks:
    / @hothatjodiuthlokotha
    #KolkataPolice #westbengal #mamatabanerjee #police #CP #rgkarhospital #justice #calcuttahighcourt #rgkarmedicalcollege #mamatabanerjee #supremecourt #dychandrachudnews #supremecourtofindia #lalbazar #vineetgoyal #sandipghosh #narayanbanerjee #subarnagoswami #kunalghosh #wbjdf
    Further reads: www.thewall.in...
    search.app?link=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fdistrict%2Fr-g-kar-case-sanjay-ray-victim-father-face-to-face-at-sealdah-court-on-hearing-day-1104770&Csh%2Fx%2Fgs%2Fm2%2F4
    www.anandabaza...

ความคิดเห็น • 649

  • @kishormajumder8723
    @kishormajumder8723 2 หลายเดือนก่อน +228

    সঞ্জয়কে জ্বালিয়েছে বিনীত গোয়েল। আর বিনীত কোয়েলকে যে চালিয়েছে সেই তো আসল অপরাধী। সেই অপরাধের শাস্তি কবে হবে সারা পৃথিবীর লোক অপেক্ষায় থাকবে।

    • @shankha33
      @shankha33 2 หลายเดือนก่อน +13

      Etar bhitti ki? WhatsApp University?

    • @renukabhattacharya8008
      @renukabhattacharya8008 2 หลายเดือนก่อน +15

      ​@@shankha33Etar bhitti state govt er kaaj. Ekta sahaj proshner jabab din. Keno Sandip Ghosh ke prize posting deoa holo aar Health secretary ke sarano jabe na? Sarkar nije rai bujhiye diyechhe kara asole aporadhi. Kono theory-r darkar nei.

    • @sunilkarmakar3391
      @sunilkarmakar3391 2 หลายเดือนก่อน +4

      Say gury bali... Dada.. CBI er say khamota nai... Sob taa khalaa cholchy

    • @shankha33
      @shankha33 2 หลายเดือนก่อน

      @@renukabhattacharya8008 court er proti ashtha ache naki WhatsApp er opor?

    • @nitasikdar3043
      @nitasikdar3043 2 หลายเดือนก่อน

      Thik : eta bujhte beshi buddhi lage na je Ei Shawb ghatonar pechhone kara achhe.

  • @DeepRoy2000
    @DeepRoy2000 2 หลายเดือนก่อน +151

    অভয়ার মা বাবা কে ই প্রতিবাদের ঝরে শক্ত করে এই প্রতিবাদের সাথে লড়াই করার শক্তি ভগবান দিক তাদের এটাই প্রার্থনা করি 😔😔

    • @1983sanjit
      @1983sanjit 2 หลายเดือนก่อน +9

      Lord krishna onader shaki deben

    • @SubirPaul-e9g
      @SubirPaul-e9g 2 หลายเดือนก่อน

      aAnjh .​,. Zee nn😮@@1983sanjit

    • @LiptonMia-h5k
      @LiptonMia-h5k 2 หลายเดือนก่อน +2

      5

  • @videomaker8010
    @videomaker8010 2 หลายเดือนก่อน +115

    মা জগদ্ধাত্রী তুমি তিলোত্তমা র সুবিচারের ব্যবস্থা করো। অপরাধিদের চিহ্নিত করাও।
    আর ডাইনি বুড়ি কে ১৪ তলা থেকে নামাও।

    • @nitasikdar3043
      @nitasikdar3043 2 หลายเดือนก่อน +1

      @@videomaker8010 পপাত ধরনীতল😂😂😂

    • @BaniMukharjee-dw4cx
      @BaniMukharjee-dw4cx 2 หลายเดือนก่อน +4

      Ekdam thik kotha

    • @AkhilSarkar-cl7hm
      @AkhilSarkar-cl7hm 2 หลายเดือนก่อน

      আপনার ভাষাতেই বোঝা যাচ্ছে যে আপন কত বড় শিক্ষিত। যাকে আপনি টেনে নামানোর কথা বলছেন তাকে নামানো এত সহজ হবে না কারণ বাংলার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তাঁর পাশে আছে। আপনি অমিত শাহ, নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর পাশে থাকেন আর দিবাস্বপ্ন দেখেন। সঞ্জয় রাইকে যদি ফাঁসানো হয়েছে বলা হয় তাহলে বলতে হয় সিপিএম বিজেপি জোটবদ্ধ হয়ে তাকে ফাঁসিয়েছে। সঞ্জয় রাই তো এখন তোতাপাখি তাকে যা শেখানো হচ্ছে সেই বুলিই তো বলছে। সঞ্জয় রাই বলছে সে ধর্ষণ করেনি খুন করেনি তাহলে ফরেন্সিক টেস্টে সঞ্জয় রাই ছাড়া অন্য কারো প্রমাণ পাওয়া যায়নি কেন ? ধর্ষণ ও খুন যে সঞ্জয় রাই করেছে সেটা তো প্রমাণিত ! এবার ষড়যন্ত্র যদি হয়ে থাকে তার অবশ্যই তদন্ত হওয়া উচিৎ এবং যদি এই ধর্ষণ ও খুনের সঙ্গে কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই তার ও সাজা পাওয়া উচিৎ। কিন্তু আমার প্রশ্ন সবাই মিলে সঞ্জয় রাইকে কেন বাঁচাতে চাইছে ? এমনটা নয় তো যে সঞ্জয় রাইকে দিয়ে এই ধর্ষণ ও খুন অন্য কেউ বা অনেকে মিলে করিয়েছে ? মমতা ব্যানার্জিকে ফাঁসানোর জন্য এখন রাজ্য সরকারের নাম,আর জি করের আধিকারিক -এর নাম বা বিনীত গোয়েলের নাম সঞ্জয় রাইকে দিয়ে বলানো হচ্ছে ? সঞ্জয় রাইয়ের চিৎকারে এটাই এখন বড় প্রশ্ন। জানিনা আদালতে তরুণী ডাক্তারের সঠিক ন্যায় বিচার হবে কিনা, কারণ এখন তো আবার আদালতে তথ্য প্রমাণ থেকেও বেশি ভরসা করা হচ্ছে স্বপ্নে আসা ভগবানের আদেশ কে। হয়তো আদালতে এরকম ও হতে পারে যে আর জি করের ঘটনার সমস্ত রকম সওয়াল জবাব তথ্য প্রমাণ পাওয়ার পর ঠিক রায় দানের সময় বলা হলো স্বপ্নে ঈশ্বরের বাণী এসেছে যে সঞ্জয় রাই ধর্ষণ ও হত্যাকারী নয় বরং তাকে ফাঁসানো হয়েছে আর তাকে ফাঁসিয়েছে মমতা সরকারের অধীনে থাকা কোলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই রায় ঘোষণা হলেই তো কেল্লা ফতে। এখন বিভিন্ন স্যোসাল মিডিয়ার মাধ্যমে বা মেন মিডিয়ার মাধ্যমে নানা রকম জল্পনা কল্পনা আকাশে বাতাসে ভেসে বেড়াবে আর মানুষ বিভ্রান্ত হয়ে কাদা ছোড়াছুড়ি করবে এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ আমি নিশ্চিত করে বলতে পারি যে সঞ্জয় রাইকে কেউই ফাঁসায়নি কারণ তথ্য প্রমাণ তার বিরুদ্ধেই আছে। সঞ্জয় রাইকে যে কেউই ফাঁসায়নি এর তথ্য প্রমাণ আমার কাছে নেই। কিন্তু বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে সে রকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অতএব শুধু শুধু জল ঘোলা করে কোনো লাভ নেই। আমি চাই ঐ তরুণী ডাক্তারের জন্য সঠিক বিচার হোক। অপরাধী সাজা পাক। সঠিক বিচার পাওয়ার মাধ্যমে যাতে নির্যাতিতার মা ও বাবা সুস্থ মস্তিষ্কে এবং সুস্থ ভাবে জীবন যাপন করুক এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা।

    • @GoutamDasAdhikari
      @GoutamDasAdhikari 2 หลายเดือนก่อน

      aa​@@nitasikdar3043

    • @SamiranBose-l6s
      @SamiranBose-l6s 2 หลายเดือนก่อน +1

      মুক্তি চাই ডাইনির হাত থেকে।

  • @goutamchatterjee6763
    @goutamchatterjee6763 2 หลายเดือนก่อน +49

    বিনীত গোয়েল কে পুলিশের পোশাকটা খুলতে বলুন supreme court ?

  • @SGhosh1967
    @SGhosh1967 2 หลายเดือนก่อน +92

    সঞ্জয় রায় 100% সঠিক কথা বলেছে,
    বিনিত গোয়েল তাকে ফাঁসিয়েছে।।

    • @sufiakhatunsk3218
      @sufiakhatunsk3218 2 หลายเดือนก่อน +3

      Tahole, CBI😂😂😂😂

    • @shankha33
      @shankha33 2 หลายเดือนก่อน

      @@SGhosh1967 সঞ্জয় রাইয়ের কথা কে বেদ বাক্য হিসেবে গ্রহণ করার কারণ?

    • @nitasikdar3043
      @nitasikdar3043 2 หลายเดือนก่อน

      @@SGhosh1967 বিনীত গোয়েল তো হুকুমের দাস। আশা করি আর কিছু বলার দরকার নেই

    • @samirchatterjee7216
      @samirchatterjee7216 2 หลายเดือนก่อน

      তার মানে এটাই দাঁড়ায়,বিনীত গোয়েল ধর্ষণ এবং খুন করেছে। এবং সঞ্জয়কে ফাঁসিয়েছে।

    • @SukkuliSarkar
      @SukkuliSarkar 2 หลายเดือนก่อน

      tui o dakcila toba . oi rata cila oi khana ?

  • @dr.rabindranathmukhopadhya3439
    @dr.rabindranathmukhopadhya3439 2 หลายเดือนก่อน +126

    Justice দেওয়ার প্রক্রিয়া, মনে হচ্ছে শুরু হয়েছে। প্রার্থনা করি যেন সফলতা আসে।

  • @Uma-fn6yd
    @Uma-fn6yd 2 หลายเดือนก่อน +18

    সত্যি এই অভয়ার বাবা মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো ছাড়া সাধারণ মানুষের কাছে আর কোন উপায় রইলো না | শ্রদ্ধা জানাই লড়াকু মা বাবাকে |

  • @sukumardas9.81
    @sukumardas9.81 2 หลายเดือนก่อน +25

    ঈশ্বর যেন কৃপন না হন,ওদের সব শক্তি দিতে।জনগন সঙ্গে আছেন।

  • @Neeladri_Roy
    @Neeladri_Roy 2 หลายเดือนก่อน +54

    সিবিআই হোক আর আমাদের বিচার ব্যবস্থা, বিচার দেওয়ার মন মানসিকতা থাকলে তবে তো মুখ্য দোষীরাও সঠিক শাস্তি পাবে। ধিক্কার জানানো ছাড়া আর কি করার আছে সাধারণ মানুষের।

    • @litachoudhury8685
      @litachoudhury8685 2 หลายเดือนก่อน +2

      Sorkar jekhane aporadh chapa dichchhe sekhane bichar ar hobe?

  • @arunchatterji4728
    @arunchatterji4728 2 หลายเดือนก่อน +33

    পরমপিতার কাছে ওনাদের মনের শক্তি ও শারীরিক সুস্থতা কামনা করি।সঠিক বিচার আমাদের পেতেই হবে।ধন্যবাদ জানাই সবাই কে যারা এই চেষ্টা চালাচ্ছেন।সত্যিই জনগন সাথে আছে ও থাকবে।

  • @bhaskarmukherjee4239
    @bhaskarmukherjee4239 2 หลายเดือนก่อน +9

    আপনাকে অনেক অনেক ধণ্যবাদ শাসক কে ভয় না পেয়ে সত্যি কথা বলার
    জন্য। Fight Koni Fight।

  • @Neeladri_Roy
    @Neeladri_Roy 2 หลายเดือนก่อน +119

    অবশেষে দেখা যাবে কারোরই কিছু হবে না, এই সঞ্জয় কেই দোষী বানিয়ে ঝুলিয়ে দেবে। সব সেটিং হয়ে আছে।

    • @arghadasdas5161
      @arghadasdas5161 2 หลายเดือนก่อน +5

      ধনঞ্জয় চ্যাটার্জির মতন 😢। সার্কাসের এভিডেন্সের ভিত্তিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।

    • @Neeladri_Roy
      @Neeladri_Roy 2 หลายเดือนก่อน

      @arghadasdas5161 সঞ্জয় এখন যাই বলুক কিচ্ছু যায় আসে না, সিবিআই অনেক সময়ে দিয়েছিলো ওকে তখন মুখ না খুলে এখন মিডিয়ার সামনে নাটক করছে। যদি সত্যিই অন্য কেউ জড়িত থাকেও এখন আর কিচ্ছু করার নেই। আমাদের বিচার ব্যবস্থা আর সেটিং ওকেই ঝুলেই দেবে। মিলিয়ে রেখো এই কথা টা।

    • @shankha33
      @shankha33 2 หลายเดือนก่อน +2

      Setting hoyeche etar bhitti ki? Pochonder lok oporadhi promanito hoyni tai?

    • @litondey1905
      @litondey1905 2 หลายเดือนก่อน +1

      ​@@shankha33 Pochonder lok r bisal power....tai tar kichu e hobe nhaa

    • @bhattacharya6774
      @bhattacharya6774 2 หลายเดือนก่อน

      Where is evidences ,all are skillfully destroyed by Scotland yard and CBI can't do anything. ​@@litondey1905

  • @Sumn88
    @Sumn88 2 หลายเดือนก่อน +102

    RIP😭চন্দ্রচূড়😭RIP
    ভারতের শ্রেষ্ঠ দুরিনীতি সমর্থন কারী বিচারপতি এই ভাবে অকালে চলে যাওয়া মেনে নেয়া যায় না😭
    যাই হোক উনার অপবিত্র আত্মার নরক বাস কামনা করছি🙏🏻

    • @parimaldas1606
      @parimaldas1606 2 หลายเดือนก่อน +3

      Bogus

    • @indranilmukherjee1984
      @indranilmukherjee1984 2 หลายเดือนก่อน

      Bogus!!! সঠিক, মানুষ ওকে মনে রাখবে কলঙ্কিত চরিত্র হিসেবে --

    • @narendranathghosh407
      @narendranathghosh407 2 หลายเดือนก่อน

      Ghush khor ta moreche naki? 😢

    • @wellcome7912
      @wellcome7912 2 หลายเดือนก่อน +1

      Excellent

    • @paromitassc
      @paromitassc 2 หลายเดือนก่อน +2

      Ekdom thik kotha, worst chief justice, shame

  • @ramengupta6499
    @ramengupta6499 2 หลายเดือนก่อน +59

    বিনীত গোয়েল ফেঁসে যেতে পারে, এজন্যেই দশ দিনের মধ্যেই সঞ্জয় রাইএর ফাঁসী চাওয়া হয়েছিল।

    • @shankha33
      @shankha33 2 หลายเดือนก่อน

      সঞ্জয় রাইয়ের কথা কে বেদ বাক্য হিসেবে গ্রহণ করার কারণ?

    • @parimaldas1606
      @parimaldas1606 2 หลายเดือนก่อน +3

      Mr. Goyel acted under whose instruction?

    • @bidishadasadhikary9235
      @bidishadasadhikary9235 2 หลายเดือนก่อน

      ​Pc​ maybe @@parimaldas1606

    • @amartyaguha3686
      @amartyaguha3686 2 หลายเดือนก่อน +2

      Jachole tahole 'justice delayed means justice denied noi'?

  • @debashisghosh3269
    @debashisghosh3269 2 หลายเดือนก่อน +72

    একদিন সবাই সব ভুলে যাবে , কিন্তু সন্তান শোক ওই দুজন কে সারা জীবন বয়ে বেড়াতে হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে বা সমর্থন করছে , তাদেরকে নিজেদের একবার ওই বাবা মায়ের জায়গায় বসানোর অনুরোধ রইলো।

    • @anupbhattacharjee327
      @anupbhattacharjee327 2 หลายเดือนก่อน

      একদম।যখন ওদের পরিবারের কেউ তিলোত্তমা হবে সেদিন টনক নড়বে।।

    • @nitasikdar3043
      @nitasikdar3043 2 หลายเดือนก่อน

      @@debashisghosh3269 ঠিক।

  • @thelordoffaujigaming611
    @thelordoffaujigaming611 2 หลายเดือนก่อน +220

    পশ্চিমবঙ্গে এখন অন্ধকারের যুগ চলছে 😔

    • @sankarsinha8961
      @sankarsinha8961 2 หลายเดือนก่อน +2

      তুই উত্তরপ্রদেশ চলে যা ওখানে ইউরোপ, আমেরিকা থেকে লোকে এসে বসবাস করছেন 😂😂😂😂😂😂😂😂

    • @ganashgiri548
      @ganashgiri548 2 หลายเดือนก่อน +6

      জনসাধারণ দায়।

    • @purnendudas4225
      @purnendudas4225 2 หลายเดือนก่อน +6

      Mughol samrajya

    • @prabirkumardasgupta9824
      @prabirkumardasgupta9824 2 หลายเดือนก่อน

      আমদের middle age এর থেকে হয়ত ভাল ছিল ! আমাদের মমতা কাংগাল করে ছেড়ে দিল রে !!!!!
      সব তৃন criminals রা কোটি কোটি ঝেড়েছে রে , তবু আমরা তো basically খানকি , তাই এরা জেতে !!!!!

    • @HappyCrocodileHiding-py9sf
      @HappyCrocodileHiding-py9sf 2 หลายเดือนก่อน +1

      ধুর লোম, গোড়ায় যান, লোম এর তদন্ত

  • @bijen7415
    @bijen7415 2 หลายเดือนก่อน +16

    বিনীত গোয়েল ভালোই অভিনয় করছিল তাহলে

  • @SPANDAN1995
    @SPANDAN1995 2 หลายเดือนก่อน +38

    যখন ওকে নারকো টেস্টে ডাকা হল তখন রাজি হল না কেন? তখন হয়তো বুঝতে পারেনি একাই ফেঁসে যাবে।।

    • @kallolnag2063
      @kallolnag2063 2 หลายเดือนก่อน +3

      Seta o toh Police er oporwallar nirdeshe!

    • @LataIrani
      @LataIrani 2 หลายเดือนก่อน +2

      বাইরের ঝড়ের খবরটা সঞ্জয়কে দেওয়া হয়নি । ও জানতেই পারেনি বাইরের জনরোষ তৈরী করেছে সাইক্লোন ।

  • @tapanchakraborty3575
    @tapanchakraborty3575 2 หลายเดือนก่อน +25

    কুনাল ঘোষ ও প্রিজন ভ্যান থেকে চিৎকার করে একজন প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কিন্ত উনি আজ শাসক দলের ই একজন বিষেস নেতা

    • @dr.rabindranathmukhopadhya3439
      @dr.rabindranathmukhopadhya3439 2 หลายเดือนก่อน

      আজ ঘোষণা হয়েছে: কুনাল ঘোষ দলের এক জন সাধারণ সম্পাদক।

  • @amitabhamullick6890
    @amitabhamullick6890 2 หลายเดือนก่อน +5

    বিনীত গোয়েল কে এক্ষুনি গ্রেফতার করা উচিত, তবে বুঝবো দেশে বিচার আছে।

  • @subhambanerjee6489
    @subhambanerjee6489 2 หลายเดือนก่อน +124

    এতদিন চুপ করে ছিল।।। এবার মুখ খুলুক।।। আরো তথ্য বের হোক

    • @asitbarande6382
      @asitbarande6382 2 หลายเดือนก่อน

      যাদের নির্দেশ সঞ্জয় এতদিন চুপ ছিলেন এখন তাদের নির্দেশে ই প্রিজন ভ্যানে বসে দিচ্ছেন। যাতে করে জটিলতা বাড়ে। যাতে করে কোর্ট থেকে আরো তদন্তের নতুন নির্দেশ পেয়ে সিবিআই আপন লক্ষ্যে স্থির থাকতে পারে।

    • @gauravdas5000
      @gauravdas5000 2 หลายเดือนก่อน +4

      Justice for Sanjay😅

    • @parimaldas1606
      @parimaldas1606 2 หลายเดือนก่อน +4

      Raj Sakshi hoye jak. Satya boluk court e.

    • @Captain_Friday
      @Captain_Friday 2 หลายเดือนก่อน +3

      Mamata ছি

    • @talebrahaman5367
      @talebrahaman5367 2 หลายเดือนก่อน +3

      CBI ki kore charge sheet dilo Sanjoy er name.baki gulo kothay?

  • @sankarsinha8961
    @sankarsinha8961 2 หลายเดือนก่อน +28

    সঞ্জয় কে নারকোটিক টেস্ট দিতে কে বারন করল?সঞ্জয়ের নাটক এখন চলবে।

    • @arunsaha4495
      @arunsaha4495 2 หลายเดือนก่อน

      Etodin toh natak annara koreche aamra dekhechi ebar natun kichu hotoh dekha jaabe wait&see

    • @SurojSk-pw9cd
      @SurojSk-pw9cd 2 หลายเดือนก่อน

      Right

  • @santoshbiswas5033
    @santoshbiswas5033 2 หลายเดือนก่อน +6

    Madam, your presentation is very transparent and I like it too. Hearty thanks!

  • @TathagataMukherjee-s2m
    @TathagataMukherjee-s2m 2 หลายเดือนก่อน +11

    যথার্থ বলেছেন

  • @soumiksar3421
    @soumiksar3421 2 หลายเดือนก่อน +2

    সঞ্জয় রায় যে বাইক ব্যাবহার করত সেটা কার নামে আছে আর কেনো আছে সেটা দেখুন, CBI এইসব এড়িয়ে যাচ্ছে কেনো ? বিনীত কে বড়ো প্রমোশন দেওয়া হলো কেনো সেটার জন্য দিদি কে ধরা হচ্ছে না কেনো ? আসল কাজ করুন নাটক করে কিছুই হবে না

  • @akd7185
    @akd7185 2 หลายเดือนก่อน +9

    রাষ্ট্র্শক্তি যখন বিরুদ্ধে তখন সুবিচার আশা না করাই ভালো

  • @rumasadhu2755
    @rumasadhu2755 2 หลายเดือนก่อน +7

    এত বড় একটা হাসপাতাল সেখানে একটি মহিলা ডাক্তার এর সাথে এতবড় একটা ঘটনা ঘটলো আর হাসপাতাল এর কেউ কিচ্ছুটি জানেনা? এটা কি আদেও সম্ভব? আমি তো মনে করি সবাই সব জানে শুধু নাটক চলছে আর চলছে রাজনীতি।

  • @narayanbanik7161
    @narayanbanik7161 2 หลายเดือนก่อน +16

    মুল মাথা নবান্নেই ।

  • @tapashmondal4369
    @tapashmondal4369 2 หลายเดือนก่อน +19

    বিনিত কাকে বাঁচাতে এইসব কোরলো??

    • @nitasikdar3043
      @nitasikdar3043 2 หลายเดือนก่อน

      @@tapashmondal4369 সেটাই ত লাখ টাকার প্রশ্ন !

    • @prasantachakraborry4817
      @prasantachakraborry4817 2 หลายเดือนก่อน

      মমতাজ বেগম কে বাঁচাতে গোয়েল , এই কাজ করেছে।

  • @dibyendubal5591
    @dibyendubal5591 2 หลายเดือนก่อน +2

    যাক এই বার সবাই সব বুঝতে পারছে , ভেবেও ভালো লাগছে , এর ফলাফল 2026 এ যেন সবাই দেখিয়ে দেয় রাজ্যবাসী র কাছে এটাই চাওয়া

  • @Captain_Friday
    @Captain_Friday 2 หลายเดือนก่อน +12

    বিচার চাই বিচার চাই

  • @shraban0408
    @shraban0408 2 หลายเดือนก่อน +12

    কিন্তু এতদিন সি বি আই-এর কাছে কেন মুখ বন্ধ করে রেখেছিল??

  • @Uttamdutta_999
    @Uttamdutta_999 2 หลายเดือนก่อน +2

    সব অপরাধীদের শাস্তি চাই,,

  • @dibakarbhowmik6789
    @dibakarbhowmik6789 17 วันที่ผ่านมา

    এক দম ঠিক বলছেন

  • @subhasmazumder5997
    @subhasmazumder5997 2 หลายเดือนก่อน +5

    সঞ্জয়কে সাবধানে রাখতে হবে। না হলে সবই লোপাট করা হবে।

  • @cm4050
    @cm4050 2 หลายเดือนก่อน +10

    change change change-------- it is needed

  • @26priyansubiswas13
    @26priyansubiswas13 2 หลายเดือนก่อน +1

    ঈশ্বরের কাছে প্রার্থনা করি,অভায়ার সঠিক বিচার যেন সবাই দেখতে পায়। আমরা সবাই অপেক্ষা করে আছি।❤❤

  • @Sanglappratim
    @Sanglappratim 2 หลายเดือนก่อน +6

    খুব সুন্দর প্রতিবেদন।

  • @TarunkrDey-xf6um
    @TarunkrDey-xf6um 2 หลายเดือนก่อน +3

    সঞ্জয় রায়ের কথা CBI এবং আদালতের গুরুত্বসহকারে শোনা উচিত। তবেই অনেক বড় মাথা ধরা পড়বে।

  • @SandipanChatterjee-v5i
    @SandipanChatterjee-v5i 20 วันที่ผ่านมา

    Khub bhalo laglo

  • @MithunNandi-v7b
    @MithunNandi-v7b 2 หลายเดือนก่อน +3

    আমরা অপরাধীদের কাছেই বিচার চাইছি যা কোন দিনই পাওয়া সম্ভব নয়।

  • @BidhansikdarSwpansikdar-rx7ns
    @BidhansikdarSwpansikdar-rx7ns 2 หลายเดือนก่อน +10

    প্রথম থেকেই বোঝা যাচ্ছিল সর্ষের মধ্যেই ভুত

  • @tahersk382
    @tahersk382 2 หลายเดือนก่อน +17

    Cbi তাহলে কি করছে ঘাস কাটছে

    • @banglaobangali7169
      @banglaobangali7169 2 หลายเดือนก่อน

      CBI ghas e katche Karon kendre taka pouche geche, CBI k ghas e kat te bola hochche

  • @JibanRuidas-cz7xc
    @JibanRuidas-cz7xc 9 วันที่ผ่านมา

    বিনীত গোয়েলকে ভালোভাবে জেরা করলেই আসল সত্যটি বেরিয়ে আসবে আমি মনে করি

  • @debanshudey5843
    @debanshudey5843 2 หลายเดือนก่อน +17

    কূনাল চোর এর আরেক ভাই,,, তার নাম সঞ্জয় রায়,,,খুব মিল আছে দূই জনের মধ্যে।

    • @litachoudhury8685
      @litachoudhury8685 2 หลายเดือนก่อน

      Main culprit mone hoy onno keu...

  • @swapandas5817
    @swapandas5817 2 หลายเดือนก่อน +1

    যে চলে গেছে, যেভাবেই হোক বেঁচে গেছে। কেউই পৃথিবীতে অমর নয়।কিন্তু,বাবা, মা, তারা তো জীব মৃত হয়ে আমরন চোখের লোনাজলে ভাসবে,কবে থামবে এ-ই কান্না। ভগবান অসীম সহ্য শক্তি দিক এই প্রার্থনা।

  • @BakulGhosh-u8t
    @BakulGhosh-u8t 2 หลายเดือนก่อน +4

    সঞ্জয় রাই নারকো টেস্টে রাজী হয়ে সিবিআই অফিসারদের তদন্তে সহযোগিতা করতে পারে 😮

  • @namitadutta2295
    @namitadutta2295 2 หลายเดือนก่อน +15

    তিলোত্তমার মা বাবা যেন তাদের মেয়ের সঠিক বিচার পান এই কামনা করি ঈশ্বরের কাছে ।

  • @tapanprakashsen3873
    @tapanprakashsen3873 2 หลายเดือนก่อน +1

    অভয়ার সুবিচার পাওয়া ক্রমশ অসম্ভব হয়ে যাচ্ছে! ! !

  • @MadanSantra-kd8yg
    @MadanSantra-kd8yg 2 หลายเดือนก่อน +1

    যারা।জড়িত।থাকবে।এক।সাজা।সবার।চাই।আবেদন।আদালতের।নিকট

  • @bipulroy7438
    @bipulroy7438 2 หลายเดือนก่อน +17

    পুলিশ মন্ত্রী না পাল্টালে কোনো বিচার ঠিক মতন হবে না

  • @santanukarmakar7099
    @santanukarmakar7099 2 หลายเดือนก่อน +2

    একমাত্র মেয়েকে হারানো ঝড়।
    ভগবানের কাছে প্রার্থনা করি যেন ন্যায় বিচার হয়।
    শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাঁদের পাশে আছে "" দিনের পর দিন রাত জেগে ""। প্রয়োজনে আবার জাগবে।।

  • @asitkumar4267
    @asitkumar4267 2 หลายเดือนก่อน

    মা আমরা আপনার সাথে আছি আপনি বলতে থাকুন !!🙏🏼

  • @suktichaudhuri8951
    @suktichaudhuri8951 2 หลายเดือนก่อน +4

    প্রশ্ন একটাই ও কিসের জন্য চেস্ট মেডিসিনের সেমিনার হলে গিয়েছিল ? মুখ না খুললে চাপ আছে।

  • @nityanandamondal5447
    @nityanandamondal5447 2 หลายเดือนก่อน +1

    ন্যায় বিচার চাওয়া আন্দোলনকারী ও সমস্ত নাগরিকদের কাছে আবেদন, সিবিআই যেন পুনরায় নারকো টেস্ট আবেদন করে। প্রকৃত দোষী কে না সাজা দিয়ে সিবিআই বেরিয়ে যেতে পারে না।

  • @gobindadas1044
    @gobindadas1044 2 หลายเดือนก่อน

    দোষী ব্যক্তিদের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হয় হে ঈশ্বর।

  • @hindolmandal3949
    @hindolmandal3949 2 หลายเดือนก่อน +4

    কিছুই হলো না, কিছুই হবে না। শুধু মনে রাখবেন দয়াকরে ভুলে যাবেন না।

  • @FeluMandal-p4y
    @FeluMandal-p4y 2 หลายเดือนก่อน

    দিদি ঠিক বলেছ

  • @bonybarman1381
    @bonybarman1381 2 หลายเดือนก่อน +1

    He Iswar Tilottama MA, Baba k Susjthya rekho, Sathik Bichar dyo...

  • @bibhakarpatra1920
    @bibhakarpatra1920 2 หลายเดือนก่อน +1

    আগে বললেন তৃণমূলের হাত অপরাধীদের মাথায় আছে। এখন আবার বলছেন পুলিশ ফাঁসিয়েছে।

  • @vastab3613
    @vastab3613 2 หลายเดือนก่อน

    ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর জি করের নির্যাতিতার মা- বাবাকে তাদের একমাত্র সন্তানের হত্যাকাণ্ডের বিচার পেতে দোষিদের কঠোর থেকে কঠোরতর সাস্তি পেতে লড়াইটা লড়তে শক্তি দেন ।

  • @mridulsaha3577
    @mridulsaha3577 2 หลายเดือนก่อน +7

    মুখ্য মন্ত্রী ও সড়যন্ত্রী

  • @radhakrishnadebnath8377
    @radhakrishnadebnath8377 2 หลายเดือนก่อน

    মিঃ ঘোষ ও প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বলেছিলেন। তার অবশ্য প্রমোশন হয়েছে।

  • @mohansaha246
    @mohansaha246 2 หลายเดือนก่อน

    দিদি আপনার বক্তব্য ও বিশ্লেষণ খুব ভালো লাগলো 🙏

  • @rajusen7052
    @rajusen7052 2 หลายเดือนก่อน +6

    কি অবস্থা নগর পালের সাথে একজন সিভিক পুলিশের এত আন্তরিকতা ছিলো ?

  • @UdaySankarMukhopadhyaya
    @UdaySankarMukhopadhyaya 2 หลายเดือนก่อน +1

    সত্যিই ওনাদের অবস্থা অনুমান করতে পারি।

  • @ajitdutta5937
    @ajitdutta5937 2 หลายเดือนก่อน +2

    Exactly right ✅️ shameful for Bengal Administration 😢😢😢.

  • @raajaabaabooparashar1858
    @raajaabaabooparashar1858 2 หลายเดือนก่อน +5

    এর আগেও অনেকে prison van থেকে চেঁচিয়ে অনেক কথা বলেছে অনেককে অভিযুক্ত করেছে... পরবর্তী সময়ে অভিযোগকারী এবং অভিযুক্ত পাশাপাশি চেয়ারে বসে বিরোধীদের অভিযুক্ত করেছে...তাই অতি দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলছি এবারও সেই নাটকই হবে...পুরোটাই Scripted...

  • @nitasikdar3043
    @nitasikdar3043 2 หลายเดือนก่อน +1

    শেষের কথাটি খুব সংবেদনশীল। অভয়ার মা বাবাকে আর কত মনোবেদনার মধ্যে দিয়ে যেতে হবে। এই সমবেদনা যেন সকলের ভিতরে থাকে🙏🙏

  • @priyankapalyoga8096
    @priyankapalyoga8096 2 หลายเดือนก่อน +1

    আবার নতুন করে তদন্ত হোক।

  • @Riju__5500
    @Riju__5500 2 หลายเดือนก่อน +6

    CBI কি করছে??? তারা কি এত তাই ব্যর্থ অন্য কাউকে খুঁজতে? এটা সম্ভব?

  • @swapanroy693
    @swapanroy693 2 หลายเดือนก่อน

    Thank you for your information

  • @barundas9717
    @barundas9717 2 หลายเดือนก่อน

    সুন্দর উপস্থাপনা। যুক্তিযুক্ত আলোচনা। ধন্যবাদ জানাই আপনাকে ।

  • @krish-u1v
    @krish-u1v 2 หลายเดือนก่อน +2

    Last 3 মাস ধরে এটাই বোঝা গেল - সবাই সব কিছু জানে কিন্তু কেউ কিছুই জানে না

  • @sanjoychanda2824
    @sanjoychanda2824 2 หลายเดือนก่อน +4

    ভাবছি সঞ্জয় রাই যদি এরপর ষড়যন্ত্রকারীদের মধ্যে প্রধানসেবকের নাম নিয়ে ফেলে তো কি হবে 😂

  • @dipenmukherjee6898
    @dipenmukherjee6898 2 หลายเดือนก่อน

    খুব চমৎকার রিপোর্টিং

  • @sunilmal3029
    @sunilmal3029 2 หลายเดือนก่อน +7

    সব কিছুর মূল মাথা পিসি ভাইপো

  • @KrishnaMohanMondal-jl9hj
    @KrishnaMohanMondal-jl9hj 2 หลายเดือนก่อน +2

    সঞ্জয়ের সিকিউরিটি বাড়ানো হোক

  • @soumenhalder3262
    @soumenhalder3262 2 หลายเดือนก่อน

    Lv on

  • @prodipprodip3155
    @prodipprodip3155 16 วันที่ผ่านมา

    সঞ্জয় কে, লাইভ টেলিকাসট, করা দরকার, তাল, জনগণ, জানক

  • @monikagain8827
    @monikagain8827 2 หลายเดือนก่อน +2

    "পাপ ছাড়ে না বাপকে"এটা জ্বল জ্বল করছে।

  • @doyelbanerjee884
    @doyelbanerjee884 2 หลายเดือนก่อน

    Thanks

  • @bipulroy7438
    @bipulroy7438 2 หลายเดือนก่อน +6

    সি বি আই কি করছে এতো দিন ধরে

  • @anujitkumarmukherjee3088
    @anujitkumarmukherjee3088 2 หลายเดือนก่อน

    We should start enquiry 🎉against CBI

  • @supratimmukherjee2171
    @supratimmukherjee2171 2 หลายเดือนก่อน

    Just asadharon explain didi ❤️🙏👍

  • @anindyadas3513
    @anindyadas3513 2 หลายเดือนก่อน +8

    সবাই জানে, সঞ্জয়কে ব্যাবহার করা হয়েছে। আসল মাথা অন্যরা।

    • @swapnaroy9069
      @swapnaroy9069 2 หลายเดือนก่อน

      জনগণ আসল মাথা গুলো কে সেটা বুঝতে পারছেন, কিন্তু অপদার্থ বিচারক রা সেটা বুঝতে পারছেন না l 😢

  • @bhabesbasu8678
    @bhabesbasu8678 2 หลายเดือนก่อน +5

    আবার নতুন করে তদন্ত হোক।শিয়ালদহ আদালতে র সেই মাথা আছে ?

  • @krishnendupaik601
    @krishnendupaik601 2 หลายเดือนก่อน

    thank you medam

  • @LataIrani
    @LataIrani 2 หลายเดือนก่อน

    এবার সঞ্জয়ের জন্য বিশেষ নিরাপত্তা দিতে হবে । কামদুনি কেস যিনি লোপাট করেছিলেন এবার তার নাম প্রকাশ্যে এসেছে ।

  • @pbh2473
    @pbh2473 2 หลายเดือนก่อน

    বিচারপতি ও সন্দ্বীপ ঘোষ কে নির্দোষ বলছে, জানি না কি রকম বিচারপতি!

  • @subhasismitra3056
    @subhasismitra3056 2 หลายเดือนก่อน +1

    আমি বুঝতে পারছি না সঞ্জয় এই কথাটা আদালতে জজসাহেবের সামনে বলছে না কেনো?😕

  • @dipchatterjee.ttdn2380
    @dipchatterjee.ttdn2380 2 หลายเดือนก่อน

    প্রমাণ গুলো কি হওয়ায় পেলো ? সিসিটিভি তে সঞ্জয় এলো কি করে ওইদিন ?

  • @DakshinaGayen
    @DakshinaGayen 2 หลายเดือนก่อน +2

    দিদিভাই সিবিআই সঠিক বিচার করতে পারল না কেন? এর তদন্ত হোক! কোট আবার এই সিবিআইকে যদি পুনরায় তদন্ত করতে দেয় তাহলে কি সিবিআই সঠিক তদন্ত করতে পারবে? এটা কি চলছে? বিচার হচ্ছে?না বিচারের নামে প্রহসন চলছে? কিছুই বুঝতে পারছিনা!

  • @asitkumarnandi5356
    @asitkumarnandi5356 2 หลายเดือนก่อน +1

    Why WB govt appointing Non Bengali persons in DIG,Chief Secretary and others in top most intellectual posts ? The only reasons bz Bengalis spine is straight than others

  • @ratankumardas7017
    @ratankumardas7017 2 หลายเดือนก่อน

    অভয়ার মা বাবা কে সাহস জোগানোর জন্য আবার কিছু আন্দোলন করা দরকার। হবে কি ?

  • @surajitghosh8944
    @surajitghosh8944 2 หลายเดือนก่อน

    সঞ্জয় রায়ের মুখ দিয়ে যখন বিনীত গোয়েলের নাম বেরিয়েছে, তখন সিবিআই বিনীত গোয়েলকে একবারও জিজ্ঞাসাবাদ করছে না কেন?

  • @lalturana8562
    @lalturana8562 2 หลายเดือนก่อน +1

    বুঝলি ঠিকই সঞ্জয় কিন্তু অনেক দেরি হয়ে গেছে l অনেক দেরি হয়ে গেছে l অনেকেই দেরি হয়ে গেছে আর কোন উপায় নেই l তবে বলির পাঠা তো ঠিক তোর মত লোকেরাই হবে l কারণ তোরা অল্প বুদ্ধি সম্পন্ন জীব l তবে এটা হওয়ারই ছিল l

  • @sanchyc
    @sanchyc 2 หลายเดือนก่อน

    অসাধারন বললেন

  • @fossils1830
    @fossils1830 2 หลายเดือนก่อน

    এর আলুর দোষ ছিলো। আমি কিছু করিনি আর কেউ আমাকে ধর্ষণ আর খুনের মামলায় ফাঁসাচ্ছে আর বলছে চুপ থাকতে আর আমি চুপ থাকবো? পাগল নাকি?

  • @abhimanyudatta9293
    @abhimanyudatta9293 2 หลายเดือนก่อน +10

    Sanjay Eta CBI keo Boleche? CBI purchased Hoye Gelo.

    • @Neeladri_Roy
      @Neeladri_Roy 2 หลายเดือนก่อน

      Ekdom e tai. Shob setting politics cholche. Era naki aabar 1st world country hobe. ছি ছি।